SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৮ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
অর্থনীতি
অষ্টম অধ্যায়

Class 9-10 Economics Guide and SSC Exam Preparation
SSC Economics Chapter-08
Economics
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বাংলাদেশের মোট শ্রম শক্তির কতভাগ শিল্পখাতে নিয়োজিত? [সকল বোর্ড ’১৫]
[ক] ১৭.৬৪ শতাংশ
✅ ২৪.৩ শতাংশ
[গ] ৩৪.৩ শতাংশ
[ঘ] ৪৪.৩ শতাংশ

২. মৎস্য সম্পদকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়? [সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়, খুলনা]
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩. বাংলাদেশে বর্তমানে কতটি EPZ আছে? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
[ক] ৭
✅ ৮
[গ] ৯
[ঘ] ১০

৪. বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর রয়েছে? [সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়, খুলনা]
✅ ২
[খ] ৩
[গ] ৫
[ঘ] ৭

৫. নিচের কোনটি ক্ষুদ্রশিল্প? [সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়, খুলনা]
[ক] রেশম
[খ] কাঠ
[গ] কাগজ
✅ সাবান

৬. বাংলাদেশের শিল্পখাত কয়টি শিল্পখাত নিয়ে গঠিত? [খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ]
✅ চার
[খ] পাঁচ
[গ] ছয়
[ঘ] সাত

৭. হনুফা তার ছেলেমেয়ে নিয়ে ঘরে বসে বাঁশ ও বেতের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করে। হনুফার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত? [সকল বোর্ড ’১৫]
[ক] বৃহৎ শিল্প
✅ কুটির শিল্প
[গ] ক্ষুদ্রায়তন শিল্প
[ঘ] মাঝারি শিল্প

৮. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কত? [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা; যশোর জিলা স্কুল]
✅ নবম
[খ] দশম
[গ] একাদশ
[ঘ] চতুর্থ

৯. এদেশের মোট শ্রমশক্তির কত লক্ষ লোক বেকার? [খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ]
✅ ২৫
[খ] ৩৫
[গ] ৪০
[ঘ] ৪৫

১০. ২০১২-১৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে সার্বিক কৃষিখাতের অবদান কত শতাংশ ছিল? [পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়, যশোর]
✅ ১৩
[খ] ১৯
[গ] ২০
[ঘ] ২১

১১. চুনাপাথর ব্যবহৃত হয়- [সকল বোর্ড ’১৬]
i. স্যানিটারি দ্রব্য তৈরিতে
ii. বিøচিং পাউডার উৎপাদনে
iii. কাগজ উৎপাদনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] র, রi ও ii

১২. কৃষিখাতের অন্তর্ভুক্ত কোনটি? [সকল বোর্ড ’১৬]
i. মৎস্য চাষ
ii. মৌমাছি চাষ
iii. বনায়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১৩. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য- [সকল বোর্ড ’১৫]
i. কৃষিখাতের প্রাধান্য
ii. ব্যাপক বেকারত্ব
iii. বৈদেশিক বাণিজ্যের ঘাটতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য- [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. বৈদেশিক সাহায্যনির্ভর
ii. কৃষিপ্রধান
iii. শিল্পপ্রধান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. কৃষি ও বনজ খাতের উপখাত হলো - [সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়, খুলনা]
i. শাকসবজি
ii. প্রাণি সম্পদ
iii. মৎস্য সম্পদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬. শিল্পনীতি ২০১০ ঘোষণা করার উদ্দেশ্য- [যশোর জিলা স্কুল]
i. নারীকে শিল্পায়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা
ii. দারিদ্র্য দূরীকরণ
iii. কৃষির আধুনিকীকরণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. কাদের বৈষম্যমূলক শাসননীতির ফলে ব্রিটিশরা চলে যাওয়ার পরও এদের অর্থনীতির কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি? (অনুধাবন)
[ক] ভারতীয়দের
[খ] ফরাসিদের
[গ] চীনাদের
✅ পশ্চিম-পাকিস্তানিদের

১৮. স্বাধীনতার লাভের পর কত দশক উন্নয়নের ফলে কিছুটা অর্থনৈতিক অগ্রগতি হয়েছে? (অনুধাবন)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ

১৯. দেশের শ্রমশক্তির কত শতাংশ কৃষিতে নিয়োজিত? (জ্ঞান)
✅ ৪৭.৫
[খ] ৪৭.৮
[গ] ৪৮.৫
[ঘ] ৪৯.৫

২০. বাংলাদেশে শিল্পায়নের গতি কেমন? (জ্ঞান)
✅ ধীর
[খ] দ্রুত
[গ] মোটামুটি
[ঘ] খুবই দ্রুত

২১. বাংলাদেশে শিল্পায়নের গতি বাড়াতে কোনটি ঘোষণা করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] আধুনিক শিল্পনীতি
[খ] মুক্ত কর অবকাশ
[গ] বেসরকারি বিনিয়োগ
[ঘ] সরকারি বিনিয়োগ

২২. শিল্পায়নের গতিকে বাড়াতে কত সালে শিল্পনীতি ঘোষণা করা হয়েছে? (জ্ঞান)
[ক] ২০০১
✅ ২০১০
[গ] ২০১
[ঘ] ২০১২

২৩. ২০১৩-১৪ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের অবদান কত? (জ্ঞান)
✅ ২০
[খ] ৩০
[গ] ৩২
[ঘ] ৩৪

২৪. মোট শ্রমশক্তির কত শতাংশ শিল্পখাতে নিয়োজিত? (জ্ঞান)
✅ ১৭.৬৪
[খ] ২০.৩
[গ] ২৪.৩
[ঘ] ৩৪.৩

২৫. আমাদের দেশের মানুষের সঞ্চয় কম কেন? (অনুধাবন)
✅ মাথাপিছু আয় কম, তাই
[খ] জনসংখ্যা অধিক, তাই
[গ] অধিকাংশ মানুষ অলস, তাই
[ঘ] দ্রব্যমূল্য অধিক, তাই

২৬. বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার? (জ্ঞান)
✅ ১৩১৪
[খ] ১২০০
[গ] ১২৫০
[ঘ] ১৩০০

২৭. আমাদের মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? (জ্ঞান)
✅ ১২৩৫
[খ] ১১৫০
[গ] ১১৯০
[ঘ] ১২১৫

২৮. সময়ের সাপেক্ষে আমাদের মাথাপিছু আয় কেমন হচ্ছে? (অনুধাবন)
[ক] কমছে
✅ বাড়ছে
[গ] অপরিবর্তিত থাকছে
[ঘ] দ্রুত বাড়ছে

২৯. আমাদের দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে কেন? (অনুধাবন)
✅ আয় স্বল্প হওয়ার কারণে
[খ] দারিদ্র্য প্রধান সমস্যা হওয়ার কারণে
[গ] জনসংখ্যা অধিক হওয়ার কারণে
[ঘ] নিরক্ষরতার কারণে

৩০. আমাদের দেশের কত ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে? (জ্ঞান)
✅ ৩১.৫০
[খ] ৩০.৫০
[গ] ৩২.৫০
[ঘ] ৩১.৯০

৩১. বাংলাদেশের কত ভাগ লোক সুপেয় পানি পায়? (জ্ঞান)
[ক] ৪৩
[খ] ৫২
✅ ৮৭.৫৫
[ঘ] ৯০.৮

৩২. বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর? (জ্ঞান)
[ক] ৬৭.২
✅ ৬৯
[গ] ৬৭.৫
[ঘ] ৭০.২

৩৩. বাংলাদেশে সাক্ষরতার হার কত শতাংশ? (জ্ঞান)
✅ ৫৭.৯
[খ] ৬০.৯
[গ] ৬১.৯
[ঘ] ৬৭.৯

৩৪. বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের জনগণের আয় ও সঞ্চয় তুলনামূলকভাবে অত্যন্ত কম। এর কারণ কী? (্অনুধাবন)
✅ দরিদ্র দেশ
[খ] কৃষিভিত্তিক শিল্প
[গ] জনবহুল দেশ
[ঘ] কৃষির ওপর নির্ভরশীলতা

