SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৩ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
তৃতীয় অধ্যায়
দু'তরফা দাখিলা পদ্ধতি

Class 9-10 Accounting MCQ Question and Answer. SSC Accounting MCQ Question and Answer for SSC Exam Preparation. SSC Hisab Biggan mcq Proshno Uttor. Hisab Biggan MCQ Question and Answer.
Accounting
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

📚 পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি ✍️
● দু’তরফা দাখিলা পদ্ধতি
ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি ১৪৯৪ সালে আর্থিক ঘটনাবলি সঠিকভাবে ও সুচারুরূপে লিপিবদ্ধ করার যে পদ্ধতি উদ্ভাবন করেন তা দু’তরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। এটি হিসাবরক্ষণের একমাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত থাকে, যা দাতা ও গ্রহীতা নামে পরিচিত। যে পক্ষ সুবিধা পায় তাকে গ্রহীতা (Debitor) ও যে পক্ষ সুবিধা দিয়ে থাকে তাকে দাতা (Creditor) বলে। সুতরাং সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনসমূহের দ্বৈতস্বত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়, তাকে দু’তরফা দাখিলা পদ্ধতি বলে।

● দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য বা মূলনীতি
▣ দ্বৈতস্বত্তা: প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকে।
▣ দাতা ও গ্রহীতা: প্রতিটি লেনদেনে সুবিধা গ্রহণকারী গ্রহীতা ও সুবিধা প্রদানকারী দাতা হিসাবে কাজ করে।
▣ ডেবিট ও ক্রেডিট করা: সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করা হয়।
▣ সমান অঙ্কের আদান-প্রদান: প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে।
▣ সামগ্রিক ফলাফল: প্রতিটি লেনদেন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকা দ্বারা লিপিবদ্ধ করায় সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ হয়।

● দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ
i. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ
ii. লাভ লোকসান নিরূপণ
iii. গাণিতিক শুদ্ধতা যাচাই
iv. আর্থিক অবস্থা নিরূপণ
v. ভুলত্রুটি ও জালিয়াতি উদঘাটন ও প্রতিরোধ
vi. ব্যয় নিয়ন্ত্রণ
vii. মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়
viii. সঠিক কর নির্ধারণ
ix. সহজ প্রয়োগ
x. সার্বজনীন স্বীকৃতি

● ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলি

● দু’তরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই
দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রধানত দু’ধরনের হিসাবের বই রাখা হয়।

● হিসাব চক্র

● হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি
চলমান ধারণার নীতি অনুসারে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। এ কারণে চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী জেরসমূহকে পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসেবে দেখানো হয়। চলতি বছরের শেষ তারিখের সম্পদসমূহকে ডেবিট এবং দায়সমূহকে ক্রেডিট করে পরবর্তী হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়।

● একতরফা দাখিলা পদ্ধতি
যে সকল ব্যবসায় প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেন লিপিবদ্ধের সময় কখনো এক পক্ষ, কখনো দুই পক্ষ আবার কখনো কোনপক্ষই লিপিবদ্ধ হয় না বলে এটি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এ পদ্ধতিতে সম্পদ ও দায়ের হিসাবগুলোই বেশি লিপিবদ্ধ করা হয়।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. দু’তরফা দাখিলা পদ্ধতি একটি-
[ক] রিপোটিং পদ্ধতি
[খ] আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
[গ] লিপিবদ্ধকরণ পদ্ধতি
✅ ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

২. দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো-
i. এ পদ্ধতিতে দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকবে
ii. মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে
iii. গ্রহীতার হিসাব ক্রেডিট ও দাতার হিসাব ডেবিট হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৩, ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
ব্যবসায়ী জনাব সুবীর রায় প্রতিষ্ঠানের জন্য ক্রয় বই, বিক্রয় বই, প্রাপ্য বিল বই, প্রদেয় বিল বই ইত্যাদি সংরক্ষণ করেন। এছাড়া হিসাব সম্পর্কে তার সুস্পষ্ট জ্ঞান থাকার কারণে বাট্টাজনিত দাখিলা অন্যভাবে লিপিবদ্ধ করেছেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা অবগত হওয়ার জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন করেন এবং এভাবে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা করেন।

৩. জনাব সুবীর রায় এর ক্রয় বইতে লিপিবদ্ধ করেন-
✅ ধারে ক্রয়
[খ] ধারে বিক্রয়
[গ] নগদে ক্রয়
[ঘ] ক্রয় ফেরত

৪. জনাব সুবীর রায় বাট্টাজনিত দাখিলা লিপিবদ্ধ করেন-
[ক] নগদান বইতে
[খ] বিক্রয় ফেরত বইতে
[গ] প্রাপ্য বিল বইতে
✅ প্রকৃত জাবেদায়

৫. জনাব সুবীর রায়ের প্রারম্ভিক জাবেদা দাখিলার প্রয়োজন হয় কেন?
[ক] হিসাব চক্রের ধারা অনুসরণ করার জন্য
✅ পরবর্তী হিসাব কালের যাত্রা শুরু করার জন্য
[গ] হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য
[ঘ] বর্তমান হিসাবকালের আর্থিক অবস্থা জানার জন্য

৬. একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণির হিসাব সংরক্ষণ করা হয় না?
i. সম্পদ
ii. দায়
iii. ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
[ নোট: সঠিক উত্তর হবে আয় ও ব্যয়।]

৭. কোনটি সঠিক?
[ক] প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ - সমাপনী মোট সম্পদ
[খ] সমাপনী মূলধন = প্রারম্ভিক মোট দায় + সমাপনী মোট দায়
✅ প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ - প্রারম্ভিক মোট দায়
[ঘ] সমাপনী মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ + সমাপনী মোট সম্পদ

৮. আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয়-
[ক] রেওয়ামিল
[খ] সমন্বয় দাখিলা
[গ] সমাপনী দাখিলা
✅ কার্যপত্র

৯. কোন ধারাবাহিকতাটি সঠিক?
✅ রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী
[খ] সমন্বয় দাখিলা, রেওয়ামিল, আর্থিক বিবরণী, কার্যপত্র
[গ] কার্যপত্র, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী
[ঘ] রেওয়ামিল, কার্যপত্র, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী

১০. প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৯০,০০০ টাকা হলে, লাভ/ক্ষতির পরিমাণ কত?
✅ লাভ ২০,০০০ টাকা
[খ] ক্ষতি ২০,০০০ টাকা
[গ] ক্ষতি ৭০,০০০ টাকা
[ঘ] লাভ ৯০,০০০ টাকা

১১. দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটি?
[ক] ক্রয় বৃদ্ধি ডেবিট, আয় হ্রাস ক্রেডিট
[খ] ব্যয় বৃদ্ধি ডেবিট, আয় হ্রাস ক্রেডিট
✅ সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট
[ঘ] সুবিধা গ্রহণকারী ক্রেডিট, সুবিধা প্রদানকারী ডেবিট

নিচের তথ্য থেকে ১২, ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব ইশমাম জুন ২০১৪ তারিখে ৫৫,০০০ টাকার মজুদপণ্য নিয়ে ঢাকার বেইলি রোডে একটি ফাস্টফুডের দোকান দেন। উক্ত মাসে তার ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়:
জুন ৫: শাহেদের নিকট বিক্রয় ৫,০০০ টাকা।
জুন ১২: পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
জুন ২০: ধারে পণ্য বিক্রয় ৩৫,৫০০ টাকা।
জুন ২৩: রাফির নিকট থেকে নগদে প্রাপ্তি ৫,৪০০ টাকা।
জুন ২৮: পণ্য ফেরত দেয়া হলো ৩,৪০০ টাকা।

১২. উপরিউক্ত তথ্যের ভিত্তিতে কোন লেনদেন জনাব ইশমামের প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে?
[ক] নগদে বিক্রয়
[খ] নগদে বিক্রয়
[গ] পণ্য ফেরত দেয়া
✅ মজুদপণ্য

১৩. উপরিউক্ত তথ্যের ৫ ও ২০ তারিখের লেনদেনগুলো কোন জাবেদা বইয়ে সংরক্ষণ করা হবে?
[ক] ক্রয় জাবেদা
[খ] ক্রয় ফেরত জাবেদায়
✅ বিক্রয় জাবেদায়
[ঘ] বিক্রয় ফেরত জাবেদায়

১৪. জনাব ইশমাম পণ্য ফেরত দেবার সময় প্রস্তুত করবেন-
✅ ডেবিট নোট
[খ] ক্রেডিট নোট
[গ] ডেবিট ভাউচার
[ঘ] ক্রেডিট ভাউচার

১৫. দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি?
✅ সহজ প্রয়োগ
[খ] সামগ্রিক ফলাফল
[গ] দ্বৈতস্বত্তা
[ঘ] দাতা ও গ্রহীতা

১৬. ‘প্রতিটি লেনদেনেই দু’টি পক্ষ থাকতে হবে’-এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য?
[ক] দৃশ্যমানতা
[খ] স্বয়ংসম্পূর্ণ
✅ দ্বৈতস্বত্তা
[ঘ] স্বতন্ত্র

১৭. হিসাবচক্রের তৃতীয় ধাপ কোনটি?
✅ জাবেদাভুক্তকরণ
[খ] খতিয়ানে স্থানান্তর
[গ] রেওয়ামিল প্রস্তুতকরণ
[ঘ] সমন্বয় দাখিলা

১৮. কার্যপত্র তৈরি করা হয় কখন?
[ক] আর্থিক বিবরণী প্রস্তুতের পর
[খ] রেওয়ামিল প্রস্তুতের পূর্বে
✅ আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে
[ঘ] সমন্বয় দাখিলার পূর্বে

১৯. হিসাবচক্রের কোন ধাপে প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসেবে চি‎হ্নিত করা হয়?
✅ লেনদেন শনাক্তকরণ
[খ] লেনদেন বিশ্লেষণ
[গ] জাবেদাভুক্তকরণ
[ঘ] খতিয়ান স্থানান্তর

২০. কোন ক্ষেত্রে দু’তরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই?
[ক] লেনদেন শনাক্তকরণে
[খ] লেনদেন লিপিবদ্ধকরণে
[গ] ব্যবসায়ের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে
✅ ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য

২১. হ্রাস পেলে ডেবিট হয়-
i. মালিকানাস্বত্ত্ব
ii. দায়
iii. আয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২. একতরফা দাখিলা পদ্ধতি একটি-
i. পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি
ii. অসম্পূর্ণ হিসাব পদ্ধতি
iii. বিজ্ঞানসম্মত পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

২৩. বর্তমানে হিসাবের ভিত্তি হল-
i. উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতি
ii. এক তরফা দাখিলা পদ্ধতি
iii. দু’তরফা দাখিলা পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i ও iii

২৪. একতরফা দাখিলা পদ্ধতিতে যে হিসাব সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয় না তা হলো-
i. আয়
ii. ব্যয়
iii. সম্পদ ও দায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:
টোরকি বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ী জরিনা বেগমের প্রারম্ভিক মূলধন ৫০,০০০ টাকা, উত্তোলন ২৭,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৪২,০০০ টাকা।

২৫. জরিনা বেগমের ব্যবসায়ে মুনাফার পরিমাণ কত টাকা?
[ক] ৮,০০০
[খ] ১৫,০০০
✅ ১৯,০০০
[ঘ] ২৩,০০০

২৬. জরিনা বেগমের ব্যবসায়ে কোন হিসাব সংরক্ষণের গুরুত্ব কম?
[ক] সম্পদ
[খ] দায়
[গ] মূলধন
✅ আয় ও ব্যয়

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
বাদল চন্দ্রের ব্যবসায় ২০১৪ সালের ১ জানুয়ারিতে সম্পদ ও দায় ছিল-
মজুদ পণ্য ৬,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা, পাওনাদার ৫,০০০ টাকা ও ঋণ ১০,০০০ টাকা।

২৭. বাদল চন্দ্রের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন কত?
✅ ৩১,০০০ টাকা
[খ] ৪১,০০০ টাকা
[গ] ৪৬,০০০ টাকা
[ঘ] ৬১,০০০ টাকা

২৮. বাদল চন্দ্রের ব্যবসায়ে দায়ের পরিমাণ কত?
[ক] ৫,০০০ টাকা
[খ] ১০,০০০ টাকা
✅ ১৫,০০০ টাকা
[ঘ] ২১,০০০ টাকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
২০১৪ সালের ১লা জুলাই জনাব রবিন ১,৫০,০০০ টাকা নগদ এবং ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। জুলাই ১০ তারিখ জনাব করিমের কাছ থেকে তিনি ২০,০০০ টাকার পণ্য ক্রয় করেন।

