বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড: ০১ - Exam Cares

নতুন বই

Saturday, April 9, 2022

বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড: ০১

বোর্ড প্রশ্ন/মডেল টেস্ট 
এইচএসসি পরীক্ষা 
বিষয়: বাংলা ১ম পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর 
বিষয় কোড: ১০১ 

সময়: ৩০ মিনিট                   পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেয়া যাবে না।]

১. একদিন কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে কোন যুদ্ধের কথা ভাবছিলেন?
ক. পলাশির
খ. পানিপথের
গ. ওয়াটারলুর
ঘ. বিশ্বযুদ্ধের
উত্তরঃ গ. ওয়াটারলুর

* উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:
স্বাতী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী। বিয়ের পর শ্বশুর ও শাশুড়ির চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর-শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়। তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়।

২. ‘অপরিচিতা’ গল্পের সঙ্গে উদ্দীপকের স্বাতীর বৈসাদৃশ্য কোথায়?
ক. নারীর প্রতি বৈষম্যে 
খ. আপসহীনতায়
গ. আপসকামিতায়
ঘ. স্বার্থসিদ্ধিতে
উত্তরঃ গ. আপসকামিতায়

৩. উদ্দীপকের শ্বশুর-শাশুড়ির মানসিকতার সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন উক্তিটির মিল রয়েছে?
ক. আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়াই আসিবে
খ. বেহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের
গ. অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন
ঘ. ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই
উত্তরঃ ক. আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়াই আসিবে

৪. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে সভ্যতার যে নেতিবাচক দিকগুলো ফুটে উঠেছে-
ক. দারিদ্র্য ও দুর্ভোগ
খ. অনুকরণপ্রিয়তা ও বিলাসিতা
গ. বস্তুনির্ভরতা ও আলস্য
ঘ. কুটিরশিল্পের বিলোপ ও আলস্য
উত্তরঃ খ. অনুকরণপ্রিয়তা ও বিলাসিতা

* উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের গ্রামীণ যুবক আবুল বউ পিটিয়ে আনন্দ উপভোগ করে।

৫. উদ্দীপকের আবুলের সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
ক. কৈলাশ 
খ. বুড়ো রহমান
গ. জগু
ঘ. গোকুল
উত্তরঃ গ. জগু

এইচএসসি (HSC) বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল প্রশ্ন ও উত্তরসহ: বাংলা ১ম পত্র গাইড

৬. ‘মাসি-পিসি’ গল্পের উক্ত চরিত্রের সাথে উদ্দীপকের আবুলের সাদৃশ্য কোথায়?
ক. স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণে
খ. স্ত্রীর প্রতি অবজ্ঞায়
গ. স্ত্রীর প্রতি নির্যাতনে
ঘ. স্ত্রীর প্রতি কর্তৃত্বপরায়ণতায়
উত্তরঃ গ. স্ত্রীর প্রতি নির্যাতনে

৭. ‘ঐকতান’ কবিতায় কৃত্রিম পণ্য বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. অভিজ্ঞতালব্ধ শিল্প 
খ. নকল পণ্য
গ. অন্তরের যোগ নেই এমন
ঘ. পসরা
উত্তরঃ গ. অন্তরের যোগ নেই এমন

৮. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কী শুনবে?
ক. উচ্চারিত সত্য
খ. অরণ্য এবং শ্বাপদের কথা
গ. প্রবহমান নদীর কলতান
ঘ. ঝড়ের আর্তনাদ
উত্তরঃ ঘ. ঝড়ের আর্তনাদ

৯. কনফুসিয়াস কোথাকার দার্শনিক?
ক. ইরান
খ. মথুরা
গ. চীন
ঘ. জেরুজালেম
উত্তরঃ গ. চীন

১০. ‘নূরলদীনের সারাজীবন’ কবিতায় নূরলদীন হলো-
i. ঐতিহাসিক চরিত্র
ii. প্রতিবাদী চরিত্র
iii. চেতনাদীপ্ত চরিত্র

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

* উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
স্কুল শিক্ষক আবির জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি আলোকিত করেছেন শিক্ষার্থীদের।

১১. উদ্দীপকের আবিরের জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সাথে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন
বিষয়ের মিল রয়েছে?
ক. নদীর সাগরে পতিত হওয়া
খ. দৈহিক বিকাশ ঘটানো
গ. মনুষ্যত্বের বেদনা উপলব্ধি
ঘ. বৃক্ষের ফুলে-ফলে পরিপূর্ণ হওয়া
উত্তরঃ ঘ. বৃক্ষের ফুলে-ফলে পরিপূর্ণ হওয়া

১২. উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন ভূমিকায়?
ক. পরোপকারিতায় 
খ. প্রাপ্তি ও দানে
গ. আত্মনিবেদনে 
ঘ. বিকাশ সাধনে
উত্তরঃ খ. প্রাপ্তি ও দানে

১৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অর্ঘ্য বিরচন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ঋতুরাজ বসন্তকে বরণ
খ. ফুলের বন্দনাগীত
গ. বসন্তের আগমনী গান
ঘ. অঞ্জলি বা উপহার রচনা
উত্তরঃ ঘ. অঞ্জলি বা উপহার রচনা

* উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাশাসক, রাজনীতিবিদ ও কতিপয় বিপথগামী দোসররা জনসাধারণের উপর নিষ্ঠুর নির্যাতন চালায় ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ দেশের আপামর জনতা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

১৪. উদ্দীপকের প্রথম বাক্য ‘নবাব সিরাজউদ্দৌলা’ নাটকের কোন কোন চরিত্রের কর্মকান্ডকে ধারণ করে?
ক. উমিচাঁদ-জগৎশেঠ
খ. মোহনলাল-রায়দুর্লভ
গ. ঘসেটি বেগম-লুৎফুনিড়বসা
ঘ. মিরমর্দান-ক্লেটন
উত্তরঃ ক. উমিচাঁদ-জগৎশেঠ

১৫. উদ্দীপকের শেষ বাক্যের বিষয়বস্তু ‘সিরাজউদ্দৌলা’ নাটকের নিচের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে?
ক. আপনাদের নতুন নবাব জাফর আলী খানকে আমি মসনদে বসিয়ে দিলাম
খ. হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না
গ. বাংলার ঘরে ঘরে হাহাকারের বন্যা বইয়ে দেবে মিরজাফর ক্লাইভের লুণ্ঠন অত্যাচার
ঘ. মানুষের দৃষ্টি থেকে আমার চোরের মতো পালিয়ে পালিয়ে পথ চলতে হবে
উত্তরঃ খ. হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না

১৬. ‘দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।’ কার কাছে?
ক. উমিচাঁদ
খ. ঘসেটি বেগম
গ. জগৎশেঠ 
ঘ. রায়দুর্লভ
উত্তরঃ ক. উমিচাঁদ

১৭. ‘বায়ান্নোর দিনগুলো’ রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবনের কথা বিবৃত হয়েছে?
ক. পারিবারিক জীবন 
খ. জেল জীবন
গ. সামাজিক জীবন 
ঘ. রাজনৈতিক জীবন
উত্তরঃ খ. জেল জীবন

* উদ্দীপকটি পড়ে ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
পাথালিয়া একটি আদর্শ গ্রাম। এখানে বিভিনড়ব ধর্মের লোকদের মধ্যে রয়েছে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। ধনী নির্ধন নির্বিশেষে পরস্পরকে সাহায্য সহযোগিতা করে তারা সাধ্যমতো।

১৮. উদ্দীপকে ‘আহবান’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?
ক. গ্রামীণ দারিদ্র্য
খ. লোকায়িক জীবনধারা
গ. উদার মানবিক সম্পর্ক
ঘ. সংস্কারাচ্ছন্ন সমাজব্যবস্থা
উত্তরঃ গ. উদার মানবিক সম্পর্ক

১৯. ‘রেইনকোট’ গল্পে ভিতু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়-
i. উষ্ণতা
ii. সাহস
iii. দেশপ্রেম

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২০. ‘মহাজাগতিক কিউরেটর’ রচনায় কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহ থেকে কোন প্রাণী তুলে নেয়?
ক. পিঁপড়া
খ. মানুষ
গ. পাখি 
ঘ. হরিণ
উত্তরঃ ক. পিঁপড়া

২১. নিচের চরণটি তোমার পাঠ্য কোন কবিতার প্রথম চরণ?
‘পদ্মা তোমার যৌবন চাই’
ক. লোক-লোকান্তর 
খ. ফেব্রুয়ারি ১৯৬৯
গ. সেই অস্ত্র
ঘ. রক্তে আমার অনাদি অস্থি
উত্তরঃ ঘ. রক্তে আমার অনাদি অস্থি

২২. ‘কলমা জান মিঞা?’ প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল?
ক. তাহের-কাদেরের বাপকে
খ. আক্কাসকে
গ. দুদু মিঞাকে
ঘ. ধলা মিঞাকে
উত্তরঃ গ. দুদু মিঞাকে

২৩. জাতীয় জাদুঘর কোন পরিচয় বহন করে?
ক. ইতিহাস 
খ. স্থাপত্যকলা
গ. আত্মপরিচয় 
ঘ. জাতিসত্তা
উত্তরঃ ঘ. জাতিসত্তা

২৪. ‘লালসালু’ উপন্যাসে মাজারটি দেখতে কেমন?
ক. উইঢিবির মতো 
খ. মাছের পিঠের মতো
গ. গারো পাহাড়ের মতো 
ঘ. দ্বিতীয়ার চাঁদের মতো
উত্তরঃ খ. মাছের পিঠের মতো

২৫. ‘সেই অস্ত্র’ কবিতায় কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে লক্ষ লক্ষ মানুষকে কী পঙ্গু ও বিকৃত করবে না?
ক. মুহূর্তের অগ্ন্যুৎপাত
খ. অমোঘ অস্ত্র- ভালোবাসা
গ. আধিপত্যের লোভ
ঘ. বিদ্বেষ-অহংকার
উত্তরঃ ক. মুহূর্তের অগ্ন্যুৎপাত

২৬. ‘আমার পথ’ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?
ক. জড়তামুক্তি 
খ. সত্যের পথ
গ. তারুণ্য 
ঘ. ভয়হীনতা
উত্তরঃ খ. সত্যের পথ

২৭. ‘লালসালু’ উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়?
ক. হাসুনির মা 
খ. আমেনা বিবি
গ. রহিমা
ঘ. জমিলা
উত্তরঃ গ. রহিমা

বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি

২৮. “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।” উদ্দীপকে ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার কোন বিষয়ের উল্লেখ পাওয়া যায় না?
ক. স্বাজাত্যবোধ
খ. দেশপ্রেম
গ. প্রাকৃতিক সৌন্দর্য 
ঘ. জন্মভূমির বন্দনা
উত্তরঃ ক. স্বাজাত্যবোধ

২৯. ‘লোক-লোকান্তর’ কবিতায় আহত কবির গান পূর্ণতা লাভ করে কীভাবে?
ক. শৈল্পিক উৎকর্ষে
খ. প্রাকৃতিক সৌন্দর্য সন্দর্শনে
গ. ভাবাবেগের প্রাবল্যে
ঘ. সৃষ্টির প্রেরণায়, চেতনার ঔজ্জ্বল্যে
উত্তরঃ ঘ. সৃষ্টির প্রেরণায়, চেতনার ঔজ্জ্বল্যে

* উদ্দীপকটি পড়ে ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
“স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে, পশু সেই জন।”

৩০. উদ্ধৃত কবিতাংশটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রকে ইঙ্গিত করে?
ক. রাবণ 
খ. বিভীষণ
গ. মেঘনাদ 
ঘ. লক্ষণ
উত্তরঃ খ. বিভীষণ

No comments:

Post a Comment