G

HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র (Srijonshil) সৃজনশীল প্রশ্ন-১ pdf download

বোর্ড প্রশ্ন/মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষা
বিষয়: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র
সৃজনশীল প্রশ্ন
 pdf download
বিষয় কোড: ২৯২

সময়-২ ঘণ্টা ৩০ মিনিট         পূর্ণমান-৭০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। নিচের উদ্দীপকগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও]

১. আলফা লি. তার অর্থ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং কম ঝুঁকিপূর্ণ, কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ, আবার কিছু প্রকল্প আছে যেখানে কোনো ঝুঁকি নেই। কিন্তু বেটা লি. সমুদয় অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেছেন। প্রকল্পটি অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ। বেটা লি. এর আর্থিক ব্যবস্থাপক তার নগদ অর্থ এমনভাবে ব্যবহার করেন যাতে তার কারবার পরিচালনায় কোনো সমস্যা না হয়। তিনি কারবারে কোনো অলস অর্থ সংরক্ষণ করেন না।
ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. বিনিয়োগ সিদ্ধান্ত কী? ব্যাখ্যা কর। ২
গ. আলফা লি. কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি আলোচনা কর। ৩
ঘ. বেটা লি. কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ তুলনামূলকভাবে আলোচনা কর। ৪

২. জনাব জনসন সোনালী ব্যাংক থেকে প্রাথমিক গণপ্রস্তাব গ্রহণ করে ৪০০টি শেয়ার ক্রয় করেন। কিন্তু তার বন্ধু জ্যাকসন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে স্টক দালালের মাধ্যমে শেয়ার ক্রয় করেন এবং শেয়ারের দাম বৃদ্ধি পেলে তিনি উক্ত শেয়ারগুলো ঐ বাজারে বিক্রি করেন। শেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জ্যাকসন বেশ মুনাফা অর্জন করেন। বাংলাদেশে ১৯৬৯ সালে স্টক এক্সচেঞ্জসমূহকে নিয়ন্ত্রণ করার জন্য একটি কমিশন গঠিত হয়।
ক. মানি লন্ডারিং কী? ১
খ. আর্থিক বাজার কী? বুঝিয়ে লেখ। ২
গ. কোন শেয়ার বাজারে জনসন তার অর্থ বিনিয়োগ করেছেন? বাজারটি সম্পর্কে আলোচনা কর। ৩
ঘ. ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম কী? জ্যাকসন কর্তৃক বিনিয়োগকৃত মার্কেটের আলোকে উক্ত কমিশনের ভূমিকা আলোচনা কর। ৪

৩. নাহিদ ৫ বছর পর একটি মটর সাইকেল কিনতে ইচ্ছুক। ৫ বছর পর মটর সাইকেলটির বাজারমূল্য হবে ১,৫০,০০০ টাকা। তার বাবা এই লক্ষ্যে সোনালী ব্যাংকে ৭০,০০০ টাকা এখন জমা রাখতে চায়। সোনালী ব্যাংক ১২% সুদ দেয় যা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধিকরণ করা হয়।
ক. বৃত্তি কী? ১
খ. ৬৯ বিধিটি বুঝিয়ে লিখ। ২
গ. উদ্দীপকের আলোকে কার্যকরী সুদের হার নির্ণয় কর। ৩
ঘ. মেয়াদ শেষে নাহিন কী মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে? গাণিতিকভাবে যুক্তি প্রদর্শন কর। ৪

৪. P লি. এর বার্ষিক নগদের প্রয়োজন ৪,৮০,০০০ টাকা। কোম্পানি সমপরিমাণ মূল্যের বিক্রয়যোগ্য সিকিউরিটি সংরক্ষণ করে। সিকিউরিটি থেকে প্রয়োজনীয় আয়ের হার ১২% এবং এইসব স্বল্পমেয়াদি সিকিউরিটিতে নগদে রূপান্তরের জন্য প্রতি লেনদেন ব্যয় ১৫০ টাকা। অন্যদিকে Q লি. এর গড় উৎপাদন সময় ৫০ দিন, গড় সংগ্রহ সময় ৪০ দিন এবং গড় পরিশোধ সময় ৩০ দিন। বার্ষিক নগদের প্রয়োজন ৩,০০,০০০ টাকা।
ক. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কী? ১
খ. চলতি সম্পদ ব্যবস্থাপনা কী? বুঝিয়ে লিখ। ২
গ. P লি. এর কাম্য নগদের পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. Q লি. এর ন্যূনতম পরিচালন নগদ নির্ণয় কর। ন্যূনতম নগদ ৬০,০০০ টাকা স্থির করা হলে নগদ আবর্তনের উপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর। ৪

৫. রুবেল লি.-এর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের শেষে তুলনামূলক আর্থিক তথ্য নিম্নরুপ:

বিবরণ

টাকা

বিবরণ

টাকা

নিট মুনাফা

দেনাদার হ্রাস

অবচয় খরচ

মজুদপণ্য বৃদ্ধি

যন্ত্রপাতি ক্রয়

৬৫,০০০

১২,০০০

৮,০০০

১৫,০০০

৬০,০০০

পাওনাদার বৃদ্ধি

শেয়ার বিক্রি

লভ্যাংশ প্রদান

বন্ডকে শেয়ারে রূপান্তর

প্রারম্ভিক নগদ

৭,০০০

৫০,০০০

২২,০০০

৪০,০০০

৪৭,০০০

ক. সমচ্ছেদ বিন্দু কী? ১
খ. নগদ প্রবাহ কী? বুঝিয়ে লিখ। ২
গ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় কর। ৩
ঘ. ২০১৮ সালের নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে সমাপনী নগদ নির্ণয় কর। ৪

৬. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে আতিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় ও ব্যয়সংক্রান্ত তথ্য নিম্নরুপ:
বিক্রয় - ২৫,০০০ একক
এককপ্রতি বিক্রয়মূল্য - ১২ টাকা
এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় - ৫ টাকা
স্থির ব্যয় - ১,৪০,০০০ টাকা
ক. মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ কী? ১
খ. স্থায়ী ব্যয় কী? বুঝিয়ে লিখ। ২
গ. সমচ্ছেদ বিক্রয় নির্ণয় কর (টাকায়)। ৩
ঘ. চলতি বছরের মুনাফা নির্ণয় কর। বিক্রয়ের পরিমাণ ১০% বৃদ্ধি এবং পরিবর্তনশীল ব্যয় ২০% হ্রাস করা হলে কোম্পানির চলতি মুনাফার কী পরিবর্তন হবে? ৪

৭. জনাব এস আলম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তিনি একটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছেন। প্রকল্পের প্রাথমিক প্রাক্কলিত নগদ বহিঃপ্রবাহ ২,০০,০০০ টাকা। প্রকল্পের মেয়াদ ৪ বছর এবং ভগড়বাবশেষ মূল্য নেই। কোম্পানি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রয়োজনীয় আয়ের হার ১০% এবং কর্পোরেট কর ৪০%। প্রকল্পটির প্রাক্কলিত করপূর্ব নগদ অন্তঃপ্রবাহ নিম্নরুপ:

বিবরণ

বছর-১

বছর-২

বছর-৩

বছর-৪

করপূর্ব নগদ প্রবাহ (টাকা)

৮০,০০০

৭০,০০০

৮০,০০০

১,০০,০০০

ক. পরস্পর বর্জনশীল প্রকল্প কী? ১
খ. পে ব্যাক সময় পদ্ধতি কী? বুঝিয়ে লিখ। ২
গ. প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় কর। ৩
ঘ. প্রকল্পের নিট বর্তমান মূল্য নির্ণয় কর এবং প্রকল্পের গ্রহণযোগ্যতার উপর মন্তব্য কর। ৪

৮. জনাব স্বপন তার অলস অর্থ বন্ডে বিনিয়োগ করতে চাইছেন। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে ২টি বন্ড নির্বাচন করেন। উভয় বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা। প্রত্যাশিত আয়ের হার ১০%। বন্ড দুটির তথ্য নিচে দেওয়া হলো:

বন্ড

কুপন সুদের হার

বাজার মূল্য

মেয়াদ

পরিপক্ব মূল্য

A

১২%

১১০০ টাকা

-

১,০০০ টাকা

B

-

৬০০ টাকা

১২ বছর

১,৫০০ টাকা

ক. কুপন বন্ড কী? ১
খ. কার্যকরী মূলধন ধারণাটি আলোচনা কর। ২
গ. অ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় কর। ৩
ঘ. বন্ডের বর্তমান মূল্য বিবেচনায় স্বপনের কোন বন্ডে বিনিয়োগ করা উত্তম? বিশ্লেষণ কর। ৪

৯. নুসরাত লি. এর মূলধন কাঠামো নিম্নরুপ:

মূলধনের উৎস

পরিমাণ (টাকা)

সাধারণ শেয়ার মূলধন

৫,০০,০০০

৮% অগ্রাধিকার শেয়ার মূলধন

২,০০,০০০

১০% বন্ড

৩,০০,০০০

মোট =

১০,০০,০০০

প্রতি সাধারণ শেয়ারের বাজার মূল্য ২০০ টাকা, কোম্পানি আগামী বছর প্রতি শেয়ারে ১৫ টাকা করে লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নেয়। লভ্যাংশ বৃদ্ধির হার ৪%। কোম্পানির কর হার ৪০%।
ক. মূলধন কাঠামো কী? ১
খ. ‘সাধারণ শেয়ার মূলধনের ব্যয় আছে’- ব্যাখ্যা কর। ২
গ. কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় কর। ৩
ঘ. প্রতিষ্ঠানটির ভারযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয় কর। ৪

১০. সাবরিনা এইচ,এস,সি পরীক্ষায় এচঅ-৫ পেয়েছে। তার বাবা তাকে ১,০০,০০০ টাকা পুরস্কার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার বাবা তাকে এই অর্থ গ্রহণ করার ২টি বিকল্প প্রস্তাব দেয়। বিকল্প দুটি নিম্নরুপ:
বিকল্প-১: সে ৫ বছর যাবত প্রতি বছরের শুরুতে যথাক্রমে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা পাবে।
বিকল্প-২: সে ৫ বছর যাবত প্রতি বছর শেষে ২০,০০০ টাকা করে পাবে। সুযোগ ব্যয় ১০%।
ক. অর্থের ভবিষ্যৎ মূল্য কী? ১
খ. প্রকৃত সুদের হার কী বুঝিয়ে লেখ। ২
গ. বিকল্প-১ এর ভবিষ্যৎ মূল্য নির্ণয় কর। ৩
ঘ. কোন বিকল্পটি সাবরিনার গ্রহণ করা উচিত? বর্তমান মূল্য বিবেচনা করে তোমার মতামত দাও। ৪

১১. সুমা সিকিউরিটিতে বিনিয়োগে ইচ্ছুক। সে বাজার থেকে ২টি সিকিউরিটির তথ্য সংগ্রহ করেছে। বিগত তিন বছরের আয়ের হার নিম্নরুপ:

বছর

সিকিউরিটি A (আয়ের হার)

সিকিউরিটি B (আয়ের হার)

১০%

১২%

১৫%

-৮%

৫%

২০%

ক. বাজার ঝুঁকি কী? ১
খ. ‘সরকারি বন্ডে বিনিয়োগ ঝুঁকি নাই’- ব্যাখ্যা কর। ২
গ. সিকিউরিটি অ এবং সিকিউরিটি ই এর গড় আয়ের হার নির্ণয় কর। ৩
ঘ. উভয় সিকিউরিটির ব্যবধানাংক নির্ণয় কর। কোন সিকিউরিটিতে বিনিয়োগ উত্তম এবং কেন?
এইচএসসি ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন/মডেল টেস্ট

No comments:

Post a Comment