২৯. জনাব রবিনের প্রারম্ভিক মূলধন কত?
[ক] ১,৫০,০০০ টাকা
[খ] ১,৭০,০০০ টাকা
✅ ২,০০,০০০ টাকা
[ঘ] ২,২০,০০০ টাকা

৩০. ২০,০০০ টাকার লেনদেন দ্বারা হিসাব সমীকরণে প্রভাব পড়বে-
i. A উপাদান হ্রাস পাবে
ii. L উপাদান বৃদ্ধি পাবে
iii. E উপাদান হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের তথ্যের ভিত্তিতে ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মোস্তফা ২০১৪ সালের ১ জুলাই নগদ ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। জুলাই ৫ তারিখে জনাব মোজাম্মেলের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন।

৩১. জনাব মোস্তফার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?
✅ ১,৫০,০০০ টাকা
[খ] ১,০০,০০০ টাকা
[গ] ২,৫০,০০০ টাকা
[ঘ] ২,৮০,০০০ টাকা

৩২. ৩০,০০০ টাকা লেনদেনের ফলে হিসাব সমীকরণের-
i. A উপাদান বৃদ্ধি পাবে
ii. L উপাদান হ্রাস পাবে
iii. E উপাদান বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
দু’তরফা দাখিলা পদ্ধতির ধারণা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৩৩. লুকা প্যাসিওলি কোন দেশের গণিতবিদ ছিলেন? (জ্ঞান)
[ক] জার্মানের
[খ] ইংল্যান্ডের
[গ] যুক্তরাষ্ট্রের
✅ ইতালির

৩৪. লুকা প্যাসিওলি কত সালে দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন? (জ্ঞান)
✅ ১৪৯৪
[খ] ১৫৯৪
[গ] ১৬৯৪
[ঘ] ১৭৯৪

৩৫. হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি কোনটি? (জ্ঞান)
[ক] একতরফা দাখিলা পদ্ধতি
✅ দু’তরফা দাখিলা পদ্ধতি
[গ] লেনদেন চি‎ি‎হ্নতকরণ পদ্ধতি
[ঘ] আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি

৩৬. দু’তরফা দাখিলা পদ্ধতিকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলার কারণ কী? (জ্ঞান)
[ক] নিট আয়ের পরিমাণ জানা যায়
[খ] সম্পদ ও দায়ের সঠিক পরিমাণ জানা যায়
[গ] হিসাব বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়
✅ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়

৩৭. দু’তরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ পদ্ধতি। এর যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়
✅ প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট পক্ষ দুটিকে হিসাবভুক্ত করা হয়
[গ] প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব খাতকে সমান অঙ্কে লিপিবদ্ধ করা হয়
[ঘ] প্রতিটি লেনদেনের জন্য মাত্র দুটি হিসাব খাতকে লিপিবদ্ধ করা হয়

৩৮. নিচের কোনটি দু’তরফা দাখিলা হিসাব পদ্ধতির স্বরূপ প্রকাশ করে? (অনুধাবন)
[ক] দ্বিগুণ কাজের হিসাব পদ্ধতি
[খ] একটি আংশিক হিসাবরক্ষণ পদ্ধতি
✅ একটি স্বয়ংসম্পূর্ণ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি
[ঘ] প্রাচীন হিসাব পদ্ধতি

৩৯. দু’তরফা দাখিলা পদ্ধতিতে আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে কোন স্বত্বায় প্রকাশ করা হয়? (জ্ঞান)
[ক] একক স্বত্বায়
✅ দ্বৈত স্বত্বায়
[গ] ত্রি-স্বত্বায়
[ঘ] পঞ্চ-স্বত্বায়

৪০. হিসাবরক্ষক ব্যবসায় প্রতিষ্ঠানে দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণ করেন কেন? (অনুধাবন)
[ক] ভারসাম্য, সনাতন ও পূর্ণাঙ্গ পদ্ধতি বলে
[খ] নির্ভরযোগ্য, কৌশলগত ও নীতিগত পদ্ধতি বলে
[গ] কৌশলগত, ভারসাম্য ও পূর্ণাঙ্গ পদ্ধতি বলে
✅ নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি বলে

৪১. দু’তরফা দাখিলা হিসাব পদ্ধতি বলতে কী বোঝায়? (জ্ঞান)
[ক] দু’প্রস্থ হিসাবের বইতে দাখিলা
[খ] প্রতিটি হিসাবকে একবার লিপিবদ্ধকরণ
✅ একই হিসাব বইতে লেনদেনের দ্বৈতস্বত্বা লিপিবদ্ধকরণ
[ঘ] দুই তারিখের দুটি হিসাব একত্রে লিপিবদ্ধকরণ

৪২. দু’তরফা দাখিলা পদ্ধতি প্রতিটি লেনদেনকে কীভাবে প্রকাশ করে? (অনুধাবন)
[ক] একটি পক্ষকে লিপিবদ্ধ করে
✅ দুটি পক্ষকে সমান অঙ্কে লিপিবদ্ধ করে
[গ] দুটি পক্ষকে অসমান অঙ্কে লিপিবদ্ধ করে
[ঘ] দুটি পক্ষকে ভিন্ন তারিখে লিপিবদ্ধ করে

৪৩. দু’তরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট টাকার অঙ্ক এবং মোট ক্রেডিট টাকার অঙ্ক কী হয়? (জ্ঞান)
[ক] অধিকাংশ ক্ষেত্রে অসমান
[খ] অধিকাংশ ক্ষেত্রে সমান
✅ সর্বদা সমান
[ঘ] সর্বদা অসমান

৪৪. বছরের যেকোনো সময় মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকার সমান হয় কেন? (অনুধাবন)
[ক] ডেবিট ও ক্রেডিট সমান করার নিয়ম থাকায়
[খ] ডেবিট অঙ্ক কম হলে লাভ যোগ করে সমান করা হয়
[গ] ক্রেডিট অঙ্ক কম হলে ক্ষতি ধরে সমান করা হয়
✅ প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট সমান অঙ্কের থাকায়

৪৫. হিসাবরক্ষণের মূল ভিত্তি কী? (জ্ঞান)
[ক] জাবেদা
[খ] মিশ্র দাখিলা পদ্ধতি
✅ দু’তরফা দাখিলা পদ্ধতি
[ঘ] একতরফা দাখিলা পদ্ধতি

৪৬. লেনদেনের ডেবিট ও ক্রেডিট উভয়দিক লিপিবদ্ধ করা হয় কোন পদ্ধতিতে? (জ্ঞান)
[ক] এক তরফা দাখিলা পদ্ধতিতে
[খ] বিশেষ দাখিলা পদ্ধতিতে
[গ] মিশ্র দাখিলা পদ্ধতিতে
✅ দু’তরফা দাখিলা পদ্ধতিতে

৪৭. দু’তরফা দাখিলা পদ্ধতি কীভাবে পরিমাপযোগ্য হয়? (জ্ঞান)
[ক] ব্যাখ্যা আকারে
✅ আর্থিক মূল্যে
[গ] তারিখের ক্রমানুসারে
[ঘ] ছক আকারে

৪৮. সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] একতরফা দাখিলা পদ্ধতি
[খ] বিশেষ দাখিলা পদ্ধতি
✅ দু’তরফা দাখিলা পদ্ধতি
[ঘ] মিশ্র দাখিলা পদ্ধতি

৪৯. জনাব নাজিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ের সঠিক ফলাফল নির্ণয় করতে কোন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করবেন? (প্রয়োগ)
[ক] একতরফা দাখিলা পদ্ধতিতে
✅ দু’তরফা দাখিলা পদ্ধতিতে
[গ] বিশেষ হিসাব পদ্ধতিতে
[ঘ] বিশেষ দাখিলা পদ্ধতিতে

৫০. মি. সাদানের নিকট থেকে ৫০,০০০ টাকা পাওয়া গেল। এখানে সুবিধা প্রদানকারী পক্ষ কোনটি? (প্রয়োগ)
✅ মি. সাদান
[খ] ব্যবসায় প্রতিষ্ঠান
[গ] নগদান হিসাব
[ঘ] যে ব্যক্তি অর্থ পেল

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৫১. ব্যবসায় প্রতিষ্ঠানে দু’তরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত- (অনুধাবন)
i. হিসাব সংরক্ষণের নির্ভরযোগ্য পদ্ধতি হিসাবে
ii. হিসাব সংরক্ষণে বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসাবে
iii. হিসাব সংরক্ষণের স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২. দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী- (অনুধাবন)
i. প্রতিটি লেনদেনে দুই বা ততোধিক হিসাবখাত জড়িত থাকে
ii. প্রতিটি লেনদেনের হিসাবখাতসমূহের টাকার অঙ্ক এক হবে
iii. প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. দু’তরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসায়ের প্রতিটি লেনদেনই- (অনুধাবন)
i. একটি মাত্র পক্ষ থাকবে
ii. একটি সমপরিমাণ টাকার ক্রেডিট দাখিলা হবে
iii. একটি সমপরিমাণ টাকার ডেবিট দাখিলা হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. দু’তরফা দাখিলা পদ্ধতি প্রয়োজন হয়- (অনুধাবন)
i. ব্যবসায়ের সঠিক ফলাফল সংরক্ষণে
ii. ব্যবসায়ের হিসাব বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণে
iii. ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. প্রতিটি লেনদেনের ফলে- (অনুধাবন)
i. দুটি একমুখী ফলাফল সৃষ্টি হয়
ii. দুটি বিপরীতমুখী দাখিলার সৃষ্টি হয়
iii. দুটি সমান ফলাফলের সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৬ ও ৫৭নং প্রশ্নের উত্তর দাও:
দু’তরফা দাখিলা পদ্ধতিতে আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈতস্বত্বায় প্রকাশ করা হয়। ফলে একটি হিসাবখাতকে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট এবং অপর হিসাবখাতকে প্রদত্ত সুবিধার জন্য ক্রেডিট করা হয়। তাই যেকোনো নির্দিষ্ট সময়ে মোট ডেবিট অঙ্ক ও মোট ক্রেডিট অঙ্কের পরিমাণ সমান হয়।

৫৬. উল্লেখিত দাখিলা পদ্ধতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বলে বিবেচিত হয়? (প্রয়োগ)
✅ প্রতিটি লেনদেন দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল উৎপন্ন করে
[খ] লেনদেনের সুবিধা প্রদানকারী গ্রহীতা ও সুবিধা গ্রহণকারী দাতা
[গ] হিসাবে মোট ডেবিট অঙ্ক সর্বদা মোট ক্রেডিট অঙ্কের ছোট হবে
[ঘ] প্রতিটি লেনদেনে দুটি পক্ষ নাও থাকতে পারে

৫৭. উক্ত দাখিলা পদ্ধতি ব্যবহার করে- (উচ্চতর দক্ষতা)
i. মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিপূর্ণ হিসাব রাখা হয়
ii. কেবলমাত্র সম্পদ ও দায়ের আংশিক হিসাব রাখা হয়
iii. সকল সম্পদ ও দায়ের সুষ্ঠু হিসাব রাখা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব তৌফিক ২০১৫ সালের মার্চ মাসে ৫০,০০০ টাকা বিনিয়োগ করে কাপড়ের ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ের যাবতীয় লেনদেনের হিসাব সংরক্ষণে তিনি নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি ব্যবহার করেন।

৫৮. জনাব তৌফিক কোন পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন? (প্রয়োগ)
[ক] লেনদেন চি‎হ্নিতকরণ পদ্ধতি
[খ] বিশেষ হিসাব পদ্ধতি
[গ] একতরফা দাখিলা পদ্ধতি
✅ দু’তরফা দাখিলা পদ্ধতি

৫৯. জনাব তৌফিকের ব্যবহৃত পদ্ধতিতে- (উচ্চতর দক্ষতা)
i. প্রতিটি লেনদেনকে দ্বৈতস্বত্বায় প্রকাশ করা হয়
ii. শুধুমাত্র সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হয়
iii. যেকোনো সময় মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

দু’তরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৬০. প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ থাকে? (জ্ঞান)
[ক] দুইটি
✅ কমপক্ষে দুইটি
[গ] দুইটির অধিক নয়
[ঘ] তিনটির অধিক নয়

৬১. দু’তরফা দাখিলা পদ্ধতিতে সুবিধা গ্রহণকারী হিসাবকে কী বলা হয়? (জ্ঞান)
✅ ডেবিট
[খ] ক্রেডিট
[গ] দাতা
[ঘ] প্রদানকারী

৬২. দু’তরফা দাখিলা পদ্ধতিতে সুবিধা প্রদানকারী হিসাবকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] গ্রহণকারী
[খ] গ্রহীতা
[গ] ডেবিট
✅ ক্রেডিট

৬৩. দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি অনুযায়ী কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] সুবিধা গ্রহণকারী দাতা এবং সুবিধা প্রদানকারী গ্রহীতা
[খ] ডেবিট অঙ্ক কখনো ক্রেডিট অঙ্কের সমান হবে না
✅ সুবিধা গ্রহণকারী ডেবিট এবং সুবিধা প্রদানকারী ক্রেডিট হয়
[ঘ] লেনদেনে কখনো দুইয়ের অধিক পক্ষ থাকবে না

৬৪. দু’তরফা দাখিলা পদ্ধতিতে গ্রহীতা বলতে নিচের কোনটিকে বোঝায়? (অনুধাবন)
[ক] লেনদেনের সুবিধা প্রদানকারী পক্ষকে
✅ লেনদেনের সুবিধা গ্রহণকারী পক্ষকে
[গ] লেনদেনের সাথে জড়িত উভয় পক্ষকে
[ঘ] লেনদেনের সহযোগী কোনো পক্ষকে

৬৫. দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি নিচের কোনটি হবে? (অনুধাবন)
✅ সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাব ক্রেডিট হয়
[খ] মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা
[গ] ভুলত্রুটি ও জালিয়াতি চি‎ি‎হ্নত ও প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা
[ঘ] আর্থিক বিবরণীয় মাধ্যমে আর্থিক অবস্থা নিরূপণ করা

৬৬. ডেবিট বলতে কী বোঝায়? (অনুধাবন)
[ক] সুবিধা প্রদানকারী
[খ] হিসাবের আয়ের দিক
[গ] ঋণ প্রদানকারী
✅ সুবিধা গ্রহণকারী

৬৭. লেনদেনের দুইটি স্বত্বা কী কী? (জ্ঞান)
[ক] দেনাদার-পাওনাদার
[খ] মালিক-শ্রমিক
✅ ডেবিট-ক্রেডিট
[ঘ] মালিক-পাওনাদার

৬৮. “দুটি পক্ষ ব্যতীত লেনদেন হয় না”। লেনদেনের এই বৈশিষ্ট্যকে কী বলে? (জ্ঞান)
[ক] দাতা-গ্রহীতা
[খ] স্বয়ংসম্পূর্ণ
[গ] পরিপূর্ণতা
✅ দ্বৈতস্বত্তা

৬৯. রূপা জামা ক্রয়ের জন্য জবাকে ৩,০০০ টাকা দিলো। এখানে রূপার ভূমিকা কিরূপ? (প্রয়োগ)
[ক] সুবিধা গ্রহণকারী
✅ সুবিধা প্রদানকারী
[গ] স্বত্বাধিকারী
[ঘ] পাওনাদার

৭০. দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কী? (জ্ঞান)
✅ একপক্ষ সুবিধা পাবে, অন্য পক্ষ সুবিধা দিবে
[খ] উভয়পক্ষই সুবিধা পাবে
[গ] উভয়পক্ষই সুবিধা দেবে
[ঘ] সকল পক্ষই নিজ নিজ অবস্থানে থাকবে

৭১. নিচের কোনটি সুবিধা প্রদানকারী হিসাব? (অনুধাবন)
[ক] দেনাদার
✅ পাওনাদার
[গ] মালিক
[ঘ] শ্রমিক

৭২. সমান অঙ্কের আদান-প্রদান দু’তরফা দাখিলা পদ্ধতির কী? (জ্ঞান)
[ক] একটি প্রয়োজনীয়তা
[খ] একটি আদর্শ
✅ একটি বৈশিষ্ট্য
[ঘ] একটি সুবিধা

৭৩. হিসাবের দুই পাশ মিলে যায় কেন? (অনুধাবন)
[ক] জাবেদা প্রস্তুতের কারণে
[খ] খতিয়ান প্রস্তুতের কারণে
[গ] একপাশে ডেবিট অপর পাশে ক্রেডিট থাকার কারণে
✅ প্রতিটি লেনদেনে সমপরিমাণ ডেবিট ক্রেডিট থাকার কারণে

৭৪. লেনদেন-লিপিবদ্ধকরণের কোন দিকটি বিশ্লেষণ করা হয়? (জ্ঞান)
[ক] কেবলমাত্র একপক্ষ
[খ] কেবলমাত্র ডেবিট পক্ষ
[গ] কেবলমাত্র ক্রেডিট পক্ষ
✅ ডেবিট ও ক্রেডিট উভয়পক্ষ

৭৫. হিসাব সংরক্ষণের ক্ষেত্রে দু’তরফা দাখিলা পদ্ধতি হলো একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি। এর পক্ষে যুক্তি কোনটি হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] ব্যবসায় প্রতিষ্ঠান ও মালিক ভিন্ন স্বত্বার অধিকারী
✅ যাবতীয় বৈজ্ঞানিক সূত্রসমূহ প্রয়োগ করা যায়
[গ] একজন দাতা এবং একজন গ্রহীতা থাকে
[ঘ] প্রতিটি লেনদেনে ডেবিট ও ক্রেডিট অঙ্ক সমান থাকে

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৭৬. দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে একজন হিসাবরক্ষক লেনদেনগুলোকে দ্বৈতস্বত্বায় প্রকাশ করেন- (প্রয়োগ)
i. প্রতিটি লেনদেনকে অর্থের মূল্যে পরিমাপযোগ্য করে
ii. প্রতিটি লেনদেনকে আর্থিক মূল্যে পরিমাপযোগ্য করে
iii. ব্যবসায়ের ওপর প্রভাব বিস্তারকারী যেকোনো লেনদেনকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. সুবিধা গ্রহণকারী ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট। এটি হলো দু’তরফা দাখিলা পদ্ধতির- (অনুধাবন)
i. বৈশিষ্ট্য
ii. মূলনীতি
iii. উদ্দেশ্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো এতে- (অনুধাবন)
i. দাতা এবং গ্রহীতা দুটি পক্ষ থাকবে
ii. দাতার হিসাব ডেবিট এবং গ্রহীতার হিসাব ক্রেডিট হবে
iii. মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. দু’তরফা দাখিলা পদ্ধতি সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য প্রতিটি লেনদেনকে দ্বৈতস্বত্তায় যথাযথভাবে লিপিবদ্ধ করে। তাই এই পদ্ধতিতে- (উচ্চতর দক্ষতা)
i. প্রতিটি লেনদেনে সর্বদা দুটি হিসাবখাত জড়িত থাকে
ii. প্রতিটি ডেবিট অঙ্কের জন্য একটি সমপরিমাণ ক্রেডিট অঙ্ক থাকে
iii. প্রাপ্ত সুবিধার জন্য একটি হিসাবখাতকে ডেবিট এবং প্রদত্ত সুবিধার জন্য অপর হিসাবখাতকে ক্রেডিট করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করতে একজন হিসাবরক্ষক যে কাজ করেন তা হলো- (প্রয়োগ)
i. প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ নির্ণয়
ii. সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট
iii. প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা লিপিবদ্ধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. দু’তরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতিতে- (উচ্চতর দক্ষতা)
i. প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি হিসাব থাকে
ii. সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা প্রদানকারীকে ক্রেডিট করা হয়
iii. প্রতিটি লেনদেনে সুবিধা প্রদানকারী গ্রহীতা ও গ্রহণকারী দাতা হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দু’তরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই। এই পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. এই পদ্ধতি হিসাব সংরক্ষণের ক্ষেত্রে নির্ভরযোগ্য
ii. ছোট বড় সকল প্রতিষ্ঠানে এই পদ্ধতি ব্যবহার করা যায়
iii. এই পদ্ধতি অনুসরণ করতে প্রচুর শ্রম, সময় ও অর্থ প্রয়োজন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও:
লিয়াকত হোসেন একজন চাল ব্যবসায়ী। তিনি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তার ব্যবসায়ের যাবতীয় হিসাব সংরক্ষণ করেন। এ কারণে বছর শেষে তিনি তার ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন।

৮৩. লিয়াকত হোসেন প্রতিটি হিসাবের কী নির্ণয় করেন? (প্রয়োগ)
✅ ডেবিট-ক্রেডিট
[খ] দেনাদার-পাওনাদার
[গ] আয়-ব্যয়
[ঘ] লাভ-ক্ষতি

৮৪. লিয়াকত হোসেনের ব্যবহৃত পদ্ধতিটি- (উচ্চতর দক্ষতা)
i. হিসাববিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি
ii. প্রতিটি লেনদেনকে দ্বৈত স্বত্তায় প্রকাশ করে
iii. কেবলমাত্র ছোট প্রতিষ্ঠানে ব্যবহারযোগ্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

৮৫. পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণ পদ্ধতি কোনটি? (জ্ঞান)
[ক] একতরফা দাখিলা পদ্ধতি
[খ] মিশ্র দাখিলা পদ্ধতি
✅ দু’তরফা দাখিলা পদ্ধতি
[ঘ] সমন্বয় দাখিলা পদ্ধতি

৮৬. কোন ধরনের প্রতিষ্ঠানে দু’তরফা দাখিলা পদ্ধতি বেশ জনপ্রিয়? (জ্ঞান)
[ক] পারিবারিক প্রতিষ্ঠানে
[খ] একমালিকানা প্রতিষ্ঠানে
✅ বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে
[ঘ] যেকোনো ধরনের প্রতিষ্ঠানে

৮৭. দু’তরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন? (অনুধাবন)
[ক] হিসাব সংরক্ষণের সহজ পদ্ধতি বলে
[খ] হিসাব সংরক্ষণের জটিল এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে
[গ] হিসাব সংরক্ষণের সহজ এবং অসম্পূর্ণ পদ্ধতি বলে
✅ হিসাব সংরক্ষণের পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে

৮৮. দু’তরফা দাখিলা পদ্ধতিকে সহজে ব্যবহার করা যায় কেন? (অনুধাবন)
✅ এটি বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে
[খ] এটি ব্যবহারকারীর প্রয়োজনে পরিবর্তনযোগ্য
[গ] এটি নির্দিষ্ট কোনো নিয়মনীতি অনুসরণ করে না
[ঘ] এটি ব্যবহারকারীর ইচ্ছাকে হিসাব সংরক্ষণে প্রধান্য দেয়

৮৯. দু’তরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানতে কোনটি প্রয়োজন? (জ্ঞান)
[ক] দুটি দাখিলা প্রণয়ন
[খ] দাতা-গ্রহীতা নির্ণয় করা
✅ ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ করা
[ঘ] গাণিতিক শুদ্ধতা যাচাই করা

৯০. ব্যবসায়ের লাভ লোকসান নিরূপণ করা দু’তরফা দাখিলা পদ্ধতির কী? (জ্ঞান)
[ক] মূলনীতি
[খ] বৈশিষ্ট্য
✅ সুবিধা
[ঘ] নীতিমালা

৯১. লাভ-লোকসান নিরূপণ দু’তরফা দাখিলা পদ্ধতির কোনটির আওতাভুক্ত? (জ্ঞান)
[অগ্রগামী সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিলেট]
✅ সুবিধার
[খ] বৈশিষ্ট্যের
[গ] উদ্দেশ্যের
[ঘ] নীতিমালার

৯২. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে কোনটি প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] জাবেদা
[খ] খতিয়ান
✅ রেওয়ামিল
[ঘ] নগদান বই

৯৩. হিসাবের গাণিতিক নির্ভুলতা কীভাবে যাচাই করা যায়? (অনুধাবন)
[ক] নির্দিষ্ট তারিখের খতিয়ান প্রস্তুত করে
[খ] মাস শেষে রেওয়ামিল প্রস্তুত করে
✅ নির্দিষ্ট তারিখে রেওয়ামিল প্রস্তুত করে
[ঘ] নির্দিষ্ট সময় শেষে রেওয়ামিল প্রস্তুত করে

৯৪. আকবর হোসেন জুলাই মাসের ৩১ তারিখে তার হিসাব বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে চাইলেন। তিনি এ পর্যায়ে কোনটি প্রস্তুত করবেন? (প্রয়োগ)
[ক] জাবেদা বই
[খ] নগদান বই
[গ] খতিয়ান বই
✅ রেওয়ামিল

৯৫. কোনো নির্দিষ্ট তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলের মোট ডেবিট অঙ্ক ও মোট ক্রেডিট অঙ্ক সমান না হলে কোনটি বুঝতে হবে? (উচ্চতর দক্ষতা)
[ক] হিসাবরক্ষক তহবিল তছরূপ কাজে লিপ্ত আছে
✅ সংরক্ষিত হিসাবের কোথাও ভুল আছে
[গ] হিসাব সংরক্ষণ পদ্ধতি পরিবর্তন করা দরকার
[ঘ] হিসাবরক্ষক তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে

৯৬. গাণিতিক শুদ্ধতা যাচাই দু’তরফা দাখিলা পদ্ধতির কী প্রকাশ করে? (জ্ঞান)
[ক] বৈশিষ্ট্য
[খ] উদ্দেশ্য
✅ সুবিধা
[ঘ] প্রয়োজনীয়তা

৯৭. দু’তরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি কেন? (উচ্চতর দক্ষতা)
[ক] মূলধন ও মুনাফা উভয় জাতীয় হিসাব সংরক্ষণ করা হয়
[খ] প্রতিটি লেনদেনের জন্য একপক্ষকে ডেবিট ও অন্যপক্ষকে ক্রেডিট করা হয়
✅ রেওয়ামিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়
[ঘ] নির্দিষ্ট সময় শেষে ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণ করা যায়

৯৮. ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] এক তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা
✅ দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা
[গ] মিশ্র পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা
[ঘ] নির্দিষ্ট সময় অন্তর হিসাব বই যাচাই করা করা

৯৯. আর্থিক অবস্থা নিরূপণ দু’তরফা দাখিলা পদ্ধতির একটি কী? (জ্ঞান)
[ক] বৈশিষ্ট্য
[খ] মূলনীতি
✅ সুবিধা
[ঘ] প্রয়োজনীয়তা

১০০. আর্থিক অবস্থার বিবরণী কখন প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] দিনের শেষে
[খ] বছরের মাঝামাঝি
✅ নির্দিষ্ট তারিখে
[ঘ] প্রতি সপ্তাহে

১০১. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত হয় কোনটির প্রয়োজনে? (জ্ঞান)
[ক] লাভ-লোকসান নির্ণয়ের জন্য
[খ] হিসাবের নির্ভুলতা যাচাইয়ের জন্য
✅ প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য
[ঘ] দায়দেনার পরিমাণ নির্ণয়ের জন্য

১০২. কীভাবে প্রতিষ্ঠানের জালিয়াতি চি‎হ্নিত করে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যায়? (অনুধাবন)
[ক] একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে
✅ দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে
[গ] মিশ্র পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে
[ঘ] কর্মচারীদের দু’তরফা দাখিলা পদ্ধতিতে দক্ষ করে

১০৩. দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে কোনটি সহজেই প্রতিরোধ করা সম্ভব? (জ্ঞান)
[ক] ব্যয়
[খ] পাওনাদার
✅ ভুলত্রুটি ও জালিয়াতি
[ঘ] দায়

১০৪. কোন পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় সহজে নির্ণয় করা যায়? (জ্ঞান)
[ক] একতরফা দাখিলা পদ্ধতিতে
✅ দু’তরফা দাখিলা পদ্ধতিতে
[গ] হিসাব লিপিবদ্ধকরণ পদ্ধতিতে
[ঘ] হিসাব বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতিতে

১০৫. নিচের কোনটি দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা? (জ্ঞান)
[ক] দ্বৈতস্বত্বা
[খ] দাতা ও গ্রহীতা
✅ ব্যয় নিয়ন্ত্রণ
[ঘ] ডেবিট ও ক্রেডিট করা

১০৬. মোট দেনা-পাওনার পরিমাণ নির্ণয় করা দু’তরফা দাখিলা পদ্ধতির কী? (জ্ঞান)
[ক] একটি মূলনীতি
[খ] একটি বৈশিষ্ট্য
✅ একটি সুবিধা
[ঘ] একটি অসুবিধা

১০৭. কর কর্তৃপক্ষের নিকট ভ্যাট ও শুল্ক আদায়ে কোন পদ্ধতিতে রক্ষিত হিসাব গ্রহণযোগ্য? (জ্ঞান)
[ক] একতরফা দাখিলা পদ্ধতিতে
✅ দু’তরফা দাখিলা পদ্ধতিতে
[গ] বিশেষ হিসাব পদ্ধতিতে
[ঘ] রক্ষিত হিসাব পদ্ধতিতে

১০৮. কোন পদ্ধতি সর্বজনস্বীকৃত পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে? (জ্ঞান)
[ক] একতরফা দাখিলা পদ্ধতি
✅ দু’তরফা দাখিলা পদ্ধতি
[গ] সনাতন দাখিলা পদ্ধতি
[ঘ] মিশ্র দাখিলা পদ্ধতি

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১০৯. বড় পরিসরের ব্যবসায় প্রতিষ্ঠান দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে- (অনুধাবন)
i. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করতে পারে
ii. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারে
iii. মালিক অধিক মুনাফা পায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. ছোট বড় যে কোনো প্রতিষ্ঠানে দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে, কারণ- (অনুধাবন)
i. বিজ্ঞানসম্মত বলে এই পদ্ধতি ব্যবহার করা সহজ
ii. এই পদ্ধতিতে আয়কর, শুল্ক, ভ্যাট নির্ণয় করা সহজ
iii. অতিরিক্ত ব্যয় সহজেই নিয়ন্ত্রণ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১১. দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণের সুবিধা হলো- (অনুধাবন)
i. যেকোনো ঘটনার পরিপূর্ণ হিসাব সংরক্ষণ
ii. নির্দিষ্ট সময় শেষে নিট লাভ/নিট লোকসান নির্ণয়
iii. একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থা নিরূপণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১২. অমল বসু তার ব্যবসায়ের লাভ-ক্ষতি ও সম্পদ দায়ের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করতে প্রস্তুত করবেন- (প্রয়োগ)
i. বিশদ আয় বিবরণী
ii. আর্থিক অবস্থার বিবরণী
iii. লাভ-লোকসান বিবরণী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৩. দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে জানা যায়-- (অনুধাবন)
i. দেনাদারের পরিমাণ
ii. পাওনাদারের পরিমাণ
iii. সম্পত্তি ও দায়ের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

ডেবিট-ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলি

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১১৪. আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসাব কত প্রকার? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১১৫. ব্যয় হিসাবসমূহ ডেবিট ও আয় হিসাবসমূহ ক্রেডিট করা হয় কোন হিসাবে? (জ্ঞান)
[ক] ব্যক্তিবাচক
✅ সম্পত্তিবাচক
[গ] নামিক
[ঘ] মালিকানা স্বত্ব

১১৬. হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১১৭. কোনটি হিসাব সমীকরণের মূল উপাদান নয়? (জ্ঞান)
[ক] সম্পদ
[খ] দায়
✅ আয়
[ঘ] মালিকানা স্বত্ব

১১৮. ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা মোট কয় ধরনের হিসাব দেখতে পাই? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
[গ] চার
✅ পাঁচ

১১৯. সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব কিসের মূল উপাদান? (জ্ঞান)
[ক] হিসাব ধারণার
✅ হিসাব সমীকরণের
[গ] দু’তরফা দাখিলার
[ঘ] একতরফা দাখিলার

১২০. সম্পদ বৃদ্ধি পেলে কী হয়? (জ্ঞান)
✅ ডেবিট
[খ] ক্রেডিট
[গ] দাতা
[ঘ] গ্রহীতা

১২১. সম্পদের সাথে দায়ের কিরূপ সম্পর্ক? (জ্ঞান)
[ক] ঘনিষ্ঠ
✅ বিপরীত
[গ] নিবিড়
[ঘ] সম্পূরক

১২২. ব্যাংক ঋণ গ্রহণে ব্যবসায় কী বৃদ্ধি পাবে? (অনুধাবন)
[ক] স্বত্বাধিকার
[খ] মূলধন
[গ] চলতি দায়
✅ দীর্ঘমেয়াদি দায়

১২৩. মালিকানা স্বত্ব প্রতিষ্ঠানের জন্য কী? (জ্ঞান)
[ক] আয়
✅ দায়
[গ] সম্পদ
[ঘ] মুনাফা

১২৪. হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠানের স্বত্বা কীরূপ? (জ্ঞান)
[ক] এক
[খ] অভিন্ন
✅ আলাদা
[ঘ] বিপরীত

১২৫. মালিকানা স্বত্ব কেন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য দায় স্বরূপ? (অনুধাবন)
[ক] মালিকানা স্বত্ব মালিকের সম্পদ
[খ] মালিকানা স্বত্ব বহির্দায়ের অন্তর্ভুক্ত
✅ মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠান আলাদা স্বত্বা
[ঘ] মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠান একক স্বত্বা

SSC হিসাববিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৩

১২৬. নিচের কোন ঘটনাটি হাফিজ সাহেবের সম্পদ ও মালিকানা স্বত্বকে বৃদ্ধি করবে?
 (প্রয়োগ)
[ক] ব্যবসায়ের প্রয়োজনে ১০,০০০ টাকায় ব্যাংক ঋণ গ্রহণ করা হলো
✅ ব্যবসায়ের প্রয়োজনে মালিক কর্তৃক ১০,০০০ টাকা বিনিয়োগ
[গ] ব্যবসায়ের ব্যবহারের জন্য ধারে ৫,০০০ টাকায় আসবাবপত্র ক্রয়
[ঘ] কর্মচারী শাহিনকে বেতন বাবদ ৭,০০০ টাকা নগদ প্রদান

১২৭. নিচের কোনটির কারণে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে? (জ্ঞান)
[ক] ব্যবসায়িক পণ্য ক্রয় করলে
[খ] কর্মচারীর বেতন প্রদান করলে
✅ পণ্য বিক্রয় করলে
[ঘ] ব্যবসায়ের খরচ প্রদান করলে

১২৮. ‘চেকের মাধ্যমে বিজ্ঞাপন খরচ প্রদান’ এই লেনদেনটির ফলে কোনটির পরিবর্তন আসবে? (অনুধাবন)
[ক] ব্যয় ও আয়ের
[খ] মালিকানা স্বত্ব ও ব্যয়ের
✅ মালিকানা স্বত্ব ও সম্পত্তির
[ঘ] মালিকানা স্বত্ব ও দায়ের

১২৯. জনাব হিরন তার ব্যবসায়ের কর্মচারীদের নিজস্ব তহবিল হতে বেতন বাবদ ১০,০০০ টাকা প্রদান করলেন। এতে জনাব হিরনের মালিকানা স্বত্বের কী পরিবর্তন ঘটবে? (প্রয়োগ)
[ক] মালিকানা স্বত্ব অপরিবর্তিত থাকবে
[খ] মালিকানা স্বত্ব বাড়বে
[গ] মালিকানা স্বত্ব কমবে
✅ মালিকানা স্বত্ব বাড়বে ও কমবে

১৩০. প্রকৃতপক্ষে মুনাফা হচ্ছে আয়ের কোন অংশ? (অনুধাবন)
✅ ব্যয় অপেক্ষা অধিক
[খ] ব্যয় অপেক্ষা কম
[গ] ব্যয়ে সমপরিমাণ
[ঘ] ব্যয়কে উৎসাহিত করে

১৩১. মুনাফার একমাত্র দাবিদার কে? (জ্ঞান)
[ক] ব্যবসায় প্রতিষ্ঠান
✅ মালিক
[গ] ঋণদাতা
[ঘ] পাওনাদার

১৩২. প্রাপ্ত কমিশন ক্রেডিট হবে কেন? (অনুধাবন)
[ক] সম্পত্তি বৃদ্ধি পায়
[খ] দায় বৃদ্ধি পায়
✅ আয় বৃদ্ধি পায়
[ঘ] মালিকানা স্বত্ব হ্রাস পায়

১৩৩. ব্যবসায়ের ব্যয় মালিকানা স্বত্বের ওপর কিরূপ প্রভাব ফেলে? (অনুধাবন)
[ক] মালিকানা স্বত্বকে বাড়িয়ে দেয়
✅ মালিকানা স্বত্বকে কমিয়ে দেয়
[গ] মালিকানা স্বত্বকে অপরিবর্তন রাখে
[ঘ] মালিকানা স্বত্বকে দ্বিগুণ বৃদ্ধি করে

১৩৪. ব্যাংক চার্জ ধার্য করলে ডেবিট হবে কোনটি? (অনুধাবন)
[ক] ব্যাংক হিসাব
✅ ব্যাংক চার্জ হিসাব
[গ] নগদান হিসাব
[ঘ] ব্যাংক সুদ হিসাব

