HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর যশোর বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq question and answer pdf download.

যশোর বোর্ড
পৌরনীতি ও সুশাসন
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৭০]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল কে?
[ক] লর্ড মিন্টো
[খ] লর্ড কার্জন
[গ] লর্ড মাউন্টব্যাটেন
[ঘ] লর্ড হার্ডিঞ্জ
উত্তর: [গ] লর্ড মাউন্টব্যাটেন

২. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
[ক] শেরে বাংলা এ. কে. ফজলুল হক
[খ] মওলানা আবুল কালাম আজাদ
[গ] মওলানা শওকত আলী
[ঘ] মুহাম্মদ আলী জিন্নাহ
উত্তর: [ঘ] মুহাম্মদ আলী জিন্নাহ

৩. নিচের কোন ঘটনাটির সাথে তিতুমীরের সম্পৃক্ততা রয়েছে?
[ক] সিপাহি বিদ্রোহ
[খ] বারাসাত বিদ্রোহ
[গ] ফরায়েজি আন্দোলন
[ঘ] কৃষক বিদ্রোহ
উত্তর: [খ] বারাসাত বিদ্রোহ

৪. বাংলাদেশের বৈদেশিক নীতির প্রধান বৈশিষ্ট্য হলো-
i. দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা
ii. প্রতিবেশী দেশগুলোর সাথে বৈরী সম্পর্ক গড়ে তোলা
iii. প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

◈ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ‘ক’ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে সংসদের অধিবেশন পরিচালনার দায়িত্ব পান। কোনো কারণে দেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে তিনি ওই পদেরও দায়িত্ব পালন করেন।

৫. উদ্দীপকের জনাব ‘ক’ কোন পদে অধিষ্ঠিত আছেন?
[ক] প্রধানমন্ত্রী
[খ] চীফ হুইপ
[গ] স্পিকার
[ঘ] উপনেতা
উত্তর: [গ] স্পিকার

৬. জনাব ‘ক’ তাঁর পদে অধিষ্ঠিত হয়েছেন-
i. প্রধানমন্ত্রীর পছন্দ অনুসারে
ii. সংসদ সদস্যদের ভোটে
iii. মন্ত্রিসভার পরামর্শক্রমে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] ii

৭. বাংলাদেশে সর্বশেষ কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
[ক] নবম
[খ] দশম
[গ] একাদশ
[ঘ] দ্বাদশ
উত্তর: [গ] একাদশ

৮. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?
[ক] পঞ্চদশ
[খ] চতুর্দশ
[গ] ত্রয়োদশ
[ঘ] দ্বাদশ
উত্তর: [ক] পঞ্চদশ

৯. সর্বপ্রথম কে গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি উত্থাপন করেন?
[ক] ধীরেন্দ্রনাথ দত্ত
[খ] অধ্যাপক ইউসুফ আলী
[গ] অধ্যাপক আবুল কালাম আজাদ
[ঘ] অধ্যাপক মুনীর চৌধুরী
উত্তর: [ক] ধীরেন্দ্রনাথ দত্ত

১০. “যিনি প্রশাসক তিনিই বিচারক”- এমন উদাহরণ কোনটি?
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] জেলা প্রশাসক
[ঘ] জেলা জজ
উত্তর: [গ] জেলা প্রশাসক

১১. জাতীয় সংসদের মূল কাজ হলো-
[ক] প্রধানমন্ত্রী নির্বাচন
[খ] মন্ত্রিসভা গঠন
[গ] বিরোধী দলের নেতা নির্বাচন
[ঘ] আইন প্রণয়ন
উত্তর: [ঘ] আইন প্রণয়ন

◈ উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ রাষ্ট্রের আইনসভা ১৯৯১ সালে একটি সংশোধনীর মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আকাক্সিক্ষত সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করে। এ সংশোধনীর ফলে মন্ত্রিপরিষদের জবাবদিহিতা বৃদ্ধি পায়।

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (যশোর বোর্ড ২০১৯)

১২. উদ্দীপকে ‘ক’ রাষ্ট্রের সংশোধনীর সাথে বাংলাদেশের কোন সংশোধনীর মিল আছে?
[ক] একাদশ
[খ] দ্বাদশ
[গ] ত্রয়োদশ
[ঘ] চতুর্দশ
উত্তর: [খ] দ্বাদশ

১৩. বাংলাদেশের সংবিধানে উক্ত সংশোধনীর ফলে প্রতিষ্ঠিত হয়-
i. দায়িত্বশীল সরকার
ii. জনপ্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ
iii. রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৪. খাদ্যে ভেজাল রোধে কোন প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে?
[ক] BTCL
[খ] BRTC
[গ] BSTI
[ঘ] BCIC
উত্তর: [গ] BSTI

১৫. ব্রিটেনের রাজা বা রাণী কোন সংস্থার প্রধান?
[ক] জাতিসংঘ
[খ] কমনওয়েলথ
[গ] সার্ক
[ঘ] ইউনেস্কো
উত্তর: [খ] কমনওয়েলথ

১৬. জলবায়ু পরিবর্তনের ফলে-
i. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়
ii. যোগাযো
[গ] ব্যবস্থার বিঘ্ন ঘটে
iii. এসিড বৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৭. নির্বাচন কমিশনের কাজ হলো-
i. ভোটার তালিকা প্রস্তুতকরণ
ii. সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠান
iii. রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৮. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
[ক] পৌরসভা
[খ] ইউনিয়ন পরিষদ
[গ] উপজেলা পরিষদ
[ঘ] জেলা পরিষদ
উত্তর: [খ] ইউনিয়ন পরিষদ

১৯. কোন সংস্থা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়?
[ক] ইউ. এন. ডি. পি
[খ] ইউরোপীয় ইউনিয়ন
[গ] ইউনেস্কো
[ঘ] কমনওয়েলথ
উত্তর: [গ] ইউনেস্কো

◈ উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
আশিক এ বছর প্রথম ভোটার হিসেবে ভোট প্রদান করে। সে প্রার্থীর দলীয় পরিচয় বিবেচনায় না এনে তার সততা, দক্ষতা ও যোগ্যতার বিষয়টি খেয়াল করে ভোট প্রদান করে।

২০. উদ্দীপকে বর্ণিত আশিক কোন ধরনের অধিকার ভোগ করছে?
[ক] রাজনৈতিক
[খ] সামাজিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সাংস্কৃতিক
উত্তর: [ক] রাজনৈতিক

২১. উদ্দীপকে আশিকের মতো সব ভোটার একই দিক বিবেচনা করলে-
i. সুনাগরিকতার বিষয়টি গুরুত্ব পাবে
ii. উপযুক্ত প্রার্থী নির্বাচিত হবে
iii. জনকল্যাণ নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২২. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি কার রচনা?
[ক] ড. মোহাম্মদ শহীদুল্লাহ
[খ] আল মাহমুদ
[গ] শেখ মুজিবুর রহমান
[ঘ] শামসুর রাহমান
উত্তর: [গ] শেখ মুজিবুর রহমান

২৩. বাংলার ‘সৈয়দ আহমেদ’ বলা হয় কাকে?
[ক] স্যার সৈয়দ আহমেদ
[খ] নবাব আব্দুল লতিফ
[গ] নবাব স্যার সলিমুল্লাহ
[ঘ] দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
উত্তর: [খ] নবাব আব্দুল লতিফ

২৪. আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয় কত সালে?
[ক] ১৯৫৩
[খ] ১৯৫৪
[গ] ১৯৫৫
[ঘ] ১৯৫৬
উত্তর: [গ] ১৯৫৫

২৫. দ্বৈতশাসন বলতে কোন ধরনের শাসনকে বোঝায়?
[ক] দুজনের শাসন
[খ] দুটি রাষ্ট্রের শাসক
[গ] দুটি প্রদেশের শাসন
[ঘ] প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতি
উত্তর: [ঘ] প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতি

২৬. সংসদীয় ভাষায় ‘বিল’ হলো-
[ক] আইনের প্রাথমিক প্রস্তাব
[খ] সাপ্তাহিক খরচের হিসাব
[গ] প্রতিদিনের খরচের হিসাব
[ঘ] উন্নয়নের জন্য গৃহীত প্রস্তাব
উত্তর: [ক] আইনের প্রাথমিক প্রস্তাব

◈ উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য ১৯৪৫ সনে স্বাধীন রাষ্ট্রসমূহের একটি সংস্থা গঠিত হয়। ২৪ অক্টোবর বিশ্বব্যাপী সংস্থাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

২৭. উদ্দীপকে কোন সংস্থাকে নির্দেশ করা হয়েছে?
[ক] জাতিসংঘ
[খ] ইউরোপীয় ইউনিয়ন
[গ] সার্ক
[ঘ] আফ্রিকান ইউনিয়ন
উত্তর: [ক] জাতিসংঘ

২৮. উক্ত সংস্থাটির উদ্দেশ্য হলো-
i. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা
ii. বিশ্ব নিরাপত্তা নিশ্চিত করা
iii. জাতিসমূহের মধ্যে সহযোগিতা গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২৯. দুর্নীতি প্রতিরোধের জন্য দরকার-
i. সরকারের সদিচ্ছা
ii. দুদকের আইনী ক্ষমতা বৃদ্ধি
iii. জনসচেতনতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৩০. শেখ মুজিবকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়?
[ক] ১৯৬৯
[খ] ১৯৭০
[গ] ১৯৭১
[ঘ] ১৯৭২
উত্তর: [ক] ১৯৬৯

1 Comments

Post a Comment
Previous Post Next Post