৩৫. ২০১৩-১৪ অর্থবছরে দেশে মোট বিনিয়োগ ছিল জিডিপির কত শতাংশ? (জ্ঞান)
[ক] ২৮.২১
[খ] ২৯.২১
✅ ২৮.৯৭
[ঘ] ২৯.৯৯

৩৬. রতন একজন ধনী কৃষক। গত কয়েক বছর ধরে তার জমিতে আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করায় অধিক ফসল উৎপাদিত হয়, এটি কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
✅ বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে
[খ] বাংলাদেশে কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করে
[গ] বাংলাদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে
[ঘ] বাংলাদেশে দ্রুত শিল্পায়ন ঘটছে

৩৭. যদিও কৃষিজমির পরিমাণ কমছে তবুও বর্তমানে কৃষির উৎপাদিত পরিমাণ বেশি। এটি কী প্রমাণ করছে? (অনুধাবন)
[ক] বেশি মানুষ কৃষিতে নিয়োজিত হচ্ছে
[খ] অধিক সার ব্যবহার করা হচ্ছে
✅ আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ বৃদ্ধি পাচ্ছে

৩৮. ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত জন? (জ্ঞান)
✅ ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার
[খ] ১৫ কোটি ১৩ লক্ষ
[গ] ১৪ কোটি ৫০ লক্ষ
[ঘ] ১৬ কোটি

৩৯. ২০১১-১২ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন? (জ্ঞান)
[ক] ৯৫৪
✅ ১০১৫
[গ] ৯৭৪
[ঘ] ৮৬৪

৪০. ২০১১-১২ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? (জ্ঞান)
✅ ১.৩৭%
[খ] ১.৪৮%
[গ] ২.১১%
[ঘ] ৩.৯৯%

৪১. ২০০১ সালে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? (জ্ঞান)
[ক] ১.৩৭%
✅ ১.৪৮%
[গ] ১.৩৪%
[ঘ] ২.৩৪%

৪২. শিবলি ঢাকায় একটি রেস্টুরেন্ট খুলতে চায়। কিন্তু তার কাছে পুঁজি নেই। সে ঋণের জন্য ব্যাংকের দ্বারস্থ হলেও পায় না কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] কৃষিনির্ভর শিল্প তাই
[খ] উদ্যোক্তাদের অনভিজ্ঞতার কারণে
✅ জনগণের আয় ও সঞ্চয় কম বলে
[ঘ] জনগণের ব্যয় বেশি বলে

৪৩. বর্তমান বাংলাদেশে প্রয়োজনীয় মূলধনের অভাবে কৃষি ও শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ কম। এর ফলাফল কী হতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] বাণিজ্য ঘাটতি দেখা দিতে পারে
✅ ব্যাপক বেকারত্ব সৃষ্টি হতে
[গ] দেশে অস্থিতিশীলতা দেখা দিতে পারে
[ঘ] বৈদেশিক সাহায্যের পরিমাণ কমে যেতে পারে

৪৪. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাকে সংক্ষেপে ইংরেজিতে কী বলা হয়? (জ্ঞান)
✅ EPZ
[খ] EPM
[গ] EPR
[ঘ] EDR

৪৫. EPZ-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
✅ Export Processing Zone
[খ] Export Profit Zone
[গ] Export Producing zone
[ঘ] Export Productive zone

৪৬. ২০১৩-১৪ অর্থবছরে খনিজ সম্পদের সমন্বিত খাতের অবদান কত শতাংশ হয়েছে? (জ্ঞান)
[ক] ১.২০
[খ] ১.৫০
✅ ১.৬৩
[ঘ] ১.৮০

৪৭. প্রাকৃতিক গ্যাস দেশের মোট জ্বালানি ব্যবহারের শতকরা কতভাগ পূরণ করে? (জ্ঞান)
[ক] ৯০
[খ] ৮৫
[গ] ৮০
✅ ৭৫

৪৮. বাংলাদেশে বর্তমানে কতটি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে? (জ্ঞান)
[ক] ১৭
✅ ১৯
[গ] ২৩
[ঘ] ২৫

৪৯. বাংলাদেশের কতটি গ্যাসকূপ থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে? (জ্ঞান)
✅ ৮৩
[খ] ৮৯
[গ] ৭৬
[ঘ] ৭২

৫০. উৎপাদিত গ্যাস কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] তাপ উৎপাদনে
✅ বিদ্যুৎ
[গ] পরিবহন
[ঘ] কাগজ শিল্পে

৫১. SPM-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] Silent Point Mood
✅ Single Point Mooring
[গ] Simple Power Moring
[ঘ] Silent Point Mood

৫২. বাংলাদেশে মোট কতটি কয়লা ক্ষেত্র আছে? (জ্ঞান)
[ক] ৪
✅ ৫
[গ] ৬
[ঘ] ৭

৫৩. বাংলাদেশে মজুদকৃত কয়লার পরিমাণ কত? (জ্ঞান)
✅ ২৭০০ মিলিয়ন টন
[খ] ২৮০০ মিলিয়ন টন
[গ] ৩০০০ মিলিয়ন টন
[ঘ] ৩৭০০ মিলিয়ন টন

৫৪. উত্তোলিত কয়লার কতভাগ বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] ৭৫
[খ] ৮৫
✅ ৬৫
[ঘ] ৫৫

৫৫. বাংলাদেশের প্রতি বছর কী ধরনের দ্রব্য আমদানি বাবদ প্রচুর অর্থ ব্যয় করে থাকে? (অনুধাবন)
✅ ভোগ্যপণ্য ও মূলধনী
[খ] কৃষিকাজ
[গ] নিত্যপ্রয়োজনীয়
[ঘ] রাসায়নিক

৫৬. অর্থনৈতিক অবকাঠামো কোনটি? (জ্ঞান)
[ক] স্কুল
[খ] হাসপাতাল
[গ] ক্লাব
✅ রেল ও নৌপথে

৫৭. সরকার কত কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেস নির্মাণের উদ্যোগ নিয়েছে? (জ্ঞান)
✅ ২৬
[খ] ৩০
[গ] ৩৫
[ঘ] ৪৬

৫৮. ১৯৯৩ থেকে ২০১২ সাল পর্যন্ত কতটি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করা হয়েছে? (জ্ঞান)
[ক] ৭০
[খ] ৭১
[গ] ৭৫
✅ ৭৭

৫৯. কতটি প্রতিষ্ঠান সরাসরি বিক্রির মাধ্যমে বেসরকারিকরণ করা হয়েছে? (জ্ঞান)
[ক] ৫৫
✅ ৫৬
[গ] ৭৫
[ঘ] ৭৬

৬০. কতটি প্রতিষ্ঠান শেয়ার বিক্রির মাধ্যমে বেসরকারিকরণ করা হয়েছে? (জ্ঞান)
[ক] ২০
✅ ২১
[গ] ৫৫
[ঘ] ৭৭

৬১. সরকারের কত সালের রূপকল্পের আলোকে ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা’ রূপরেখার দলিল প্রণয়ন করেছে? (জ্ঞান)
[ক] ২০১৫খ২০১৮
✅ ২০২১
[ঘ] ২০২৩

