G

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন মডেল টেস্ট-১ pdf download

বোর্ড প্রশ্ন/মডেল টেস্ট 
এইচএসসি পরীক্ষা 
বিষয়: হিসাববিজ্ঞান ১ম পত্র 
সৃজনশীল প্রশ্ন
 pdf download
বিষয় কোড: ২৫৩ 

সময়: ২ ঘন্টা ৩৫ মিনিট      পূর্ণমান: ৫০ 
[দ্রষ্টব্য: ডানপাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।  ক বিভাগ হতে দু’টি, খ বিভাগ হতে যেকোনো পাঁচটি প্রশ্নসহ সর্বমোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে]

ক-বিভাগ
১. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সুবাত ট্রেডিং-এর রেওয়ামিল নিম্নরূপঃ
সুবাত ট্রেডিং-এর রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৮

হিসাবের নাম

ডেবিট টাকা

ক্রেডিট টাকা

নগদ তহবিল

বেতন

আসবাবপত্র

উত্তোলন (১-৪-২০১৮)

অগ্রিম বিমা

১০% প্রদেয় নোট

সাপ্লাইজ

উপযোগ খরচ

প্রদেয় হিসাব

পুঞ্জীভূত অবচয় - আসবাবপত্র

অনুপার্জিত সেবা আয়

বিজ্ঞাপন

সেবা আয়

প্রাপ্য হিসাব

মূলধন

 

৩০,০০০

১২,০০০

৮০,০০০

৫,০০০

২০,০০০

 

৭,০০০

৮,০০০

 

 

 

২১,০০০

 

৩২,০০০

 

 

 

 

 

১৫,০০০

 

 

১০,০০০

৪,০০০

২০,০০০

 

৮০,০০০

 

৮৬,০০০

২,১৫,০০০

২,১৫,০০০

 
অন্যান্য তথ্যাবলিঃ (১) সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি ২০,০০০ টাকা; (২) প্রতি মাসে বিমা খরচ অতিক্রান্ত হয়েছে ১,০০০ টাকা; (৩) সাপ্লাইজ মজুদ রয়েছে ২,০০০ টাকা; (৪) অনুপার্জিত সেবা আয়ের ৫,০০০ টাকা উপার্জিত হয়েছে; (৫) আসবাবপত্রের ওপর ৫% হারে অবচয় ধার্য কর।
ক. ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ নির্ণয় কর। ২
খ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিট আয় বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর। ৪
গ. প্রতিষ্ঠানের ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখের কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় কর। ৪

২. শারমিন অ্যান্ড সন্স-এর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপঃ

শারমিন অ্যান্ড সন্স-এর রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৮

হিসাবের নাম

ডেবিট টাকা

ক্রেডিট টাকা

মজুদ পণ্য (১-১-২০১৮)

পণ্য ক্রয় (১৫% ভ্যাটসহ)

পণ্য বিক্রয় (১৫% ভ্যাটসহ)

মজুরি

বতন

প্রাপ্য হিসাব

প্রদেয় হিসাব

বিজ্ঞাপন

অনাদায়ি পাওনা সঞ্চিতি

বিমা খরচ

৫% ঋণ (১-৭-২০১৮)

ইজারা সম্পত্তি (১০ বছর)

উত্তোলন

মূলধন

হাতে নগদ

২০,০০০

৬৯,০০০

 

৮,০০০

১২,০০০

২৮,০০০

 

২,০০০

 

১,০০০

 

৬০,০০০

১০,০০০

 

৩০,০০০

 

 

১,০৩,৫০০

 

 

 

১১,৫০০

 

৫,০০০

 

৪০,০০০

 

 

৮০,০০০

 

২,৪০,০০০

২,৪০,০০০

 
সমন্বয়সমূহঃ (১) সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা; (২) বিজ্ঞাপন খরচ ১/৪ পরবর্তী বছরের জন্য বিলম্বিত করতে হবে; (৩) বাকিতে পণ্য বিক্রয় ৪,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি; (৪) প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে।
ক. ভ্যাট চলতি হিসাব তৈরি কর। ২
খ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটি আয় বিবরণী প্রস্তুত কর। ৪
গ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র সৃজনশীল প্রশ্ন/মডেল টেস্ট

খ - বিভাগ
৩. জনাব সাকিবের ২০১৮ সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো নিম্নরূপঃ
জানু. ১ নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন।
” ৪ মাসিক ১০,০০০ টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দিলেন।
” ১০ ধারে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।
” ১৪ নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
” ২০ নগদে পণ্য বিক্রয় ১,০০,০০০ টাকা।
” ২৫ নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান ১,৫০০ টাকা।
” ৩০ কর্মচারীর বেতন প্রদান ৮,০০০ টাকা।
ক. লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ কর। ২
খ. ১, ১০, ১৪, ২০ তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত কর। ৪
গ. ক্রয় হিসাব এবং নগদান হিসাব প্রস্তুত কর। ৪

৪. সেলিম ট্রেডার্সের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো ছিলঃ
নগদ ১,০০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ১,৫০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা এবং প্রদেয় হিসাব ৪০,০০০ টাকা। ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপঃ
জানু. ৫ ১০% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।
” ৮ নগদ ৩০,০০০ টাকা এবং ধারে ৯০,০০০ টাকার পণ্য ক্রয়।
” ১০ তিন মাসের ভাড়া অগ্রিম প্রদান ১৫,০০০ টাকা।
” ১২ বিবিধ খরচ পরিশোধ ১,২০০ টাকা।
” ১৬ ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় ১,২০,০০০ টাকা (নগদে ৬০%, ধারে ৪০%)।
” ২৫ একজন খরিদ্দারের নিকট হতে ৩০,০০০ টাকা পাওয়া গেল।
” ২৮ অগ্রিম প্রদত্ত ভাড়ার ১ মাস অতিক্রান্ত হয়েছে।
ক. প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। ২
খ. টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও। ৪
গ. ২০১৮ সালের ৩১ জানুয়ারি সমাপ্ত মাসের আয় বিবরণী প্রস্তুত কর। ৪

৫. রাজ্জাক ট্রেডার্স-এর ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপঃ

হিসাবের নাম

টাকা

হিসাবের নাম

টাকা

হাতে নগদ (১-১-১৮)

কলকব্জা

১০% ব্যাংক ঋণ

বকেয়া ভাড়া

আসবাবপত্র

বাংক জমা (১-১-১৮)

সুনাম

হাতে নগদ (৩১-১২-১৮)

লভ্যাংশ প্রদান

১৫,০০০

৪২,০০০

১০,০০০

২,০০০

১০,০০০

১২,০০০

১০,০০০

৮,০০০

৫,০০০

মূলধন

ক্রয়

বিজ্ঞাপন খরচ

প্রদেয় হিসাব

বিক্রয়

মজুদ পণ্য (১-১-১৮)

মজুদ পণ্য (৩১-১২-১৮)

বিক্রয় বাট্টা

ব্যাংক জমা (৩১-১২-২০১৮)

প্রাপ্য হিসাব

৭৫,০০০

৫০,০০০

৫,০০০

১৫,০০০

৭০,০০০

১০,০০০

২৮,০০০

২,০০০

২০,০০০

১০,০০০

ক. যে সমস্ত দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তাদের তালিকা তৈরি কর। ২
খ. ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখের মোট সম্পত্তি ও মোট দায়ের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. উপরিউক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো দিয়ে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে একটি রেওয়ামিল তৈরি কর। ৪

৬. মি. রহিম ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা, ২০,০০০ টাকার পণ্য এবং ১০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপঃ
জানু. ৪ ব্যাংকে জমা দেয়া হলো ২০,০০০ টাকা।
” ৮ কারবারের জন্য একটি কম্পিউটার ক্রয় ৪০,০০০ টাকা
” ১০ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ৫০,০০০ টাকা।
” ১২ রবিনের নিকট হতে পণ্য ক্রয় ৪২,০০০ টাকা।
” ১৪ নগদ বিক্রয় ৭০,০০০ টাকা।
” ২০ অফিস সরঞ্জামের ওপর ৩,০০০ টাকা অবচয় ধার্য করতে হবে।
” ২২ নোটের মাধ্যমে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা।
” ২৫ সুদসহ ব্যাংক ঋণ পরিশোধিত হয় ১২,০০০ টাকা (সুদ ২,০০০ টাকা)।
” ৩০ ব্যাংক হতে উত্তোলন করা হলো ৮,০০০ টাকা।
ক. যে সমস্ত দফা নগদান বইতে লিপিবদ্ধ হবে না তার মোট পরিমাণ কত? ২
খ. ১২, ২০, ২২ এবং ২৫ তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত কর। ৪
গ. দু’ঘরা নগদান বই প্রস্তুত কর। ৪

৭. ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে রূপালি লিমিটেড এর অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ১,৫০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ৪১,৫০০ টাকা। অবলোপনকৃত অনাদায়ি পাওনার পরিমাণ ২,৫০০ টাকা এবং অলিখিত অনাদায়ি পাওনা ২,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে।
ক. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি নির্ণয় কর। ২
খ. অনাদায়ি পাওনা হিসাব ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর। ৪
গ. অনাদায়ি পাওনা হিসাব ও অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাবকে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে প্রদর্শিত হবে তা দেখাও। ৪

৮. জনাব রহমানের হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছেঃ
(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৭০,০০০ টাকা।
(২) ৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনও ব্যাংকে উপস্থাপিত হয় নি।
(৩) ১০,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয় নি।
(৪) দেনাদার কর্তৃক সরাসরি ১৫,০০০ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নি।
(৫) ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান ৩,০০০ টাকা।
(৬) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২,০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৭) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১০০ টাকা এবং ব্যাংক সুদ ২০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয় নি।
ক. ব্যাংক বিবরণীতে লেখা হয় নি এরূপ লেনদেনের তালিকা তৈরি কর। ২
খ. উপরিক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর। ৪
গ. ৪, ৫, ৬, এবং ৭ নং লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও। ৪

৯. তামিম এন্টারপ্রাইজ ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন ব্যয় এবং সংস্থাপন ব্যয় যথাক্রমে ১০,০০০ টাকা ও ২০,০০০ টাকা ছিল। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল ৫ বছর এবং ভগড়বাবশেষ মূল্য ৪০,০০০ টাকা। মেশিনটির ওপর
ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ক. অবচয়ের হার ও ১ম বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. ১ম দুই বছরের জন্য পুঞ্জীভ‚ত অবচয় হিসাব প্রস্তুত কর। ৪
গ. ১ম দুই বছরের জন্য মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত কর। ৪

১০. মেসার্স নাহিদ ট্রেডার্সের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলোঃ
মেসার্স নাহিদ ট্রেডার্সের রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৮

হিসাবের নাম

ডেবিট টাকা

ক্রেডিট টাকা

বেতন

ক্রয়

প্রাপ্য হিসাব

বিক্রয়

অগ্রিম ভাড়া

কমিশন প্রাপ্তি

আসবাবপত্র

মূলধন

৫,০০০

১৫,০০০

৩০,০০০

 

৩,০০০

 

১২,০০০

 

 

 

 

৩০,০০০

 

৪,০০০

 

৩১,০০০

৬৫,০০০

৬৫,০০০

অন্যান্য তথ্যাবলি : (১) বকেয়া বেতন ১,০০০ টাকা; (২) অগ্রিম ভাড়া মাসিক ২০০ টাকা হারে নিঃশেষ হয়েছে; (৩) অলিখিত ক্রয় ১,০০০ টাকা; (৪) আসবাবপত্রের ওপর ৫% হারে অবচয় ধার্য কর।
ক. প্রয়োজনীয় বিপরীত দাখিলা দাও। ২
খ. প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও। ৪
গ. ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র প্রস্তুত কর। ৪

১১. জনাব করিম একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। নগদান বই বিশ্লেষণ করে ২০১৮ সালের নিম্নলিখিত হিসাব তথ্যাদি প্রদর্শিত হয়ঃ

প্রাপ্তিসমূহ

টাকা

প্রদানসমূহ

টাকা

প্রাপ্য হিসাব

হতে প্রাপ্তি

অতিরিক্ত

মূলধন

 

৫৫,০০০

 

১৫,০০০

ব্যাংক জমাতিরিক্ত (১-১-১৮)

প্রদেয় হিসাবকে প্রদান

সাধারণ খরচ

উত্তোলন

ভাড়া

ব্যাংক জমা (৩১-১২-১৮)

নগদ জমা (৩১-১২-১৮)

৯,০০০

২৪,০০০

১১,০০০

৬,০০০

১২,০০০

৬,০০০

২,০০০

৭০,০০০

৭০,০০০

 
 অন্যান্য তথ্যাবলিঃ

হিসাবের নাম

০১-০১-২০১৮ টাকা

৩১-১২-২০১৮ টাকা

আসবাবপত্র

যন্ত্রপাতি

মজুদ পণ্য

প্রাপ্য হিসাব

প্রদেয় হিসাব

১০,০০০

২০,০০০

২০,০০০

৫৫,০০০

২০,০০০

১০,০০০

২০,০০০

২১,০০০

৭৫,০০০

২৫,০০০

আসবাবপত্র ও যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য কর এবং প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি ধার্য কর।
ক. প্রারম্ভিক মূলধন নির্ণয় কর। ২
খ. ধারে বিক্রয় ও ধারে ক্রয়ের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. নিট লাভ ১৭,২৫০ টাকা হলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪

1 comment: