বাগধারা - Bagdhara (বাছাইকৃত)

বাংলা ২য় পত্রের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বাগধারা। এ অধ্যায়ে আমরা বাছাইকৃত বাগধারাগুলো সন্নিবেশ করার চেষ্টা করেছি।

বাগধারা
""
অকর্মার ধাড়ী 🗣 (অত্যন্ত অলস ব্যক্তি)
অকাল কুষ্মন্ড 🗣 (অপদার্থ) মতিনের মত এক অকাল কুষ্মন্ডকে এত বড় কাজের ভার দিতে চাই না।
অকালবোধন 🗣 (অসময়ে আবির্ভাব) চৈত্র মাসে তাল; এ যে অকালবোধন দেখছি।
অকুল পাথারে ভাসা 🗣 (সহায়-সম্বলহীন হয়ে পড়া)
অকূলে কূল পাওয়া 🗣 (চরম বিপদের মধ্যে আশার সন্ধান পাওয়া)
অক্কা পাওয়া 🗣 (মারা যাওয়া) মাঘ মাসের প্রচন্ড শীতে বৃদ্ধটি অক্কা পেয়েছে।
অগস্ত্য যাত্রা 🗣 (চিরতরে যাত্রা) শিক্ষকের সাথে দুব্যবহার করে বড়লোকের ছেলেটি স্কুল থেকে অগস্ত্য যাত্রা করেছে।
অগাধ (গভীর) জলের মাছ 🗣 (অতি চালাক) প্রমথবাবু অগাধ জলের মাছ; তার ফাঁকি বোঝা তোমার কাজ নয়।
অগ্নি পরীক্ষা 🗣 (কঠোর পরীক্ষা) প্রেমের অগ্নি পরীক্ষায় ওরা টিকে গেছে; বিয়ে ওদের সুনিশ্চিত।
অগ্নিমূল্য 🗣 (অত্যন্ত দুমূর্ল)
অগ্নিশর্মা 🗣 (অতিশয় ক্রুদ্ধ) নীতিবান লোক অন্যায় দেখলে অগ্নিশর্মা হয়ে ওঠেন।
অগ্নিস্পর্শ 🗣 অতিশয় ক্রুদ্ধ
অঘটন ঘটন পটিয়সী 🗣 (অসাধ্য সাধনে পটু)
অচলায়তন 🗣 (গতানুগতিক রীতিপদ্ধতিতে প্রগতিহীন প্রতিষ্ঠান)
অথৈ জলে পড়া 🗣 (ভীষণ বিপদে পড়া) বিষয় সম্পত্তি সব হারিয়ে তিনি অথৈ জলে পড়লেন।
অনুরোধে ঢেঁকি গেলা 🗣 (অনুরোধে অসম্ভব কাজ করা) আমার বিবেকে আমি কাজ করি; পরের অনুরোধে ঢেঁকি গিলতে রাজি নই।
অন্তর টিপুনী 🗣 মর্ম পীড়াদায়ক খেঁচো
অন্ধকার দেখা 🗣 (বিপদে দিগবিদিক জ্ঞানশূন্য হওয়া)
অন্ধকার দেখান 🗣 বিপদে ফেলা
অন্ধকারে ঢিল মারা 🗣 (আন্দাজে কোন কাজ করা) লেখাপড়া না করে পরীক্ষায় অন্ধকারে ঢিল মারলে কোন কাজ হবে না।
অন্ধের যষ্টি বা নড়ি 🗣 (একমাত্র অবলম্বন) বিধবার অঞ্চলের নিধি, অন্ধের যষ্টি এ ছেলেটিকে কেড়ে নিওনা ঠাকুর।
অমাবস্যার চাঁদ 🗣 (অদর্শনীয় বস্তু) বুড়ো বয়সে ছেলে পেয়ে কলিম মন্ডল যেন অমাবস্যার চাঁদ হাতে পেলেন।
অরণ্যে রোদন 🗣 (বৃথা-চেষ্টা) কৃপণের কাছে সাহায্য চাওয়া অরণ্যে রোদন মাত্র।।
অর্ধচন্দ্র 🗣 (গলাধাক্কা) দুষ্ট চাকরটিকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দিয়েছি।
অল্পবিদ্য ভয়ংকরী 🗣 অল্পবিদ্যার দেমাগ
অশ্বডিম্ব 🗣 (অসম্ভব বস্তু)
অষ্টরম্ভা 🗣 (ফাঁকি, শূন্য)
অহি-নকুল বা সাপে-নেউলে বা দা-কুমড়া সম্পর্ক 🗣 (শত্রু সম্পৰ্ক, ভীষন শত্রুতা) ভাইয়ে ভাইয়ে অহি-নকুল সম্পর্ক থাকা ভাল নয়।

বাগধারা
""
আঁখি মুদা 🗣 মারা যাওয়া
আঁতে ঘা লাগা 🗣 (মনে কষ্ট পাওয়া) সত্য কথা বলাতে তার আঁতে ঘা লেগেছে।
আঁধা খেঁচরা 🗣 বিশৃঙ্খলা
আঁধার ঘরের মানিক 🗣 অতি প্রিয়বস্তু
আকাল ভেঙ্গে পড়া 🗣 মহা বিপদে পড়া
আকাশ কুসুম 🗣 (অসম্ভব কল্পনা) গরিবের ছেলে কোটিপতি হতে চায়; এ যে আকাশ কুসুম ভাবনা।
আকাশ থেকে পড়া 🗣 (না জানার ভান করে বিস্মিত হওয়া, অপ্রত্যাশিত)
আকাশ পাতাল ভাবা 🗣 (উদ্দেশ্যবিহীন চিন্তা)
আকাশ ভাঙ্গিয়া পড়া 🗣 (মহাবিপদ উপস্থিত হওয়া) উপার্জনক্ষম একমাত্র পুত্রের মৃত্যুতে বৃদ্ধের মাথায় আকাশ ভেঙে পড়ল।
আকাশ-পাতাল 🗣 অভাবনীয় ব্যবধান
আকাশে তোলা 🗣 অতিশয় প্রশংসা করা
আকাশের চাঁদ চাওয়া 🗣 (নাগালের বাইরের কিছু আকাঙ্ক্ষা করা)
আক্কেল গুড়ুম 🗣 (হতবুদ্ধি হওয়া) তার ঔদ্ধত্য দেখে সবার একেবারে আক্কেল গুড়ুম।
আক্কেল সেলামি 🗣 (বোকামির দন্ড) বিনা টিকিটে রেল ভ্রমণ করে সে দুশ টাকা আক্কেল সেলামি দিয়েছে।
আগুন লাগা সংসার 🗣 (ক্ষয়িষ্ণু সংসার) এ যে আগুন-লাগা সংসার, এর উন্নতি আর আশা করা যায় না।
আঙ্গুল ফুলে কলাগাছ 🗣 (হঠাৎ বড়লোক হওয়া) যুদ্ধের বাজারে ব্যবসা করে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।
আট কপালিয়া 🗣 হতভাগ্য
আঠারো মাসে বছর 🗣 কুঁড়ে স্বভাব
আদাজল খেয়ে লাগা 🗣 (উঠে পড়ে লাগা)
আদায়-কাঁচকলায় 🗣 (দা-কুমড়ো বা সাপে-নেউলে)
আপন ঢাক আপনি বাজানো 🗣 (আত্মপ্রচার করা)
আমড়া কাঠের টেকি 🗣 (অপদার্থ)
আমড়াগাছি করা 🗣 (প্রতারণাপূর্ণ তোষামোদ)
আম্তা আম্তা করা 🗣 ইতস্তত করা
আরশির মুখে পড়শিকে দেখা 🗣 (নিজে যেমন, অন্যকেও তেমনি ভাবা)
আলালের ঘরের দুলাল 🗣 (আদুরে) আদর দিয়ে ছেলেকে আলালের ঘরের দুলাল করে তুললে তার ক্ষতিই হয়।
আষাঢ়ে গল্প 🗣 (অবিশ্বাস্য কাহিনী) তোমার আষাঢ়ে গল্প এখন বন্ধ কর।
আসরে নামা 🗣 (আবিভূর্ত হওয়া) অনেকক্ষণ মূখ বুজে থাকার পর তিনি আসরে নামলেন।
আস্তাকুড়ের পাতা 🗣 (হীন ব্যক্তি)

