G

HSC হিসাববিজ্ঞান ২য় পত্র সৃজনশীল (Srijonshil) প্রশ্ন মডেল টেস্ট-০১ pdf download

বোর্ড প্রশ্ন/মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষা
বিষয়: হিসাববিজ্ঞান ২য় পত্র
সৃজনশীল প্রশ্ন
বিষয় কোড: ২৫৪

সময়-২ ঘণ্টা ৩০ মিনিট  পূর্ণমান-৭০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগের দুইটি এবং খ বিভাগের যেকোনো পাঁচটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]

ক বিভাগ
১। সানজি লিমিটেড এর ২০১৮ সালের রেওয়ামিল নিম্নরুপঃ
সানজি লিমিটেড-এর রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৮

হিসাবের নাম

ডেবিট টাকা

ক্রেডিট টাকা

শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার)

প্রারম্ভিক মজুদ

পণ্য ক্রয় ও পণ্য বিক্রয়

অফিস সরঞ্জাম

১২% বিনিয়োগ (১-১-১৮)

প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব

আমদানি শুল্ক

আসবাবপত্র

বেতন

বিমা সেলামি (৩১-৩-১৯ পর্যন্ত)

আয়কর

অন্তর্বর্তীকালীন লভ্যাংশ

অনাদায়ি পাওনা সঞ্চিতি

সংরক্ষিত আয় (১-১-১৮)

নগদ ও ব্যাংক

 

 

৪০,০০০

১,৫০,০০০

২,০০,০০০

১,৫০,০০০

৫০,০০০

২০,০০০

১,৩০,০০০

২৩,০০০

৩,০০০

৩০,০০০

৩০,০০০

 

 

১,২৯,০০০

 

৫,০০,০০০

 

৩,৫০,০০০

 

 

২০,০০০

 

 

 

 

 

 

১,০০০

৮৪,০০০

 

৯,৫৫,০০০

৯,৫৫,০০০


সমন্বয়সমূহ: (১) ধারে বিক্রয় ১,০০০ টাকা, যা হিসাবভুক্ত হয়নি; (২) সমাপনী মজুদ পণ্য ৫৫,০০০ টাকা; (৩) প্রাপ্য হিসাবের ১,০০০ টাকা অবলোপন কর। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৩% অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি কর।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর। ২
খ. মোট লাভ ১,৬৬,০০০ টাকা ধরে নিট মুনাফা/(ক্ষতির) পরিমাণ নির্ণয় কর। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্ব দেখাও। ৪

২। গোমতি লিমিটেড-এর রেওয়ামিল নিম্নে দেওয়া হলো :
গোমতি লিমিটেড-এর রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৮

হিসাবের নাম

ডেবিট টাকা

ক্রেডিট টাকা

মূলধন (১,২০,০০০ শেয়ার প্রতি শেয়ার ১০ টাকা করে)

নগদ

প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব

মজুদ পণ্য

যন্ত্রপাতি (নিট)

১০% ঋণপত্র (১-৪-১৮)

সাধারণ সঞ্চিতি তহবিল

সংরক্ষিত আয় (১-১-১৮)

বিক্রয় ফেরত এবং বিক্রয়

প্রদত্ত বাট্টা

বিক্রীয় পণ্যের ব্যয়

বিমা সেলামি (১৫ মাস)

শিক্ষানবিশ সেলামি (২ বছর)

বেতন খরচ

সাধারণ খরচ

 

৭৫,০০০

৬,০০,০০০

১,৫০,০০০

১৫,০০,০০০

 

 

 

১৫,০০০

৫,০০০

৭,৩৫,০০০

৪৫,০০০

 

৯৫,০০০

২৫,০০০

 

১২,০০,০০০

 

৩,৫০,০০০

 

 

২,০০,০০০

১,৫০,০০০

২,২৫,০০০

১১,০০,০০০

 


 

২০,০০০

৩২,৪৫,০০০

৩২,৪৫,০০০


সমন্বয়সমূহ: (১) নিট মুনাফা (যদি হয়) এর ২০% সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে; (২) ২০১৮ সালের জন্য ১০% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ক. চলতি বছরের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. মোট মুনাফার পরিমাণ ৩,৪৫,০০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী সম্পন্ন কর। ৪
গ. চলতি বছর শেষে কোম্পানির মালিকানাস্বত্ব পরিবর্তন বিবরণী প্রস্তুত কর। ৪

HSC Accounting 2nd Paper Creative (Srijonshil) Question Model Test-01 pdf download

এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র সৃজনশীল প্রশ্ন/মডেল টেস্ট

খ বিভাগ
৩। তারা, ঝরা ও হিরা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান ২ : ২ : ১ অনুপাতে বণ্টন করে নেয়। ১ জানুয়ারি ২০১৮ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা, ৫০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। তারা মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্যের সিদ্ধান্ত নেয়। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে। উক্ত বছরে তারা, ঝরা ও হিরার উত্তোলনের পরিমাণ ছিল যর্থাক্রমে ৯,০০০ টাকা, ৬,০০০ টাকা ও ৩,০০০ টাকা । উপর্যুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় ৬৫,০৫০ টাকা।
ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। ২
খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর। ৪

৪। রিয়েল ক্লাবের ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরুপঃ 
রিয়েল ক্লাব প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য

প্রাপ্তিসমূহ

টাকা

প্রদানসমূহ

টাকা

উদ্বৃত্ত

চাঁদা ২০১৭

২০১৮

২০১৯

অনুদান (৪০% মুনাফাজাতীয়)

আজীবন সদস্যের চাঁদা

বিনিয়োগের সুদ

খেলা থেকে আয়

৭,৫০০

২,৫০০

৪৬,০০০

৩,৫০০

৩০,০০০

১৫,০০০

২,৫০০

১৪,০০০

মজুরি

বেতন

স্টেশনারি

বিনিয়োগ

খেলার সরঞ্জাম ক্রয়

বিবিধ খরচ

ভাড়া

উদ্বৃত্ত

১২,০০০

১৮,০০০

৫,০০০

২৫,০০০

১০,০০০

৫,০০০

৩২,০০০

১৪,০০০

১,২১,০০০

১,২১,০০০


২০১৮ সালের ১ জানুয়ারি রিয়েল ক্লাবের সম্পদ নিম্নরুপঃ বিনিয়োগ ২৫,০০০ টাকা, দালানকোঠা ৭৫,০০০ টাকা এবং আসবাবপত্র ২৫,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: (১) বার্ষিক প্রাপ্য চাঁদার পরিমাণ ৫০,০০০ টাকা; (২) প্রদত্ত বেতনের ৫,০০০ টাকা বিগত বছরের এবং এই বছরের বেতন ৬,০০০ টাকা বকেয়া রয়েছে; (৩) আসবাবপত্রের অবচয় ১০% ধরতে হবে।
ক. প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ কত? ২
খ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের আয় ব্যয় হিসাব প্রস্তুত কর। ৪
গ. ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪

৫। স্কয়ার লিমিটেড-এর ২০১৭ ও ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিম্নরুপঃ

হিসাবের নাম

২০১৮ (টাকা)

২০১৭ (টাকা)

চলতি সম্পদ:

নগদ তহবিল

প্রাপ্য হিসাব

মজুদ পণ্য

মোট চলতি সম্পদ

চলতি দায়:

বকেয়া খরচ

প্রদেয় হিসাব

প্রদেয় আয়কর

মোট চলতি দায়

 

১,৫০,০০০

৭০,০০০

১,১০,০০০

 

৮০,০০০

৭৫,০০০

৯০,০০০

৩,৩০,০০০

২,৪৫,০০০

 

২০,০০০

৭০,০০০

৫,০০০

 

১২,০০০

৮০,০০০

৮,০০০

৯৫,০০০

১,০০,০০০


অন্যান্য তথ্যাবলি: (১) আসবাবপত্র ক্রয় ১,০০,০০০ টাকা ও পুরাতন যন্ত্রপাতি বিক্রয় ২০,০০০ টাকা; (২) শেয়ার ইস্যু ১,৫০,০০০ টাকা ও নগদ লভ্যাংশ প্রদান ১০,০০০ টাকা।
ক. চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস-বৃদ্ধি দেখাও। ২
খ. নিট মুনাফার পরিমাণ ৩০,০০০ টাকা ধরে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ দেখাও। ৪
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তত কর। ৪

৬। মাফি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ২% অবহারে ২,০০০ শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র বিলি করে। কোম্পানি মোট ২,৫০০ শেয়ারের আবেদন পেল। কোম্পানি ২,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
ক. শেয়ারপ্রতি অবহারের পরিমাণ এবং মোট অলীক সম্পত্তির পরিমাণ নির্ণয় কর। ২
খ. কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. কোম্পানির হিসাব বইতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর। ৪

৭। নীরব লিমিটেড-এর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক বিবরণী নিম্নরুপঃ

সম্পত্তিসমূহ

টাকা

দায়সমূহ

টাকা

দালানকোঠা

মজুদ পণ্য

অগ্রিম খরচ

প্রাপ্য হিসাব

ব্যাংক জমা

বিলম্বিত বিজ্ঞাপন

১,২০,০০০

১৫,০০০

৫,০০০

৪০,০০০

১০,০০০

৫,০০০

শেয়ার মূলধন

রক্ষিত আয় বিবরণী

১০% ঋণপত্র

প্রদেয় হিসাব

১,০০,০০০

৪০,০০০

২৫,০০০

৩০,০০০

১,৯৫,০০০

১,৯৫,০০০


উক্ত বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল ৭,৫০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৪,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা।
ক. কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় কর। ২
খ. চলতি অনুপাত ও ত্বরিৎ অনুপাত নির্ণয় কর। ৪
গ. মজুদ আবর্তন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় কর। ৪

৮। উর্বানা লিমিটেড-এর উৎপাদন ব্যয় সম্পর্কিত তথ্যাবলি নিম্নরুপঃ

বিবরণ

টাকা

কাঁচামালের মজুদ (১-১-২০১৮)

কাঁচামালের মজুদ (৩১-১২-২০১৮)

তৈরি পণ্যের মজুদ (১-১-২০১৮)

তৈরি পণ্যের মজুদ (৩১-১২-২০১৮)

কাঁচামাল ক্রয়

প্রত্যক্ষ মজুরি

পরোক্ষ কাঁচামাল

পরোক্ষ মজুরি

কারখানার উপরি খরচ

অফিস ও প্রশাসনিক খরচ

বিক্রয় ও বিতরণ খরচ

বিক্রয়মূল্য

৭৫,০০০

৯০,০০০

৮০,০০০

৯০,০০০

৭,৫০,০০০

৫,৬৫,০০০

২৫,০০০

৪৫,০০০

৯০,০০০

১,২০,০০০

৬০,০০০

১৯,৩০,০০০


ক. ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় কর। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত কর। ৪

৯। অটবি কোম্পানি এর ২০১৮ সালের ডিসেম্বর মাসের কাঁচামাল ক্রয় এবং ইস্যুর তথ্যাবলি নিম্নরুপঃ
ডিসে. ১ উদ্বৃত্ত ২০০ একক প্রতি একক ১০ টাকা।
” ৪ কাঁচামাল ক্রয় ১৫০ একক প্রতি একক ১১ টাকা।
” ০৮ কাঁচামাল ইস্যু ৩০০ একক।
” ১৫ কাঁচামাল ক্রয় ১৫০ একক প্রতি একক ১২ টাকা।
” ২০ কাঁচামাল ইস্যু ১০০ একক।
” ২৫ কাঁচামাল ক্রয় ২০০ একক প্রতি একক ১৩ টাকা।
” ২৬ ঘাটতি পাওয়া গেল ২০ একক।
” ৩১ কারখানা হতে ফেরত ২০ একক।
ক. ডিসেম্বর মাসের মোট ক্রয়ের পরিমাণ কত? ২
খ. ০১, ০৪, ০৮ ও ২৬ তারিখের তথ্য ব্যবহার করে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর। ৪
গ. ০১, ০৪, ২০ ও ২৫ তারিখের তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর। ৪

১০। একটি টেবিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ ৭০,০০০ টাকা। মোট বিক্রয়ের পরিমাণ ৪,৮০,০০০ টাকা এবং এককপ্রতি বিক্রয়মূল্য ১২০ টাকা। পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের ৭৫%।
ক. কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ নির্ণয় কর। ২
খ. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় কর। ৪
গ. ৫,০০০ একক বিক্রয় করে ১,০০,০০০ টাকা লাভ করতে চাইলে এককপ্রতি বিক্রয়মূল্য কত টাকায় নির্ধারণ করতে হবে? ৪

১১। নাভানা ফার্নিচার-এর ডিসেম্বর ২০১৮ মাসের ব্যয় ও খরচসমূহ নিম্নরুপঃ

বিবরণ

টাকা

প্রত্যক্ষ শ্রম

ব্যবহৃত কাঁচামাল

পরোক্ষ শ্রম

কারখানা উপযোগ খরচ

শোরুমের ভাড়া

কারখানা ব্যবস্থাপকের বেতন

সরবরাহ ট্রাকের অবচয়

বিজ্ঞাপন খরচ

বিক্রয় অফিসের বেতন

পরোক্ষ মাল

৮০,০০০

১,৩০,০০০

২০,০০০

১২,০০০

৮,০০০

২০,০০০

৬,০০০

১৫,০০০

৩০,০০০

৮০,০০০

 
ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ২
খ. কারখানা উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় কর ও মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় কর। ৪
গ. মোট কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় কর এবং মোট পণ্য ব্যয়ের ওপর কালীন ব্যয়ের শতকরা হার নির্ণয় কর। ৪

2 comments:

  1. onek valo laglo site aro valo valo post dekhte cay

    ReplyDelete
    Replies
    1. Thank you so much for your great complement.

      Delete