১৩৫. ধারে পণ্য ক্রয় করা হলে কোনটি বৃদ্ধি পায়? (অনুধাবন)
[ক] দেনাদারের পরিমাণ
✅ পাওনাদারের পরিমাণ
[গ] সম্পত্তি পরিমাণ
[ঘ] মালিকানা স্বত্বের পরিমাণ

১৩৬. মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠানের স্বত্বা আলাদা কোন নীতির কারণে? (জ্ঞান)
[ক] রক্ষণশীলতার নীতি
✅ ব্যবসায়িক স্বত্বানীতি
[গ] দ্বৈতস্বত্বার নীতি
[ঘ] হিসাবকাল ধারণার নীতি

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৩৭. সম্পত্তিবাচক হিসাবে- (অনুধাবন)
i. সম্পত্তি আসলে ডেবিট হয়
ii. সম্পত্তি ক্রয় করলে ডেবিট হয়
iii. সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৮. ‘জনাব করিম, জনাব জলিলের নিকট নগদে ১০,০০০ টাকার পণ্য বিক্রয় মালিকানা স্বত্ব, দায় এবং আয় এই তিন শ্রেণির হিসাবখাতের মিল রয়েছে- (অনুধাবন)
i. তিনটি হিসাবই বৃদ্ধি পেলে ক্রেডিট হয়
ii. তিনটি হিসাবই হ্রাস পেলে ডেবিট হয়
iii. যেকোনো লেনদেন হিসাব তিনটিকে একই সাথে প্রভাবিত করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৩৯. ব্যবসায়ের ব্যবহারের জন্য ধারে আসবাবপত্র ক্রয় করা হলে- (অনুধাবন)
i. ব্যবসায়ের মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
ii. ব্যবসায়ের দায় বৃদ্ধি পাবে
iii. ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪০. হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠান আলাদা স্বত্বা। তাই- (উচ্চতর দক্ষতা)
i. মালিকানা স্বত্ব ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য দায়
ii. দায়ের মতো মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়
iii. মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন মালিকানা স্বত্বকে হ্রাস করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪১. করলো।’- এই লেনদেনটি দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ হবে- (প্রয়োগ)
i. নগদান হিসাব ডেবিট
ii. দেনাদার (জলিল) হিসাব ডেবিট
iii. বিক্রয় হিসাব ক্রেডিট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪২ ও ১৪৩নং প্রশ্নের উত্তর দাও:
মি. মাসুদ ২০১৩ সালের শুরুতে ৫০,০০০ টাকা নগদ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। প্রতিষ্ঠানের জন্য ২০,০০০ টাকা নিয়ে একটি আসবাবপত্র ক্রয় করেন এবং বিজ্ঞাপন বাবদ ২,০০০ টাকা প্রদান করেন। তার ব্যক্তিগত প্রয়োজনে জানুয়ারি মাসের মাঝামাঝিতে ৫,০০০ টাকা পণ্য উত্তোলন করেন।

১৪২. উদ্দীপকের উল্লিখিত মি. মাসুদের প্রথম লেনদেনটির ফলে মালিকানা স্বত্বে কী প্রভাব পড়বে? (প্রয়োগ)
[ক] মালিকানা স্বত্ব হ্রাস পাবে ৫০,০০০ টাকা
[খ] নগদ অর্থ হ্রাস পাবে ৫০,০০০ টাকা
[গ] মালিকানা স্বত্ব অপরিবর্তিত থাকবে
✅ মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে ৫০,০০০ টাকা

১৪৩. মি. মাসুমদের ২,০০০ টাকার লেনদেনটি দ্বারা- (প্রয়োগ)
i. হিসাব সমীকরণের E উপাদান হ্রাস পাবে
ii. হিসাব সমীকরণের L উপাদান হ্রাস পাবে
iii. হিসাব সমীকরণের A উপাদান হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

দু’তরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৪৪. লেনদেন বিশ্লেষণ করে প্রথমে কোন বইতে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
✅ জাবেদা
[খ] খতিয়ান
[গ] নগদান
[ঘ] রেওয়ামিল

১৪৫. হিসাবের প্রাথমিক বই কোনটি? (জ্ঞান)
✅ জাবেদা
[খ] খতিয়ান
[গ] রেওয়ামিল
[ঘ] কার্যপত্র

১৪৬. জাবেদাকে প্রাথমিক বই বলা হয় কেন? (অনুধাবন)
✅ লেনদেনগুলোকে সর্বপ্রথম জাবেদায় লিখা হয়
[খ] জাবেদায় লেনদেনগুলো স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়
[গ] জাবেদাভুক্ত না করলে তেমন অসুবিধা হয় না
[ঘ] জাবেদা হিসাব চক্রের ঐচ্ছিক বই

১৪৭. জাবেদার কোন সুবিধাটি অন্য কোনো হিসাব বই থেকে ভোগ করা যায় না? (অনুধাবন)
[ক] লেনদেনগুলো স্থায়ীভাবে সংরক্ষণ
[খ] লেনদেনগুলোর গাণিতিক শুদ্ধতা যাচাই
[গ] লেনদেনগুলোর ফলাফল নির্ণয়
✅ লেনদেনগুলো সংঘটিত হওয়ার তথ্য সংগ্রহ

১৪৮. লেনদেনগুলোকে কীভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়? (অনুধাবন)
[ক] গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে
✅ ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে
[গ] আর্থিক মূল্য নিরূপণ করে মূল্যানুসারে
[ঘ] আর্থিক বিবরণীতে প্রভাব বিস্তারের ভিত্তিতে

১৪৯. ক্রয় জাবেদায় কোনটি লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] সকল ক্রয়
✅ ধারে ক্রয়
[গ] নগদ ক্রয়
[ঘ] আসবাবপত্র ক্রয়

১৫০. ধারে বিক্রয় কোন বইতে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] প্রকৃত জাবেদা
[খ] বিক্রয় ফেরত জাবেদা
✅ বিক্রয় জাবেদা
[ঘ] জাবেদা

১৫১. বর্ণা এন্টারপ্রাইজ সাতক্ষীরা এলাকার রহিমা ট্রেডার্সের নিকট ২০০ টাকা দরে ৫০ কেজি চাল বিক্রি করে কিন্তু নিম্নমানের জন্য রহিমা ট্রেডার্স ১৪ কেজি চাল ফেরত পাঠায়। বর্ণা এন্টারপ্রাইজের হিসাবরক্ষক প্রতিষ্ঠানের বিক্রয় ফেরত জাবেদায় কত টাকা লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] ২,৪০০ টাকা
✅ ২,৮০০ টাকা
[গ] ২,৯০০ টাকা
[ঘ] ৩,০০০ টাকা

১৫২. নির্মুল ঘোষ দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেন। তিনি বিক্রয় ফেরত বইতে কী লিপিবদ্ধ করেন? (প্রয়োগ)
[ক] ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন
[খ] ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন
[গ] ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন
✅ ধারে বিক্রিত পণ্যের ফেরত সংক্রান্ত লেনদেন

১৫৩. নগদ বিক্রয় কোন বইতে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] জাবেদায়
[খ] বিক্রয় জাবেদায়
[গ] প্রকৃত জাবেদায়
✅ নগদ প্রাপ্তি জাবেদায়

১৫৪. মি. অপি জামিলের নিকট ২০,০০০ টাকা ধান বিক্রয় বাবদ নগদ অর্থ প্রাপ্তি লাভ করেন। নির্ভরযোগ্য পদ্ধতিতে মি. অপি এই লেনদেনটি কোথায় লিপিবদ্ধ করবেন? (প্রয়োগ)
[ক] নগদ প্রদান জাবেদায়
[খ] প্রকৃত জাবেদায়
✅ নগদ প্রাপ্তি জাবেদায়
[ঘ] বিক্রয় জাবেদায়

১৫৫. নিয়ন এন্টারপ্রাইজ থেকে সিফাত ১০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। এ প্রেক্ষিতে সিফাত নিয়ন এন্টারপ্রাইজকে ১০,০০০ টাকা নগদ প্রদান করেন। দু’তরফা দাখিলা পদ্ধতিতে নিয়ন এন্টারপ্রাইজ এ লেনদেনটি কোথায় লিপিবদ্ধ করবে? (প্রয়োগ)
✅ নগদ প্রাপ্তি জাবেদায়
[খ] নগদ প্রদান জাবেদায়
[গ] ক্রয় জাবেদায়
[ঘ] প্রকৃত জাবেদায়

১৫৬. প্রাথমিক বইতে অলিপিবদ্ধকৃত লেনদেন কোথায় লিপিবদ্ধ হবে? (জ্ঞান)
✅ প্রকৃত জাবেদায়
[খ] সাধারণ জাবেদায়
[গ] সমন্বয় জাবেদায়
[ঘ] নগদ প্রদান জাবেদায়

১৫৭. জনাব শাহাদাত তার ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব কার্য সম্পাদনে অন্যান্য জাবেদা বইয়ের পাশাপাশি একটি প্রকৃত জাবেদা বই সংরক্ষণ করেন। উক্ত বই সংরক্ষণ করার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
[ক] বৃহৎ অঙ্কের লেনদেনগুলো আলাদাভাবে লিপিবদ্ধ করা
[খ] বিশেষ প্রকৃতির লেনদেনগুলো আলাদাভাবে লিপিবদ্ধ করা
✅ অন্য প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না এরূপ লেনদেন লিপিবদ্ধ করা
[ঘ] অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় এরূপ লেনদেন লিপিবদ্ধ করা

১৫৮. পাওনাদার জয়ের হিসাব হতে সুনির্দিষ্ট পরিমাণ নগদ ১৫,০০০ টাকা খবির-এর হিসাবে স্থানান্তর করা হলো। এর জন্য কোন বই সংরক্ষণ করা প্রয়োজন? (প্রয়োগ)
[ক] নগদান বই
✅ প্রকৃত জাবেদা
[গ] ক্রয় বই
[ঘ] বিক্রয় বই

১৫৯. দেনাদারের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে? (প্রয়োগ)
[ক] ক্রয় বই
[খ] বিক্রয় বই
[গ] দেনাদার বই
✅ প্রকৃত জাবেদা বই

১৬০. বছরের শেষে মজুদ পণ্যের পরিমাণ ২০,০০০ টাকা। এটি কোন বইতে হিসাবভুক্ত করতে হবে? (প্রয়োগ)
[ক] ক্রয় বই
✅ প্রকৃত জাবেদা
[গ] বিক্রয় বই
[ঘ] ক্রয় ফেরত বই

১৬১. মার্চ মাসে কর্মীদের বেতন বকেয়া রইল ২,৫০০ টাকা। এ লেনদেনটি কোথায় লিপিবদ্ধ করতে হবে? (প্রয়োগ)
[ক] ক্রয় বইতে
[খ] বিক্রয় বইতে
[গ] নগদান বই
✅ প্রকৃত জাবেদায়

১৬২. দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রধানত কয় ধরনের হিসাবের বই রাখা হয়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] আট

১৬৩. হিসাবের কোন বইতে প্রতিটি লেনদেনকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়? (জ্ঞান)
[ক] প্রকৃত জাবেদা
✅ খতিয়ান
[গ] সমাপনী দাখিলা
[ঘ] সমন্বয় দাখিলা

১৬৪. খতিয়ানে লেনদেনগুলো কীভাবে লিপিবদ্ধ করা থাকে? (অনুধাবন)
✅ আলাদা আলাদাভাবে উপযুক্ত শিরোনামে
[খ] স্থায়ীভাবে সকল লেনদেন একটি শিরোনামে
[গ] অস্থায়ীভাবে একক শিরোনামে
[ঘ] অস্থায়ীভাবে উপযুক্ত শিরোনামে

১৬৫. খতিয়ান হিসাবে স্থানান্তর করা হয় কোনটি? (অনুধাবন)
[ক] ব্যবসায় প্রতিষ্ঠানের সকল ঘটনা
[খ] ব্যবসায় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ লেনদেন
[গ] জাবেদায় লিপিবদ্ধকৃত বিশেষ লেনদেন
✅ জাবেদায় লিপিবদ্ধকৃত সকল লেনদেন

১৬৬. খতিয়ানকে হিসাবের পাকা বই হিসেবে অভিহিত করা হয় কেন? (অনুধাবন)
[ক] খতিয়ানে লেনদেনগুলো অস্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়
✅ খতিয়ানে লেনদেনগুলো সংক্ষিপ্ত আকারে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়
[গ] খতিয়ানে লেনদেনগুলো বিশদাকারে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়
[ঘ] খতিয়ানে লেনদেনগুলো প্রাথমিকভাবে বিশদাকারে সংরক্ষণ করা হয়

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৬৭. হিসাবের প্রাথমিক বই হলো- (প্রয়োগ)
i. ক্রয় জাবেদা
ii. বিক্রয় জাবেদা
iii. নগদান হিসাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬৮. দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করলে একজন হিসাবরক্ষক ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করবেন- (প্রয়োগ)
i. আসাদের নিকট হতে ৫,০০০ টাকার পণ্য ক্রয়
ii. ধারে পণ্য ক্রয় ২,০০০ টাকা
iii. আসলামের নিকট হতে ধারে আসবাবপত্র ক্রয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

হিসাব চক্র

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

১৬৯. চলমান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে? (জ্ঞান)
[ক] এক মাস
[খ] এক বছর
[গ] নির্দিষ্ট কাল
✅ অনন্তকাল

১৭০. হিসাববিজ্ঞানের কোন ধারণায় ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল চলার কথা বলা হয়েছে? (জ্ঞান)
[ক] আধুনিক ধারণায়
[খ] প্রাচীন ধারণায়
[গ] সনাতন ধারণায়
✅ চলমান ধারণায়

১৭১. হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কী বলে? (জ্ঞান)
✅ হিসাব চক্র
[খ] বৈজ্ঞানিক প্রক্রিয়া
[গ] প্রকৃত জাবেদা
[ঘ] আধুনিক পদ্ধতি

১৭২. হিসাব চক্রের ধাপগুলো আবর্তিত হয় কীভাবে? (জ্ঞান)
[ক] সমান্তরালভাবে
✅ ধারাবাহিকভাবে
[গ] প্রয়োজন অনুসারে
[ঘ] সুবিধাজনকভাবে

১৭৩. হিসাব চক্রের প্রতিটি ধাপ কীভাবে আবর্তিত হয়? (অনুধাবন)
[ক] বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ভাবে
[খ] ধারাবাহিকতা রক্ষা না করে
✅ নির্দিষ্ট সময় অন্তর ধারাবাহিকভাবে
[ঘ] একটি ধাপ দ্বিতীয় বার নাও আসতে পারে

১৭৪. হিসাবকালের সাথে পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে কোনটি? (জ্ঞান)
[ক] হিসাবখাত
[খ] হিসাবের ধারণা
[গ] হিসাব সমীকরণ
✅ হিসাবচক্র

১৭৫. প্রতিটি হিসাবকালে হিসাব চক্রের ধাপগুলো কীভাবে পরিচালিত হয়? (অনুধাবন)
[ক] এক এক বছর এক এক ধারায়
✅ প্রতি বছর একই ধারাবাহিকতায়
[গ] প্রতি বছরের লেনদেনের ওপর ভিত্তি করে
[ঘ] ব্যবসায়ের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে

১৭৬. হিসাব চক্রের ধাপ কয়টি? (জ্ঞান)
[ক] চার
[খ] পাঁচ
[গ] আট
✅ দশ

১৭৭. হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি? (জ্ঞান)
✅ লেনদেন শনাক্তকরণ
[খ] জাবেদাভুক্তকরণ
[গ] সমন্বয় দাখিলা
[ঘ] কার্যপত্র প্রস্তুতকরণ

১৭৮. হিসাব চক্রের কোন ধাপে সংশ্লিষ্ট হিসাবখাতগুলো চি‎হ্নিত করা হয়? (জ্ঞান)
[ক] প্রথম ধাপে
✅ দ্বিতীয় ধাপে
[গ] পঞ্চম ধাপে
[ঘ] শেষ ধাপে

১৭৯. কোনটির সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] জাবেদা
✅ খতিয়ান
[গ] নগদান বই
[ঘ] সমন্বয় দাখিলা

১৮০. প্রতিটি হিসাবের জের/উদ্বৃত্ত নির্ণয় করার জন্য কোন কাজ করা হয়? (অনুধাবন)
✅ প্রতিটি হিসাবখাতের জন্য আলাদা খতিয়ান তৈরি
[খ] সম্পর্কযুক্ত হিসাবখাতের জন্য একটি খতিয়ান তৈরি
[গ] প্রতিটি তারিখের জন্য আলাদা খতিয়ান তৈরি
[ঘ] প্রতিটি লেনদেনের জন্য আলাদা খতিয়ান তৈরি

১৮১. রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ? (জ্ঞান)
[ক] ৩য়
[খ] ৪র্থ
✅ ৫ম
[ঘ] ৬ষ্ঠ

১৮২. প্রাপ্য আয়, বকেয়া খরচ ইত্যাদি দফাগুলোর জন্য কোন দাখিলা দিতে হয়? (জ্ঞান)
[ক] প্রারম্ভিক দাখিলা
✅ সমন্বয় দাখিলা
[গ] সমাপনী দাখিলা
[ঘ] জাবেদা দাখিলা

১৮৩. ডড়ৎশ ংযবব: কী? (জ্ঞান)
✅ কার্যপত্র
[খ] আর্থিক বিবরণী
[গ] আয়-ব্যয় হিসাব
[ঘ] লেনদেন বিশ্লেষণ

১৮৪. হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক কাজ হিসেবে প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] লেনদেন বিশ্লেষণ
[খ] সমাপনী দাখিলা
[গ] রেওয়ামিল প্রস্তুতকরণ
✅ কার্যপত্র প্রস্তুত

১৮৫. কার্যপত্র প্রস্তুত করার উদ্দেশ্য কোনটি? (অনুধাবন)
[ক] রেওয়ামিল প্রস্তুতকরণ সহজতর করা
[খ] ব্যবসায়ের আয় ও ব্যয় হিসাব বন্ধ করা
[গ] সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের জের স্থানান্তর করা
✅ আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করা

১৮৬. সাইফুল ইসলাম ইচ্ছে করেই হিসাব চক্রের একটি ধাপ বাদ দিয়ে তার বাৎসরিক হিসাব সংরক্ষণ কাজ সম্পাদন করে ব্যবসায়ের সঠিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করলেন। তিনি কোন ধাপটি বাদ দিয়ে হিসাব সংরক্ষণ কার্য সম্পাদন করেছেন? (উচ্চতর দক্ষতা)
[ক] জাবেদাভুক্তকরণ
[খ] নগদানভুক্তকরণ
✅ কার্যপত্র প্রস্তুত
[ঘ] আর্থিক বিবরণী প্রস্তুত

১৮৭. হিসাবকাল শেষে আনোয়ার হোসেন হিসাব চক্রের থেকে ছয়টি ধাপ যথাযথভাবে সম্পাদন করার পর ঐচ্ছিক কাজ হিসেবে একটি কার্যপত্র প্রস্তুত করলেন। এই কার্যপত্রটি তাকে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে কীভাবে সাহায্যে করবে? (উচ্চতর দক্ষতা)
[ক] সঠিকভাবে সমাপনী দাখিলা দিতে
[খ] নির্ভুলভাবে লাভ/ক্ষতি নির্ণয় করতে
[গ] সম্পদ ও দায়ের জের পরবর্তী বৎসরে স্থানান্তর করতে
✅ সহজে আর্থিক বিবরণী প্রস্তুত করতে

১৮৮. ঐচ্ছিক কাজ হিসাবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়। হিসাবচক্রের কোন ধাপে? (অনুধাবন)
[ক] প্রথম
[খ] ষষ্ঠ
✅ সপ্তম
[ঘ] দশম

১৮৯. আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে কোনটি করা যায়? (অনুধাবন)
[ক] ব্যবসায়িক লেনদেনগুলো পরিপূর্ণরূপে সংরক্ষণ
[খ] নির্দিষ্ট তারিখের গাণিতিক শুদ্ধতা যাচাই
[গ] ব্যবসায়ের লাভ-ক্ষতি নিরূপণ
✅ ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ

১৯০. হিসাব চক্রের কত নম্বর ধাপে লাভক্ষতি নির্ণয় করা হয়? (জ্ঞান)
[ক] পঞ্চম
✅ অষ্টম
[গ] তৃতীয়
[ঘ] শেষ ধাপে

১৯১. কারবারের মুনাফা জাতীয় আয়-ব্যয় বন্ধ করার জন্য কোনটি প্রয়োজন হয়? (জ্ঞান)
[ক] জাবেদাভুক্তকরণ
[খ] সমন্বয় দাখিলা
✅ সমাপনী দাখিলা
[ঘ] প্রারম্ভিক জাবেদা

১৯২. এক বছরের আয়-ব্যয় পরবর্তী বছরে যায় না। এ কারণে হিসাব ব্যবস্থায় কোন দাখিলা প্রয়োজন হয়? (অনুধাবন)
[ক] প্রারম্ভিক জাবেদা
[খ] সমন্বয় দাখিলা
✅ সমাপনী দাখিলা
[ঘ] হিসাব পরবর্তী রেওয়ামিল

১৯৩. ব্যবসায়ের আয়, ব্যয় ও উত্তোলন হিসাবকে কীভাবে বন্ধ করা হয়? (অনুধাবন)
[ক] হিসাব পরবর্তী রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে
✅ সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে
[গ] সমন্বয় দাখিলা প্রদানের মাধ্যমে
[ঘ] প্রকৃত জাবেদার লিপিবদ্ধকরণের মাধ্যমে

১৯৪. জনাব মিল্টন তার হিসাব কার্যে দু’তরফা দাখিলা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করেন। হিসাবকাল শেষে তিনি আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করেছেন। এখন তিনি কোন ধাপটি সম্পাদন করবেন? (প্রয়োগ)
[ক] গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে রেওয়ামিল প্রস্তুতকরণ
✅ মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাব বন্ধের জন্য সমাপনী দাখিলা
[গ] অবশিষ্ট জের পরবর্তী বৎসরে নিতে প্রারম্ভিক জাবেদা
[ঘ] অসমন্বয়কৃত দফাগুলো সমন্বয়ের জন্য সমাপনী দাখিলা

১৯৫. মুনাফা জাতীয় আয় ব্যয়ের জের ও উত্তোলন হিসাব বন্ধকরণে কোনটি প্রয়োজন? (অনুধাবন) [চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]
[ক] প্রারম্ভিক দাখিলা
[খ] সংশোধনী জাবেদা
✅ সমাপনী দাখিলা
[ঘ] সমন্বয় দাখিলা

১৯৬. হিসাবচক্রের নবম ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] আয় বিবরণী
✅ সমাপনী দাখিলা
[গ] জাবেদা প্রস্তুতকরণ
[ঘ] কার্যপত্র প্রস্তুত

১৯৭. সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের জেরকে পরবর্তী বছরে হিসাবভুক্ত করতে কোন জাবেদা প্রয়োজন হয়? (জ্ঞান)
[ক] প্রকৃত জাবেদা
[খ] সমন্বয় জাবেদা
[গ] সমাপনী দাখিলা
✅ প্রারম্ভিক জাবেদা

১৯৮. কোনটির মাধ্যমে হিসাবকালের ধারাবাহিকতা রক্ষা করা হয়? (জ্ঞান)
[ক] সমন্বয় দাখিলা
[খ] কার্যপত্র প্রস্তুত
[গ] সমাপনী দাখিলা
✅ প্রারম্ভিক জাবেদা

১৯৯. অমল ঘোষ তার ব্যবসায়ের যাবতীয় হিসাব সংরক্ষণে দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেন। হিসাবকাল শেষে তিনি কেন প্রারম্ভিক জাবেদা দাখিলা দেওয়ার প্রয়োজনবোধ করবেন? (উচ্চতর দক্ষতা)
[ক] হিসাবচক্রের ধাপ অনুসরণ করতে
✅ পরবর্তী হিসাবকালের যাত্রা শুরু করতে
[গ] হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে
[ঘ] বর্তমান হিসাবকালের আর্থিক অবস্থা জানতে

২০০. হিসাব চক্রের ধাপগুলো অনুসরণ করে হিসাবরক্ষককে ব্যবসায়ের পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করতে হয়। এরূপ ধারাবাহিকতা রক্ষার যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ চলমান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল চলবে
[খ] চলমান ধারণা অনুযায়ী ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম নির্দিষ্টকাল চলবে
[গ] চলমান ধারণা অনুযায়ী ব্যবসায়ের কার্যবলি ধারাবাহিকতা রক্ষা করে
[ঘ] চলমান ধারণা অনুযায়ী হিসাব চক্র ব্যবহার করা সুবিধাজনক

