G

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download রাজশাহী বোর্ড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer. HSC Economics 2nd Paper (mcq) Multiple Choice Question Answers Rajshahi Board 2019 pdf download.

রাজশাহী বোর্ড
অর্থনীতি ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. Biotechnology ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন কে?
[ক] Karl Ereky
[খ] Karl Marx
[গ] Karl Peter
[ঘ] Karl Thomas
উত্তর: [ক] Karl Ereky

২. বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী কে?
[ক] সূর্য
[খ] বরফ
[গ] মানুষ
[ঘ] সমুদ্র
উত্তর: [গ] মানুষ

৩. নিচের কোনগুলো বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য-
[ক] পাট, পাটজাত দ্রব্য, চা
[খ] তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্প
[গ] পাটজাত দ্রব্য, চা, চামড়া
[ঘ] চা, চামড়া, চামড়াজাত দ্রব্য
উত্তর: [খ] তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্প

৪. শেয়ার লেনদেনের জন্য কী প্রয়োজন?
[ক] এনজিও
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] মানি এক্সচেঞ্জ
[ঘ] স্টক এক্সচেঞ্জ
উত্তর: [ঘ] স্টক এক্সচেঞ্জ

৫. প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
[ক] ১-৫ বছর
[খ] ৫-১০ বছর
[গ] ১০-২৫ বছর
[ঘ] ৫-১৫ বছর
উত্তর: [গ] ১০-২৫ বছর

৬. নিরাপদ খাদ্যের প্রধান বাধা কোনটি?
[ক] খাদ্যে ভেজাল
[খ] খাদ্য বণ্টন
[গ] খাদ্যের স্বল্পতা
[ঘ] খাদ্য সংরক্ষণ
উত্তর: [ক] খাদ্যে ভেজাল

৭. চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
[ক] সুনামগঞ্জ
[খ] মৌলভীবাজার
[গ] হবিগঞ্জ
[ঘ] সিলেট
উত্তর: [খ] মৌলভীবাজার

৮. ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল হলো-
[ক] ১৯৯০-১৯৯৫
[খ] ১৯৯৭-২০০২
[গ] ২০১১-২০১৫
[ঘ] ২০১৬-২০২০
উত্তর: [গ] ২০১১-২০১৫

৯. কোন ফসলে কৃষি জমির প্রয়োজন হয় না?
[ক] তুলা
[খ] গম
[গ] চা
[ঘ] মাশরুম
উত্তর: [ঘ] মাশরুম

১০. সরকারের রাজস্ব ব্যয় কোনটি?
[ক] সেতু নির্মাণ
[খ] বয়স্[ক] ভাতা
[গ] কর্মচারী বেতন
[ঘ] কৃষি উন্নয়ন
উত্তর: [গ] কর্মচারী বেতন

১১. জ্যামিতিক হার কোনটি?
[ক] ১, ২, ৪, ৮
[খ] ১, ২, ৩, ৪
[গ] ১, ২, ৪, ৬
[ঘ] ১, ৩, ৫, ৭
উত্তর: [ক] ১, ২, ৪, ৮

১২. পরোক্ষ করের উদাহরণ হচ্ছে-
i. বাণিজ্য শুল্ক
ii. আয়কর
iii. ভ্যাট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (রাজশাহী বোর্ড ২০১৯)

◈ উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
এক সময় বাংলা এক সমৃদ্ধ জনপদ ছিল। স্বাধীনতার পূর্ববর্তী একটি সময়কাল বাংলার অর্থনৈতিক ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিলো। ফলে বিভিন্ন বিদেশি শক্তি G ভূখণ্ডে বাণিজ্য করার জন্য আসতে লাগল।

১৩. বাংলার অর্থনৈতিক ইতিহাসের স্বর্ণযুগের সময়কাল কোনটি?
[ক] ১২০০ সাল পর্যন্ত
[খ] ১২০০-১৭৫৭ খ্রিঃ
[গ] ১৭৫৭-১৯৪৭ খ্রিঃ
[ঘ] ১৯৪৭-১৯৭১ খ্রিঃ
উত্তর: [খ] ১২০০-১৭৫৭ খ্রিঃ

১৪. কোন বিদেশি বণিকরা প্রথম বাংলায় আসে?
[ক] পর্তুগিজ
[খ] ইংরেজ
[গ] ওলন্দাজ
[ঘ] ফরাসি
উত্তর: [ক] পর্তুগিজ

১৫. কৃষির উপখাতসমূহ হচ্ছে-
i. পশুপালন
ii. শস্য ও শাকসবজি
iii. খনিজ সম্পদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৬. BSTI-এর পূর্ণরূপ কী?
[ক] Bangladesh Statistics and Testing Insitute
[খ] Bangladesh Standards and Testing Institution
[গ] Bangladesh Sing and Testing Institute
[ঘ] Bangladesh Standard and Testing Intelligence
উত্তর: [খ] Bangladesh Standards and Testing Institution

১৭. মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে-
i. অর্থের যোগান বৃদ্ধি
ii. সরকারি ব্যয় বৃদ্ধি
iii. জনসংখ্যা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◈ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
সাম্প্রতিককালে দেশে কিছু অসৎ ব্যবসায়ী খাদ্যে ভেজাল মিশিয়ে থাকে এবং এর মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে। জনস্বাস্থ্যের জন্য G ধরনের খাদ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

১৮. উদ্দীপকের কোন সমস্যাটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়।
[ক] আইন-শৃঙ্খলা
[খ] পণ্যের স্বল্প যোগান
[গ] বাজার ব্যর্থতা
[ঘ] খাদ্য নিরাপত্তা
উত্তর: [ঘ] খাদ্য নিরাপত্তা

১৯. খাদ্যে ভেজাল দিলে কী হয়?
[ক] মুদ্রাস্ফীতি ঘটে
[খ] বেকারত্ব বাড়ে
[গ] কর্মক্ষমতা কমে
[ঘ] উৎপাদন কমে
উত্তর: [গ] কর্মক্ষমতা কমে

২০. অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি?
[ক] অতিরিক্ত কর আরেপ
[খ] নিট মূলধন আয়
[গ] ঘাটতি অর্থায়ন
[ঘ] প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ
উত্তর: [ঘ] প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ

২১. ইউরিয়া সার কোন শিল্পের পণ্য?
[ক] ক্ষুদ্র শিল্প
[খ] কুটির শিল্প
[গ] মাঝারি শিল্প
[ঘ] বৃহৎ শিল্প
উত্তর: [ঘ] বৃহৎ শিল্প

২২. প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত?
[ক] ০.০৫-০.৪৯ একর
[খ] ০.৫০-১.৪৯ একর
[গ] ২.৫০-৭.৪৯ একর
[ঘ] ৭.৪৯ এককের বেশি
উত্তর: [ক] ০.০৫-০.৪৯ একর

◈ উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও:

২৩. নিচের চিত্রটি লক্ষ কর এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
[ক] সময়
[খ] জনসংখ্যা
[গ] মাথাপিছু আয়
[ঘ] মোট আয়
উত্তর: [গ] মাথাপিছু আয়

২৪. চিত্রটি কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট?
[ক] ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব
[খ] কাম্য জনসংখ্যা তত্ত্ব
[গ] আধুনিক খাজনা তত্ত্ব
[ঘ] অর্থের পরিমাণ তত্ত্ব
উত্তর: [খ] কাম্য জনসংখ্যা তত্ত্ব

২৫. ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের প্রাথমিক উৎস কী?
[ক] নিজস্ব সঞ্চয়
[খ] অবণ্টিত মুনাফা
[গ] ঋণ
[ঘ] অবচয় তহবিল
উত্তর: [ক] নিজস্ব সঞ্চয়

২৬. কেয়ার কী ধরনের প্রতিষ্ঠান?
[ক] একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
[খ] একটি ইন্সরেন্স কোম্পানি
[গ] একটি বেসরকারি সংস্থা
[ঘ] একটি উন্নয়ন ব্যাংক
উত্তর: [গ] একটি বেসরকারি সংস্থা

২৭. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি?
[ক] DP = TQ÷TC
[খ] DP = AR÷MR
[গ] DP = TP÷TL
[ঘ] DP = TP÷TA
উত্তর: [ঘ] DP = TP÷TA

◈ উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:
ইয়াসিন একটি বুটি[ক] হাউস থেকে থ্রি পিস ক্রয় করে দাম পরিশোধের সময় লক্ষ করেন যে, জামার গায়ে যে দাম লেখা আছে তার ওপর নির্দিষ্ট হারে তাকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে।

২৮. ইয়াসমিন যে অতিরিক্ত টাকা দেন তা কোন ধরনের কর?
[ক] প্রত্যক্ষ কর
[খ] পরোক্ষ কর
[গ] আবগারি শুল্ক
[ঘ] আমদানি শুল্ক
উত্তর: [খ] পরোক্ষ কর

২৯. থ্রি পিসটির ক্ষেত্রে আরও যে সকল সময়ে কর দিতে হয়েছে তা হলো-
i. কাঁচামাল থাকা অবস্থায়
ii. চূড়ান্ত পণ্য অবস্থায়
iii. মাধ্যমিক পণ্য অবস্থায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

৩০. বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার ঋণ গ্রহণ করে-
i. প্রাইজবণ্ড বিক্রি করে
ii. সঞ্চয়পত্র বিক্রি করে
iii. ট্রেজারি বিল বিক্রি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment