G

HSC বাংলা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বোর্ড প্রশ্ন-০২ pdf download

বোর্ড প্রশ্ন-২
এইচএসসি পরীক্ষা 
বিষয়: বাংলা ১ম পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর 
বিষয় কোড: ১০১ 

সময়: ৩০ মিনিট                   পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেয়া যাবে না।]

১. নেপোলিয়ন কোন দ্বীপে মৃত্যুবরণ করেন?
ক. ওয়েলিংটন
খ. ওয়াটারলু
গ. সেন্টহেলেনা
ঘ. আন্দামান
উত্তরঃ গ. সেন্টহেলেনা

২. “তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না।” ‘তিনি’ বলতে ‘অপরিচিতা’ গল্পে কাকে বোঝানো হয়েছে?
ক. মামা
খ. শম্ভুনাথ 
গ. হরিশ 
ঘ. অনুপম
উত্তরঃ ক. মামা

৩. এক সময় কারা অসভ্য বর্বর ছিল?
ক. বাঙালি 
খ. ভারতবাসী
গ. ধনাঢ্য ব্যক্তি 
ঘ. চাষা
উত্তরঃ খ. ভারতবাসী

৪. ‘আহবান’ গল্পে বর্ণনাকারীর জন্য বুড়ির চাটাই বোনার কারণ কী?
ক. বর্ণনাকারী খেজুরের চাটাই পছন্দ করেন
খ. বুড়ি এটি বর্ণনাকারীর কাছে বিক্রি করবে
গ. বর্ণনাকারীর প্রতি বুড়ির সন্তান স্নেহ
ঘ. বুড়ি বর্ণনাকারীকে খেজুরের চাটাই উপহার দেবে
উত্তরঃ গ. বর্ণনাকারীর প্রতি বুড়ির সন্তান স্নেহ

এইচএসসি (HSC) বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল প্রশ্ন ও উত্তরসহ pdf download বাংলা ১ম পত্র গাইড

৫. ‘মাসি-পিসি’ গল্পে মাসি ও পিসির এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কোনটি?
i. দুজনেই বিধবা
ii. আহ্লাদিকে দেখাশোনা
iii. নিজেদের বেঁচে থাকার সংগ্রাম

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii 
খ. i ও iii 
গ. ii ও. iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও. iii

৬. গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত?
ক. বৃক্ষে
খ. নদীতে 
গ. মানুষে 
ঘ. ফুলে
উত্তরঃ ক. বৃক্ষে

৭. ‘আমার পথ’ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কী করে তুলেছে?
i. নিষ্ক্রিয় 
ii. বিলাসী 
iii. দাস

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii 
খ. i ও iii
গ. ii ও iii 
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

৮. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তাঁর সহকর্মীদের খবর দিতে বললেন?
ক. চায়ের দোকানের মালিক
খ. নৌকার মাঝি
গ. গাড়ির ড্রাইভার 
ঘ. মহিউদ্দীন
উত্তরঃ ক. চায়ের দোকানের মালিক

৯. ল্যুভ জাদুঘরটি কোথায় অবস্থিত?
ক. ফ্রান্স
খ. মিশর 
গ. ইংল্যান্ড 
ঘ. আমেরিকা
উত্তরঃ ক. ফ্রান্স

১০. ‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কিসের প্রতীক?
i. প্রতিহিংসার
ii. দেশপ্রেমের
iii. মুক্তিযুদ্ধের

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii 
খ. i ও iii 
গ. ii ও. iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও. iii

১১. গোয়ালার সুন্দরী কন্যা রাবেয়া স্বামীর অসচ্ছলতার কারণে অত্যন্ত অসন্তুষ্ট। উদ্দীপকের রাবেয়ার সাথে নিচের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক. কল্যাণী 
খ. মাদাম লোইসেল
গ. মাদাম ফোরস্টিয়ার 
ঘ. জমিরন
উত্তরঃ খ. মাদাম লোইসেল

১২. ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পটিতে লেখক যা চেয়েছেন-
ক. পরিবেশ ও পৃথিবী সম্পর্কে মানুষের সচেতনতা
খ. মানুষের নির্বুদ্ধিতাকে তুলে ধরা
গ. মানুষের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা
ঘ. মানুষের উপর অন্য প্রাণীর প্রাধান্য দেওয়া
উত্তরঃ ক. পরিবেশ ও পৃথিবী সম্পর্কে মানুষের সচেতনতা

১৩. “হায় তাত! উচিত কি তব এ কাজ?” মেঘনাদের এই উক্তির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি?
ক. লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা
খ. ভ্রাতুষ্পুত্রকে হত্যায় সহায়তা করা
গ. মাতৃ আজ্ঞা পালন না করা
ঘ. মাতৃভ‚মির জন্য যুদ্ধ না করা
উত্তরঃ ক. লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা

১৪. ‘ঐকতান’ কবিতার প্রথম চরণ কোনটি?
ক. গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী
খ. কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি
গ. সে কবির বাণী-লাগি কান পেতে আছি
ঘ. বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
উত্তরঃ ঘ. বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি

উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি
একই পৃথিবীর স্তন্যে-লালিত
একই রবি-শশী মোদের সাথী।

১৫. উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল আছে?
i. এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই
ii. মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান
iii. নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি 

নিচের কোনটি সঠিক?
ক. i 
খ. ii 
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. iii

১৬. উদ্দীপকে ‘সাম্যবাদী’ কবিতার কোন ভাবটি স্পষ্ট হয়ে উঠেছে?
ক. মানুষে মানুষে সমতা 
খ. মানব হৃদয়ের গুরুত্ব
গ. মানুষের ধর্মভীরুতা 
ঘ. মানবতার জয়গান
উত্তরঃ ঘ. মানবতার জয়গান

১৭. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় সন্ধ্যার বাতাসে কী উড়ে যায়?
ক. কাক 
খ. চিল 
গ. সুদর্শন
ঘ. শালিক
উত্তরঃ গ. সুদর্শন

১৮. “হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়!” এ চরণটিতে ‘নীরব কেন’ বলতে কবির কেমন অবস্থা বোঝায়?
ক. জীবন সম্পর্কে উদাসীনতা
খ. ঘুমিয়ে থাকা
গ. কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া
ঘ. শীতের চাদর মুড়ি দিয়ে থাকা
উত্তরঃ গ. কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া

১৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ত্রিশ লক্ষ মানুষ শহিদ হয়েছেন এবং সম্ভ্রম হারিয়েছেন অসংখ্য মা-বোন। উদ্দীপকটির বক্তব্যের সাথে ‘সেই অস্ত্র’ কবিতায় বর্ণিত কোনটি সাদৃশ্যপূর্ণ?
i. লক্ষ লক্ষ মানুষের পঙ্গু-বিকৃত হওয়া
ii. ট্রয়নগরী বিধ্বস্ত হওয়া
iii. ফসলের মাঠে আগুন জ্বলা

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii 
গ. iii 
ঘ. i, ii ও iii
উত্তরঃ 

২০. “আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক।” এই প্রত্যাশার প্রতিফলন ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন চরণটিতে ঘটেছে?
ক. আঠারো বছর বয়স জানে না কাঁদা
খ. এ বয়স কাঁপে বেদনায় থরোথরো
গ. এ বয়স তবু নতুন কিছু তো করে
ঘ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে
উত্তরঃ ঘ. এ দেশের বুকে আঠারো আসুক নেমে

২১. ‘ফেব্রæয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচুড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়?
ক. রক্তে রঞ্জিত বর্ণমালা 
খ রক্তে রঞ্জিত জামা
গ. পতাকার লাল রং
ঘ. শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ
উত্তরঃ ঘ. শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ

২২. তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল- এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে?
ক. কবির পূর্বপুরুষের
খ. বাংলার কৃষকদের
গ. মুক্তিযোদ্ধাদের 
ঘ. কবির পিতার
উত্তরঃ ক. কবির পূর্বপুরুষের

২৩. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় বর্ণনা করা হয়েছে?
ক. একজন সংগ্রামী মানুষের জীবন
খ. এদেশের মানুষের সুখ, শান্তি ও প্রাচুর্য
গ. বাংলার রূপবৈচিত্র্য
ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা
উত্তরঃ ক. একজন সংগ্রামী মানুষের জীবন

২৪. “আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও” এখানে কবি কোন অস্ত্রের কথা বলেছেন?
ক. ভালোবাসা
খ. প্রাচীন
গ. পারমাণবিক 
ঘ. আধুনিক
উত্তরঃ ক. ভালোবাসা

২৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান কে?
ক. রবার্ট ক্লাইভ 
খ. উইলিয়াম ওয়াটসন
গ. রজার ড্রেক 
ঘ. কিলপ্যাট্রিক
উত্তরঃ খ. উইলিয়াম ওয়াটসন

বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর একাদশ-দ্বাদশ শ্রেণি

২৬. জামিল সাহেব রায়হানকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন-পালন করেন। লেখাপড়া শেখান। জামিল সাহেব নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসতেন। কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকে হত্যা করে। উদ্দীপকের রায়হান নিচের কোন চরিত্রের সাথে তুলনীয়?
ক. মোহাম্মদি বেগ
খ. মিরজাফর
গ. মোহনলাল 
ঘ. মিরন
উত্তরঃ ক. মোহাম্মদি বেগ

২৭. ‘আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে’ সিরাজের এই উক্তির কারণ, তিনি
ক. যুদ্ধবিদ্যায় অদক্ষ
খ. শাসন পরিচালনার অযোগ্য
গ. প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি
ঘ. ইংরেজদের মোকাবিলা করতে পারেননি
উত্তরঃ গ. প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে পারেননি

২৮. মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?
ক. আওয়ালপুরে 
খ. গারো পাহাড়ে
গ. নোয়াখালীতে 
ঘ. করিমগঞ্জে
উত্তরঃ খ. গারো পাহাড়ে

২৯. ভেতরে ক্রোধের আগুন জ্বলছে বাইরে যত ঠান্ডা থাকুক না কেন- কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে?
ক. আক্কাসের 
খ. খালেক ব্যাপারীর
গ. মজিদের 
ঘ. তাহের-কাদেরের বাপের
উত্তরঃ ঘ. তাহের-কাদেরের বাপের

৩০. “জনগণে যারা জোঁকসম শোষে, মহাজন তারে কয়।” উদ্দীপকে এবং ‘লালসালু’ উপন্যাসে মহাজনদের বৈশিষ্ট্য কী?
i. শোষক
ii. স্বার্থপর
iii. মানবতাবিরোধী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii 
খ. ii ও iii 
গ. i ও iii 
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের অন্যান্য বহুনির্বাচনি প্রশ্নাবলীঃ
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : বিভীষণের প্রতি মেঘনাদ
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : লোক-লোকান্তর
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : রক্তে আমার অনাদি অস্থি
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : নূরুলদীনের কথা মনে পড়ে যায়
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : আমি কিংবদন্তির কথা বলছি
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : ফেব্রুয়ারি ১৯৬৯
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : আঠারো বছর বয়স
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : সেই অস্ত্র
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : তাহারেই পড়ে মনে
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : এই পৃথিবীতে এক স্থান আছে
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : সাম্যবাদী
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : ঐকতান
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : বিলাসী
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : রেইনকোট
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : অপরিচিতা
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : মাসি-পিসি
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : জীবন ও বৃক্ষ
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : চাষার দুক্ষু
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : বিড়াল
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : বায়ান্নর দিনগুলো
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : আমার পথ
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : আহবান
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : নেকলেস
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : মহাজাগতিক কিউরেটর
💘 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর : জাদুঘরে কেন যাব

আরো পড়ুন....
💝 একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্রের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

1 comment: