ফুটবল খেলা দেখতে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনপত্র

মনে করো, তোমার নাম ইকবাল হাসান। ফুটবল খেলা দেখার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখো।
ফুটবল খেলা দেখতে যাওয়ার অনুমতি চেয়ে আবেদনপত্র

তারিখ: ১২ই মার্চ, ২০২৪
বরাবর,
প্রধান শিক্ষক
ব্রাইট কিডস্ একাডেমি 
লালবাগ, ঢাকা।

বিষয়: ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটির আবেদন।

জনাব, 
বিনীত নিবেদন এই যে, আগামীকাল সুজানগর উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস ফুটবল কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলাটিতে আমাদের স্কুল সুজানগর উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হবে। মাঠে আমাদের উপস্থিতি আমাদের খেলোয়াড়দের মনোবল বাড়াবে। তাই তাদের অনুপ্রেরণা জোগাতে আমরা সবাই খেলাটি দেখতে অত্যন্ত আগ্রহী।

অতএব, বিনীত প্রার্থনা, আগামীকাল দ্বিতীয় থেকে চতুর্থ পিরিয়ড পর্যন্ত ক্লাস বন্ধ রেখে আমাদের খেলাটি দেখার সুযোগ দিয়ে বাধিত করবেন।

নিবেদক 
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে 
ইকবাল হাসান
শ্রেণি: ৯ম; শাখা- বিজ্ঞান
রোল নং- ০২।
Post a Comment (0)
Previous Post Next Post