G

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st Paper mcq question and answer pdf download.

ঢাকা বোর্ড
যুক্তিবিদ্যা
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১২১]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Logic 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. আরোহের বস্তুগত ভিত্তি কোনটি?
[ক] কার্যকারণ নিয়ম ও পরীক্ষণ
[খ] পরীক্ষণ ও নিরীক্ষণ
[গ] নিরীক্ষণ ও কার্যকারণ নিয়ম
[ঘ] প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম
উত্তর: [ঘ] প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম

২. অবরোহ ও আরোহ অনুমানের মধ্যকার সম্পর্ক কোন ধরনের?
[ক] সমমুখী
[খ] বিপরীতমুখী
[গ] অন্তর্মুখী
[ঘ] বহুমুখী
উত্তর: [খ] বিপরীতমুখী

◭ উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
শাওন হয় মরণশীল
ফাহিম হয় মরণশীল
রাতুল হয় মরণশীল
সাকিব হয় মরণশীল
∴ সকল মানুষ হয় মরণশীল

৩. উদ্দীপকটির দৃষ্টান্তটি যে অনুমান নির্দেশ করে তার যথার্থতা হলো-
i. সিদ্ধান্তটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভরশীল
ii. সিদ্ধান্তটি সার্বিক
iii. সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে ব্যাপক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৪. উদ্দীপকের দৃষ্টান্তটির সাথে মিল রয়েছে-
[ক] অবরোহ অনুমানের
[খ] আবর্তনের
[গ] আরোহ অনুমানের
[ঘ] প্রতিবর্তনের
উত্তর: [গ] আরোহ অনুমানের

৫. A-বাক্যের সাধারণ আবর্তন কোন ধরনের?
[ক] সরল আবর্তন
[খ] অসরল আবর্তন
[গ] নিষেধমূলক আবর্তন
[ঘ] প্রতি-আবর্তন
উত্তর: [খ] অসরল আবর্তন

৬. E-বাক্যকে আবর্তন করলে কোন বাক্যটি পাওয়া যায়?
[ক] A-বাক্য
[খ] E-বাক্য
[গ] I-বাক্য
[ঘ] O-বাক্য
উত্তর: [খ] E-বাক্য

৭. ‘একটি ব্যতীত সব ধাতুই শক্ত’ বাক্যটির যুক্তিবাক্যে রূপান্তর কোনটি?
[ক] কিছু ধাতু হয় শক্ত
[খ] কিছু ধাতু নয় শক্ত
[গ] সব ধাতু হয় শক্ত
[ঘ] কোনো ধাতু নয় শক্ত
উত্তর: [ক] কিছু ধাতু হয় শক্ত

৮. অনুমান সম্ভাব্য বলার যথার্থ কারণ-
i. সিদ্ধান্তটি সত্য হতে পারে
ii. সিদ্ধান্তটি মিথ্যা হতে পারে
iii. সিদ্ধান্তটি সর্বদাই সত্য হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৯. প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে কী বলা হয়?
[ক] আবর্তিত
[খ] আবর্তনীয়
[গ] প্রতিবর্তিত
[ঘ] প্রতিবর্তনীয়
উত্তর: [গ] প্রতিবর্তিত

১০. M---P
M---S
∴ S---P
উপরের চিত্রটি কোন সংস্থানের?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ
উত্তর: [গ] তৃতীয়

১১. প্রতীক ও সংকেতের ক্ষেত্রে সম্পর্কটির যথার্থতা হলো-
i. সব সংকেতই প্রতীক
ii. সব প্রতীকই সংকেত
iii. সব সংকেত প্রতীক নয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

১২. বৈধ মূর্তির সংখ্যা কয়টি?
[ক] ১৫টি
[খ] ২৫টি
[গ] ২৫৬টি
[ঘ] ১৯টি
উত্তর: [ঘ] ১৯টি

১৩. প্রকৃতি সর্বদাই কিসের অনুসারী?
[ক] যুক্তির
[খ] বিজ্ঞানের
[গ] নিয়মের
[ঘ] ভিন্নতার
উত্তর: [গ] নিয়মের

১৪. FERIO-কোন সংস্থানের বৈধ মূর্তি?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ
উত্তর: [ক] প্রথম

১৫. ‘লোকটি বাসে অথবা ট্রেনে ঢাকা যাবে’ বাক্যটি কোন ধরনের?
[ক] প্রাকল্পিক
[খ] সমমানিক
[গ] সংযৌগিক
[ঘ] বৈকল্পিক
উত্তর: [ঘ] বৈকল্পিক

১৬. Logos শব্দের অর্থ কী?
[ক] স্মৃতি বা কল্পনা
[খ] সংবেদন বা প্রত্যক্ষণ
[গ] চিন্তা বা ভাষা
[ঘ] বুদ্ধি বা জ্ঞান
উত্তর: [গ] চিন্তা বা ভাষা

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঢাকা বোর্ড ২০১৯

১৭. যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
[ক] সদর্থক
[খ] নঞর্থক
[গ] আদর্শনিষ্ঠ
[ঘ] নন্দন তাত্ত্বিক
উত্তর: [গ] আদর্শনিষ্ঠ

১৮. যুক্তিবিদ্যার জনক কে?
[ক] প্লেটো
[খ] সক্রেটিস
[গ] এরিস্টটল
[ঘ] আল ফারাবী
উত্তর: [গ] এরিস্টটল

১৯. নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কোনটি?
[ক] Ethica
[খ] Ethos
[গ] Ethoca
[ঘ] Ethics
উত্তর: [ঘ] Ethics

২০. জ্ঞান কত প্রকার?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
উত্তর: [ক] দুই

২১. যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো হলো-
i. কার্যকারণ নিয়ম
ii. অভেদ নিয়ম
iii. বিরোধ নিয়ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২২. লোকটি কবি = বাক্য
লোকটি হয় কবি = ?
? চিহ্নিত স্থানে কোনটি বসবে?
[ক] অবধারণ
[খ] অনুমান
[গ] পদ
[ঘ] যুক্তিবাক্য
উত্তর: [ঘ] যুক্তিবাক্য

২৩. ‘ছাত্র-শিক্ষক’ কোন ধরনের পদ?
[ক] নিরপেক্ষ পদ
[খ] সাপেক্ষ পদ
[গ] নঞর্থক পদ
[ঘ] ব্যহতার্থক পদ
উত্তর: [খ] সাপেক্ষ পদ

২৪. জাতি বা উচ্চতর শ্রেণির অন্তর্গত নিম্নতর শ্রেণিকে বলা হয়-
[ক] সম্প্রদায়
[খ] গোষ্ঠী
[গ] দল
[ঘ] উপজাতি
উত্তর: [ঘ] উপজাতি

২৫. মানুষ পদটিকে জাত্যর্থক বলার কারণ পদটির-
i. ব্যক্তার্থ আছে বলে
ii. জাত্যর্থ আছে বলে
iii. আসন্নতম জাতি আছে বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

◭ উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও:
হাসিব তার ছোট বোন মাশিতাকে বলল, সহানুমানের বৈধতা-অবৈধতা নির্ণয়ের জন্য ব্যাপ্যতা সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকা প্রয়োজন। বিষয়টি বোঝানোর জন্য সে একটা উদাহরণ দেয়। যথা- কিছু মানুষ নয় স্বার্থপর।

২৬. উদ্দীপকের উদাহরণটিতে কোন ধরনের বাক্যকে নির্দেশ করা হয়েছে?
[ক] A-বাক্য
[খ] E-বাক্য
[গ] I-বাক্য
[ঘ] O-বাক্য
উত্তর: [ঘ] O-বাক্য

২৭. উদ্দীপকে উল্লিখিত ধারণার যথার্থতা হলো-
i. সামগ্রিক ব্যক্ত্যর্থ নির্ণয়
ii. সামগ্রিক জাত্যর্থ নির্ণয়
iii. আংশিক ব্যক্তার্থ নির্ণয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৮. জীবকে ‘মানুষ’ পদের আসন্নতম জাতি বলার কারণ-
[ক] সবচেয়ে নিকটবর্তী জাতি বলে
[খ] সমজাতীয় জাতি বলে
[গ] সবচেয়ে দূরবর্তী জাতি বলে
[ঘ] ব্যক্ত্যর্থ সবচেয়ে বেশি বলে
উত্তর: [ক] সবচেয়ে নিকটবর্তী জাতি বলে

২৯. বিধেয়কের অন্তর্ভুক্ত হলো-
i. উপজাতি
ii. উপলক্ষণ
iii. অবান্তর লক্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৩০. ‘সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন’ উদাহরণটিতে বিধেয় পদ কোন ধরনের সম্পর্ক নির্দেশ করে?
[ক] জাতিগত
[খ] উপজাতিগত
[গ] উপলক্ষণ
[ঘ] অবান্তর লক্ষণ
উত্তর: [ক] জাতিগত

3 comments: