G

SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায়-০১

৯ম-১০ম শ্রেণির কৃষিশিক্ষা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
কৃষি শিক্ষা
প্রথম অধ্যায়

Class 9-10 Agriculture Studies Guide and SSC Exam Preparation
Agriculture Studies Chapter-01
Agriculture Studies
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয়?
[ক] দোআঁশ মাটিতে
[খ] বেলে দোআঁশ মাটিতে
[গ] পলি মাটিতে
✅ দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে

২. উদ্ভিদভোজী মাছ কোনটি?
[ক] রুই
[খ] মৃগেল
[গ] তেলাপিয়া
✅ সরপুঁটি

৩. বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয়-
i. নিমের পাতার গুঁড়া
ii. আপেলের বীজের গুঁড়া
iii. কমলার বীজের গুঁড়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
তাসফি নদীর ধারের একটি জমিতে আলুর চাষ করে আসছিলেন। প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে। তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন। কৃষি কর্মকর্তা তাকে জমির ঢালু অংশে ভালোভাবে আল তৈরির পরামর্শ দেন।

৪. তাসফির জমির ফলন কমে যাওয়ার কারণ-
i. জমির উর্বরতা হ্রাস
ii. জৈব পদার্থের অভাব
iii. মাটির অনুন্নত গঠন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫. কৃষি কর্মকর্তা তাসফিকে জমিতে আল তৈরির পরামর্শ দেওয়ার কারণ কোনটি?
[ক] জমির উর্বরতা নিয়ন্ত্রণ
[খ] জমির ভূমিক্ষয় রোধ
[গ] ফসলের উৎপাদন বৃদ্ধি
✅ মাটির গঠনের উন্নয়ন

প্রথম পরিচ্ছেদ : ফসল নির্বাচন [পৃষ্ঠা-০২]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ কৃষি প্রযুক্তি
[খ] কৃষিকাজ
[গ] কৃষিজ উৎপাদন
[ঘ] কৃষি বিজ্ঞান

৭. মাটি সম্পর্কে কৃষকের মতবাদ কী? (জ্ঞান)
[ক] যেখানে ফসল উৎপন্ন হয়
[খ] যেখানে গবাদিপশু বিচরণ করে
✅ ভূত্বকের গভীর যতটুকু লাঙলের ফলা পৌঁছে
[ঘ] যেখানে সার ও মই দিয়ে ফসল উৎপাদন করা

৮. পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস কোনটি? (জ্ঞান)
✅ মাটি
[খ] নদী
[গ] পুকুর
[ঘ] সাগর

৯. মাটির ভৌত অবস্থার উন্নতি ঘটার কোনটি? (জ্ঞান)
[ক] পানি
✅ জৈব পদার্থ
[গ] খনিজ পদার্থ
[ঘ] বায়ু

১০. মাটির গুরুত্বপূর্ণ অংশ কোনটি? (জ্ঞান)
[ক] অজৈব পদার্থ
✅ জৈব পদার্থ
[গ] পানি
[ঘ] বায়ু

১১. কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেমি গভীর স্তরকে মাটি বলে? (জ্ঞান)
[ক] ৫ - ৮ সেমি
[খ] ১০ - ১৩ সেমি
✅ ১৫- ১৮ সেমি
[ঘ] ২০- ২৩ সেমি

১২. জমি চাষের বিবেচ্য বিষয় কোনটি? (জ্ঞান) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, জাহানাবাদ, খুলনা]
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

১৩. ধান গাছ কী ধরনের মাটি পছন্দ করে? (জ্ঞান)
✅ কাদা
[খ] বেলে
[গ] কংকর
[ঘ] শক্ত

১৪. কোন প্রাকৃতিক মাটি ধান চাষের অনুপযোগী? (অনুধাবন) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, জাহানাবাদ, খুলনা ]
✅ কঙ্করযুক্ত
[খ] দোআঁশ মাটি
[গ] বেলে দোআঁশ
[ঘ] এঁটেল মাটি

১৫. ধান চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি? (অনুধাবন) [আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ বি-বাড়িয়া]
[ক] কঙ্কর যুক্ত মাটি
✅ দোআঁশ মাটি
[গ] বেলে দোঅঁশ মাটি
[ঘ] এঁটেল মাটি

১৬. দোআঁশ মাটি অঞ্চলের সেচনির্ভর ফসল কোনটি? (জ্ঞান)
[ক] টমেটো
✅ সরিষা
[গ] ভুট্টা
[ঘ] বোনা আউশ

১৭. বেলে দোআঁশ মাটিতে কোনটি ভালো জন্মে? (জ্ঞান)
✅ মুলা, গম ও পাট
[খ] তামাক, মুগ ও তরমুজ
[গ] মরিচ, তামাক ও মুলা
[ঘ] তামাক, মুলা ও গম

১৮. বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের উপযোগী কেন? (অনুধাবন)
✅ মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকায়
[খ] মাটি অধিক লবণাক্ত হওয়ায়
[গ] মাটিতে অল্প পরিমাণ জৈব পদার্থ থাকায়
[ঘ] মাটি অধিক শক্ত হওয়ায়

১৯. কোন ধরনের জমিতে বোরো ও জলি আমন চাষ করা হয়? (অনুধাবন)
[ক] উঁচু
[খ] নিচু
[গ] পাহাড়ি
[ঘ] মাঝারি উঁচু

২০. কোনটি প্রয়োগে জমিতে জৈব পদার্থের অভাব দূর করা যায়? (জ্ঞান)
[ক] বালি
✅ কম্পোস্ট সার
[গ] পানি
[ঘ] ছাই

২১. গম চাষের জন্য কেমন মাটি সহজে ঝুরঝুরা হয়? (অনুধাবন)
[ক] বেলে মাটি
[খ] এঁটেল মাটি
✅ দোআঁশ মাটি
[ঘ] পলি মাটি

২২. গম চাষের জন্য কী দেখে জমিতে লাঙল চালনা করা যায়? (জ্ঞান) [সাটিরপাড়া কে. কে ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ, নরসিংদী]
✅ মাটির ‘জো’
[খ] মাটির অনুর্বরতা
[গ] মাটির প্রকৃতি
[ঘ] মাটিস্থ কীট

২৩. বাংলাদেশের কেমন জেলায় গমের চাষ ভালো হয়? (জ্ঞান) [বিটিআরসি কলেজ, ঢাকা]
[ক] যশোর
[খ] নোয়াখালী
[গ] ফেনী
✅ দিনাজপুর

২৪. অম্লমান কত হলে গম ভালো হয়? (জ্ঞান)
[ক] ৩ - ৪
✅ ৬ - ৭
[গ] ৮ - ৯
[ঘ] ১০ - ১১

২৫. কোন ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না? (জ্ঞান)
[ক] পাট
[খ] গম
✅ ডাল
[ঘ] ধান

২৬. দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে কোনটি ভালো জন্মে? (অনুধাবন)
[ক] আলু
[খ] গম
✅ পাট
[ঘ] ধান

২৭. নদীবাহিত গভীর পলিমাটি কী চাষের জন্য বিশেষ উপযোগী? (জ্ঞান)
✅ পাট
[খ] গম
[গ] আলু
[ঘ] ধান

২৮. ডাল কোন ধরনের জমিতে ভালো হয়? (জ্ঞান)
[ক] বেলে মাটি
[খ] অম্লীয় মাটি
[গ] এঁটেল মাটি
✅ ক্ষারীয় চুনযুক্ত মাটি

২৯. বিনা চাষে কোন ফসল চাষ করা যায়? (জ্ঞান)
✅ ডাল
[খ] সরিষা
[গ] গম
[ঘ] ধান

৩০. কোন ধরনের মাটিতে আলু বড় হওয়ার সুযোগ পায়? (জ্ঞান)
[ক] শক্ত বুনটের মাটি
✅ নরম ও ঢিলেঢালা বুনটের মাটি
[গ] কাদাযুক্ত নরম মাটি
[ঘ] বালিযুক্ত শুষ্ক ঝুরঝুরা মাটি

৩১. গোল আলু চাষের জন্য মাটিতে আদর্শ অম্লমান কত থাকা উচিত? (জ্ঞান)
✅ ৬ - ৭
[খ] ১০ - ১২
[গ] ১৬ - ২০
[ঘ] ২৫ - ৩০

৩২. কোন ধরনের মাটি টমেটো চাষের অনুপযোগী? (অনুধাবন)
[ক] দোআঁশ
[খ] বেলে দোআঁশ
✅ বেলে
[ঘ] এঁটেল দোআঁশ

৩৩. কোন মাটি টমেটো চাষের উপযোগী? (অনুধাবন)
[ক] বেলে মাটি
[খ] কঙ্কর মাটি
[গ] এঁটেল মাটি
✅ বেলে দোআঁশ মাটি

৩৪. মাটির প্রকৃতি, বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের মাটিকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে? (অনুধাবন)
[ক] ৫টি
[খ] ১৫টি
✅ ৩০টি
[ঘ] ৩৫টি

৩৫. বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চলকে পরবর্তীতে কয়টি মৃত্তিকাভিত্তিক অঞ্চলে ভাগ করা হয়েছে? (জ্ঞান)
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
✅ ৫টি

৩৬. দোআঁশ মাটি অঞ্চলের অম্লাত্মক ও ক্ষারত্মক মাত্রা কত? (জ্ঞান)
[ক] ৪.৯ - ৬.১
[খ] ৫.৫ - ৬.৫
✅ ৫.২ - ৬.২
[ঘ] ৭.০ - ৮.০

৩৭. পলি দোআঁশ অঞ্চলের মাটিতে অম্লাত্মক ও ক্ষারাত্মক মাত্রা কত? (জ্ঞান)
✅ ৪.৯ - ৬.১
[খ] ৫.৫ - ৬.৫
[গ] ৫.২ - ৬.২
[ঘ] ৭.০ - ৮.০

৩৮. দোআঁশ মাটি অঞ্চলে রবি মৌসুমের সেচনির্ভর ফসল কোনটি? (জ্ঞান)
[ক] কাউন
✅ পিয়াজ
[গ] ঢেঁড়স
[ঘ] তিল

৩৯. দোআঁশ মাটি অঞ্চলে খরিপ-১ মৌসুমের বৃষ্টিনির্ভর ফসল কোনটি? (জ্ঞান)
✅ বোনা আমন
[খ] গম
[গ] মুলা
[ঘ] রোপা আমন

৪০. মাঝারি মাত্রায় জৈব পদার্থের উপস্থিতি লক্ষ করা যায় কোন মাটিতে? (অনুধাবন)
✅ পলি কাদা
[খ] দোআঁশ
[গ] পলি দোআঁশ
[ঘ] বেলে দোআঁশ

৪১. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের অম্লমান কত? (জ্ঞান) [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা]
[ক] ৫ - ৫.৭
✅ ৫.৫ - ৬.৫
[গ] ৭.০ - ৮.৫
[ঘ] ৬.০ - ৭.০

৪২. কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি? (জ্ঞান)
[ক] গম
[খ] ভুট্টা
✅ ধান
[ঘ] পাট

৪৩. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটি কী ধরনের? (জ্ঞান)
[ক] বেলে
[খ] বেলে দোআঁশ
✅ দোআঁশ
[ঘ] কর্দম

৪৪. বাংলাদেশের পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের উঁচু ভূমির পরিমাণ কত? (জ্ঞান) [সাটিরপাড়া কে কে. ইনস্টিটিউট এন্ড কলেজ, নরসিংদী]
[ক] ৭০%
[খ] ৮০%
✅ ৯০%
[ঘ] ১০০%

৪৫. কৃষি পরিবেশ অঞ্চল ২২, ২৯ ও ৩০ কোন মৃত্তিকা অঞ্চলের অন্তর্ভূক্ত? (অনুধাবন)
✅ পাহাড়ি ও পাদভূমি অঞ্চল
[খ] উপকূলীয় অঞ্চল
[গ] বরেন্দ্র ও মধুপুর অঞ্চল
[ঘ] কাদা মাটি অঞ্চল

৪৬. উপকূলীয় অঞ্চলের অম্লমান কত? (জ্ঞান)
[ক] ৩.৫ - ৪.০
[খ] ৫.০ - ৬.৫
✅ ৭.০ - ৮.৫
[ঘ] ৯.০ - ১০.৫

৪৭. কৃষি পরিবেশ অঞ্চল ১১ এর বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
[ক] নিচু ভূমি ও দোআঁশ মাটি
[খ] উঁচু ভূমি ও বেলে মাটি
[গ] নিচু ভূমি ও এঁটেল মাটি
✅ উঁচু ভূমি ও দোআঁশ মাটি

৪৮. মৃত্তিকাভিত্তিক উপকূলীয় অঞ্চলে মাটির অম্লমাত্রা কত? (জ্ঞান)
[ক] ৬.৭
✅ ৭ - ৮.৫
[গ] ৫ - ৫.৭
[ঘ] ৪ - ৪.৭

৪৯. পাট কোন মৌসুমের ফসল? (জ্ঞান)
[ক] রবি
✅ খরিপ-১
[গ] খরিপ-২
[ঘ] বোরো

৫০. পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটির অম্লমান মাত্রা কত? (জ্ঞান)
[ক] ৪ - ৫
✅ ৫ - ৫.৭
[গ] ৫ - ৬
[ঘ] ৬.৫ - ৭

৫১. পাহাড়ি ও পাদভূমি অঞ্চলের মাটির ধরন কী রকম? (জ্ঞান)
✅ দোআঁশ
[খ] বেলে
[গ] এঁটেল
[ঘ] এটেল দোআঁশ

৫২. বাংলাদেশের কোথায় গমের আবাদ করা হয় না? (অনুধাবন)
✅ হাওর অঞ্চলে
[খ] বরেন্দ্র অঞ্চলে
[গ] মধুপুর অঞ্চলে
[ঘ] উপকূলীয় অঞ্চলে

৫৩. কোনো একটি কৃষি পরিবেশ অঞ্চল প্রকৃতপক্ষে সে অঞ্চলের কিসের প্রতিনিধিত্ব করে? (অনুধাবন)
[ক] ফসলের
✅ মাটির
[গ] পানির
[ঘ] বাতাসের

