একনজরে বাংলাদেশের ছিটমহল এবং সীমান্তবর্তী জেলাসমূহ

প্রশ্নঃ ছিটমহল কি? উত্তরঃ একদেশের ভেতরে অন্যদেশের ভূখন্ডকে ছিটমহল বলা হয়। 

১. বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে দইখাতা, মুহুরীচর ও লাঠিটিলা- এই তিনটি স্থানে এখনো পর্যন্ত অমীমাংসিত সীমান্তদৈর্ঘের পরিমাণ ৬.৫ মিলোমিটার।

২. ছিটমহল সংক্রান্ত তালিকা প্রণয়ন করা হয়- ১-১২ অক্টোবর, ১৯৯৬। এ তালিকা অনুযায়ী ভারতের ভেতর বাংলাদেশের ছিটমহলের সংখ্যা মোট ৫১টি। এর মধ্যে লালমনিরহাট জেলঅর ৩৩টি, কুড়িগ্রাম জেলার ১৮টি। এগুলো বারতের কুচবিহার জেলায় অবস্থিত।

৩. বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলের সংখ্যা ১১১টি। এর মধ্যে লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, নীলফামারীতে ৪টি এবং কুড়িগ্রামে ১২টি।

৪. সীমান্ত সমস্যা সম্পর্কিত মুজিব-ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৭৪ সালে। ভারত বাংলাদেশকে তিন বিঘা করিডোর প্রদান করে ২৬ জুন, ১৯৯২।
একনজরে বাংলাদেশের ছিটমহল এবং সীমান্তবর্তী জেলাসমূহ

গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাঃ

সীমান্তবর্তী স্থান: অবস্থান

রৌমারী: কুড়িগ্রাম

হালুয়াঘাট: ময়মনসিংহ

বড়াইবাড়ী: কুড়িগ্রাম

কলারোয়া: সাতক্ষীরা

পাদুয়া: সিলেট

চেঁচড়া: জয়পুরহাট

ঝেণথঅফল: সিলেট

বড়লেখা: মৌলভীবাজার

জকিগঞ্জ: সিলেট

বেড়ুবাড়ী: পঞ্চগড়

দহগ্রাম: লালমনিরহাট

ভেড়ামারা: কুষ্টিয়া

পাটগ্রাম: লালমনিরহাট

বেনাপোল: যশোর

চিরাহাটী: নীলফামারী
Post a Comment (0)
Previous Post Next Post