বাগধারা-Bagdhara
""
ইচঁড়ে পাকা 🗣 (অকাল পঙ্ক) ছেলেটি কী হঁচড়ে পাকা। কাপড় ধরেনি, অথচ, সিগারেট ধরেছে।
ইতর বিশেষ 🗣 (ভেদাভেদ) ছোট-বড় কোন ইতর বিশেষ আমি পছন্দ করি না।
ইতুনিদ কুঁড়ে 🗣 অলস
ইদুর কপালে 🗣 নিতান্ত মন্দ ভাগ্য
ইলশে গুড়ি 🗣 গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাগধারা
""
ঈদের চাঁদ 🗣 (অতি আকাঙিক্ষত বস্তু) বহুদিন পরে হারানো ছেলেকে ফিরে পেয়ে বিধবা মা যেন ঈদের চাঁদ হাতে পলে।

বাগধারা
""
উঁচু কপাল 🗣 (সৌভাগ্যশালী)
উঁচু কপালী 🗣 (অলক্ষুণা)
উচ্ছের ঝাড় 🗣 (খারাপ বংশ)
উড়নচন্ডী 🗣 (অমিতব্যয়ী) বড়লোকের ছেলেরা প্রায়ই উড়নচন্ডী হয়।
উত্তম-মধ্যম 🗣 (প্রহার) চোরটিকে সবাই উত্তম-মধ্যম দিয়ে বিদায় করল।
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে 🗣 (একের দোষ অন্যের উপর) দোষ করল মীরা, মার খেল হীরা; একেই বলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।
উলু খাগড়া 🗣 (নিরীহ প্রজা)
উলুবনে মুক্ত ছড়ানো 🗣 (অপাত্রে জ্ঞান)

বাগধারা
""
ঊনপঞ্চাশ বায়ু 🗣 (পাগলামি)
ঊনপাঁজুরে 🗣 (দুর্বল) এ ঊনপাঁজুরে মেয়েটির লতা নাম ঠিকই হয়েছে।

বাগধারা
""
এক গোয়ালের গরু 🗣 (একই স্বভাবযুক্ত)
এক ঢিলে দুই পাখি মারা 🗣 (এক কাজের মাধ্যমে একাধিক স্বার্থ সিদ্ধি করা)
এক মাঘে শীত যায় না 🗣 (একবারে বিপদ শেষ হয় না) টাকা ধার নিয়ে আত্মগোপন করেছে; কিন্তু এক মাঘে শীত যায় না, এ তার জানা উচিত।
এক হাত লওয়া 🗣 (জব্দ করা) বাগে পেলে তাকে এক হাত নিতে ছাড়বো না।
একচোখা 🗣 (পক্ষপাতিত্ব) কোন বিচার কার্যে একচোখা হওয়া উচিত নয়।
একা ঘরের গিন্নি 🗣 নিজের প্রভূত্ব
একাদশে বৃহস্পতি 🗣 (সুসময়) করিম সাহেবের এখন একাদশে বৃহসঙতি; ধুলো ধরলে সোনা হয়।
এলাহি কান্ড 🗣 (রাজকীয় কান্ড কারখানা)
এসপার ওসপার 🗣 মীমাংসা
এসপার কি ওসপার 🗣 (যে কোন রকম একটা মীমাংসা)

বাগধারা
""
ওজন বুঝে চলা 🗣 (আত্মসম্মান বজায় রাখা) নিজের ওজন বুঝে না চললে অপমানিত হতে হয়।

বাগধারা
""
ঔষুধে ধরা 🗣 (প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া) পরিচালক আপনার বুদ্ধি নিয়েছে; এবার ওষুধে ধরেছে।

বাগধারা
""
কংস মামা 🗣 (নির্মম আত্মীয়) আত্মীয়রা সব যে কংস মামার দল; বিপদে এগিয়ে আসবে না কেউ।
ক-অক্ষর গোমাংস 🗣 (বর্ণ পরিচয়হীন) এমন জ্ঞানী লোকের ছেলে কিনা ক-অক্ষর গোমাংস।
কই মাছের প্রাণ 🗣 (যে সহজে মরে না) বুড়ো লোকটির কই মাছের প্রাণ; এত অসুখেও মরছে না।
কচুবনের কালাচাঁদ 🗣 (অপদার্থ) খাবে আর ফুর্তি করবে; লেখাপড়ার বালাই নেই, পোশাকে পরিপাটি; এ যে কচুবনের কালাচাঁদ।
কচ্ছপের কামড় 🗣 (কিছুর জন্যে নাছোড়বান্দা হয়ে লেগে থাকা)
কড়ায় গন্ডায় 🗣 পুরোপুরি
কত ধানে কত চাল 🗣 (ঠিকঠাক হিসাব) বাবার উপর খাও; তাইতো বোঝো না কত ধানে কত চাল।
কত ধানে কত চাল 🗣 ওজন বুঝে চলা
কথায় চিড়া ভিজা 🗣 বিনা ব্যায়ে কার্য সাধন হওয়া
কথায় চিড়ে ভেজে না 🗣 (কথায় চাতুরী দিয়ে সব কাজ হাসিল হয় না)
কপাল ফেরা 🗣 (অবস্থা ভাল হওয়া) লটারিতে দুই লাখ টাকা পেয়ে তার কপাল ফিরছে।
কপোত বৃত্তি 🗣 (সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন)
কলকাঠি নাড়া 🗣 (কুপরামর্শ দেওয়া)
কলকে পাওয়া 🗣 (পাত্তা পাওয়া)
কলা দেখান 🗣 (ফাঁকি দেওয়া)
কলির সন্ধ্যা 🗣 (দৌরাত্মের শুরু)
কলুর বলদ 🗣 (পরাধীন) চোখে ঠুলি দেওয়া কলুর বলদের মত আমরা দিনরাত কেবল সংসারের ঘানি টেনেই চলছি।
কল্কে পাওয়া 🗣 পাত্তা পাওয়া
কাঁচা পয়সা 🗣 নগদ উপার্জন
কাঁচা বাশে ঘুন ধরা 🗣 কৈশোরে নষ্ট হওয়া
কাঁটা দিয়ে কাঁটা তোলা 🗣 (শত্রু দিয়ে শত্রু নাশ) ডাকাত লাগিয়ে ডাকাত ধরেছি; মানে কাঁটা দিয়ে কাঁটা তুলেছি।
কাক-ভূষন্ডী 🗣 (দীর্ঘায়ু ব্যক্তি) এ কাক-ভূষন্ডী লোকটার কই মাছের প্রাণ; কত মাঘের শীত গেল, তবু সে মরল না।
কাঙালের ঘোড়া রোগ 🗣 (দরিদ্রের সাধ্যাতিরিক্ত ব্যয়বহুল সাধ
কাছা আলগা 🗣 (অসাবধান)
কাটা ঘায়ে নুনের ছিটে 🗣 (দুঃখের উপলক্ষটি আলোচনা করে আরো দুঃখ দেওয়া)
কাঠালের আমসত্ত্ব বা সোনার পাথরবাটি 🗣 (অসম্ভব বস্তু) শক্তির যুগে নিরস্ত্রীকরণ; এ যেন কাঁঠালের আমসত্ত্ব কিংবা সোনার পাথরবাটি।
কাঠের পুতুল 🗣 (নির্বাক, অসার) কাঠের পুতুলের মত বসে আছ কেন? কাজে মন লাগাও।
কান খাড়া করা 🗣 সতর্ক হওয়া
কান পাতলা 🗣 (সব কথাতে যার বিশ্বাস))
কান ভারি করা 🗣 (কুপরামর্শ দেওয়া) সে নানা কথা বলে আমার বিরুদ্ধে বড় সাহেবের কান ভারি করে তুলেছে।
কানা ছেলের নাম পদ্মলোচন 🗣 (যোগ্যতাহীনের প্রশংসাসূচক নামকরণ)
কানে উঠা 🗣 শুনতে পাওয়া
কানে তুলা দেয়া 🗣 ভ্রক্ষেপ না করা
কানে লাগা 🗣 শ্রুতিকটু
কালনেমির লঙ্কাভাগ 🗣 (কার্যসিদ্ধির আগে ফলের প্রত্যাশা)
কাষ্ঠ হাসি 🗣 (কপট হাসি) ভদ্রতার খাতিরে কেবল সে কাষ্ঠ হাসি হাসল।
কুল কাঠের অঙ্গগার 🗣 (তীব্র জ্বালা)
কূপমন্ডুক 🗣 (সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন) স্ত্রীলোকটি কূপমন্ডক হলেও অতি শান্ত ও মিষ্টভাষিণী।
কূপমন্ডুক 🗣 সীমাবদ্ধ জ্ঞান
কেঁচে গন্ডূষ করা 🗣 (পুনরায় আরম্ভ করা) ছোট ভাইকে অঙ্ক শেখাতে গিয়ে আবার কেঁচে গন্ডুষ করতে হচ্ছে।
কেতা দুরস্ত 🗣 পরিপাটি
কেল্লা ফতে করা 🗣 (কঠিন কাজে সফল হওয়া)
কেষ্ট বিষ্ট 🗣 (মাথা, গণ্যমান্য)

বাগধারা
""
খইয়ে বন্ধনে পড়া 🗣 মুশকিলে পড়া
খন্ড প্রলয় 🗣 তুমুল কান্ড
খয়ের খাঁ 🗣 (তোষামুদকারী) বড় লোকের খয়ের খাঁর অভাব নেই।
খাঁদা নাকে তিলক 🗣 (অশোভন সাজসজ্জা)
খামকাজ 🗣 ভুল কাজ
খাল কেটে কুমির আনা 🗣 (বিপদ ডেকে আনা) আমার একা ব্যবসায়ে তাকে অংশীদার করে খাল কেটে কুমির এনেছি।
খুদে রাক্ষস 🗣 পেটুক মানুষ
খেজুরে আলাপ 🗣 অকাজের কথা

বাগধারা
""
গঙ্গাজলে গঙ্গাপূজা 🗣 (যার ধনে তার তুষ্টি সাধন) নজরুল জয়ন্তীতে নজরুলের কবিতা আবৃত্তি করে আমি গঙ্গাজলে গঙ্গাপূজা করলাম।
গড্ডলিকা প্রবাহ 🗣 (অন্ধ অনুকরণ) গড্ডলিকা প্রবাহে জীবন ভাসিয়ে দিলে উন্নতির আশা গুড়ে বালি।
গণেশ উল্টান 🗣 (ব্যবসা তুলে দেওয়া)
গদাই লস্করী চাল 🗣 (আলসেমি)
গনেশ উল্টানো 🗣 তুরে দেয়া / ফেল মারা
গভীর জলের মাছ 🗣 (ধুরুন্ধর শয়তান লোক)
গলগ্রহ 🗣 (পরের বোঝা হয়ে থাকা) কারো গলগ্রহ হয়ে থাকতে চাই না।
গা ঢাকা দেওয়া 🗣 লুকান
গাছে কাঁঠাল গোঁফে তেল 🗣 (পাওয়ার আগে ভোগের আয়োজ
গাছে না উঠতেই এক কাঁদি 🗣 (কাজের আগেই ফল প্রত্যাশা
গায়ের ঝাল ঝাড়া 🗣 শোধ নেওয়া
গুড়ে বালি 🗣 (আশায় নৈরাশ্য) আমার উপর চিরদিন খাবে, সে আশা গুড়ে বালি।
গেঁয়ো যোগী ভিখ পায় না 🗣 (গুণীর আদর স্বদেশে নাই)
গোঁফ-খেজুরে 🗣 (অলস) তার মত গোঁফ-খেজুরের জীবন আবার স্বাচ্ছন্দ্য।
গোঁয়ার গোবিন্দ 🗣 (কান্ডজ্ঞানহীন) সলিম মোলর ছেলেটি একেবারে গোঁয়ার গোবিন্দ; ভয়ও নেই, ভাবনাও নেই।
গোদা পায়ে আলতা 🗣 (অশোভন সাজ)
গোদের উপর বিষফোঁড়া 🗣 (দুঃখের ওপর আরো দুঃখ)
গোবর গনেশ 🗣 মুর্খ
গোবরে পদ্মফুল 🗣 (অস্থানে ভাল জিনিস) দুঃখিনী বিধবার সুন্দরী মেয়ে; এ যে গোবরে পদ্মফুল।
গোয়ার গোবিন্দ 🗣 কান্ড-জ্ঞান শূন্য
গোলক ধাঁধা 🗣 (জটিল)
গোল্লায় যাওয়া 🗣 নষ্ট হওয়া
গৌরচন্দ্রিকা 🗣 (ভণিতা) গৌরচন্দ্রিকা বাদ দিয়ে আসল কথা বল।
গোকুলের ষাঁড় 🗣 (স্বেচ্ছাচারী) খায় দায় আর ঘুরে বেড়ায়; ছেলেটি যেন গোকুলের ষাঁড়।