৫৪. ফসল উৎপাদনের আদর্শ মাটি কোনটি? (অনুধাবন)
[ক] বেলে মাটি
[খ] এঁটেল মাটি
✅ দোআঁশ মাটি
[ঘ] কাদা মাটি

৫৫. ফসল উৎপাদনের মৌসুম কতটি? (জ্ঞান)
[ক] পাঁচটি
✅ দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৫৬. খরিপ মৌসুমকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৫৭. উপকূলীয় অঞ্চলে রবি মৌসুমের সেচনির্ভর ফসল কোনটি? (জ্ঞান)
✅ টমেটো
[খ] রোপা আমন
[গ] রোপা আউশ
[ঘ] পাট

৫৮. নিচের কোনটি বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য? (অনুধাবন)
✅ নিম্ন মাত্রার জৈব পদার্থ
[খ] উচ্চ মাত্রার জৈব পদার্থ
[গ] মাঝারি মাত্রার জৈব পদার্থ
[ঘ] অল্প মাত্রায় জৈব পদার্থ

৫৯. কোন ধরনের আবহাওয়া ডাল চাষের জন্য উপযোগী? (অনুধাবন)
✅ শুষ্ক ও ঠাণ্ডা
[খ] শুষ্ক ও গরম
[গ] শীতল আবহাওয়া
[ঘ] খরা আবহাওয়া

৬০. বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য কেমন জমি নির্বাচন করতে হবে? (অনুধাবন)
✅ নিচু ও মাঝারি
[খ] নিচু ও উঁচু
[গ] উঁচু ও মাঝারি
[ঘ] শুষ্ক ও উঁচু

৬১. কোনটি রবি মৌসুমের ফসল? (জ্ঞান)
✅ চিনাবাদাম
[খ] ভুট্টা
[গ] পাট
[ঘ] রোপা আমন

৬২. বৃষ্টিনির্ভর ফসল কোনটি? (জ্ঞান)
✅ ফুলকপি
[খ] পিয়াজ
[গ] পাট
[ঘ] সরিষা

৬৩. নিচের কোনটি গোল আলু চাষ মটির অম্লমাত্রা? (জ্ঞান)
[ক] ৪ - ৫
[খ] ৫ - ৬
✅ ৬ - ৭
[ঘ] ৭ - ৮

৬৪. টমেটো চাষের মাটির বৈশিষ্ট্য কেমন হতে হবে? (অনুধাবন)
[ক] বেলে মাটি
[খ] ককরময় মাটি
[গ] মাটি লবণাক্ত
✅ মাটি বেলে দোআঁশ

৬৫. কোন অঞ্চলটি উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
✅ সেন্টমার্টিন দ্বীপ
[খ] মধুপুর
[গ] বান্দরবান
[ঘ] খাগড়াছড়ি

৬৬. সাবিনার বাড়ি রংপুর জেলায়। তার এলাকায় কোন ফসল ভালো হয়? (প্রয়োগ)
✅ গম
[খ] কাঁকরোল
[গ] আলু
[ঘ] চীনাবাদাম

৬৭. পলাশের মামার বাড়ি বান্দরবান। সেখানকার মাটির অম্লমান মাত্রা কত? (প্রয়োগ)
[ক] ৫.৫ - ৬.৫
✅ ৫ - ৫.৭
[গ] ৭.০ - ৮.৫
[ঘ] ৫.৫ - ৬.২

৬৮. সেলিমের এলাকার মাটিতে নিম্নমাত্রার জৈব পদার্থ ও পটাশজাত খনিজ পদার্থ রয়েছে। সেখানকার অম্লমান মাত্রা ৫.৫ - ৬.৫। তার বাড়ি কোন অঞ্চলে? (প্রয়োগ)
[ক] পাহাড়ি অঞ্চলে
[খ] উপকূলীয় অঞ্চলে
✅ মধুপুর অঞ্চলে
[ঘ] সমতল অঞ্চলে

৬৯. রহমান সাহেব টমেটো চাষ করতে চান। তিনি কী ধরনের মাটির জমি নির্বাচন করবেন? (প্রয়োগ)
[ক] বেলে মাটি
[খ] কংকরময় মাটি
✅ বেলে-দোআঁশ মাটি
[ঘ] কাদা মাটি

৭০. পলি দোআঁশ অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কোনটি? (অনুধাবন)
✅ জৈব পদার্থের মাত্রা খুবই সামান্য
[খ] জৈব পদার্থের মাত্রা অল্প থেকে সামান্য
[গ] জৈব পদার্থের মাত্রা অল্প থেকে মাঝারি
[ঘ] জৈব পদার্থের মাত্রা বেশি

৭১. বেলে দোআাঁশ মাটি আলু উৎপাদনে উপযোগী কেন? (অনুধাবন)
✅ মাটিতে প্রচুর জৈব পদার্থ থাকায়
[খ] মাটি অধিক লবণাক্ত হওয়ায়
[গ] অল্প পরিমাণ জৈব পদার্থ থাকায়
[ঘ] মাটি অধিক শক্ত হওয়ায়

৭২. ডালকে গরিবের মাংস বলা হয় কেন? (অনুধাবন)
[ক] ডালে প্রচুর চর্বি থাকায়
✅ ডালে প্রচুর আমিষ থাকায়
[গ] ডালের দাম কম হওয়ায়
[ঘ] উৎপাদন অনেক বেশি হওয়ায়

৭৩. অনুর্বর মাটিতে খেসারি চাষ করলে কী হয়? (জ্ঞান)
[ক] উৎপাদনে বেশি হয়
[খ] উৎপাদন কম হয়
✅ মাটির উর্বরতা বাড়ে
[ঘ] ক্ষারের পরিমাণ কমে যায়

৭৪. গোলআলু চাষের মাটিতে কোনটি থাকা বাঞ্ছনীয়? (জ্ঞান)
✅ জৈব পদার্থ
[খ] অধিক ক্ষার
[গ] অধিক অম্ল
[ঘ] এঁটেল মাটি

৭৫. গোল আলুর মাটিতে প্রচুর পরিমাণে নিচের কোনটি থাকা দরকার? (অনুধাবন)
[ক] খনিজ পদার্থ
[খ] পানি
[গ] বাতাস
✅ জৈব পদার্থ

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৬. উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত এলাকা- (অনুধাবন)
i. ফেনী
ii. নোয়াখালী
iii. বরিশাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. ধান চাষের জন্য খুব ভালো মাটি হলো- (অনুধাবন)
i. এঁটেল
ii. বেলে দোআঁশ
iii. এঁটেল দোআঁশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. গম চাষের জন্য ভালো- (অনুধাবন)
i. দোআঁশ মাটি
ii. বেলে দোআঁশ মাটি
iii. এঁটেল মাটি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. গম চাষ করা হয়- (অনুধাবন)
i. টাঙ্গাইলে
ii. কুষ্টিয়ায়
iii. ফরিদপুরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. গম চাষ হয় না- (অনুধাবন)
i. হাওর অঞ্চলে
ii. বাঁওড় অঞ্চলে
iii. বিল অঞ্চলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. গমের আবাদ হয়- (অনুধাবন)
i. ফরিদপরে
ii. ঢাকা
iii. খুলনা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. পাট চাষের উপযোগী মাটি হলো- (উচ্চতর দক্ষতা)
i. গভীর পলি মাটি
ii. বেলে দোআঁশ মাটি
iii. এঁটেল মাটি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. আলু উৎপাদনের উপযোগী মাটি হলো- (উচ্চতর দক্ষতা)
i. বেলে দোআঁশ মাটি
ii. কংকরযুক্ত মাটি
iii. দোআঁশ মাটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো জšে§- (অনুধাবন)
i. টমেটো
ii. গোলআলু
iii. কয়লা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. পাহাড়ি অঞ্চলে সেচনির্ভর রবি মৌসুমের ফসল হলো- (অনুধাবন)
i. আখ
ii. বোরো
iii. রোপা আমন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. পাট ভালো জšে§- (অনুধাবন)
i. নদীর তীরবর্তী অঞ্চলে
ii. বর্ষায় পানি ওঠে না এমন অঞ্চলে
iii. উর্বর সমতলভূমি অঞ্চলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. পাট চাষের জন্য বিশেষ উপযোগী- (অনুধাবন)
i. নদীবাহিত গভীর পলিমাটি
ii. দোআঁশ মাটি
iii. বেলে দোআঁশ মাটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. ডাল ভালো হয়- (অনুধাবন)
i. নিরপেক্ষ মাটিতে
ii. অম্লীয় মাটিতে
iii. ক্ষারীয় মাটিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. ডাল ফসল চাষের জন্য উপযোগী- (অনুধাবন)
i. শুষ্ক আবহাওয়া
ii. ঠাণ্ডা আবহাওয়া
iii. অল্প বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯০. দোআঁশ মাটি অঞ্চলের বৃষ্টিনির্ভর ফসল- (অনুধাবন)
i. চিনাবাদাম
ii. আখ
iii. রোপা আউস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. কাদামাটি অঞ্চলসমূহ- (অনুধাবন)
i. মাঝারি উঁচু
ii. মাঝারি নিচু
iii. নিচু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলে বেশির ভাগ জমিই হলো- (অনুধাবন)
i. উঁচু
ii. বেশি উঁচু
iii. মাঝারি উঁচু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. বরেন্দ্র ও মধুরপুর অঞ্চলের সেচনির্ভর ফসল- (অনুধাবন)
i. বোরো ধান
ii. গম
iii. ঢেঁড়শ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. পাহাড়ি ও পাদভূমি অঞ্চলে সেচ ও বৃষ্টিনির্ভর ফসল হচ্ছে- (অনুধাবন)
i. ছোলা
ii. গম
iii. সরিষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. উপকূলীয় অঞ্চলের বৃষ্টিনির্ভর রবি ফসল হচ্ছে- (অনুধাবন)
i. মুলা
ii. চিনাবাদাম
iii. রোপা আমন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. উপকূলীয় অঞ্চলের বৃষ্টিনির্ভর খরিপ-১এর ফসল হচ্ছে- (অনুধাবন)
i. রোপা আউশ
ii. বোনা আউশ
iii. পাট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. দোআঁশ মাটির বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. জৈব পদার্থ বেশি থাকে
ii. বায়ু চলাচল কম হয়
iii. পানি ধারণক্ষমতা বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. মাটিস্থ খনিজ পদার্থের ফাঁকে ফাঁকে আছে- (অনুধাবন)
i. বায়ু
ii. পানি
iii. জৈব পদার্থ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. উপকূলীয় অঞ্চলের সেচনির্ভর ফসল হচ্ছে- (অনুধাবন)
i. তরমুজ
ii. রোপা আউশ
iii. আলু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য করণীয়- (অনুধাবন)
i. সুষম মাত্রায় সার প্রয়োগ
ii. প্রয়োজনমতো সেচ দেওয়া
iii. রোগ ও পোকা দমন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০১ ও ১০২ নং প্রশ্নের উত্তর দাও :
মফিজ সরকারের বাড়ি বরিশাল জেলা। যেহেতু সেখানকার মাটি দোআঁশ, বেলে ও পালি দোআঁশ তাই তিনি সারা বছর বিভিন্ন প্রকার কৃষিপণ্য উৎপাদন করে লাভবান হন।

১০১. মফিজ সরকার কোন মৃত্তিকাভিত্তিক অঞ্চলের অধিবাসী? (প্রয়োগ)
✅ উপকূলীয় অঞ্চল
[খ] বরেন্দ্র অঞ্চল
[গ] মধুপুর অঞ্চল
[ঘ] পাদভূমি অঞ্চল

১০২. ঐ এলাকার রবি মৌসুমের বৃষ্টিনির্ভর ফসল হলো- (উচ্চতর দক্ষতা)
i. গম ও সরিষা
ii. মুলা ও বেগুন
iii. পাট ও কাঁকরোল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও :
আফাস ভূঁইয়া তার বাড়ির পাশের জমিতে গোল আলু ও টমেটো চাষের জন্য স্থানীয় কৃষি কর্মকর্তাকে তার জমি দেখালেন। কৃষি কর্মকর্তা উক্ত ফসলের চাষোপযোগী মাটির জন্য অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করতে বললেন।

১০৩. কৃষি কর্মকর্তা কোন ধরনের মাটিতে অধিক জৈব সার প্রয়োগ করতে বললেন? (প্রয়োগ)
✅ বেলে মাটি
[খ] দোআঁশ মাটি
[গ] পলি মাটি
[ঘ] এঁটেল মাটি

১০৪. উল্লিখিত সবজিদ্বয় উৎপাদনের জন্য বেশ উপযোগী মাটি হলো- (উচ্চতর দক্ষতা)
i. দোআঁশ
ii. বেলে
iii. বেলে দোআঁশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও :
আসিফের বন্ধু নাসিফের বাড়ি ফেনী জেলায়। গ্রীষ্মের ছুটিতে আসিফ নাসিফের এলাকায় বেড়াতে গেল। আসিফ দেখল সেখানকার মাটি বেলে, দোআঁশ ও পলি দোআঁশ হওয়ায় বিভিন্ন প্রকার কৃষিপণ্য এই অঞ্চলে উৎপাদন হয়।

১০৫. নাসিফ কোন মৃত্তিকাভিত্তিক এলাকার অধিবাসী? (প্রয়োগ)
[ক] বরেন্দ্র অঞ্চল
[খ] মধুপুর অঞ্চল
[গ] পাহাড়ি অঞ্চল
✅ উপকূলীয় অঞ্চ

১০৬. উক্ত এলাকার রবি মৌসুমের সেচ নির্ভর ফসল- (উচ্চতর দক্ষতা)
i. আলু
ii. মরিচ
iii. চিনাবাদাম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

দ্বিতীয় পরিচ্ছেদ : ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি [পৃষ্ঠা : ০৭]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৭. চারা উৎপাদন না করে সরাসরি মূল জমিতে বীজ ছিটিয়ে দিতে হয় কোনটির? (জ্ঞান)
✅ বোনা আমন
[খ] রোপা আমন
[গ] বোরো
[ঘ] লাউ

১০৮. কোন ফসলের মাটিতে বীজ ছিটিয়ে বুনতে হয়? (জ্ঞান)
✅ গম
[খ] বেগুন
[গ] বোরো ধান
[ঘ] আলু

১০৯. বোরো ধানের ক্ষেত্রে আগে কী করতে হয়? (জ্ঞান)
✅ চারা উৎপাদন
[খ] মূল জমি প্রস্তুত
[গ] বীজ সংগ্রহ
[ঘ] জমিতে সার প্রয়োগ

১১০. কোন ফসল মূল জমি প্রস্তুত করে রোপন করতে হবে? (অনুধাবন)
✅ রোপা আমন
[খ] বোনা আউশ
[গ] গম
[ঘ] বোনা আমন

১১১. কখন গম চাষের উপযুক্ত সময়? (অনুধাবন
✅ মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ
[খ] আশ্বিন থেকে কার্তিক
[গ] মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক
[ঘ] ভাদ্র থেকে আশ্বিন

১১২. কোন মাটিতে আলুর চাষ করা হয়? (অনুধাবন)
[ক] এঁটেল মাটিতে
[খ] কংকরময় মাটিতে
[গ] বেলে মাটিতে
✅ দোআঁশ মাটিতে

১১৩. গম কোন ঋতুর ফসল? (জ্ঞান)
[ক] গ্রীষ্ম
[খ] বর্ষা
[গ] হেমন্ত
✅ শীত

১১৪. দোআঁশ মাটি কতবার চাষ ও মই দিলে গম চাষের উপযোগী হয়? (জ্ঞান)
[ক] ২ - ৩
✅ ৩ - ৪
[গ] ৪ - ৫
[ঘ] ৫ - ৬

১১৫. কোন মাসে বিনা চাষে ডালের বীজ জমিতে বপন করা হয়? (জ্ঞান)
[ক] পৌষ
[খ] মাঘ
[গ] বৈশাখ
✅ আশ্বিন

১১৬. কোন মাটিতে বিনা চাষে ডাল আবাদ করা হয়? (অনুধাবন) [বরিশাল জিলা স্কুল]
[ক] বেলে
[খ] বেলে দোআঁশ
✅ নরম পলিমাটি
[ঘ] দোআঁশ

১১৭. কোন সময়ে নদীর চর হতে পানি সরে যায়? (জ্ঞান)
[ক] পৌষ-মাঘ মাসে
✅ আশ্বিন-কার্তিক মাসে
[গ] বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে
[ঘ] ভাদ্র-আশ্বিন মাসে

১১৮. নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে আশ্বিন মাস হতে কোন ফসলের চাষ করা হয়? (জ্ঞান)
[ক] আখ
[খ] বাদাম
[গ] ডাল
✅ আলু

১১৯. পাওয়ার টিলার দিয়ে চাষ দিলে আলুতে কতটি চাষ প্রয়োজন? (জ্ঞান)
[ক] ২ - ৩
✅ ৩ - ৪
[গ] ৪ - ৪
[ঘ] ৫ - ৬

১২০. উঁচু এলাকায় কোন মাস আলু চাষের জন্য জমি প্রস্তুত কাজ শুরু হয়? (জ্ঞান)
[ক] পৌষ মাস
[খ] ফাল্গুন মাস
✅ আশ্বিন মাস
[ঘ] কার্তিক মাস

১২১. আলু ক্ষেতের প্রত্যেকটি নালা কত সে. মি. গভীর হয়? (জ্ঞান) [আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
[ক] ৫ - ৬
[খ] ৭ - ৮
[গ] ৮ - ১০
✅ ১০ - ১২

১২২. আলুর জমিতে এক নালা থেকে আর একটি নালার দূরত্ব কত সেমি? হয়? (জ্ঞান)
[ক] ৩০
[খ] ৩৫
[গ] ৫০
✅ ৬০

১২৩. কী ধরনের মাটিতে আলু ভালো জন্মায়? (জ্ঞান) [রাজউক উত্তর মডেল কলেজ, ঢাকা]
[ক] দোআঁশ
[খ] বেলে দোআঁশ
[গ] পলি
✅ দোআঁশ ও বেলে দোআঁশ

১২৪. আলু চাষে কত সেমি দূরে দূরে বীজ বুনতে হয়? (জ্ঞান)
[ক] ১০ সেমি
✅ ১৫ সেমি
[গ] ২০ সেমি
[ঘ] ২৫ সেমি

১২৫. ইমরান সাহেব গম চাষ করতে চান। তিনি কয়বার আড়াআড়ি জমি চাষ দেবেন? (প্রয়োগ)
[ক] ১ - ২ বার
[খ] ২ - ৩ বার
✅ ৩ - ৪ বার
[ঘ] ৪ - ৫ বার

১২৬. হোসেন আলীর নদীর চর ও নিচু এলাকায় কিছু জমি আছে। তিনি কখন ঐ জমিতে বিনা চাষে ডাল বীজ বপন করবেন? (প্রয়োগ)
[ক] বৈশাখ-জ্যৈষ্ঠ
✅ আশ্বিন-কার্তিক
[গ] কার্তিক-অগ্রহায়ণ
[ঘ] আষাঢ়ে-শ্রাবণে

১২৭. জামাল হোসেন তার বেলে দোআঁশ মাটির জমিটি ভালোভাবে চাষ ও মই দিয়ে ১০-১২ সে মি গভীর নালা তৈরি করলেন। অতঃপর নালার মধ্যে তিনি কী বীজ বপন করবেন? (প্রয়োগ)
✅ আলু বীজ
[খ] গম বীজ
[গ] ধান বীজ
[ঘ] পেঁয়াজ বীজ

১২৮. বাংলাদেশে কোন জাতীয় শস্যের জমি চাষ করা হয় না? (উচ্চতর দক্ষতা)
[ক] দানা জাতীয়
✅ ডাল জাতীয়
[গ] সবজি জাতীয়
[ঘ] ফল জাতীয়

১২৯. জমি প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে- (জ্ঞান)
✅ ভূমি কর্ষণ
[খ] সেচ
[গ] সার প্রয়োগ
[ঘ] আগাছা দমন

১৩০. ভূমি কর্ষণের উদ্দেশ্য কয়টি? (জ্ঞান) [রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ২
[খ] ৩
✅ ৬
[ঘ] ৮

১৩১. ভূমিকর্ষণের সাথে জড়িত প্রযুক্তি কোনটি? (অনুধাবন)
✅ মাটিতে বায়ু চলাচলের সুবিধা সৃষ্টি করা
[খ] মাটির ক্ষয়রোধ করা
[গ] মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা
[ঘ] ফসল বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা

১৩২. ভূমিকর্ষণের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী? (জ্ঞান)
✅ উঁচু-নিচু জমিকে সমতল করা
[খ] আগাছা দমন করা
[গ] পোকামাকড় দমন করা
[ঘ] ফলন বৃদ্ধি করা

১৩৩. খনার বচন অনুযায়ী মুলা উৎপাদনে কতটি চাষ দিতে হয়? (জ্ঞান)
[ক] ৮
[খ] ১১
✅ ১৬
[ঘ] ২০

১৩৪. খনার বচনে তুলা চাষে জমিতে কয়টি চাষের কথা উল্লেখ আছে? (জ্ঞান) [ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ৪
✅ ৮
[গ] ১২
[ঘ] ১৬

১৩৫. খনার বচন অনুযায়ী ধান বোনার জন্য কতটি চাষ দিতে হয়? (জ্ঞান)
[ক] ২
✅ ৪
[গ] ৮
[ঘ] ১৫

১৩৬. খনার বচন অনুযায়ী পান চাষের জন্য কতটি চাষ দিতে হয়? (জ্ঞান)
[ক] ১৬
[খ] ৮
[গ] ৪
✅ বিনা চাষে পান

১৩৭. যে প্রক্রিয়ায় মাটিকে ঝুরঝুরা করে বীজের অঙ্কুরোদগমের অবস্থায় আনা ও ফসল জন্মানোর উপযোগী করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
✅ কর্ষণ
[খ] সেচ
[গ] নিকাশ
[ঘ] বীজ বপন

১৩৮. জমি প্রস্তুতির জন্য কাদামাটির জমি কত বার চাষের প্রয়োজন হয়? (জ্ঞান)
[ক] ২ - ৩ বার
[খ] ৩ - ৪ বার
✅ ৫ - ৬ বার
[ঘ] ৬ - ৭ বার

১৩৯. বীজের অঙ্কুরোদগমের জন্য কাদামাটির মতো ভারী মাটিতে কতবার চাষের প্রয়োজন পড়ে? (জ্ঞান)
[ক] ২/৩
[খ] ৩/৪
✅ ৫/৬
[ঘ] ১/২

১৪০. মাটির কণা দানাদার ও সংযুক্ত হয় কীভাবে? (অনুধাবন)
[ক] মাটিতে কম্পোস্ট সার বেশি থাকলে
[খ] মাটিতে কম্পোস্ট সার কম থাকলে
✅ মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে
[ঘ] মাটিতে ইউরিয়া সারের পরিমাণ বেশি থাকলে

১৪১. জমিতে সবুজ সার হিসেবে কোন ফসলের চাষ করা হয়? (অনুধাবন)
[ক] পাট
[খ] সবুজ শাক
✅ ধইঞ্চা
[ঘ] নেপিয়ার ঘাস

১৪২. মাটির পানি ধারণক্ষমতা বাড়ে কীভাবে? (অনুধাবন)
✅ ভূমিকর্ষণের মাধ্যমে
[খ] জমিতে অধিক সেচ দিলে
[গ] পাওয়ার টিলার দ্বারা জমি চাষ করলে
[ঘ] জমিতে সবুজ সার প্রয়োগ করলে

১৪৩. জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

১৪৪. সার বেশি দিলে কী হয়? (অনুধাবন)
[ক] ফলন বেশি হয়
[খ] মাটি উর্বর হয়
✅ গাছ রোগাক্রান্ত হয়ে পড়ে
[ঘ] মাটিস্থ কীটপতঙ্গ মারা যায়

১৪৫. বিনা চাষে নিচের কোনটি চাষ করা যায়? (অনুধাবন)
[ক] মুলা
[খ] তুলা
[গ] ধান
✅ পান

১৪৬. ভূমি কর্ষণের ফলে নিচের কোন পোকা দমন করা যায়? (অনুধাবন)
✅ উরচুঙ্গা
[খ] পামরি পোকা
[গ] গান্ধি পোকা
[ঘ] ফড়িং

১৪৭. মাটিতে আর্দ্রতা অভাব ঘটে কেন? (অনুধাবন)
[ক] বৃষ্টিবাদল বেশি হলে
[খ] বৃষ্টিবাদল কম হলে
✅ হালকা চাষ দিলে
[ঘ] কম সার প্রয়োগ করলে

১৪৮. কোন ফসল উৎপাদনের জন্য মাটি ঝুরঝুরা করে চাষ করতে হয়? (জ্ঞান)
[ক] সরগম
[খ] মিলেট
✅ মুলা
[ঘ] পান

১৪৯. বৃষ্টিপাত কম হলে মাটিতে গভীর চাষ দেয়া অনুচিত কেন? (জ্ঞান)
✅ আর্দ্রতা কমে যায়
[খ] উর্বরতা হ্রাস পায়
[গ] শুষ্কতা হ্রাস পায়
[ঘ] জমি কর্দমাক্ত হয়ে যায়

১৫০. কোন ফসল চাষের জন্য জমি গভীরভাবে চাষ করতে হয়? (জ্ঞান)
[ক] মুলা
[খ] মরিচ
[গ] গম
✅ আলু

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫১. গমের জন্য উপযুক্ত- (অনুধাবন)
i. দোআঁশ মাটি
ii. বেলে দোআঁশ মাটি
iii. ঝুরঝুরা মাটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫২. আলু চাষের জন্য জমি প্রস্তুত করা হয়- (অনুধাবন)
i. নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে
ii. উঁচু এলাকায় আশ্বিন মাসে
iii. মাটি ঝুরঝুরা করে জমি পাইট করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫৩. জমি প্রস্তুতকরণ নির্ভর করে- (অনুধাবন)
i. মাটির প্রকারভেদের ওপর
ii. মাটির জৈব পদার্থ ও রসের ওপর
iii. ফসলের প্রকারের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৪. ভূমি কর্ষণের ফলে- (অনুধাবন)
i. মাটিতে সহজেই বায়ু চলাচল করতে পারে
ii. উপরের মাটি নিচে আসে
iii. মাটিতে অণুজীবের কর্মক্ষমতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC কৃষি শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০১

১৫৫. আদিকালের মানুষের ভূমি কর্ষণে ব্যবহৃত যন্ত্রগুলো হলো-
 (অনুধাবন)
i. কাঠের তৈরি সুচালো যন্ত্র
ii. পাথরের তৈরি সুচালো যন্ত্র
iii. লোহার ফলা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৬. বিনা চাষে উৎপাদন করা যায়- (অনুধাবন)
i. পান
ii. ভুট্টা
iii. ডাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৫৭. ভূমি কর্ষণের উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. মাটি ক্ষয়রোধ করা
ii. আগাছা দমন করা
iii. মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৮. মাটির নিচের পোকা হলো- (অনুধাবন)
i. উইপোকা
ii. উরচুঙ্গা পোকা
iii. ফড়িং

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫৯. মাটি মিহি ঝুরঝুরা করে চাষ করতে হয়- (অনুধাবন)
i. মিলেটের
ii. মুলার
iii. মরিচের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬০. নিবিড় শস্য চাষের সুবিধা হলো- (অনুধাবন)
i. জমি গভীর চাষের প্রয়োজন নেই
ii. একটি ফসল তুলেই আরেকটি ফসল লাগানো যায়
iii. কম পরিশ্রমে অধিক লাভয় হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬১. মাটিতে আর্দ্রতার অভাব ঘটে- (অনুধাবন)
i. বৃষ্টিপাত কম হলে
ii. মাটিতে গভীর চাষ দিলে
iii. বৃষ্টিপাত বেশি হলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬২. হালকা মাটি হচ্ছে- (প্রয়োগ)
i. দোআঁশ মাটি
ii. এঁটেল মাটি
iii. পলি দোআঁশ মাটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৩. চাষের জন্য ভালো মাটি হলো- (প্রয়োগ)
i. বেলে দোআঁশ মাটি
ii. পলি দোআঁশ মাটি
iii. এঁটেল মাটি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৪. গভীরভাবে জমি চাষ করতে হয়- (প্রয়োগ)
i. মরিচ চাষে
ii. আখ চাষে
iii. আলু চাষে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
ম্অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের চিত্রটি লক্ষ করে ১৬৫ ও ১৬৬ নং প্রশ্নের উত্তর দাও :

১৬৫. বাংলাদেশে উক্ত ফসলটি চাষ করার উপযুক্ত সময় কোনটি? (প্রয়োগ)
[ক] সেপ্টেম্বর মাস
[খ] অক্টোবর মাস
✅ নভেম্বর মাস
[ঘ] ডিসেম্বর মাস

১৬৬. উক্ত ফসলের জন্য উপযুক্ত হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. দোআঁশ মাটি
ii. বেলে দোআঁশ মাটি
iii. ঝুরঝুরা মাটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৭ ও ১৬৮ নং প্রশ্নের উত্তর দাও :
গম রবিশস্য। গমের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি উপযুক্ত। এই মাটি সহজে ঝুরঝুরা হয়। গম সেচ দিয়ে বা বিনা সেচে চাষ করা যায়।

১৬৭. অনুচ্ছেদের ফসল চাষের জন্য কী দেখে জমিতে লাঙল চালনা করা হয়? (প্রয়োগ)
✅ মাটির ‘জো’
[খ] মাটির উর্বরতা
[গ] মাটির প্রকৃতি
[ঘ] মাটিস্থ কীটপতঙ্গ

১৬৮. অনুচ্ছেদের ফসলটি বীজ রোপনের জন্য- (উচ্চতর দক্ষতা)
i. ৩ - ৪টি চাষ প্রয়োজন
ii. নভেম্বর মাস উপযুক্ত সময়
iii. বারবার মাটির প্রয়োগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

তৃতীয় পরিচ্ছেদ : ভূমিক্ষয় ও ক্ষয়রোধ [পৃষ্ঠা-১১ ]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৯. বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে কী বলে? (জ্ঞান)
✅ ভূমিক্ষয়
[খ] জমিক্ষয়
[গ] ক্ষয়
[ঘ] ক্ষতি

১৭০. কী কারণে বাংলাদেশে ব্যাপক ভূমিক্ষয় হয়? (জ্ঞান)
✅ বৃষ্টিপাতের কারণে
[খ] খরার কারণে
[গ] গাছপালার বৃদ্ধি পাওয়ার কারণে
[ঘ] গাছপালা কমে যাওয়ার কারণে

১৭১. ভূমিক্ষয় কিসের উপস্থিতির ওপর নির্ভর করে? (অনুধাবন)
[ক] বন্যা
[খ] খরা
✅ মাটির কাঠামো
[ঘ] জীবজন্তু

১৭২. ভূমি ক্ষয়কে প্রধানত কয় শ্রেণিতে ভাগ করা হয়? (জ্ঞান) [কুষ্টিয়া জিলা স্কুল]
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৭৩. ভূমিক্ষয়ের প্রকৃত কারণ কী? (জ্ঞান)
✅ বৃষ্টিপাত
[খ] মানুষ
[গ] নদীভাঙন
[ঘ] ঘূর্ণিঝড়

১৭৪. মানুষ কর্তৃক ভূমিক্ষয়ের কারণ কোনটি? (অনুধাবন)
[ক] বৃষ্টিপাত
[খ] সমুদ্রস্রোত
✅ পানি নিষ্কাশন
[ঘ] বায়ুপ্রবাহ

১৭৫. বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কয় শ্রেণিতে বিভক্ত? (জ্ঞান) [হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ১
[খ] ২
[গ] ৩
✅ ৪

১৭৬. আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ কী? (জ্ঞান)
[ক] বায়ুপ্রবাহ
✅ বৃষ্টিপাত
[গ] হালচাষ
[ঘ] বসতবাড়ি বানানো

১৭৭. আস্তরণ ভূমিক্ষয় কোথায় বেশি হয়? (অনুধাবন)
[ক] সমতল ভূমিতে
✅ ঢালু ভূমিতে
[গ] সমুদ্র উপকূলে
[ঘ] চর এলাকায়

১৭৮. আস্তরণ ভূমিক্ষয়ের পরবর্তী পর্যায়কে কী বলে? (জ্ঞান)
✅ রিল ভূমিক্ষয়
[খ] নালা ভূমিক্ষয়
[গ] নদী কূলের ভূমিক্ষয়
[ঘ] বায়ু

১৭৯. রিল ভূমিক্ষয় কীভাবে হয়? (অনুধাবন)
[ক] পানি উঁচু স্থান থেকে নিচে পড়ে
✅ জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়ে
[গ] নর্দমা বা ছোট নদীর মতো
[ঘ] গতিশীল বায়ু এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে

১৮০. রিল ভূমিক্ষয় ভূমিক্ষয়ের কততম ধাপ? (জ্ঞান)
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

১৮১. কোন ধরনের ভূমিক্ষয়ে লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] গালি ভূমিক্ষয়
[খ] আস্তরণ ভূমিক্ষয়
[গ] নালা ভূমিক্ষয়
[ঘ] রিল ভূমিক্ষয়

১৮২. বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় হয়? (জ্ঞান)
✅ গালি
[খ] রিল
[গ] আস্তরণ
[ঘ] বাত্যাজনিত

১৮৩. জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধার সৃষ্টি করে কোন ধরনের ভূমিক্ষয়? (জ্ঞান)
[ক] আস্তরণ
✅ রিল
[গ] নালা
[ঘ] পানি

১৮৪. গালি ভূমিক্ষয় ভূমিক্ষয়ের কততম ধাপ? (জ্ঞান)
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ

১৮৫. গালি ভূমিক্ষয়ের পরিমাণ নিম্নের কোনটির ওপর নির্ভর করে? (জ্ঞান)
[ক] বায়ুপ্রবাহ
[খ] শিলাবৃষ্টি
✅ বৃষ্টিপাত
[ঘ] অনাবৃষ্টি

১৮৬. কোন মাসে বাত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়? (অনুধাবন)
[ক] আষাঢ়-শ্রাবণ
[খ] বৈশাখ-জ্যৈষ্ঠ
✅ চৈত্র-বৈশাখ
[ঘ] আশ্বিন-কার্তিক

১৮৭. বাত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায় কোথায়? (জ্ঞান)
[ক] যশোর
[খ] খুলনায়
✅ দিনাজপুর
[ঘ] সিলেট

১৮৮. বায়ুপ্রবাহ দ্বারা ভূমিক্ষয় হয় কোথায়? (জ্ঞান)
[ক] খুলনায়
[খ] বরিশালে
✅ রাজশাহী
[ঘ] বগুড়ায়

১৮৯. বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় হয়? (জ্ঞান)
✅ গালি ভূমিক্ষয়
[খ] রিল ভূমিক্ষয়
[গ] আস্তর ভূমিক্ষয়
[ঘ] বায়ু ভূমিক্ষয়

১৯০. গতিশীল বায়ুপ্রবাহ কর্তৃক এক স্থানের মাটি অন্যত্র বয়ে নেওয়ার প্রক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
✅ বাত্যাজনিত ভূমিক্ষয়
[খ] আস্তরণ ভূমিক্ষয়
[গ] রিল ভূমিক্ষয়
[ঘ] নালা ভূমিক্ষয়

১৯১. বাংলাদেশের কোন অঞ্চলে বায়ুজনিত ভূমিক্ষয় দেখা যায়? (জ্ঞান)
✅ দিনাজপুর-রাজশাহী অঞ্চলে
[খ] খুলনা-বরগুনা অঞ্চলে
[গ] জামালপুর-নেত্রকোনা অঞ্চলে
[ঘ] পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে

১৯২. কোন ফসল চাষে ভূমিক্ষয়ের আশঙ্খা বেশি থাকে? (অনুধাবন) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, জাহানাবাদ, খুলনা
[ক] চিনাবাদম
✅ আখ
[গ] মাসকলাই
[ঘ] খেসারি

১৯৩. রাজশাহী অঞ্চলে কোন সময়ে বায়ুজনিত ভূমিক্ষয়ের প্রকোপ সামান্য দেখা যায়? (জ্ঞান) [আল-আমিন একাডেম স্কুল এন্ড কলেজ, চাঁদপুর]
[ক] বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে
[খ] আষাঢ়-শ্রাবণ মাসে
[গ] ভাদ্র-আশ্বিন মাসে
✅ চৈত্র-বৈশাখ মাসে

১৯৪. কোন ভূমিক্ষয়ের ফলে মরুভূমির উর্বর অঞ্চল অনুর্বর হয়ে যায়? (জ্ঞান) [আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, বি-বাড়িয়া]
[ক] গালি ভূমিক্ষয়
[খ] আস্তরণ ভূমিক্ষয়
[গ] রিল ভূমিক্ষয়
✅ বায়ু ভূমিক্ষয়

১৯৫. কিসের দ্বারা বাত্যজনিত ভূমিক্ষয় হয়? (জ্ঞান)
[ক] পানি
[খ] বৃষ্টি
✅ বায়ু
[ঘ] ছোট নালা

১৯৬. যে অঞ্চলে গাছপালা কম সে অঞ্চলে কোন কারণে ভূমিক্ষয় হয়? (জ্ঞান)
✅ বায়ুপ্রবাহের
[খ] বৃষ্টিপাতের
[গ] ভূমি কর্ষণের
[ঘ] পানি নিষ্কাশনের

১৯৭. কোন ধরনের মাটিতে ভূমিক্ষয় কম হয়? (জ্ঞান)
[ক] দোআঁশ
[খ] বেলে দোআঁশ
[গ] এঁটেল
[ঘ] এঁটেল দোআঁশ

১৯৮. বাংলাদেশের কোন এলাকায় ভূমিক্ষয়ের পরিমাণ বেশি? (জ্ঞান)
[ক] সমতল এলাকায়
✅ পার্বত্য এলাকায়
[গ] হাওর এলাকায়
[ঘ] বিল এলাকায়

১৯৯. বাংলাদেশের কোন এলাকায় জুম চাষ করা হয়? (অনুধাবন)
✅ রাঙামাটি
[খ] খুলনা
[গ] রাজশাহী
[ঘ] টাঙ্গাইল

২০০. মুষলধারায় বৃষ্টির ফলে পার্বত্য এলাকায় কী ঘটে? (অনুধাবন)
[ক] জলোচ্ছ্বাস
[খ] শৈত্যপ্রবাহ
✅ ভূমিক্ষয়
[ঘ] সাইক্লোন

২০১. ভূমিক্ষয়ের বিরাট অংশ কোথায় জমা হয়? (জ্ঞান)
[ক] মহাসাগরে
✅ নদীতে
[গ] খালে
[ঘ] পুকুরে

২০২. নদীর স্রোত নদীতীরের পাড় ভেঙে মাটি অন্যস্থানে বহন করে নিয়ে কী গড়ে তোলে? (অনুধাবন)
✅ চরাঞ্চল
[খ] বিলাঞ্চল
[গ] দক্ষিণাঞ্চল
[ঘ] উপকূলীয় অঞ্চল

২০৩. প্রকৃতপক্ষে ভূমিক্ষয়ের জন্য দায়ী কে? (জ্ঞান)
✅ মানুষ
[খ] রাস্তাঘাট
[গ] ঘরবাড়ি
[ঘ] গাছপালা

২০৪. নিচের কোনটি ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ নয়? (অনুধাবন)
[ক] বৃষ্টিপাত
[খ] বায়ুপ্রবাহ
[গ] নদীভাঙন
✅ নিবিড় চাষ

২০৫. ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিক কোনটি? (অনুধাবন)
[ক] মাটিতে পলিপড়া
[খ] মাটিতে কীটপতঙ্গ বেড়ে যাওয়া
✅ নদীর গভীরতা কমে যাওয়া
[ঘ] নদীর গভীরতা বেড়ে যাওয়া

২০৬. কোন কাজ দ্বারা মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন করা হচ্ছে? (জ্ঞান)
[ক] মাটি ক্ষয়
✅ মাটি শোধন
[গ] পানি সেচ
[ঘ] সার প্রয়োগ

২০৭. পাহাড়ি এলাকায় মাটি আলগা হয়ে যায় কেন? (প্রয়োগ)
✅ জুম চাষের ফলে
[খ] অধিক বৃষ্টিপাতের কারণে
[গ] ভূমিক্ষয়ের কারণে
[ঘ] মাটিতে কীটপতঙ্গের পরিমাণ বেশি হলে

২০৮. উর্বর মাটি জমি থেকে হারিয়ে যায় এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারের অসুবিধা সৃষ্টি হয় কোন ভূমিক্ষয়ের কারণে? (অনুধাবন)
[ক] আস্তরণ ভূমিক্ষয়
✅ রিল ভূমিক্ষয়
[গ] গালি ভূমিক্ষয়
[ঘ] বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয়

২০৯. ভূসৃষ্টির শুরু থেকেই ভূমিক্ষয় হয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোন ধরনের ভূমিক্ষয় হয়? (অনুধাবন)
[ক] বায়ুপ্রবাহজনিত ভূমিক্ষয়
[খ] আস্তরণ ভূমিক্ষয়
✅ গালি ভূমিক্ষয়
[ঘ] রিল ভূমিক্ষয়

২১০. যেসব এলাকায় তুলনামূলকভাবে গাছপালা কম এবং বৃষ্টিপাতের পরিমাণ কম সেসব এলাকায় কোন ধরনের ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়? (প্রয়োগ)
✅ বাত্যাজনিত ভূমিক্ষয়
[খ] মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়
[গ] আস্তরণ ভূমিক্ষয়
[ঘ] গালি ভূমিক্ষয়

২১১. কোন মাটি অধিক সচ্ছিদ্র? (জ্ঞান)
[ক] এঁটেল মাটি
[খ] বেলে মাটি
[গ] পলি মাটি
✅ বেলে দোআঁশ মাটি

২১২. কোন মাটির ভূমিক্ষয় কম? (জ্ঞান)
[ক] বেলে মাটির
✅ বেলে দোআঁশ মাটির
[গ] এঁটেল মাটির
[ঘ] কংকরময় মাটির

২১৩. কোন ফসল মাটিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে? (জ্ঞান)
[ক] ধান
[খ] গম
✅ চিনাবাদাম
[ঘ] আখ

২১৪. বায়ুপ্রবাহ দ্বারা ভূমিক্ষয় হয় কোথায়? (অনুধাবন)
[ক] খুলনায়
[খ] বরিশাল
✅ রাজশাহী
[ঘ] বগুড়ায়

২১৫. কোন জমির মাটি সহজে ক্ষয় হয়? (জ্ঞান)
✅ যে জমির জৈব পদার্থের পরিমাণ কম
[খ] যে জমির পানি ধারণক্ষমতা কম
[গ] যে জমির মাটি কাদাযুক্ত
[ঘ] যে জমির কীটপতঙ্গ বেশি

২১৬. কোন মাটির সচ্ছিদ্রতা কম? (জ্ঞান)
✅ ভারী মাটির
[খ] বেলে দোআঁশ মাটির
[গ] কংকরময় মাটির
[ঘ] পলি মাটির

২১৭. কোন ফসল প্রাথমিক পর্যায়ে মাটিকে ঢেকে রাখে না? (জ্ঞান)
[ক] খেসারি
[খ] চিনাবাদাম
[গ] মাসকলাই
✅ আখ

২১৮. পাহাড়ি ভূমিক্ষয় রোধের উপায় কোনটি? (অনুধাবন)
[ক] পাহাড়ের ঢালে রাবার চাষ করে
✅ পাহাড়ের ঢালে আড়াআড়ি চাষ করে
[গ] কম শিকড়বিশিষ্ট ফসল চাষ করে
[ঘ] জমি ঘন ঘন চাষ করে

২১৯. কোন ধরনের চাষের ফলে পাহাড়েরর মাটি সহজেই আলগা হয়? (জ্ঞান)
[ক] রিলে
[খ] সাথি ফসল
[গ] মিশ্র
✅ জুম

২২০. ভূমিক্ষয় কমাতে পানি প্রবাহের বেগ কমানো জরুরি। এতে কী করা যেতে পারে? (প্রয়োগ)
✅ বাঁধ বা আল তৈরি করা
[খ] সাঁকো তৈরি করা
[গ] ব্রীজ তৈরি করা
[ঘ] বাঁশের মাচা তৈরি করা

২২১. পাহাড়ের ভূমিক্ষয় রোধ করতে কী পদ্ধতিতে চাষ করবে? (প্রয়োগ)
[ক] জুম
[খ] সারি
[গ] ছিটানো
✅ কন্টোর

২২২. বৃষ্টির পানি মাটিকে ক্ষয় করে সহজেই নিচের দিকে চলে যেতে পারে কী করলে? (অনুধাবন)
[ক] পানি নিষ্কাশনের সুবন্দোবস্ত করলে
✅ জমিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করলে
[গ] পাহাড়ের ধাপে ধাপে ফসল চাষ করলে
[ঘ] কন্টোর পদ্ধতিতে চাষ করলে

২২৩. পানি প্রবাহের বেগ কমানো জরুরি কেন? (অনুধাবন)
[ক] বন্যা কমাতে
✅ ভূমিক্ষয় কমাতে
[গ] ফসলের উৎপাদন বৃদ্ধিতে
[ঘ] গাছের বংশবৃদ্ধির জন্য

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২২৪. ভূমিক্ষয়ের ফলে- (অনুধাবন)
i. মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়
ii. ফসল বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে
iii. বন্যা দেখা দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৫. ভূমিক্ষয় রোধের কার্যকরী উপায় হচ্ছে- (অনুধাবন)
i. পানিপ্রবাহ হ্রাসকরণ
ii. জমিতে জৈবপদার্থ বৃদ্ধিকরণ
iii. পাহাড়ে ধাপে ধাপে চাষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৬. ভূমিক্ষয়ের প্রধান কারণগুলো হলা- (অনুধাবন) [সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্তি হাইস্কুল, ঢাকা]
i. বৃষ্টিপাত
ii. নদীর স্রোত
iii. সমতল ভূমিতে চাষাবাদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৭. প্রকৃতিক ভূমিক্ষয়ের কারণগুলো হলো- (অনুধাবন) [সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, ঢাকা]
i. বৃষ্টিপাত
ii. ভূমিকর্ষণ
iii. বায়ুপ্রবাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৮. রিল ভূমিক্ষয়ের ফলে জমি- (অনুধাবন)
i. উর্বরতা হারায়
ii. পুষ্টির অভাব হয়
iii. কৃষি যন্ত্রপাতি ব্যবহারের অসুবিধা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৯. রিল ভূমিক্ষয় থেকে উদ্ভাবিত হয়েছে- (অনুধাবন)
i. নালা ভূমিক্ষয়ের
ii. আস্তরণ ভূমিক্ষয়ের
iii. গালি ভূমিক্ষয়ের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩০. নদীভাঙনের প্রকটতা দেখা যায়- (অনুধাবন)
i. চাঁদপুরে
ii. সিরাজগঞ্জে
iii. কুষ্টিয়ায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩১. বায়ু ভূমিক্ষয় হয়- (অনুধাবন)
i. এঁটেল মাটিতে
ii. বেলে মাটিতে
iii. বেলে দোআঁশ মাটিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩২. পাহাড়ি জমিতে ভূমিক্ষয় হয়- (অনুধাবন)
i. আড়াআড়ি চাষ করলে
ii. ঢাল বরাবর চাষ করলে
iii. ধাপ সৃষ্টি না করে চাষ করলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৩. ভূমিক্ষয় রোধের কার্যকরী উপায়সমূহ হলো- (অনুধাবন)
i. পানি প্রবাহ বৃদ্ধিকরণ
ii. পানিপ্রবাহ হ্রাসকরণ
iii. জমিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধিকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৪. উপজাতিরা ঝুম চাষ করে- (অনুধান)
i. বান্দরবানে
ii. রাঙমাটিতে
iii. খাগড়াছড়িতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৫. বেলে দোআঁশ মাটি অধিক সচ্ছিদ্র হওয়ায়- (উচ্চতর দক্ষতা)
i. বৃষ্টির পানি সহজেই চুষে নিতে পারে
ii. ভূমিক্ষয় কম হয়
iii. শোধন ক্ষমতা কম হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৬. ভূমিক্ষয় রোধের উপায় হলো- (উচ্চতর দক্ষতা)
i. পানি নিষ্কাশনের সুবন্দোবস্তকরণ
ii. পাহাড়ের ধাপে ধাপে ফসল চাষ করা
iii. জমিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৭. কন্টোর পদ্ধতির বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. পাহাড়ের ঢালের আড়াআড়ি সমন্বিত লাইনে জমি চাষ করা হয়
ii. মাটি স্থানান্তরিত না হয়ে ফসলের গোড়ায় আটকে থাকে
iii. পাহাড়ের গায়ে চতুর্দিকে চাষ করা হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৮. পানি প্রবাহ হ্রাস করার উপায় হলো- (উচ্চতর দক্ষতা)
i. জমিতে চারপাশে আইল বেঁধে দেওয়া
ii. বড় নালার মধ্যে আগাছা জন্মাতে দেওয়া
iii. বড় বড় নালা সৃষ্টি করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৯ ও ২৪০ নং প্রশ্নের উত্তর দাও :
হালিম মিয়ার জমি অধিক বৃষ্টিতে প্লাবিত হলেও কোনো প্রকার ক্ষতি হয় না। অথচ হাশেম মিয়ার জমিরমাটি কাদা ও ভারী হওয়ার কারণে বৃষ্টিতে ভূমিক্ষয় হয়ে মাটি নিচের দিকে ধাবিত হয়।

২৩৯. অনুচ্ছেদে হালিম মিয়ার জমির মাটি কোন প্রকৃতির? (প্রয়োগ)
[ক] দোআঁশ
✅ বেলে দোআঁশ
[গ] এঁটেল
[ঘ] পলি মাটি

২৪০. হালিম মিয়ার জমির ভূমিক্ষয়ের কারণ হলো- (উচ্চতর দক্ষতা)
i. মাটির সচ্ছিদ্র কম
ii. শোষণ ক্ষমতা কম
iii. অধিক সচ্ছিদ্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

চতুর্থ পরিচ্ছেদ : বীজ সংরক্ষণ[পৃষ্ঠা-১৬]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৪১. বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকে কী বলে? (জ্ঞান)
✅ বীজ সংরক্ষণ
[খ] বীজ বপন
[গ] বীজ বাছাই
[ঘ] রটোভেটর

২৪২. ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন আর্দ্রতা কত থাকে? (জ্ঞান)
[ক] ১২ - ১৫%
[খ] ১৫ - ১৮%
✅ ১৮ - ৪০%
[ঘ] ২৫ - ৩০%

২৪৩. কত আর্দ্রতায় বীজের জীবনীশক্তি নষ্ট হয়? (জ্ঞান)
[ক] ২৫ - ৩৫%
✅ ১৮ - ৪০%
[গ] ৩৫ - ৫০%
[ঘ] ৪০ - ৭০%

২৪৪. কত রকম পদ্ধতিতে বীজ শুকানো যায়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৪৫. বীজকে শুকানোর সময় নির্ভর করে কয়টি বিষয়ের ওপর? (জ্ঞান)
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

২৪৬. বীজের মান নিয়ন্ত্রণের জন্য কতগুলো কাজ করা জরুরি? (জ্ঞান)
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২৪৭. বীজের মান নিয়ন্ত্রণের জন্য কতগুলো কাজ করা জরুরি? (জ্ঞান)
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

২৪৮. নমুনা বীজের শতকরা কতটি বীজ গজায় তা বের করাকে কী বলে? (জ্ঞান)
✅ বীজের অঙ্কুরোদগম হার
[খ] বীজের বিশুদ্ধতা নিয়ন্ত্রণ
[গ] বীজের আর্দ্রতা
[ঘ] বীজের মান নিয়ন্ত্রণ

২৪৯. বীজের অঙ্কুরোগদম ক্ষমতা শতকরা কত ভাগ হলে ভালো হয়(জ্ঞান)
[ক] ৫০
[খ] ৬০
[গ] ৭০
✅ ৮০

২৫০. বীজ সংরক্ষণের উদ্দেশ্য কী? (জ্ঞান)
✅ সুস্থ সবল বীজ বাজারে বিক্রি করা
[খ] সুস্থ বীজ রোগাক্রান্ত বীজ থেকে রক্ষা করা
[গ] অধিক ফসল উৎপাদন করা
[ঘ] বীজের জীবনীশক্তি টিকিয়ে রাখা

২৫১. কোন পরীক্ষায় বিজের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করা হয়? (জ্ঞান)
✅ জীবনীশক্তি পরীক্ষা
[খ] আর্দ্রতা পরীক্ষা
[গ] অঙ্কুরোদগম পরীক্ষা
[ঘ] মান নিয়ন্ত্রণ পরীক্ষা

২৫২. বীজ কোথায় শুকানো হয়? (অনুধাবন)
✅ রোদে
[খ] পানিতে
[গ] বালিতে
[ঘ] কাদাতে

২৫৩. বীজের আর্দ্রতার পরিমাণ নিচে কোন সূত্রের সাহায্যে বের করা হয়? (অনধাবন)
[ক] নমুনা বীজ মাঠ থেকে সংগ্রহের পর ওজন-নমুনা বীজের ওজন/নমুনা বীজের ওজন×১০০
✅ নমুনা বীজের ওজন-নমুনা বীজ শুকানোর পর ওজন/নমুনা বীজের ওজন×১০০
[গ] নমুনা বীজের ওজন-নমুনা বীজ মাঠ থেকে সংগ্রহের পর ওজন/নমুনা বীজের ওজন×১০০
[ঘ] নমুনা বীজের শুকানোর পর ওজন- নমুনা বীজের ওজন/নমুনা বীজের ওজন×১০০

২৫৪. বীজ শুকানোর প্রয়োজন কেন? (অনুধাবন)
✅ পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য
[খ] জীবন শক্তি বাড়ানো জন্য
[গ] বীজের আর্দ্রতা স্টান্ডার্ড মাত্রায় আনার জন্য
[ঘ] অধিক ফলন পাওয়ার জন্য

২৫৫. বীজের আর্দ্রতা প্রয়োজনীয় মাত্রায় রাখতে হলে কী করতে হবে? (অনুধাবন)
✅ চারপাশের বাতাসকে শুকনো রাখতে হবে
[খ] চারপাশের বাতাসকে ভেজা রাখতে হবে
[গ] বীজকে পানিতে ভিজিয়ে রাখতে হবে
[ঘ] বীজকে অধিক তাপমাত্রায় বস্তায় ভরে রাখতে হবে

২৫৬. কীভাবে বীজের জীবনীশক্তি বাড়ানো যায়? (অনুধাবন)
✅ বীজ শুকানোর মাধ্যমে
[খ] বীজকে পানিতে ভিজিয়ে রেখে
[গ] বীজকে ৪০-৭০ সে. তাপমাত্রায় বস্তায় ভরে রেখে
[ঘ] আগাছা দমনের মাধ্যমে

২৫৭. নিচের কোনটির ওপর বীজ শুকানো সময় নির্ভর করে? (অনুধাবন)
✅ বীজের পরিমাণের ওপর
[খ] সূর্যালোকের ওপর
[গ] বিদ্যুতের ওপর
[ঘ] বীজের আকৃতির ওপর

২৫৮. বীজের জীবনীশক্তি হ্রাস পায় কেন? (প্রয়োগ)
✅ বেশি তাপমাত্রায় বীজ শুকালে
[খ] পোকামাকড় দ্বারা আক্রান্ত হলে
[গ] নিম্ন তাপমাত্রায় বীজ শুকালে
[ঘ] বাতাসের আর্দ্রতা কম থাকলে

২৫৯. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় কীভাবে? (অনুধাবন)
✅ পরিমিত তাপে বীজ শুকালে
[খ] অধিক আর্দ্রতায় বীজ শুকালে
[গ] নিম্ন তাপমাত্রায় বীজ শুকালে
[ঘ] ১৮% আর্দ্রতায় বীজ শুকালে

২৬০. কাঙক্ষিত আর্দ্রতায় আনতে বীজকে কত দিন রোদে শুকাতে হয়? (জ্ঞান)
[ক] ১ - ২
✅ ২ - ৩
[গ] ৪ - ৫
[ঘ] ৫ - ৬

২৬১. ধান রাখার আগে ধান গোলার ভিতর ও বাইরে কিসের প্রলেপ দেওয়া হয়? (অনুধাবন)
[ক] চুন ও মাটির মিশ্রণের
[খ] বালি ও মাটির মিশ্রণের
[গ] মাটি ও আলকাতরার মিশ্রণের
✅ গোবর ও মাটির মিশ্রণের

২৬২. কত কেজি ধারণক্ষমতা সম্পন্ন পলিথিন ব্যাগে বীজ সংরক্ষণ করা হয়? (জ্ঞান)
✅ ৫
[খ] ৮
[গ] ১০
[ঘ] ১৫

২৬৩. বীজ বিপণনের সময় ক্রেতাদের বইতে উল্লিখিত কতটি তথ্য প্রদান করতে হবে? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ১৪
[গ] ১৬
✅ ১২

২৬৪. বীজ সংরক্ষণের জন্য পাঁচ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন পলিথিন ব্যাগ কোন প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত হয়েছে? (জ্ঞান)
[ক] বিএআরআই
[খ] বিআরআরআই
[গ] বিএডিসি
✅ আরডিআরএস

২৬৫. ‘মটকা’ কী দিয়ে নির্মিত? (জ্ঞান)
✅ মাটি
[খ] বাঁশ
[গ] কাঠ
[ঘ] কাচ

২৬৬. মটকার আকৃতি কেমন? (জ্ঞান)
✅ গোলাকার
[খ] আয়তকার
[গ] ত্রিকোণাকার
[ঘ] ষড়ভুজাকৃতির

২৬৭. বীজ উৎপাদনের সর্বমোট ধাপ কয়টি? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
[ক] ৮
✅ ৯
[গ] ১০
[ঘ] ১১

২৬৮. বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদগম শুরু হয়? (জ্ঞান) [কুষ্টিয়া জিলা স্কুল]
[ক] ২৫ - ৩৯%
✅ ৩৫ - ৬০%
[গ] ৪০ - ৪৯%
[ঘ] ৬০ - ৭৫%

২৬৯. গ্রাম বাংলায় বীজ সংরক্ষণের কোন পদ্ধতি বহুল পরিচিত? (অনুধাবন) [মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] গোলায় সংরক্ষণ
[খ] ডোলে সংরক্ষণ
[গ] পলিথিন ব্যাগে সংরক্ষণ
✅ মটকায় সংরক্ষণ

২৭০. মটকার বাইরে কিসের প্রলেপ দেওয়া হয়? (জ্ঞান)
[ক] গোবরা বা মাটির
✅ মাটি বা আলকাতরার
[গ] চুন বা মাটির
[ঘ] বালি বা মাটির

২৭১. মাড়াই ঝাড়াইয়ের পর বীজকে কত দিন প্রখর রোধে শুকাতে হয়? (জ্ঞান)
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৫

২৭২. আরডিএস কর্তৃক কী উদ্ভাতি হয়? (জ্ঞান)
[ক] জেল
✅ পলিথিন ব্যাগ
[গ] চট
[ঘ] গোলা

২৭৩. পোকার উপদ্রব থেকে বীজ রক্ষার জন্য বীজের বস্তায় কী মিশিয়ে দিতে হয়? (জ্ঞান)
✅ নিম পাতা
[খ] আম পাতা
[গ] জাম পাতা
[ঘ] কাঁঠাল পাতা

২৭৪. বীজ উৎপাদনের মাটিতে কী পরিমাণ জৈব পদার্থ থাকা প্রয়োজন? (জ্ঞান) [ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, নরসিংদী]
[ক] ৫%
[খ] ৪%
[গ] ৩%
✅ ২%

২৭৫. বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কত হওয়া ভালো? (জ্ঞান)
✅ ১২ - ১৩%
[খ] ১৫ - ১৬%
[গ] ১৭ - ১৮%
[ঘ] ১৯ - ২০%

২৭৬. বীজ সংগ্রহ, প্যাকেট করা, বিক্রিপূর্ব সংরক্ষণ, বিজ্ঞপ্তি, বিক্রি এসব কাজকে এক কথায় কী বলে? (জ্ঞান)
✅ বীজ বিপণন
[খ] বীজ সংরক্ষণ
[গ] বীজের আর্দ্রতা
[ঘ] বীজ শুকানো

২৭৭. বীজের অঙ্কুরোদগমের জন্য বীজের আর্দ্রতা কত হতে হবে? (জ্ঞান)
[ক] ১৫%
[খ] ৩০%
[গ] ৪৫%
✅ ৬০%

২৭৮. প্রতিকূল অবস্থায় যে বীজ বেশি গজায় সে বীজের কী বেশি বলে প্রতীয়মান হবে? (জ্ঞান)
✅ জীবনীশক্তি
[খ] অঙ্কুরোদগম ক্ষমতা
[গ] আর্দ্রতা
[ঘ] প্রতিরোধ ক্ষমতা

২৭৯. অঙ্কুরোদগম পরীক্ষার জন্য কতটি বীজ নেওয়া হয়? (জ্ঞান)
[ক] ৫০টি
✅ ১০০টি
[গ] ২০০টি
[ঘ] ৪০০টি

২৮০. ফসল কাটার পর থেকে ফসলের দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী ফসলের পূর্ব পর্যন্ত বীজের উন্নতমান ও অঙ্কুরোদগম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যাকে কী বলে? (জ্ঞান)
[ক] বীজ বাছাই
[খ] বীজ বপন
[গ] বীজ উত্তোলন
✅ বীজ প্রক্রিয়াজাতকরণ

২৮১. আরডিআরএস কর্তৃক উদ্ভাবিত বীজ সংরক্ষণ পদ্ধতি কোনটি? (অনুধাবন)
[ক] ধান গোলায় বীজ সংক্ষণ
[খ] মটকায় বীজ সংরক্ষণ
✅ পলিথিন ব্যাগে বীজ সংরক্ষণ
[ঘ] ডোলে বীজ সংরক্ষণ

২৮২. ডোলে বীজ সংরক্ষণের জন্য কীভাবে উপযুক্ত করা হয়? (প্রয়োগ)
✅ ডোলের ভিতরে ও বাইরে গোবর ও মাটির মিশ্রণের প্রলেপ দিয়ে
[খ] ডোলের ভিতরে ও বাইরে গোবরের প্রলেপ দিয়ে
[গ] ডোলের ভিতরে মাটি ও গোবরের প্রলেপ দিয়ে
[ঘ] ডোলের বাইরে মাটি ও গোবরের প্রলেপ দিয়ে

২৮৩. সংক্ষিপ্ত বীজে পোকার উপদ্রব যাতে না হয় এ জন্য কী করা হয়? (প্রয়োগ)
✅ বীজের বস্তায় নিমের পাতা মেশানো হয়
[খ] বীজের মটকায় আলুর পাতা মেশানো হয়
[গ] বীজের পলিথিনে কাঁঠালের পাতা মেশানো হয়
[ঘ] বীজের ডোলে কলার পাতা মেশানো হয়

২৮৪. বীজ ঠিকমতো শুকিয়েছে কিনা তা কীভাবে পরখ করতে হয়? (জ্ঞান)
[ক] যন্ত্রপাতির সাহায্যে
✅দাঁত দিয়ে কামড় দিয়ে
[গ] আর্দ্রতা পরীক্ষা করে
[ঘ] চটের ছালায় বস্তা বন্দি করে

২৮৫. বীজকে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কোনটি প্রয়োজন? (জ্ঞান)
✅ বীজ শুকানো
[খ] কীটনাশক ওষুধ প্রয়োগ
[গ] বীজকে পানিতে ভিজিয়ে রাখা
[ঘ] বীজ গুদামজাতকরণ করতে হবে

২৮৬. বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করলে কী সুফল পাওয়া যায়? (জ্ঞান)
[ক] সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায়
[খ] বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায়
✅ বীজের বিশুদ্ধতা বৃদ্ধি পায়
[ঘ] আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়

২৮৭. ডোলের আকৃতি কেমন? (জ্ঞান)
✅ গোলাকার
[খ] আয়তকার
[গ] ডিম্বাকার
[ঘ] ষড়ভূজাকৃতির

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮৮. বীজের জীবনীশক্তি হ্রাস পায়- [মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
i. বেশি তাপমাত্রায় বীজ শুকালে
ii. অপর্যাপ্ত তাপে বীজ শুকালে
iii. বীজের আর্দ্রতা ১৮% এর কম থাকলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮৯. বীজ নষ্ট হয়- (অনুধাবন)
i. বাছাই মাড়াই কালে
ii. পরিবহনকালে
iii. ইঁদুর, পাখি দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯০. বীজ শস্য উৎপাদনের জন্য মনে রাখা দরকার- (অনুধাবন)
i. কেবল বীজের জন্যই ফসলের চাষ করা
ii. ফসল পাকার আগেই কেটে ফেলা
iii. নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯১. বীজ শুকানোর কোনো বিকল্প নেই- (অনুধাবন)
i. বীজের জীবনীশক্তি বাড়াতে
ii. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে
iii. বীজের আর্দ্রতা বাড়াতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯২. বীজ শুকানোর প্রয়োজন হয়- (উচ্চতর দক্ষতা)
i. বীজকে দীর্ঘায়ু দানের জন্য
ii. বীজকে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য
iii. অধিক ফলন পাওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৩. বীজ শুকানোর সময় নির্ভর করে- (উচ্চতর দক্ষতা)
i. বীজের আর্দ্রতার মাত্রার ওপর
ii. বাতাসের তাপমাত্রার ওপর
iii. বীজের পরিমাণের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৪. দক্ষতার সাথে বীজ শুকানোর ফলে- (প্রয়োগ)
i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায়
ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায়
iii. আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৫. বেশি তাপমাত্রায় বীজ শুকানোর ফলে- (অনুধাবন)
i. বীজের জীবনীশক্তি হ্রাস পায়
ii. বীজ জীবাণুমুক্ত হয়
iii. অঙ্কুরোদগম ক্ষমতা হ্রায় পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৬. বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করলে- (অনুধাবন)
i. বীজের বিশুদ্ধতা বাড়ে
ii. বীজ দেখতে আকর্ষণীয় হয়
iii. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বাড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৭. বীজের গুণাগুণ নষ্ট হয়- (অনুধাবন)
i. ধুলাবালির মাধ্যমে
ii. নুড়ি পাথরের মাধ্যমে
iii. ছত্রাকের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৮. বীজ সংরক্ষণের উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. বীজের গুণগতমান রক্ষা করা
ii. বীজের জীবনীশক্তি দীর্ঘদিন বজায় রাখা
iii. বীজের আর্দ্রতা বৃদ্ধি করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৯. ডোল তৈরি করা হয়- (অনুধাবন)
i. বাঁশ দিয়ে
ii. বেত দিয়ে
iii. কাঠ দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০০. পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় মেশানো হয়- (অনুধাবন)
i. নিমের পাতা
ii. বিশকাটালি
iii. তুলসি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০১. ধানগোলার ভেতর ও বাইরে প্রলেপ দেওয়া হয়- (অনুধাবন)
i. গোবরের
ii. মাটির
iii. আলকাতরার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০২. মনকার বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. মাটি দ্বারা নির্মিত
ii. এটি গোলাকার
iii. এর ধারণক্ষমতা ৩৫০-৪০০ কেজি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০৩ ও ৩০৪ নং প্রশ্নের উত্তর দাও :
রহমত আলী আগামী মৌসুমে ধান চাষের জন্য ধান বীজ সংরক্ষণ করে রাখবেন। স্থানীয় কৃষিবিদ তাকে বীজ শুকিয়ে চটের বস্তায় সংরক্ষণ করতে বললেন এবং পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য প্রয়োজনমত ব্যবস্থা নেওয়ার পরমার্শ দিলেন।

৩০৩. কৃষিবিদ বীজ শুকিয়ে রাখতে বললেন কেন? (প্রয়োগ)
✅ অতিরিক্ত আর্দ্রতা মুক্ত করার জন্য
[খ] বীজের সুস্থতার জন্য
[গ] বীজ বিশুদ্ধতার জন্য
[ঘ] জাত বিশুদ্ধতার জন্য

৩০৪. পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য রহমত আলী বস্তায়- (উচ্চতর দক্ষতা)
i. নিমের পাতা
ii. বিষকাটালি
iii. ফরমালিন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

পঞ্চম পরিচ্ছেদ : খাদ্য সংরক্ষণ[পৃষ্ঠা-২১]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩০৫. আধুনিক পদ্ধতিতে মাছ চাষে যা খরচ হয় তার শতকরা প্রায় কত ভাগ খরচ হয় খাদ্য ক্রয় করতে? (জ্ঞান) [মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] ২০
[খ] ৪০
✅ ৬০
[ঘ] ৮০

৩০৬. প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছ চাষে বাইরে থেকে প্রয়োগকৃত খাদ্যকে কী বলে? (জ্ঞান)
✅ সম্পূরক খাদ্য
[খ] প্রস্তুতকৃত খাদ্য
[গ] অনুপূরক খাদ্য
[ঘ] বিকল্প খাদ্য

৩০৭. খাদ্যে কত আর্দ্রতায় ছত্রাক ও পোকামাকড় জন্মে? (জ্ঞান)
✅ ১০% এর বেশি
[খ] ১০% এর কম
[গ] ২৫% এর বেশি
[ঘ] ৩০% এর বেশি

৩০৮. কোনটি ছত্রাক ও পোকামাকড় জন্মাতে সহায়তা করে? (জ্ঞান)
✅ অক্সিজেন
[খ] আপেক্ষিক আর্দ্রতা
[গ] কার্ব ডাইঅক্সাইড
[ঘ] সুর্যালোক

৩০৯. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কত হলে খাদ্যে ছত্রাক বা পোকামাকড় জন্মাতে পারে? (জ্ঞান)
[ক] ৫% এর বেশি
[খ] ১০% এর বেশি
[গ] ৩০% এর বেশি
✅ ৬৫% এর বেশি

৩১০. কত তাপমাত্রায় পোকামাকড় খুব ভালো জন্মাতে পারে? (জ্ঞান)
[ক] ১৬ - ২০° সে.
✅ ২৬ - ৩০° সে.
[গ] ৩৬ - ৪০° সে.
[ঘ] ৪৬ - ৫০° সে.

৩১১. কোনটি খাদ্য সংরক্ষণ ও গুদামজাতকরণের সময় খাদ্যের গুণগত মান ও ওজনকে ক্ষতিগ্রস্ত করে? (জ্ঞান)
[ক] কার্বন ডাইঅক্সাইড
[খ] ভাইরাস
[গ] ব্যাকটেরিয়া
✅ তাপমাত্রা

৩১২. চর্বির জারণ ক্রিয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] রেসপন্সিবিলিটি
✅ রেনসিডিটি
[গ] রেসিডেন্ট
[ঘ] প্রেসিডেন্ট

৩১৩. গরুর জন্য খড় কী জাতীয় খাদ্য? (জ্ঞান)
[ক] দানা জাতীয়
✅ আঁশ জাতীয়
[গ] আমিষ জাতীয়
[ঘ] তৈল জাতীয়

৩১৪. স্টোরে সংরক্ষিত খাদ্য মেঝেতে না রেখে কত উপরে কাঠের পাটাতন রাখতে হয়।(জ্ঞান)
[ক] ১০-১২ সে. মি
✅ ১২-১৫ সে. মি
[গ] ১৫-২০ সে. মি
[ঘ] ১৮-২৫ সে. মি

৩১৫. রেন্সিডিটি অর্থ কী? (জ্ঞান)
[ক] খনিজ জারণ ক্রিয়া
[খ] আমিষ জারণ ক্রিয়া
[গ] শর্করা জারণ ক্রিয়া
✅ চর্বি জারণ ক্রিয়া

৩১৬. খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] খাদ্য প্রক্রিয়াজাতকরণ
[খ] খাদ্য গুদামজাতকরণ
[গ] খাদ্য উৎপাদন
✅ খাদ্য সংরক্ষণ

৩১৭. পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বস্তার আশপাশে কী ছিটিয়ে দিতে হয়? (জ্ঞান)
[ক] ফিনাইল
✅ ছাই
[গ] গোবর
[ঘ] ব্লিচিং পাউডার

৩১৮. খাদ্য কত মাসের বেশি গুদামজাত অবস্থায় রাখা যাবে না? (জ্ঞান)
[ক] ১ মাস
[খ] ২ মাস
✅ ৩ মাস
[ঘ] ৫ মাস

৩১৯. খড় সংরক্ষণের পদ্ধতি কোনটি? (অনুধাবন)
✅ গাদা করে রাখা
[খ] সাইলেজ তৈরি করা
[গ] গুদামঘরে রাখা
[ঘ] হে তৈরি করা

৩২০. খাদ্যের আর্দ্রতা বেশি হলে কী জন্মায়? (জ্ঞান)
✅ ছত্রাক
[খ] ভাইরাস
[গ] ব্যাকটেরিয়া
[ঘ] প্লাংকটন

৩২১. সাইলেজ তৈরিতে ঘাস কেটে কোথায় রাখা হয়? (জ্ঞান)
[ক] মাচার উপর
✅ সাইলোপিটে
[গ] অধিক বাতাসযুক্ত স্থানে
[ঘ] চালাযুক্ত ঘরে

৩২২. সাইলোপিটে ঘাস রাখার সময় কিসের দ্রবণ ছিটিয়ে দিতে হয়? (জ্ঞান)
[ক] চিনির
[খ] ফিনকিরির
[গ] ফরমালিনের
✅ ঝোলাগুড়ের

৩২৩. একটি পূর্ণবয়স্ক গরুকে দৈনিক কত কেজি শুকনা খড় দিতে হয়? (জ্ঞান) [মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা]
[ক] ২-৩ কেজি
✅ ৩-৪ কেজি
[গ] ৪-৫ কেজি
[ঘ] ৫-৬ কেজি

৩২৪. সাইলেজ তৈরিতে নিচের কোনটি বেশি উপযোগী? (জ্ঞান)
[ক] মাসকলাই
[খ] খেসারি
[গ] গম
✅ ভুট্টা

৩২৫. হে তৈরিতে কখন ঘাস কাটতে হয়? (অনুধাবন)
[ক] জন্মানোর ১ সপ্তাহ পর
✅ ফুল আসার সময়
[গ] ফুল ঝরে যাওয়ার সময়
[ঘ] ঘাস জন্মানোর ২০ দিন পর

৩২৬. কত আর্দ্রতায় খড় তৈরি করা হয়? (জ্ঞান)
[ক] ১০-১২%
✅ ১৫-২০%
[গ] ২০-২৫%
[ঘ] ৩০-৩৫%

৩২৭. সাইলেজ কোন ধরনের খাদ্য? (অনুধাবন) [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] ভিটামিন
✅ দানাদার
[গ] আঁশযুক্ত
[ঘ] আমিষ

৩২৮. খৈল কী জাতীয় খাদ্য? (জ্ঞান) [আদমজী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল, ঢাকা]
✅ দানাদার
[খ] ফিড অ্যাডিটিভস
[গ] আঁশযুক্ত
[ঘ] খনিজ

৩২৯. সাইলেজ তৈরির মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করা হয়। সাইলেজ তৈরির উপযোগি ঘাস কোনটি? (অনুধাবন)
[ক] ইপিল-ইপিল
[খ] দূর্বা
[গ] পারা
✅ নেপিয়ার

৩৩০. আমাদের দেশের অধিকাংশ কৃষকই গরুর খাদ্য হিসেবে খড় খেতে দেয়। এই খড় কীভাবে সংরক্ষণ করে রাখা হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] কারখানা প্রক্রিয়াজাত করে
✅ গাদা করে
[গ] গুদাম করে
[ঘ] ইট দিয়ে বড় ঘড় করে সেখানে জমা করে

৩৩১. তৈল বীজের কোন উপজাত সংগ্রহ করে সংরক্ষণ করা হয়? (জ্ঞান)
[ক] গমের ভূসি
[খ] পিলেট
[গ] খড়
✅ খৈল

৩৩২. অনেক বেশি ঘাস উৎপাদন হয় কোন মৌসুমে? (জ্ঞান)
✅ বর্ষা
[খ] শীত
[গ] গ্রীষ্ম
[ঘ] বসন্ত

৩৩৩. সাইলেজ তৈরির মাধ্যমে কোনটি করা হয়? (অনুধাবন)
✅ সবুজ ঘাস সংরক্ষণ করা হয়
[খ] শুকনো ঘাস সংরক্ষণ করা হয়
[গ] ধান বীজ সংরক্ষণ করা হয়
[ঘ] ডাল বীজ সংরক্ষণ করা হয়

৩৩৪. হে তৈরির জন্য উপযোগী কোনটি? (অনুধাবন)
[ক] ভুট্টা
[খ] নেপিয়ার
[গ] গিনি
✅ সবুজ খেসারি

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৩৫. আঁশ জাতীয় খাদ্যের ক্ষেত্রে যে তথ্যগুলো সঠিক- (অনুধাবন) [আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা]
i. সাইলেজ আঁশ জাতীয় খাদ্য
ii. কাঁচা ঘাস আঁশ জাতীয় খাদ্য
iii. গমের ভুসি আঁশ জাতীয় খাদ্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৬. হে তৈরির জন্য উপযোগী- (অনুধাবন) [ক্যান্টমেন্ট পাবলিক স্কুল, জাহানাবাদ, খুলনা]
i. সবুজ খেসারি
ii. মাসকলাই
iii. ভুট্টা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৭. খাদ্যের গুণগত মান ও ওজনকে ক্ষতিগ্রস্ত করে- (অনুধাবন) [সাটিরপাড়া কে. কে. ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ, নরসিংদী]
i. তাপমাত্রা
ii. আর্দ্রতার প্রভাব
iii. সূর্যালোক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৩৮. সবুজ ঘাস সংরক্ষণ করা হয়- (উচ্চতর দক্ষতা)
i. হে তৈরির মাধ্যমে
ii. খড় তৈরির মাধ্যমে
iii. সাইলেজ তৈরির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩৯. হে তৈরিতে ঘাস সংরক্ষণ করা হয়- (উচ্চতর দক্ষতা)
i. চালাযুক্ত ঘরে
ii. মাচার উপর স্তূপাকার
iii. গাদা করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪০. সাইলেজ তৈরির উপযোগী ঘাস হলো- (অনুধাবন)
i. নেপিয়ার
ii. গিনি
iii. পারা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪১. দানাশস্যের উপজাতসমূহ হচ্ছে- (প্রয়োগ)
i. চালের কুঁড়া
ii. খৈল
iii. ডালের খোসা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪২. খাদ্য খোলা রাখলে বাতাসের অক্সিজেন খাদ্যের- (অনুধাবন)
i. রেন্সিডিটি ঘটাতে পারে
ii. গুণগতমান ক্ষতিগ্রস্ত করতে পারে
iii. পুষ্টিমান অক্ষুণ্ণ রাখে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৩. শীতকালে জন্মানো ঘাস- (অনুধাবন)
i. গিনি
ii. মাসকলাই
iii. সবুজ খেসারি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪৪. পোলট্রির জন্য দানাদার খাদ্য প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়- (অনুধাবন)
i. মেশ
ii. পিলেট
iii. ক্রাম্বল ফিড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪৫. খাদ্য সংরক্ষণের স্থান হবে- (অনুধাবন)
i. পরিষ্কার
ii. শুকনো
iii. পর্যাপ্ত বাতাস চলাচল উপযোগী

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪৬ ও ৩৪৭ নং প্রশ্নের উত্তর দাও :
মফিজ মিয়ার গরুর খামারের জন্য স্থানীয় পশু সম্পদ কর্মকর্তা তাকে সাইলেজ তৈরি প্রক্রিয়া শিখালেন।

৩৪৬. পশুসম্পদ কর্মকর্তা মফিজ মিয়াকে কেন সাইলেজ তৈরির প্রক্রিয়া শিখালেন? (প্রয়োগ)
[ক] দানাদার খাদ্য সংরক্ষণের জন্য
[খ] গোবর সংরক্ষণের জন্য
[গ] গরুর পানির চাহিদা মেটানের জন্য
✅ সবুজ ঘাস সংরক্ষণের জন্য

৩৪৭. মফিজ মিয়া সাইলেজ তৈরির জন্য ব্যবহার করতে পারেন- (উচ্চতর দক্ষতা)
i. ভুট্টা
ii. নেপিয়ার
iii. মাসকালাই

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ কর এবং ৩৪৮ ও ৩৪৯ নং প্রশ্নের উত্তর দাও :

৩৪৮. চিত্রে কী দেখানো হয়েছে? (প্রয়োগ)
✅ সাইলেজ তৈরির জন্য সবুজ ঘাস পরিপূর্ণ করা হচ্ছে
[খ] হে তৈরির জন্য শুকনো ঘাস পরিপূর্ণ করা হচ্ছে
[গ] খড় শুকানোর জন্য ঘাস জড়ো করা হচ্ছে
[ঘ] ট্রাক্টর দিয়ে রাস্তা সমান করা হচ্ছে

৩৪৯. উক্ত কাজের উদ্দেশ্য হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. সবুজ ঘাস সংরক্ষণ
ii. খাদ্য সংকটে পশুকে খাওয়ানো
iii. গবাদি পশুর স্বাস্থ্য ঠিক রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] র
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

ষষ্ঠ পরিচ্ছেদ : মাছের সম্পূরক খাদ্য[পৃষ্ঠা-২৪]

SSC কৃষিশিক্ষা mcq ❤ সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৫০. উৎসের উপর ভিত্তি করে মাছের সম্পূরক খাদ্য উপাদানকে কত ভাগে ভাগ করা হয়? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৫১. রেণু পোনার জন্য কী হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে? (জ্ঞান)
[ক] ৫-১০
✅ ১০-২০
[গ] ২০-২৫
[ঘ] ২৫-৩০

৩৫২. বড় মাছের জন্য শতকরা কী হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
[ক] ২-৩
✅ ৩-৫
[গ] ৫-৬
[ঘ] ৬-৭

৩৫৩. খাদ্যে আমিষের চাহিদা রুই জাতীয় মাছের জন্য শতকরা ভাগ থাকে? (জ্ঞান)
[ক] ২০-২৫
[খ] ২৫-৩০
[গ] ৩০-৩৫
[ঘ] ৩৫-৪৫

৩৫৪. শিং মাছের আমিষের চাহিদা শতকরা কত ভাগ? (জ্ঞান)
[ক] ২০-২৫
[খ] ২৫-৩০
[গ] ৩০-৩৫
✅ ৩৫-৪০

৩৫৫. FCR অর্থ কী? (জ্ঞান) [আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, বি-বাড়িয়া]
[ক] Food Conservation Ratio
✅ Food Conversion Ratio
[গ] Food Cupacity Ratio
[ঘ] Food Cooling Ratio

৩৫৬. উদ্ভিদভোজী মাছ কোনটি? (জ্ঞান)
[ক] রুই
[খ] মৃগেল
[গ] তেলাপিয়া
✅ সরপুঁটি

৩৫৭. রহিম মিয়া তার পুকুরে মাছের পোনা ছাড়ল যার মোট ওজন ৫ কেজি। নিয়মিত খাদ্য প্রয়োগ করে ৬ মাস পর আহরণের সময় মোট ৪০ কেজি মাছ পেল। তিনি মাসে মোট ৫০ কেজি খাদ্য প্রয়োগ করেছিলেন। FCR এর মান কত হবে? (প্রয়োগ)
✅ ১.২
[খ] ১.৩
[গ] ১.৪
[ঘ] ১.৫

৩৫৮. FCR এর মান সব সময় কোনটির চেয়ে বড় হয়? (জ্ঞান)
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

৩৫৯. মাছের সুষম খাদ্য তৈরিতে নির্বাচিত খাদ্য উপাদানের সাথে শতকরা কত ভাগ ভিটামিন ও খনিজ লবণের মিশ্রিত করতে হয়? (জ্ঞান)
✅ ০.৫-১
[খ] ১-১.৫
[গ] ১.৫-২
[ঘ] ২.২-৫

৩৬০. মাছের ভেজা বা আর্দ্র খাবার পানির কত সেমি নিচে ট্রে বা মাচায় প্রয়োগ করতে হয়? (জ্ঞান)
[ক] ১৫-২০
[খ] ২০-২৫
[গ] ২০-৩০
✅ ৩০-৬০

৩৬১. সরপুঁটি ও গ্রাসকার্প মাছের সম্পূরক খাদ্য হিসেবে ক্ষুদিপানা, কুটিপানা দেওয়া হয় কেন? (অনুধাবন)
[ক] উদ্ভিদভোজী বলে
[খ] প্রাণিজ সম্পূরক খাদ্য খেতে না পারায়
[গ] প্রথম স্তরের খাদক হওয়ায়
✅ শক্ত খাবার খেতে না পারায়

৩৬২. ১টি গরুকে দৈনিক কত কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে? (জ্ঞান) [কুষ্টিয়া জিলা স্কুল]
✅ ২-৩ কেজি
[খ] ৩-৫ কেজি
[গ] ৪-৬ কেজি
[ঘ] ১-২ কেজি

৩৬৩. স্থানীয় কৃষিবিদ আফসার মিয়াকে গবাদিপশুর জন্য ইউরিয়া মোলাসেস খড় তৈরি করে খাওয়াতে বললেন। উক্ত খাবার তৈরিতে খড়ের সাথে ঝোলাগুড় মিশাতে বললেন। ৪০ কেজি খড়ের জন্য কত গ্রাম ঝোলাগুড় মেশাতে হবে? (প্রয়োগ)
[ক] ৪০০
[খ] ৫০০
✅ ৬০০
[ঘ] ৭০০

৩৬৪. ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে কত গ্রাম ইউরিয়া ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] ৫০
✅ ৯০
[গ] ১২০
[ঘ] ১৫০

৩৬৫. একটি গরুকে দৈনিক কত গ্রাম ব্লক জিহবা দিয়ে চেটে খেতে দিতে হবে? (জ্ঞান)
[ক] ২০০
✅ ৩০০
[গ] ৪০০
[ঘ] ৫০০

৩৬৬. কেমন আবহাওয়ায় অ্যালজি দ্রুত বৃদ্ধি পায়? (জ্ঞান)
✅ উষ্ণ
[খ] শীতল
[গ] আর্দ্র
[ঘ] শুষ্ক

৩৬৭. শুষ্ক অ্যালজিতে শতকরা কত ভাগ আমিষ থাকে? (জ্ঞান)
[ক] ৩০-৪০
[খ] ৪০-৫০
✅ ৫০-৭০
[ঘ] ৭০-৮০

৩৬৮. শুষ্ক অ্যালজি খাদ্য চর্বির পরিমাণ শতকরা কত ভাগ? [চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]
[ক] ৮-২৬
✅ ২০-২২
[গ] ৩০-৫০
[ঘ] ৫০-৭০

৩৬৯. শামীম ২০ বর্গমিটার কৃত্রিম পুকুর থেকে অ্যালজির পানি নিয়ে তার গরুকে খাওয়ায়। তার পুকুরটি হতে প্রতিদিন কত লিটার অ্যালজির পানি সংগ্রহ করা সম্ভব? [যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] ৫০ লিটার
[খ] ৭৫ লিটার
✅ ১০০ লিটার
[ঘ] ১৫০ লিটার

৩৭০. অ্যালজির পানির রঙের বর্ণ কেমন হয়? [সীতাকুণ্ড গার্লস স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
[ক] ছাই
[খ] সবুজ
✅ গাঢ় সবুজ
[ঘ] কালচে

৩৭১. আঙ্গুলে পোনার জন্য দেহের ওজনের শতকরা কত ভাগ সম্পূরক খাদ্য প্রয়োজন? (জ্ঞান)
✅ ৫-১০
[খ] ১০-১৫
[গ] ২০-২৫
[ঘ] ৩০-৩৫

৩৭২. অ্যালজিতে প্রচুর পরিমাণ কোন ভিটামিন থাকে? (জ্ঞান)
[ক] এ ও বি
[খ] কে ও সি
✅ সি ও বি
[ঘ] ডি ও সি

৩৭৩. শুষ্ক অ্যালজিতে শতকরা কত ভাগ শর্করা থাকে? (জ্ঞান)
[ক] ৮-২০
✅ ৮-২৬
[গ] ৮-৩০
[ঘ] ৮-৩৫

৩৭৪. অ্যালজি উৎপাদনের পর কত দিনের মধ্যে অ্যালজির পানি গরুকে খাওয়ানোর জন্য উপযুক্ত হয়? (জ্ঞান)
[ক] ৩-৪
[খ] ৫-৭
[গ] ৮-১০
✅ ১২-১৫

৩৭৫. আসলাম মিয়া তার ২০ বর্গমিটার পুকুর থেকে অ্যালজির পানি সংগ্রহ করে গরুকে খাওয়ায়। তার ২০ বর্গমিটার পুকুর থেকে প্রতিদিন প্রায় কত লিটার অ্যালজির পানি উৎপাদন সম্ভব? (প্রয়োগ)
[ক] ৫০
✅ ১০০
[গ] ১৫০
[ঘ] ২০০

৩৭৬. মিল্ক রিপ্লেসার কী ধরনের পশু খাদ্য? (জ্ঞান)
[ক] দানাদার
[খ] ঘাস জাতীয়
[গ] শুকনা জাতীয়
✅ তরল জাতীয়

৩৭৭. বাছুরের বয়স অনুসারে দৈনিক কত লিটার মিল্ক রিপ্লেসার খাওয়ানো যায়? (জ্ঞান)
[ক] ০.১-০.৫
✅ ০.৫-৩
[গ] ০.৫-৫
[ঘ] ০.৫-৭

৩৭৮. মিল্ক রিপ্লেসার তৈরি করতে শতকরা কত ভাগ স্কিম মিল্ক প্রয়োজন হয়? (জ্ঞান)
[ক] ৩৫
[খ] ৪৫
[গ] ৫৫
✅ ৬৫

৩৭৯. কাফ স্টার্টার কী? (জ্ঞান)
[ক] মুরগির খাদ্য
[খ] পাখির খাদ্য
✅ বাছুরের খাদ্য
[ঘ] হাঁসের খাদ্য

৩৮০. কাফ স্টার্টারের যব ও ভুট্টার অনুপাত কত? (জ্ঞান)
✅ ১ ঃ ৩
[খ] ২ ঃ ৫
[গ] ৩ ঃ ৫
[ঘ] ৫ ঃ ২

৩৮১. কাফ স্টার্টরের ছানার গুঁড়া ও গমের ভুসির অনুপাত কত? (জ্ঞান)
[ক] ১ ঃ ৩
[খ] ১ ঃ ২
[গ] ২ ঃ ১
✅ ১ ঃ ১

৩৮২. কোনটিতে কাফ স্টার্টারের পরিমাণ সব থেকে বেশি? (প্রয়োগ) [যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ তুলাবীজে
[খ] গমের ভুসিতে
[গ] ভূট্টায়
[ঘ] যবে

৩৮৩. কুঁড়া, খৈল, ফিশমিলের অনুপাত ১ ঃ ১ ঃ ১। এখানে খুড়া ১ কেজি হলে খৈল কত কেজি? [চট্টগ্রাম কলেজিয়েট স্কুল]
[ক] ২ কেজি
[খ] ১১২ কেজি
✅ ১ কেজি
[ঘ] ৫০০ গ্রাম

৩৮৪. মিল্ক রিপ্লেসার তৈরি করতে শতকরা কত ভাগ উদ্ভিজ তেল ছানার দুধ প্রয়োজন হয়? (জ্ঞান)
[ক] ৫
[খ] ১০
[গ] ১৫
✅ ২০

৩৮৫. কাফ স্টার্টার তৈরি করতে শতকরা কত ভাগ ভুট্টা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ১৫
[খ] ২০
[গ] ২৫
✅ ৩০

৩৮৬. কাফ স্টার্টার তৈরি করতে শতকরা কত ভাগ গমের ভুসি প্রয়োজন? (জ্ঞান)
✅ ১০
[খ] ২০
[গ] ৩০
[ঘ] ৪০

৩৮৭. আঁশবিহীন লম্বা শুঁড়যুক্ত মাছকে কী বলে? (জ্ঞান)
✅ ক্যাটফিশ
[খ] ডগফিশ
[গ] ফ্লাইফিশ
[ঘ] হর্নফিশ

৩৮৮. রেণু পোনার জন্য দেহের ওজনের কত ভাগ সম্পূরক খাদ্য দিতে হয়? (জ্ঞান)
[ক] ৫ - ১০%
✅ ১০-২০%
[গ] ২০-৩০%
[ঘ] ৩০-৪০%

৩৮৯. নিচের কোনটি আমিষ সম্পূরক খাদ্য? (অনুধাবন)
✅ প্রোটিন কনসেনট্রেট
[খ] ভিটামিন প্রিমিক্স
[গ] খনিজ প্রিমিক্স
[ঘ] লেয়ার প্রিমিক্স

৩৯০. কাফ স্টার্টার নিচের কোন প্রাণীর উপযোগী দানাদার খাদ্য মিশ্রণ? (অনুধাবন)
✅ বাছুর
[খ] গরু
[গ] মুরগি
[ঘ] হাঁস

৩৯১. একটি বাছুরকে যদি দৈনিক ২ লিটার মিল্ক রিপ্লেসার খাওয়ানো হয় তাতে কতটুকু আমিষ থাকবে? (প্রয়োগ)
[ক] ২০০ গ্রাম
✅ ৪০০ গ্রাম
[গ] ৬০০ গ্রাম
[ঘ] ৮০০ গ্রাম

৩৯২. শুষ্ক অ্যালজিতে শতকরা ৫০-৭০ ভাগ আমিষ থাকে। ১০ কেজি শুষ্ক অ্যালজিতে কতটুকু আমিষ পাওয়া যাবে? (প্রয়োগ)
[ক] ২ - ৩ কেজি
✅ ৫- ৭ কেজি
[গ] ৯ - ১১ কেজি
[ঘ] ১৩ - ১৫ কেজি

SSC কৃষিশিক্ষা mcq ❤ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৯৩. বাছুরের খাদ্য হচ্ছে- (অনুধাবন)
i. মিল্ক রিপ্লেসার
ii. কাফ স্টার্টার
iii. অ্যালজি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৩৯৪. অ্যালজির পানি খাওয়ানো যায়- (অনুধাবন)
i. বাছুরকে
ii. গাভীকে
iii. বলদকে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৩৯৫. মাছকে খাবার দিতে হবে- (অনুধাবন)
i. সকালে
ii. বিকালে
iii. রাতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯৬. FCR এর মান কম হলে- (অনুধাবন)
i. খাদ্যের গুণগত মান নষ্ট হয়
ii. খাদ্যের গুণগত মান ভালো হয়
iii. অধিক মাছ উৎপাদন করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯৭. সরপুঁটি মাছকে সম্পূরক খাদ্য হিসেবে দেয়া হয়- (অনুধাবন)
i. আটা
ii. কুটিপানা
iii. ক্ষুদিপানা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯৮. ক্লোরেলা বেঁচে থাকে- (অনুধাবন)
i. অক্সিজেন ত্যাগ করে
ii. পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড আহরণ করে
iii. পানিতে দ্রবীভূত জৈব নাইট্রোজেন আহরণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৯৯. অ্যালজি চাষের প্রয়োজনীয় উপকরণ- (অনুধাবন)
i. অ্যালজির বীজ
ii. ইউরিয়া
iii. চালের গুঁড়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০০. অ্যালজির চাষ করা যায়- (অনুধাবন)
i. মাটির চাড়িতে
ii. প্লাস্টিকের চাড়িতে
iii. সিমেন্টের চাড়িতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০১. মিল্ক রিপ্লেসারে- (অনুধাবন)
i. ২০% আমিষ থাকে
ii. ১৭% শর্করা থাকে
iii. ১০% অধিক চর্বি থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০২. মিল্ক রিপ্লেসার তৈরিতে ছানার দুধ এর পরিমাণ থাকে- (অনুধাবন)
i. রেশন-১-এ ১০ ভাগ
ii. রেশন-২-এ ৯ ভাগ
iii. রেশন-৩-এ ১১ ভাগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০৩. কাফ স্টার্টার হলো- (অনুধাবন)
i. দানাদার খাদ্য
ii. আঁশযুক্ত খাদ্য
iii. তরল জাতীয় খাদ্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০৪. কাফ স্টার্টারে- (অনুধাবন)
i. ২০% এর অধিক পরিপাচ্য আমিষ থাকে
ii. ২৭% এর অধিক চর্বি থাকে
iii. ১০% এর কম আঁশযুক্ত খাদ্য থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০৫. বাজারে তৈল খনিজ সম্পূরক হিসেবে পাওয়া যায়- (অনুধাবন)
i. ভিটামিন
ii. খনিজ প্রিমিক্স
iii. প্রোটিন কনসেনট্রেট

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪০৬. ফিশমিলের বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. চিটাগুড়
ii. ময়দা
iii. আটা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC কৃষিশিক্ষা mcq ❤ অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০৭ ও ৪০৮ নং প্রশ্নের উত্তর দাও :
কবির মিয়া তার পুকুরে মিশ্র চাষের মাধ্যমে মাছ উৎপাদন করে। কিন্তু তেমন লাভজনক না হওয়ায় মৎস্য কর্মকর্তা তার পুকুরে অধিক উৎপাদনের জন্য সম্পূরক খাদ্য প্রয়োগ করতে বললেন।

৪০৭. কবির মিয়া তার পুকুরে গ্রাসকার্প ও সরপুঁটি মাছের জন্য কোন প্রকারের সম্পূরক খাদ্য প্রয়োগ করবে? (প্রয়োগ)
✅ ক্ষুদিপানা
[খ] সরিষার খৈল
[গ] চালের কুঁড়া
[ঘ] ফিশমিল

৪০৮. মৎস্য কর্মকর্তা সম্পূরক খাদ্য প্রয়োগের ওপর জোর দেওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. পুষ্টি চাহিদা পূরণের জন্য
ii. প্রাকৃতিক খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য
iii. বেশি উৎপাদন পাওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

3 comments:

  1. Anonymous7:44:00 AM


    কোন ধরনের মাটি চাষ করা যায় না

    ReplyDelete
    Replies
    1. Anonymous7:51:00 PM

      শুষ্ক মাটি চাষ করা যায় না

      Delete
  2. Anonymous8:51:00 PM

    প্রতি কেজি ধান বীজ শোধনের জন্য কত গ্রাম কার্বক্সিন+থিরাম দরকার

    ReplyDelete