SSC ব্যবসায় উদ্যোগ (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৩ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ব্যবসায় উদ্যোগ
তৃতীয় অধ্যায়

Class 9-10 Business Entrepreneur Guide and SSC Exam Preparation
Bebsai Uddog mcq Chapter-03
Business Entrepreneur
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে-
[ক] ৬ লক্ষ
[খ] ১৬ লক্ষ
✅ ২৬ লক্ষ
[ঘ] ৩৬ লক্ষ

২. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়-
i. সঠিক পণ্য
ii. মুনাফার নিশ্চয়তা
iii. পণ্যের চাহিদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
এসএসসি পাস শিখা কম্পিউটারে পারদর্শী। বাড়িতে সে কয়েকটি মেয়েকে কম্পিউটার শেখায়। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তার ইচ্ছা কম্পিউটারে আরও প্রশিক্ষণ গ্রহণ করা যাতে সে এ ক্ষেত্রটিকে কর্মসংস্থানের উপায় হিসেবে গ্রহণ করতে পারে।

৩. নিচের কোন সংস্থা থেকে শিখা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে?
[ক] বিআরডিবি
[খ] বিআইএম
[গ] বিআইবিএম
✅ নট্রামস

৪. উদ্দীপকে বর্ণিত কাজটিকে ভবিষ্যতে শিখার কর্মসংস্থানের উপায় হিসেবে গ্রহণ করার যৌক্তিক কারণ কোনটি?
[ক] সামাজিক অবস্থান ভালো
✅ বাজার চাহিদা ভালো
[গ] শিক্ষার্থীদের অনুরোধ
[ঘ] কম্পিউটারে অধিক পারদর্শী হওয়া

৫. ব্যবসায়ের সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?
[ক] প্রাথমিক মূলধন
✅ সঠিক পণ্য নির্বাচন
[গ] পণ্যের চাহিদা নির্ধারণ
[ঘ] সঠিক কর্মী নির্বাচন

৬. আত্মকর্মসংস্থানের উৎসাহ সৃষ্টিতে করণীয় কী?
[ক] বড় কাজের মূল্যায়ন করে
[খ] শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে
[গ] সকলকে ব্যাংকে ঋণের সুযোগ দিয়ে
✅ সফল উদ্যোক্তাদেরকে এলাকায় আমন্ত্রণ জানিয়ে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
সুমী গরিব পরিবারের মেয়ে। এইচ.এস.সি পাস করার পর কিছুদিন প্রশিক্ষণ গ্রহণ করে তার নিজ এলাকায় একটি বিউটি পার্লার স্থাপন করেন। বর্তমানে তাদের পরিবারটি সচ্ছলতা ফিরে এসেছে।

৭. সুমীর কাজটি কোন ধরনের?
[ক] কুটিরশিল্প
✅ আত্মকর্মসংস্থান
[গ] শখের কাজ
[ঘ] বিনোদন শিল্প

৮. সুমীর সফলতার কারণ-
i. দুরদর্শিতা
ii. দরিদ্রতা
iii. দক্ষতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

ভূমিকা

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯. বাংলাদেশ কোন ধরনের দেশ? (জ্ঞান)
[ক] উন্নত
[খ] স্বল্প উন্নত
[গ] অনুন্নত
✅ উন্নয়নশীল

১০. আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর হিসাব মতে ২০১২ সালের ১৬ জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা কত? (জ্ঞান)
[ক] ১৪,৭২,৯৭,৩৬৪ জন
[খ] ১৪,৯৭,৭২,৩৬৪ জন
✅ ১৫,২৫,১৮,০১৫ জন
[ঘ] ১৫,৭২,৯৭,৩৬৪ জন

১১. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ লোক গ্রামে বাস করে? (জ্ঞান)
[ক] ৫০
[খ] ৬০
[গ] ৭০
✅ ৮০

১২. অর্থনৈতিক রিভিউ ২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান শতকরা কতভাগ? (জ্ঞান)
[ক] ১০
✅ ২০
[গ] ৩০
[ঘ] ৪০

১৩. বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীর জন্য কোনটি প্রয়োজন? (অনুধাবন)
[ক] মজুরিভিত্তিক চাকরি
[খ] বেতনভিত্তিক মজুরি
[গ] বিদেশ গমন
✅ আত্মকর্মসংস্থান

১৪. মি. মশিউল আলম একজন অর্থ উপদেষ্টা। দেশের বেকারত্ব রোধে কোন দিকটির প্রতি তার সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা উচিত? (জ্ঞান)
[ক] সরকারি চাকরি
[খ] বেসরকারি চাকরি
✅ আত্মকর্মসংস্থান
[ঘ] বেকার ভাতা

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৫. বাংলাদেশের মোট জনসংখ্যার - (অনুধাবন)
i. প্রায় ৬০ ভাগ মানুষ শহরে থাকে
ii. এক তৃতীয়াংশ হচ্ছে যুবক-যুবতী
iii. একটা বিরাট অংশ কর্মহীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. বাংলাদেশের অর্থনীতিতে- (অনুধাবন)
i. কৃষিখাতের অবদান ২০%
ii. সেবাখাতের অবদান সবচেয়ে বেশি
iii. শিল্পখাতের তুলনায় সেবাখাতের অবদান বেশি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও :
বাংলাদেশ নিম্ন মাথাপিছু আয়ের একটি উন্নয়নশীল দেশ। দেশে যে হারে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার চেয়ে অনেক কম হারে চাকরির সুযোগ বাড়ছে। দেশের বৃহত্তর যুব সমাজ চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।

১৭. বিশাল বেকার জনগোষ্ঠীর বেকারত্ব দূর করার সঠিক উপায় কোনটি হতে পারে? (প্রয়োগ)
[ক] ব্যবসায়
[খ] বেতনভিত্তিক চাকরি
✅ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা
[ঘ] সরকারি পদক্ষেপ

১৮. দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অসম্ভব যদি বৃহত্তর যুব সমাজ- (উচ্চতর দক্ষতা)
i. চাকরির পিছনে ছোটে
ii. অধিক ভূমি ব্যবহার করে
iii. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও iii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

আত্মকর্মসংস্থানের ধারণা

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৯. কৃষি অফিসারের পরামর্শে ফিরোজপুরের ভান্ডারিয়ায় হাফিজুর রহমান কিসের চাষ শুরু করেন? (জ্ঞান)
[ক] আলুর
[খ] শিমের
✅ করলার
[ঘ] কলার

২০. হাফিজুর রহমান অর্ধেক জমিতে কোন প্রজাতির হাইব্রিড করলা চাষ করেছেন? (জ্ঞান)
[ক] ময়না
✅ টিয়া
[গ] দোয়েল
[ঘ] বুলবুলি

২১. হাফিজুর রহমান করলার পাশাপাশি নানা সবজি আবাদ করে বেকারত্ব ঘুচিয়ে এখন স্বাবলম্বী। তার সাফল্য দেখে কারা উদ্বুদ্ধ হবে বলে মনে করা হয়? (প্রয়োগ)
[ক] কৃষকরা
[খ] ব্যবসায়ীরা
✅ বেকার যুবকরা
[ঘ] ছাত্রছাত্রীরা

২২. পতিত জমি চাষের মাধ্যমে দেশের কোনটি বৃদ্ধি পায়? (উচ্চতর দক্ষতা)
[ক] পুঁজি
[খ] শিল্প
[গ] জমি
✅ উৎপাদন

২৩. জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে কোনটি জনপ্রিয় পেশা? (অনুধাবন)
[ক] ব্যবসায়
[খ] চাকরি
✅ আত্মকর্মসংস্থান
[ঘ] বিদেশ গমন

২৪. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত? (অনুধাবন)
[ক] চাকরি
[খ] শিক্ষকতা
[গ] ডাক্তারি
✅ এপিকালচার

২৫. কার সাথে আত্মকর্মস্থানের সম্পর্ক খুব নিবিড়? (জ্ঞান)
[ক] ব্যবসায়ের সাথে
✅ ব্যবসায় উদ্যোগের
[গ] চাকরির
[ঘ] মজুরিভিত্তিক শ্রমের

২৬. কোনো ব্যক্তি যখন নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা করেন এবং এ লক্ষ্যে প্রতিষ্ঠান গড়ে তোলেন তখন তাকে কী বলা হয়? (অনুধাবন)
[ক] চিন্তাবিদ
[খ] অর্থনীতিবিদ
✅ উদ্যোক্তা
[ঘ] গবেষক