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২০১. হিসাব চক্রের চতুর্থ ধাপে- (অনুধাবন)
i. লেনদেনগুলো জাবেদাভুক্ত করা হয়
ii. লেনদেনগুলো আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়
iii. লেনদেনগুলোর প্রতিটি হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০২. হিসাব চক্রের পঞ্চম ধাপে- (অনুধাবন)
i. রেওয়ামিল প্রস্তুত করা হয়
ii. লেনদেন নির্ভুলভাবে জাবেদাভুক্ত করা হয়েছে কিনা যাচাই করা হয়
iii. লেনদেন লিপিবদ্ধকরণের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৩. সমন্বয় দাখিলা প্রদান করা হয়- (অনুধাবন)
i. প্রাপ্য আয় সমন্বয় করতে
ii. অনুপার্জিত আয় সমন্বয় করতে
iii. অগ্রিম খরচ সমন্বয় করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৪. বৎসরান্তে বন্ধ করতে হয়- (অনুধাবন)
i. মুনাফা জাতীয় আয় হিসাব
ii. মুনাফা জাতীয় ব্যয় হিসাব
iii. উত্তোলন হিসাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৫. হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত হয়- (অনুধাবন)
i. সম্পদের জের নিয়ে
ii. দায়ের জের নিয়ে
iii. মালিকানা স্বত্বের জের নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৬. জাকির হোসেন হিসাবচক্রের সবগুলো ধাপ যথাযথভাবে অনুসরণ করতে চান এজন্য নবম ধাপে তিনি সমাপনী দাখিলা দিবেন- (প্রয়োগ)
i. মুনাফা জাতীয় আয়গুলোর জের বন্ধ করতে
ii. মুনাফা জাতীয় ব্যয়গুলোর জের বন্ধ করতে
iii. উত্তোলন হিসাব বন্ধ করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৭ ও ২০৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মিল্টন একজন দক্ষ হিসাবরক্ষক। তিনি হিসাব কার্য সম্পাদনে দু’তরফা দাখিলা পদ্ধতির যাবতীয় রীতিনীতি অনুসরণ করেন। হিসাবচক্রের ধাপসমূহ ধারাবাহিকভাবে সম্পাদন করে তিনি তার হিসাব কার্য পরিচালনা করেন। তাই তিনি দাখিলা পদ্ধতির বিভিন্ন সুবিধা ভোগ করতে পারেন।

২০৭. কোন দাখিলা দেয়ার মাধ্যমে জনাব মিল্টন মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের জের চলতি বছর শেষে বন্ধ করে দিবেন? (প্রয়োগ)
[ক] প্রারম্ভিক দাখিলা
✅ সমাপনী দাখিলা
[গ] জাবেদা দাখিলা
[ঘ] সমন্বয় দাখিলা

২০৮. জনাব মিল্টনের অনুসরণকৃত পদ্ধতির সুবিধা হলো- (উচ্চতর দক্ষতা)
i. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করে
ii. আয় ও ব্যয় নিয়ন্ত্রণ করে
iii. সঠিক কর নির্ধারণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০৯ ও ২১০নং প্রশ্নের উত্তর দাও:
নির্মল ঘোষ তার ব্যবসায়ের হিসাব সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের জাবেদা বই সংরক্ষণ করেন। দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে তিনি উক্ত হিসাব বইসমূহ ব্যবসায়ের লেনদেনগুলো লিপিবদ্ধ করেন এবং নির্দিষ্ট সময়ান্তে ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা নিরূপণ করেন। হিসাবচক্রের ধারাবাহিকতা রক্ষা করে তিনি পূর্ববর্তী এবং পরবর্তী হিসাবকালের মধ্যে সেতু বন্ধন রচনা করেন।

২০৯. চলতি বছরের হিসাবকাল শেষে সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের জের কোন দাখিলা প্রদান করে নির্মল ঘোষকে পরবর্তী বছরে স্থানান্তর করতে হয়? (প্রয়োগ)
✅ প্রারম্ভিক জাবেদা
[খ] সমন্বয় দাখিলা
[গ] সমাপনী দাখিলা
[ঘ] বিশেষ দাখিলা

২১০. নির্মল ঘোষকে বিগত হিসাবকাল শেষে প্রস্তুতকৃত আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত সকল সম্পদকে ডেবিট ও সকল দায়সমূহকে ক্রেডিট করে পরবর্তী হিসাবকালের যাত্রা শুরু করার মাধ্যমে- (উচ্চতর দক্ষতা)
i. পূর্ববর্তী বছরের হিসাব দেখে পরবর্তী বছরের হিসাব লিখে থাকেন
ii. পরবর্তী বছরের হিসাব সংরক্ষণে ভুল হওয়ার সম্ভাবনাকে হ্রাস করে থাকেন
iii. পূর্ববর্তী এবং পরবর্তী হিসাবকালের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে থাকেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২১১. হিসাব চক্রের ধাপগুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে কেন? (উচ্চতর দক্ষতা)
✅ ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে এ ধারণার জন্য
[খ] প্রতিটি হিসাবকাল শেষে যেন সুষ্ঠু ও সুন্দরভাবে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা যায়
[গ] প্রারম্ভিক ও সমাপনী দাখিলা মিল করার জন্য
[ঘ] সম্পত্তি ও দায় সঠিকভাবে জানার জন্য

২১২. হিসাব চক্রের বিভিন্ন ধাপগুলো পূর্ববর্তী এবং পরবর্তী বছরের মধ্যে কোনটি রক্ষা করে? (অনুধাবন)
✅ ধারাবাহিকতা
[খ] বিপরীত অবস্থা
[গ] সীমারেখা
[ঘ] অবস্থান সম্পর্ক

২১৩. হিসাবের ধারাবাহিকতা রক্ষার মাধ্যম কোনটি? (অনুধাবন)
[ক] সংশোধনী দাখিলা
[খ] বিপরীত দাখিলা
[গ] সমাপনী দাখিলা
✅ প্রারম্ভিক দাখিলা

২১৪. হিসাব চক্রের নিয়মানুযায়ী পরবর্তী হিসাবকালের যাত্রা শুরু হয় কীভাবে? (অনুধাবন)
✅ সকল সম্পত্তিকে ডেবিট ও সকল দায়কে ক্রেডিট দেখিয়ে
[খ] সকল সম্পত্তিকে ক্রেডিট ও সকল দায়কে ডেবিট দেখিয়ে
[গ] এক হিসাবকালের সম্পত্তি ও দায় পরবর্তী হিসাবে স্থানান্তর না করে
[ঘ] সকল হিসাবের জের বন্ধ করে

২১৫. হিসাব চক্রের ধারাবাহিকতা রক্ষা করা একজন হিসাবরক্ষকের জন্য কোন বিষয়টি জরুরি? (উচ্চতর দক্ষতা)
[ক] হিসাবচক্রের জ্ঞান থাকা
[খ] সকল আয়-ব্যয় জাতীয় হিসাব বন্ধ করা
[গ] আর্থিক বিবরণীর ফলাফল জানা
✅ হিসাব পরবর্তী রেওয়ামিল এবং প্রারম্ভিক জাবেদা দাখিলা প্রদান করা

২১৬. পরবর্তী বছরের প্রারম্ভিক উদ্বৃত্ত হিসাবের দফাসমূহ কোনটি? (জ্ঞান)
[ক] দেনাদার-পাওনাদারসমূহ
✅ দায়-সম্পত্তিসমূহ
[গ] সম্পত্তি-ব্যয়সমূহ
[ঘ] দায়-ব্যয়সমূহ

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২১৭. প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান- (অনুধাবন)
i. একই ধারাবাহিকতায় হিসাব সংরক্ষণ করে
ii. নতুন বছরে নতুন করে হিসাব লেখা শুরু করে
iii. হিসাবকাল শেষে সমস্ত হিসাব ন্ধ করে দেয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৮. চলমান ধারণার নীতি অনুসারে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। তাই- (উচ্চতর দক্ষতা)
i. চলতি হিসাবকাল শেষে নতুনভাবে হিসা লেখা শুরু করতে হয়
ii. পূর্ববর্তী ও পরবর্তী হিসাবকালের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করতে হয়
iii. চলতি বছরের মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের জের পরবর্তী বছরে স্থানান্তর করতে হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১৯. চলতি বছরে প্রারম্ভিক জের হিসেবে দেখানো হয়- (অনুধাবন)
i. বিগত বছরের সম্পদের জের
ii. বিগত বছরের দায়ের জের
iii. বিগত বছরের ব্যয়ের জের

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

একতরফা দাখিলা পদ্ধতি

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২২০. একতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার কোথায় পরিলক্ষিত হয়? (জ্ঞান)
[ক] বড় বড় প্রতিষ্ঠানে
[খ] অব্যবসায়ী প্রতিষ্ঠানে
✅ ছোট আয়তনের প্রতিষ্ঠানে
[ঘ] পাবলিক লিমিটেড কোম্পানিতে

২২১. ছোট আয়তনের ব্যবসায় প্রতিষ্ঠানে দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যবহৃত না হওয়ার কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
✅ এই পদ্ধতির নানা নিয়ম, কৌশল অনুসরণ প্রচুর অর্থ ও সময় প্রয়োজন
[খ] এই পদ্ধতিতে ছোট আয়তনের ব্যবসার হিসাব সংরক্ষণ করা অসম্ভব
[গ] ছোট আয়তনের ব্যবসায়ের লাভ-লোকসান নির্ণয় করতে হয় না
[ঘ] ছোট আয়তনের ব্যবসায়ের আর্থিক অবস্থা নিরূপণে হিসাব রাখতে হয় না

২২২. কোনটি অবৈজ্ঞানিক পদ্ধতি? (জ্ঞান)
✅ একতরফা দাখিলা পদ্ধতি
[খ] দু’তরফা দাখিলা পদ্ধতি
[গ] হিসাব সমীকরণ পদ্ধতি
[ঘ] বিশদ আয় বিবরণী

২২৩. একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় কেন? (অনুধাবন)
[ক] প্রতিটি লেনদেনের একটি পক্ষকে হিসাবভুক্ত করায়
[খ] প্রতিটি লেনদেনের দুটি পক্ষকে হিসাবভুক্ত করায়
[গ] কোনো লেনদেনের কোনো পক্ষকেই লিপিবদ্ধ না করায়
✅ কোনো নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ না করায়

২২৪. একতরফা দাখিলা পদ্ধতি একটি অপূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি। কারণ একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি গুরুত্ব দেয়া হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] শুধুমাত্র নামিক হিসাব সংরক্ষণে
✅ শুধুমাত্র সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণে
[গ] শুধুমাত্র লাভ লোকসান নির্ণয়ে
[ঘ] শুধুমাত্র আর্থিক অবস্থা নিরূপণে

২২৫. কোন হিসাব সংরক্ষণের প্রতি একতরফা দাখিলা পদ্ধতি গুরুত্ব দেয় না? (জ্ঞান)
[ক] সম্পদ হিসাব
[খ] দায় হিসাব
[গ] সম্পদ ও দায় হিসাব
✅ আয় ও ব্যয় হিসাব

২২৬. একতরফা দাখিলা পদ্ধতিতে কিসের হিসাব সংরক্ষণ করা হয়? (জ্ঞান)
[ক] আয় হিসাব
[খ] ব্যয় হিসাব
✅ সম্পদ হিসাব
[ঘ] নামিক হিসাব

২২৭. ব্যবসায়ের প্রারম্ভিক সম্পদ নির্ণয়ের জন্য সঠিক সূত্র কোনটি? (অনুধাবন)
[ক] প্রারম্ভিক সম্পদ = প্রারম্ভিক মূলধন - প্রারম্ভিক মোট দায়
[খ] প্রারম্ভিক সম্পদ = সমাপনী দায় - প্রারম্ভিক দায়
✅ প্রারম্ভিক সম্পদ = প্রারম্ভিক মূলধন + প্রারম্ভিক দায়
[ঘ] প্রারম্ভিক সম্পদ = সমাপনী মূলধন - প্রারম্ভিক মূলধন

২২৮. রহমান সাহেব একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন। তিনি তার সমাপনী মূলধন জানতে কোন কাজ করবেন? (প্রয়োগ)
[ক] সমাপনী মোট দায় থেকে সমাপনী মোট সম্পদ বাদ দিবেন
✅ সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিবেন
[গ] সমাপনী মোট সম্পদের সাথে সমাপনী মোট দায় যোগ দিবেন
[ঘ] সমাপনী মোট সম্পদ থেকে লাভ বাদ দিবেন

২২৯. মিসেস শাহেলা খাতুনের সমাপনী মোট সম্পদ ১,১০,০০০ টাকা এবং সমাপনী মোট দায় ৪৫,০০০ টাকা। তার সমাপনী মূলধন কত? (প্রয়োগ)
[ক] ১,৫৫,০০০ টাকা
[খ] ৪৫,০০০ টাকা
[গ] ৯০,০০০ টাকা
✅ ৬৫,০০০ টাকা

২৩০. আকবর আলী সমাপনী মূলধন ৯৫,০০০ টাকা এবং সমাপনী মোট দায় ৪৫,০০০ টাকা। তার সমাপনী মোট সম্পদ কত? (প্রয়োগ)
✅ ১,৪০,০০০ টাকা
[খ] ৪৫,০০০ টাকা
[গ] ৫০,০০০ টাকা
[ঘ] ১,০০,০০০ টাকা

SSC হিসাববিজ্ঞান MCQ 💝 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:

২৩১. একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা যায়- (অনুধাবন)
i. ছোট আয়তনের ব্যবসায় প্রতিষ্ঠানে
ii. যেসব প্রতিষ্ঠানের লেনদেনের সংখ্যা কম
iii. যেসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক ধারাবাহিকতা ও স্থায়ীত্ব নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩২. সিরাজুল ইসলাম তার ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করেন এবং কোনোরূপ অসুবিধার সম্মুখীন না হয়েই দীর্ঘদিন ধরে তিনি হিসাব কার্য পরিচালনা করছেন। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. তিনি হিসাববিজ্ঞানের তাত্তি¡ক ও ব্যবহারিক বিষয়ে অত্যন্ত দক্ষ
ii. তার ব্যবসায় প্রতিষ্ঠানের আয়তন অনেক ছোট
iii. তার ব্যবসায় প্রতিষ্ঠানে স্বল্পসংখ্যক লেনদেন সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৩. একতরফা দাখিলা পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষ, কোনো লেনদেনের দুটি পক্ষ আবার কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। তাই একতরফা দাখিলা পদ্ধতি- (উচ্চতর দক্ষতা)
i. একটি অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি
ii. একটি অপূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি
iii. একটি ব্যবহার অযোগ্য হিসাব পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩৪. একতরফা দাখিলা পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ কারণ এখানে- (অনুধাবন)
i. প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট হিসাব লিপিবদ্ধ করা হয় না
ii. হিসাব সংরক্ষণের কোনো সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয় না
iii. প্রতিষ্ঠানের লাভ বা লোকসান সঠিকভাবে নিরূপণ করতে সমস্যা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৫. একতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার ও প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত সীমিত। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. এটি একটি ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, অবৈজ্ঞানিক পদ্ধতি
ii. এই পদ্ধতিতে সর্বজনবিধিত নীতিমালা অনুসরণ করা হয় না
iii. যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানে এই পদ্ধতি ব্যবহারের বৈধতা নেই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৬. একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ-ক্ষতি নির্ণয়ে ব্যবহৃত সূত্র হলো- (অনুধাবন)
i. প্রারম্ভিক মূলধন = প্রারম্ভিক মোট সম্পদ - প্রারম্ভিক মোট দায়
ii. সমাপনী মূলধন = সমাপনী মোট সম্পদ - সমাপনী মোট দায়
iii. লাভ/ক্ষতি = {(সমাপনী মূলধন + উত্তোলন) -
(প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন।)

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩৭. প্রতিটি লেনদেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একই সঙ্গে কয়টি পরিবর্তন ঘটায়?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

২৩৮. সাবর্জনীন স্বীকৃত পদ্ধতি কোনটি?
[ক] একতরফা দাখিলা
[খ] বিশেষ দাখিলা
✅ দুতরফা দাখিলা
[ঘ] বিকল্প দাখিলা

২৩৯. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কয়টি?
✅ ৫টি
[খ] ৬টি
[গ] ৭টি
[ঘ] ৮টি

২৪০. দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রথম কোন শহরে হিসাব রাখা শুরু হয়?
[ক] আমেরিকার ওয়াশিংটনে
✅ ইতালির ভেনিসে
[গ] জাপানের ওসাকায়
[ঘ] ফ্রান্সের প্যারিসে

২৪১. লেনদেনের দ্বৈতসত্বা বলতে কী বোঝায়?
[ক] একটি পক্ষ বা হিসাব
[খ] দুই বার হিসাব লেখা
[গ] একই পক্ষ দুই বার লেখা
✅ দুটি পক্ষ বা হিসাব

২৪২. ‘মোট ডেবিট সর্বদাই মোট ক্রেডিটের সমান’- এটি দু’তরফা দাখিলা পদ্ধতির কী?
[ক] ভিত্তি
[খ] সুবিধা
✅ বৈশিষ্ট্য
[ঘ] অনুমতি শর্ত

২৪৩. দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি?
✅ সমান অঙ্কের টাকার আদান-প্রদান
[খ] প্রতিটি লেনদেন দুইবার দাখিলা
[গ] প্রতিষ্ঠান ও মালিক একই পক্ষ
[ঘ] প্রতিটি লেনদেনে কমপক্ষে একটি পক্ষ থাকবে

২৪৪. দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাবরক্ষণের সুবিধা কী?
[ক] এর ফলে আয় বেশি হয়
[খ] এর ফলে ব্যয় কম হয়
✅ এর ফলে সুষ্ঠু হিসাব রাখা যায়
[ঘ] এর ফলে বাজেট প্রণয়ন করা যায়

২৪৫. নিচের কোনটি দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা?
[ক] দুটি পক্ষ
✅ পূর্ণাঙ্গ হিসাব
[গ] নিশ্চিত ফলাফল
[ঘ] বিজ্ঞানের ব্যবহার

২৪৬. দেনা-পাওনা জানা দু’তরফা দাখিলা পদ্ধতির কী?
[ক] উদ্দেশ্য
✅ সুবিধা
[গ] বৈশিষ্ট্য
[ঘ] নীতিমালা

২৪৭. সঠিক কর নির্ধারণ দু’তরফা দাখিলা পদ্ধতির কী?
✅ সুবিধা
[খ] উদ্দেশ্য
[গ] বৈশিষ্ট্য
[ঘ] লক্ষ্য

২৪৮. কোনটি বৃদ্ধি পেলে ডেবিট হবে?
[ক] দায়
[খ] মালিকানা স্বত্ব
[গ] আয়
✅ ব্যয় ও সম্পদ

২৪৯. ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কী নামে অভিহিত করা হয়?
✅ হিসাব চক্র
[খ] খতিয়ান
[গ] জাবেদা
[ঘ] আর্থিক অবস্থার বিবরণী

২৫০. হিসাব চক্রে রেওয়ামিল প্রস্তুতের কাজকে কী বলে?
[ক] স্থানান্তরকরণ
✅ সংক্ষিপ্তকরণ
[গ] লিপিবদ্ধকরণ
[ঘ] বিবরণী প্রস্তুতকরণ

২৫১. হিসাবচক্রের কোন ধাপে ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ করা হয়?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ

২৫২. আয়তনে ছোট ও লেনদেনের সংখ্যা কম এমন ব্যবসায় প্রতিষ্ঠানে কোন ধরনের হিসাবরক্ষণ পদ্ধতি পরিলক্ষিত হয়?
[ক] দু’তরফা দাখিলা পদ্ধতি
[খ] হিসাবের সমাপ্তি পদ্ধতি
✅ একতরফা দাখিলা পদ্ধতি
[ঘ] দ্বৈতস্বত্বা রক্ষা পদ্ধতি

২৫৩. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হিসাব পদ্ধতি কোনটি?
[ক] বহুঘরা পদ্ধতি
[খ] বিশেষ দাখিলা পদ্ধতি
[গ] সমীকরণ পদ্ধতি
✅ একতরফা দাখিলা পদ্ধতি

২৫৪. প্রতিটি লেনদেনের সমপরিমাণ ডেবিট ও ক্রেডিট লিখলে লেনদেনের কোনটি জানা যায়?
✅ পূর্ণাঙ্গ হিসাব
[খ] সঠিক কারণ
[গ] উৎস
[ঘ] তাৎপর্য

২৫৫. কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা?
[ক] আয় বৃদ্ধি
[খ] বাজেট প্রণয়ন
✅ আর্থিক অবস্থা নিরূপণ
[ঘ] ডেবিট ক্রেডিট নির্ণয়

২৫৬. হিসাবরক্ষণে লেনদেনসমূহ কয়টি পর্যায়ে সংরক্ষণ করা হয়?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

২৫৭. ধারে পণ্য ক্রয়সংক্রান্ত লেনদেন কোথায় লিপিবদ্ধ হয়?
✅ ক্রয় জাবেদায়
[খ] বিক্রয় জাবেদায়
[গ] ক্রয় ফেরত জাবেদা
[ঘ] বিক্রয় ফেরত জাবেদায়

২৫৮. স্বপন একজন খুচরা ব্যবসায়ী। তিনি রতনের নিকট থেকে ১০,০০০ টাকার চাল ক্রয় করে ৩,০০০ টাকার চেক প্রদান করে। পূর্ণাঙ্গ পদ্ধতিতে মি. স্বপন কোথায় ও কত টাকায় লিপিবদ্ধ করবেন?
[ক] বিক্রয় জাবেদাতে ১০,০০০ টাকা
✅ ক্রয় জাবেদাতে ৭,০০০ টাকা
[গ] বিক্রয় ফেরত জাবেদাতে ৭,০০০ টাকা
[ঘ] ক্রয় ফেরত জাবেদাতে ১০,০০০ টাকা

২৫৯. দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন। কারণ এ পদ্ধতিতে-
i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হয়
ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়
iii. এতে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬০. হিসাব চক্রের তৃতীয় ধাপে-
i. লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ করা হয়
ii. লেনদেনগুলো হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয়
iii. লেনদেনগুলো তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬১. হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত-
i. চি‎হ্নিতকরণ
ii. লিপিবদ্ধকরণ
iii. যাচাই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬২. প্রতিটি লেনদেন প্রভাবিত করে-
i. দুটি হিসাবখাতকে
ii. হিসাব সমীকরণকে
iii. আর্থিক অবস্থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৩. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন, কারণ এ পদ্ধতিতে-
i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব
ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়
iii. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৪. দেনাদার হিসাবকে ক্রেডিট করার ফলে-
i. ব্যবসায়ে সম্পদ হ্রাস পায়
ii. পাওনা আদায় হয়
iii. দায় পরিশোধ হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৫. ডেবিট করার ক্ষেত্র হলো-
i. সম্পদ বৃদ্ধি
ii. মালিকানাস্বত্ব হ্রাস
iii. আয় হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৬ ও ২৬৭ নং প্রশ্নের উত্তর দাও:
মি. রহিম একজন পাইকারি ব্যবসায়ী। তিনি খুচরা ব্যবসায়ী মি. শরেিফর নিকট ৫,০০০ টাকার পণ্য বাকিতে বিক্রয় করলেন । তারা উভয়ই দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন।

২৬৬. কোন যুক্তিতে মি. রহিম-এর হিসাবের বইতে মি. শরীফের হিসাব ডেবিট করা যায়? যেহেতু-
✅ মি. শরীফ সুবিধা গ্রহীতা
[খ] মি. শরীফ বাকিতে পণ্য ক্রয় করেছে
[গ] মি. শরীফ সুবিধাদাতা
[ঘ] মি. শরীফ উক্ত লেনদেনের একটি পক্ষ

২৬৭. মি. শরীফ তার হিসাবের বইতে উক্ত লেনদেনটি কীভাবে লিপিবদ্ধ করবেন?
[ক] ক্রয় হিসাব ডেবিট, মি. রহিম হিসাব ক্রেডিট
[খ] ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
[গ] মি. শরীফ হিসাব ডেবিট ,মি. রহিম হিসাব ক্রেডিট
✅ মি. শরীফ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৮ ও ২৬৯ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মাসুদ একজন ব্যবসায়ী। তিনি ২০১৪ইং ১ জানুয়ারি ২০,০০০ টাকা মূলধন বাবদ আনয়ন করেন। জানুয়ারি ৫ তারিখে ধারে মাল বিক্রয় করেন ৩,০০০ টাকা এবং নগদে মাল ক্রয় করেন ৪,০০০ টাকা, বেতন বাবদ ২,০০০ টাকা প্রদান করেন।

২৬৮. জানুয়ারি ৫ তারিখে জনাব মাসুদের নগদ উদ্বৃত্তের পরিমাণ কত?
[ক] ১২,০০০ টাকা
[খ] ১৭,০০০ টাকা
✅ ১৪,০০০ টাকা
[ঘ] ২৪,০০০ টাকা

২৬৯. উদ্দীপকের আলোকে দেনাদারের টাকার পরিমাণ কত?
[ক] ২০,০০০ টাকা
✅ ৩,০০০ টাকা
[গ] ৪,০০০ টাকা
[ঘ] ২,০০০ টাকা
Post a Comment (0)
Previous Post Next Post