G

HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download পর্ব-১

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-১
কৃষিশিক্ষা
২য় পত্র

বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৪০

সময়-২৫ মিনিট      পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Agriculture 2nd Paper pdf download
MCQ
Question and Answer

১. মুররা মহিষের উৎপত্তিস্থল কোথায়?
[ক] ইংল্যান্ড 
[খ] থাইল্যান্ড
[গ] ভারত 
[ঘ] হল্যান্ড
উত্তর: [গ] ভারত 

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
সবুজ ঘাসকে ভবিষ্যতে গবাদিপশুর রসালো খাদ্য হিসেবে ব্যবহারের জন্য বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। যা কাঁচাঘাসের অভাবের সময় পশুকে খাওয়ানো হয়।

২. উদ্দীপকে কোন খাদ্যের কথা বলা হয়েছে?
[ক] দানাদার খাদ্য 
[খ] সুষম খাদ্য
[গ] সাইলেজ 
[ঘ] “হে”
উত্তর: [গ] সাইলেজ 

৩. প্রক্রিয়াটি তৈরির জন্য উন্নত জাতের ঘাস হলো-
i. নেপিয়ার
ii. ভুট্টা
iii. জার্মান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর:[ ঘ] i, ii ও iii

৪. কৃত্রিম বন কোনটি?
[ক] ম্যানগ্রোভ 
[খ] সমতলভূমির বন
[গ] সামাজিকবন 
[ঘ] শালবন
উত্তর: [গ] সামাজিকবন 

৫. সামাজিকবনায়নে কারা কাজ করে?
[ক] সমাজের সবাই 
[খ] উপকারভোগী
[গ] বন বিভাগের লোক
[ঘ] যে কোনো শ্রমিক
উত্তর: [খ] উপকারভোগী

৬. কৃষিমেলার উদ্দেশ্য হলো-
i. কৃষির প্রতি আগ্রহ সৃষ্টি করা
ii. কৃষিপণ্য ক্রয়-বিক্রয় করা
iii. কৃষি প্রযুক্তির প্রচার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৭. নাইলোটিকা মাছ কোন দেশ থেকে প্রথম বাংলাদেশে আনা হয়?
[ক] চীন 
[খ] ভারত
[গ] থাইল্যান্ড 
[ঘ] কম্বোডিয়া
উত্তর: [গ] থাইল্যান্ড

৮. রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য-
i. বর্ণ উজ্জ্বল ও রূপালী সাদা
ii. দ্রুত বর্ধনশীল
iii. পিঠে ডোরাকাটা দাগ আছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii 

৯. কোন মাছ বিপদের সময় মুখের ভিতর পোনা রাখে?
[ক] নাইলোটিকা 
[খ] রাজপুঁটি
[গ] চিংড়ি 
[ঘ] মিরর কার্প
উত্তর: [ক] নাইলোটিকা 

১০. রাক্ষুসে মাছ হলো-
i. চিতল
ii. কাতলা
iii. শোল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

HSC কৃষিশিক্ষা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর - বোর্ড প্রশ্ন ২০১৯

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
সজীব একজন ধানচাষী। সে ধানের পাশাপাশিমাছও চাষ করতে চায়। পরামর্শের জন্য মৎস্য কর্মকর্তার কাছে গেলে মৎস্য কর্মকর্তা তাকে চিংড়ি চাষের পরামর্শ দিলেন।

১১. সজীব কোন প্রজাতির চিংড়ি নির্বাচন করবে?
[ক] হরিণা 
[খ] চ্যাগা 
[গ] গলদা
[ঘ] বাগদা
উত্তর: [গ] গলদা

১২. ধানক্ষেতে উদ্দীপকের চিংড়ি চাষ করার সুবিধা হলো-
i. আগাছা কম হয়
ii. ধানের ফলন কম হয়
iii. উৎপাদন খরচ কম হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১৩. ডিম উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় মুরগির জাত কোনটি?
[ক] হোয়াইট লেগহর্ন 
[খ] প্লাইমাউথ রক
[গ] এনকোনা 
[ঘ] মিনর্কা
উত্তর: [ক] হোয়াইট লেগহর্ন 

১৪. ফসলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা কোনটি?
[ক] শস্য পর্যায় 
[খ] শস্য পঞ্জিকা
[গ] শস্য নিবিড়তা
[ঘ] ফসল বিন্যাস
উত্তর: [ক] শস্য পর্যায়

১৫. বৃক্ষের ড্রেসিং-
i. ক্ষতস্থান পরিষ্কার করা
ii. শাখা-প্রশাখা ছাঁটাই করা
iii. জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১৬. কৃষি অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কোনটি?
[ক] কৃষিপণ্য বিপণন 
[খ] কৃষিঋণ
[গ] কৃষিপণ্য উৎপাদন 
[ঘ] কৃষিপণ্য পরিবহন
উত্তর: [গ] কৃষিপণ্য উৎপাদন 

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
রশিদ প্রতি বছরই জমি চাষ করে ক্ষতির সম্মুখীন হন। এবার তিনি এবং তার আশেপাশের কৃষকগণ একত্রে কৃষি উন্নয়নের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি সংগঠন গড়ে তোলেন।

১৭. রশিদের সংগঠনটির নাম কী?
[ক] কৃষক সমাজ 
[খ] সমবায়
[গ] কৃষক ফোরাম
[ঘ] কৃষক সংগঠন
উত্তর: [খ] সমবায়

১৮. উদ্দীপকের সংগঠনটির বিশেষ বৈশিষ্ট্য-
i. ব্যক্তিগত স্বাধীনতা
ii. পারস্পরিক সহযোগিতা
iii. সততা ও সমবণ্টন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

১৯. কৃষকেরা সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে কোন উৎস হতে?
[ক] আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব
[খ] দালাল ও বেপারি
[গ] কৃষি ব্যাংক
[ঘ] এনজিও
উত্তর: [ক] আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব

২০. মুরগির গামবোরো রোগটি সর্বপ্রথম শনাক্ত করা হয় কোন দেশে?
[ক] রাশিয়া 
[খ] আমেরিকা
[গ] ভারত
[ঘ] বাংলাদেশ
 উত্তর: [খ] আমেরিকা

◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:
উৎপাদনভিত্তিক মুরগির শ্রেণি
A, B মাংস উৎপাদনকারী C

২১. উদ্দীপকে 'A'শ্রেণি দ্বারা কোন মুরগি বুঝানো হয়েছে?
[ক] ডিম উৎপাদনকারী
[খ] পালক উৎপাদনকারী
[গ] ডিম ও মাংস উৎপাদনকারী
[ঘ] বাচ্চা ও মাংস উৎপাদনকারী
 উত্তর: [ক] ডিম উৎপাদনকারী

২২. উদ্দীপকের 'C' শ্রেণির বৈশিষ্ট্য হলো-
i. শারীরিক বৃদ্ধি ভালো এবং চর্বি স্বাভাবিক
ii. তাড়াতাড়ি পরিপক্ব হয়
iii. ডিমে তা দেওয়ার প্রবণতা বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii 
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii 

২৩. কোয়েল পাখির আদিনিবাস কোন দেশে?
[ক] জাপান
[খ] জার্মানি
[গ] কোরিয়া 
[ঘ] মায়ানমার
উত্তর: [ক] জাপান

২৪. গরুর তড়কা রোগের কারণ কী?
[ক] ভাইরাস 
[খ] ব্যাকটেরিয়া
[গ] ছত্রাক
[ঘ] মাইকোপ্লাজমা
উত্তর: [খ] ব্যাকটেরিয়া

২৫. উন্নত চামড়া উৎপাদনকারী ছাগলের জাত কোনটি?
[ক] যমুনাপাড়ি 
[খ] বিটল
[গ] অ্যাংলো নোবিয়ান
[ঘ] ব্লাকবেঙ্গল
উত্তর: [ঘ] ব্লাকবেঙ্গল

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Agriculture 2nd Paper pdf download
MCQ
Question and Answer

1 comment:

  1. Anonymous6:51:00 AM

    আপনাদের কাজ প্রশংসারদাবি রাখে

    ReplyDelete