G

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মডেল টেস্ট-১ pdf download

মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিউট, ঢাকা 
মডেল টেস্ট পরীক্ষা 
ইসলাম ও নৈতিক শিক্ষা 
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর 
বিষয় কোড: ১১১ 

সময়: ৩০ মিনিট                        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

৯ম-১০ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা গাইড
SSC Islam and Moral Studies
MCQ
Question and Answer pdf download

১. ইসলামের বিশ্বাসগত দিকের নাম কী?
ক. ইমান
খ. এহসান
গ. আকাইদ
ঘ. তাওহিদ
উত্তরঃ গ. আকাইদ

২. ‘সিলমুন’ শব্দের আরবি অর্থ কী?
ক. আনুগত্য
খ. শান্তি
গ. রহমত
ঘ. বরকত
উত্তরঃ খ. শান্তি

৩. কুফর নানা সমাজে কিসের প্রসার ঘটায়?
ক. নৈতিকতার
খ. কৃতজ্ঞতার
গ. অনৈতিকতার
ঘ. অশিক্ষার
উত্তরঃ গ. অনৈতিকতার

৪. “নিশ্চই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না।”- এটি কোন সূরার আয়াত?
ক. সূরা আন-নিসা
খ. সূরা শুরা
গ. সূরা বাকারা
ঘ. সূরা লুকমান
উত্তরঃ ক. সূরা আন-নিসা

৫. নিফাক ধ্বংস করে মানুষের-
i. চরিত্র
ii. নৈতিকতা
iii. শক্তি-সামর্থ্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

৬. হযরত আদম (আ)-এর ওপর কয়খানা সহিফা নাযিল হয়েছেন?
ক. ১০
খ. ২০
গ. ৩০
ঘ. ৪০
উত্তরঃ ক. ১০

৭. ওহি লেখক সাহাবিদের সংখ্যা কত ছিল?
ক. ২৮
খ. ৪২
গ. ৪৭
ঘ. ৮৬
উত্তরঃ খ. ৪২

* উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
মি. রবার্ট মানুষের জীবন পরিচালনার সঠিক নির্দেশনা হিসেবে ইসলামি শরিয়তকে উপযুক্ত ও সঠিক বলে মনে করেন। এ কারণে তিনি সমপ্রতি নিজ ধর্ম ত্যাগ. করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

৮. ইসলামি শরিয়ত মেনে চলার ক্ষেত্রে মি. রবার্ট সর্বপ্রথম কোনটির অনুসরণ করবে?
ক. আল-কুরআন
খ. হাদিস
গ. ইজমা
ঘ. কিয়াস
উত্তরঃ ক. আল-কুরআন

৯. এটি অনুসরণের ফলে মি. রবার্ট লাভ করবেন-
i. কল্যাণময় জীবন
ii. সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান
iii. প্রাচুর্যপূর্ণ ও সাচ্ছন্দ্যময় জীবন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii

১০. মহানবি (স.) কয়টি রীতিতে কুরআন পাঠের অনুমতি দিয়েছিলেন?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ১০টি
উত্তরঃ খ. ৭টি

১১. মাক্কি সূরার বৈশিষ্ট্য কোনটি?
ক. শিরক ও কুদরের পরিচয় বর্ণনা
খ. শরিয়তের বিধানের বর্ণনা
গ. ইবাদতের রীতিনীতির বর্ণনা
ঘ. বিচার ব্যবস্থার বিষদ বর্ণনা
উত্তরঃ ক. শিরক ও কুদরের পরিচয় বর্ণনা

১২. ‘মুজতাহিদ’ অর্থ কী?
ক. গবেষক
খ. ফিকহ বিশারদ
গ. পন্ডিত
ঘ. হাদিসবেত্তা
উত্তরঃ ক. গবেষক

১৩. হযরত যায়দ বিন সাবিত (রা.) কুরআন সংকলনের ক্ষেত্রে কয়টি পন্থা অবলম্বন করতেন?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ গ. ৪টি

১৪. ‘ফরয’ এরূপ অবশ্য পালনীয় বিধান যে, এটি-
i. অস্বীকারকারী কাফির
ii. বর্জনকারী চরম পাপী
iii. অকাট্য দলিল দ্বারা প্রমাণিত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

১৫. সাওম পালনের প্রতি পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি। এটি সাওমের কোন গুরুত্বকে তুলে ধরে?
ক. নৈতিক
খ. ধর্মীয়
গ. সামাজিক
ঘ. অর্থনৈতিক
উত্তরঃ গ. সামাজিক

১৬. হযরত উমর (রা.) ভৃত্যের সাথে কোথায় সফর করেছিলেন?
ক. মক্কায়
খ. মদিনায়
গ. সিরিয়ায়
ঘ. জেরুজালেমে
উত্তরঃ ঘ. জেরুজালেমে

* উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব বারেক অনেকগুলো শিল্প কারখানার মালিক। কিন্তু তিনি কর্তব্যরত শ্রমিকদের প্রতি মাসে যথা সময়ে বেতন পরিশোধ করতে বিলম্ব করেন।

১৭. জনাব বারেক সাহেবের কাজে কার বাণীর অনুসরণ লঙ্ঘিত হয়েছে?
ক. আল্লাহর
খ. রাসুল (স.)-এর
গ. আবু বকর (রা.)
ঘ. আলি (রা.)
উত্তরঃ খ. রাসুল (স.)-এর

১৮. জনাব বারেক সাহেবের কাজের ফলে সৃষ্টি হয়-
i. উৎপাদনে গতিশীলতা
ii. শ্রমিক অসন্তোষ
iii. সামাজিক বিশৃঙ্খলা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii

১৯. ওয়াদকে আরবি ভাষায় কী বলা হয়?
ক. আদল
খ. আল-আহদু
গ. সাদিকুন
ঘ. তাকওয়া
উত্তরঃ খ. আল-আহদু

২০. যিনি খিয়ানত করে তাকে কী বলা হয়?
ক. খায়িন
খ. কাফির
গ. আমিন
ঘ. সিদ্দিক
উত্তরঃ ক. খায়িন

২১. বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের মধ্যকার সমপ্রীতি ও ভালো কথাকে কী বলে?
ক. ভ্রাতৃত্ববোধ
খ. সামপ্রদায়িক সমপ্রীতি
গ. বিশ্বভ্রাতৃত্ব
ঘ. মানবসেবা
উত্তরঃ খ. সামপ্রদায়িক সমপ্রীতি

২২. গিবত কিসের চেয়ে মারাত্মক?
ক. ব্যভিচারের
খ. হত্যার
গ. চুরি করার
ঘ. ঝগড়া
উত্তরঃ ক. ব্যভিচারের

২৩. হত্যার চেয়েও জঘন্য কোনটি?
ক. হিংসা
খ. ফিতনা
গ. প্রতারণা
ঘ. সুদ ও ঘুষ
উত্তরঃ খ. ফিতনা

২৪. সুদ ও ঘুষ সমাজে-
i. নৈতিক অবক্ষয় সৃষ্টি করে
ii. পাপাচারের প্রসার ঘটায়
iii. ভারসাম্য বিনষ্ট করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৫. ‘আল-কানুন ফিত-তিব্ব’ গ্রন্থটির প্রণেতা কে?
ক. আল বিরুনি
খ. ইবনে সিনা
গ. আলা রাযি
ঘ. ইবনে রুশদ
উত্তরঃ খ. ইবনে সিনা

২৬. আদর্শ বলতে বোঝায়?
i. অনুসরণীর চালচালন
ii. গ্রহণযোগ্য রীতিনীতি
iii. উদার গুণাবলি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

২৭. মা হালিমার গোত্রের নাম কী?
ক. বনু করাইমা
খ. বনু হাশিম
গ. বনু সাদ
ঘ. বনু সুযায়েল
উত্তরঃ গ. বনু সাদ

২৮. মদিনা সনদে মোট কতটি ধারা ছিল?
ক. ১৭
খ. ২৭
গ. ৩৭
ঘ. ৪৭
উত্তরঃ ঘ. ৪৭

২৯. ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক. কুরআন তেলাওয়াতকারী
খ. সত্যবাদী
গ. বিশ্বাসী
ঘ. সত্য-মিথ্যার পার্থক্যকারী
উত্তরঃ ঘ. সত্য-মিথ্যার পার্থক্যকারী

৩০. ‘কিতাবুল মানাযির’ গ্রন্থখানি কোন বিষয়ের উপর রচিত-
ক. দৃষ্টি বিজ্ঞান
খ. চিকিৎসা বিজ্ঞান
গ. রসায়ন
ঘ. গণিত
উত্তরঃ ক. দৃষ্টি বিজ্ঞান

এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। নবম-দশম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা বহু নির্বাচনি প্রশ্ন উত্তর। SSC Islam Shikkha MCQ Question Answer.
৯ম-১০ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা গাইড
SSC Islam and Moral Studies
MCQ
Question and Answer pdf download

3 comments:

  1. Anonymous8:34:00 AM

    khub vlo lglo pore ekhon shudu common porlei chole

    ReplyDelete
    Replies
    1. আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

      Delete
  2. Anonymous11:46:00 AM

    Good work sir 🙂

    ReplyDelete