G

বেসিক কম্পিউটার এ্যাপলিকেশন কোর্স মাত্র ৫০০ টাকা

 Basic Computer Application Course 
 
Basic Computer Application Course. Computer Application Course. Computer Course.
বেসিক কম্পিউটার এ্যাপলিকেশন কোর্সটির বৈশিষ্ট্যঃ
  • মোট ক্লাসঃ ২০ টি 
  • মোট ঘণ্টাঃ ৬০ ঘণ্টা 
  • ক্লাসের দিনঃ রবিবার থেকে বৃহস্পতিবার 
  • প্রতিদিন ক্লাসের ঘণ্টাঃ ৩.০০  ঘণ্টা 
  • ক্লাসের সময়ঃ বিকাল ৪.০০ টা - রাত ৭.০০ টা।

বেসিক কম্পিউটার এ্যাপলিকেশন কোর্সটি যাদের জন্য বিশেষভাবে উপযোগীঃ
  • স্বাধীনভাবে যারা অনলাইনে কাজ করে ঘরে বসে আয় করতে চান।
  • অনলাইন যারা উদ্যোক্তা হতে চান।
  • আইটি স্পেশালিস্ট হতে চান যারা।

শিক্ষাগত যোগ্যতাঃ
  • নূন্যতম এইচএসসি / সমমান পাস থাকতে হবে।

অন্যান্য শর্তাবলীঃ
  • কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
  • বাসায় ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে।
  • আবশ্যিকভাবে ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা থাকতে হবে অনলাইন ক্লাসের জন্য।
  • অনলাইন ক্লাসে প্রতিদিন উপস্থিত থাকতে হবে।
  • অনলাইন পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে।

সুযোগ-সুবিধাঃ
  • প্রশিক্ষণার্থীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী প্রদান।
  • কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান।
  • মহিলা/নারীদের জন্য ৩০% কোটা।
  • বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ২% কোটা সংরক্ষিত।

আবেদনপত্রের সংগে সংযুক্তিঃ
  • আবেদনকারীর ছবি। ছবির সাইজ 300x300px হতে হবে এবং 100 কিলোবাইটের বেশী হবে না।
  • আবেদনকারীর স্বাক্ষর। স্বাক্ষরের সাইজ 300x300px হতে হবে এবং 100 কিলোবাইটের বেশী হবে না।
  • সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের স্ক্যান ফাইল। শিক্ষা সনদের স্ক্যান কপির সাইজ 200 কিলোবাইটের বেশী হবে না।
  • জন্মসনদ পত্র/জাতীয় পরিচয় পত্র/যে কোন ID কার্ডের স্ক্যান কপি। জন্মসনদ পত্র/জাতীয় পরিচয় পত্র/ID কার্ডের স্ক্যান কপির সাইজ 100 কিলোবাইটের বেশী হবে না।

বেসিক কম্পিউটার এ্যাপলিকেশন কোর্স ফি
মাত্র ৫০০/- টাকা


No comments:

Post a Comment