G

SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০১ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পৌরনীতি ও নাগরিকতা
প্রথম অধ্যায়

Class 9-10 Pouroniti o Nagorikota Guide and SSC Exam Preparation
Pouroniti o Nagorikota Chapter-01
Pouroniti O Nagorikota
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি?
✅ পৌরসভা
[খ] আইনসভা
[গ] কমনওয়েলথ
[ঘ] জাতিসংঘ

২. রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি?
✅ জনসমষ্টি
[খ] ভূখণ্ড
[গ] সরকার
[ঘ] সার্বভৌমত্ব

৩. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদ বিপজ্জনক মনে হওয়ার কারণ, এখানে শাসক-
i. তার কাজের জন্য একমাত্র বিধাতার নিকট দায়ী থাকেন
ii. নিজেই একাধারে রাষ্ট্রপ্রধান অপরদিকে ধর্মীয় প্রধান
iii. নিজেকে স্রষ্টার প্রতিনিধি মনে করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
নুরজাহান বেগম অবসর সময়ে বাঁশের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করেন। এ কাজে তার ভালো লাভ হয়। জামিলা তার কাছে ঝুড়ি তৈরি করা শিখে নিজের পরিবারের ব্যবহারের জন্য ঝুড়ি তৈরি করেন।

৪. নুরজাহান বেগমের কাজটি পরিবারের কোন ধরনের কাজ?
[ক] শিক্ষামূলক
[খ] বিনোদনমূলক
✅ অর্থনৈতিক
[ঘ] মনস্তাত্ত্বিক

৫. নুরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রযোজ্য?
[ক] শুধু নিজের সচ্ছলতা বৃদ্ধি করে
[খ] তার গ্রামের মানুষদের কর্মক্ষম করে তোলে
[গ] বাঁশের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে
✅ আত্মকর্মসংস্থান সৃষ্টি করে

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি? [সকল বোর্ড ’১৬]
[ক] সামাজিক চুক্তি
[খ] বল বা শক্তি প্রয়োগ
✅ ঐশী
[ঘ] ঐতিহাসিক বা বিবর্তনমূলক

২. বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণিতে বিভক্ত? [সকল বোর্ড ’১৬]
[ক] দুইটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৩. ‘আমিই রাষ্ট্র’- উক্তিটি কার? [সকল বোর্ড ’১৬]
[ক] রাণী ভিক্টোরিয়ার
✅ চতুর্দশ লুই
[গ] ষোড়শ লুই
[ঘ] রাণী এলিজাবেথ

৪. প্রাচীনকালে কোন দেশে ‘নগররাষ্ট্র’ ছিল? [সকল বোর্ড ’১৬]
[ক] যুক্তরাজ্যে
✅ গ্রিসে
[গ] ফ্রান্সে
[ঘ] ইতালিতে

৫. পরিবারের কোন কাজ মানসিক বিকাশকে সমৃদ্ধ করে? [সকল বোর্ড ’১৫]
[ক] জৈবিক কাজ
[খ] শিক্ষামূলক কাজ
✅ মনস্তাত্ত্বিক কাজ
[ঘ] বিনোদনমূলক কাজ

৬. “মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বাস করে না, সে হয় পশু না হয় দেবতা।”- উক্তিটি কার? [সকল বোর্ড ’১৫]
[ক] অপেনহেম
✅ অ্যারিস্টটল
[গ] লাস্কি
[ঘ] গেটেল

৭. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা? [সকল বোর্ড ’১৫]
[ক] সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল
[খ] ম্যাকাইভার, লর্ড ব্রাইস, অগাস্টিন
✅ হব্স, জন লক, রুশো
[ঘ] মার্কস, লেলিন, মাওসেতুং

৮. পৌরনীতি কী ধরনের বিজ্ঞান? [মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর]
✅ নাগরিকতা বিষয়ক
[খ] রাষ্ট্র
[গ] অর্থ
[ঘ] নৃ বিজ্ঞান

৯. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি? [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
[ক] Civis
[খ] Civitas
✅ Civics
[ঘ] Civiass

১০. ‘Civics’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে? [আল হেরা একাডেমি, পাবনা]
[ক] ইংরেজি
✅ ল্যাটিন
[গ] ফরাসি
[ঘ] জার্মান

১১. ‘সিভিটাস’ (Civitas) শব্দের অর্থ কী? [দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল কলেজ, মৌলভীবাজার]
[ক] নাগরিক
✅ নগর-রাষ্ট্র
[গ] অঞ্চল
[ঘ] সরকার

১২. বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়? [আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
✅ দুই
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] সাত

১৩. সংকীর্ণ অর্থে পৌরনীতির বিষয়বস্তু কোনটি? [নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] রাজনৈতিক প্রতিষ্ঠান
✅ অধিকার ও কর্তব্য
[গ] আন্তর্জাতিক বিষয়
[ঘ] সামাজিক প্রতিষ্ঠান

১৪. নিচের কোনটি রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্যের অন্তর্ভুক্ত? [লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়]
✅ সঠিক সময়ে কর প্রদান
[খ] পরিবারের খাদ্যের ব্যবস্থা করা
[গ] কৃষি জমিতে ফসল ফলানো
[ঘ] কুটিরশিল্প স্থাপন করা

১৫. নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কোনটি গড়ে উঠেছে? [সফিউদ্দীন সরকারি একাডেমি এন্ড কলেজ, টঙ্গী]
✅ সমাজ
[খ] দেশ
[গ] সভ্যতা
[ঘ] রাষ্ট্র

১৬. সরকারের বিভাগ কয়টি? [শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট]
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৭. কোনটির মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করে? [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
[ক] জনগণ
[খ] সরকার
[গ] অভ্যন্তরীণ সার্বভৌমত্ব
✅ বাহ্যিক সার্বভৌমত্ব

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮. পৌরনীতির মূল আলোচ্য বিষয় হলো- [সকল বোর্ড ’১৬]
i. নাগরিক ও নাগরিকতা সম্পর্কিত বিষয়
ii. অর্থনৈতিক ও সামাজিক চাহিদা
iii. পরিবার, সমাজ ও প্রশাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

১৯. পৌরনীতি আলোচনা করে- [দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ]
i. পরিবারের শ্রেণিবিভাগ ও কাজ
ii. মানুষের ক্রমবিবর্তনের ইতিহাস
iii. সমাজ ও রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০. প্রাচীন গ্রিসে নাগরিক হতে পারত না- [সরকারি বালিকা বিদ্যালয় পটুয়াখালী]
i. বিদেশিরা
ii. মহিলারা
iii. দাসরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১. বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণ- [হাসান আলী উচ্চ বিদ্যালয় চাঁদপুর]
i. নাগরিক জীবনকে উন্নত করা
ii. নাগরিক জীবনকে সমৃদ্ধ করা
iii. নাগরিকদের কর্তব্য পালনে বাধ্য করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. স্থানীয় প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হলো- [শাহজালাল জমেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, সিলেট]
i. ইউনিয়ন পরিষদ
ii. পৌরসভা
iii. শাসন বিভাগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩. মাতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা পরিচিত হয়- [সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়]
i. মায়ের বংশ পরিচয়ে
ii. গারো উপজাতি নামে
iii. মারমা উপজাতি নামে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. পরিবারের শিশুদের মানসিক দিক সমৃদ্ধ করে- [খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়]
i. উদারতা
ii. সহনশীলতা
iii. সহমর্মিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৫. ঐতিহাসিক মতবাদ অনুসারে রাষ্ট্রের উৎপত্তি হয়- [বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা]
i. যুদ্ধবিগ্রহের মাধ্যমে
ii. রক্তের বন্ধনে
iii. চুক্তির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

⚛ ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ০১

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬. কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান? (জ্ঞান)
✅ পৌরনীতি
[খ] অর্থনীতি
[গ] সমাজবিজ্ঞান
[ঘ] ইতিহাস

২৭. কোনটি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে? (অনুধাবন)
[ক] নীতিবিদ্যা
[খ] যুক্তিবিদ্যা
[গ] ইতিহাস
✅ পৌরনীতি

⚛ পৌরনীতি ও নাগরিকতা : পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১ ও ২
🍭 পৌরনীতির ইংরেজি শব্দ হলো- Civics.
🍭 Civis এবং civitas শব্দের অর্থ হলো- নাগরিক ও নগররাষ্ট্র।
🍭 প্রাচীন গ্রিসে নাগরিকের মর্যাদাকে বলা হতো- নাগরিকতা।
🍭 প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠত- নগররাষ্ট্র।
🍭 পৌরনীতি ও নাগরিকতার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে- নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা।
🍭 নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে- বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান।
🍭 মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, সংবিধান সম্পর্কে আলোচনা করা হয়- পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮. রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কোন বিষয়টির ধারণা থাকা প্রয়োজন? (জ্ঞান)
✅ পৌরনীতি
[খ] জীববিজ্ঞান
[গ] গার্হস্থ্যবিজ্ঞান
[ঘ] নৃবিজ্ঞান

২৯. ‘সিভিস’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
[ক] রাষ্ট্র
[খ] দেশ
[গ] নগররাষ্ট্র
✅ নাগরিক

৩০. প্রাচীনকালে কোন দেশে নগররাষ্ট্র ছিল? (জ্ঞান)
[ক] ফ্রান্স
[খ] ভারত
[গ] যুক্তরাষ্ট্র
✅ গ্রিস

৩১. প্রাচীন গ্রিসে কোন বিষয়টি অবিচ্ছেদ্য ছিল? (জ্ঞান)
✅ নাগরিক ও নগররাষ্ট্র
[খ] সরকার ও রাষ্ট্র
[গ] নাগরিক ও সরকার
[ঘ] অঞ্চল ও নাগরিক

