বাংলা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download
সমাস ও প্রত্যয়
০১. সমাস কত প্রকার?
ক. ৪ প্রকার
খ. ৮ প্রকার
গ. ৬ প্রকার
ঘ. ১০ প্রকার
উত্তরঃ গ. ৬ প্রকার
০২. কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
ক. দ্বন্দ্ব
খ. কর্ধারয়
গ. তৎপুরুষ
ঘ. প্রাদি সমাস
উত্তরঃ ক. দ্বন্দ্ব
০৩. পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থপ্রাধান্যের ভিত্তিতে নিস্পন্ন হয় কোন সমাস?
ক. দ্বন্দ্ব
খ. কর্মধারয়
গ. দ্বিগু
ঘ. তৎপুরুষ
উত্তরঃ ক. দ্বন্দ্ব
০৪. দ্বন্দ্ব সমাসে-
ক. পূর্বপদের অর্থ প্রাধান্য পায়
খ. পরপদের অর্থ প্রাধান্য পায়
গ. উভয়পদের অর্থের প্রাধান্য বজায় থাকে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ. উভয়পদের অর্থের প্রাধান্য বজায় থাকে
০৫. যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বুঝায়, তাকে কোন সমাস বলে?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. দ্বিগু
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ক. কর্মধারয়
০৬. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. উভয় পদ
ঘ.অন্য পদ
উত্তরঃ খ. পরপদ
০৭. দ্বিগু সমাসের কোন পদের প্রাধান্য থাকে?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. উভয়পদ
ঘ. অন্যপদ
উত্তরঃ খ. পরপদ
০৮. পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে কী বলে?
ক. কর্মধারয় সমাস
খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস
ঘ. দ্বিগু সমাস
উত্তরঃ খ. তৎপুরুষ সমাস
০৯. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক. পূর্বপদ
খ. পরপদ
গ. অন্য পদ
ঘ. উভয় পদ
উত্তরঃ খ. পরপদ
১০. অবয়ীভাব সমাসে ‘অব্যয় পদের অর্থ
ক. পরিবর্তিত হয়
খ. প্রধান থাকে
গ. সংকুচিত হয়
ঘ. বৃদ্ধি ঘটে
উত্তরঃ খ. প্রধান থাকে
১১. সংস্কৃতে কর্মধারয় সমাস কোন সমাসের অন্তভূর্ত?
ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. তৎপুরুষ
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ. তৎপুরুষ
১২. 'মন মাঝি' কোন সমাসের উদাহরণ?
ক. দ্বিগু
খ. বহুব্রীহি
গ. রূপক কর্মধারয়
ঘ. নিত্য সমাস
উত্তরঃ গ. রূপক কর্মধারয়
১৩. 'ফিফা নীল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. ফিফা নীল যা
খ. নীলের অভাব
গ. ঈষৎ নীল
ঘ. নীলের সদৃশ
উত্তরঃ গ. ঈষৎ নীল
১৪. 'রেলগাড়ি' - কোন সমাসের উদাহরণ?
ক. দ্বিগু-সমাস
খ. মধ্যপদলোপী কর্মধারয়
গ. তৎপুরুষ সমাস
ঘ. দ্বন্দ্ব সমাস
উত্তরঃ গ. তৎপুরুষ সমাস
১৫. ছাত্র সমাজ-শব্দটি কোন সমাসের উদাহরণ?
ক. দ্বন্দ্ব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. দ্বিগু
উত্তরঃ খ. তৎপুরুষ
১৬. যে সমাসের ব্যাসবাক্যের দরকার হয় না তাকে কি বলে?
ক. প্রাদি সমাস
খ. একশেষ দ্বন্দ্ব
গ. নিত্য সমাস
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ. নিত্য সমাস
১৭. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ নয়?
ক. গড়মিল
খ. আনত
গ. উদ্বেল
ঘ. প্রগতি
উত্তরঃ ঘ. প্রগতি
১৮. 'উপকণ্ঠ' শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কণ্ঠের সদৃশ
খ. কণ্ঠের সমীপে
গ. উপ যে কন্ঠ
ঘ. কণ্ঠ পর্যন্ত
উত্তরঃ খ. কণ্ঠের সমীপে
১৯. 'তেলে ভাজা = তেলে ভাজা' কোন সমাসের উদাহরণ?
ক. অলুক তৃতীয়া তৎপুরুষ
খ. সপ্তমী তৎপুরুষ
গ. উপপদ তৎপুরুষ
ঘ. তৃতীয়া তৎপুরুষ
উত্তরঃ ক. অলুক তৃতীয়া তৎপুরুষ
২০. সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস কোনটি?
ক. পোকা-মাকর
খ. ধীরে-সুস্থে
গ. খাতা-পত্র
ঘ. জ্বিন-পরি
উত্তরঃ গ. খাতা-পত্র
২১. সমাস' শব্দের অর্থ কি?
ক. সংশ্লেষণ
খ. বিশ্লেষণ
গ. সংক্ষেপন
ঘ. সংযোজন
উত্তরঃ গ. সংক্ষেপন
২২. পরস্পর অম্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম?
ক. সন্ধি
খ. প্রত্যয়
গ. সমাস
ঘ. পুরুষ
উত্তরঃ গ. সমাস
২৩. সমাস নিস্পন্ন পদটির নাম কি?
ক. সমস্যমান
খ. সমস্তপদ
গ. ব্যাসবাক্য
ঘ. বিগ্রহ বাক্য
উত্তরঃ খ. সমস্তপদ
২৪. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?
ক. উত্তর পদ
খ. পরপদ
গ. দক্ষিণ পদ
ঘ. ক ও খদুটিই
উত্তরঃ ঘ. ক ও খদুটিই
২৫. ব্যাসবাক্যের অপর নাম কি?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. বিগ্রহবাক্য
ঘ. জটিল বাক্য
উত্তরঃ গ. বিগ্রহবাক্য
২৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
ক. ব্যাসবাক্য
খ. সমস্যমান পদ
গ. সমাসবাক্য
ঘ. সমস্তপদ
উত্তরঃ খ. সমস্যমান পদ
২৭. সমাস ভাষাকে-
ক. সংকোচন করে
খ. সংক্ষেপ করে
গ. অর্থবোধক করে
ঘ. বিস্তৃত করে
উত্তরঃ খ. সংক্ষেপ করে
২৮. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. আরবি
খ. ফারসি
গ. ইংরেজি
ঘ. সংস্কৃত
উত্তরঃ ঘ. সংস্কৃত
২৯. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?
ক. প্রথম পদে
খ. শেষ পদে
গ. সর্বনাম পদে
ঘ. বিশেষ্য পদে
উত্তরঃ ঘ. বিশেষ্য পদে
৩০. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?
ক. গাছপাকা
খ. বিদ্যালয়
গ. সিংহাসন
ঘ. দিলদরিয়া
উত্তরঃ খ. বিদ্যালয়
৩১. কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয় না?
ক. বীপ্সা
খ. বিরোধ
গ. সাদৃশ্য
ঘ. গরমিল
উত্তরঃ ঘ. গরমিল
৩২. প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সাথে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাসকে কী বলে?
ক. নিত্য সমাস
খ. প্রাদি সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. দ্বিগু সমাস
উত্তরঃ খ. প্রাদি সমাস
৩৩. পঞ্চবটী কোন ধরনের সমাস?
ক. দ্বিগু সমাস
খ. দ্বন্দ্ব সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ ক. দ্বিগু সমাস
৩৪. কূলের সমীপে-উপকূল-এটা কোন সমাস?
ক. দ্বিগু সমাস
খ. অব্যয়ীভাব সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. বহুব্রীহিসমাস
উত্তরঃ খ. অব্যয়ীভাব সমাস
৩৫. কর্মনাই যার= বেকার, কোন সমাসের উদাহরণ?
ক. মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
খ. ব্যাধিকরণ বহুব্রীহি সমাস
গ. ব্যাতিহার বহুব্রীহিসমাস
ঘ. নঞ বহুব্রীহি সমাস
উত্তরঃ ঘ. নঞ বহুব্রীহি সমাস
৩৬. কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তার নাম-
ক. প্রাদি সমাস
খ. নিত্য সমাস
গ. উপপদ তৎপুরুষ
ঘ. অলুক সমাস
উত্তরঃ গ. উপপদ তৎপুরুষ
৩৭. ঘর-দুয়ার কোন ধরনের সমাসবদ্ধ পদ?
ক. দ্বিগু সমাস
খ. সমার্থক দ্বন্দ্ব সমাস
গ. কর্মধারয়
ঘ. মিলনার্থক দ্বন্দ্ব
উত্তরঃ খ. সমার্থক দ্বন্দ্ব সমাস
৩৮. কোনটি 'অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. ঘরে-বাইরে
খ. ঘর-বাড়ি
গ. ভাই-বোন
ঘ. আমরা
উত্তরঃ ক. ঘরে-বাইরে
৩৯. নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
ক. কাগজ ও পত্র = কাগজ পত্র
খ. সাপে ও নেউলে = সাপে নেউলে
গ. কাগজ ও কলম = কাগজ-কলম
ঘ. যাকে ও তাকে = যাকে তাকে
উত্তরঃ ঘ. যাকে ও তাকে = যাকে তাকে
৪০. 'কোলে ও পিঠে = কোলেপিঠে' এটি কোন প্রকার সমাস?
ক. সমার্থক
খ. বহুপদী দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. অলুক দ্বন্দ্ব
উত্তরঃ ঘ. অলুক দ্বন্দ্ব
৪১. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
ক. দুধে-ভাতে
খ. মাতা-পিতা
গ. কম-বেশি
ঘ. সাত-পাঁচ
উত্তরঃ ক. দুধে-ভাতে
৪২. 'দুধে-ভাতে' কোন সমাসের উদাহরণ?
ক. অলুক তৎপুরুষ
খ. অলুক দ্বন্দ্ব
গ. সমার্থক দ্বন্দ্ব
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ. অলুক দ্বন্দ্ব
৪৩. অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
ক. মায়ে-ঝিয়ে
খ. ভাইবোন
গ. ঘরবাড়ি
ঘ. দম্পতি
উত্তরঃ ক. মায়ে-ঝিয়ে
৪৪. দ্বন্দ্ব সমাসের সঠিক বিপরীত সমাস কোনটি?
ক. অব্যয়ীভাব
খ. কর্মধারয়
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ. কর্মধারয়
৪৫. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?
ক. ছাইভস্ম
খ. সাজসজ্জা
গ. গোলাগুলি
ঘ. লেনদেন
উত্তরঃ গ. গোলাগুলি
৪৬. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?
ক. দ্বন্দ্ব সমাস
খ. কর্মধারয় সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. বহুব্রীহি সমাস
উত্তরঃ খ. কর্মধারয় সমাস
৪৭. নিচের কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
ক. নাচ + অন
খ. জল +আ
গ. পাগল+আ
ঘ. মাঝ +আরি
উত্তরঃ ক. নাচ + অন
৪৮. "সন্ধি" শব্দে যে প্রত্যয় রয়েছে?
ক. ই
খ. কি
গ. ঘঞ
ঘ. ড
উত্তরঃ খ. কি
৪৯. 'সর্বাঙ্গীণ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়-
ক. সর্বঙ্গ + ঈন
খ. সর্ব + অঙ্গীন
গ. সর্ব + ঙ্গীন
ঘ. সর্বাঙ্গ + ঈন
উত্তরঃ ঘ. সর্বাঙ্গ + ঈন
৫০. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক. কারক
খ. লিখিত
গ. বেদনা
ঘ. খেলনা
উত্তরঃ ঘ. খেলনা
৫১. ফারসি প্রত্যয় নয় কোনটি?
ক. আনা
খ. গর
গ. দার
ঘ. বাজ
উত্তরঃ ক. আনা
৫২. ভাববাচকবিশেষ্য গঠনে আই প্রত্যয় যোগে গঠিতশব্দ-
ক. ঢাকাই
খ. নিমাই
গ. চড়াই
ঘ. মিঠাই
উত্তরঃ গ. চড়াই
৫৩. অনটু-প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি?
ক. শ্ৰবণ
খ. নয়ন
গ. দোলনা
ঘ. নর্তন
উত্তরঃ গ. দোলনা
৫৪. 'উক্তি' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. বচ + ক্ত
খ. √উক + তি
গ. বচ + তি
ঘ. বচ্ + ক্তি
উত্তরঃ ঘ. বচ্ + ক্তি
৫৫. মনু + ষ্ণ -এর মূলভাব কোনটি ?
ক. মানুষ
খ. মালয়
গ. মানয়
ঘ. মানব
উত্তরঃ ঘ. মানব
৫৬. কোনটি সঠিক সংস্কৃত কৃৎ প্রত্যয় ?
ক. কৃ + তব্য
খ. কর + তব্য
গ. কার + তব্য
ঘ. করি + তব্য
উত্তরঃ ক. কৃ + তব্য
৫৭. 'শারদীয়' শব্দের প্রকৃতি-প্রত্যয়
ক. শার + দীয়
খ. শরৎ + ইয়
গ. শারদ + ঈয়
উত্তরঃ গ. শারদ + ঈয়
৫৮. অসম্পূরণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি?
ক. √খা
খ. √আ
গ. √কর
ঘ. √দেখ
উত্তরঃ খ. √আ
৫৯. প্রকৃতি বলতে কি বোঝায়?
ক. ধাতুর মূল
খ. শব্দের মূল
গ. প্রত্যয়যুক্ত শব্দ
ঘ. শব্দ ও ধাতুর মূল
উত্তরঃ ঘ. শব্দ ও ধাতুর মূল
৬০. শব্দ ও ধাতুর মূলকে বলে-
ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রকৃতি
ঘ. কারক
উত্তরঃ গ. প্রকৃতি
৬১. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?
ক. কারক
খ. বিভক্তি
গ. যতি
ঘ. প্রকৃতি
উত্তরঃ ঘ. প্রকৃতি
৬২. ক্রিয়া পদের মুল অংশকে বলা হয়-
ক. প্রকৃতি
খ. প্রত্যয়
গ. ক্রিয়া
ঘ. সর্বনাম
উত্তরঃ ক. প্রকৃতি
৬৩. বিভক্তিহীন নামশব্দকে বলে-
ক. প্রাতিপদিক
খ. সাধিত পদ
গ. নামপদ
ঘ. ক্রিয়াপদ
উত্তরঃ ক. প্রাতিপদিক
৬৪. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-
ক. ক্রিয়া
খ. উপসর্গ
গ. বিভক্তি
ঘ. প্রত্যয়
উত্তরঃ ঘ. প্রত্যয়
৬৫. শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়াপ্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে কি বলে?
ক. প্রত্যয়
খ. প্রকৃতি
গ. অনুসর্গ
ঘ. উপসর্গ
উত্তরঃ ক. প্রত্যয়
৬৬. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
ক. নতুন শব্দ গঠন
খ. বাক্যে অলঙ্কার
গ. শব্দের মিলন
ঘ. ভাষা সংক্ষেপণ
উত্তরঃ ক. নতুন শব্দ গঠন
৬৭. শব্দের কোথায় প্রত্যয় বসে?
ক. পূর্বে
খ. মাঝে
গ. পরে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ. পরে
৬৮. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
ক. বিভক্তি
খ. কারক
গ. ধাতু
ঘ. প্রত্যয়
উত্তরঃ গ. ধাতু
৬৯. ক্রিয়ার যে অংশকেবিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে?
ক. প্রকৃতি
খ. ধাতু
গ. প্রত্যয়
ঘ. মৌলিকশব্দ
উত্তরঃ খ. ধাতু
৭০. ধাতু কয় প্রকার?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ গ. তিন
৭১. 'হৈমন্তিক' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. হেমন্ত+ষ্ণিক
খ. হেম+ষ্ণিক
গ. হৈমন্ত+ষ্ণিক
ঘ. হৈম+ষ্ণিক
উত্তরঃ ক. হেমন্ত+ষ্ণিক
৭২. লাজুক-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. লাজ+উক
খ. লা+জুক
গ. লা+উক
ঘ. লাজু+উক
উত্তরঃ ক. লাজ+উক
৭৩. নিচের কোন প্রত্তয়যুক্ত কৃদন্ত পদে সাধারনত দ্বিত্ব প্রয়োগ হয়?
ক. অ
খ. আ
গ. ই
ঘ. ঈ
উত্তরঃ ক. অ
৭৪. চলন্ত'-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. চলন+ত
খ. চলন্ত
গ. চল+অন্ত
ঘ. চলন+অ
উত্তরঃ গ. চল+অন্ত
৭৫. রাঁধুনি'-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. রাঁধ+আনি
খ. রাধন+নি
গ. রাঁধ+উনি
ঘ. রাধ+আনি
উত্তরঃ গ. রাঁধ+উনি
৭৬. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. বগী
খ. পাগল
গ. পাঠক
ঘ. সেলামী
উত্তরঃ গ. পাঠক
৭৭. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
ক. উৎকর্ষতা
খ. উৎকর্ষ
গ. উৎকৃষ্ট
ঘ. উৎকৃষ্টতা
উত্তরঃ গ. উৎকৃষ্ট
৭৮. ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়?
ক. অক
খ. আই
গ. ফলে
ঘ. আও
উত্তরঃ খ. আই
৭৯. 'দোলনা'-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. দুল+অনা
খ. দোলনা
গ. দোল+অনা
ঘ. দোলনা+আ
উত্তরঃ ক. দুল+অনা
৮০. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
ক. জন+অক
খ. রাধ+উনি
গ. কাঁদ+না
ঘ. ছাপা+খানা
উত্তরঃ ঘ. ছাপা+খানা
৮১. ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক. কৃৎ প্রত্যয়
খ. তদ্ধিত প্রত্তয়
গ. স্ত্রী প্রত্যয়
ঘ. বচন প্রত্যয়
উত্তরঃ ক. কৃৎ প্রত্যয়
৮২. মহিমা’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. মহিম+আ
খ. মহিমা
গ. মহৎ +ইমন
ঘ. মহা+ইমন
উত্তরঃ গ. মহৎ +ইমন
৮৩. নিচের কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. গেছো
খ. মেছো
গ. গেঁয়ো
ঘ. টেকো
উত্তরঃ খ. মেছো
৮৪. গমন’ শব্দের মূল ধাতু কোনটি?
ক. গতি
খ. গত
গ. গম
ঘ. গম্
উত্তরঃ ঘ. গম্
৮৫. দর্শনীয় শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. দৃশ+অনীয়
খ. দৃশ্য+অনীয়
গ. দৃশ্য+নীর
ঘ. দৃশ-নীয়
উত্তরঃ ক. দৃশ+অনীয়
৮৬. 'দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. দুল+না
খ. দোনা
গ. দোল্+অনা
ঘ. দোলনা+আ
উত্তরঃ ক. দুল+না
৮৭. নায়ক শব্দের কৃৎপ্রত্যয় হচ্ছে-
ক. নিঃ+অক
খ. নী+অক
গ. ণী+অক
ঘ. √ণী+ণক
উত্তরঃ ঘ. √ণী+ণক
৮৮. 'গায়ক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. √গিঃ+অক
খ. গায়+নক
গ. √গৈঃ+ণক
ঘ. √গৈ+ণক
উত্তরঃ ঘ. √গৈ+ণক
৮৯. ‘পাঠক শব্দের যথার্থ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. পাঠ+অক
খ. পঠ+অক
গ. পা+ঠক
ঘ. পঠ+টক
উত্তরঃ খ. পঠ+অক
৯০. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. ঠগী
খ. পানসে
গ. পাঠক
ঘ. সেলামী
উত্তরঃ গ. পাঠক
৯১. 'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
ক. নী+অন
খ. নে+অন
গ. নৌ+অন
ঘ. নয়ন
উত্তরঃ ক. নী+অন
৯২. বক্তব্য-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. বক+তব্য
খ. বক+অব্য
গ. বক্তব্য
ঘ. বচ্+তব্য
উত্তরঃ ঘ. বচ্+তব্য
৯৩. বাঁধৃ+অন-বাঁধন’ কোন শব্দ?
ক. কৃদন্ত শব্দ
খ. তদ্ধিতান্ত শব্দ
গ. ধনাত্মক শব্দ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক. কৃদন্ত শব্দ
৯৪. 'ফোড়ন' শব্দটি গঠিত হয়েছে?
ক. প্রত্যয়যোগে
খ. সমাসযোগে
গ. উপসর্গযোগে
ঘ. সন্ধিযোগে
উত্তরঃ ক. প্রত্যয়যোগে
৯৫. ‘উৎকযতা কি কারণে অশুদ্ধ?
ক. সন্ধিজনিত
খ. প্রত্যয়জনিত
গ. উসৰ্গজনিত
ঘ. বিভক্তিজনিত
উত্তরঃ খ. প্রত্যয়জনিত
৯৬. দারিদ্রতা' শব্দটি অশুদ্ধ কেন?
ক. প্রত্যয়জনিত কারণে
খ. উপসর্গজনিত কারণে
গ. কারকজনিত কারণে
ঘ. অনুসর্গজনিত কারণে
উত্তরঃ ক. প্রত্যয়জনিত কারণে
৯৭. 'ফুলদানি' শব্দের দানি'র ভাষিক পরিচয়-
ক. বিভক্তি
খ. প্রত্যয়
গ. শব্দ প্রত্যয়
ঘ. ধাতু
উত্তরঃ গ. শব্দ প্রত্যয়
৯৮. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
ক. সভাসদ
খ. শুভেচ্ছা
গ. ফলবান
ঘ. তম্বী
উত্তরঃ খ. শুভেচ্ছা
৯৯. কৃৎ প্রত্যয় কাকে বলে?
ক. শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
খ. অর্থের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
গ. ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে
ঘ. উপসর্গের সঙ্গে যুক্ত প্রত্যয়কে
উত্তরঃ গ. ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে
১০০. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
ক. ধাতু প্রত্যয়
খ. শব্দ প্রত্যয়
গ. কৃৎ প্রত্যয়
ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ গ. কৃৎ প্রত্যয়
১০১. ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে-
ক. তদ্ধিতান্ত শব্দ
খ. তদ্ধিত প্রত্যয়
গ. কৃদন্ত শব্দ
ঘ. প্রাতিপদিকশব্দ
উত্তরঃ গ. কৃদন্ত শব্দ
১০২. উক্তি-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক. উক+তি
খ. √উচ+ক্তি
গ. √বচ্+ক্তি
ঘ. √বচতি
উত্তরঃ গ. √বচ্+ক্তি
১০৩. কাঁদৃ+অন’- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত?
ক. কৃৎপ্রত্যয়
খ. তদ্ধিত প্রত্যয়
গ. প্রাতিপদিক
ঘ. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ ক. কৃৎপ্রত্যয়
১০৪. ধাতু বা প্রকৃতির অন্ত্যধবনির আগের ধ্বনির নাম কি?
ক. উপধা
খ. অনুধা
গ. ব্যক্কা
ঘ. মতধা
উত্তরঃ ক. উপধা