২৭. সমাজের লোকজনের কর্মসংস্থানের কথা চিন্তা করেন কে? (জ্ঞান)
ক আত্মকর্মসংস্থানকারী
[খ] ব্যবসায়ী
[গ] বিনিয়োগকারী
✅ উদ্যোক্তা

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮. আত্ম প্রচেষ্টায় জীবিকা অর্জনে প্রয়োজন- (অনুধাবন)
i. নিজস্ব জ্ঞান ও দক্ষতা
ii. ঋণ করা পর্যাপ্ত সম্পদ
iii. ন্যূনতম পুঁজি গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯. আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত হলো- (অনুধাবন)
i. টেলিভিশন মেরামত
ii. হাঁস-মুরগি পালন
iii. বিভিন্ন খুচরা বিক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও :
মনির একজন বেকার যুবক। তিনি সরকারি চাকরির চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে ১,৫০,০০০ টাকা পুঁজি নিয়ে কম্পিউটার কম্পোজের দোকান দিলেন। প্রথম দিকে ব্যবসায়ে লোকসান ও নানা সমস্যা দেখা দিলেও পরবর্তীতে তার ব্যবসায় বেশ ভালোই চলতে লাগল।

৩০. মনির তার বেকারত্ব দূর করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কীভাবে? (প্রয়োগ)
[ক] চাকরির মাধ্যমে
[খ] শেয়ার ব্যবসা করে
✅ আত্মকর্মসংস্থানের মাধ্যমে
[ঘ] সাহায্যের মাধ্যমে

৩১. মনির সন্তুষ্ট, কারণ- (উচ্চতর দক্ষতা)
i. তিনি স্বাধীনভাবে উপার্জন করতে পারছেন
ii. তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপার্জন করছেন
iii. তিনি নিজের দক্ষতা ব্যবহারের সুযোগ পাচ্ছেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও :
চাকরি না পেয়ে শিক্ষিত যুবক আরিফ নিজেদের পুকুরে মৎস্য চাষ শুরু করেন। এখন ৫টি পুকুর লিজ নিয়ে মৎস্য চাষ করছেন। প্রচুর অর্থের মালিকও হয়েছেন।

৩২. আরিফের কর্মসংস্থানকে কী বলা হয়? (প্রয়োগ)
✅ আত্মকর্মসংস্থান
[খ] চাকরি
[গ] সেবা
[ঘ] ব্যবসায়

৩৩. আরিফ তার কাজের মাধ্যমে সমাজের জন্য কী উপকার করছেন?
(উচ্চতর দক্ষতা)
[ক] বেকার সমস্যা দূরীকরণ
[খ] নিরক্ষরতা দূর
✅ পুষ্টি যোগানো
[ঘ] রাস্তা উন্নয়ন

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
মি. রহিমের পৈতৃক নিবাস টাঙ্গাইলের মির্জাপুরে। তার গ্রামের প্রায় ঘরেই তাঁত আছে। তিনি স্বল্প পুঁজি নিয়ে সুতার ব্যবসায় শুরু করেন। নারায়ণগঞ্জের বিভিন্ন মহাজনের নিকট থেকে তিনি সুতা সংগ্রহ করেন। এ সময় স্থানীয় নিজে কাঁধে সুতা বহন করে বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করেন।

৩৪. মি. রহিমের কর্মসংস্থানের জন্য সহায়তা করেছে কোনটি? (প্রয়োগ)
[ক] অনেক পুঁজি
✅ কঠোর পরিশ্রম
[গ] মহৎ উদ্দেশ্য
[ঘ] উচ্চাকাঙ্ক্ষা

৩৫. মি. রহিমের চূড়ান্ত সাফল্য লাভের জন্য করণীয় হলো- (উচ্চতর দক্ষতা)
i. তাঁতিদের ন্যায্যমূল্যে সুতা সরবরাহ করতে হবে
ii. সততার সাথে ব্যবসায় করতে হবে
iii. অধিক মূলধন বিনিয়োগ করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৬. আতিক এম এ পাস করার পর চাকরি না পেয়ে হতাশায় ভোগার একপর্যায়ে তার বন্ধুর পরামর্শে মৎস্য চাষ করে আত্মনির্ভরশীলতা অর্জন করেছেন। এখানে কোনটির গুরুত্ব বোঝানো হয়েছে? (প্রয়োগ)
[ক] ব্যবসায়ের
✅ আত্মকর্মসংস্থানের
[গ] শিক্ষার
[ঘ] চাকরির

৩৭. কর্মসংস্থানের প্রধান উৎস কয়টি? (জ্ঞান)
✅ ২টি
[খ] ৪টি
[গ] ৬টি
[ঘ] ৮টি

৩৮. রুহিন ও মুহিন দুই ভাই। রুহিন ব্যবসায় করে এবং মুহিন সরকারি চাকরি করে জীবিকা নির্বাহ করে। রুহিন ও মুহিনের পেশাকে একত্রে কী বলে? (প্রয়োগ)
[ক] আত্মকর্মসংস্থান
✅ কর্মসংস্থান
[গ] ব্যবসায়
[ঘ] চাকরি

৩৯. কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে বৃদ্ধি পায় না কোনটি? (জ্ঞান)
[ক] জনসংখ্যা
✅ কর্মসংস্থান
[গ] অর্থ
[ঘ] শ্রম

৪০. কোন পেশায় আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম? (অনুধাবন)
✅ আত্মকর্মসংস্থানে
[খ] চাকরির
[গ] ব্যবসায়ের
[ঘ] অন্যান্য পেশায়

৪১. আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কী? (জ্ঞান)
[ক] অর্থ
[খ] যোগ্যতা
✅ দক্ষতা
[ঘ] আকর্ষণীয় ব্যক্তিত্ব

৪২. কোনটি স্বাধীন পেশা হিসেবে স্বীকৃত? (জ্ঞান)
[ক] সরকারি চাকরি
[খ] বেসরকারি চাকরি
✅ আত্মকর্মসংস্থান
[ঘ] বহুজাতিক কোম্পানির চাকরি

৪৩. জগদীশ চন্দ্র একজন সফল উদ্যোক্তা। তিনি সমাজ ও দেশের জন্য কোনটি করেন? (অনুধাবন)
[ক] বৈদেশিক মুদ্রা অর্জন
✅ অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত
[গ] রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন
[ঘ] নগরায়নে ভূমিকা পালন

৪৪. বাংলাদেশের মৌসুমি বেকার সমস্যা সমাধানে কোনটি ভূমিকা রাখতে পারে? (জ্ঞান)
[ক] বেসরকারি চাকরি
[খ] বহুজাতিক কোম্পানি
[গ] দেশীয় কোম্পানি
✅ আত্মকর্মসংস্থান

৪৫. মনোয়ার কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন। চাকরিতে বেতন কম হওয়ায় তিনি নিজেই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন। জনাব মনোয়ারের বর্তমান পেশাটি কোন ধরনের? (প্রয়োগ)
[ক] চাকরি
[খ] ব্যবসায়
✅ আত্মকর্মসংস্থান
[ঘ] শিল্প

৪৬. বেকার সমস্যা কোন ধরনের সমস্যা? (জ্ঞান)
[ক] ব্যক্তিগত
[খ] পারিবারিক
[গ] প্রাতিষ্ঠানিক
✅ জাতীয়

৪৭. বাংলাদেশের বহুসংখ্যক যুবকের বেকার থাকার মূল কারণ কোনটি? (অনুধাবন)
[ক] তারা অলস, যেকোনো শারীরিক পরিশ্রমের কাজ করতে চায় না
[খ] তাদের পিতা-মাতা তাদেরকে কাজ করতে উৎসাহিত করেন না
[গ] অনেক সেক্টরেই যুবকদের কাজের সুযোগ অতি স্বল্প
✅ তাদের বয়স উপযোগী বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ কম

৪৮. বেকার যুবসমাজের আগ্রহ সৃষ্টি এবং সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে কোনটি সম্ভব? (জ্ঞান)
[ক] চাকরির ক্ষেত্র বৃদ্ধি
[খ] সামাজিক অপরাধ হ্রাস
✅ বেকার সমস্যা সমাধান
[ঘ] শিল্প উন্নয়ন