৩২. প্রাচীন গ্রিসে ছোট ছোট নগর নিয়ে কী গড়ে উঠত? (জ্ঞান)
[ক] রাষ্ট্র
✅ নগররাষ্ট্র
[গ] গোষ্ঠী
[ঘ] সমাজ

৩৩. প্রাচীন গ্রিসে যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের কী বলা হতো? (জ্ঞান)
[ক] সরকার
[খ] আমলা
✅ নাগরিক
[ঘ] জনগণ

৩৪. প্রাচীনকালে কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? (জ্ঞান)
[ক] দাস
[খ] মহিলা
✅ পুরুষ শ্রেণি
[ঘ] বিদেশিরা

৩৫. প্রাচীন গ্রিসে কাদেরকে নাগরিক বলা হতো? (জ্ঞান)
[ক] নারীদের
✅ পুরুষদের
[গ] দাসদের
[ঘ] বৃদ্ধদের

৩৬. প্রাচীন গ্রিসে শুধু পুরুষশ্রেণিকে নাগরিক বলা হতো। এর কারণ হিসেবে নিচের কোনটি যৌক্তিক? (উচ্চতর দক্ষতা)
✅ পুরুষদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পাওয়া
[খ] পুরুষদের প্রকৃতিগতভাবে শক্তিশালী হওয়া
[গ] নারীরা রাষ্ট্রীয় কাজে অদক্ষ হওয়া
[ঘ] পুরুষ কর্তৃক রাষ্ট্র পরিচালিত হওয়া

৩৭. বর্তমানে বাংলাদেশের আয়তন কত? (জ্ঞান)
[ক] ১,২৩,২৯০ বর্গকিলোমিটার
[খ] ১,৪০,৫২০ বর্গকিলোমিটার
✅ ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
[ঘ] ১,৫৭,৪৮২ বর্গকিলোমিটার

৩৮. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত? (জ্ঞান)
✅ প্রায় ১৫ কোটি
[খ] প্রায় ১৪ কোটি
[গ] প্রায় ১৩ কোটি
[ঘ] প্রায় ১১ কোটি

৩৯. ১৭ বছর বয়সের সোহান বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও ভোটদান করতে পারবে না। এর কারণ কী? (প্রয়োগ)
✅ সোহান অপ্রাপ্তবয়স্ক
[খ] সোহান অযোগ্য
[গ] সোহান অশিক্ষিত
[ঘ] সোহান অধিকার বঞ্চিত

৪০. কত বছর বয়সের ছেলে-মেয়েরা ভোট দেওয়ার অধিকার রাখে? (জ্ঞান)
[ক] ১৬
[খ] ১৭
✅ ১৮
[ঘ] ২০

৪১. কাদের সকল রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই? (জ্ঞান)
[ক] নাগরিকদের
✅ বিদেশিদের
[গ] প্রবাসীদের
[ঘ] বৃদ্ধদের

৪২. মূলত নাগরিকতা বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদা
[খ] রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য
[গ] রাষ্ট্রীয় নির্বাচনে অংশগ্রহণ
[ঘ] রাষ্ট্রীয় কাজ পরিচালনা

৪৩. ই.এম. হোয়াইট কে ছিলেন? (জ্ঞান)
✅ রাষ্ট্রবিজ্ঞানী
[খ] সমাজবিজ্ঞানী
[গ] পদার্থবিজ্ঞানী
[ঘ] দার্শনিক

৪৪. ‘পৌরনীতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে’- উক্তিটি কার? (জ্ঞান)
[ক] টমাস হবস
[খ] জন লক
✅ ই.এম. হোয়াইট
[ঘ] জ্যাক রুশো

৪৫. আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে কোন শাস্ত্র জ্ঞান দান করে? (জ্ঞান)
✅ পৌরনীতি ও নাগরিকতা
[খ] ভূগোল ও পরিবেশ
[গ] সমাজ ও রাজনীতি
[ঘ] রাষ্ট্রনীতি ও পৌরবিজ্ঞান

৪৬. রাষ্ট্রের নাগরিক হিসেবে নিচের কোন কর্তব্যটি পালন করা উচিত? (অনুধাবন)
[ক] সিটি কর্পোরেশন নির্বাচন করা
✅ রাষ্ট্রের সেবা করা
[গ] রাজনৈতিক দল গঠন করা
[ঘ] নির্বাচনি প্রচারণা চালানো

৪৭. জুনায়েদ বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে তার কী করা প্রয়োজন? (প্রয়োগ)
[ক] সঠিকভাবে সরকার গঠন
✅ সততার সাথে ভোটদান
[গ] রাজনৈতিক বক্তৃতা প্রদান
[ঘ] সরকারের গুণাগুণ প্রচার

৪৮. জিয়া সুনাগরিক হতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার শিকার হলো। এ অবস্থায় কোন বিষয়টি অধ্যয়ন করলে সে এ প্রতিবন্ধকতা দূর করার উপায় জানতে পারবে? (প্রয়োগ)
✅ পৌরনীতি ও নাগরিকতা
[খ] রাষ্ট্র সৃষ্টির ঐতিহাসিক মতবাদ
[গ] রাষ্ট্র সৃষ্টির ঐশী মতবাদ
[ঘ] সরকারের দায়িত্ব ও কর্তব্য

৪৯. নিচের কোনটি পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয়? (জ্ঞান)
[ক] কৃষিব্যবস্থা
[খ] অর্থব্যবস্থা
✅ জনমত
[ঘ] পর্যটন শিল্প

৫০. ‘সংবিধান’ নিয়ে আলোচনা করে নিচের কোনটি? (জ্ঞান)
[ক] অর্থনীতি
✅ পৌরনীতি ও নাগরিকতা
[গ] সামাজিক বিজ্ঞান
[ঘ] গার্হস্থ্য বিজ্ঞান

৫১. সিটি কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)
✅ স্থানীয়
[খ] জাতীয়
[গ] আন্তর্জাতিক
[ঘ] সামষ্টিক

৫২. আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে নিয়ে কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে? (জ্ঞান)
✅ স্থানীয়
[খ] জাতীয়
[গ] আন্তর্জাতিক
[ঘ] ব্যক্তিগত

৫৩. স্থানীয় সংস্থা কোনটি? (অনুধাবন)
✅ ইউনিয়ন পরিষদ
[খ] আইন বিভাগ
[গ] জাতিসংঘ
[ঘ] সার্ক

৫৪. নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে নিচের কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] পৌরসভা
[খ] সিটি কর্পোরেশন
✅ বিচার বিভাগ
[ঘ] জাতিসংঘ

৫৫. আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান কোনটি? (জ্ঞান)
✅ কমনওয়েলথ
[খ] পৌরসভা
[গ] বিচার বিভাগ
[ঘ] শাসন বিভাগ

৫৬. নাগরিককে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে? (জ্ঞান)
[ক] পৌরসভা
[খ] বিচার বিভাগ
[গ] ইউনিয়ন পরিষদ
✅ জাতিসংঘ

৫৭. নাগরিকের সাথে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে আলোচনা করে কোনটি? (জ্ঞান)
✅ পৌরনীতি ও নাগরিকতা
[খ] কর্ম ও জীবনমুখী শিক্ষা
[গ] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
[ঘ] সামাজিক বিজ্ঞান

৫৮. কোন বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিকনির্দেশনা প্রদান করে? (জ্ঞান)
[ক] সামাজিক বিজ্ঞান
✅ পৌরনীতি ও নাগরিকতা
[গ] নীতিবিদ্যা
[ঘ] সমাজ ও অর্থব্যবস্থা

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৯. রাষ্ট্রের নাগরিকদের যে ক্ষেত্রে অবদান রাখতে হয়- (অনুধাবন)
i. সামাজিক
ii. অর্থনৈতিক
iii. রাজনৈতিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬০. পৌরনীতি আলোচনা করে- (অনুধাবন)
i. নাগরিকতার সঙ্গে জড়িত সকল বিষয় নিয়ে
ii. নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে
iii. নাগরিকের আচরণ ও কার্য্যাবলি নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. পৌরনীতির আলোচনার বিষয়বস্তু হলো- (অনুধাবন)
i. নাগরিকদের অতীত
ii. নাগরিকদের বর্তমান
iii. নাগরিকদের ভবিষ্যৎ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬২. আধুনিক রাষ্ট্রের পৌরনীতি ও নাগরিকতার বিষয়বস্তু বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায়- (উচ্চতর দক্ষতা)
i. নাগরিকের অধিকার
ii. নাগরিকের কর্তব্য
iii. নাগরিকের কার্য্যাবলি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৩. একটি রাষ্ট্রের স্থানীয় সংস্থা- (অনুধাবন)
i. সিটি কর্পোরেশন
ii. পৌরসভা
iii. কমনওয়েলথ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. পৌরনীতি যে বিষয় নিয়ে আলোচনা করে- (অনুধাবন)
i. নাগরিকের আচরণ
ii. দেশের অর্থব্যবস্থা
iii. নাগরিকের কার্য্যাবলি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. নাগরিক হিসেবে আমরা- (অনুধাবন)
i. রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করি
ii. রাষ্ট্র পরিচালনা করি
iii. রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. ১০ বছর বয়সের রফিক বাংলাদেশের নাগরিক। সে যে অধিকার ভোগ করতে পারবে না- (প্রয়োগ)
i. ভোট দান
ii. নির্বাচিত হওয়া
iii. ভ্রমণ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. ব্যাপক অর্থে পৌরনীতির আলোচ্য বিষয়- (অনুধাবন)
i. সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্র জাতিসত্তা
ii. জাতীয় ও আন্তর্জাতিক বিষয়
iii. সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. জাহিদ রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে আগ্রহী। এজন্য তার করণীয়- (প্রয়োগ)
i. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
ii. রাষ্ট্রের আইন মান্য করা
iii. সন্তানদের শিক্ষিত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৯. নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার জন্য গড়ে উঠেছে- (অনুধাবন)
i. পরিবার ও রাষ্ট্র
ii. নির্বাচন ও রাজনৈতিক দল
iii. বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. পৌরনীতি ও নাগরিকতা আলোচনা করে- (অনুধাবন)
i. সামাজিক মূল্যবোধ
ii. বৈদেশিক বাণিজ্য
iii. স্বাধীনতা ও সাম্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. নাগরিককে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে যে প্রতিষ্ঠান গড়ে ওঠে- (অনুধাবন)
i. আইন বিভাগ
ii. শাসন বিভাগ
iii. কমনওয়েলথ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. পৌরনীতি ও নাগরিকতা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যে বিষয় নিয়ে আলোচনা করে- (অনুধাবন)
i. গঠন
ii. কার্য্যাবলি
iii. অবদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৩ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা ইনস্টিটিউট’ এ জার্মান ভাষার ওপর ছয় মাসের কোর্স করেছে। তার ইচ্ছা সে জার্মান ভাষা শিখে জার্মানির নাগরিকত্ব নিবে। কিন্তু সে জার্মানির নাগরিকত্ব সম্পর্কে কিছু জানে না।

৭৩. রাজুর সমস্যা সমাধানে কোন বিষয় পাঠের প্রয়োজনীয়তা রয়েছে? (প্রয়োগ)
[ক] সমাজবিজ্ঞান
[খ] অর্থনীতি
✅ পৌরনীতি ও নাগরিকতা
[ঘ] সমাজকল্যাণ

৭৪. উক্ত বিষয়টি পাঠের মাধ্যমে রাজু জানতে পারবে- (উচ্চতর দক্ষতা)
i. নাগরিকের সুবিধা-অসুবিধা
ii. নাগরিকতা লাভের পদ্ধতি
iii. নাগরিকদের আর্থসামাজিক অবস্থা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও :
জিওন বেনিস প্রাচীন গ্রিসের অধিবাসী ছিলেন। তিনি রাষ্ট্রীয় কাজে সবসময় সরাসরি অংশগ্রহণ করতেন। তিনি নাগরিক হিসেবে রাষ্ট্রের সব কাজ নিষ্ঠার সাথে সম্পাদন করতেন। ফলে তিনি সুনাগরিক হিসেবে পরিচিত ছিলেন।

৭৫. জিওন বেনিসের সময় রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল? (প্রয়োগ)
[ক] স্বৈরতান্ত্রিক
✅ নগররাষ্ট্রভিত্তিক
[গ] গণতান্ত্রিক
[ঘ] সমাজতান্ত্রিক

৭৬. উক্ত রাষ্ট্র ব্যবস্থায় নাগরিক মর্যাদা থেকে বঞ্চিত ছিল- (উচ্চতর দক্ষতা)
i. দাসরা
ii. বিদেশিরা
iii. মহিলারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৭ ও ৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
নাবিলা নবম শ্রেণির ছাত্রী। তার একটি পাঠ্য বিষয়ে নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা রয়েছে। এ বিষয়টি রাষ্ট্রের নাগরিকদের ভবিষ্যৎ নাগরিক জীবনের দিকনির্দেশনা প্রদান করে।

৭৭. উদ্দীপকে নাবিলার কোন পাঠ্য বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে? (প্রয়োগ)
[ক] ইতিহাস
[খ] বাংলা
[গ] ক্যারিয়ার
✅ পৌরনীতি ও নাগরিকতা

৭৮. উক্ত বিষয়টি দিক নির্দেশনা প্রদান করে- (উচ্চতর দক্ষতা)
i. অতীতে নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো
ii. অতীতে নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল
iii. বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ পরিবার : পরিবারের শ্রেণিবিভাগ ও কার্য্যাবলি 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৩ ও ৪
🍭 সমাজ স্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাস করাকে-পরিবার বলে।
🍭 পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত-একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান।
🍭 বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার দুটি হলো- পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক।
🍭 পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবার হলো- একক ও যৌথ পরিবার।
🍭 বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার-তিন ধরনের।
🍭 পরিবারের সন্তান জন্মদান ও লালনপালন করাকে- জৈবিক কাজ বলে।
🍭 কুটিরশিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন-পরিবারের অর্থনৈতিক কাজ।
🍭 পরিবারের মাধ্যমেই শুরু হয়- শিশুর রাজনৈতিক শিক্ষা।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৯. সমাজস্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রী একত্রে বসবাস করাকে কী বলে? (জ্ঞান)
[ক] সমাজ
✅ পরিবার
[গ] গোষ্ঠী
[ঘ] সম্প্রদায়

৮০. ‘সন্তান জন্মদান ও লালনপালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে’- উক্তিটি কার? (জ্ঞান)
✅ ম্যাকাইভার
[খ] রুশো
[গ] টমাস হবস
[ঘ] জন লক

৮১. বাংলাদেশে সাধারণত কাদের নিয়ে পরিবার গড়ে ওঠে? (অনুধাবন)
[ক] শ্বশুর-শাশুড়ি, মামা-মামি, মামাতো ভাই-বোন
[খ] চাচাতো ভাই-বোন, ফুফাতো ভাই-বোন
[গ] দাদা-দাদি, নানা-নানি, খালা-খালু
✅ মা-বাবা, ভাই-বোন, চাচা-চাচি, দাদা-দাদি

৮২. পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? (অনুধাবন)
✅ সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] ধর্মীয়

৮৩. বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] সমাজ
✅ পরিবার
[গ] রাষ্ট্র
[ঘ] সরকার

৮৪. কয়টি নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণিবিভাগ করা যায়? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৮৫. বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে কয়ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৮৬. শাকিল দশম শ্রেণিতে পড়ে। সে ছোটবেলা থেকে তার পিতার বংশপরিচয় বহন করছে। শাকিল কোন ধরনের পরিবারের সদস্য? (প্রয়োগ)
✅ পিতৃতান্ত্রিক
[খ] মাতৃতান্ত্রিক
[গ] একক
[ঘ] যৌথ

৮৭. আমাদের দেশের অধিকাংশ পরিবার কোন ধরনের? (জ্ঞান)
✅ পিতৃতান্ত্রিক
[খ] মাতৃতান্ত্রিক
[গ] বহুপতি
[ঘ] বহুপত্নীক

৮৮. পিতৃতান্ত্রিক পরিবারে ছেলেমেয়েরা কার পরিচয়ে পরিচিত হয়? (জ্ঞান)
[ক] মাতার
[খ] দাদার
✅ পিতার
[ঘ] মামার

৮৯. নলিতার পরিবারের প্রধান তার মা। তার পরিবার কোন ধরনের? (প্রয়োগ)
[ক] পিতৃতান্ত্রিক
[খ] একক
✅ মাতৃতান্ত্রিক
[ঘ] যৌথ

৯০. আমাদের দেশে মাতৃতান্ত্রিক পরিবার বিদ্যমান রয়েছে কাদের মধ্যে? (জ্ঞান)
[ক] মুসলমান
[খ] হিন্দু
✅ গারো
[ঘ] চাকমা

৯১. গারো পরিবারে কে নেতৃত্ব দেন? (জ্ঞান)
[ক] বাবা
[খ] দাদা
[গ] চাচা
✅ মা

৯২. পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৯৩. মা-বাবা ও ভাই-বোন নিয়ে গঠিত পরিবারকে কোন ধরনের পরিবার বলে? (জ্ঞান)
✅ একক
[খ] যৌথ
[গ] মাতৃতান্ত্রিক
[ঘ] পিতৃতান্ত্রিক

৯৪. একক পরিবার কেমন হয়? (জ্ঞান)
✅ ছোট
[খ] বড়
[গ] কলহপূর্ণ
[ঘ] বিশৃঙ্খল

৯৫. মাহফুজ স্ত্রী-সন্তানসহ তার মা-বাবাকে নিয়ে এক সাথে বাস করে। মাহফুজের পরিবারটি কোন ধরনের? (প্রয়োগ)
[ক] একক
✅ যৌথ
[গ] একপত্নীক
[ঘ] বহুপত্নীক

৯৬. যৌথ পরিবার কোন ধরনের পরিবার? (অনুধাবন)
[ক] একক
[খ] ছোট
✅ বড়
[ঘ] মহৎ

৯৭. বর্তমানে কোন ধরনের পরিবারের সংখ্যা বাড়ছে? (অনুধাবন)
✅ একক
[খ] যৌথ
[গ] মাতৃতান্ত্রিক
[ঘ] বহুপতি

৯৮. কয়েকটি একক পরিবারের সমষ্টিতে কোন ধরনের পরিবার গঠিত হয়? (জ্ঞান)
✅ যৌথ
[খ] বহুপতি
[গ] বহুপত্নীক
[ঘ] মাতৃতান্ত্রিক

৯৯. বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১০০. একপত্নীক পরিবারে একজন স্বামীর কয়জন স্ত্রী থাকে? (জ্ঞান)
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

১০১. কোন পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে? (জ্ঞান)
✅ বহুপত্নীক
[খ] মাতৃতান্ত্রিক
[গ] বহুপতি
[ঘ] যৌথ

১০২. একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে কোন ধরনের পরিবারে? (জ্ঞান)
[ক] একপত্মীক
[খ] যৌথ
[গ] বহুপত্নীক
✅ বহুপতি

১০৩. সুইটি ও রফিক কয়েক বছর পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সম্প্রতি সুইটি রফিক ছাড়াও সুমন নামে একজন ব্যক্তিকে স্বামী হিসেবে গ্রহণ করে। তাদের পরিবারটি কোন ধরনের? (প্রয়োগ)
[ক] একপত্নীক
[খ] বহুপত্নীক
✅ বহুপতি
[ঘ] যৌথ

১০৪. বাংলাদেশে কোন ধরনের পরিবারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না? (জ্ঞান)
[ক] বহুপত্নীক পরিবার
[খ] পিতৃপ্রধান পরিবার
✅ বহুপতি পরিবার
[ঘ] একক পরিবার

১০৫. সন্তানসন্ততি জন্মদান ও লালনপালন পরিবারের কোন ধরনের কাজ? (জ্ঞান)
✅ জৈবিক
[খ] শিক্ষামূলক
[গ] মনস্তাত্ত্বিক
[ঘ] অবকাশমূলক

১০৬. আরিফ ও সালমা দুজন চাচাতো ভাইবোন। তারা উভয়ে সমাজ স্বীকৃত উপায়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলো। এক্ষেত্রে তারা কী গঠন করল? (প্রয়োগ)
[ক] সমাজ
[খ] রাষ্ট্র
[গ] সমিতি
✅ পরিবার

১০৭. সোহেল ও শামিমা স্বামী-স্ত্রী। সম্প্রতি তারা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে এবং অত্যন্ত আদর-যত্ন দিয়ে লালনপালন করছে। তারা পরিবারের কোন কাজটি করছে? (প্রয়োগ)
[ক] শিক্ষামূলক
[খ] অর্থনৈতিক
[গ] বিনোদনমূলক
✅ জৈবিক

১০৮. মুমু তার পরিবারের সদস্যদের মধ্যে উদার মানসিকতার অধিকারী। মুমুকে এই মানসিকতার অধিকারী করা পরিবারের কোন ধরনের কাজ? (প্রয়োগ)
[ক] জৈবিক
✅ শিক্ষামূলক
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

১০৯. মানুষের বিভিন্ন ধরনের মানবিক গুণাবলি শিক্ষা লাভের প্রথম সুযোগ কোথায় সৃষ্টি হয়? (জ্ঞান)
✅ পরিবারে
[খ] বিদ্যালয়ে
[গ] সমাজে
[ঘ] রাষ্ট্রে

১১০. কোনটি পরিবারের শিক্ষামূলক কাজ? (জ্ঞান)
✅ শিশুকে শিষ্টাচার শেখানো
[খ] স্কুল প্রতিষ্ঠা
[গ] টিভি দেখা
[ঘ] গল্পগুজব করা

১১১. শিশুর শিক্ষার প্রথম ভিত্তি কী? (জ্ঞান)
[ক] সমাজ
[খ] মাদরাসা
✅ পরিবার
[ঘ] মক্তব

১১২. পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন? (অনুধাবন)
[ক] মা-বাবা বাস করায়
✅ শিশুর প্রাথমিক শিক্ষালয় হওয়ায়
[গ] শিশুর মাধ্যমিক শিক্ষালয় হওয়ায়
[ঘ] পরিবার শিক্ষাব্যয় নির্বাহ করায়

১১৩. জীবনের প্রথম পাঠশালা বলা হয় কোনটিকে? (জ্ঞান)
[ক] সমাজ
[খ] রাষ্ট্র
[গ] বিদ্যালয়
✅ পরিবার

১১৪. মৌলিক চাহিদা পূরণ পরিবারের কেমন কাজ? (জ্ঞান)
[ক] মনস্তাত্ত্বিক
✅ অর্থনৈতিক
[গ] জৈবিক
[ঘ] বিনোদনমূলক

১১৫. পরিবার তার সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণ করে। এটি পরিবারের কোন ধরনের কাজ? (জ্ঞান)
[ক] জৈবিক
[খ] শিক্ষামূলক
✅ অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

১১৬. মামুন একটি কলেজে চাকরি করে এবং তার বাবা মাঠে কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের সদস্যদের চাহিদা মেটায়। মামুনের পরিবার নিচের কোন কাজটি করে? (প্রয়োগ)
[ক] মনস্তাত্ত্বিক
[খ] রাজনৈতিক
✅ অর্থনৈতিক
[ঘ] শিক্ষামূলক

১১৭. পরিবারে সাধারণত মা-বাবা কী ধরনের ভূমিকা পালন করেন? (অনুধাবন)
[ক] শোষকের
[খ] শাসকের
✅ অভিভাবকের
[ঘ] পরিচালকের

১১৮. বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে পরিবার কোন সুবিধাটি পাচ্ছে? (অনুধাবন)
✅ নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে
[খ] শিক্ষা-দীক্ষার মান বাড়ছে
[গ] সুনাগরিক হতে সাহায্য করছে
[ঘ] মানসিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে

১১৯. আমরা পরিবারে কার আদেশ-নির্দেশ মান্য করি? (অনুধাবন)
[ক] পিতার
[খ] মাতার
✅ অভিভাবকের
[ঘ] সমাজপতির

১২০. পরিবার আমাদেরকে বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেয়। এর ফলে আমরা কী হতে পারি? (উচ্চতর দক্ষতা)
✅ সুনাগরিক
[খ] কর্মদক্ষ
[গ] শিক্ষক
[ঘ] আত্মনির্ভরশীল

১২১. কোনটি স্নেহ, মায়ামমতা ও সহযোগিতার দ্বারা গঠিত স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান? (জ্ঞান)
[ক] সমাজ
✅ পরিবার
[গ] সম্প্রদায়
[ঘ] ইউনিয়ন

১২২. পরিবারের রাজনৈতিক শিক্ষা পরবর্তীতে মানুষের কোন ক্ষেত্রে কাজে লাগে? (জ্ঞান)
[ক] ছাত্রজীবনে
✅ রাষ্ট্রীয় জীবনে
[গ] ধর্মীয় জীবনে
[ঘ] কর্মজীবনে

১২৩. রাজিয়া খাতুন মায়ামমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। এটি তার কোন ধরনের কাজ? (প্রয়োগ)
[ক] জৈবিক
[খ] শিক্ষামূলক
✅ মনস্তাত্ত্বিক
[ঘ] বিনোদনমূলক

১২৪. সুখে-দুঃখে, বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো পরিবারের কোন ধরনের কাজ? (জ্ঞান)
✅ মনস্তাত্ত্বিক
[খ] বিনোদনমূলক
[গ] জৈবিক
[ঘ] অর্থনৈতিক

১২৫. সাজিদের মন খারাপ হলে সে মা-বাবা, ভাই-বোনদের সাথে আলাপ-আলোচনা করে তার সমাধান করে। এটি পরিবারের কোন ধরনের কাজের আওতাভুক্ত? (প্রয়োগ)
[ক] জৈবিক
[খ] শিক্ষামূলক
✅ মনস্তাত্ত্বিক
[ঘ] বিনোদনমূলক

১২৬. রাসেলের পরিবারের সদস্য ৬ জন। তার পরিবারের সদস্যরা কোনো সমস্যায় পড়লে তারা একে অপরের সাথে আলোচনার মাধ্যমে সমাধান বের করে। এটি পরিবারের কোন ধরনের কাজ? (প্রয়োগ)
[ক] বিনোদনমূলক
✅ মনস্তাত্ত্বিক
[গ] রাজনৈতিক
[ঘ] জৈবিক

১২৭. রাজিব তার বোন সোনিয়াকে সহনশীলতার শিক্ষা দেয়। এটি পরিবারের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] জৈবিক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
✅ মনস্তাত্ত্বিক

১২৮. শিশুদের চিত্তবিনোদনের জন্য গল্পগুজব করা পরিবারের কোন ধরনের কাজ? (জ্ঞান)
[ক] শিক্ষামূলক
[খ] অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
✅ বিনোদনমূলক

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১২৯. পরিবার বলা হয় না- (অনুধাবন)
i. একজন পুরুষকে
ii. একজন মহিলাকে
iii. চাচা-চাচিকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩০. পরিবারের বহুবিধ কাজের মধ্যে প্রধান কাজগুলো হলো- (অনুধাবন)
i. আমদানি ও রপ্তানি
ii. কৃষিকাজ ও কুটির শিল্প
iii. অবকাশ যাপন ও চিত্তবিনোদনের ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩১. পরিবারের শ্রেণিবিভাগ করা যায়- (অনুধাবন)
i. বংশ গণনা ও নেতৃত্ব অনুযায়ী
ii. পারিবারিক কাঠামো অনুযায়ী
iii. বৈবাহিক সূত্র অনুযায়ী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩২. বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার হলো- (অনুধাবন)
i. পিতৃতান্ত্রিক পরিবার
ii. যৌথ পরিবার
iii. মাতৃতান্ত্রিক পরিবার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৩. পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবার হলো- (অনুধাবন)
i. একক পরিবার
ii. একপত্নীক পরিবার
iii. যৌথ পরিবার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৪. যৌথ পরিবার যাদের নিয়ে গঠিত হয়- (অনুধাবন)
i. মা-বাবা
ii. চাচা-চাচি
iii. ফুফা-ফুফু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৫. বৈবাহিক সূত্র অনুযায়ী পরিবার হলো- (অনুধাবন)
i. একপত্নীক
ii. বহুপত্নীক
iii. বহুপতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৬. পরিবারের মাধ্যমে মানুষ যে শিক্ষা লাভ করে- (অনুধাবন)
i. উদারতা
ii. সততা
iii. নিয়মানুবর্তিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৭. পরিবারের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত- (অনুধাবন)
i. মৎস্য চাষ
ii. পশু পালন
iii. কুটিরশিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১৩৮. পরিবারের বিনোদনের মাধ্যম- (অনুধাবন)
i. পড়াশোনা
ii. গানবাজনা
iii. হাসিঠাট্টা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৯. বাংলাদেশে রয়েছে- (অনুধাবন)
i. একক পরিবার
ii. যৌথ পরিবার
iii. বহুপতি পরিবার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪০. পরিবারের সদস্যদের জন্য পরিবার বহুবিধ কাজ করে থাকে। এর ফলে পরিবারের সদস্যদের জীবন- (উচ্চতর দক্ষতা)
i. সুন্দর হয়
ii. বিলাসবহুল হয়
iii. নিরাপদ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০১

১৪১. পরিবার সাধারণত যেসব কাজ করে-
 (অনুধাবন)
i. জৈবিক
ii. শিক্ষামূলক
iii. অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪২. সুমী ও রাব্বি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে একটি পরিবার গঠন করেছে। তাদের এ পরিবারটি সাধারণত যে ধরনের কাজ করবে- (প্রয়োগ)
i. রাজনৈতিক
ii. মনস্তাত্ত্বিক
iii. বিনোদনমূলক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪৩. পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হওয়ার কারণ- (অনুধাবন)
i. বিজ্ঞানের উন্নতি
ii. পরিবার ব্যবস্থার পরিবর্তন
iii. প্রযুক্তির উন্নতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৪. শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয় যেভাবে- (অনুধাবন)
i. পরিবারের নিয়ম মেনে চলার মাধ্যমে
ii. পারিবারিক শিক্ষার মাধ্যমে
iii. রাজনৈতিক দলে অংশগ্রহণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৫. পরিবারের বিনোদনমূলক কাজের অন্তর্ভুক্ত- (অনুধাবন)
i. গানবাজনা
ii. বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়া
iii. আলাপ-আলোচনা করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৬. পরিবারে আমরা বিনোদন লাভ করি- (অনুধাবন)
i. গল্পগুজবের মাধ্যমে
ii. হাসিঠাট্টার মাধ্যমে
iii. বেড়াতে যাওয়ার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৭ ও ১৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
মিলন তার বাবা-মা ও ভাই-বোনের সঙ্গে পরিবারে বসবাস করে। তার বাবার সিদ্ধান্তেই সকল কাজ হয়। কিন্তু তার বন্ধু সুবলের পরিবারে মা প্রধান কর্তা এবং তার মায়ের সিদ্ধান্তেই সকল কাজ হয়।

১৪৭. মিলন যে পরিবারে বাস করে সেটি কোন ধরনের পরিবার? (প্রয়োগ)
✅ পিতৃতান্ত্রিক
[খ] একপত্নীক
[গ] মাতৃতান্ত্রিক
[ঘ] বহুপত্নীক

১৪৮. মিলনের পরিবারে- (উচ্চতর দক্ষতা)
i. পিতার দিক থেকে বংশ গণনা করা হয়
ii. পিতা পরিবারের নেতৃত্ব দেন
iii. মাতার দিক থেকে বংশ গণনা করা হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৯ ও ১৫০ নং প্রশ্নের উত্তর দাও :
রাকিবরা গ্রামের বাড়িতে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি, ফুফুসহ অনেকে একসঙ্গে বড় বাড়িতে বাস করত। তার বাবার ঢাকায় চাকরি হওয়াতে সে ও তার মা-বাবা, ভাই-বোন ঢাকায় এসে ছোট পরিবারে বাস করছে।

১৪৯. রাকিবরা গ্রামে যে পরিবারে বাস করত সেটি কী ধরনের পরিবার ছিল? (প্রয়োগ)
[ক] বহুপত্নীক
[খ] পিতৃতান্ত্রিক
✅ যৌথ পরিবার
[ঘ] একক পরিবার

১৫০. রাকিবরা ঢাকায় এসে যে পরিবার গঠন করেছে তাকে কোন ধরনের পরিবার বলা হয়? (প্রয়োগ)
✅ একক
[খ] যৌথ
[গ] মাতৃতান্ত্রিক
[ঘ] পিতৃতান্ত্রিক

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫১ ও ১৫২ নং প্রশ্নের উত্তর দাও :
অনিকা দশম শ্রেণির ছাত্রী। তার পরিবারে বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচি ও ফুফু বাস করে। অনিকার বান্ধবী সুইটি বাবা-মায়ের একমাত্র সন্তান। সুইটির বাবা-মা চাকরিজীবী। তাই সে মাঝে মাঝে নিঃসঙ্গতায় ভোগে।

১৫১. পারিবারিক কাঠামোর ভিত্তিতে সুইটির পরিবার কোন ধরনের? (প্রয়োগ)
✅ একক
[খ] একপত্নীক
[গ] বহুপত্নীক
[ঘ] যৌথ

১৫২. সুইটির মানসিক চাহিদা পূরণের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. পরিবারের মায়ামমতা
ii. পরিবারের স্নেহ-ভালবাসা
iii. পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৩ ও ১৫৪ নং প্রশ্নের উত্তর দাও :
বকুলের দাদির দুই স্বামী আছে। এ পরিবারে বকুলের দাদির সিদ্ধান্তে সব কাজ হয়। কিন্তু বকুলের চাচা আরমান বিয়ের পর অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু করেছেন। বকুলের বাবাও শহরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন।

১৫৩. আরমানের পরিবারটি কীরূপ? (প্রয়োগ)
[ক] মাতৃতান্ত্রিক
[খ] বহুপত্নীক
✅ একক
[ঘ] যৌথ

১৫৪. বকুলের দাদির পরিবারটিকে বলা যায়- (প্রয়োগ)
i. বহুপতি পরিবার
ii. মাতৃতান্ত্রিক পরিবার
iii. বহুপত্নীক পরিবার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫৫ ও ১৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
সায়মা ও নাসির দুজনই চাকরিজীবী। তারা তাদের ৬ বছরের সন্তান মিমকে তার দাদির কাছে রেখে যান। কর্মব্যস্ত সায়মা ও নাসির তাদের ছুটির দিনগুলোতে চিত্তবিনোদনের জন্য মিমকে নিয়ে চিড়িয়াখানা, পার্ক, উদ্যান, স্টেডিয়ামে যান। ছুটির দিনগুলোতে মিম তার বাবা-মাকে পেয়ে খুবই আনন্দিত হয়। মিমের বাবা-মা তার সাথে গল্পের ছলে অনেক কিছু শিক্ষা দেয়।

১৫৫. মিম তার বাবা-মায়ের সাথে চিড়িয়াখানা, পার্ক, উদ্যানে গিয়ে পরিবারের কোন কাজটি সম্পাদন করে? (প্রয়োগ)
[ক] শিক্ষামূলক
[খ] মনস্তাত্ত্বিক
✅ বিনোদনমূলক
[ঘ] রাজনৈতিক

১৫৬. পরিবারের উক্ত কাজটির মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. মানসিক প্রশান্তি লাভ করা যায়
ii. উদারতা, সহনশীলতা শেখা যায়
iii. উচ্চশিক্ষিত হওয়া যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ সমাজ 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ০৫
🍭 কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে বলে-সমাজ।
🍭 সমাজের প্রধান বৈশিষ্ট্য- দুইটি।
🍭 সমাজ গড়ে ওঠে-মানুষকে নিয়ে।
🍭 মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে- সমাজে।
🍭 সভ্য জীবনের আদর্শ স্থান হলো- সমাজ।
🍭 “মানুষ স্বভাবতই সামাজিক জীব, যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা” বলেছেন- গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।
🍭 মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস করে- সমাজে।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫৭. হালিম তার এলাকার মানুষকে নিয়ে কিছু উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হলো। হালিম কোন কাজটি করল? (প্রয়োগ)
[ক] পরিবার গঠন
[খ] রাষ্ট্র গঠন
✅ সমাজ গঠন
[ঘ] ধর্ম প্রচার

১৫৮. সমাজের প্রধান বৈশিষ্ট্য কয়টি? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৫৯. মানুষের সাথে সমাজের সম্পর্ক কেমন? (অনুধাবন)
[ক] উদারনৈতিক
✅ অবিচ্ছেদ্য
[গ] প্রতিদ্বন্দ্বিতামূলক
[ঘ] বিপরীতমুখী

১৬০. সভ্য জীবনযাপনের আদর্শ স্থান কোনটি? (জ্ঞান)
[ক] পরিবার
[খ] রাষ্ট্র
✅ সমাজ
[ঘ] গ্রাম

১৬১. অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন? (জ্ঞান)
[ক] চীন
✅ গ্রিস
[গ] রাশিয়া
[ঘ] জার্মানি

১৬২. ‘মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা’- উক্তিটি কার? (জ্ঞান)
[ক] ই. এম. হোয়াইট
✅ অ্যারিস্টটল
[গ] ম্যাকাইভার
[ঘ] প্লেটো

১৬৩. মানুষ সমাজ গড়ে তোলে কেন? (অনুধাবন)
✅ নিজের প্রয়োজনে
[খ] রাষ্ট্রের প্রয়োজনে
[গ] সরকারের প্রয়োজনে
[ঘ] অন্যের প্রয়োজনে

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৪. সমাজের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. বহুলোকের সংঘবদ্ধভাবে বসবাস
ii. সংঘবদ্ধতার পেছনে থাকবে সাধারণ উদ্দেশ্য
iii. বিত্তশালীদের নেতৃত্বে পরিচালিত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৫. সামসুল আলম সমাজের একজন সদস্য। তার মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে- (প্রয়োগ)
i. ঐক্য ও পারস্পরিক সহযোগিতা
ii. ক্রিয়া-প্রতিক্রিয়া
iii. পারস্পরিক নির্ভরশীলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

⚛ রাষ্ট্র : রাষ্ট্রের উৎপত্তি 📕 বোর্ড বই, পৃষ্ঠা-৫ ও ৬
🍭 রাষ্ট্র হলো- একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।
🍭 পৃথিবীতে ছোট বড় মিলিয়ে মোট রাষ্ট্র আছে- ২০০টি।
🍭 রাষ্ট্র গঠনের মূল উপাদান- ৪টি।
🍭 রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ রয়েছে- চারটি।
🍭 রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে পুরোনো মতবাদ হলো- ঐশি মতবাদ।
🍭 সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক হলেন- টমাস হবস, জন লক ও জ্যাঁ জ্যাক রুশো।
🍭 সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ বসবাস করত- প্রকৃতির রাজ্যে।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৬. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)
[ক] সামাজিক
[খ] অর্থনৈতিক
[গ] ধর্মীয়
✅ রাজনৈতিক

১৬৭. বর্তমান পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে? (জ্ঞান)
[ক] ১৯২
[খ] ১৯৫
[গ] ১৯৬
✅ ২০০

১৬৮. ‘সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগটিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে’- উক্তিটি কার? (জ্ঞান)
✅ অধ্যাপক গার্নার
[খ] ই. এম. হোয়াইট
[গ] প্লেটো
[ঘ] অ্যারিস্টটল

১৬৯. রাষ্ট্রের উপাদান কয়টি? (জ্ঞান)
✅ ৪
[খ] ৫
[গ] ৭
[ঘ] ১০

১৭০. রাষ্ট্র গঠনের জন্য জনগোষ্ঠীর আবশ্যকীয় বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] নির্দিষ্ট হবে
✅ স্থায়ী হবে
[গ] জাতিগোষ্ঠী হবে
[ঘ] সমভাষী হবে

১৭১. ২০১১ সালের তথ্য অনুযায়ী ভারতের জনসংখ্যা কত? (জ্ঞান)
[ক] প্রায় ৯০ কোটির বেশি
[খ] ১০০ কোটির কম
✅ প্রায় ১২১ কোটি
[ঘ] ১৩২ কোটি

১৭২. ব্রুনাইয়ের জনসংখ্যা কত? (জ্ঞান)
[ক] প্রায় এক লক্ষ
✅ প্রায় দুই লক্ষ
[গ] প্রায় তিন লক্ষ
[ঘ] প্রায় চার লক্ষ

১৭৩. ‘একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়’- মতটি কাদের? (জ্ঞান)
[ক] অর্থনীতিবিদদের
✅ রাষ্ট্রবিজ্ঞানীদের
[গ] নৃবিজ্ঞানীদের
[ঘ] সমাজবিজ্ঞানীদের

১৭৪. রাষ্ট্র গঠনের জন্য নিচের কোনটি আবশ্যক? (জ্ঞান)
[ক] পর্যাপ্ত সৈন্য
✅ নির্দিষ্ট ভূখণ্ড
[গ] পর্যাপ্ত অর্থ
[ঘ] শিক্ষামূলক প্রতিষ্ঠান

১৭৫. রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? (জ্ঞান)
✅ সরকার
[খ] ধর্মীয় প্রতিষ্ঠান
[গ] শিক্ষা প্রতিষ্ঠান
[ঘ] শিল্প প্রতিষ্ঠান

১৭৬. রাষ্ট্রের যাবতীয় কার্য্যাবলি কার মাধ্যমে পরিচালিত হয়? (জ্ঞান)
✅ সরকারের
[খ] রাষ্ট্রপতির
[গ] প্রধানমন্ত্রীর
[ঘ] বিচারপতির

১৭৭. রাষ্ট্রভেদে সরকারের রূপ কেমন? (অনুধাবন)
[ক] অপরিবর্তনীয়
✅ ভিন্ন ভিন্ন
[গ] অভিন্ন
[ঘ] এক ও অভিন্ন

১৭৮. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের সরকার বিদ্যমান? (জ্ঞান)
[ক] সংসদীয়
[খ] সমাজতান্ত্রিক
[গ] এককেন্দ্রিক
✅ রাষ্ট্রপতি শাসিত

১৭৯. রাষ্ট্রের যাবতীয় কার্য্যাবলি কীসের মাধমে পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] জনগণ
[খ] মন্ত্রী
✅ সরকার
[ঘ] ইউনিয়ন

১৮০. সার্বভৌমত্বের দিক কয়টি? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১৮১. কোন সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ-নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার ওপর কর্তৃত্ব করে? (জ্ঞান)
[ক] ব্যক্তিগত
[খ] সমন্বিত
✅ অভ্যন্তরীণ
[ঘ] বাহ্যিক

১৮২. রাষ্ট্রের উৎপত্তির উল্লেখযোগ্য মতবাদ কতটি? (জ্ঞান)
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

১৮৩. রাষ্ট্র সৃষ্টির সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি? (জ্ঞান)
✅ ঐশী
[খ] বলপ্রয়োগ
[গ] সামাজিক চুক্তি
[ঘ] ঐতিহাসিক

১৮৪. সুমন মনে করে স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন। সুমনের এই মন্তব্যটির সাথে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদের মিল আছে? (প্রয়োগ)
✅ ঐশী
[খ] বলপ্রয়োগ
[গ] সামাজিক চুক্তি
[ঘ] ঐতিহাসিক

১৮৫. ঐশী মতবাদ অনুযায়ী স্রষ্টা শাসক প্রেরণ করেছেন কেন? (অনুধাবন)
[ক] ধর্ম পালন করার জন্য
✅ সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য
[গ] দ্বন্দ্ব দূর করার জন্য
[ঘ] যুদ্ধবিগ্রহ নির্মূলের জন্য

১৮৬. রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদ অনুযায়ী শাসক তার কাজের জন্য একমাত্র স্রষ্টার নিকট দায়ী? (জ্ঞান)
✅ ঐশী
[খ] ঐতিহাসিক
[গ] সামাজিক চুক্তি
[ঘ] বলপ্রয়োগ

১৮৭. ঐশী মতবাদ অনুযায়ী শাসকের আদেশ অমান্য করার অর্থ কী? (জ্ঞান)
[ক] প্রজাদের আদেশ অমান্য করা
[খ] সৈন্যদের আদেশ অমান্য করা
✅ বিধাতার আদেশ অমান্য করা
[ঘ] রানির আদেশ অমান্য করা

১৮৮. ‘শাসক একাধারে শাসক ও ধর্মীয় প্রধান’- এ কথাটি কোন মতবাদের? (জ্ঞান)
✅ ঐশী
[খ] বলপ্রয়োগ
[গ] সামাজিক চুক্তি
[ঘ] ঐতিহাসিক

১৮৯. ঐশী মতবাদ অনুযায়ী যেখানে জনগণের নিকট শাসক দায়ী থাকে না সেখানে কী সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] গণতান্ত্রিক শাসন
✅ স্বৈরশাসন
[গ] নিয়মতান্ত্রিক শাসন
[ঘ] দ্বৈতশাসন

১৯০. ‘বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে।’- এটি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন মতবাদের মূলকথা? (জ্ঞান)
[ক] ঐশী
[খ] ঐতিহাসিক
[গ] সামাজিক চুক্তি 
✅ বলপ্রয়োগ

১৯১. ‘সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যুদ্ধবিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে’- এটি কোন মতবাদে বলা হয়েছে? (জ্ঞান)
✅ বলপ্রয়োগ
[খ] সামাজিক চুক্তি
[গ] ঐশী
[ঘ] ঐতিহাসিক

১৯২. বলপ্রয়োগ মতবাদকে সমালোচকরা কী বলে আখ্যায়িত করেছেন? (জ্ঞান)
✅ ভ্রান্ত
[খ] সমৃদ্ধ
[গ] যুক্তিযুক্ত
[ঘ] অসম্পূর্ণ

১৯৩. সমালোচকদের কাছে অযৌক্তিক, ভ্রান্ত, ক্ষতিকর বলে আখ্যা পায় কোন মতবাদ? (জ্ঞান)
[ক] ঐশী
✅ বলপ্রয়োগ
[গ] সামাজিক চুক্তি
[ঘ] ঐতিহাসিক

১৯৪. বলপ্রয়োগ মতবাদ অনুসারে কীসের জোরে রাষ্ট্র টিকে আছে? (জ্ঞান)
✅ শক্তি
[খ] অর্থ
[গ] আলোচনা
[ঘ] চুক্তি

১৯৫. ‘সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে’- এটি কোন মতবাদের মূলকথা? (জ্ঞান)
[ক] ঐশী
[খ] বলপ্রয়োগ
✅ সামাজিক চুক্তি
[ঘ] ঐতিহাসিক

১৯৬. টমাস হবস্ কোন দেশের দার্শনিক? (জ্ঞান)
✅ ব্রিটেন
[খ] ফরাসি
[গ] ভারতীয়
[ঘ] জার্মানি

১৯৭. নিচের কোন ব্যক্তি সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবর্তক? (জ্ঞান)
✅ হবস
[খ] অ্যারিস্টটল
[গ] মার্কস
[ঘ] প্লেটো

১৯৮. সামাজিক চুক্তি মতবাদের সমর্থক কে? (জ্ঞান)
✅ জন লক
[খ] অধ্যাপক লাস্কি
[গ] ম্যাকাইভার
[ঘ] টি. এইচ. গ্রিন

১৯৯. জ্যাঁ জ্যাক রুশো কোন দেশি দার্শনিক? (জ্ঞান)
[ক] জার্মানি
✅ ফরাসি
[গ] আফ্রিকান
[ঘ] আমেরিকান

২০০. সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবর্তক কে? (জ্ঞান)
[ক] অ্যারিস্টটল
[খ] প্লেটো
[গ] ই. এম. হোয়াইট
✅ জ্যাঁ জ্যাক রুশো

২০১. সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ কোথায় বাস করত? (জ্ঞান)
✅ প্রকৃতির রাজ্যে
[খ] ধর্মীয় প্রতিষ্ঠানে
[গ] পাহাড়ি অঞ্চলে
[ঘ] নদী তীরবর্তী অঞ্চলে

২০২. সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী প্রকৃতির রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলাফল কী? (উচ্চতর দক্ষতা)
✅ ব্যক্তিগত সম্পত্তির আকাঙ্ক্ষা দেখা দেয়
[খ] শিল্পকারখানা স্থাপিত হয়
[গ] যুদ্ধ-বিগ্রহ দেখা দেয়
[ঘ] আবাসন সমস্যা দেখা দেয়

২০৩. রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। এটি কোন মতবাদের মূল বক্তব্য? (উচ্চতর দক্ষতা)
✅ ঐতিহাসিক
[খ] সামাজিক চুক্তি
[গ] শক্তি প্রয়োগ
[ঘ] ঐশী

২০৪. ‘রক্তের সম্পর্ক, ধর্মের বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে রাষ্ট্র’- এটি রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদের ধারণা? (জ্ঞান)
[ক] সামাজিক চুক্তি
[খ] বলপ্রয়োগ
[গ] ঐশী
✅ ঐতিহাসিক

২০৫. কোনটি রাষ্ট্রের উৎপত্তির গ্রহণযোগ্য মতবাদ? (জ্ঞান)
[ক] বলপ্রয়োগ
[খ] সামাজিক চুক্তি
[গ] ঐশী
✅ বিবর্তনমূলক

২০৬. ঐতিহাসিক মতবাদ অনুসারে বর্তমানের রাষ্ট্র- (অনুধাবন)
✅ বহু যুগের বিবর্তনের ফল
[খ] বহু যুগের বঞ্চনার ফল
[গ] বহু যুগের উন্নতির ফল
[ঘ] বহু যুগের সাধনার ফল

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৭. একটি রাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. স্থলভাগ
ii. জলভাগ
iii. আকাশসীমা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৮. প্রতিটি রাষ্ট্রের আছে- (অনুধাবন)
i. জনসমষ্টি
ii. নির্দিষ্ট ভূখণ্ড
iii. সরকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৯. বাংলাদেশের চেয়ে আয়তনে বড় রাষ্ট্র- (অনুধাবন)
i. গণচীন
ii. ভারত
iii. কানাডা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১০. সরকার যে বিভাগের মাধ্যমে গঠিত- (অনুধাবন)
i. আইন
ii. বিচার
iii. শাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১১. ঐশী মতবাদের ক্ষেত্রে প্রযোজ্য- (অনুধাবন)
i. রাষ্ট্র স্রষ্টার সৃষ্টি
ii. শাসক স্রষ্টার প্রতিনিধি
iii. শাসক ধর্মীয় প্রধান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১২. সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী প্রকৃতির রাজ্যে মানুষ ছিল- (অনুধাবন)
i. শান্তিপ্রিয়
ii. স্বার্থপর
iii. আত্মকেন্দ্রিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৩. সমালোচকরা বলপ্রয়োগ মতবাদকে আখ্যায়িত করেছেন- (অনুধাবন)
i. অযৌক্তিক বলে
ii. সঠিক বলে
iii. ক্ষতিকর বলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৪. বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে- (অনুধাবন)
i. অপরাধীকে মুক্তি দিয়ে
ii. অপরাধীকে শাস্তি দিয়ে
iii. নিরপরাধীকে মুক্তি দিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৫. সরকার বলতে সে জনগোষ্ঠীকে বোঝায় যারা- (অনুধাবন)
i. আইন প্রণয়ন করে
ii. শাসন পরিচালনা করে
iii. যুদ্ধ-বিগ্রহ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৬. পৃথিবীর বহু রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। এরকম দেশ হলো- (প্রয়োগ)
i. গণচীন
ii. মার্কিন যুক্তরাষ্ট্র
iii. কানাডা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৭. রাষ্ট্রবিজ্ঞানীরা যেসব বিষয় পরীক্ষানীরিক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মতবাদ প্রদান করেছেন- (অনুধাবন)
i. অতীত ইতিহাস
ii. জনগণের মতামত
iii. রাজনৈতিক ঘটনাপ্রবাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৮. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা ঐশী মতবাদকে যা বলে সমালোচনা করেছেন- (অনুধাবন)
i. বিপজ্জনক
ii. অগণতান্ত্রিক
iii. অযৌক্তিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৯. সামাজিক চুক্তি মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ- (অনুধাবন)
i. প্রকৃতির নিয়ম মেনে চলত
ii. প্রাকৃতিক সুযোগ-সুবিধা ভোগ করত
iii. যুদ্ধ-বিগ্রহে লিপ্ত থাকত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২০. প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে সামাজিক জীবনে যে প্রভাব পড়ে- (উচ্চতর দক্ষতা)
i. বিশৃঙ্খলা সৃষ্টি হয়
ii. দুর্বলের ওপর সবলের অত্যাচার চলে
iii. মানুষ আত্মকেন্দ্রিক হয়ে ওঠে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২১. রাষ্ট্রের উৎপত্তিতে কার্যকর উপাদান হচ্ছে- (অনুধাবন)
i. যুদ্ধবিগ্রহ
ii. অর্থনৈতিক চেতনা
iii. রক্তের বন্ধন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২২. তমালিকা সরকার রাষ্ট্রের উৎপত্তির একটি মতবাদ ব্যাখ্যা করে বললেন, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত। তার ব্যাখ্যাটি- (অনুধাবন)
i. সামাজিক চুক্তি মতবাদের প্রারম্ভিক কথা
ii. শাস্তির প্রকৃতির বিধান সম্পর্কিত
iii. কর্তৃপক্ষের অনুপস্থিতির প্রমাণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২৩ ও ২২৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে জাহিদ মনে করে, স্বয়ং স্রষ্টা রাষ্ট্র সৃষ্টি করেছেন। হাসিব বলে, রাষ্ট্র সম্মতির ভিত্তিতে গড়ে উঠেছে। রিংকু বলে, রাষ্ট্র চুক্তির মাধ্যমে গড়ে উঠেছে। আমির ভিন্ন মত পোষণ করে বলে, ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে।

২২৩. জাহিদের বক্তব্য রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদের সাথে সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
✅ ঐশী
[খ] বলপ্রয়োগ
[গ] ঐতিহাসিক
[ঘ] সামাজিক চুক্তি

২২৪. উদ্দীপকে যাদের বক্তব্য রাষ্ট্র সৃষ্টির সামাজিক চুক্তি মতবাদকে ইঙ্গিত করে- (উচ্চতর দক্ষতা)
i. রিংকু
ii. আমির
iii. হাসিব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

⚛ সরকারের ধারণা : রাষ্ট্র ও সরকারের সম্পর্ক 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ০৮
🍭 রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো- সরকার।
🍭 সরকারের মাধ্যমে পরিচালিত হয়- রাষ্ট্র।
🍭 রাষ্ট্র একটি- বিমূর্ত ধারণা।
🍭 রাষ্ট্র একটি- স্থায়ী প্রতিষ্ঠান।
🍭 রাষ্ট্র গঠিত হয়- দেশের সব জনগণ নিয়ে।
🍭 সরকার- একটি মূর্ত ধারণা।
🍭 সরকার গঠিত হয়- আইন, শাসন ও বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে।

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২২৫. রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কয় ধরনের কাজ সম্পাদন করে? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২২৬. শাসন বিভাগ কী ধরনের কাজ করে? (জ্ঞান)
✅ আইন প্রয়োগ
[খ] আইন তৈরি
[গ] আইন সংশোধন
[ঘ] আইন প্রণয়ন

২২৭. সরকার রাষ্ট্রে আবশ্যকরূপে কোন ধরনের কাজের সাথে জড়িত? (উচ্চতর দক্ষতা)
[ক] ভোট প্রদান
[খ] সৌন্দর্য বর্ধন
✅ বিচার প্রতিষ্ঠা
[ঘ] উন্নয়ন সাধন

২২৮. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ কীভাবে সরকার গঠন করে? (অনুধাবন)
[ক] বলপ্রয়োগের মাধ্যমে
[খ] সামাজিক চুক্তির মাধ্যমে
✅ নির্বাচনের মাধ্যমে
[ঘ] ঐশী নির্দেশের মাধ্যমে

২২৯. কোন কালে রাষ্ট্র ও সরকার সমার্থক ছিল? (জ্ঞান)
✅ প্রাচীন
[খ] আধুনিক
[গ] খ্রিষ্টপূর্ব
[ঘ] খ্রিষ্টের সময়

২৩০. চতুর্দশ লুই কোন দেশের অধিবাসী? (জ্ঞান)
✅ ফ্রান্স
[খ] চীন
[গ] জার্মানি
[ঘ] রাশিয়া

২৩১. ‘আমিই রাষ্ট্র’ উক্তিটি কার? (জ্ঞান)
[ক] অ্যারিস্টটল
✅ ফ্রান্সের চতুর্দশ লুই
[গ] অধ্যাপক গার্নার
[ঘ] হবস

২৩২. সরকার পরিবর্তিত হয় কেন? (অনুধাবন)
✅ রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার জন্য
[খ] রাষ্ট্রের সাংস্কৃতিক কাজ পরিচালনার জন্য
[গ] জনগণের শিক্ষার মান উন্নয়নের জন্য
[ঘ] জনগণকে স্থায়ী আবাসন দেয়ার জন্য

২৩৩. বাংলাদেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? (জ্ঞান)
[ক] স্বৈরতান্ত্রিক
✅ সংসদীয়
[গ] একনায়কতান্ত্রিক
[ঘ] ধনতান্ত্রিক

২৩৪. সুমন তার এলাকার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং এলাকার প্রধান। তার মাধ্যমে এলাকার সার্বভৌম ক্ষমতা বাস্তবায়িত হয়। তিনি কোনটির ভূমিকা পালন করেন? (প্রয়োগ)
[ক] জনগণের
[খ] সমাজের
✅ সরকারের
[ঘ] পরিবারের

২৩৫. কীসের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা বাস্তবায়িত হয়? (জ্ঞান)
[ক] জনগণ
✅ সরকার
[গ] সৈন্যবাহিনী
[ঘ] পুলিশবাহিনী

২৩৬. কোনটি বিমূর্ত ধারণা? (জ্ঞান)
[ক] সরকার
✅ রাষ্ট্র
[গ] জনগণ
[ঘ] ভূখণ্ড

SSC পৌরনীতি ও নাগরিকতা MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩৭. ‘ক’ একটি দেশের সরকার। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ‘ক’ যে ধরনের কাজ করবে- (প্রয়োগ)
i. আইন প্রণয়ন
ii. শাসন পরিচালনা
iii. বিচার-সংক্রান্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৮. রাষ্ট্র সৃষ্টির পূর্বে সামাজিক জীবন ছিল- (উচ্চতর দক্ষতা)
i. অরাজকতাপূর্ণ
ii. স্বার্থপর
iii. অচল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

এস. কে সরকারি বালিকা বিদ্যালয়, মানিকগঞ্জ
মডেল টেস্ট
এসএসসি পরীক্ষা
বিষয়: পৌরনীতি ও নাগরিকতা
বহু নির্বাচনি প্রশ্ন-উত্তর
বিষয় কোড: ১৪০

সময়: ৩০ মিনিট                        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
SSC Civics
MCQ
Question and Answer


১. ‘সিভিস’ শব্দের অর্থ কী?
ক. রাষ্ট্র
খ. দেশ
গ. নাগরিক
ঘ. নগররাষ্ট্র
উত্তরঃ গ. নাগরিক

২. সামাজিক. চুক্তি মতবাদের প্রবক্তা কে?
ক. রুশো
খ. গেটেল
গ. অ্যারিস্টটল
ঘ. গার্ণার
উত্তরঃ ক. রুশো

৩. প্রাচীনকালে কারা নাগরিক ছিলেন?
ক. যোদ্ধারা
খ. বৃদ্ধ, যারা জ্ঞানী
গ. যুবকরা
ঘ. রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণকারী
উত্তরঃ ঘ. রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণকারী

৪. দ্বৈত নাগরিকত্ব নীতি কোন দেশে অনুসরণ করা হয়?
ক. বাংলাদেশে
খ. মার্কিন যুক্তরাষ্ট্রে
গ. ভারতে
ঘ. রাশিয়ায়
উত্তরঃ খ. মার্কিন যুক্তরাষ্ট্রে

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরররাহ করতে বাধ্য থাকবে কেন?
ক. আইনের জন্য
খ. জনগণের ভয়ে
গ. নাগরিকের অনুরোধে
ঘ. নেতাদের অনুরোধে
উত্তরঃ ক. আইনের জন্য

৬. মাসুম একজন সুনাগরিক- এর অর্থ হলো-
i. করা প্রদান করে
ii. রাষ্ট্রের প্রতি অনুগত
iii. কর্তব্যপরায়ণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

৭. ব্যক্তি স্বাধীনতার ভিত্তি বলা হয় কোনটিকে?
ক. অর্থকে
খ. বংশ মর্যাদাকে
গ. আইনকে
ঘ. সমাজকে
উত্তরঃ গ. আইনকে

৮. কোন দেশে অধিকাংশ আইন প্রথার উপর গড়ে উঠেছে?
ক. স্পেনে
খ. ব্রিটেনে
গ. ভারতে
ঘ. জার্মানিতে
উত্তরঃ খ. ব্রিটেনে

৯. সাম্যের অর্থ কী?
ক. সমান করার প্রক্রিয়া
খ. সবাইকে এক সমান করা
গ. সমান সুযোগ-সুবিধা দেয়া
ঘ. সমান আর্থিক সুযোদ দেয়া
উত্তরঃ গ. সমান সুযোগ-সুবিধা দেয়া

১০. কল্যাণমূক রাষ্টের বৈশিষ্ট্য কয়টি?
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
উত্তরঃ খ. ৪টি

১১. কানাডায় কোন ধরনের সরকার প্রদ্ধতি রয়েছে?
ক. সমাজতান্ত্রিক
খ. এককন্দ্রিক
গ. যুক্তরাষ্ট্রীয়
ঘ. একনায়কতস্ত্র
উত্তরঃ গ. যুক্তরাষ্ট্রীয়

১২. যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রদেশগুলো যে ধরনের-
i. স্বতন্ত্র
ii. কেন্দ্রশাসিত
iii. স্বায়ত্তশাসিত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

১৩. বাংলাদেশের খসড়া সংবিধান গণপরিষদে কত তারিখে অনুমোদিত হয়?
ক. ৪ নভেম্বর
খ. ৮ নভেম্বর
গ. ১৪ নভেম্বর
ঘ. ২১ নভেম্বর
উত্তরঃ ক. ৪ নভেম্বর

১৪. বাংলাদেশের নাগরিকতা ‘বাঙালি’ থেকে ‘বাংলাদেশি’ করা হয় সংবিধানের কততম সংশোনীর মাধ্যমে?
ক. দ্বিতীয় সংশোধনী
খ. তৃতীয় সংশোধনী
গ. চতুর্থ সংশোধনী
ঘ. পঞ্চম সংশোধনী
উত্তরঃ ঘ. পঞ্চম সংশোধনী

১৫. ‘‘সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।’’ -উক্তিটি কার?
ক. আ্যরিস্টটল
খ. জন লক
গ. অধ্যাপক. গার্ণার
ঘ. বার্কেস
উত্তরঃ ক. আ্যরিস্টটল

১৬. জেলা প্রশাসক কী নামে পরিচিত?
ক. কালেকটর
খ. উপসচিব
গ. যুগ্মসচিব
ঘ. মেকানিক
উত্তরঃ ক. কালেকটর

১৭. বিভাগীয় কমিশনার যে ধরনের কাজ করেন-
i. জেলা প্রশাসকের কাজের তদারকি
ii. জনকল্যানমূলক কাজ
iii. বিভাগের উন্নয়নমূলক কাজ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

১৮. বাংলাদেশে মোট কতটি প্রশাসনিক উপজেলা আছে?
ক. ৪৫৬ টি
খ. ৪৬০ টি
গ. ৪৮৭ টি
ঘ. ৪৯২ টি
উত্তরঃ গ. ৪৮৭ টি

১৯. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
ক. পরোক্ষ ভোটে
খ. প্রত্যক্ষ ভোটে
গ. গোপন ভোটে
ঘ. প্রকাশ্য ভোটে
উত্তরঃ ক. পরোক্ষ ভোটে

২০. সিটি কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. প্রাতিষ্ঠানিক
খ. স্বায়ত্তশাসিত
গ. অপ্রাতিষ্ঠানিক
ঘ. আন্তর্জাতিক
উত্তরঃ খ. স্বায়ত্তশাসিত

২১. পার্বত্য অঞ্চলে কতটি উপজাতির নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ৯টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. ১৩টি
উত্তরঃ ঘ. ১৩টি

২২. ইউনিয়ন পরিষদের কার্যকরী ভৃমিকা পালন করেন-
i. চেয়ারম্যান
ii. নির্বাচিত সদস্যরা
iii. মহিলা সদস্যরা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৩. চীনে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
ক. ১৪০ জন
খ. ২৪০ জন
গ. ৩৬২ জন
ঘ. ৩৮০ জন
উত্তরঃ ক. ১৪০ জন

২৪. VGD, FFE ও VGF কীভাবে প্রকৃত দরিদ্রদের অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে?
ক. ত্রাণ প্রদানের মাধ্যমে
খ. নিরাপত্তা প্রদান করে
গ. খাদ্যনীতি গঠন করে
ঘ. মানসম্মত খাদ্য উৎপাদন করে
উত্তরঃ ঘ. মানসম্মত খাদ্য উৎপাদন করে

* উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:
সাবা দরিদ্র হওয়ায় চর্বি, তেল ও প্রোটিনযুক্ত খাদ্য সামান্যই গ্রহণ করে। সাবার ভাইকেই শুধু প্রোটিনযুক্ত খাবার খেতে দেওয়া হয়।

২৫. সাবার ভাইয়ের তুলনায় সাবার বেশি প্রয়োজন রয়েছে-
ক. পুষ্টিকর খাদ্য গ্রহণ
খ. চিকিৎসা গ্রহণ
গ. বিদ্যালয়ে গমন
ঘ. সেবা
উত্তরঃ ক. পুষ্টিকর খাদ্য গ্রহণ

২৬. অনুচ্ছেদের আলোচনায় যে বিষয়টি ফুটে উঠেছে-
i. সমতাহীনতা
ii. খাদ্যভিত্তিক দারিদ্র্য
iii. পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৭. বাংলার স্যার সৈয়দ আহমদ কে?
ক. সৈয়দ আমীর আলী
খ. সৈয়দ আমীর আহমদ
গ. নওয়াব আব্দুল লতিফ
ঘ. হাজি মুহাম্মদ মুহসীন
উত্তরঃ গ. নওয়াব আব্দুল লতিফ

২৮. লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কয়টি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি 
ঘ. ৭টি
উত্তরঃ খ. ৫টি

২৯. কোথায় জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত?
ক. ঢাকায়
খ. নিউইয়র্কে
গ. ম্যানিলায় 
ঘ. রোমে
উত্তরঃ খ. নিউইয়র্কে

৩০. কমনওয়েলথের সদস্য হিসাবে বাংলাদেশ কোন সংস্থার সদস্য?
ক. সিয়াটো
খ. কলম্বো পরিকল্পনা
গ. আনজুস
ঘ. ইউরোপিয়ান ইউনিয়ন
উত্তরঃ খ. কলম্বো পরিকল্পনা

No comments:

Post a Comment