৬২. বাংলাদেশে উন্নত দেশের তুলনায় মাথাপিছু আয় কম হওয়ার কারণ- (অনুধাবন)
i. কর্মসংস্থানের সুযোগ না থাকা
ii. শ্রমিকদের কাজে অনীহা বা অলসতা
iii. অধিক জনসংখ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. এদেশে বেকার সমস্যা অদূর ভবিষ্যতে দূরীভূত হবে বলে আশা করা যায়, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে
ii. জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে
iii. সরকার সহযোগিতাগুলো নীতি গ্রহণ করেছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. মানবসম্পদ উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে সরকার- (উচ্চতর দক্ষতা)
i. নারীকে আত্মনির্ভরশীল করছে
ii. শিশু শ্রম বন্ধ করছে
iii. মানুষের দক্ষতার উন্নয়ন ঘটাচ্ছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (অনুধাবন)
i. শিক্ষা
ii. প্রশিক্ষণ
iii. নৈতিকতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়নের ফলে- (উচ্চতর দক্ষতা)
i. শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে
ii. মানবসম্পদ সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে
iii. শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তা সৃষ্টি হয়েছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা
ii. সরকারি ও বেসরকারি কাজের সমন্বয় সাধন
iii. শিক্ষার মান উন্নত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৮. রূপকল্প ২০২১-এর উদ্দেশ্য হলো- (অনুধাবন)
i. দারিদ্র্য বিমোচন
ii. আঞ্চলিক বৈষম্য দূরীকরণ
iii. রাষ্ট্রীয় সংহতি বিধান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. বর্তমানে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার ঘোষণা করেছে? (উচ্চতর দক্ষতা)
i. লোভনীয় পুরস্কার
ii. সহযোগিতামূলক নীতি
iii. উদ্দীপনামূলক আশ্বাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. এদেশের সঞ্চয় কম বলে- (অনুধাবন)
i. বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে না
ii. পুঁজি গঠন সম্ভব হচ্ছে না
iii. কৃষি উন্নয়ন সম্ভব হচ্ছে না

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. একটি দেশের পরনির্ভরতা কমাতে সহায়ক হলো- (উচ্চতর দক্ষতা)
i. কৃষির আধুনিকীকরণ
ii. শিল্পের বিকাশ
iii. জনসংখ্যা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো- (উচ্চতর দক্ষতা)
i. আমদানি
ii. শিল্পের উন্নয়ন
iii. প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ ii ও iii

৭৩. আধুনিক পদ্ধতির কৃষির বিকাশ সম্ভব- (অনুধাবন)
i. কৃষি সম্পর্কিত তথ্যের প্রচার করে
ii. খাল বা নদী খনন করে
iii. শিল্পের উন্নয়ন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. কৃষির অগ্রগতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত- (অনুধাবন)
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. দারিদ্র্যবিমোচন
iii. দক্ষ সংগঠন সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. ঔপনিবেশিক আমলে বাংলাদেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন না হওয়ার কারণ- (উচ্চতর দক্ষতা)
i. বাজার ব্যবস্থায় অনিয়ম
ii. শাসকদের বৈষম্যমূলক শাসননীতি
iii. পর্যাপ্ত কাঁচামালের অভাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. বর্তমান বাংলাদেশে শিল্পের প্রসার লক্ষ করা যাচ্ছে। এক্ষেত্রে ভূমিকা রাখছে- (প্রয়োগ)
i. আধুনিক প্রযুক্তি
ii. বেসরকারি বিনিয়োগ
iii. সরকারি পৃষ্ঠপোষকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য- (অনুধাবন)
i. বৈদেশিক সাহায্যনির্ভর
ii. কৃষিপ্রধান
iii. শিল্প প্রধান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. ঔপনিবেশিক শাসন শোষণের ফলে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো দুর্বল রয়ে গেছে। এখানে যাদের শাসনের কথা বলা হয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. ব্রিটিশ শাসকগোষ্ঠী
ii. মোগল শাসকগোষ্ঠী
iii. পাকিস্তানি শাসকগোষ্ঠী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. সার্বিক শিল্প খাতের দ্রুত বিকাশের ফলে- (অনুধাবন)
i. জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পাবে
ii. জীবনযাত্রার মান উন্নত হবে
iii. বাণিজ্য ঘাটতি দূর হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. বাংলাদেশে কৃষি উৎপাদন অনেক কম হওয়ার কারণ- (অনুধাবন)
i. অনুন্নত চাষ পদ্ধতি
ii. উন্নত কৃষি উপকরণের অভাব
iii. প্রাকৃতিক দুর্যোগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. বাংলাদেশে আধুনিক শিল্পনীতি গ্রহণ করা প্রয়োজন- (অনুধাবন)
i. শিল্পায়নের গতি বাড়ানোর জন্য
ii. নারীর কর্মসংস্থান বৃদ্ধির জন্য
iii. শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. ২০১০ সালে বাংলাদেশ সরকার জাতীয় শিল্পনীতি ঘোষণা করেছে ফলে- (উচ্চতর দক্ষতা)
i. বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পায়
ii. নারীর কর্মসংস্থান বৃদ্ধি পায়
iii. আমদানি ব্যয় কমে যাচ্ছে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি? (জ্ঞান)
[ক] দু
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৮৪. বাংলাদেশের কৃষকেরা নানা ধরনের শস্য উৎপাদন করে থাকে। এসব কিসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ কৃষি
[খ] শিল্প
[গ] সেবা
[ঘ] প্রাকৃতিক সম্পদ

৮৫. মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্গত? (জ্ঞান)
✅ কৃষি
[খ] শিল্প
[গ] প্রাণিসম্পদ
[ঘ] ব্যবসা

৮৬. পশুসম্পদ অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
✅ কৃষি
[খ] শিল্প
[গ] সেবা
[ঘ] সামাজিক সেবা

৮৭. মাংস, দুধ, ডিম, চামড়া কোন খাতের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] খাদ্য শিল্প
✅ প্রাণিসম্পদ
[গ] পুষ্টি
[ঘ] সেবা

৮৮. আমাদের মোট ভূখণ্ডের কতভাগ বনাঞ্চল? (জ্ঞান)
[ক] ১৫
✅ ১৭
[গ] ২৮
[ঘ] ৩০

৮৯. বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কোন সম্পদের পরিমাণ যথাযথ হওয়া উচিত? (উচ্চতর দক্ষতা)
[ক] প্রাণিজ
✅ বনজ
[গ] কৃষিজ
[ঘ] শিল্প

৯০. একটা দেশের মোট ভূখণ্ডের কতভাগ বনাঞ্চল থাকা দরকার? (জ্ঞান)
[ক] ১৭
[খ] ২০
✅ ২৫
[ঘ] ৩০

৯১. ২০১৩-১৪ অর্থবছরে মৎস্য সম্পদের অবদান কত ছিল? (জ্ঞান)
✅ ৩.৬৮ ভাগ
[খ] ৩.৭২ ভাগ
[গ] ৩.৮০ ভাগ
[ঘ] ৩.৯০ ভাগ

৯২. ২০১৩ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সরকার কোন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] শিল্প
[খ] সেবা
✅ কৃষি
[ঘ] মৎস্য

৯৩. ২০১২-১৩ সালে মৎস্য সম্পদে জিডিপি কত ছিল? (জ্ঞান)
[ক] ৪৪.৯
✅ ৬.১৮
[গ] ৪৫.৯
[ঘ] ৪.৪১

৯৪. ২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে মৎস্য সম্পদের প্রবৃদ্ধির হার কত শতাংশ? (জ্ঞান)
[ক] ৫.৩২
[খ] ৫.৯৬
✅ ৬.৩৬
[ঘ] ৭.১২

৯৫. বাংলাদেশের মোট জাতীয় আয়ে কোনটির অবদান সর্বাধিক? (উচ্চতর দক্ষতা)
✅ কৃষি
[খ] শিল্প
[গ] বনজসম্পদ
[ঘ] খনিজসম্পদ

SSC অর্থনীতি (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৮

৯৬. বাংলাদেশের শতকরা কত ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাগে কৃষির সাথে যুক্ত?
 (জ্ঞান)
[ক] ৭৬
✅ ৭৫
[গ] ৮০
[ঘ] ৯০

৯৭. বাংলাদেশের শতকরা ৭৫ ভাগ লোক কোনো একটি খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এ খাতটি কী? (উচ্চরত দক্ষতা)
[ক] সেবা
[খ] নির্মাণ
[গ] শিল্প
✅ কৃষি

৯৮. ২০১৩-১৪ বছরে কত লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল? (জ্ঞান)
✅ ৩৮১.৭৪
[খ] ৩৮০.১৩
[গ] ৩৯০.১৩
[ঘ] ৩৯৫.১৩

৯৯. প্রকৃতিপ্রদত্ত সম্পদ বা কাঁচামালকে কারখানাভিত্তিক প্রস্তুত প্রণালির মাধ্যমে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে পরিণত করাকে কী বলে? (জ্ঞান)
✅ শিল্প
[খ] উৎপাদন
[গ] সংগঠন
[ঘ] প্রক্রিয়াকরণ

১০০. বাংলাদেশের জাতীয় আয় নির্ণয়ে কতটি খাত আছে? (জ্ঞান)
✅ ১৫
[খ] ১৬
[গ] ১১
[ঘ] ১০

১০১. অপরিশোধিত তেল কোন খাতের উপখাত? (অনুধাবন)
✅ খনিজ ও খনন
[খ] জ্বলানি
[গ] ক্ষুদ্রায়তন শিল্প
[ঘ] বিদ্যুৎ, গ্যাস ও পানি

১০২. বাংলাদেশের সার শিল্প কোনটির অন্তর্ভুক্ত? (্জ্ঞান)
✅ বৃহৎ
[খ] ক্ষুদ্র
[গ] কুটির
[ঘ] মাঝারি

১০৩. বাংলাদেশের সিমেন্ট শিল্প কোনটির অন্তর্ভুক্ত?জ্ঞান)
✅ বৃহৎ
[খ] কুটির
[গ] মাঝারি
[ঘ] ক্ষুদ্র

১০৪. নিচের কোনটি ক্ষুদ্রশিল্প? (উচ্চতর দক্ষতা)
✅ বস্ত্র
[খ] সাবান
[গ] চিনি
[ঘ] সার

১০৫. বাংলাদেশে এখনও কোনটি বৃহৎ শিল্প হিসেবে পরিগণিত হচ্ছে? (উচ্চতর দক্ষতা)
[ক] চামড়া
[খ] পোশাক
✅ পাট
[ঘ] চা

১০৬. চামড়া শিল্প বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ শিল্প। এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] ক্ষুদ্র
✅ মাঝারি
[গ] বৃহৎ
[ঘ] কুটির

১০৭. পোশাক শিল্প কোন ধরনের শিল্প? (জ্ঞান)
✅ বৃহৎ
[খ] ক্ষুদ্র
[গ] মাঝারি
[ঘ] কুটির

১০৮. সম্প্রতি বাংলাদেশে তৈরি কোন শিল্পের প্রসার ও উন্নতির সাথে দেশের রপ্তানি অনেক বেড়েছে? (অনুধাবন)
[ক] চামড়া
[খ] চিনি
✅ পোশাক
[ঘ] পাট

১০৯. একটি গার্মেন্টস কারখানায় কাজ করে জয়ন্তী তার ভাগ্যপরিবর্তনে সক্ষম হয়েছে। এখানে কোন শিল্পের ভূমিকা তুলে ধরা হয়েছে? (প্রয়োগ)
✅ পোশাক
[খ] পাট
[গ] চিনি
[ঘ] বস্ত্র

১১০. বাংলাদেশের নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমানে কোন শিল্পের ভূমিকা সর্বাধিক? (উচ্চতর দক্ষতা)
✅ পোশাক
[খ] চিনি
[গ] পাট
[ঘ] বস্ত্র

১১১. জনাব মিনহাজ চট্টগ্রামে ইউরিয়া সারকারখানায় কর্মরত। তিনি কোন শিল্পে অবদান রাখছেন? (প্রয়োগ)
✅ সার
[খ] চিনি
[গ] সিমেন্ট
[ঘ] প্রসাধনী

১১২. অজিত রায় তার গ্রামে একটি গার্মেন্টস কারখানা তৈরি করার চিন্তা করছেন। এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ মাঝারি
[খ] বৃহৎ
[গ] কুটির
[ঘ] ক্ষুদ্র

১১৩. সোহেল গ্রামের ছাত্র। সে তার লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করতে চায়। এক্ষেত্রে কোন শিল্প তার জন্য উপযোগী হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] কুটির
✅ ক্ষুদ্র
[গ] বৃহৎ
[ঘ] মাঝারি

১১৪. রেশমের চাষ করে রাজশাহীর জয়া ও শাহীন দম্পতি আজ স্বাবলম্বী। তাদের কাজ কোন শিল্পের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
[ক] ক্ষুদ্র
[খ] বৃহৎ
[গ] মাঝারি
✅ কুটির

১১৫. মনিরা চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে বাঁশ ও বেত দিয়ে নানা ধরনের জিনিস তৈরি করে বাজারে বিক্রি করে স্বাবলম্বী হয়েছে। মনিরার কাজটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
✅ কুটির
[খ] ক্ষুদ্র
[গ] মাঝারি
[ঘ] বৃহৎ

১১৬. তাঁত ও মৃৎশিল্প কোন শিল্পের অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] ক্ষুদ্র
✅ কুটির
[গ] মাঝারি
[ঘ] বৃহৎ

১১৭. গ্রামাঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের জন্য যে শিল্প বেশি স্থাপন করা দরকার? (উচ্চতর দক্ষতা)
[ক] বৃহৎ
✅ ক্ষুদ্র ও কুটির
[গ] মাঝারি
[ঘ] বেত ও সুতা

১১৮. নাসিমার স্বামী একজন রিকশাচালক। নাসিমা হাতে প্রচুর সময় পায়। তাই সে স্বামীকে আর্থিকভাবে সাহায্য করতে চায়। এক্ষেত্রে নাসিমার জন্য কোন শিল্প উপযোগী? (উচ্চতর দক্ষতা)
✅ কুটির
[খ] মাঝারি
[গ] ক্ষুদ্র
[ঘ] বৃহৎ

১১৯. গ্যাসখাত গুরুত্বপূর্ণ একটি খাতের উপখাত। এ খাতটি কী? (উচ্চতর দক্ষতা)
[ক] ক্ষুদ্রায়তন শিল্প
✅ বিদ্যুৎ, গ্যাস ও পানি শিল্প
[গ] গ্যাস খাত
[ঘ] জ্বালানি খাত

১২০. ২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে ম্যানুফাকচারিং উপখাতের অবদান কত শতাংশ? (জ্ঞান)
[ক] ৯.৯৬
✅ ৮.৭৭
[গ] ১৮.৯৯
[ঘ] ২১.২২

১২১. ২০১৩-১৪ অর্থবছরে জিডিপিতে নির্মাণ খাতের অবদান কত শতাংশ? (জ্ঞান)
✅ ৮.০৮%
[খ] ৭.০৪%
[গ] ৫.৬৬%
[ঘ] ৪.৭৬%

১২২. বাংলাদেশে বাণিজ্য খাতটির পরিমাণ হ্রাস পাচ্ছে কেন? (অনুধাবন)
✅ পণ্যসামগ্রীর রপ্তানি বৃদ্ধি পাওয়ায়
[খ] জনশক্তি রপ্তানি হওয়ায়
[গ] আমদানি বৃদ্ধি পাওয়ায়
[ঘ] আত্মকর্মসংস্থান সৃষ্টি হওয়ায়

১২৩. বাজার অর্থনীতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? (অনুধাবন)
[ক] মুদ্রা বাজারে স্থিতিশীলতা রক্ষা
✅ সার্বিক অর্থনৈতিক উন্নয়ন
[গ] দেশের অবকাঠামোগত উন্নয়ন
[ঘ] অর্থবাজারে গতিশীলতা সৃষ্টি

১২৪. EPZ অঞ্চলে কত জন বাংলাদেশি শ্রমিক কর্মরত? (জ্ঞান)
[ক] প্রায় ২.৫০ লক্ষ
✅ প্রায় ৩.৫০ লক্ষ
[গ] ৪.৫০ লক্ষ
[ঘ] ৫.৫০ লক্ষ

১২৫. EPZ অঞ্চল থেকে এ পর্যন্ত কত মিলিয়ন মার্কিন ডলার মূল্যের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হয়েছে? (জ্ঞান)
✅ ৪,২১০
[খ] ৫,২১০
[গ] ৬,২১০
[ঘ] ৭,২১০

১২৬. বাংলাদেশের বেকার সমস্যা দূরীকরণে নিচের কোনটি সবচেয়ে বেশি উপযোগী? (উচ্চতর দক্ষতা)
✅ শিল্পক্ষেত্র
[খ] কৃষিক্ষেত্র
[গ] ব্যবসাক্ষেত্র
[ঘ] চাকরিক্ষেত্র

১২৭. বাংলাদেশের শিল্পোন্নয়নের জন্য কী করা প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
[ক] কুটিরশিল্পের উন্নয়ন
[খ] মূলধনভিত্তিক শিল্প স্থাপন
[গ] উচ্চ ফলনশীল বীজের ব্যবহার
✅ সুষ্ঠু শিল্পনীতি প্রণয়ন ও বাস্তবায়ন

১২৮. বাংলাদেশের আধুনিক শিল্পনীতির উদ্দেশ্য কী? (অনুধাবন)
✅ কর্মসংস্থান বৃদ্ধি করা
[খ] বিনিয়োগ বৃদ্ধি করা
[গ] রপ্তানি বৃদ্ধি করা
[ঘ] GDP-র হার বৃদ্ধি করা

১২৯. বেকার সমস্যা সমাধানে কোন উদ্যোগটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? (উচ্চতর দক্ষতা)
✅ স্বকর্মসংস্থান সৃষ্টি
[খ] দ্রুত শিল্পায়ন
[গ] উন্নত কৃষি উদ্ভাবন
[ঘ] বিদেশে শ্রমশক্তি রপ্তানি

১৩০. বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের শিল্প স্থাপনে গুরুত্ব দিতে হবে? (অনুধাবন)
[ক] কুটির
✅ ক্ষুদ্র
[গ] রপ্তানিমুখী
[ঘ] বৃহৎ

১৩১. বস্ত্রশিল্পে প্রথমে তুলা ব্যবহার করে সুতা তৈরি করা হয়। আর সেই সুতা দিয়ে কাপড় এবং সবশেষে পোশাক তৈরি করা হয়। এখানে সুতা কেমন পণ্য? (উচ্চতর দক্ষতা)
✅ মাধ্যমিক
[খ] প্রাথমিক
[গ] চূড়ান্ত
[ঘ] স্বাভাবিক

১৩২. কত সালকে সামনে রেখে ‘উন্নয়ন রূপকল্প’ প্রণয়ন করা হয়েছে? (জ্ঞান)
[ক] ২০১৫
[খ] ২০১৭
[গ] ২০২০
✅ ২০২১

১৩৩. ‘উন্নয়ন রূপকল্পে’- শিল্পখাতের অবদান কত শতাংশ হবে বলে প্রত্যাশা করা হয়েছে? (জ্ঞান)
[ক] ৩৫%
✅ ৪০%
[গ] ৪৫%
[ঘ] ৫০%

১৩৪. ‘উন্নয়ন রূপকল্প’ অনুযায়ী কর্মসংস্থানে শিল্পের অবদান কত শতাংশ হবে বলে নির্ধারণ করা হয়েছে? (জ্ঞান)
✅ ২৫%
[খ] ২৭%
[গ] ৩০%
[ঘ] ৪০%

১৩৫. কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ রাসায়নিক সার
[খ] সিমেন্ট
[গ] প্লাস্টিক
[ঘ] ফার্নেস তেল

১৩৬. বিøচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] চীনামাটি
✅ চুনাপাথর
[গ] গন্ধক
[ঘ] সিলিকা বালু

১৩৭. তেল পরিশোধনে নিচের কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] চুনাপাথর
[খ] সিলিকা বালু
✅ গন্ধক
[ঘ] চিনামাটি

১৩৮. বাংলাদেশে দ্রুত শিল্পায়নের ক্ষেত্রে বড় বাধা হলো- (উচ্চতর দক্ষতা)
✅ মূলধনের স্বল্পতা
[খ] দক্ষতার অভাব
[গ] বেকার সমস্যা
[ঘ] কম উৎপাদন

১৩৯. যে খাতের মাধ্যমে অবস্তুগত দ্রব্য উৎপাদিত হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] শিল্পখাত
✅ সেবাখাত
[গ] স্বপ্নখাত
[ঘ] বিদ্যুৎখাত

১৪০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ধরনের ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের অর্থনীতির কোন খাত হিসেবে এদের অবদান অন্তর্ভুক্ত হবে? (প্রয়োগ)
✅ সেবা
[খ] শিল্প
[গ] কৃষি
[ঘ] নির্মাণ

১৪১. বাংলাদেশের অর্থনীতির কোন খাতটি একক বৃহত্তম খাত হিসেবে পরিগণিত? (অনুধাবন)
✅ সেবাখাত
[খ] কৃষি
[গ] শিল্প
[ঘ] নির্মাণ

১৪২. ২০১২-১৩ অর্থবছরে জিডিপিতে সার্বিক সেবাখাতের অবদান কত? (জ্ঞান)
✅ ৫৪%
[খ] ৫৬%
[গ] ৭৫%
[ঘ] ৮০%

১৪৩. সেবাখাতের অন্তর্ভুক্ত কোনটি জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রাখছে? (উচ্চতর দক্ষতা)
[ক] সামাজিক সেবা
✅ পাইকারি ও খুচরা বিপণন
[গ] আর্থিক প্রতিষ্ঠান
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠান

১৪৪. বর্তমানে বাংলাদেশে জাতীয় মহাসড়ক রয়েছে কত কিলোমিটার? (জ্ঞান)
[ক] ৩৫৫০
✅ ৩৫৭০
[গ] ৩৪৯৩
[ঘ] ৩৪৯৮

১৪৫. বাংলাদেশের মোট রেলপথের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
✅ ২৮৭০ কিলোমিটার
[খ] ২৪৩৫ কিলোমিটার
[গ] ২২৩৫ কিলোমিটার
[ঘ] ২৮৫৩ কিলোমিটার

১৪৬. বাংলাদেশে ব্রডগেজ রেলপথের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
✅ ৬৫৯ কিলোমিটার
[খ] ৫৮০ কিলোমিটার
[গ] ৪৮০ কিলোমিটার
[ঘ] ৩০০ কিলোমিটার

১৪৭. বাংলাদেশে ডুয়েল গেজ রেলপথের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ২০০ কিলোমিটার
[খ] ৩০০ কিলোমিটার
✅ ৩৭৫ কিলোমিটার
[ঘ] ৪০০ কিলোমিটার

১৪৮. বাংলাদেশে মিটারগেজ রেলপথের দৈর্ঘ্য কত? (জ্ঞান)
[ক] ১,০০০ কিলোমিটার
[খ] ১,২০০ কিলোমিটার
[গ] ১,৫৮০ কিলোমিটার
✅ ১,৮৪৩ কিলোমিটার

১৪৯. বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর কোনটি? (জ্ঞান)
✅ চট্টগ্রাম
[খ] চাঁদপুর
[গ] ঢাকা
[ঘ] মংলা

১৫০. চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমাদের দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের কতভাগ পরিচালিত হয়? (জ্ঞান)
[ক] ৯৩
[খ] ৯৪
✅ ৯৭
[ঘ] ৯৮

১৫১. অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন কতটি জলযান দ্বারা ফেরী সার্ভিস অব্যাহত রেখেছে? (জ্ঞান)
[ক] ১৫০
✅ ১৮৮
[গ] ১৯০
[ঘ] ২০০

১৫২. বর্তমানে বাংলাদেশে কতটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু আছে? (জ্ঞান)
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

১৫৩. বর্তমানে বাংলাদেশে কতটি অভ্যন্তরীণ বিমান বন্দর আছে? (জ্ঞান)
✅ ৭
[খ] ৩
[গ] ৮
[ঘ] ৪

১৫৪. বাংলাদেশে কয়টি ব্যবহার উপযোগী স্টল পোস্ট রয়েছে? (জ্ঞান)
✅ ২
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

১৫৫. STOL-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] Stock Take Off-Landing
✅ Short Take Off-Landing
[গ] Simple Take Off-Landing
[ঘ] Short Teller Off-Landing

১৫৬. বিটিসিএল কোম্পানি লিমিটেড কোন ক্ষেত্রে কাজ করছে? (অনুধাবন)
✅ যোগাযোগের মান উন্নয়নে
[খ] জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে
[গ] যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে
[ঘ] শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য

১৫৭. বিটিআরসি কত সালে প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] ২০০০
✅ ২০০২
[গ] ২০০৩
[ঘ] ২০০৪

১৫৮. মার্চ ২০১১ পর্যন্ত বিটিআরসির গ্রাহক সংখ্যা কত কোটি অতিক্রম করেছে? (জ্ঞান)
✅ ৫.৪৭
[খ] ৫.৬০
[গ] ৬.৪৭
[ঘ] ৬.৮০

১৫৯. বাংলাদেশে কতটি ডাকঘর আছে? (জ্ঞান)
✅ ৯,৮৮৬
[খ] ৯,৮৮৮
[গ] ৯,৯৮৬
[ঘ] ৯,৯৯৬

১৬০. ২০১২-১৩ অর্থবছরে ডাকসেবা খাতে প্রবৃদ্ধির হার কত শতাংশ ধরা হয়েছে? (অনুধাবন)
[ক] ৬.৬৭
[খ] ৭.৫০
[গ] ৮.৫০
✅ ৯.৬৭

১৬১. একটি শিল্প বাংলাদেশের নারীর কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি কোন শিল্প? (উচ্চতর দক্ষতা)
[ক] বৃহৎ
✅ পোশাক
[গ] সার
[ঘ] পাট

১৬২. বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির কারণ কী? (অনুধাবন)
[ক] কৃষি উন্নতি
[খ] বিদেশি শোষণ
[গ] বিদেশি বিনিয়োগের অভাব
✅ দক্ষ উদ্যোক্তার অভাব

১৬৩. কিসের বিনিময়ে শিল্পপ্রতিষ্ঠান জনগণের নিকট সেবাপ্রেরণ করে? (অনুধাবন)
[ক] কর্মের
✅ অর্থের
[গ] শিক্ষার
[ঘ] সামর্থ্যরে

১৬৪. নির্মাণখাতে প্রবৃদ্ধি হার বৃদ্ধির কারণ কী? (অনুধাবন)
[ক] জনগণের কর্মসংস্থান বৃদ্ধি
✅ অবকাঠামোগত খাতে বিনিয়োগ বৃদ্ধি
[গ] কৃষিতে প্রযুক্তির ব্যবহার
[ঘ] শিল্পায়নে প্রযুক্তির ব্যবহার

১৬৫. আবুল খায়ের কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে শাহ সিমেন্ট কারখানাটি কাজ করছে। এটি কোন ধরনের শিল্প? (প্রয়োগ)
✅ বৃহৎ
[খ] মাঝারি
[গ] ক্ষুদ্র
[ঘ] কুটির

১৬৬. নিচের কোনটি মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] চিনি
✅ তৈরি পোশাক
[গ] কাগজ
[ঘ] সার

১৬৭. এদেশে খাদ্য ঘাটতি ও পুষ্টিহীনতার প্রধান কারণ কী? (অনুধাবন)
✅ অধিক জনসংখ্যা
[খ] নিরক্ষরতা
[গ] দারিদ্র্য
[ঘ] কৃষির গতানুগতিকতা

১৬৮. সরকার কত সালের রূপকল্পের আলোকে ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা’ রূপরেখার দলির প্রণয়ন করেছে? (জ্ঞান)
[ক] ২০১৫
[খ] ২০১৮
✅ ২০২১
[ঘ] ২০২৩

১৬৯. বাংলাদেশের অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে- (অনুধাবন)
i. কৃষিক্ষেত্রের অবদান দ্বারা
ii. মানুষের শ্রম ও সেবা দ্বারা
iii. শিল্পের অবদান দ্বারা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭০. মিজান মিয়া একজন কৃষক। তিনি দৈনন্দিন জীবনে যে ধরনের কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন- (প্রয়োগ)
i. পণ্য বাজারজাতকরণ
ii. শস্য কর্তন
iii. শস্য বাজার নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭১. বাংলাদেশে প্রাণি সম্পদ উৎপন্ন বা চাষ করা হচ্ছে- (উচ্চতর দক্ষতা)
i. পারিবারিকভাবে
ii. বাণিজ্যিকভাবে
iii. সরকারি উদ্যোগে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭২. বাংলাদেশের কৃষিখাতের প্রধান রপ্তানি দ্রব্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. চাল ও চিনি
ii. হিমায়িত খাদ্যদ্রব্য
iii. পাটজাত দ্রব্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৩. কৃষিখাতের উন্নয়নের জন্য গ্রহণ করা জরুরি- (অনুধাবন)
i. কৃষি প্রযুক্তির উদ্ভাবন
ii. সহজ শর্তে ঋণ দান
iii. কৃষকদের প্রশিক্ষণ প্রদান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৪. কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- (অনুধাবন)
i. শিল্পের কাঁচামাল সরবরাহ করে
ii. প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করে
iii. মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা প্রদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৫. বাংলাদেশের শিল্পখাত গড়ে উঠেছে- (অনুধাবন)
i. বনজ সম্পদ নিয়ে
ii. খনিজ ও খনন কাজ নিয়ে
iii. নির্মাণ খাত নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৬. বাংলাদেশের অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়- (অনুধাবন)
i. জাতীয় আয়ে সর্বাধিক অবদান রাখার জন্য
ii. শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য
iii. মানুষের জীবনযাত্রার মানে প্রভাব ফেলার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৭. রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের EPZ এলাকা চিহ্নিত করার উদ্দেশ্য- (উচ্চতর দক্ষতা)
i. দেশের আর্থ সামাজিক উন্নয়ন
ii. শিল্পখাতের দ্রুত বিকাশ
iii. কৃষির ওপর নির্ভরতা কমানো

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৮. বাংলাদেশের সার্বিক সেবাখাত ভূমিকা পালন করছে- (উচ্চতর দক্ষতা)
i. মানবসম্পদ উন্নয়নে
ii. উপকরণের গতিশীলতা আনয়নে
iii. আত্মকর্মসংস্থান সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৯. এ দেশের কৃষিভিত্তিক উল্লেখযোগ্য শিল্প হলো- (অনুধাবন)
i. পাটশিল্প
ii. চামড়াশিল্প
iii. কাগজশিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮০. আমাদের দেশের মোট দেশজ উৎপাদন কতটি খাত নিয়ে গঠিত? (জ্ঞান)
[ক] ১০
[খ] ১২
✅ ১৫
[ঘ] ২০

১৮১. কোনটি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি? (জ্ঞান)
[ক] শিল্প
✅ কৃষি
[গ] নির্মাণশিল্প
[ঘ] সেবাখাত

১৮২. বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে? (জ্ঞান)
✅ কৃষি
[খ] শিল্প
[গ] ব্যাংক
[ঘ] নির্মাণখাত

১৮৩. বাংলাদেশের অর্থনৈতিক মূল উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ দেশের অর্থনৈতিক কাঠামো কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠায়
[খ] এদেশের অধিকাংশ মানুষ কৃষক তাই
[গ] কৃষিজ পণ্যের বিদেশি ক্রেতা রয়েছে তাই
[ঘ] কৃষিজ পণ্য উৎপাদনে এদেশটি বেশি অনুকূল তাই

১৮৪. বাংলাদেশের কৃষি কিসের ওপর নির্ভরশীল? (উচ্চতর দক্ষতা)
✅ প্রকৃতির
[খ] শিল্পের
[গ] দক্ষ শ্রমিকের
[ঘ] প্রযুক্তির

১৮৫. বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থা প্রকাশ করে না। এর কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ কৃষি প্রকৃতির ওপর নির্ভরশীল
[খ] অদক্ষ শ্রমিক
[গ] মূলধনের অর্যাপ্ততা
[ঘ] সনাতন চাষপদ্ধতির ব্যবহার

১৮৬. বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থা প্রকাশ করে না। এর প্রমাণ- (উচ্চতর দক্ষতা)
✅ শিল্পায়ন ধীরগতির
[খ] দক্ষ শ্রমিকের অভাব
[গ] নগরায়ন ধীরগতির
[ঘ] চাষাবাদ পদ্ধতি পুরোনো

১৮৭. বাংলাদেশের কৃষিক্ষেত্রে উৎপাদন অনিশ্চিত থাকার কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ প্রাকৃতিক দুর্যোগ
[খ] সময়মতো চাষের উদ্যোগ না নেয়া
[গ] কৃষকদের অলসতা
[ঘ] মূলধনের সীমাবদ্ধতা

১৮৮. শিল্পখাতে উৎপাদন বৃদ্ধির কারণ কী? (অনুধাবন)
[ক] শিল্পনীতি ঘোষণা
✅ রূপকল্প বাস্তবায়ন
[গ] অবকাঠামোখাতে বিনিয়োগ বৃদ্ধি
[ঘ] নগরায়ণের ধারা অব্যাহত থাকা

১৮৯. রূপকল্প-পরিকল্পনা বাস্তবায়নের সময়কাল কত ধরা হয়েছে? (জ্ঞান)
✅ ২০২১
[খ] ২০৩০
[গ] ২০৪১
[ঘ] ২০৫১

১৯০. একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কীভাবে? (জ্ঞান)
[ক] শিল্পনীতি ২০১০ বাস্তবায়নের মাধ্যমে
✅ রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে
[গ] শিল্পনীতি-২০১০ বাস্তবায়নের মাধ্যমে
[ঘ] জনসংখ্যা-নীতি-২০১১

১৯১. ‘রূপকল্প-২০২১’ এর মাধ্যমে কোন ধরনের বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে? (উচ্চতর দক্ষতা)
[ক] শিল্পসমৃদ্ধ
✅ একটি সমৃদ্ধ সোনার বাংলা
[গ] প্রযুক্তিসমৃদ্ধ
[ঘ] কৃষিসমৃদ্ধ

১৯২. গত তিন দশকে জিডিপিতে কোন খাতের অবদান ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে? (জ্ঞান)
✅ কৃষি
[খ] শিল্প
[গ] সেবা
[ঘ] নির্মাণ

১৯৩. বাংলাদেশের জিডিপিতে গত তিন দশকে কোন খাতের অবদান বৃদ্ধি পেয়েছে? (জ্ঞান)
✅ শিল্প
[খ] কৃষি
[গ] সেবা
[ঘ] উৎপাদন

১৯৪. গত তিন দশকে জিডিপিতে কোন খাতের অবদান একই রয়ে গেছে? (জ্ঞান)
[ক] কৃষি
[খ] শিল্প
✅ সেবা
[ঘ] নির্মাণ

১৯৫. বাংলাদেশে শিল্পোন্নয়ন হলে কৃষিক্ষেত্রে- (অনুধাবন)
i. কৃষির জমি কমবে
ii. কৃষি উপকরণ কমবে
iii. প্রচ্ছন্ম বেকারত্ব কমবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

১৯৬. কৃষির উন্নয়ন সাধনের জন্য দেশে কলকারখানা স্থাপন করা প্রয়োজন- (অনুধাবন)
i. কৃষির ফলন বৃদ্ধির জন্য
ii. দ্রুততার সাথে কৃষিকাজ করার জন্য
iii. কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াজাত করার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

১৯৭. শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করে- (অনুধাবন)
i. দক্ষ শ্রমিক
ii. প্রাকৃতিক পরিবেশ
iii. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

১৯৮. বাংলাদেশের শিল্প উৎপাদন কম ও নিম্নমান হওয়ার জন্য দায়ী- (উচ্চতর দক্ষতা)
i. পুঁজির অভাব
ii. নিম্নমানের কলাকৌশল
iii. নিম্নমানের কাঁচামাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৯. কৃষির উন্নয়ন অত্যন্ত জরুরি কারণ এর সাথে জড়িয়ে রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. দারিদ্র্য বিমোচনের অগ্রগতি
ii. সামাজিক উন্নয়ন প্রক্রিয়া
iii. শিল্প উন্নয়নের সম্ভাবনা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০০. বাংলাদেশে শিল্পায়িত অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. মুক্ত বাজার অর্থনীতির সাথে তাল মিলাতে
ii. বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায়
iii. দারিদ্র্য দূরীকরণের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০১. বাংলাদেশে শিল্পায়ন প্রক্রিয়ার বিকাশ জরুরি। কারণ এর মাধ্যমে- (অনুধাবন)
i. কৃষির আধুনিকীকরণ সম্ভব
ii. প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার সম্ভব
iii. বৈদেশিক সাহায্যের পরিমাণ বাড়ানো সম্ভব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০২. একটি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা সম্ভব- (অনুধাবন)
i. তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে
ii. মানবসম্পদের উন্নয়ন করে
iii. বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৩. কৃষিখাতের উন্নতির ওপরই অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. কৃষি খাদ্যের যোগান দেয়
ii. কৃষি জীবনযাত্রার মান উন্নয়ন করে
iii. অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৪. বাংলাদেশকে একটি সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব, যদি- (উচ্চতর দক্ষতা)
i. মানবসম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়
ii. প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পায়
iii. দেশের মানুষের চাহিদা কমানো যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৫. আমাদের দেশের অধিকাংশ শিল্প কী ভিত্তিক? (অনুধাবন)
✅ কৃষি
[খ] প্রযুক্তি
[গ] বিজ্ঞান
[ঘ] প্রশিক্ষণ

২০৬. একটি তৈরিকৃত পাটের ব্যাগের পিছনে অবদান যার সবচাইতে বেশি- (উচ্চতর দক্ষতা)
[ক] কৃষি খাত
[খ] শিল্পখাত
✅ কৃষি ও শিল্পখাত
[ঘ] সেবা খাত

২০৭. বাংলাদেশের কৃষির ওপর শিল্পের নির্ভরশীলতা বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] প্রচ্ছন্ন বেকারত্ব হ্রাস
[খ] কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা
✅ কাঁচামাল সরবরাহ করা
[ঘ] সার, কীটনাশক ব্যবহার করা

২০৮. বাংলাদেশের কোন দুটি খাত একে অন্যের পরিপূরক? (জ্ঞান)
[ক] কৃষি ও শিক্ষা
✅ কৃষি ও শিল্প
[গ] কৃষি ও জনশক্তি
[ঘ] শিক্ষা ও শিল্প

২০৯. কাঁচামালের জন্য কৃষির ওপর নির্ভরশীল কোন শিল্প? (জ্ঞান)
[ক] লোহা
[খ] নির্মাণ
✅ চামড়া
[ঘ] সিমেন্ট

২১০. কৃষিকে শিল্পের ভিত্তি বলা হয় কেন? (অনুধাবন)
✅ শিল্পের কাঁচামাল যোগান দেওয়ায়
[খ] শিল্পকে আধুনিক হতে সাহায্য করায়
[গ] কৃষকদের কর্মসংস্থান সৃষ্টি করায়
[ঘ] শিল্পনির্ভর সমাজ গড়ে তোলায়

২১১. বাংলাদেশের কোথায় পাট শিল্পের বিকাশ ঘটে? (জ্ঞান)
✅ ঢাকা ও নারায়ণগঞ্জ
[খ] চট্টগ্রাম ও সিলেট
[গ] দিনাজপুর ও রংপুরে
[ঘ] ময়মনসিংহ ও কিশোরগঞ্জে

২১২. বাংলাদেশের কোন অঞ্চলে চা শিল্প গড়ে উঠেছে? (জ্ঞান)
[ক] খুলনা
✅ সিলেট
[গ] টাঙ্গাইল
[ঘ] রংপুর

২১৩. বাংলাদেশের কোন অঞ্চলে চিনি শিল্পের প্রসার ঘটেছে? (জ্ঞান)
✅ উত্তরবঙ্গে
[খ] পূর্বাঞ্চলে
[গ] দিনাজপুর ও রংপুরে
[ঘ] পশ্চিমাঞ্চলে

২১৪. আধুনিক বিশ্বে উন্নত দেশগুলো সমৃদ্ধি অর্জন কোনটির মাধ্যমে? (উচ্চতর দক্ষতা)
[ক] কৃষির উন্নতি
[খ] জনসংখ্যা বৃদ্ধি
[গ] খনিজ সম্পদ উত্তোলন
✅ শিল্পের উন্নতি

২১৫. শিল্পজাত কোনটি ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] শিল্পপ্রতিষ্ঠানে
✅ কৃষিখাত
[গ] প্রযুক্তির ব্যবহার
[ঘ] সেবাখাত

২১৬. নিচের কোনটি ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? (অনুধাবন)
✅ বাঁশ-বেত
[খ] সার-কীটনাশক
[গ] তুলা-চামড়া
[ঘ] আখ

২১৭. কোন দ্রব্যের বাজার সৃষ্টিতে কৃষি ভূমিকা পালন করে? (অনুধাবন)
✅ শিল্পজাত
[খ] কৃষিজাত
[গ] আমদানিকৃত
[ঘ] রপ্তানিকৃত

২১৮. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে কোনটি প্রয়োজন? (উচ্চতর দক্ষতা)
[ক] আমদানি বৃদ্ধি করা
✅ কৃষি আধুনিকীকরণ
[গ] শিল্পের বিকাশ
[ঘ] জমির খণ্ডবিখণ্ডতা প্রতিরোধ

২১৯. বর্তমানে বাংলাদেশ শিল্পখাত খুব বেশি উন্নত নয়। আমরা অধিকাংশই কৃষক। তবে অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প অবশ্যই প্রয়োজনীয়। এখন শিল্পখাতকে উন্নত করতে আমাদের কী করণীয়? (উচ্চতর দক্ষতা)
✅ কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে
[খ] বৈদেশিক সাহায্য আনতে হবে
[গ] অধিকমাত্রায় আমদানি করতে হবে
[ঘ] বৃদ্ধির কাজে বেশি লোক নিয়োগ দান

২২০. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে কোনটি প্রত্যাশা করা যায়? (উচ্চতর দক্ষতা)
✅ আমদানি ব্যয় বাঁচবে
[খ] খাদ্য নষ্ট হবে
[গ] কৃষি লাভবান হবে
[ঘ] রপ্তানি খরচ কমবে

২২১. বিদেশ থেকে আমদানি হ্রাস করা সম্ভব কীভাবে? (উচ্চতর দক্ষতা)
[ক] কিছু দ্রব্যসামগ্রীর আমদানি বন্ধ করে
[খ] আমদানি কর আরোপ করে
[গ] রপ্তানি কর বাড়িয়ে
✅ শিল্পোন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে

২২২. আমাদের দেশে ক্ষুদ্রশিল্পের ভিত্তি কৃষি। এটি কী প্রমাণ করে? (উচ্চতর দক্ষতা)
[ক] বাংলাদেশ কৃষি প্রধান দেশ
✅ বাংলাদেশে কৃষি ও শিল্প পরস্পর নির্ভরশীল
[গ] বাংলাদেশ শিল্পে অনগ্রসর
[ঘ] বাংলাদেশে শিল্পের চাহিদা বৃদ্ধি পাচ্ছে

২২৩. বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো- (উচ্চতর দক্ষতা)
i. কৃষি উন্নয়ন
ii. শিল্পের উন্নয়ন
iii. প্রযুক্তি আবিষ্কার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] ii ও iii

২২৪. শিল্পখাত কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেয়- (অনুধাবন)
i. কৃষি আধুনিকীকরণের জন্য
ii. উৎপাদন বৃদ্ধির জন্য
iii. আমদানি হ্রাস করার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২৫. বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পেলে- (উচ্চতর দক্ষতা)
i. দ্রুত শিল্পায়ন সম্ভব হবে
ii. জাতীয় ও মাথাপিছু উৎপাদন বৃদ্ধি পাবে
iii. জনগণের জন্য অধিক খাদ্যের যোগান দেয়া সম্ভব হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৬. আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি তথা সর্বাঙ্গীণ উন্নতি নির্ভর করে- (অনুধাবন)
i. কৃষির উন্নতির ওপর
ii. শিল্পজাতদ্রব্যের বাজার সৃষ্টির ওপর
iii. সরকারি রাজস্ব বৃদ্ধির ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৭. জমির মিয়া অধিক ধান উৎপদনে ব্যবহার করবেন- (প্রয়োগ)
i. উচ্চ ফলনশীল বীজ
ii. গভীর নলকূপের মাধ্যমে সেচের ব্যবস্থা
iii. জৈবসার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৮. এ দেশের কৃষিভিত্তিক উল্লেখযোগ্য শিল্প হলো- (অনুধাবন)
i. পাটশিল্প
ii. চামড়াশিল্প
iii. কাগজশিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২৯. কৃষি ও শিল্পের উন্নয়ন একই সাথে হওয়া উচিত- (উচ্চতর দক্ষতা)
i. অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে
ii. আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য
iii. বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩০. কুটিরশিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়- (উচ্চতর দক্ষতা)
i. বিদ্যুৎ
ii. বাঁশ-বেত
iii. মাটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩১. আমদানি হ্রাস করা সম্ভব- (প্রয়োগ)
i. শিল্পোন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে
ii. আমদানি কর আরোপ করে
iii. সম্পদের সঠিক ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩২. উচ্চ ফলনশীল বীজ চাষের জন্য প্রয়োজন হয়- (অনুধাবন)
i. সারের
ii. পানির
iii. আধুনিক চাষের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৩. আমাদের দেশের অধিকাংশ কবিরাজি ওষুধ আসে- (অনুধাবন)
i. বিভিন্ন ধরনের লতাপাতা থেকে
ii. ওষুধের দোকান থেকে
iii. গাছ-গাছড়া থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৪. বহু অর্থনৈতিক অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (অনুধাবন)
i. দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষায়
ii. দেশের উৎপাদন বৃদ্ধিতে
iii. সামাজিক গতিশীলতা সৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৫. বাংলাদেশে ব্যাপক বেকারত্বের কারণ- (অনুধাবন)
i. পুঁজির স্বল্পতা
ii. কারিগরি শিক্ষার অভাব
iii. জনগণের বিলাসী মনোভাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৬. বাংলাদেশে শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন না ঘটার কারণ- (অনুধাবন)
i. কৃষিপ্রধান দেশ
ii. ব্রিটিশ শাসকদের অবহেলা
iii. পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক শাসননীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ ii ও iii

২৩৭. আক্কাস মিয়া প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত। তার কাজের উন্নয়নের সাথে জড়িয়ে রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. এদেশের দারিদ্র্য বিমোচন কার্যক্রম
ii. কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা
iii. শিল্পের অগ্রগতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৮. বাংলাদেশে শিল্পখাতের দ্রুত বিকাশ সম্ভব হলে- (উচ্চতর দক্ষতা)
i. জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে
ii. বাণিজ্য ঘাটতি কমে যাবে
iii. দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৯. কৃষির উন্নয়ন অত্যন্ত জরুরি। কারণ এর সাথে জড়িয়ে রয়েছে- (উচ্চতর দক্ষতা)
i. দারিদ্র বিমোচনের অগ্রগতি
ii. সামাজিক উন্নয়ন প্রক্রিয়া
iii. শিল্প উন্নয়নের সম্ভাবনা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪০. কাঁচামালের বর্ধিত চাহিদার কারণে কৃষি উৎপাদন করলে কৃষকদের- (অনুধাবন)
i. আয় বাড়বে
ii. সঞ্চয় ও মূলধন বাড়বে
iii. উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪১. কৃষি উপকরণ বৃদ্ধির জন্য আবশ্যক- (অনুধাবন)
i. শিল্পের উন্নয়ন
ii. আবাদি জমি বৃদ্ধি
iii. বিদেশ থেকে উপকরণ আমদানি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post