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৯. কর্মসংস্থানের প্রকারভেদ- (অনুধাবন)
i. মজুরি বা বেতন ভিত্তিক চাকরি
ii. আত্মকর্মসংস্থান
iii. ব্যবসায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. কর্মসংস্থানের প্রধান উৎস- (অনুধাবন)
i. সরকারি প্রতিষ্ঠান
ii. বেসরকারি প্রতিষ্ঠান
iii. ব্যক্তিগত প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কোন শ্রেণির লোক বৃদ্ধি পায়- (অনুধাবন)
i. ব্যবসায়ী
ii. চাকরিজীবী
iii. শ্রমজীবী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. আত্মকর্মসংস্থানে প্রথম দিকে আয়ের সম্ভাবনা থাকে- (অনুধাবন)
i. সীমিত
ii. অধিক
iii. অনিশ্চিত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. আত্মকর্মসংস্থানে নিয়োজিত তরুণ সমাজ যেসব কর্মকাণ্ডে লিপ্ত থাকে-
(অনুধাবন)
i. সমাজবিরোধী কাজে
ii. সমাজ উন্নয়নে
iii. দেশের উন্নয়নে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে- (অনুধাবন)
i. দেশপ্রেমে উদ্বুদ্ধ করে
ii. স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে
iii. সমাজবিরোধী কাজে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাও :
পটুয়াখালীর সামিয়া রহমান যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফুল চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে ফুলের ব্যবসায় শুরু করেন। কঠোর পরিশ্রম আর সুযোগের সদ্ব্যবহারের কারণে তার ব্যবসায় ৫ বছরে অনেক বড় আকার ধারণ করে।

৫৫. সামিয়া রহমানের নারী উদ্যোক্তা পুরস্কার প্রাপ্তির পেছনে কোনটির অবদান সর্বাধিক? (প্রয়োগ)
[ক] শিক্ষাগত যোগ্যতা
[খ] অভিজ্ঞতা
✅ আত্মকর্মসংস্থান
[ঘ] সৃজনশীলতা

৫৬. সামিয়া রহমান যেভাবে তার ব্যবসায় বৃদ্ধি করেন - (উচ্চতর দক্ষতা)
i. সুযোগের সদ্ব্যবহার
ii. প্রচুর মূলধন বিনিয়োগ
iii. কঠোর পরিশ্রম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্ম- কর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৫৭. নিচের কোনটি আত্মকর্মসংস্থান পেশার অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] সরকারি চাকরি
[খ] বেসরকারি চাকরি
✅ মৎস্য চাষ
[ঘ] বিদেশ গমন

৫৮. ওয়াসিম একজন বেকার যুবক। সে যুব উন্নয়ন কার্যালয় থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। তার আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র কোনটি? (প্রয়োগ)
[ক] মাছের জাল তৈরি
[খ] মাছ শুকানো
✅ মাছ চাষ
[ঘ] মাছের আড়ত

৫৯. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র? (অনুধাবন)
✅ টেইলারিং
[খ] চা
[গ] কাগজ
[ঘ] সিমেন্ট

৬০. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র কোনটি? (অনুধাবন)
[ক] বস্ত্র শিল্প
[খ] সার শিল্প
✅ কাঠের আসবাবপত্র তৈরি
[ঘ] জাহাজ তৈরি

৬১. ‘সেরিকালচার’ কোনটির লাভজনক ক্ষেত্র? (অনুধাবন)
[ক] চাকরির
[খ] ব্যবসায়ের
✅ আত্মকর্মসংস্থানের
[ঘ] বেকার থাকা

৬২. সবজি চাষ কোন ধরনের পেশার অন্তর্ভুক্ত? (অনুধাবন)
[ক] ব্যবসায়ের
✅ আত্মকর্মসংস্থানের
[গ] চাকরির
[ঘ] ব্যয়বহুল

৬৩. আত্মকর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণে কয়টি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন? (জ্ঞান)
[ক] ৭টি
[খ] ৮টি
[গ] ৯টি
✅ ১০

৬৪. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্ধারণে নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কোনটি নির্ধারণের পথ খুঁজে পাওয়া যাবে? (অনুধাবন)
✅ সঠিক লক্ষ্য
[খ] মূলধন
[গ] পণ্য
[ঘ] ঝুঁকি

৬৫. কোনটি বাঁশ বা কাঠ থেকে তৈরি করা যায়? (জ্ঞান)
[ক] প্যাড
[খ] মাটি
[গ] প্রিন্টিং দ্রব্য
✅ টুথ পিক

৬৬. জনাব আলম স্বাধীনচেতা মনোভাবের কারণে আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা অর্জনে আগ্রহী। তার জন্য উপযুক্ত ক্ষেত্র কোনটি? (প্রয়োগ)
[ক] সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
✅ প্রিন্টিং এন্ড পাবলিশিং
[গ] পার্টনারশিপ
[ঘ] ফাইন্যান্সিং কর্পোরেশন

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৭. আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় গঠিত ক্ষুদ্র ব্যবসায়টি পরিচালিত হয়- (অনুধাবন)
i. নিজ মালিকানায়
ii. নিজ ব্যবস্থাপনায়
iii. নিজ এলাকায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থেকে- (অনুধাবন)
i. সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়
ii. পর্যাপ্ত পরিমাণ অর্থ বিনিয়োগ করা যায়
iii. দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i, ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় অর্থ উপার্জন করা যেতে পারে চাহিদা আছে এমন- (অনুধাবন)
i. পণ্য উৎপাদন ও বিক্রয় করে
ii. সেবাদান করে
iii. ঋণদান করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র হলো- (অনুধাবন)
i. বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ
ii. লবণ উৎপাদন
iii. গৃহস্থালির দ্রব্যাদি তৈরি

নিচের কোনটি সঠিক?
[ক] রi ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭১. আত্মকর্মসংস্থানের লাভজনক ক্ষেত্র হলো- (অনুধাবন)
i. প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং
ii. প্লাস্টিক দ্রব্যাদি প্রস্তুত
iii. পাটের শৌখিন দ্রব্যাদি তৈরি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭২. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র- (অনুধাবন)
i. ওয়েল্ডিং
ii. ব্লক ও বাটিক
iii. গ্রামীণফোন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. আত্মকর্মসংস্থানমূলক কাজ হলো- (অনুধাবন)
i. কাঠের আসবাবপত্র তৈরি
ii. টেইলারিং
iii. রাবার চাষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. পাট থেকে তৈরি করা সম্ভব- (অনুধাবন)
i. ম্যাট
ii. খেলনা
iii. শৌখিন দ্রব্যাদি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭৫. আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য ও ব্যর্থতা অনেকাংশ কিসের ওপর নির্ভর করে? (জ্ঞান)
✅ উপযুক্ত ক্ষেত্র
[খ] উপযুক্ত শিক্ষা
[গ] পর্যাপ্ত পুঁজি
[ঘ] পর্যাপ্ত শ্রমিক

৭৬. মি. আনিস পড়াশোনা শেষ করে ব্যবসায়ের মাধ্যমে জীবিকা উপার্জনে আগ্রহী। এজন্য প্রথমেই কোন বিষয়টি বিবেচনার প্রয়োজন পড়ে? (প্রয়োগ)
[ক] শেয়ারবাজার
[খ] অর্থনৈতিক নীতি
✅ সঠিক পণ্য নির্বাচন
[ঘ] রাজনৈতিক পরিস্থিতি

৭৭. প্রয়োজনীয় মূলধন নির্ধারণ ও সংগ্রহ করতে ব্যর্থ হলে ব্যবসায়ের কী করা সম্ভব হয় না? (জ্ঞান)
✅ পূর্ণ ক্ষমতার ব্যবহার
[খ] পরিচালনা করা
[গ] কর্মী নিয়োগ
[ঘ] পর্যাপ্ত পণ্য বিক্রয়

৭৮. কোনটির অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানা কাঙ্ক্ষিত মাত্রা উৎপাদনে ব্যর্থ হয়? (অনুধাবন)
ক স্থায়ী মূলধন
✅ চলতি মূলধন
[গ] বিনিয়োগ সুবিধা
[ঘ] স্থায়ী সম্পদ

৭৯. ব্যবসায়ে সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? (জ্ঞান)
[ক] সঠিক পণ্য নির্বাচন
✅ পণ্যের সঠিক চাহিদা নিরূপণ
[গ] সঠিক কর্মী নির্বাচন
[ঘ] সঠিক প্রযুক্তি ব্যবহার

৮০. কীভাবে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়ানো যায়? (অনুধাবন)
ক উদ্যোক্তার শিক্ষা ও অভিজ্ঞতা দ্বারা
✅ উদ্যোক্তার শক্তিমত্তা দ্বারা
[গ] উদ্যোক্তার গুণাবলি দ্বারা
[ঘ] উদ্যোক্তার সাহসিকতার দ্বারা

৮১. শিল্পোদ্যোক্তা হিসেবে শফিক কোনটি সম্পর্কে সজাগ থাকলে ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সংকট এড়াতে পারবেন? (প্রয়োগ)
✅ নিজের দুর্বলতা
[খ] নিজের দক্ষতা
[গ] নিজের যোগ্যতা
[ঘ] নিজের পরিচয়

৮২. ব্যবসায়ের সফলতা অর্জনের গুরুত্বপূর্ণ উপাদান কী? (অনুধাবন)
[ক] ব্যক্তির সহযোগিতা
✅ পারিবারিক সহযোগিতা
[গ] সমাজের সহযোগিতা
[ঘ] বন্ধুদের সহযোগিতা

৮৩. নিচের কোনটি ব্যবসায়ের সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান? (অনুধাবন)
✅ যৌথ উদ্যোগ
[খ] অভিজ্ঞতা
[গ] প্রাথমিক মূলধন
[ঘ] শিক্ষা

৮৪. ব্যবসায় পরিচালনার জন্য কী ধরনের কর্মী নিয়োগ দিতে হবে? (জ্ঞান)
[ক] যোগ্যতাসম্পন্ন
[খ] নতুন কর্মী
✅ যোগ্যতাসম্পন্ন ও দক্ষ
[ঘ] শিক্ষানবিস

৮৫. কোনটির সঠিক ব্যবহার উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন বাড়ানোর কাজকে সুগম করে? (অনুধাবন)
[ক] পুঁজি
[খ] কাঁচামাল
[গ] শ্রমিক
✅ প্রযুক্তি

৮৬. ব্যবসায় শুরু করার পূর্বে উদ্যোক্তাদের কোন বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন? (অনুধাবন)
[ক] সঠিক পণ্য নির্বাচন
[খ] সঠিক কর্মী নির্বাচন
[গ] ব্যবসায়ের সঠিক স্থান নির্বাচন
✅ সঠিক প্রযুক্তির ব্যবহার

৮৭. দেশের কোন অবস্থা ব্যবসায়ের সাফল্যকে প্রভাবিত করে? (জ্ঞান)
[ক] সাংস্কৃতিক
✅ অর্থনৈতিক
[গ] রাজনৈতিক
[ঘ] সামাজিক

৮৮. ক্ষুদ্র ব্যবসায়ী মি. তুহিন ব্যবসায়ের ধারাবাহিকতা রক্ষা করতে চান। এক্ষেত্রে তাকে কোন অবস্থা সম্পর্কে অবহিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে? (প্রয়োগ)
✅ আর্থ-সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] সাংস্কৃতিক
[ঘ] সামাজিক

৮৯. কোনটির মাধ্যমে ব্যবসায়ের অনিশ্চয়তাজনিত ক্ষতির হাত থেকে ব্যবসায়কে রক্ষা করা যায়? (অনুধাবন)
✅ ঝুঁকি নিরূপণ করে মোকাবিলার কৌশল বের করা
খ বাজেট প্রণয়ন করে সে অনুযায়ী কাজ করা
[গ] শ্রমিক নিয়োগ করে যথাযথ তত্ত্বাবধান করা
[ঘ] অধিক উৎপাদন করে যথাযথভাবে বণ্টন করা

৯০. কোনটির মধ্যে ব্যবসায়ের সাফল্য নিহিত? (জ্ঞান)
ক অধিক উৎপাদন
[খ] সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা
✅ ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ
[ঘ] শ্রমিকদের কাজে লাগানো

৯১. ব্যবসায় ঝুঁকি কীভাবে নিরূপণ করা যায়? (অনুধাবন)
✅ উপযুক্ত পদ্ধতির মাধ্যমে
[খ] বাজার জরিপের মাধ্যমে
[গ] চাহিদা নিরূপণের মাধ্যমে
[ঘ] সঠিক পণ্য নির্বাচনের মাধ্যমে

৯২. ব্যবসায় শুরু করার পূর্বেই কোন কাজ কখন ও কীভাবে করা হবে তা ঠিক করাকে কী বলে? (অনুধাবন)
[ক] পরিচালনা
✅ পরিকল্পনা
[গ] মূল্যায়ন
[ঘ] সংগঠন

৯৩. কোনটি ব্যবসায়ের দিক নির্দেশনার দলিল? (জ্ঞান)
[ক] সংগঠন
✅ পরিকল্পনা
[গ] নির্দেশনা
[ঘ] নিয়ন্ত্রণ

৯৪. কোনটি যত বেশি সমৃদ্ধ হবে ব্যবসায়ে সফল হওয়ার নিশ্চয়তাও তত বেশি হবে? (জ্ঞান)
[ক] অর্থায়ন
✅ পরিকল্পনা প্রণয়ন
[গ] মূল্যায়ন
[ঘ] সংগঠন উন্নয়ন

৯৫. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় কতটি? (জ্ঞান)
[ক] ১০টি
[খ] ১১টি
[গ] ১২টি
✅ ১৩টি

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৬. পণ্য নির্বাচনের পূর্বে বাজারে নিরূপণ করতে হয় পণ্যের - (অনুধাবন)
i. চাহিদা
ii. গ্রহণযোগ্যতা
iii. মূল্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. পণ্যের সঠিক চাহিদা নির্ধারণের পূর্বেই যেসব কৌশল যথাযথভাবে নিরূপণ করতে হবে- (অনুধাবন)
i. পণ্যের বাজারের পরিধি
ii. বাজারজাতকরণের কৌশল
iii. পণ্যের আকার আকৃতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. কোনো ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে- (অনুধাবন)
i. মালিকদের পূর্ব অভিজ্ঞতার অভাব
ii. অধিক ঋণ গ্রহণ
iii. ব্যবস্থাপনা কলাকৌশল সম্বন্ধে জ্ঞানের অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. ব্যবসায় পরিচালনার জন্য যেসব কর্মী নিয়োগ করা হবে তাদেরকে অবশ্যই- (অনুধাবন)
i. যোগ্যতাসম্পন্ন হতে হবে
ii. স্বীয় কাজে দক্ষ হতে হবে
iii. অধিক শিক্ষিত হতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও iii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০. আমিনুল একটি টেইলারিং দোকান দিয়েছে। দোকানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কয়েকজন কর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন। আমিনুল এক্ষেত্রে বিবেচনা করবেন- (প্রয়োগ)
i. শিক্ষাগত যোগ্যতা
ii. পেশাগত দক্ষতা
iii. বিশ্বস্ততা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০১. ব্যবসায়ের সাফল্যের পথ সুগম করে- (উচ্চতর দক্ষতা)
i. স্থানীয় প্রযুক্তি ব্যবহার
ii. সঠিক প্রযুক্তি ব্যবহার
iii. আমদানিকৃত প্রযুক্তি ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০২. কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার স্বার্থে একান্ত প্রয়োজন- (প্রয়োগ)
i. জ্ঞান
ii. প্রশিক্ষণ
iii. দক্ষতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব কিশোর একজন বেকার যুবক। যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় তিনি একটি মোটরগাড়ি মেরামত কারখানা স্থাপন করেছেন। তার প্রতিষ্ঠানটি সম্প্রসারিত হওয়ায় দুজন কর্মচারী রাখলেন। তার কর্মচারী দুজন তার মতো কাজে পারদর্শী নয়।

১০৩. কিশোরকে তার কর্মচারীদের কাজে পারদর্শী করার জন্য কী করা উচিত? (প্রয়োগ)
[ক] উৎসাহ দেয়া
[খ] বেশি বেতন দেয়া
✅ প্রশিক্ষণ দেয়া
[ঘ] শাস্তি দেয়া

১০৪. যুব উন্নয়ন অধিদপ্তর জনাব কিশোরকে- (উচ্চতর দক্ষতা)
i. প্রশিক্ষণ প্রদান করে
ii. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে
iii. ঋণ সহায়তা প্রদান করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও :
কামাল নগর ভবনের নিকটস্থ একটি ছোট দোকানে বসে টাইপ মেশিনে আইন সংক্রান্ত দলিলপত্রাদি টাইপ করে। বর্তমানে সে ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কারণ বাজারে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে একই খরচে কম্পিউটার ব্যবহার করে উন্নতমানের আইনসংক্রান্ত দলিলপত্রাদি তৈরি করা হয়।

১০৫. কামাল তার ব্যবসায়ে কোন ধরনের বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছে? (প্রয়োগ)
[ক] তার কাজের মান বর্তমানে খুব ভালো
[খ] সে কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারছে না
✅ তার দলিলপত্র তৈরির পদ্ধতিটি অতি পুরানো
[ঘ] ব্যবসায়টির আধুনিকায়নে তার অর্থের সংকট রয়েছে

১০৬. কামাল তার কাজ চালিয়ে যেতে চাইলে সে কোন পদ্ধতিটি অবলম্বন করবে? (উচ্চতর দক্ষতা)
[ক] শহরের অন্য এলাকায় তার ব্যবসায় স্থানান্তর করবে
✅ ব্যবসায়ের আধুনিকায়নে সে সহজ শর্তে অর্থ সংস্থান করবে
[গ] সে এখানেই নতুন কিছু খরিদ্দার খুঁজে বের করবে
[ঘ] সে তার দলিলপত্র টাইপের সেবার দাম কিছুটা কমাবে

আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয়

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৭. চাকরির মাধ্যম ছাড়া কর্মসংস্থানের একমাত্র বিকল্প কোনটি? (জ্ঞান)
[ক] ব্যবসায়
✅ আত্মকর্মসংস্থান
[গ] বিদেশ গমন
[ঘ] গাড়ি চালানো

১০৮. মি. কাজল মাস্টার্স পাস করার পর বুঝতে পারলেন সরকারি বা বেসরকারি চাকরির মাধ্যমে কর্মসংস্থান সহজ নয়। বিকল্প হিসেবে তিনি নিচের কোনটি করতে পারেন? (প্রয়োগ)
[ক] বিদেশ গমন
✅ আত্মকর্মসংস্থান
[গ] ফ্যাশন ডিজাইনার
[ঘ] চারু ও কারুকলা

১০৯. কারা জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে? (জ্ঞান)
✅ যুবসমাজ
[খ] কিশোর সমাজ
[গ] অশিক্ষিত সমাজ
[ঘ] শিক্ষিত সমাজ

১১০. ছাত্রছাত্রীরা যাতে ক্ষুদ্র ব্যবসায়ে উদ্যোগ গ্রহণ করতে পারে সেজন্য কিসের ব্যবস্থা করতে হবে? (অনুধাবন)
✅ প্রয়োজনীয় ঋণদানের ব্যবস্থা করতে হবে
[খ] প্রয়োজনীয় ভূমির ব্যবস্থা করতে হবে
[গ] ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করতে হবে
[ঘ] সম্পদ সংগ্রহের ব্যবস্থা করতে হবে

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১১. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন - (অনুধাবন)
i. ব্যক্তিগত দক্ষতা
ii. বেসরকারি উদ্যোগে শিল্পকারখানা স্থাপন
iii. স্বনির্ভর পেশায় জীবিকা অর্জনের ইচ্ছাশক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১২. যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. সামাজিক মূল্যবোধ
ii. পুঁথিগত পড়াশোনা
iii. আত্মকর্মসংস্থানের অস্বচ্ছ ধারণা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৩. নতুন কর্মীদের কর্ম পরিবেশের সাথে পরিচয় করে দেয় কোনটি? (জ্ঞান)
[ক] শিক্ষা
[খ] অভিজ্ঞতা
✅ প্রশিক্ষণ
[ঘ] কার্যদক্ষতা

১১৪. প্রশিক্ষণ কর্মীদের কী বৃদ্ধি করে? (জ্ঞান)
[ক] মনোবল
[খ] শক্তি
✅ কর্মদক্ষতা
[ঘ] অভিজ্ঞতা

১১৫. কোন ধরনের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়? (অনুধাবন)
[ক] নতুন কর্মীদের
[খ] পুরাতন কর্মীদের
[গ] শিক্ষানবিস কর্মীদের
✅ সকল কর্মীদের

১১৬. মি. রহিম একজন ফটোস্ট্যাট ব্যবসায়ের মালিক। তিনি তার কর্মীদের নিয়োগদানের সাথে সাথে প্রশিক্ষণের ব্যবস্থা করলে কোন সুবিধাটি লাভ করবেন? (প্রয়োগ)
[ক] ঝুঁকি হ্রাসকরণ
[খ] কৌশল নির্ণয়
✅ সম্পদের সদ্ব্যবহার
[ঘ] সুনাম বৃদ্ধি

১১৭. কোন ধরনের কর্মীগণ অধিকতর দক্ষতা ও মিতব্যয়িতার সাথে কার্য সম্পাদন করতে পারে? (অনুধাবন)
✅ প্রশিক্ষণপ্রাপ্ত
[খ] প্রশিক্ষণহীন
[গ] অদক্ষ
[ঘ] শিক্ষিত

SSC ব্যবসায় উদ্যোগ (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৩

১১৮. জনাব রহিম বেকারি মালিক। তিনি কাঁচামালের অপচয় রোধে কোন পদক্ষেপটি নিতে পারেন?
 (প্রয়োগ)
[ক] নতুন কর্মী নিয়োগ
[খ] মূলধনের পরিমাণ বৃদ্ধি
[গ] বিক্রয় বৃদ্ধি করা
✅ কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা

১১৯. প্রতিষ্ঠানের আবশ্যকীয় কর্তব্য কোনটি? (অনুধাবন)
✅ কর্মীদেরকে প্রশিক্ষণ প্রদান
[খ] কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান
[গ] কর্মীদেরকে চাকরির নিরাপত্তা প্রদান
[ঘ] কর্মীদেরকে কাজের নিরাপত্তা প্রদান

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২০. প্রশিক্ষিত কর্মীগণ কার্য সম্পাদন করতে পারেন- (অনুধাবন)
i. অধিকতর দক্ষতার সাথে
ii. মিতব্যয়িতার সাথে
iii. নিপুণতার সাথে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২১. প্রশিক্ষণ দিলে প্রতিষ্ঠানের যেসব সমস্যা দূর করা যায়- (অনুধাবন)
i. উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত কর্মীর অভাব
ii. অভিজ্ঞতাসম্পন্ন কর্মীর অভাব
iii. প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও :
কবিরের কম্পিউটার এন্ড কম্পোজের একটি দোকান রয়েছে। তিনি ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে তার প্রতিষ্ঠিত ‘কবির কম্পিউটার এন্ড কম্পোজ’ সেন্টার থেকে আগের চেয়ে বেশি আয় করতে পারছেন।

১২২. প্রশিক্ষণ কবিরের কী বৃদ্ধি করেছে? (প্রয়োগ)
[ক] দূরদৃষ্টি
[খ] সাহসিকতা
✅ কর্মদক্ষতা
[ঘ] মিতব্যয়িতা

১২৩. প্রশিক্ষণ গ্রহণের পর কবিরের আয় বেশি হওয়ার প্রধান কারণ কী?
(উচ্চতর দক্ষতা)
[ক] মূলধনের সদ্ব্যবহার
✅ সম্পদের সদ্ব্যবহার
[গ] জনশক্তির সদ্ব্যবহার
[ঘ] সময়ের সদ্ব্যবহার

আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৪. বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন? (জ্ঞান)
[ক] শিক্ষা মন্ত্রণালয়
[খ] বাণিজ্য মন্ত্রণালয়
✅ শিল্প মন্ত্রণালয়
[ঘ] খাদ্য মন্ত্রণালয়

১২৫. নিচের কোনটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান? (জ্ঞান)
[ক] বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
[খ] মহিলা বিষয়ক মন্ত্রণালয়
✅ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট
[ঘ] নট্রামস

১২৬. নির্দিষ্ট ফি’র বিনিময়ে আত্মকর্মসংস্থানে ও উদ্যোগ উন্নয়নে প্রশিক্ষণ দেয় কোন প্রতিষ্ঠান? (অনুধাবন)
[ক] BWA
✅ BIM
[গ] EGPRW
[ঘ] BRDB

১২৭. কোন মন্ত্রণালয় মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে? (অনুধাবন)
[ক] যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
✅ মহিলাবিষয়ক মন্ত্রণালয়
[গ] শিল্প মন্ত্রণালয়
[ঘ] অর্থ মন্ত্রণালয়

১২৮. আমিয়া বানু একজন বিধবা ভূমিহীন দুস্থ মহিলা। তিনি ভিক্ষাবৃত্তি না করে একটা কিছু করে খেতে চান। আম্বিয়া বানুর মতো মহিলাদের স্বকর্মসংস্থানের সুযোগ করে দেয়ার দায়িত্ব কোনটির? (প্রয়োগ)
[ক] শিল্প মন্ত্রণালয়ের
[খ] অর্থ মন্ত্রণালয়ের
✅ মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের
[ঘ] যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

১২৯. মহিলা বিষয়ক মন্ত্রণালয় আগ্রহী মহিলাদের কোন ধরনের প্রশিক্ষণ প্রদান করে? (অনুধাবন)
[ক] কারিগরি
[খ] প্রযুক্তিগত
[গ] তথ্যগত
✅ কারিগরি ও প্রযুক্তিগত

১৩০. কোন প্রতিষ্ঠান গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী-পুরুষদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে? (জ্ঞান)
[ক] বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
✅ বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
[গ] যুব প্রশিক্ষণ কেন্দ্র
[ঘ] নট্রামস

১৩১. কোন প্রতিষ্ঠান পল্লি অঞ্চলের মহিলাদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দিয়ে ঋণ বিতরণ করে থাকে? (অনুধাবন)
[ক] মহিলা বিষয়ক মন্ত্রণালয়
[খ] বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
[গ] বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
✅ গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প

১৩২. মিস রাশিদা বেগম ৩ মাসের দর্জি প্রশিক্ষণ শেষ করলে সেলাই মেশিন কেনার জন্য কোন প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে পারেন? (প্রয়োগ)
[ক] মহিলা বিষয়ক মন্ত্রণালয়
✅ গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
[গ] বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
[ঘ] যুব প্রশিক্ষণ কেন্দ্র

১৩৩. মি. শরীফ মৎস্য চাষ ও সবজি বাগান তৈরির ওপর প্রশিক্ষণ নিতে চান। কোন প্রতিষ্ঠান তাকে সাহায্য করতে পারে? (প্রয়োগ)
[ক] পল্লি উন্নয়ন বোর্ড
[খ] মহিলা বিষয়ক মন্ত্রণালয়
✅ যুব প্রশিক্ষণ কেন্দ্র
[ঘ] গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প

১৩৪. কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা বিষয়ক প্রশিক্ষণ দেয়া কোন প্রতিষ্ঠানের প্রধান কাজ? (জ্ঞান)
[ক] বাংলাদেশ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান
[খ] পল্লি উন্নয়ন বোর্ড
[গ] গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প
✅ নট্রামস

১৩৫. নট্রামস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মি. তুহিনের কর্মক্ষেত্র হিসেবে কোনটি উপযুক্ত? (প্রয়োগ)
✅ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
[খ] মৎস্য খামার
[গ] ফটোকপিয়ারের দোকান
[ঘ] নার্সারি বাগান

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩৬. আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান- (অনুধাবন)
i. বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট
ii. নট্রামস
iii. যুব প্রশিক্ষণ কেন্দ্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৭. বাংলাদেশের আত্মকর্মসংস্থানে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো যেসব অবদান রাখে সেগুলো হলো- (অনুধাবন)
i. দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দান
ii. ক্ষুদ্র ঋণ প্রদান
iii. ঋণ ব্যবহার তত্ত্বাবধান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৮. বাংলাদেশের আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী, প্রতিষ্ঠানগুলো হলো- (অনুধাবন)
i. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট
ii. বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
iii. নট্রামস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩৯. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট যেসব কার্য্যাবলি পালন করে সেগুলো হলো- (অনুধাবন)
i. ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া
ii. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ
iii. মহিলা উদ্যোক্তা উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪০. বিআরডিবির কার্যক্রম বিস্তৃত দেশের সকল- (অনুধাবন)
i. জেলায়
ii. উপজেলায়
iii. ইউনিয়নে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪১. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে পল্লি অঞ্চলের মহিলাদেরকে- (অনুধাবন)
i. বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়
ii. বিভিন্ন পেশায় চাকরি দেওয়া হয়
iii. প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪২. নট্রামস-এর প্রধান কাজ হলো বিভিন্ন ধরনের- (অনুধাবন)
i. কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা দেয়া
ii. কম্পিউটার চালনা শিক্ষা দেয়া
iii. ঋণ বিতরণ করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪৩. দেশে মোট শ্রমশক্তির পরিমাণ কত?
[ক] ৪ কোটি ৬৭ লক্ষ
✅ ৫ কোটি ৬৭ লক্ষ
[গ] ৬ কোটি ৫৭ লক্ষ
[ঘ] ৭ কোটি ৪৭ লক্ষ

১৪৪. আত্মকর্মসংস্থান কীরূপ পেশা?
[ক] বাস্তবমুখী
[খ] নির্ভরশীল
[গ] সৃজনশীল
✅ স্বাধীন

১৪৫. কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি?
[ক] মজুরি বা বেতনভিত্তিক কর্মসংস্থান
✅ বেসরকারি খাত
[গ] সরকারি খাত
[ঘ] বহির্বিশ্বে কর্ম

১৪৬. আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তির কী বৃদ্ধি পেয়েছে?
[ক] ব্যক্তি মর্যাদা
✅ সামাজিক মর্যাদা
[গ] ব্যক্তির দায়
[ঘ] সামাজিক দায়

১৪৭. কর্মসংস্থানের জন্য কোনটি প্রয়োজন?
✅ নিজ দক্ষতা
[খ] স্বাভাবিক পুঁজি
[গ] দুটি কর্মঠ হাত ও আত্মবিশ্বাস
[ঘ] ইচ্ছা শক্তি ও মনোবল

১৪৮. আমাদের দেশের বেকার সমস্যা বৃদ্ধির অন্যতম কারণ কোনটি?
[ক] অশিক্ষিত যুবসমাজ
[খ] অদক্ষ জনশক্তি
✅ মাত্রাতিরিক্ত জনসংখ্যা
[ঘ] পরিকল্পনার অভাব

১৪৯. কর্মীদের মনোভাবের উন্নতি সাধন করে কে?
[ক] প্রশিক্ষক
[খ] পরিবেশ
✅ প্রশিক্ষণ
[ঘ] সরকার

১৫০. শ্রমিকদের দক্ষ হিসেবে গড়ে তোলা যায় কীভাবে?
[ক] কাজের মাধ্যমে
[খ] অধিক মজুরি দিয়ে
✅ প্রশিক্ষণের মাধ্যমে
[ঘ] বেশি প্ররিশ্রম করিয়ে

১৫১. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে কী করণীয়?
[ক] চাকরির অভাব তুলে ধরা
[খ] শিল্পপতির জীবনী ব্যাখ্যা
[গ] আত্মকর্মসংস্থানের কারণ জানা
✅ প্রশিক্ষণ ও ঋণদান

১৫২. যেকোনো সময় সরবরাহকৃত সেবার কী হতে পারে?
[ক] মুনাফা বৃদ্ধি
✅ চাহিদা হ্রাস
[গ] বাজারজাতকরণ বৃদ্ধি
[ঘ] যথোপযুক্ত ব্যবহার

১৫৩. কিসের ফলে প্রতিষ্ঠানের কার্যসম্পাদনে অপচয় হ্রাস পায়?
[ক] যোগাযোগ
[খ] তদারিক
✅ প্রশিক্ষণ
[ঘ] নিরাপত্তা

১৫৪. আত্মকর্মসংস্থানের জন্য অপরিহার্য কী?
✅ নৈপুণ্য ও আন্তরিকতা
[খ] অনেক পুঁজি
[গ] অনেক অভিজ্ঞতা
[ঘ] অনেক পুঁজি ও অভিজ্ঞতা

১৫৫. আমাদের দেশে কোনটির ব্যাপক অভাব রয়েছে?
[ক] ভূমি
[খ] শ্রমিক
[গ] কাঁচামাল
✅ সুপরিকল্পনা

১৫৬. ব্যবসায় সাফল্য লাভের পূর্বশর্ত কী?
[ক] স্থান নির্বাচন
✅ সঠিক পণ্য নির্বাচন
[গ] যন্ত্রপাতি নির্বাচন
[ঘ] কর্মী নিয়োগ

১৫৭. কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য মহিলাদের স্বকর্মসংস্থান করে দেওয়া?
[ক] BIM
✅ MWA
[গ] YTC
[ঘ] Notrams

১৫৮. যুব প্রশিক্ষণ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? [খুলনা জিলা স্কুল]
✅ যুব ও ক্রীড়া
[খ] যোগাযোগ
[গ] শিল্প
[ঘ] সংস্থাপন

১৫৯. নট্রামস কোন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত?
✅ শিক্ষা মন্ত্রণালয়
[খ] সংস্কৃতি মন্ত্রণালয়
[গ] প্রযুক্তি মন্ত্রণালয়
[ঘ] ধর্ম মন্ত্রণালয়

১৬০. BIM কোন মন্ত্রণালয়ের অধীনে?
✅ শিল্প
[খ] কৃষি
[গ] বাণিজ্য
[ঘ] শিল্প

১৬১. বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের অবদান শতকরা কতভাগ?
[ক] ২০
✅ ৩০
[গ] ৪০
[ঘ] ৫০

১৬২. বাংলাদেশের জাতীয় আয়ে সেবাখাতের অবদান শতকরা কত ভাগ?
[ক] ৩০
[খ] ৪০
✅ ৫০
[ঘ] ৬০

১৬৩. বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো প্রতিবেদন ২০১০-এর মতে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা কত?
[ক] ২০ লক্ষ
✅ ২৬ লক্ষ
[গ] ৩০ লক্ষ
[ঘ] ৩৬ লক্ষ

১৬৪. বাংলাদেশের মোট শ্রম শক্তির কত অংশ যুবক-যুবতী?
[ক] ১/২
✅ ১/৩
[গ] ২/৩
[ঘ] ২/৪

১৬৫. নিজের দক্ষতা ও গুণাবলি দ্বারা নিজেই নিজের কর্মসংস্থান করাকে কী বলে?
[ক] চাকরি
[খ] ব্যবসায়
✅ আত্মকর্মসংস্থান
[ঘ] শিল্প

১৬৬. কর্মসংস্থানকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৬৭. আত্মকর্মসংস্থানের আয়ের ধারাবাহিকতা কীরূপ?
✅ অনিশ্চিত
[খ] নিশ্চিত
[গ] অবশ্যম্ভাবী
[ঘ] মোটামুটি

১৬৮. আমাদের দেশে কোন ধরনের বেকারত্বের সংখ্যা প্রকট?
[ক] সাময়িক
[খ] পূর্ণকালীন
✅ মৌসুমি
[ঘ] দীর্ঘকালীন

১৬৯. কোনটির মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ করা যায়?
✅ আত্মকর্মসংস্থানের মাধ্যমে
[খ] প্রশিক্ষণের মাধ্যমে
[গ] জনশক্তি রপ্তানি করে
[ঘ] জনসংখ্যা হ্রাস করার মাধ্যমে

১৭০. মি. রাহাত পাট দিয়ে বিভিন্ন খেলনা, পুতুল তৈরি করে বিক্রি করেন। তিনি কোনটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন? (উচ্চতর দক্ষতা)
[ক] কৌশল
✅ দেশীয় সম্পদ
[গ] অর্থ
[ঘ] জনশক্তি

১৭১. কোনটি সেরিকালচার?
[ক] মৌমাছি চাষ
✅ রেশম চাষ
[গ] মৎস্য চাষ
[ঘ] নার্সারি

১৭২. পণ্যের সঠিক চাহিদা নিরূপণে কোনটি প্রয়োজন?
[ক] মূল্য নির্ধারণ
[খ] যোগান নির্ধারণ
✅ বাজার জরিপ
[ঘ] উৎপাদন

১৭৩. কোনো ব্যবসায়ে ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী?
[ক] পূর্ব অভিজ্ঞতা ও অর্থের অভাব
[খ] ব্যবস্থাপনার কৌশল ও অর্থের অভাব
✅ পূর্ব অভিজ্ঞতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা জ্ঞানের অভাব
[ঘ] ব্যবস্থাপনার কৌশল ও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব

১৭৪. কোন বিষয়টি আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচনে অবিবেচ্য?
[ক] সঠিক পণ্য নির্বাচন
[খ] সঠিক কর্মী নির্বাচন
[গ] যৌথ উদ্যোগ
✅ সম্পদের সদ্ব্যবহার

১৭৫. যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার পদক্ষেপ কয়টি?
[ক] ৫টি
[খ] ৬টি
✅ ৭টি
[ঘ] ৮টি

১৭৬. তরুণ সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার জন্য কোন কাজটি প্রয়োজন?
[ক] চাকরির সুযোগ বৃদ্ধি করা
✅ যুব উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা
[গ] অর্থের যোগান বৃদ্ধি করা
[ঘ] পণ্যের চাহিদা বৃদ্ধি করা

১৭৭. প্রশিক্ষণ একান্ত প্রয়োজন কেন?
✅ কর্মীর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য
[খ] কর্মীর সাহসিকতা বৃদ্ধির জন্য
[গ] কর্মীর অভিজ্ঞতা অর্জনের জন্য
[ঘ] কর্মীর চাকরির নিরাপত্তার জন্য

১৭৮. নিচের কোনটি কর্মীর দক্ষতা বৃদ্ধি করে?
✅ প্রশিক্ষণ
[খ] সংগঠন
[গ] পুরস্কার প্রদান
[ঘ] ধন্যবাদ জ্ঞাপন

১৭৯. কর্মীদের নৈতিক বল বৃদ্ধি পায় কোনটির মাধ্যমে?
✅ প্রশিক্ষণ
[খ] শিক্ষা
[গ] অভিজ্ঞতা
[ঘ] দক্ষতা

১৮০. প্রশিক্ষণ কর্মীদের যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে কোনটি এড়াতে সাহায্য করে?
[ক] সম্পর্কহীনতা
✅ দুর্ঘটনা
[গ] শ্রমিক অসন্তোষ
[ঘ] ষড়যন্ত্র

১৮১. মহিলা উদ্যোক্তা উন্নয়ন কোন প্রতিষ্ঠানের কাজ?
✅ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট
[খ] মহিলা বিষয়ক মন্ত্রণালয়
[গ] বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
[ঘ] গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প

১৮২. বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলাদের স্বকর্মসংস্থানের সুযোগ করে দেয়া কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য?
[ক] সমাজকল্যাণ
[খ] পরিবেশ
✅ মহিলা বিষয়ক
[ঘ] শিক্ষা

১৮৩. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প শুধুমাত্র কাদের ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচনা করে?
[ক] শিক্ষিতদের
✅ প্রশিক্ষণপ্রাপ্তদের
[গ] অর্ধশিক্ষিতদের
[ঘ] দুস্থদের

১৮৪. দেশের প্রতিটি থানায় কোন প্রতিষ্ঠানের কেন্দ্র রয়েছে?
[ক] মহিলা বিষয়ক মন্ত্রণালয়
[খ] পল্লি উন্নয়ন বোর্ড
✅ যুব প্রশিক্ষণ কেন্দ্র
[ঘ] নট্রামস

১৮৫. যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ কী?
[ক] চাকরি দেয়া
✅ প্রশিক্ষণ দেয়া
[গ] আর্থিক সহায়তা করা
[ঘ] বেকারত্ব দূর করা

১৮৬. প্রশিক্ষণের ফলে সম্ভব-
i. দক্ষতা বৃদ্ধি
ii. যোগ্যতা বৃদ্ধি
iii. সুষ্ঠুভাবে ব্যবসায় কার্য নির্বাহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৭. উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ হলো-
i. জনসংখ্যা বৃদ্ধির দুর্বার গতি
ii. অর্থনীতি অনগ্রসরতা
iii. পরিকল্পনাহীন উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮৮. আত্মকর্মসংস্থানের লাভজনক ক্ষেত্র-
i. কর্ণফ্লেকস তৈরি
ii. সোনার গহনা তৈরি
iii. ফটোস্ট্যাট ব্যবসায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮৯. আত্মকর্মসংস্থানমূলক কাজ হলো-
i. রাবার চাষ
ii. হাঁস-মুরগির খামার
iii. বাবার ব্যবসায় দেখাশোনা করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯০. বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে-
i. জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির প্রবণতার জন্য
ii. অর্থনৈতিক অনগ্রসরতার জন্য
iii. কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯১. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন-
i. কম পুঁজি
ii. নিজস্ব চিন্তা ও জ্ঞান
iii. বুদ্ধিমত্তা ও দক্ষতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯২. আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফলতা সম্ভব হয়-
i. কঠোর পরিশ্রমের কারণে
ii. অধিক পুঁজি বিনিয়োগের কারণে
iii. সুযোগের সঠিক ব্যবহারের কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৩. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়-
i. সঠিক পণ্য
ii. মুনাফার নিশ্চয়তা
iii. পণ্যের চাহিদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৪. ব্যবসায়ে সফল হতে সাহায্য করে-
i. ব্যবসায় সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা
ii. ব্যবস্থাপনা বিষয়ে উপযুক্ত শিক্ষা
iii. বিদেশি যন্ত্রপাতির সমাবেশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৫. ব্যবসায়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখা প্রয়োজন-
i. কাঁচামালের সহজলভ্যতার দিকে
ii. বাজারজাতকরণের সুবিধার দিকে
iii. অবকাঠামোগত সুবিধার দিকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৬. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে-
i. বৃত্তিমূলক শিক্ষাকে
ii. কারিগরি শিক্ষাকে
iii. কর্মমুখী শিক্ষাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯৭. প্রশিক্ষণ কর্মীদের মধ্যে সৃষ্টি করে-
i. সহযোগিতা
ii. সমন্বয়
iii. চাকরির নিরাপত্তা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯৮. যুব প্রশিক্ষণ কেন্দ্র দেশের যুবসমাজকে যেসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে সেগুলো হলো-
i. হাঁস-মুরগির খামার তৈরি
ii. সফটওয়্যার তৈরি
iii. নার্সারি করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৯ ও ২০০ নং প্রশ্নের উত্তর দাও :
জরিনা বেগম যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান ব্যাংকের সহায়তায় তার নিজ এলাকায় একটি দুগ্ধ খামার স্থাপনের মাধ্যমে কর্মজীবন শুরু করে সফলতা লাভ করেছেন।

১৯৯. জরিনা বেগমের কাজটি কোন ধরনের?
[ক] উদ্যোগ
[খ] ব্যবসায় উদ্যোগ
✅ আত্মকর্মসংস্থান
[ঘ] ব্যবসায়

২০০. জরিনা বেগমের সফলতা লাভের কারণ-
i. প্রশিক্ষণের সুযোগ
ii. পুঁজির প্রাপ্যতা
iii. ব্যক্তিগত দক্ষতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০১ ও ২০২ নং প্রশ্নের উত্তর দাও :
জহির কোনো চাকরি না পেয়ে ১ লক্ষ টাকা পুঁজি নিয়ে কম্পিউটার কম্পোজের দোকান দিল। প্রথম দিকে ব্যবসায়ে ক্ষতি এবং বিভিন্ন সমস্যা দেখা দিলেও পরবর্তীতে ব্যবসায় ভালোই চলতে লাগল।

২০১. জহিরের উদ্যোগটি-
i. একটি আত্মকর্মসংস্থান
ii. একটি মাঝারি ব্যবসায়
iii. একটি মালিকানা ব্যবসায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০২. জহিরের উক্ত ব্যবসায়ে কেন সন্তুষ্ট?
✅ স্বাধীনভাবে উপার্জন করতে পারছে
[খ] কম্পিউটার পরিচালনায় আনন্দ পাচ্ছে
[গ] কম মূলধন লাগে
[ঘ] ৩এ ব্যহৃত হচ্ছে

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৩. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন- (অনুধাবন)
i. উদ্যোগ
ii. প্রশিক্ষণ
iii. উচ্চ শিক্ষা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৪. দেশ অর্থনৈতিকভাবে উন্নত হবে যদি - (অনুধাবন)
i. আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়
ii. শ্রমিক হওয়ার মনোভাব বাড়ানো যায়
iii. উদ্যোক্তা তৈরি করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৫. আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণে সহায়তা করে- (অনুধাবন)
i. যুব প্রশিক্ষণ কেন্দ্র
ii. অধিক উপার্জনের উচ্চ আকাঙ্ক্ষা
iii. স্বনির্ভর কাজে নিয়োজিত থাকার ইচ্ছা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৬. প্রশিক্ষণের মাধ্যমে সৃষ্টি করা সম্ভব- (অনুধাবন)
i. দক্ষ কর্মী
ii. আত্মকর্মসংস্থান
iii. সরকারি চাকরির সুযোগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৭. সাহেদা নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে চাচ্ছে। এজন্য তার প্রয়োজন হবে- (প্রয়োগ)
i. মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা গ্রহণ
ii. প্রশিক্ষণ গ্রহণ
iii. উপযুক্ত ক্ষেত্র নির্বাচন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৮. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে প্রয়োজন- (অনুধাবন)
i. শিক্ষা ব্যবস্থার পরিবর্তন
ii. আত্মকর্মসংস্থানে সহায়ক প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি
iii. আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা প্রচার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৯. সাব্বির লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে একটি মৎস খামার স্থাপন করেন। সাব্বিরের এই কাজটি- (প্রয়োগ)
i. অর্থনীতির উন্নয়নের অন্তরায়
ii. আত্মকর্মসংস্থানের অন্তর্ভুক্ত
iii. নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১০. জামাল নিজের বাড়িতে মাখন তৈরি করে। বাজারে বিক্রয় করেন এটি - (প্রয়োগ)
i. আত্মকর্মসংস্থানের একটি উপযুক্ত ক্ষেত্র-
ii. দক্ষ জনশক্তি সৃষ্টি করে
iii. দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১১. আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায় পরিচালনা করে সাফল্য অর্জন করতে হলে- (অনুধাবন)
i. সঠিক পণ্য নির্বাচন করতে হবে
ii. প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে
iii. অধিক মূলধন বিনিয়োগ করতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২১২. দেশে দক্ষ জনশক্তি সৃষ্টি হবে- (অনুধাবন)
i. উদ্যোগ গ্রহণের মাধ্যমে
ii. আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে
iii. প্রশিক্ষণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২১৩. ঝুঁকি ও আয়ের সম্ভাবনা থাকে- (অনুধাবন)
i. আত্মকর্মসংস্থানে
ii. ব্যবসায় উদ্যোগে
iii. চাকরিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ব্যবসায় উদ্যোগ MCQ 🍭 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৪ ও ২১৫ নং প্রশ্নের উত্তর দাও :
আসাদ লেখাপড়া শেষ করে চাকরির চেষ্টা করে। কিন্তু চাকরি না পেয়ে সে নিজেই কিছু করার চিন্তাভাবনা করছে।

২১৪. আসাদ কী করতে চাচ্ছে? (প্রয়োগ)
✅ বৃহৎ ব্যবসায় স্থাপন
[খ] আত্মকর্মসংস্থান সৃষ্টি
[গ] শিল্প উদ্যোগ গ্রহণ
[ঘ] চাকরিতে যোগদান

২১৫. এক্ষেত্রে আসাদের সহায়তা পেতে পারে- (উচ্চতর দক্ষতা)
i. বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড থেকে
ii. মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে
iii. যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ২১৬ ও ২১৭ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব শাহজাহান তার বাড়িতে মুরগির খামার করেন। কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকায় তিনি যথাযথভাবে তার খামারটি পরিচালনা করতে পারেননি। ফলে তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

২১৬. জনাব শাহজাহানের মধ্যে কোনটির অভাব রয়েছে? (প্রয়োগ)
[ক] মূলধন সংগ্রহের ক্ষমতা
[খ] পরিশ্রম করার মানসিকতা
✅ প্রয়োজনীয় প্রশিক্ষণ
[ঘ] সহযোগিতার মনোভাব

২১৭. উক্ত অভাব পূরণে তিনি যেসব প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারেন- (উচ্চতর দক্ষতা)
i. যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে
ii. নট্রামস
iii. ব্রাক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post