G

SSC গণিত সমাধান সৃজনশীল (Srijonshil) এবং বহুনির্বাচনি (mcq) প্রশ্নের উত্তর অনুশীলনী-১১.১ pdf download

এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
গণিত সমাধান
সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অনুশীলনী: ১১.১

General Math Guide Srijonshil and MCQ for Class 9-10. SSC General Math Solution MCQ and Srijonshil Question and Answer pdf download.
SSC General Math Solution
Exercise-11.1

 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
◈ অনুপাত
 একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। 
 ব্যাখ্যা : দুইটি রাশি p ও q এর অনুপাতকে p : q = p/q লেখা হয়। p ও q রাশি দুইটি সমজাতীয় ও একই এককে হতে হবে। অনুপাতে p কে পূর্ব রাশি এবং q কে উত্তর রাশি বলা হয়। 

◈ সমানুপাত
 যদি চারটি রাশি এরূপ হয় যে, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ঐ চারটি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হয়। a, b, c, d এরূপ চারটি রাশি হলে আমরা লিখি, a : b = c : d
 ক্রমিক সমানুপাতী 
 a, b, c ক্রমিক সমানুপাতী বলতে বোঝায় a : b = b : c
 a, b, c ক্রমিক সমানুপাতী হবে যদি এবং কেবল যদি b² = ac হয়। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সবগুলো রাশি এক জাতীয় হতে হবে।

◈ অনুপাতের রূপান্তর
 এখানে অনুপাতের রাশিগুলো ধনাত্মক সংখ্যা। 
 (1) a : b = c : d হলে, b : a = d : c [ব্যস্তকরণ (invertendo)]
 (2) a : b = c : d হলে, a : c = b : d [একান্তকরণ (alternendo)]

অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ 1 : দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
সমাধান : ১ম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a মিটার
 ∴ ১ম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a² বর্গমিটার
 এবং ২য় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = b মিটার
 ∴ ২য় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = b² বর্গমিটার
 ∴ ১ম ও ২য় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত = a²/b² = a² : b²
 ∴ তাদের ক্ষেত্রফলের অনুপাত = a² : b² (Ans.)

প্রশ্নঃ 2 : একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, তাদের পরিসীমার অনুপাত নির্ণয় কর।
সমাধান : ধরি, বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ = r মিটার
 ∴ বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল = 𝜋r² বর্গমিটার
 ∴ বৃত্তের পরিসীমা = 2𝜋r মিটার
 প্রশ্নমতে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 𝜋r² বর্গ মিটার
 ∴ বর্গক্ষেত্রের এক বাহু = √𝜋r² মিটার = √𝜋r মিটার
 ∴ বর্গক্ষেত্রের পরিসীমা = 4 √𝜋r মিটার
 বৃত্তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত
  = 2 𝜋 r/4 √𝜋 r = √𝜋/2 = √𝜋 : 2 (Ans.)

প্রশ্নঃ 3 : দুইটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের ল. সা. গু. 180; সংখ্যা দুইটি নির্ণয় কর। 
সমাধান : ধরি, সংখ্যাদ্বয় 3x ও 4x  [অনুপাত অনুযায়ী)]
 ∴ সংখ্যাদ্বয়ের ল. সা. গু. = 12x
 প্রশ্নমতে, 12x = 180 
 বা, x = 180/12 
 ∴ x = 15
 ∴ সংখ্যাদ্বয় যথাক্রমে (3 × 15) = 45 
 এবং (4 × 15) = 60
 নির্ণেয় সংখ্যা দুইটি 45 ও 60. 

প্রশ্নঃ 6 : পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5 : 2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
সমাধান : মনে করি, 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5k বছর
 এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2k বছর
 এখানে, k অনুপাতের সাধারণ গুণিতক 
 ∴ বর্তমানে পিতার বয়স (5k + 7) বছর
 এবং বর্তমানে পুত্রের বয়স (2k + 7) বছর
 আবার, 5 বছর পরে পিতার বয়স (5k + 7 + 5) বছর
  = (5k + 12) বছর
 এবং 5 বছর পরে পুত্রের বয়স (2k + 7 + 5) বছর
  = (2k + 12) বছর
 প্রশ্নানুসারে, (5k + 7) + (2k + 7) = 70
  বা, 5k + 7 + 2k + 7 = 70
  বা, 7k + 14 = 70
  বা, 7k = 70 - 14 = 56
  বা, k = 56/7 = 8
  ∴ k = 8
 ∴ 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত
 = (5 × 8 + 12) : (2 × 8 + 12)
 = (40 + 12) : (16 + 12)
 = 52 : 28
 = 13 : 7 (Ans.)

SSC গণিত সমাধান সৃজনশীল (Srijonshil) এবং বহুনির্বাচনি (mcq) প্রশ্ন ও উত্তর অনুশীলনী-১১.১

৯ম-১০ম শ্রেণি
সাধারণ গণিত সমাধান
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি।
SSC General Math Solution Download pdf version.
Exercise-11.1

No comments:

Post a Comment