বাগধারা
""
ঘটিরাম 🗣 (অপদার্থ) কপাল ভাল থাকলে ঘটিরামদেরও ভাল চাকরির অভাব হয় না।
ঘর পোড়া গরু 🗣 বেদনাদায়ক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
ঘরে আগুন দেওয়া 🗣 (বিবাদের সৃষ্টি করা)
ঘরের শত্রু বিভীষণ 🗣 (অন্যের সঙ্গে হাত মিলিয়ে আপনজন যখন শত্রু হয়)
ঘাটে এসে নৌকো ভোবা 🗣 (শেষকালে এসে আশা নিষ্ফল হওয়া)
ঘাটের মড়া 🗣 অতিবৃদ্ধ
ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি 🗣 (স্বার্থ দেখা, স্বার্থোদ্ধারের জন্য বিপদ উপেক্ষা করা)
ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া 🗣 (উপরওয়ালাকে টপকাইয়া স্বার্থ উদ্ধার করা) প্রমোশন চাও, বড় সাহেবকে ধরো; ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করো না।
ঘোড়া দেখে খোড়া 🗣 সুযোগ সন্ধানী
ঘোড়া রোগ 🗣 (বাতিক) ভাত নেই, কাপড় নেই, তার আবার সিনেমা দেখার শখ; গরিবের এ ঘোড়া রোগ কেন?
ঘোড়ার ঘাস কাটা 🗣 (বাজে কাজ করা) চাল নেই, চুলো নেই, দুপয়সার সঞ্চয় নেই; সারা জীবন ঘোড়ার ঘাস কেটেছে।
ঘোড়ার ডিম 🗣 (অবাস্তব বস্তু) সারা বছর লেখাপড়া নেই, পরীক্ষায় পাবে ঘোড়ার ডিম।

বাগধারা-Bagdhara
""
চক্ষুদান করা 🗣 চুরি করা
চড় মেরে গড় দান 🗣 (অপমানের পর সম্মান দেখানো)
চশমখোর 🗣 (চক্ষুলজ্জাহীন) বন্ধুটি আমার চশমখোর; তুচ্ছ জিনিসটার সে দাম কেটে নিতে পারলো।
চাঁদের হাট 🗣 (প্রিয়জনের সমাগমে সরগরম)
চিনির বলদ 🗣 (ভারবাহী, ফলভোগী নয়) ক্যাশিয়ার হান্নান মিয়া রোজ লাখ টাকা গুণেন ; কিন্তু সবই ব্যাঙ্কের টাকা তিনি কেবল চিনির বলদ।
চুনকালি দেওয়া 🗣 (কলঙ্ক দেওয়া) কুলাঙ্গার ছেলেটি বংশের মুখে চুনকালি দিয়েছে।
চোখে ধুলি দেয়া 🗣 ঠকান
চোখে সর্ষে ফুল দেখা 🗣 (বিপন্ন অবস্থায় কি করবে বুঝতে না পারা) অনেকগুলো বিপদ একই সঙ্গে আসাতে লোকটি চোখে সর্ষে ফুল দেখছে।
চোখের চামড়া 🗣 (লজ্জা) চোখের চামড়া থাকলে যার তার কাছে টাকা ধার চাইতে পারতে না।
চোখের নেশা 🗣 রূপের মোহ
চোখের পর্দা 🗣 লজ্জা
চোখের বালি 🗣 (অপ্রিয়) সাধারণের কল্যাণ চাই বলে সমাজে আমরা চোখের বালি।
চোরাবালি 🗣 (প্রচ্ছন্ন আকর্ষণ) লোভের চোরাবালিতে পড়ে জীবনটা মাটি করো না।
চোরের মায়ের কান্না 🗣 (যে গোপন ব্যথা কাউকে জানান যায়।

বাগধারা
""
ছকড়া নকড়া 🗣 (সস্তা) বিপদে পড়ে রামবাবু নেহায়েৎ ছকড়া নকড়ায় জমিটা বিক্রি করে দিলেন।
ছক্কা পাঞ্জা করা 🗣 (বড় বড় কথা বলা) বিদ্যা নেই, অথচ ছক্কা পাঞ্জা করে; একেই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী।
ছাই ফেলতে ভাঙা কুলো 🗣 (অকাজের জন্য অপদার্থের নিয়োগ) রমেশ ছাড়া এ নোংরা এটো কুড়াবে কে? ছাই ফেলতে যে ভাঙ্গা কুলোর প্রয়োজন।
ছাইচাপা আগুন 🗣 (সুপ্ত প্রতিভা) ছেলেটা ছাইচাপা আগুন, জীবনে সে জয়ী হবে।
ছুঁচো মেরে হাত গন্ধ 🗣 (অল্প লাভে দুর্নাম কেনা) ওর মত এ অনাথকে মারা ছুঁচো মেরে হাত গন্ধ করা মাত্র।
ছুঁচোর কেত্তন 🗣 (নিরন্তর কলহ)
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা 🗣 (বৃথা চেষ্টা) -কুসংসর্গে পড়ে সব হারিয়েছ, এখন জীবনটাকে গুছাতে চাও। এ যে ছেঁড়া চুলে খোঁপা বাঁধা।
ছেলের হাতের মোয়া 🗣 (অতি সামান্য বস্তু) সাহিত্য ছেলের হাতের মোয়া কিংবা গুরু হাতের বেত নয়।

বাগধারা
""
জগদ্দল পাথর 🗣 (গুরুভার) ঋণের জগদ্দল পাথরে সে চোখে সর্ষে ফুল দেখছে।
জলে কুমির ডাঙায় বাঘ 🗣 (উভয় সঙ্কট)
জিলিপির প্যাঁচ 🗣 (কুটিল বুদ্ধি)
জুতো সেলাই থেকে চন্ডীপাঠ 🗣 (সব রকমের ঝামেলা পোহানো)
জোঁকের মুখে নুন 🗣 (উচিত কথা বলে উদ্ধত ব্যক্তিকে চুপ করানো)

বাগধারা
""
ঝকমারির মাশুল 🗣 (বোকামীর দন্ড)
ঝাঁকের কই 🗣 (একই দলভূক্ত) ওরা সবাই ঝাঁকের কই; একই উদ্দেশ্য নিয়ে চলে।
ঝোপ বুঝে কোপ মারা 🗣 (সুযোগ গ্রহণ করা) চালাক ব্যবসায়ীরা ঝোপ বুঝে কোপ মেরেই তো রাতারাতি টাকার কুমির।

বাগধারা
""
টইটুম্বুর 🗣 (ভরপুর) অতি বৃষ্টিতে খাল-বিল জলে টইটুম্বুর হয়ে আছে।
টক্কর দেওয়া 🗣 (পাল দেওয়া) বড় কর্তার সাথে টক্কর দেওয়া ওর মতো মাছিমারা কেরানির কাজ নয়।
টনক নড়া 🗣 (সজাগ হওয়া) এতোদিন বিনা দ্বিধায় জলের মত টাকা খরচ করেছে; বাবার মৃত্যুর পর সংসারের চাপ পড়াতে এখন তার টনক নড়েছে।
টাকার কুমির 🗣 (প্রচুর অর্থের মালিক) যুদ্ধের বাজারে চোরাকারবার করে সে এখন টাকার কুমির।
টাকার গরম 🗣 (ধনের অহংকার) টাকার গরমে মতিবাবুর মাটিতে পা পড়ে না।
টি টি পড়া 🗣 (কলঙ্ক) মেয়েটার চরিত্রহীনতায় সর্বত্র টি টি পড়ে গেল।
টিমে তেতালা 🗣 (মন্থর গতি, কুঁড়ে) এমন টিমে তেতালায় এগুলে আরো দুবছরে কাজ শেষ করতে পারবে না।

বাগধারা
""
ঠুটো জগন্নাথ 🗣 (অকর্মণ্য ব্যক্তি) ওর মতো ঠুটো জগন্নাথের হাতে আমি আমার মেয়ে তুলে দেবো?
ঠেলার নাম বাবাজি 🗣 (চাপে পড়িয়া কাবু হওয়া) এতদিন তো আমার কথা শোননি, এখন মজা বোঝে। একেই বলে ঠেলার নাম বাবাজি।
ঠোঁটকাটা 🗣 (স্পষ্টভাষী) নেহাৎ ঠোঁটকাটা লোক বলে তিনি অন্যায় সহ্য করতে পারেননি; মুখের উপর সোজা জবাব দিয়ে দিয়েছেন।

বাগধারা
""
ডান হাতের ব্যাপার 🗣 (খাওয়া) কাজের দেরি হয়ে যাচ্ছে, ডান হাতের ব্যাপারটা তাড়াতাড়ি সেরে নাও।
ডামাডোল 🗣 (গোলযোগ) যুদ্ধের ডামাডোলে অনেকেই বাড়িঘর করে নিয়েছে।
ডুবে ডুবে জল খাওয়া 🗣 (গোপনে কাজ করা) বাইরে সে ভাল মানুষ; আসলে কিন্তু ডুবে ডুবে জল খাওয়াতে সে ওস্তাদ।
ডুমুরের ফুল 🗣 (অদৃশ্য বস্তু) কিরে শহীদ, তুই যে ডুমুরের ফুল হয়ে উঠলি; তোকে আজকাল দেখাই যায় না।

বাগধারা
""
ঢাকঢাক গুড়গুড় 🗣 (লুকোচুরি) তার ঢাকঢাক গুড়গুড় স্বভাব কিন্তু আমি পছন্দ করি না।
ঢাকের কাঠি 🗣 (তোষামুদে) বড় লোকের ঢাকের কাঠির অভাব নেই আজকাল।

বাগধারা
""
তাল গাছের শেষ তিন হাত 🗣 (দুরুহ কাজের শেষাংশে)
তাল পাতার সেপাই 🗣 (কঙ্কালসার দেহ)
তালকানা 🗣 (কান্ডজ্ঞানহীন) ওর মতো তালকানা ছেলে নিয়েও বাবা-মায়ের কত গর্ব।
তাসের ঘর 🗣 (ক্ষণস্থায়ী) ধন জন যৌবন সব তাসের ঘর; এই আছে, এই নাই।
তিন নকলে আসল খাস্তা 🗣 (ক্রমাগত হাত বদলানোতে বিশুদ্ধতার হানি)
তিলকে তাল করা 🗣 (তুচ্ছ ব্যাপারকে নিয়ে বাড়াবাড়ি করা)
তীর্থের কাক 🗣 (প্রতীক্ষারত) এম, এ পাশ করে ছেলে সংসার চালাবে; তার পথ চেয়ে সারা পরিবার তীর্থের কাকের মত বসে আছে।
তুড়ি দিয়ে ওড়ান 🗣 (অতি সহজে পরাজিত করা)
তুবড়ি ছোটা 🗣 (বেশি কথা বলা)
তুলসী বনের বাঘ 🗣 (ভন্ড) সাধুর মত দেখালেও লোকটা আসলে তুলসী বনের বাঘ।
তুষের আগুন 🗣 (নিরন্তর দহনকারী) পুত্রশোকে বিধবার বুকে তুষের আগুন জ্বলছে।
তেলা মাথায় তেল দেওয়া 🗣 (খোশামোদ করা)
তেলে-বেগুনে জ্বলে ওঠা 🗣 (ক্রোধের বশে অত্যন্ত উত্তেজিত হওয়া)

বাগধারা
""
দক্ষ যজ্ঞ 🗣 (লন্ড-ভন্ড ব্যাপার)
দহরম মহরম 🗣 (ঘনিষ্ঠতা) বড় বাবুর সাথে তার খুব দহরম মহরম।
দাঁও মারা 🗣 (মোটা লাভ করা) হঠাৎ লবণের দাম বেড়ে যাওয়াতে ব্যাপারীরা এক দাঁও মেরেছে।
দিনকে রাত করা 🗣 (অতি বড় মিথ্যে বলা)
দিনে ডাকাতি 🗣 (বিরাটভাবে ঠকানো)

বাগধারা
""
দুধকলা দিয়ে সাপ পোষা 🗣 (কৃতঘ্ন লোককে না বুঝে উপকার করা)
দুধে ভাতে থাকা 🗣 (সচ্চল অবস্থায় বাস করা)
দুধের মাছি 🗣 (সুসময়ের বন্ধু) টাকা ফুরিয়ে গেলে দুধের মাছি সব উড়ে যাবে।
ধরাকে সরা জ্ঞান করা 🗣 (অতি অহঙ্কারী হওয়া)
ধরি মাছ না ছুঁই পানি 🗣 (কোন ব্যাপারে প্রত্যক্ষভাবে জড়িত না থেকেও আড়াল থেকে কলকাঠি নেড়ে স্বার্থসিদ্ধি করা)
ধর্মপূত্র যুধিষ্ঠির 🗣 (অত্যন্ত ধার্মিক) লোকটা সারাজীবন চুরি করে শেষ বয়সে ধর্মপুত্র যুধিষ্ঠির সেজেছে।
ধান ভানতে শিবের গীত 🗣 (অপ্রাসঙ্গিক বর্ণনা)
ধামাধরা 🗣 (তোষামুদে) বড় লোকের ধামাধরার অভাব হয় না।

বাগধারা
""
ননির পুতুল 🗣 (শ্রম-বিমুখ) ওর মত ননির পুতুল দিয়ে কোন কাজ হবে না।
নয়ছয় 🗣 (বিশৃঙ্খল) টেবিলের উপর বইগুলো নয়ছয় করে রেখেছ কেন?
নয়নের তারা 🗣 (প্রিয়) বিধবার একমাত্র ছেলেটি তার নয়নের তারা।
নাকের বদলে নরুণ 🗣 (যা প্রাপ্য, তার চেয়ে ঢের কম পাওয়া)
নিজের কোলে ঝোল টানা 🗣 (স্বার্থপর হওয়া)
নিজের পায়ে কুড়াল মারা 🗣 (নিজের ক্ষতি নিজে করা)
নেই-আঁকড়া 🗣 (নাছোড় বান্দা) ধন্য নেই-আঁকড়া ছেলে। কিছুতেই সঙ্গ ছাড়বে না তো।

বাগধারা
""
পগার পার 🗣 (পলায়ন করা) পুলিশের চোখে ধুলো দিয়ে চোর পগার পার।
পটল তোলা 🗣 (মারা যাওয়া) সংসারটা সবদিক দিয়ে গুছিয়ে দেবার পর ঠিক সময়ে পটল বাবু পটল তুললেন।
পরের ধনে পোদ্দারি 🗣 (পরের অর্থ নিজের ইচ্ছামত ব্যবহার করা)
পাকা ধানে মই 🗣 (বিপুল ক্ষতি করা) আমিতো তার বাড়া ভাতে ছাই দেইনি যে; সে আমার পাকা ধানে মই দেবে।
পাথরে পাঁচকিল 🗣 (প্রবল সৌভাগ্য) খান সাহেবের দুই ছেলে ডাক্তার, এক ছেলে ব্যারিস্টার; এখন তো তাঁর পাথরে পাঁচকিল।
পায়াভারি 🗣 (অহঙ্কারী) পুরস্কার পেয়ে সে পায়াভারি হয়েছে; মাটিতে এখন তার পা পড়ে না।
পুঁটি মাছের প্রাণ 🗣 (ক্ষুদ্র প্রাণ) তার যে পুঁটি মাছের প্রাণ; তাই তো এমনি এক মহৎ কাজের জন্য মাত্র পাঁচ টাকা চাঁদা সে দিতে পেরেছে।
পুকুর চুরি 🗣 (বড় রকমের চুরি) জমিদারের অনুপস্থিতিতে নায়েব পুকুর চুরি শুরু করেছে।
পেটে খেলে পিঠে সয় 🗣 (লাভের জন্য কষ্ট করা যায়)
পেয়াদার আবার শ্বশুর বাড়ি 🗣 (গরিবের বিলাসিতার শখ)
পোয়াবারো 🗣 (আশাতীত সৌভাগ্য) মেয়েদের বিয়ে দিয়েছেন; দুছেলে এম,এ পাশ করেছে এখন তো আপনার পোয়াবারো।

বাগধারা
""
ফফর দালালি 🗣 (অহেতুক মাতববরি) তোমাকে ডেকেছে কে, তুমি যে বড় ফফর দালালি করতে এসেছ?
ফুলের ঘায়ে মূৰ্ছা যাওয়া 🗣 (মোটেই কষ্ট সহ্য করতে না পারা)
ফোড়ন দেওয়া 🗣 (খোঁচা দেওয়া) আমার কথার মাঝে ফোড়ন দিও না।

বাগধারা-Bagdhara
""
বক ধার্মিক 🗣 (ভন্ড তপস্বী)
বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি 🗣 (যে দুই পক্ষেই বন্ধু)
বসন্তের কোকিল 🗣 (সুসময়ের বন্ধু) সুসময়ে বসন্তের কোকিলের অভাব হয় না।
বাঁ হাতের ব্যাপার 🗣 (ঘুষ) বাঁহাতের ব্যাপারে নেহাৎ ওস্তাদ না হলে সামান্য বেতনে দুবছরে কেউ এমনি দালান করতে পারে?
বাঁদরের গলায় মুক্তোর মালা 🗣 (যার যা পাওয়ার যোগ্যতা নেই, তার তা-ই পাওয়া)
বাগে পাওয়া 🗣 (আওতায় পাওয়া) বাগে পেলে বেটাকে দেখে নেব।
বাঘের দুধ 🗣 (দুষ্প্রাপ্য বস্তু) টাকায় বাঘের দুধ মেলে।
বাঘের মাসি 🗣 (নির্ভীক) এ মেয়ে মেয়ে নয়; এ যে বাঘের মাসি।
বাগধারা - Bagdhara
বাছাইকৃত বাগধারাসমূহ অর্থসহ নিম্নে দেয়া হলো।
বাড়া ভাতেই ছাই দেওয়া 🗣 (কাউকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা)
বাপের ঠাকুর 🗣 (শ্রদ্ধেয় ব্যক্তি-শের্থে) কী আমার বাপের ঠাকুর হয়েছেন যে; সর্বদা আমার উপর তম্বি করবেন।
বামন হয়ে চাঁদে হাত 🗣 (অসম্ভব আশা পোষণ করা)
বালির বাঁধ 🗣 (ক্ষণস্থায়ী) বড়র পিরীত বালির বাঁধ; ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ।
বিড়াল তপস্বী 🗣 (বকধার্মিক) ক্ষমতার লোভে রাজনীতি করে স্বার্থের খাতিরে জনদরদ দেখায়; আসলে সবাই বিড়াল তপস্বী।
বিড়ালের আড়াই পা 🗣 (বেহায়পনা) তাকে বলে লাভ নেই ; তার যে বিড়ালের আড়াই পা।
বিদুরের খুদ 🗣 (শ্রদ্ধার সামান্য উপহার) গরিবের ঘরে আমার এ বিদুরের খুদ দিয়ে আপনাদের হয়ত সন্তুষ্ট করতে পারবো না।
বিনা মেঘে বজ্রাঘাত 🗣 (অকস্মাৎ বিপদে পড়া)
বিসমিল্লায় গলদ 🗣 (গোড়ায় গলদ) অঙ্ক করবে কি, তুমিতো যোগ-বিয়োগও বোঝে না। তোমার যে বিসমিল্লায় গলদ।
বুক দিয়ে পড়া 🗣 (আপ্রাণ সাহায্য করা) পরের বিপদে এমন করে বুক দিয়ে পড়তে তাঁর মত আর কেউ নেই।
বুদ্ধির পেঁকি 🗣 (বোকা) হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির পেঁকি।
ব্যাঙের আধুলি 🗣 (অতি সামান্য ধন) বেটা ছোট লোক; ব্যাঙের আধুলির গর্বে কারো মান-ইজ্জত রাখল না।
ব্যাঙের সর্দি 🗣 (অসম্ভব ব্যাপার) কাঞ্চন সর্দার সাত বছর কাটিয়েছে জেলে, ওকে দেখাও জেলের ভয় ব্যাঙের আবার সর্দি।

বাগধারা
""
ভরাডুবি 🗣 (সর্বনাম) মামলায় হেরে গিয়ে রহিম মন্ডলের ভরাডুবি হয়েছে।
ভরাডুবির মুষ্টিলাভ 🗣 (সব হারাবার পর সামান্য যা থাকে)
ভস্মে ঘি ঢালা 🗣 (অপাত্রে দান) ওই বকাটে ছেলেকে উপদেশ দেওয়া আর ভস্মে ঘি ঢালা একই কথা।
ভাগের মা গঙ্গা পায় না 🗣 (ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না)
ভাঙ্গে তবু মচকায় না 🗣 (কোন ব্যাপারে বিপন্ন হলেও বিব্রত ভাব না দেখানো)
ভানুমতির খেলা 🗣 (কেরামতি)
ভিজা বিড়াল 🗣 (কপটচারী) সে তো একটা ভিজা বিড়াল; বাইরে শান্ত চেহারা পেটে কিন্তু কুবুদ্ধি।
ভিটায় ঘুঘু চরান 🗣 (সর্বনাশ করা) অপেক্ষা কর বেটা; তোর ভিটায় ঘুঘু না চরিয়ে আমি ছাড়ছি না।
ভূঁইফোঁড় 🗣 (অর্বাচীন) কোন এক ভূঁইফোঁড় সমালোচক রবীন্দ্রকাব্যে সর্বজনীনতার অভাব আবিষ্কার করেছে।
ভূতের বাপের শ্রাদ্ধ 🗣 (অপরিমিত অপব্যয় ) পরের টাকায় ভূতের বাপের শ্রাদ্ধ অনেকেই করে।
ভূতের বেগার খাটা 🗣 (বৃথা পরিশ্রম করা) সারা জীবন কেবল ভূতের বেগারই খাটলে; লাভ কিছুতেই করতে পারলে না।
ভূষন্ডীর কাক 🗣 (দীর্ঘায়ু ব্যক্তি) এই ভূষন্ডীর কাক বুড়িটা আর কতদিন জ্বালাবে কে জানে।

বাগধারা
""
মগের মুল্লুক 🗣 (অরাজকতা) একি মগের মুল্লুক পেয়েছ যে, পাঁ টাকার জিনিস পঁচিশ টাকায় নেবে।
মনিকাঞ্চন যোগ 🗣 (শুভ মিল) শান্তিকামী দেশের সহিত শান্তিকামী দেশের বন্ধুতা মনিকাঞ্চন যোগ।
মশা মারতে কামান দাগা 🗣 (সামান্য কাজে বিরাট আয়োজন) ওই বাউন্ডেলেকে শাস্তি দিতে পুলিশ ডাকবেন; এত মশা মারতে কামান দাগা।
মাকাল ফল 🗣 (অন্তঃসারশূন্য) পোশাকে পরিপাটি হলে কি হবে , ভেতরে সে মস্তবড় এক মাকাল ফল।
মাছিমারা কেরানি 🗣 (যে লোক নিবোর্ধর মত কাজ করে চলে) মাথামুন্ড কিছু বোঝে না, বসে বসে কেবল নকল করে। সে যে এক মাছিমারা কেরানি।
মাছের তেলে মাছ ভাজা 🗣 (যার জিনিস তা দিয়েই তার প্রয়োজন মেটানো)
মাছের মা 🗣 (নির্মম) পরপর তিনটি ছেলে মারা গেল, বিধবার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল না, একেই বলে মাছের মার আবার পুত্রশোক।
মাটিতে পা না পড়া 🗣 (অহঙ্কার করা)
মাটির মানুষ 🗣 (সরল প্রাণ) আমির মোল্লা একেবারে মাটির মানুষ; সবাই তাঁকে ভালবাসে।
মাঠে মারা যাওয়া 🗣 (ব্যর্থ হওয়া) সব ষড়যন্ত্র শেষ পর্যন্ত মাঠে মারা গেল।
মাথা ঠেকানো 🗣 (প্রণাম করা)
মানিকজোড় 🗣 (পরম বন্ধুত্ব) আসলাম ও হানিফ যেন মানিকজোড়; কেউ কাউকে ছাড়া চলতে পারে না।
মান্ধাতার আমল 🗣 (পুরানো আমল) এখন ট্রাক্টরের যুগ; মান্ধাতার আমলের হাল-গরু দিয়ে জমি চাষ করলে চলবে কেন?
মায়ের কাছে মামার বাড়ির গল্প 🗣 (কোন ব্যাপারে অতি অভিজ্ঞ লোককে সে সম্পর্কে জানানোর চেষ্টা)
মিছরির ছুরি 🗣 (মুখে মধু অন্তরে বিষ, এমন লোকের আপাত-মধুর কথা) তার কথাগুলো মিছরির ছুরির মত বুকে বিধে।
মুখে ফুলচন্দন পড়া 🗣 (সুসংবাদের জন্য ধন্যবাদ) আমার পাশের খবর এনেছ; তোমার মুখে ফুলচন্দন পড়ক।
মৌচাকে ঢিল 🗣 (বিপজ্জনক স্থানে আঘাত করা)
ম্যাও ধরা 🗣 (ঝামেলা পোহানো) সবাই ফাঁকে ফাঁকে চলে; ম্যাও ধরার কেউ নেই।

বাগধারা
""
যক্ষের ধন 🗣 (কৃপণের ধন) আজীবন যক্ষের ধনের মত সমস্ত ধনসম্পত্তি আগলিয়ে রেখে কী লাভ।
যমের অরুচি 🗣 (সহজে মরে না যে) এই বৃদ্ধার প্রতি যমের ও অরুচি।
যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল 🗣 (তুল্যরূপ তীব্র)

বাগধারা
""
রক্তের টান 🗣 (স্বজনপ্রীতি) ভাইয়ের ভাইয়ে বিভেদ থাকে না; শত হলেও রক্তের টান।
রগচটা 🗣 (একটুকুতেই রাগে যে) তার মত রগচটা মেয়ে আর দেখিনি।
রাই কুড়িয়ে বেল- 🗣 (ক্ষুদ্র থেকে বড়)
রাঘব বোয়াল 🗣 (বড় লোভী) ধনীরা প্রায়ই রাঘব বোয়াল; অনেক আছে, আরো চায়।
রাজ যোটক 🗣 (চমৎকার মিল) যেমন বর তেমন কনে; রাজ যোটক পেয়েছে ভাই।
রাজা উজির মারা 🗣 (বড় বড় কথা বলা)
রাবণের চিতা 🗣 (চির অশান্তি) পুত্রশোকে বিধবার মনে রাবণের চিতা জ্বলে; সে আর নেভে না।
রাশভারি 🗣 (গম্ভীর প্রকৃতির) রহমান সাহেব বড় রাশভারি লোক।
রাহুর দশা 🗣 (দুঃসময়)
রুই কাতলা 🗣 (বড় দুর্নীতিবাজ)

বাগধারা
""
লক্ষ্মীর বরযাত্রী 🗣 (সুসময়ের বন্ধু) পয়সা থাকলে লক্ষ্মীর বরযাত্রীরা এসে ভিড় করে।
লম্বা দেওয়া 🗣 (পালিয়ে যাওয়া)
লাখ কথার এক কথা 🗣 (অতি মূল্যবান কথা)
লাভের গুড় পিঁপড়ে খায় 🗣 (সামান্য লাভ করতে গিয়ে অন্যভাবে ক্ষতিগ্রস্থ হওয়া)
লালবাতি জ্বালান 🗣 (ধ্বংস হওয়া) সে অল্প দিনেই ব্যবসায়ে সে লালবাতি জ্বালিয়েছে।
লেজে-গোবরে হওয়া 🗣 (নাজেহাল হওয়া)
লেফাফা দুরস্ত 🗣 (বাইরের ফিটফাট) লোকটার বাইরের লেফাফা দুরস্ত, ভেতরে দুরবস্থার শেষ নেই।

বাগধারা
""
শকুনি মামা 🗣 (কুচক্রী লোক) ওই শকুনি মামার সঙ্গ ছাড়; নতুবা গোলয় যাবে।
শক্তের ভক্ত নরমের যম 🗣 (সবলের প্রতি বিনীত থাকে এবং অত্যাচার করে এমন ব্যক্তি)
শত্রুর মুখে ছাই দেওয়া 🗣 (লোকের কুদৃষ্টি এড়ানো) শত্রুর মুখে ছাই দিয়ে তার তিন ছেলে ও এক মেয়ে বিলাত ফেরত।
শরতের শিশির 🗣 (সুসময়ের বন্ধু) টাকা পয়সা ফুরিয়ে গেলে সব শরতের শিশির উবে যায়।
শাঁখের করাত 🗣 (উভয় সঙ্কট) হ্যাঁ বললেও সন্তুষ্ট নয়, ‘না’ বললেও বিপদ; এ যেন শাঁখের করাত।
শাক দিয়ে মাছ ঢাকা 🗣 (গুরুতর কলঙ্ক সহজে ঢাকা) যা করেছে সবাই জানে; সে এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে।
শাপে বর 🗣 (অকল্যাণ থেকে কল্যাণ) কলেজে চাকরি না হয়ে আমার শাপে বর হয়েছে; কলেজটি নাকি উঠে যাবে।
শিবরাত্রির সলতে 🗣 (একমাত্র সন্তান) অন্ধের যষ্টি, শিবরাত্রির সলতেটির মৃত্যুতে বিধবা চোখে সর্ষের ফুল দেখছে।
শিরে সংক্রান্তি 🗣 (আসন্ন বিপদ) আমার এখন শিরে সংক্রান্তি, ভাই অত সব চিন্তার সময় নেই।

বাগধারা
""
ষাঁড়ের গোবর 🗣 (অপদার্থ) করিমের মত ষাঁড়ের গোবরের জীবনে উন্নতি অসম্ভব।
ষোল কড়াই কানা 🗣 (সব নষ্ট)” তার সংসারে এখন ষোল কড়াই কানা।
ষোল কলা 🗣 (সম্পূর্ণ) পুত্র পিতার সমস্ত গুণ ষোল কলায় পেয়েছে।

বাগধারা
""
সবে ধন নীলমনি 🗣 (একমাত্র সম্বল)
সরফরাজি চাল 🗣 (বাইরে মিত্র ভাব) হামিদ মিয়ার মত কপট লোকের সরফরাজি চালে আমি বিশ্বাস করি না।
সরস্বতীর বর পুত্র 🗣 (বিদ্বান লোক)
সরিষার ফুল দেখা 🗣 (অন্ধকার দেখা) বিপদে পড়ে লোকটা চোখে সরিষার ফুল দেখতে লাগল।
সাক্ষী গোপাল 🗣 (ব্যক্তিত্বহীন লোক) বেণি বাবু সাক্ষী গোপাল মাত্র, সাংসারিক বিষয়ে তাঁর ছেলেরাই এখন সর্বেসর্বা।
সাত খুন মাপ 🗣 (গুরুতর অপরাধেও অব্যাহতি) মন্ত্রীর ছেলে বলেই তোমার সাত খুন মাপ হবে, সে যুগ চলে গেছে।
সাত পাঁচ 🗣 (বিবিধ)
সাত সতেরো 🗣 (নানাবিধ) হাতে এক পয়সাও নেই; বসে সাত সতেরো ভাবছি; বাজার হবে কি দিয়ে।
সাদিখ্যেতা 🗣 ন্যাকামি
সাপে-নেউলে 🗣 (অহি নকুল বা দা-কুমড়া বা শত্রুভাব) বাবার মৃত্যুর পর বিষয়-সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন সাপে-নেউলে সম্পর্ক।
সাপের পাঁচ পা দেখা 🗣 (অহঙ্কারে অন্ধ হওয়া) আজকাল যে তোমার নজরেই পড়ে না; বড় চাকরি পেয়ে কি সাপের পাঁচ পা দেখছ।
সুখের পায়রা 🗣 (সুসময়ের বন্ধু) আমার বিপদের সময় সুখের পায়রাদের দেখতে পাই নি।
সোনায় সোহাগা 🗣 (সুন্দর মিল) ব্যারিস্টার স্বামী,প্রফেসর স্ত্রী; এ যেন সোনায় সোহাগা।
সোনার পাথর বাটি 🗣 (অসম্ভব বস্তু) তোমার প্রস্তাবটি সোনার পাথর বাটির মত মনে হয়।
স্বখাত সলিল 🗣 (নিজে বিপদ ডেকে আনা) রাতারাতি বড় লোক হওয়ার লোভে চোরাকারবার শুরু করেছিলো; ধরা পড়ে হাতে-পায়ে পুলিশের বেড়ি পড়েছে। সেতো স্বখাত সলিলেই ডুবে মরলো।

বাগধারা-Bagdhara
""
হ-য-ব-র-ল 🗣 (বিশৃংখলা) টেবিলের কাগজপত্রগুলো গুছিয়ে রাখতে পারো নি; সব যে হ-য-ব-র-ল করে রেখেছ।
হরিষে বিষাদ 🗣 (আনন্দের মধ্যে দুঃখ)
হাটে হাঁড়ি ভাঙা 🗣 (গোপনীতা প্রকাশ করা) আমাকে ক্ষেপিও না; হাটে কিন্তু হাঁড়ি ভেঙ্গে দেব।
হাড় কালি হওয়া 🗣 (অতিশয় দুঃখ ভোগ করা)
হাড়-হাভাতে 🗣 (হাড়-জ্বালানো) অমন হাড়-হাভাতে ছেলে যার, তার কপালে কি আর সুখ আছে?
হাড়ে বাতাস লাগা 🗣 (হাড় জুড়ানো, শান্তি পাওয়া) রমেশের মৃত্যুতে গ্রামশুদ্ধ লোকের হাড়ে বাতাস লেগেছে।
হাত ঝাড়া দিলে পর্বত 🗣 (ধনাধিক্য) দয়া কর বাবা, তোমার তো হাত ঝাড়া দিলেই পর্বত।
হাতটান 🗣 (চুরির অভ্যাস) হাতটান আছে বলে চাকরটাকে বিদায় করে দিয়েছি।
হাতির খোরাক 🗣 (অধিক আহার) এমরানের আহারের পরিমাণ দেখে মতিন বললো, “এ হাতির খোরাক যোগাতে গেলে আমাদের আড়ত খালি হয়ে যাবে।”
হাতে জল না গলা 🗣 (অতি কৃপণ)— করিম শেখের হাতে জল গলে না; তার কাছে সাহায্য চাওয়া বৃথা।
হাতে বেড়ি পড়া 🗣 (গ্রেফতার হওয়া)
হাতেনাতে 🗣 (কাজের মধ্যে)
হাতের পাঁচ 🗣 (শেষ সম্বল) এ টাকাটিই আমার হাতের পাঁচ।
হাতের লক্ষ্মী পায়ে ঠেলা 🗣 (সুযোগ হেলায় হারান) হাতের লক্ষ্মী পায়ে ঠেলে সে এখন কপালে হাত দিয়েছে।
হাল ছাড়িয়া দেওয়া 🗣 (হতাশ হওয়া)
হালে পানি পাওয়া 🗣 (আশার আলো দেখা) দুঃখ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে সে হালে পানি পেয়েছে।
হালে পানি পাওয়া 🗣 (সক্ষম হওয়া) বিয়ের খরচ, বুঝলে? লাখ টাকায় হালে পানি পাবে না।
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide