G

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq question and answer pdf download.

ঢাকা বোর্ড
পৌরনীতি ও সুশাসন
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৭০]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
[ক] ১৯০৫
[খ] ১৯০৬
[গ] ১৯০৯
[ঘ] ১৯১১
উত্তর: [খ] ১৯০৬

২. বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি কোনটি?
[ক] ধর্ম
[খ] ভাষা
[গ] ইতিহাস ও ঐতিহ্য
[ঘ] রাজনৈতিক চেতনা
উত্তর: [খ] ভাষা

৩. বাঁশের কেল্লা নির্মাণ করেন কে?
[ক] শহীদ তিতুমীর
[খ] হাজী শরীয়তউল্লাহ
[গ] নওয়াব আব্দুল লতিফ
[ঘ] সৈয়দ আমীর আলী
উত্তর: [ক] শহীদ তিতুমীর

৪. ১৯৭০ সালের নির্বাচনের সুদূরপ্রসারী ফলাফল হচ্ছে-
i. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় হয়
ii. বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকৃত হয়
iii. রাষ্ট্রের সংহতি সুদৃঢ় হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৫. বঙ্গভঙ্গ কখন সংঘটিত হয়?
[ক] ১৯০৫
[খ] ১৯০৭
[গ] ১৯০৯
[ঘ] ১৯১১
উত্তর: [ক] ১৯০৫

৬. “যিনি প্রশাসক তিনিই বিচারক”-এর উদাহরণ কে?
[ক] প্রধানমন্ত্রী
[খ] মন্ত্রী
[গ] জেলা জজ
[ঘ] জেলা প্রশাসক
উত্তর: [ঘ] জেলা প্রশাসক

৭. প্রাদেশিক স্বায়ত্তশাসন হলো-
i. কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন
ii. নতুন প্রদেশ সৃষ্টি
iii. প্রদেশে নিজস্ব শাসন প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

৮. PSC -এর পূর্ণরূপ কী?
[ক] Public Security Council
[খ] Public Subscriber Commission
[গ] Public Service Commission
[ঘ] Public Subsidiary Commission
উত্তর: [গ] Public Service Commission

৯. বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন-
i. রাষ্ট্রের প্রধান
ii. সরকারের প্রধান
iii. সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১০. কমনওয়েলথ প্রধান কে?
[ক] ব্রিটিশ রাজা বা রাণী
[খ] ব্রিটিশ প্রধানমন্ত্রী
[গ] মার্কিন রাষ্ট্রপতি
[ঘ] জাতিসংঘ মহাসচিব
উত্তর: [ক] ব্রিটিশ রাজা বা রাণী

১১. বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য হচ্ছে-
i. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা
ii. প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে প্রতিকূল সম্পর্ক স্থাপন
iii. প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১২. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন?
[ক] সিরাজগঞ্জ
[খ] টাঙ্গাইল
[গ] পাবনা
[ঘ] ময়মনসিংহ
উত্তর: [ক] সিরাজগঞ্জ

◈ উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
আব্দুল জলিল একটি সংস্থার নির্বাচিত প্রধান। ওই সংস্থায় তিনিসহ মোট তিন জন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। অন্যরা পরোক্ষভাবে নির্বাচিত। একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা উক্ত সংস্থার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

১৩. আব্দুল জলিল কী ধরনের সংস্থার প্রধান?
[ক] সিটি কর্পোরেশন
[খ] জেলা পরিষদ
[গ] পৌরসভা
[ঘ] উপজেলা পরিষদ
উত্তর: [ঘ] উপজেলা পরিষদ

১৪. উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্থা যে কাজগুলো করে থাকে-
i. জনশৃঙ্খলা রক্ষা
ii. দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের সমন্বয়
iii. শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৫. পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু?
[ক] ৩.২৭
[খ] ১৩.১৭
[গ] ৩৪.৪০
[ঘ] ৪৪.১২
উত্তর: [ক] ৩.২৭

১৬. ইভটিজিং-এর কারণ হচ্ছে-
i. সুশিক্ষার অভাব
ii. অপসংস্কৃতির প্রভাব
iii. নগরায়ণের প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii
উত্তর: [গ] i ও ii

১৭. বাংলাদেশ কখন জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
[ক] ১৯৭২
[খ] ১৯৭৩
[গ] ১৯৭৪
[ঘ] ১৯৭৫
উত্তর: [গ] ১৯৭৪

◈ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ রাষ্ট্রের শোষণ নির্যাতনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়। এক পর্যায়ে তাদের প্রিয় নেতা শাসক শ্রেণির নিকট কিছু দাবি উত্থাপন করেন যা সর্বমহলে প্রশংসিত হয়।

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (ঢাকা বোর্ড ২০১৯)

১৮. উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনা কোনটি?
[ক] লাহোর প্রস্তাব
[খ] ছয় দফা
[গ] এগারো দফা
[ঘ] একুশ দফা
উত্তর: [খ] ছয় দফা

১৯. উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনার ফলে-
i. জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়
ii. আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ে
iii. রাষ্ট্রের সংহতি নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২০. বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কোনটি?
[ক] ৭ মার্চ
[খ] ২৬ মার্চ
[গ] ৬ ডিসেম্বর
[ঘ] ১৬ ডিসেম্বর
উত্তর: [খ] ২৬ মার্চ

২১. ছয় দফা দাবি কে উত্থাপন করেন?
[ক] শেরেবাংলা এ কে ফজলুল হক
[খ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর: [ঘ] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২২. উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে উত্থাপন করেন?
[ক] যোগেন্দ্রনাথ মণ্ডল
[খ] ধীরেন্দ্রনাথ দত্ত
[গ] শেরেবাংলা এ কে ফজলুল হক
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর: [খ] ধীরেন্দ্রনাথ দত্ত

২৩. খাদ্যে ভেজাল প্রতিরোধে করণীয়-
i. আইনের যথাযথ প্রয়োগ
ii. বাজার পর্যবেক্ষণ
iii. সামাজিক সচেতনতা সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২৪. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] মন্ত্রী
[ঘ] সচিব
উত্তর: [ঘ] সচিব

২৫. বঙ্গভঙ্গের ফলে-
i. ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হয়
ii. পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়
iii. হিন্দু-মুসলিম সম্প্রীতি সুদৃঢ় হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৬. কোরামের জন্য কতজন সদস্য প্রয়োজন?
[ক] ৪৫
[খ] ৫০
[গ] ৫৫
[ঘ] ৬০
উত্তর: [ঘ] ৬০

২৭. বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?
[ক] অনাথ
[খ] উপজাতি
[গ] ভিক্ষুক
[ঘ] প্রতিবন্ধী
উত্তর: [ঘ] প্রতিবন্ধী

২৮. জাতীয় সংসদের সদস্যসংখ্যা কত?
[ক] ৩০০
[খ] ৩৩০
[গ] ৩৪৫
[ঘ] ৩৫০
উত্তর: [ঘ] ৩৫০

২৯. Corruption শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] ইংরেজি
[খ] ল্যাটিন
[গ] ফরাসি
[ঘ] স্প্যানিশ
উত্তর: [খ] ল্যাটিন

৩০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে জন্মগ্রহণ করেন?
[ক] ১৯১৯
[খ] ১৯২০
[গ] ১৯২১
[ঘ] ১৯২২
উত্তর: [খ] ১৯২০

1 comment: