G

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Production Management and Marketing 1st Paper Srijonshil question and answer pdf download.

ঢাকা বোর্ড ২০১৯
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
বিষয় কোড: ২৮৬
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Production Management and Marketing 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. উৎপাদন কী সৃষ্টি করে?
[ক] ভোগ
[খ] চাহিদা
[গ] উপযোগ
[ঘ] মালিকানা
উত্তর: [গ] উপযোগ

২. ক্রেতাদের প্রত্যাশা পূরণের সামর্থ্যকে কী বলে?
[ক] মান ব্যবস্থাপনা
[খ] মানের কাঠামো
[গ] মান প্রক্রিয়াকরণ
[ঘ] মান
উত্তর: [ঘ] মান

৩. BSTI কী ধরনের প্রতিষ্ঠান?
[ক] উৎপাদনমূলক
[খ] সেবামূলক
[গ] বাজারজাতকরণ
[ঘ] বিজ্ঞাপনী সংস্থা
উত্তর: [খ] সেবামূলক

৪. উৎপাদন ক্ষমতাকে প্রকাশ করা হয়-
[ক] টাকায়
[খ] গড় হারে
[গ] কিলোগ্রামে
[ঘ] এককে
উত্তর: [ঘ] এককে

৫. উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো-
i. উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে
ii. উৎপাদনের উপকরণের ভিত্তিতে
iii. উৎপাদিত পণ্যের ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

◈ উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
মি. রুবেল একটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন পরিচালনা করে। জুন মাসে ১০ হাজার ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হলো। কর্মীদের কারণে তা সম্ভব হয়নি।

৬. কোন উপাদানের কারণে মি. রুবেল প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারেননি?
[ক] মূলধন
[খ] শ্রম
[গ] ভূমি
[ঘ] পদ্ধতি
উত্তর: [খ] শ্রম

৭. মি. রুবেলের প্রতিষ্ঠানের সাথে জড়িত উপাদানগুলো হলো-
i. ভূমি
ii. শ্রম
iii. মূলধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৮. ভোক্তাদের চাহিদা পূরণে কোনটি নিশ্চিত করতে হবে?
[ক] আকর্ষণীয় ডিজাইন
[খ] কার্যকর লে-আউট
[গ] ব্যবসায়ের অবস্থান
[ঘ] মনোরম বিজ্ঞাপন
উত্তর: [ক] আকর্ষণীয় ডিজাইন

৯. সরকার কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] সাংস্কৃতিক
উত্তর: [গ] রাজনৈতিক

১০. বিন্যাসের উদ্দেশ্য কী?
[ক] স্থানের সদ্ব্যবহার
[খ] সম্পদের ব্যবহার
[গ] মূলধনের সদ্ব্যবহার
[ঘ] বাহ্যিক কাঠামোর উন্নয়ন
উত্তর: [ক] স্থানের সদ্ব্যবহার

১১. উৎপাদন ও উপকরণের অনুপাতকে কী বলে?
[ক] উৎপাদনের মাত্রা
[খ] উৎপাদনশীলতা
[গ] উৎপাদন ক্ষমতা
[ঘ] উৎপাদনের দক্ষতা
উত্তর: [খ] ভূমি

১২. কোনটি উৎপাদনের জীবন্ত মৌলিক উপাদান?
[ক] শ্রম
[খ] ভূমি
[গ] মূলধন
[ঘ] সংগঠন
উত্তর: [ক] শ্রম

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -ঢাকা বোর্ড ২০১৯

◈ উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
শাওন বরিশাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছেন। উক্ত পেশার উপার্জিত অর্থ দিয়েই পরিবার চালান।

১৩. শাওন কোন ধরনের উৎপাদন খাতে নিয়োজিত?
[ক] কৃষি
[খ] শিল্প
[গ] অনুৎপাদনশীল
[ঘ] সেবা
উত্তর: [ঘ] সেবা

১৪. উক্ত খাতের উৎপাদন কাজের সাথে সাথে-
i. অবকাঠামোগত উন্নয়ন হয়
ii. অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে
iii. মানুষের ব্যয় বৃদ্ধি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৫. উৎপাদনের উৎপাদিত উপাদানকে কী বলে?
[ক] ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
উত্তর: [গ] মূলধন

১৬. মূলধনের পারিতোষিককে বলে-
[ক] ভাড়া
[খ] মজুরি
[গ] খাজনা
[ঘ] সুদ
উত্তর: [ঘ] সুদ

১৭. মূলধনের মাধ্যমে কোনটি ঘটে?
[ক] উৎপাদন ব্যয় বৃদ্ধি
[খ] উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয়
[গ] যোগান ব্যয় বৃদ্ধি
[ঘ] উৎপাদন ও বণ্টনের মধ্যে সমন্বয়
উত্তর: [খ] উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয়

১৮. মি. তমাল সার তৈরির কারখানা স্থাপনের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করেছেন। এটি কোন উপাদানের অন্তর্ভুক্ত?
[ক] বণ্টন
[খ] সংগঠন
[গ] মূলধন
[ঘ] বিপণন
উত্তর: [খ] সংগঠন

১৯. ক্ষুদ্র সেবা শিল্পের ক্ষেত্রে ন্যূনতম মূলধন কত?
[ক] ৫ লাখ
[খ] ১০ লাভ
[গ] ১০ কোটি
[ঘ] ৩০ কোটি
উত্তর: [খ] ১০ লাভ

◈ উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
মি. আতিক একটি প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে কর্মরত। এ বিভাগে পণ্য ডিজাইনের মতো গুরুত্বপূর্ণ কাজটি তিনিই সম্পাদন করেন। ডিজাইন করতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও মানের প্রশ্নে তিনি কখনো আপোশ করেন না।

২০. পণ্য ডিজাইন সম্পর্কে মি. আতিকের ধারণার যৌক্তিকতা হলো-
[ক] কাঁচামাল ক্রয়ে প্রত্যক্ষ সুবিধা পাওয়া যাবে
[খ] দীর্ঘমেয়াদে ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে
[গ] উৎপাদন কর্মীদের দক্ষতা অর্জন হবে
[ঘ] প্রয়োজনে মানের প্রশ্নে আপোশ করা যাবে
উত্তর: [খ] দীর্ঘমেয়াদে ক্রেতা সন্তুষ্টি অর্জন হবে

২১. মি. আতিকের ওপর অর্পিত দায়িত্ব পালনকালে কোন বিষয়টিকে বিবেচনা করেন?
[ক] ক্রেতাদের রুচি
[খ] কারখানা বিন্যাস
[গ] সংগঠনের ধরন
[ঘ] উৎপাদনের পরিমাণ
উত্তর: [ক] ক্রেতাদের রুচি

২২. উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি?
[ক] পণ্যের নকশাকরণ
[খ] পণ্যের বাজারজাতকরণ
[গ] শ্রমিক নিয়োগ
[ঘ] পণ্যের বণ্টন
উত্তর: [ক] পণ্যের নকশাকরণ

২৩. কোনটি সেবামূলক প্রতিষ্ঠান?
[ক] টিটি হাউজিং
[খ] বাটা সুজ লি.
[গ] আড়ং দুধ
[ঘ] বিআরটিসি
উত্তর: [ঘ] বিআরটিসি

২৪. পণ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থাটির নাম কী?
[ক] BSTI
[খ] BTTB
[গ] ISO
[ঘ] ILO
উত্তর: [গ] ISO

২৫. নিচের কোনটি স্থির ব্যয়?
[ক] কারখানার ব্যয়
[খ] পরিবহন ব্যয়
[গ] শ্রমিকের মজুরি
[ঘ] বৈদ্যুতিক ব্যয়
উত্তর: [ক] কারখানার ব্যয়

২৬. কাম্য উৎপাদন মাত্রায়-
i. ব্যয় সর্বনিম্ন হয়
ii. ব্যয় সর্বোচ্চ হয়
iii. উৎপাদন সর্বোচ্চ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

২৭. জাতীয় আয় পরিমাপ করা হয় কত বছর পর পর?
[ক] চার বছর
[খ] তিন বছর
[গ] দুই বছর
[ঘ] এক বছর
উত্তর: [ঘ] এক বছর

২৮. মোট জাতীয় উৎপাদন যেভাবে পরিমাপ করা হয়-
i. আয়ের দৃষ্টিকোণ থেকে
ii. ব্যয়ের দৃষ্টিকোণ থেকে
iii. সঞ্চয়ের দৃষ্টিকোণ থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৯. একটি দেশের অর্থনৈতিক অবস্থার পরিপূর্ণ চিত্র প্রকাশ করে-
[ক] মোট দেশজ উৎপাদন
[খ] মোট জাতীয় উৎপাদন
[গ] জাতীয় আয়
[ঘ] নিট জাতীয় উৎপাদন
উত্তর: [গ] জাতীয় আয়

৩০. কারখানা বিন্যাসকে কয়ভাগে ভাগ করা যায়?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
উত্তর: [গ] চার

1 comment: