G

SSC হিসাববিজ্ঞান বহুনির্বাচনি (mcq) প্রশ্নের উত্তর মডেল টেস্ট pdf download

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, টাঙ্গাইল 
মডেল টেস্ট 
এসএসসি পরীক্ষা 
বিষয়: হিসাববিজ্ঞান 
বহুনির্বাচনি প্রশ্ন 
বিষয় কোড: ১৪৬

সময়ঃ ৩০ মিনিট                  পূর্ণমানঃ ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
SSC Accounting
MCQ
Question and Answer

১. পারিবারিক হিসাবে কোনটি বিনিয়োগ?
ক. শিক্ষা ব্যয়
খ. মাছ বিক্রয়
গ. দৈনন্দিন খরচ
ঘ. পুকুর সংস্কার
উত্তরঃ ঘ. পুকুর সংস্কার

২. সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য কোনটি প্রয়োজন?
ক. হিসাব
খ. লেনদেন
গ. জাবেদা
ঘ. রেওয়ামিল
উত্তরঃ ক. হিসাব

* উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
মিলন ট্রেডার্সের প্রারম্ভিক মূলধন ১,৫০,০০০ টাকা, বিক্রয় ২,০০,০০০ টাকা, নিট মুনাফা ২০,০০০ টাকা এবং উত্তোলন ৩৫,০০০ টাকা।

৩. মিলন ট্রেডার্সের নিট মুনাফা অনুপাত কত?
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ ক. ১০%

৪. মিলন ট্রেডার্সের মালিকানাস্বত্ত্বের পরিমাণ কত?
ক. ১,৩৫,০০০ টাকা
খ. ১,৭০,০০০ টাকা
গ. ২,২০,০০০ টাকা
ঘ. ২,৩৫,০০০ টাকা
উত্তরঃ ক. ১,৩৫,০০০ টাকা

৫. ‘সঞ্চিতি তহবিল’ কোন ধরনের হিসাব?
ক. সম্পদ
খ. ব্যয়
গ. মালিকানাস্বত্ব
ঘ. আয়
উত্তরঃ গ. মালিকানাস্বত্ব

৬. হিসাব খাত ডেবিট হবে-
i. মালিকানাস্বত্ব হ্রাস পেলে
ii. আয় হ্রাস পেলে
iii. সম্পদ বৃদ্ধি পেলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

৭. প্রত্যেক দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা খতিয়ান প্রস্তুত করাকে বলা হয়-
ক. সাধারণ খতিয়ান
খ. সংযুক্ত খতিয়ান
গ. সহকারী খতিয়ান
ঘ. সম্পূরক খতিয়ান
উত্তরঃ গ. সহকারী খতিয়ান

৮. ক্রয় ফেরত জাবেদার ছকে অন্তর্ভুক্ত থাকে-
ক. চালান নম্বর
খ. ডেবিট নোট নম্বর
গ. ক্রেডিট নোট নম্বর
ঘ. ক্যাশমেমোর নম্বর
উত্তরঃ খ. ডেবিট নোট নম্বর

৯. রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে-
i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক মজুদ পণ্য
iii. সমাপনী হাতে নগদ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii

১০. কৈানটি অন্য তিনটি হতে ভিন্ন?
ক. সাধারণ সঞ্চিতি
খ. নগদ তহবিল
গ. দেনাদার
ঘ. প্রাপ্য ভাড়া
উত্তরঃ ক. সাধারণ সঞ্চিতি

১১. রেওয়ামিলে ধরা পড়ে না এমন ভুলকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৪
উত্তরঃ খ. ২

১২. হিসাববিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছরে একই পদ্ধতি অনুসরণ করলে তাকে বলে-
ক. রক্ষণশীলতা নীতি
খ. সামঞ্জস্যতা নীতি
গ. ব্যবসায়িক সত্তা নীতি
ঘ. বকেয়া ধারণা নীতি
উত্তরঃ খ. সামঞ্জস্যতা নীতি

১৩. যদি মোট মুনাফা ৮০,০০০ টাকা, পরিচালন ব্যয় ২০,০০০ টাকা, অপরিচালন আয় ২৫,০০০ টাকা হয়, তবে নিট মুনাফা হবে-
ক. ৮৫,০০০ টাকা
খ. ৭৫,০০০ টাকা
গ. ১,২৫,০০০ টাকা
ঘ. ১,০৫,০০০ টাকা
উত্তরঃ ক. ৮৫,০০০ টাকা

* উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
মুখ্য ব্যয় ৬০,০০০ টাকা, কারখানা উপরি ব্যয় ১২,০০০ টাকা, প্রশাসনিক উপরি ব্যয় ৯,০০০ টাকা, বিক্রয় উপরি ব্যয় ৩,০০০ টাকা এবং মুনাফা মোট ব্যয়ের ৩০%। 

১৪. বিক্রয়ের পরিমাণ কত?
ক. ১,০৯,২০০ টাকা
খ. ১,০৫,৩০০ টাকা
গ. ৮৪,৬০০ টাকা
ঘ. ৭৫,৮০০ টাকা
উত্তরঃ ক. ১,০৯,২০০ টাকা

১৫. মুনাফার পরিমাণ-
ক. ২৪,২০০ টাকা
খ. ২১,৩০০ টাকা
গ. ২৮,৬০০ টাকা
ঘ. ২৫,২০০ টাকা
উত্তরঃ ঘ. ২৫,২০০ টাকা

১৬. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে-
ক. ব্যাংক সুদ মঞ্জুর
খ. ব্যাংক জমাতিরিক্ত সুদ
গ. বিনিয়োগের সুদ
ঘ. সঞ্চয়পত্রের সুদ
উত্তরঃ খ. ব্যাংক জমাতিরিক্ত সুদ

১৭. তিনঘরা নগদান বইতে কতটি ঘর থাকে?
ক. ১৪টি
খ. ১২টি
গ. ১০টি
ঘ. ৮টি
উত্তরঃ ক. ১৪টি

১৮. কোন দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করে দেওয়া হয়?
ক. প্রারম্ভিক দাখিলা
খ. স্থানান্তর দাখিলা
গ. সমন্বয় দাখিলা
ঘ. সমাপনী দাখিলা
উত্তরঃ ঘ. সমাপনী দাখিলা

১৯. কলকব্জা ক্রয় ৫০,০০০ টাকা কলকব্জা হিসাব ডেবিট না ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। -এটি রেওয়ামিলের কোন ধরনের ভুল?
ক. পরিপূরক ভুল
খ. বেদাখিলার ভুল
গ. বাদ পড়ার ভুল
ঘ. নীতিগত ভুল
উত্তরঃ ঘ. নীতিগত ভুল

২০. সি/এফ বলতে বুঝায়-
ক. সম্মুখে নীত
খ. ওপর থেকে আনীত
গ. নিচে নীত
ঘ. পেছন থেকে আনীত
উত্তরঃ ক. সম্মুখে নীত

২১. হিসাববিজ্ঞানকে কোন নামে অভিহিত করা হয়?
ক. তথ্য ব্যবস্থা
খ. কর্মব্যবস্থা
গ. লেনদেন ব্যবস্থা
ঘ. হিসাব ব্যবস্থা
উত্তরঃ ক. তথ্য ব্যবস্থা

২২. আসবাবপত্রের অবচয় ধার্য হলো ১,০০০ টাকা- লেনদেনটির মাধ্যমে প্রভাবিত হয়-
ক. সম্পদ বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি
খ. মালিকানাস্বত্ব বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি
গ. মালিকানাস্বত্ব হ্রাস ও সম্পদ হ্রাস
ঘ. সম্পদ বৃদ্ধি ও আয় হ্রাস
উত্তরঃ গ. মালিকানাস্বত্ব হ্রাস ও সম্পদ হ্রাস

২৩. ক্যাশমেমা সাধারণত কতসেট তৈরি করা হয়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ গ. তিন

* উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
মুদি দোকানদার রতন দোকানের জন্য ৬০,০০০ টাকা দিয়ে একটি ফ্রিজ ক্রয় করে। ফ্রিজটি দোকানে আনতে ও বৈদ্যুতিক লাইন সংস্থাপন করতে ১,৫০০ টাকা ব্যয় হয়। কিন্তু দোকানে স্থান সংকুলান না হওয়ায় ফ্রিজটি ৬৪,০০০ টাকায় বিক্রি করলেন।

২৪. রতনের ব্যবসায়ে মূলধনজাতীয় ব্যয় হয়েছিল কত টাকা?
ক. ৫৮,৫০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ. ৬১,৫০০ টাকা
ঘ. ৬৪,০০০ টাকা
উত্তরঃ গ. ৬১,৫০০ টাকা

২৫. ফ্রিজটি বিক্রয়ের ফলে ব্যবসায়ের-
i. মূলধনজাতীয় প্রাপ্তি হবে ৬৪,০০০ টাকা
ii. মুনাফাজাতীয় ব্যয় হবে ১,৫০০ টাকা
iii. মূলধনজাতীয় আয় হবে ২,৫০০ টাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ খ. i ও iii

২৬. আর্থিক বিবরণীর খসড়া স্বরুপ ব্যবহার করা হয়-
ক. রেওয়ামিল
খ. সমন্বয় দাখিলা
গ. সমাপনী দাখিলা
ঘ. কার্যপত্র
উত্তরঃ ঘ. কার্যপত্র

২৭. হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনের বলে-
ক. হিসাব মূল্যায়ন
খ. হিসাব ব্যবস্থা
গ. হিসাব চক্র
ঘ. হিসাব বিশ্লেষণ
উত্তরঃ গ. হিসাব চক্র

২৮. জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় কোন ধরনের লেনদেন?
ক. মুনাফাজাতীয়
খ. মূলধনজাতীয়
গ. বিলম্বিত মুনাফাজাতীয়
ঘ. ব্যবসা পরিচালন
উত্তরঃ খ. মূলধনজাতীয়

২৯. ‘কর্মচারী হাবিবের বেতন বকেয়া রয়েছে ৩,০০০ টাকা’। উপযুক্ত জাবেদা দাখিলা হবে-
ক. বেতন হিসাব ডে. হাবিব হিসাব ক্রে.
খ. বেতন হিসাব ডে. বকেয়া বেতন হিসাব ক্রে.
গ. বকেয়া বেতন হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
ঘ. হাবিব হিসাব ডে. বেতন হিসাব ক্রে.
উত্তরঃ খ. বেতন হিসাব ডে. বকেয়া বেতন হিসাব ক্রে.

৩০. প্রাপ্তি-প্রদান হিসাব তৈরিতে অন্তর্ভুক্ত হবে-
i. সমাপনী নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত
ii. প্রারম্ভিক নগদ ও ব্যাংক জমার উদ্বৃত্ত
iii. ডাকঘর সঞ্চয়পত্র ক্রয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii
এসএসসি হিসাববিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন সাজেশন্স। একাদশ-দ্বাদশ শ্রেণি হিসাববিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন সাজেশন্স। SSC Accounting MCQ Question Answer.

No comments:

Post a Comment