G

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ অনুসর্গ, বাচ্য এবং উক্তি pdf download

 বাংলা ২য় পত্র 
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 
[এই পোষ্টে পাঠ্যবইয়ের বিষয়সমূহের আলোকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে।]
Bangla 2nd Paper
MCQ
Question with Answer pdf download

অষ্টম পরিচ্ছেদ: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ
১. ‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা’- এ বাক্যে ‘বিনে’ অনুসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে? [ঢা.বো. ১৪, ০৮, ০৩; সি.বো. ১০; য.বো. ০৯; কু.বো. ০১; চ.বো. ০৫, ০৭] (উত্তর: ঘ)
(ক) সঙ্গে
(খ) প্রয়োজনে
(গ) নিমিত্তে
(ঘ) ব্যতিরেকে/অভাবে

২. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’- এখানে ‘বিনা’- [কু.বো. ০৫, ০৬; ব.বো. ০৩; রা.বো. ০৩; সি.বো., চ.বো. ০৬; য.বো. ১৩] (উত্তর: খ)
(ক) উপসর্গ
(খ) অনুসর্গ
(গ) বিভক্তি
(ঘ) কারক

৩. ‘শত্রুর সহিত সন্ধি চাই না’- এখানে ‘সহিত’ অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? [য.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) অবধি অর্থে
(খ) সমগামিতা অর্থে
(গ) বিনা অর্থে
(ঘ) সমসূত্রে অর্থে

৪. ‘শরতের পর আসে বসন্ত’- বাক্যটিতে ‘পরে’ অনুসর্গটি যে অর্থ প্রকাশ করছে- [ঢা.বো. ১৩; চ.বো. ১৩, ১০; দি.বো. ০৯; য.বো. ০২; সি.বো. ১২, ০৮] (উত্তর: ঘ)
(ক) বিরতি
(খ) অবধি
(গ) স্বল্প বিরতি
(ঘ) দীর্ঘ বিরতি

৫. ‘কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’- ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে? [ঢা.বো. ০৯; সি.বো. ০৭; কু.বো., ব.বো. ০৩, ০৪; রা.বো. ১২, ০৩, ০৬; য.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) ব্যাপার
(খ) প্রার্থনা
(গ) নিমিত্ত
(ঘ) প্রসঙ্গ

৬. ‘সীমার মাঝে অসীম তুমি’- বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [ঢা.বো. ১১; য.বো. ০৯, ০৭; ব.বো. ০৮, ০৭; সি.বো ০৩] (উত্তর: গ)
(ক) ব্যাপ্তি অর্থে
(খ) ঐকদেশিক অর্থে
(গ) মধ্যে অর্থে
(ঘ) নিকট অর্থে

৭. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’- বাক্যটিতে কোনটি অনুসর্গ- [ব.বো. ১০] (উত্তর: ক)
(ক) বিনা
(খ) সুখ
(গ) মহীতে
(ঘ) কি

৮. ‘বন্ধুসহ ছেলেটি স্থান ত্যাগ করল’-এখানে ‘সহ’ কোন অর্থে অনুসর্গ- (উত্তর: গ)
(ক) সমসূত্রে
(খ) বিরুদ্ধগামিতা
(গ) সহগামিতা
(ঘ) ব্যতিরেকে

৯. ‘নিমেষ তরে ইচ্ছা করে বিকট উল্লাসে’- বাক্যে অনুসর্গ কোনটি? [রা.বো. ০২; কু.বো. ০৮] (উত্তর: খ)
(ক) নিমেষ
(খ) তরে
(গ) ইচ্ছা
(ঘ) বিকট

১০. কোনটিতে ‘সক্ষমতা’ অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে? [চ.বো. ০৩] (উত্তর: খ)
(ক) আসামির পক্ষে উকিল কে
(খ) রাজার পক্ষে সবকিছুই সম্ভব
(গ) তুমি কোন পক্ষে
(ঘ) শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির চাঁদ উঠেছে

১১. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো? (উত্তর: ক)
(ক) মাঝারে, বশত, সহিত
(খ) মরিমরি, বাঃ, বেশ
(গ) যেমন, যথা, যত
(ঘ) টুংটাং, শনশন, টলমল

১২. অনুসর্গ কী? [চ.বো. ০৭; রা.বো. ০৭; সি.বো. ০৯, ০৪]
বা, অনুসর্গ কোন পদ? [চ.বো. ১২; ব.বো. ১১; ঢা.বো. ০৬; কু.বো. ০৭] (উত্তর: ঘ)
(ক) শব্দ বিভক্তি
(খ) উপসর্গ
(গ) ক্রিয়া বিভক্তি
(ঘ) অব্যয়

১৩. অনুসর্গ কী কাজ করে? [য.বো. ১১; চ.বো. ০২; ঢা.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) বিভক্তির কাজ করে
(খ) শব্দের অর্থ স্পষ্টতর করে
(গ) শব্দের অর্থের পরিবর্তন করে
(ঘ) বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

১৪. যে সকল অব্যয়সূচক শব্দ কখনও স্বাধীন পদরূপে আবার কখনও শব্দ বিভক্তিরূপে ব্যবহৃত হয় তাদেরকে কী বলে? [রা.বো. ০৪; কু.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) নাম প্রকৃতি
(খ) কৃৎ প্রত্যয়
(গ) উপসর্গ
(ঘ) অনুসর্গ

১৫. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি? [ব.বো. ০৬] (উত্তর: খ)
(ক) উপসর্গ
(খ) কর্মপ্রবচনীয়
(গ) প্রত্যয়
(ঘ) বিভক্তি

১৬. ‘সন্ধ্যা অবধি অপেক্ষা করব’-অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত? [য.বো. ০৬] (উত্তর: গ)
(ক) সাথে
(খ) নিমিত্ত
(গ) পর্যন্ত
(ঘ) নিকট

১৭. ‘তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু লজ্জা’- এ বাক্যে অনুসর্গ কোনটি? [ঢা.বো. ০৬, ০১] (উত্তর: ঘ)
(ক) লজ্জা
(খ) সুখ
(গ) তোমার
(ঘ) কাছে

১৮. ‘মাঝে’ অনুসর্গটি নিচের কোন বাক্যে ঐকদেশিক অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ১০] (উত্তর: খ)
(ক) সীমার মাঝে অসীম তুমি
(খ) এদেশের মাঝে একদিন সব ছিল
(গ) নিমিষের মাঝেই সব শেষে
(ঘ) আছ তুমি প্রভু জগৎ মাঝারে

১৯. ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’- এখানে ‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [কু.বো. ১১, ০৯; রা.বো. ১১, ০৭; ব.বো. ১১, ০৮, ০৩; সি.বো. ১১, ০৬; য.বো. ১০; চ.বো. ১১; দি.বো. ১৩] (উত্তর: গ)
(ক) বাইরে
(খ) মধ্যে
(গ) ব্যাপ্তি
(ঘ) সঙ্গে

২০. প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কিসের উদাহরণ? [দি.বো. ১০] (উত্তর: ক)
(ক) অনুসর্গ
(খ) উপসর্গ
(গ) প্রত্যয়
(ঘ) বচন

২১. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’- বাক্যটিতে অনুসর্গ ব্যবহৃত হয়েছে- [রা.বো. ১০] (উত্তর: ক)
(ক) প্রাতিপদিকের পরে
(খ) বিশেষণের পরে
(গ) বিভক্তিযুক্ত শব্দের আগে
(ঘ) প্রাতিপদিকের আগে

২২. কর্মপ্রবচনীয় শব্দ কোনগুলো? [রা.বো. ০৯; কু.বো. ০৪; চ.বো. ০৮] (উত্তর: ক)
(ক) বিনা, সনে, পরে
(খ) মরি মরি, বাঃ, বেশ
(গ) যেমন, যথা, যত
(ঘ) টুংটাং, শনশন, টলমল

২৩. ‘দিয়ে পর্যন্ত’ ইত্যাদি কিসের উদাহরণ? [চ.বো. ১০; ব.বো. ১৩] (উত্তর: গ)
(ক) প্রকৃতি
(খ) প্রত্যয়
(গ) অনুসর্গ
(ঘ) উপসর্গ

২৪. “এদেশের মাঝে একদিন সব ছিল”- এ বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? [রা.বো. ২০০০; কু.বো. ১০] (উত্তর: ক)
(ক) একদেশিক/ঐকদেশিক
(খ) মধ্যে অর্থে
(গ) ব্যাপ্তি অর্থে
(ঘ) নিমিত্ত অর্থে

২৫. কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ? [য.বো. ০৮] (উত্তর: খ)
(ক) অনু, উপ
(খ) পক্ষে, জন্যে
(গ) যেন, যে
(ঘ) কিংবা, নতুবা

২৬. অনুসর্গের আর কী নাম রয়েছে? [দি.বো. ১১] (উত্তর: খ)
(ক) অনন্বয়ী অব্যয়
(খ) কর্মপ্রবচনীয় অব্যয়
(গ) পদাশ্রিত অব্যয়
(ঘ) বিভক্তি

২৭. অনুসর্গ কোন পদ? [ঢা.বো. ০৬] (উত্তর: ঘ)
(ক) বিশেষ্য
(খ) সর্বনাম
(গ) ক্রিয়া
(ঘ) অব্যয়

২৮. “মণপ্রতি পাঁচ টাকা লাভ দিব”- এ বাক্যে কী অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে? (উত্তর: খ)
(ক) নিমিত্ত
(খ) প্রত্যেক
(গ) ন্যায়
(ঘ) জন্য

২৯. ‘তোমার তরে এনেছি মালা গাঁথিয়া’-এখানে ‘তরে’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে? [ব.বো. ০৯] (উত্তর: গ)
(ক) মত
(খ) হেতু
(গ) নিমিত্ত
(ঘ) নিকট

তৃতীয় পরিচ্ছেদ: বাচ্য এবং বাচ্য পরিবর্তন
১. ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’- এটা কোন বাচ্যের উদাহরণ? [সি.বো. ১১, ০৮, ০৭; য.বো. ০৯, ০২; ঢা.বো. ১৪, ১১, ০৭, ০৬; রা.বো. ০৬; কু.বো. ১১, ০৬; চ.বো. ০৫; ব.বো. ১২; দি.বো. ১৩; চ.বো. ১৩] (উত্তর: ক)
(ক) কর্মকর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) কর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য

২. যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে, তাকে কোন বাচ্যের বাক্য বলে? [ঢা.বো. ২০০০; ব.বো. ০৩, ০৫; চ.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) কর্মবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্মপ্রবচনীয় অব্যয়
(ঘ) কর্মকর্তৃবাচ্য

৩. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়? [রা.বো. ০৯, ০৭; চ.বো. ১১, ০৪; কু.বো. ০২; য.বো. ১০, ০৪; ঢা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) দ্বিতীয়া
(খ) তৃতীয়া
(গ) প্রথমা
(ঘ) সপ্তমী

৪. কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম/প্রথম পুরুষের হয়? [দি.বো. ০৯; কু.বো. ০৫; রা.বো. ০২, ০৮] (উত্তর: গ)
(ক) কর্তৃবাচ্যের
(খ) কর্মবাচ্যের
(গ) ভাববাচ্যের
(ঘ) কর্মকর্তৃবাচ্যের

৫. বাচ্য কত প্রকার? [ব.বো. ১১; য.বো. ১১; য.বো. ০২; কু.বো. ০৬] (উত্তর: খ)
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার

৬. ‘বিদ্বানকে সকলেই আদর করে’- এটি কোন বাচ্যের উদাহরণ? [য.বো. ১১; সি.বো. ০৯; কু.বো. ০৭; চ.বো. ০২] (উত্তর: গ)
(ক) কর্মকর্তৃবাচ্যের
(খ) ভাববাচ্যের
(গ) কর্তৃবাচ্যের
(ঘ) কর্মবাচ্যের

৭. ‘সে যেন আসে’- এটি কোন বাচ্যের উদাহরণ? [ঢা.বো. ১০; কু.বো. ০৯; সি.বো. ০২, ০৬] (উত্তর: ক)
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

৮. ‘তার যেন আসা হয়’- বাক্যটি কোন বাচ্য? [ব.বো. ০২; দি.বো. ১৪] (উত্তর: খ)
(ক) কর্তৃবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

৯. ‘এবার ট্রেনে ওঠা যাক’ বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? [রা.বো. ১২; ঢা.বো. ০৫] (উত্তর: খ)
(ক) কর্তৃবাচ্যের
(খ) ভাববাচ্যের
(গ) কর্মকর্তৃবাচ্যের
(ঘ) কর্মবাচ্য

১০. ‘তোমাকেই ঢাকা যেতে হবে’- এটি কোন বাচ্যের উদাহরণ? [ঢা.বো. ০১] (উত্তর: খ)
(ক) কর্মকর্তৃবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্মকর্তৃবাচ্য
(ঘ) কর্তৃবাচ্য

১১. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়? [দি.বো. ১১; রা.বো. ০৭; চ.বো. ০৫] (উত্তর: গ)
(ক) উত্তম পুরুষের
(খ) মধ্যম পুরুষের
(গ) নাম পুরুষের
(ঘ) উত্তম ও মধ্যম পুরুষের

১২. কর্মবাচ্যের বাক্যে কর্ম কোন বিভক্তির প্রয়োগ হয়? [ব.বো. ০৭; ঢা.বো. ০৫] (উত্তর: ক)
(ক) প্রথমা
(খ) দ্বিতীয়া
(গ) চতুর্থী
(ঘ) পঞ্চমী

১৩. ‘সুতি কাপড় অনেক দিন টিকে’- এ বাক্যটি কিসের উদাহরণ? [য.বো. ০৩; সি.বো. ০১; রা.বো. ১৩] (উত্তর: খ)
(ক) ভাববাচ্য
(খ) কর্মকর্তৃবাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) কোনোটিই নয়

১৪. ‘কোথায় থাকা হয়’- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? [ঢা.বো. ০৩; রা.বো. ০১; সি.বো. ০৫; ব.বো. ১৩] (উত্তর: গ)
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

১৫. ‘দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে’- এটি- [রা.বো. ১১; ব.বো. ০৩; কু.বো. ০৭; য.বো. ০৬] (উত্তর: খ)
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

১৬. যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে? [সি.বো. ১০, ০৩; কু..বো. ০৩; য.বো. ০৫; ঢা.বো. ১৩] (উত্তর: গ)
(ক) কর্মকর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্তৃবাচ্য

১৭. ‘বিদ্বানকে সকলেই আদর করে’- বাক্যটি কর্মবাচ্যে কী হবে? [রা.বো. ০৮, ০৩; কু.বো. ০৬; ঢা.বো. ০৯, ০৪] (উত্তর: খ)
(ক) বিদ্বান সকলের দ্বারা সমর্থিত
(খ) বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন
(গ) বিদ্বান সকল কর্তৃক সমর্থিত
(ঘ) বিদ্বানকে সকলেই ভালোবাসে

১৮. কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? [চ.বো. ০৩; ব.বো. ০৯; রা.বো. ০৭] (উত্তর: ক)
(ক) প্রথমা বা শূন্য
(খ) দ্বিতীয়া
(গ) তৃতীয়া
(ঘ) চতুর্থী

১৯. কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়? [রা.বো. ১০; য.বো. ০৭; সি.বো. ০৪] (উত্তর: ঘ)
(ক) দ্বিতীয়া
(খ) শূন্য
(গ) ষষ্ঠী
(ঘ) দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য

২০. ‘তোমাকে হাঁটতে হবে’- এটা কোন বাচ্যের উদাহরণ? [চ.বো. ১২; সি.বো. ০৪] (উত্তর: ক)
(ক) ভাববাচ্যের
(খ) কর্তৃবাচ্যের
(গ) কর্মবাচ্যের
(ঘ) কর্মকর্তৃবাচ্যের

২১. ‘জল পড়ে, পাতা নড়ে’- বাক্যটি প্রকাশভক্তি অনুসারে- [য.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

২২. যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে তাকে- [কু.বো. ০৮] (উত্তর: ক)
(ক) কর্তৃবাচ্য বলে
(খ) কর্মবাচ্য বলে
(গ) ভাববাচ্য বলে
(ঘ) কর্মকর্তৃবাচ্য বলে

২৩. ‘বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন’- এটি কোন বাচ্যের উদাহরণ? [চ.বো. ০৮; ব.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) ভাববাচ্য
(খ) কর্মকর্তৃবাচ্য
(গ) কর্তৃবাচ্য
(ঘ) কর্মবাচ্য

২৪. ‘সাইকেলটি দ্রুত যাচ্ছে’-এটি কোন বাচ্য? [ঢা.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

২৫. সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে? [কু.বো., চ.বো. ০১; য.বো. ০৩] (উত্তর: গ)
(ক) কর্মবাচ্যে
(খ) কর্তৃবাচ্যে
(গ) ভাববাচ্যে
(ঘ) কর্মকর্তৃবাচ্যে

২৬. ‘এ পথে চলা যায় না’- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? [ঢা.বো. ০৪; য.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) কর্মবাচ্য
(খ) কর্মকর্তৃবাচ্য
(গ) কর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য

২৭. কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে? [রা.বো. ০৩] (উত্তর: খ)
(ক) কর্মকে
(খ) কর্তাকে
(গ) ভাবকে
(ঘ) অর্থকে

২৮. কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়? [রা.বো. ০৮] (উত্তর: ক)
(ক) কর্তৃবাচ্যে
(খ) কর্মবাচ্যে
(গ) ভাববাচ্যে
(ঘ) কর্মকর্তৃবাচ্যে

২৯. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? [ব.বো. ০৯; য.বো. ১৩] (উত্তর: গ)
(ক) প্রথমা
(খ) দ্বিতীয়া
(গ) তৃতীয়া
(ঘ) চতুর্থী

৩০. কোন উদাহরণটি কর্মবাচ্যের? [চ.বো. ০৭] (উত্তর: ক)
(ক) আমা কর্তৃক বইটি পঠিত হচ্ছে
(খ) আলেকজান্ডার পারস্য দেশ জয় করেন
(গ) শিকারি বাঘ মেরেছে
(ঘ) আমি বইটি পড়ছি

৩১. কোনো বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে? [ঢা.বো. ৯৫; কু.বো. ৯৪] (উত্তর: গ)
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্তৃকর্মবাচ্য

৩২. কোন বাচ্যে ক্রিয়ার অর্থ বিশেষভাবে ব্যক্ত হয়? [দি.বো. ০৯] (উত্তর: ঘ)
(ক) কর্মকর্তৃবাচ্যে
(খ) কর্তৃবাচ্যে
(গ) কর্মবাচ্যে
(ঘ) ভাববাচ্যে

৩৩. ভাববাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকে- [দি.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) প্রযোজক
(খ) উত্তম পুরুষের
(গ) দ্বিকর্মক
(ঘ) প্রথম পুরুষের

৩৪. ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? [সি.বো. ০৩] (উত্তর: খ)
(ক) শূন্য
(খ) দ্বিতীয়া, ষষ্ঠী, তৃতীয়া
(গ) দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য
(ঘ) শূন্য, তৃতীয়া, ষষ্ঠী

৩৫. কখনও কখনও কোন বাচ্যে কর্তা উহ্য থাকে? [রা.বো. ০৮] (উত্তর: ঘ)
(ক) কর্তৃবাচ্যে
(খ) কর্মবাচ্যে
(গ) কর্মকর্তৃবাচ্যে
(ঘ) ভাববাচ্যে

৩৬. “কাজটা ভালো দেখায় না।”- বাক্যটি কোন বাচ্য? [ সি.বো. ৯৭] (উত্তর: ঘ)
(ক) কর্মবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্তৃবাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

৩৭. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কোনটি? [ঢা.বো. ০৫] (উত্তর: গ)
(ক) ঝড় বয় ভয় হয়
(খ) সকালে সূর্য ওঠে
(গ) বাঁশি বাজে
(ঘ) গগনে গরজে মেঘ

৩৮. কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? [য.বো. ২০০০] (উত্তর: ক)
(ক) মেলা বসেছে
(খ) আমার যাওয়া হবে না
(গ) তুমি কবে আসছ
(ঘ) সে বই পড়ে

৩৯. কোন বাক্যটি ভাববাচ্যের প্রকৃত উদাহরণ? [চ.বো. ০৭] (উত্তর: খ)
(ক) তুমিই সিলেট যাবে
(খ) তোমাকেই সিলেট যেতে হবে
(গ) তোমরা কখন এলে
(ঘ) দস্যুদল ট্রলার লুট করেছে

৪০. আমার যাওয়া হবে না-এটি কোন বাচ্য? [দি.বো. ১২; রা.বো. ০৫] (উত্তর: খ)
(ক) কর্তৃবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্মবাচ্য
(ঘ) গৌণবাচ্য

৪১. কোনটি ভাববাচ্যের বাক্য? [চ.বো. ০৩] (উত্তর: খ)
(ক) কাফেলা দস্যুদল কর্তৃক আক্রান্ত হলো
(খ) আজ আর তোমার খাওয়া হবে না
(গ) তুমি খেলে না কেন
(ঘ) তোমাকে অনেকবার বলেছি

৪২. ‘তোমাদের কখন আসা হলো’- এটি কোন বাচ্যের উদাহরণ? (উত্তর: গ)
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

৪৩. কর্তৃপদে তৃতীয়া অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তি ব্যবহার হয় কোন বাচ্যে? [কু.বো. ০৪] (উত্তর: খ)
(ক) কর্তৃবাচ্যে
(খ) কর্মবাচ্যে
(গ) ভাববাচ্যে
(ঘ) কর্মকর্তৃবাচ্যে

৪৪. বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কী বলে? [সকল ৯৭; ঢা.বো. ১২, ৯৬; সি.বো. ০৯; য.বো. ০৬; ব.বো. ০৬; কু.বো. ১৩; সি.বো. ১৩] (উত্তর: খ)
(ক) উক্তি
(খ) বাচ্য
(গ) ভাষান্তর
(ঘ) বিভক্তি

৪৫. কর্তৃবাচ্যের বাক্য কোনটি? [রা.বো. ৯৬] (উত্তর: ক)
(ক) ছাত্ররা অঙ্ক কষছে
(খ) আমার যাওয়া হবে না
(গ) তোমাকে হাঁটতে হবে
(ঘ) বাঁশি বাজে ঐ মধুর লগনে

৪৬. “বিদ্বানকে সকলেই সম্মান করে”- বাক্যটির কর্মবাচ্যে কী হবে? [ঢা.বো. ৯৯, ০৪; রা.বো. ০৩; কু.বো. ০৬; চ.বো. ০২] (উত্তর: খ)
(ক) সকল কর্তৃক বিদ্বান সম্মান হন
(খ) বিদ্বান সকলের দ্বারা সম্মানিত হন
(গ) সকলের দ্বারা বিদ্বান সম্মানপ্রাপ্ত হন
(ঘ) বিদ্বানকে সকলে ভালোবাসে

৪৭. কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কিসের প্রয়োজন হয়? [য.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) কর্মে ৬ষ্ঠী ও ক্রিয়ার মধ্যম পুরুষ হয়
(খ) করণে ৭মী ও ক্রিয়ার উত্তম পুরুষ হয়
(গ) শুধুমাত্র কর্তায় ৬ষ্ঠী বিভক্তি হয়
(ঘ) কর্তায় ৬ষ্ঠী বা ২য়া বিভক্তি এবং ক্রিয়া নামপুরুষ হয়

৪৮. “হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন।”- এটা কোন বাচ্যের উদাহরণ? [ঢা.বো. ৯৪] (উত্তর: খ)
(ক) কর্মবাচ্য
(খ) কর্তৃবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

৪৯. ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয়? [রা.বো. ০৭; য.বো. ০৪; কু.বো. ০২] (উত্তর: ক)
(ক) কর্তায় ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয়
(খ) কর্মে ১ম এবং ক্রিয়া উত্তম পুরুষ
(গ) কর্তায় ৬ষ্ঠী বিভক্তির প্রয়োজন হয়
(ঘ) কর্তার ক্রিয়া অকর্মক হতে হয়

চতুর্থ পরিচ্ছেদ: উক্তি পরিবর্তন
১. ‘তিনি বললেন যে বইটা তার দরকার’-বাক্যটি কিসের উদাহরণ? [ঢা.বো. ০৮; কু.বো. ১৩, ০৮; ব.বো. ০৭, ০১; রা.বো. ২০০০, ০৬; সি.বো. ০১; য.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) প্রত্যক্ষ উক্তির
(খ) কর্মবাচ্যের
(গ) কর্তৃবাচ্যের
(ঘ) পরোক্ষ উক্তির

২. পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে? [য.বো. ১২; ঢা.বো. ০৪, ০৬; কু.বো. ০৫, ০৩, ০১; ব.বো. ১০] (উত্তর: খ)
(ক) প্রশ্ন জিজ্ঞাসায়
(খ) চিরন্তন সত্যের বর্ণনায়
(গ) অনুজ্ঞাসূচকভাবে
(ঘ) আবেগ প্রকাশে

৩. তিনি বললেন, ‘দয়া করে ভেতরে আসুন’-বাক্যটি কিসের উদাহরণ? [কু.বো. ০৬; সি.বো. ০৪; ঢা.বো. ২০০০] (উত্তর: গ)
(ক) কর্মবাচ্যের
(খ) পরোক্ষ উক্তির
(গ) প্রত্যক্ষ উক্তির
(ঘ) কর্তৃবাচ্যের

৪. অর্থের সংগতি রক্ষার জন্যে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়? [চ.বো. ০৪, ০৩; ঢা.বো. ০৯, ০৭; য.বো. ০৮; সি.বো. ০৫; রা.বো. ১১] (উত্তর: ক)
(ক) ক্রিয়া ও সর্বনাম পদের
(খ) কালের
(গ) সর্বনাম ও বিশেষ্য পদের
(ঘ) অর্থের

৫. প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়? [রা.বো. ০৯; ঢা.বো. ০২] (উত্তর: খ)
(ক) ওখানে
(খ) সেখানে
(গ) ঐখানে
(ঘ) এই খানে

৬. প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না? [ঢা.বো. ৯৯; চ.বো. ৯৯; সি.বো. ০৭] (উত্তর: ক)
(ক) কালের
(খ) ভাবের
(গ) উক্তির
(ঘ) পুরুষের

৭. প্রত্যক্ষ উক্তির মধ্যে চিরন্তন সত্য থাকলে কালের কী পরিবর্তন হয়? [কু.বো. ০৬] (উত্তর: গ)
(ক) আংশিক পরিবর্তন হয়
(খ) অর্ধেক পরিবর্তন হয়
(গ) পরিবর্তন হয় না
(ঘ) সম্পূর্ণ পরিবর্তন হয়

৮. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়? [ঢা.বো. ০১; চ.বো. ০৩; সি.বো. ১০; ব.বো. ০৪] (উত্তর: ক)
(ক) ভাব অনুসারে
(খ) বাচ্য অনুসারে
(গ) অর্থ অনুসারে
(ঘ) উক্তি অনুসারে

৯. খোকা বলল, ‘আমার বাবা বাড়ি নেই’ এর পরোক্ষ উক্তি হবে- [চ.বো. ০৪; কু.বো. ০২] (উত্তর: ঘ)
(ক) খোকা বলল যে আমার বাবা বাড়ি নেই
(খ) খোকা বলল তার বাবা বাড়ি নেই
(গ) খোকা বলল বাবা বাড়ি নাই
(ঘ) খোকা বলল যে তার বাবা বাড়ি ছিলেন না

১০. প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের ‘গতকাল’ শব্দটি পরোক্ষ উক্তিতে কীরূপে পরিবর্তিত হবে? [রা.বো. ১২; ঢা.বো. ০৫; য.বো. ০৯, ০২; কু.বো. ১১, ০৯, ০৭; দি.বো. ১৩] (উত্তর: গ)
(ক) পূর্বদিন
(খ) সেদিন
(গ) আগের দিন
(ঘ) গতকল্য

১১. কোনো কিছু বলাকে কী বলে? [রা.বো. ৯২; য.বো. ৯৪; কু.বো. ৯২] (উত্তর: খ)
(ক) বচন
(খ) উক্তি
(গ) প্রত্যয়
(ঘ) বাক্য

১২. কোনো কথকের বাক্ কর্মের নাম কী? [দি.বো. ১১] (উত্তর: গ)
(ক) বাচ্য
(খ) বাগবিধি
(গ) উক্তি
(ঘ) প্রবাদ

১৩. উক্তি কত প্রকার? [ব.বো. ১১] (উত্তর: গ)
(ক) তিন প্রকার
(খ) চার প্রকার
(গ) দুই প্রকার
(ঘ) পাঁচ প্রকার

১৪. উক্তি পরিবর্তনে কোন সংযোজক অব্যয় পদ ব্যবহৃত হয়? [রা.বো. ৯৬] (উত্তর: গ)
(ক) যথা
(খ) যেহেতু
(গ) যে
(ঘ) যদি

১৫. তিনি বললেন, ‘বইটা আমার দরকার’- এর পরোক্ষ উক্তি কোনটি? [দি.বো. ০৯] (উত্তর: ক)
(ক) তিনি বললেন যে, বইটা তাঁর দরকার
(খ) তিনি বললেন, বইটা তাঁর দরকার
(গ) তিনি বললেন, বইটা আমার দরকার
(ঘ) তিনি বইটা তাঁর দরকার বলে জানালেন

১৬. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কিসের পরিবর্তন করতে হয়? [চ.বো. ১১] (উত্তর: ঘ)
(ক) কালের
(খ) ভাবের
(গ) অর্থের
(ঘ) সর্বনামের

১৭. বশির আমাকে বলল, “আমি এক্ষুণি আসছি”- পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হবে? [চ.বো. ০৭] (উত্তর: গ)
(ক) বশির আমাকে বলল যে আমি এক্ষুণি যাচ্ছি
(খ) বশির আমাকে বলল যে সে এক্ষুণি আসছে
(গ) বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে
(ঘ) বশির আমাকে বলল যে তুমি তক্ষুণি যাচ্ছ

১৮. হামিদ বলল, ‘আমি এক্ষুণি আসছি’- এর পরোক্ষ উক্তি কোনটি? [চ.বো. ১২; ব.বো. ০৯] (উত্তর: ক)
(ক) হামিদ বলল যে, সে তক্ষুণি যাচ্ছে
(খ) হামিদ বলল যে, আমি এক্ষুণি যাচ্ছি
(গ) হামিদ বলল যে, তুমি তক্ষুণি যাচ্ছ
(ঘ) হামিদ বলল যে, সে এক্ষুণি আসছে

১৯. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে ভাব অনুসারে পরিবর্তন করতে হয় কোন ক্ষেত্রে? [চ.বো. ০১] (উত্তর: ঘ)
(ক) প্রশ্নবোধক বাক্যে
(খ) প্রশ্নবোধক ও অনুজ্ঞাসূচক বাক্যে
(গ) অনুজ্ঞাসূচক ও আবেগসূচক বাক্যে
(ঘ) প্রশ্ন, অনুজ্ঞা ও আবেগসূচক বাক্যে

২০. শিক্ষক বললেন, “তোমরা কি ছুটি চাও?”- এর পরোক্ষ উক্তি- [কু.বো. ৯৯; য.বো. ১৩] (উত্তর: খ)
(ক) আমরা ছুটি চাই কি না -শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
(খ) আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
(গ) আমরা যে ছুটি চাই শিক্ষক তা জিজ্ঞেস করলেন
(ঘ) আমাদের ছুটির দরকার কি না -শিক্ষক জানতে চাইলেন

২১. হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো”- এর পরোক্ষ উক্তি কোনটি? (উত্তর: ক)
(ক) হামিদ তাদের পরদিন আসতে (বা যেতে) বলল
(খ) হামিদ তাদের গতকাল আসতে (বা যেতে) বলল
(গ) হামিদ তাদের আগামীকাল আসতে (বা যেতে) বলল
(ঘ) হামিদ আমাদের পরদিন আসতে (বা যেতে) বলল

২২. লোকটি বলল, “বাঃ! পাখিটি তো চমৎকার।”- এর পরোক্ষ উক্তি কোনটি?
বা, পরোক্ষ উক্তিতে খণ্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করা হয়েছে কোনটিতে? [চ.বো. ৯৯; সি.বো. ১১; রা.বো. ০২] (উত্তর: গ)
(ক) লোকটি বলেছিল যে পাখিটি চমৎকার
(খ) লোকটি আনন্দিত হয়েছিল সুন্দর পাখির জন্য
(গ) লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার
(ঘ) লোকটি বিস্মিত হয়ে বলল যে, পাখিটি চমৎকার

২৩. বাবা বললেন, ‘সত্য কথা বলবে’- এই প্রত্যক্ষ উক্তিটির যথার্থ পরোক্ষ উক্তি কোনটি? [য.বো. ১০] (উত্তর: খ)
(ক) বাবা সত্য কথা বলার অনুরোধ করলেন
(খ) বাবা সত্য কথা বলার উপদেশ দিলেন
(গ) বাবা সত্য কথা বলার আদেশ দিলেন
(ঘ) বাবা সত্য কথা বলার নির্দেশ দিলেন

২৪. নিচের কোনটি পরোক্ষ উক্তি? [য.বো. ০৩] (উত্তর: খ)
(ক) স্নিগ্ধ বলল যে তিনি বাড়ি গিয়েছেন
(খ) সুমী বলল, “আমি বাড়ি যাব”
(গ) শোভন বলল, “কী সুন্দর দৃশ্য”
(ঘ) “আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক”

২৫. সে বলল, “আমি ভালো আছি”- বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি? (উত্তর: ঘ)
(ক) সে বলল, সে ভালো আছে
(খ) সে বলল, আমি ভালো আছি
(গ) সে বলল যে, আমি ভালো আছি
(ঘ) সে বলল যে সে ভালো আছে

২৬. অর্থসংগতি রক্ষার জন্যে পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন হতে পারে? [সি.বো. ০২] (উত্তর: গ)
(ক) বিশেষ্যের
(খ) বিশেষণের
(গ) ক্রিয়ার
(ঘ) কোনোটিই নয়

২৭. প্রত্যক্ষ উক্তির পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কালবাচক পদ কী অনুযায়ী পরিবর্তিত হয়? [রা.বো. ০৭] (উত্তর: খ)
(ক) সর্বনাম পদ
(খ) অর্থ
(গ) ক্রিয়াপদ
(ঘ) কাল

২৮. তিনি বললেন, ‘দয়া করে ভেতরে আসুন’- এর উক্তি পরিবর্তনে কোনটি সঠিক? [ঢা.বো. ২০০০] (উত্তর: ঘ)
(ক) তিনি (আমাকে) ভেতরে যেতে বললেন
(খ) তিনি (আমাকে) ভেতরে যেতে উপদেশ দিলেন
(গ) তিনি (আমাকে) ভেতরে আসতে নির্দেশ দিলেন
(ঘ) তিনি (আমাকে) ভেতরে যেতে অনুরোধ করলেন

২৯. বাবু বলিলেন, ‘বুঝেছ উপেন এ জমি লইব কিনে’- কোন ধরনের উক্তি? [রা.বো. ০৩] (উত্তর: খ)
(ক) স্বগতোক্তি
(খ) প্রত্যক্ষ উক্তি
(গ) পরোক্ষ উক্তি
(ঘ) নির্দয় উক্তি

৩০. “আমি আছি, ভয় কেন মা করো?”- কোন ধরনের উক্তি?
[চ.বো. ০৫] (উত্তর: গ)
(ক) প্রশ্নবোধক
(খ) পুনরুক্তি
(গ) প্রত্যক্ষ
(ঘ) পরোক্ষ

৩১. পরোক্ষ উক্তি কোনটি? [য.বো. ০৬] (উত্তর: খ)
(ক) সে বলল, “বাড়ি যাও”
(খ) সে আমাকে বাড়ি যেতে বলল
(গ) সে বলল যে, “তুমি বাড়ি যাও”
(ঘ) সে আমাকে বলল যে, “বাড়ি যাও”

৩২. শিক্ষক বললেন, ‘চুপ করো’- এর পরোক্ষ উক্তি কোনটি? [চ.বো. ০৮; কু.বো. ০৭, ০৪] (উত্তর: গ)
(ক) শিক্ষক চুপ করতে বললেন
(খ) শিক্ষক বললেন যে, চুপ করো
(গ) শিক্ষক চুপ করার আদেশ দিলেন
(ঘ) শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন

৩৩. পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে উদ্ধরণ চিহ্নের স্থানে কোন অব্যয়টি ব্যবহার করা হয়? [য.বো. ০৭] (উত্তর: খ)
(ক) যা
(খ) যে
(গ) যথা
(ঘ) যেমন

৩৪. প্রত্যক্ষ উক্তির ‘আগামীকাল’ পরোক্ষ উক্তিতে কী হয়? [ঢা.বো. ১২; য.বো. ০৫; রা.বো. ১৩; ব.বো. ১৩] (উত্তর: খ)
(ক) আগের দিন
(খ) পরদিন
(গ) পূর্ব দিন
(ঘ) সেদিন

৩৫. শিক্ষক বললেন, ‘পৃথিবী গোলাকার’- এর পরোক্ষ উক্তি কোনটি হবে? [রা.বো. ০৫] (উত্তর: ক)
(ক) শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার
(খ) শিক্ষক বললেন, পৃথিবী গোলাকার
(গ) শিক্ষক বললেন পৃথিবী হয় গোলাকার
(ঘ) শিক্ষক বললেন যে গোলাকার হয় পৃথিবী

বাংলা ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ অনুসর্গ, বাচ্য এবং উক্তি

No comments:

Post a Comment