SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০২ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ফিন্যান্স ও ব্যাংকিং
দ্বিতীয় অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-02
Finance and Banking
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?
[ক] ক্ষুদ্র ঋণ
✅ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
[গ] ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
[ঘ] প্রাপ্য বিল বাট্টাকরণ

২. ব্যবসার প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণে উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়-
i. মূলধন যোগানের ব্যয়
ii. মূলধনের গুরুত্ব ও লক্ষ্য
iii. বিভিন্ন ধরনের উপকারিতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
পোশাকশিল্প ব্যবসায়ী জনাব বজলুর সাহেব তার নতুন প্রতিষ্ঠানের জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি সাত বছরের জন্য ভাড়া নিয়েছেন। অল্প দিনের মধ্যেই তিনি ব্যবসায়ী মহলে সুপরিচিতি লাভ করেন।

৩. জনাব বজলুর সাহেবের তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন?
[ক] ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
✅ লিজিং
[গ] ঋণপত্র
[ঘ] বাণিজ্যিক পত্র

৪. বজলুর সাহেবের তহবিল সংগ্রহের ক্ষেত্রে নিচের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন?
[ক] সঞ্চিতি তহবিল ব্যবহার
✅ দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ
[গ] অবণ্টিত লভ্যাংশ ঋণ
[ঘ] বাধ্যতামূলক সুদ প্রদান

৫. বাণিজ্যিকপত্র অর্থায়নের কোন জাতীয় উৎস? (সকল বোর্ড ’১৫)
✅ স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] অভ্যন্তরীণ

৬. দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতি কী? (সকল বোর্ড ’১৫)
[ক] ঋণ
✅ লিজিং
[গ] ঋণপত্র
[ঘ] বন্ড

নিচের উদ্দীপকটি পড় এবং ৭নং প্রশ্নের উত্তর দাও :
পান্না বেকারির মালিক ক্রেতাদের নিকট থেকে বেশ কিছু বিল পান। টাকার প্রয়োজনে তিনি বিলগুলো বাট্টাকরণ করেন।

৭. পান্না বেকারির নিকট বিলগুলো- (স.বো. ’১৫)
[ক] প্রদত্ত বিল
✅ প্রাপ্য বিল
[গ] প্রদেয় বিল
[ঘ] প্রাপ্ত বিল

ভূমিকা : পৃষ্ঠা-১৫

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮. তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বণ্টনকে কী বলে? (জ্ঞান)
[ক] ব্যবসায়
[খ] বাণিজ্য
[গ] ব্যাংকিং
✅ অর্থায়ন

৯. কারবারের বিভিন্ন অবস্থায় বিভিন্ন অর্থায়নের উৎস ব্যবহার করা হয় কেন? (অনুধাবন)
✅ বিভিন্ন অর্থায়নের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে
[খ] বিভিন্ন অর্থায়নের অভিন্ন বৈশিষ্ট্যের কারণে
[গ] অবস্থার সহিত অর্থায়নের বৈশিষ্ট্য পরিবর্তন হওয়ায়
[ঘ] কারবারের নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট অর্থায়নের কারণে

১০. কোনটির জন্য শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? (অনুধাবন)
✅ স্থায়ী মূলধন
[খ] চলতি মূলধন
[গ] স্থায়ী খরচ
[ঘ] চলতি খরচ

১১. কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের সুযোগ ব্যবহার করা উচিত? (জ্ঞান)
✅ বাকিতে ক্রয়
[খ] নগদ ক্রয়
[গ] দেশীয় পণ্য ক্রয়
[ঘ] বাকিতে বিক্রয়

১২. কোনটির জন্য স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত? (উচ্চতর দক্ষতা)
✅ কাঁচামাল ক্রয়
[খ] যন্ত্রপাতি ক্রয়
[গ] স্থায়ী খরচ
[ঘ] ব্যয় নিয়ন্ত্রণ

১৩. কারবারের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উৎস নির্বাচন কোন ব্যবস্থাপনার কাজ? (জ্ঞান)
[ক] অর্থ
✅ অর্থায়ন
[গ] কারবার
[ঘ] হিসাববিজ্ঞান

১৪. তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে কোন বাক্যটি সত্য? (অনুধাবন)
[ক] তহবিল সংগ্রহের উৎস ভিন্ন হলেও খরচ এক
[খ] তহবিল সংগ্রহে বিভিন্ন উৎস ব্যবহারে ঝামেলা সৃষ্টি হয়
[গ] তহবিল সংগ্রহের উৎসে ভিন্নতা থাকলেও ব্যবহার এক
✅ ভিন্ন মেয়াদভিত্তিক তহবিলের সুবিধা অসুবিধা আলাদা

১৫. প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস নির্বাচনে জনাব শফিউল্লাহ নিচের কোন বিষয়টি বিবেচনায় আনবেন না? (প্রয়োগ)
[ক] তহবিল উৎসের সুবিধা-অসুবিধা
[খ] তহবিল প্রয়োজনের ধরন ও উদ্দেশ্য
[গ] প্রতিষ্ঠানের প্রকৃতি
✅ প্রতিষ্ঠানের সম্ভাব্য মুনাফা

১৬. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি? (জ্ঞান)
✅ মুনাফা অর্জন
[খ] সম্পদ বৃদ্ধিকরণ
[গ] কারবার সম্প্রসারণ
[ঘ] সঞ্চয় বৃদ্ধিকরণ

১৭. মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও কর বাদ দিলে কী পাওয়া যায়? (জ্ঞান)
✅ নিট মুনাফা
[খ] নিট ক্ষতি
[গ] মোট ক্ষতি
[ঘ] মোট আয়

১৮. নিট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
✅ নিট মুনাফা = মোট মুনাফা - অর্থায়ন খরচ ও কর
[খ] নিট মুনাফা= মোট মুনাফা + অর্থায়ন খরচ-কর
[গ] নিট মুনাফা = মোট মুনাফা - অর্থায়ন খরচ + কর
[ঘ] নিট মুনাফা = মোট সম্পত্তি - অর্থায়ন খরচ

১৯. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে কোনটি ন্যূনতম হওয়া অত্যাবশ্যক? (অনুধাবন)
[ক] তহবিল বণ্টন ব্যয়
[খ] সম্পদ ব্যয়
[গ] প্রাথমিক খরচ
✅ তহবিল উৎসের খরচ

২০. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিলের খরচ কিরূপ হওয়া আবশ্যক? (জ্ঞান)
[ক] সর্বোচ্চ
✅ ন্যূনতম
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] স্বল্পমেয়াদি

২১. কোন প্রতিষ্ঠানের মোট ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি হলে কী বুঝায়? (জ্ঞান)
✅ মোট মুনাফা
[খ] নিট মুনাফা
[গ] মোট ক্ষতি
[ঘ] নিট ক্ষতি

২২. কিসের জন্য শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? (অনুধাবন)
✅ স্থায়ী মূলধনের জন্য
[খ] চলতি মূলধনের জন্য
[গ] স্থায়ী আয়ের জন্য
[ঘ] চলতি আয়ের জন্য

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩. অর্থায়ন বলতে বোঝায়- (অনুধাবন)
i. তহবিল সংগ্রহ
ii. তহবিল ব্যবস্থাপনা
iii. তহবিল বণ্টন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪. দৈনন্দিন প্রয়োজনে তহবিল সংগ্রহের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হলো- (অনুধাবন)
i. বাকিতে পণ্য ক্রয়
ii. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
iii. শেয়ার বিক্রি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে তহবিল ব্যবহার করা উচিত- (অনুধাবন)
i. ধারে ক্রয়
ii. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
iii. শেয়ার বিক্রয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে হবে- (অনুধাবন)
i. সর্বোচ্চ সুবিধা প্রদানকারী উৎস হতে
ii. ন্যূনতম খরচযুক্ত উৎস হতে
iii. সর্বোচ্চ মুনাফা প্রদানকারী উৎস হতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. জনাব কামরুলের মুদি দোকান থেকে ২০১৫ সালে মোট মুনাফা হয়েছে ১ লাখ টাকা। এ থেকে কামরুল নিট মুনাফা পাবেন- (প্রয়োগ)
i. কর বাদ দিলে
ii. আমদানি শুল্ক বাদ দিলে
iii. তহবিল উৎস বাবদ খরচ বাদ দিলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

বিভিন্ন প্রকার তহবিলের উৎসের ধারণা : পৃষ্ঠা - ১৫

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৮. ব্যবসায় করার জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করাকে কী বলে? (জ্ঞান)
[ক] অর্থায়ন
[খ] বিনিয়োগ
✅ ব্যবসায় অর্থায়ন
[ঘ] ব্যবসায় ব্যবস্থাপনা

২৯. ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ ব্যবসায়ে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করা
[খ] ব্যবসায়ে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা
[গ] ব্যবসায়ের অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা
[ঘ] ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণ করা

৩০. ভবিষ্যত বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করা যায়- (জ্ঞান)
[ক] স্থায়ী খরচ নির্বাহের জন্য
✅ দৈনন্দিন খরচ নির্বাহের জন্য
[গ] স্থায়ী সম্পদ অর্জনের জন্য
[ঘ] নতুন খাতে বিনিয়োগের জন্য

৩১. মি. কুদ্দুস নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন খরচ পরিচালনার জন্য কোন ধরনের ঋণ গ্রহণ করতে পারেন? (প্রয়োগ)
✅ স্বল্পমেয়াদি
[খ] দীর্ঘমেয়াদি
[গ] মধ্যমেয়াদি
[ঘ] নিজস্ব তহবিল

৩২. জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রূপা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকি সম্পত্তিটি কোন ধরনের? (প্রয়োগ)
[ক] স্থাবর সম্পত্তি
✅ অস্থাবর সম্পত্তি
[গ] অদৃশ্যমান সম্পত্তি
[ঘ] স্পর্শনীয় সম্পত্তি

৩৩. বড় ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে ব্যবসায়ের অর্থসংস্থান করে? (অনুধাবন)
✅ শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে
[খ] পণ্য বিক্রয় করে
[গ] নিজস্ব তহবিল হতে
[ঘ] স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে

৩৪. কোন ধরনের উৎস হতে অর্থ সংগ্রহ করে দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়? (অনুধাবন)
[ক] পণ্য বিক্রয়লব্ধ অর্থ
[খ] বাণিজ্যিক ব্যাংক হতে ঋণগ্রহণ
[গ] বাকিতে কাঁচামাল ক্রয়
✅ শেয়ার ও ঋণপত্র বিক্রয়

৩৫. শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে কোন ধরনের ব্যবসায় সংগঠন? (জ্ঞান)
[ক] অতিক্ষুদ্র
[খ] ক্ষুদ্র
[গ] মাঝারি
✅ বড়

৩৬. তহবিল সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো সাধারণত কয়টি উৎস ব্যবহার করে? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] ছয়

৩৭. মালিক পক্ষের প্রদত্ত তহবিলকে কী বলা হয়? (জ্ঞান)
✅ অভ্যন্তরীণ তহবিল
[খ] বহিস্থ তহবিল
[গ] পারিবারিক তহবিল
[ঘ] সঞ্চিত তহবিল

৩৮. ঋণদাতা কর্তৃক প্রদত্ত তহবিলকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] অভ্যন্তরীণ তহবিল
✅ বহিস্থ তহবিল
[গ] আন্তর্জাতিক তহবিল
[ঘ] অবণ্টিত মুনাফা তহবিল

৩৯. বেশিরভাগ প্রতিষ্ঠানে সাধারণত কোন দু’টি তহবিলের উৎস ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক
[খ] স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি
✅ অভ্যন্তরীণ ও বহিস্থ
[ঘ] মুনাফাভিত্তিক ও মালিকানাভিত্তিক

৪০. কীসের উপর ভিত্তি করে তহবিল সংগ্রহ করা উচিত? (জ্ঞান)
[ক] কারবারের মূলধন
[খ] কারবারের মুনাফা
✅ কারবারের অবস্থা
[ঘ] কারবারের লক্ষ্য

৪১. কারবারের অর্থায়ন বলতে কোনটিকে বোঝায়? (অনুধাবন)
[ক] কারবারে মূলধন আনয়ন
[খ] কারবারে নগদ অর্থ আনয়ন
✅ কারবারের জন্য অর্থায়ন
[ঘ] কারবারের জন্য ঋণ গ্রহণ

৪২. আন্তর্জাতিক তহবিল কোন ধরনের অর্থায়নের উৎস? (জ্ঞান)
[ক] স্বল্পমেয়াদি
✅ মধ্যমেয়াদি
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] স্থায়ী

৪৩. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
[ক] সঞ্চিতি তহবিল
[খ] প্রদেয় বিল
✅ মালিকের মূলধন
[ঘ] ঋণপত্র

৪৪. স্বল্পমেয়াদি তহবিলের উৎস কত প্রকার? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ

৪৫. কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক পত্র
[খ] গ্রাম্য মহাজন
✅ লিজিং
[ঘ] ক্ষুদ্র ঋণ

৪৬. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো কোন ধরনের অর্থসংস্থানের উৎস? (জ্ঞান)
[ক] স্বল্পমেয়াদি
✅ মধ্যমেয়াদি
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] অভ্যন্তরীণ

৪৭. কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
[ক] ঋণ
[খ] ঋণপত্র
[গ] লিজিং
✅ বেসরকারি প্রতিষ্ঠান

৪৮. রসুলপুর গ্রামের ব্যবসায়ীরা চড়া সুদের বিনিময়ে মহাজনের কাছ থেকে ব্যবসার প্রয়োজনে বিভিন্ন অংকের ঋণ নেয়। এ গ্রামের ব্যবসায়ীরা কোন ধরনের উৎস হতে অর্থায়ন করে? (প্রয়োগ)
[ক] প্রাতিষ্ঠানিক উৎস
✅ অপ্রাতিষ্ঠানিক উৎস
[গ] অভ্যন্তরীণ উৎস
[ঘ] আর্থিক প্রতিষ্ঠান

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৯. ব্যবসায়ের দৈনন্দিন খরচের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. মেশিন মেরামত
ii. বাড়ি ভাড়া প্রদান
iii. বিদ্যুৎ বিল প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্য অর্থসংস্থান করা হয়- (অনুধাবন)
i. ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীতে অগ্রিম গ্রহণ করে
ii. বাকিতে মালামাল ক্রয় করে
iii. বাণিজ্যিক ব্যাংক হতে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১. স্থাবর সম্পত্তি হলো- (অনুধাবন)
i. বিল্ডিং ফ্যাক্টরি
ii. জমি
iii. মনিহারি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. স্কয়ার লিমিটেড একটি যৌথ মূলধনী কোম্পানি। পুঁজির সংকট এড়ানোর জন্য প্রতিষ্ঠানটি যে পদক্ষেপ গ্রহণ করতে পারে তা হলো- (প্রয়োগ)
i. মূল্যবান মেশিনারিজ ও যন্ত্রপাতি ভাড়া নিতে পারে
ii. বিল্ডিং অথবা জমি ক্রয় না করে লিজ নিতে পারে
iii. আইন সম্মতভাবে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩. ব্যবসায়ীরা সাধারণত তার নিজস্ব সঞ্চয় হতে স্থায়ী বিনিয়োগের অর্থ সংগ্রহের চেষ্টা করে। কারণ- (উচ্চতর দক্ষতা)
i. এ অর্থ যে কোনো মেয়াদে ব্যবহার করা যায়
ii. এ অর্থের জন্য কোনো সুদ দিতে হয় না
iii. নিজস্ব সঞ্চয় বিধায় কারও নিকট জবাবদিহি করতে হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. অস্থাবর সম্পত্তি হলো- (অনুধাবন)
i. কাঁচামাল
ii. বিক্রয়যোগ্য মালামাল
iii. যন্ত্রপাতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তহবিল সংগ্রহে নানারকম উৎস ব্যবহার করে থাকে- (অনুধাবন)
i. ব্যবসায়ের গঠনগত ভিন্নতার কারণে
ii. ব্যবসায়ের প্রকৃতিগত ভিন্নতার কারণে
iii. ব্যবসায়ের উদ্দেশ্যগত ভিন্নতার কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৬. ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করে কারণ প্রতিটি উৎসের রয়েছে- (অনুধাবন)
i. মেয়াদের ভিন্নতা
ii. খরচের ভিন্নতা
iii. সুযোগ-সুবিধার ভিন্নতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৭. দুলাল দর্জি দোকান প্রতিষ্ঠা করতে চায়। দোকানটির জন্য সে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে যেসব উৎস হতে- (প্রয়োগ)
i. গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অনুদান
ii. ঋণদাতা প্রতিষ্ঠান
iii. মালিকপক্ষ বা নিজস্ব তহবিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস হলো- (অনুধাবন)
i. বাণিজ্যিক পত্র
ii. গ্রাম মহাজন
iii. ক্ষুদ্র ঋণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. স্বল্পমেয়াদি প্রাতিষ্ঠানিক তহবিল উৎসের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. প্রাপ্য বিল বাট্টাকরণ
ii. প্রদেয় বিল
iii. ক্ষুদ্র ঋণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬০. দীর্ঘমেয়াদি তহবিল উৎসের অন্তর্ভুক্ত হলো- (অনুধাবন)
i. ঋণ
ii. ঋণপত্র
iii. লিজিং

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. বহিস্থ তহবিলের উৎস হতে পারে- (অনুধাবন)
i. স্বল্পমেয়াদি
ii. মধ্যমেয়াদি
iii. দীর্ঘমেযাদি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ফারুক একটি দর্জি দোকানের মালিক। ব্যবসায়ের শুরুতে তিনি নিজস্ব সঞ্চয় হতে মেশিন ক্রয় করেন। তবে তার নিজস্ব সঞ্চয় যদি যথেষ্ট না হত তবে তিনি বিভিন্ন উৎস হতে তহবিল সংগ্রহ করতে পারতেন।

৬২. জনাব ফারুকের সংগ্রহকৃত তহবিল উৎসের সুবিধা কোনটি? (প্রয়োগ)
[ক] বড় অংকের হয়
✅ যেকোন মেয়াদে ব্যবহার করা যায়
[গ] সুদের হার কম
[ঘ] উৎসের খরচ কম

৬৩. জনাব ফারুক প্রয়োজনবোধে তহবিল সংগ্রহ করতে পারবেন- (উচ্চতর দক্ষতা)
i. বাণিজ্যিক পত্র বিক্রয়ের মাধ্যমে
ii. বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ গ্রহণ করে
iii. অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বন্ধকি ঋণ গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অভ্যন্তরীণ তহবিল : পৃষ্ঠা-১৫

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৪. মালিক তার সঞ্চিত মুনাফার মাধ্যমে যে তহবিল বিনিয়োগ করে তাকে কী বলে? (জ্ঞান)
✅ অভ্যন্তরীণ তহবিল
[খ] বহিস্থ তহবিল
[গ] স্বল্পমেয়াদি তহবিল
[ঘ] দীর্ঘমেয়াদি তহবিল

৬৫. অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৬৬. অভ্যন্তরীণ তহবিলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
[ক] অভ্যন্তরীণ তহবিলে সুদ প্রদান করতে হয়
✅ অভ্যন্তরীণ তহবিল অব্যবহৃত মুনাফার মাধ্যমে সৃষ্টি হয়
[গ] অভ্যন্তরীণ তহবিল কর যোগ্য নয়
[ঘ] অভ্যন্তরীণ তহবিল নির্দিষ্ট মেয়াদান্তে পরিশোধ যোগ্য

অভ্যন্তরীণ উৎসের মালিকানাভিত্তিক শ্রেণিবিভাগ : পৃষ্ঠা - ১৬

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬৭. একমালিকানা ব্যবসায়ে অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
✅ মালিকের নিজস্ব অর্থ
[খ] শেয়ার বিক্রয়ের অর্থ
[গ] জামানতবিহীন ব্যাংক ঋণ
[ঘ] ক্রেতা হতে অগ্রিম গ্রহণ

৬৮. মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
[ক] সঞ্চিতি তহবিল
[খ] প্রদেয় বিল
✅ মালিকের মূলধন
[ঘ] ঋণপত্র

৬৯. একমালিকানা ব্যবসায় তহবিলের প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
[ক] ঋণপত্র
[খ] ব্যাংক ঋণ
[গ] গ্রাম্যমহাজন
✅ মালিকের নিজস্ব তহবিল

৭০. নিম্নের কোনটি মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস? (জ্ঞান)
[ক] সঞ্চিত তহবিল
[খ] লভ্যাংশ সমতাকরণ তহবিল
✅ শেয়ার
[ঘ] অবণ্টিত মুনাফা

৭১. নিচের কোন উৎসটি হতে শুধুমাত্র কোম্পানি তহবিল সংগ্রহ করতে পারে? (অনুধাবন)
[ক] অবণ্টিত মুনাফা
[খ] জমাতিরিক্ত উত্তোলন
✅ শেয়ার ইস্যু
[ঘ] লিজিং

৭২. অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারবৃন্দ ব্যবসায়ে যে তহবিল বিনিয়োগ করে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] শেয়ার
[খ] ঋণপত্র
[গ] বিনিয়োগ
✅ মূলধন

৭৩. যৌথ মূলধনী ব্যবসায় কত প্রকার? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৭৪. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ২ থেকে ১০ জন
[খ] ২ থেকে ২০ জন
[গ] ২ থেকে ৩০ জন
✅ ২ থেকে ৫০ জন

৭৫. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন উদ্যোক্তা সংখ্যা কত? (জ্ঞান)
[ক] দুইজন
[খ] তিনজন
✅ সাতজন
[ঘ] অনির্দিষ্ট

৭৬. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
[ক] ২ জন
✅ ৭ জন
[গ] ২০ জন
[ঘ] ৫০ জন

৭৭. পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? (জ্ঞান)
[ক] সাতজন
[খ] বিশ জন
[গ] পঞ্চাশ জন
✅ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ

৭৮. শেয়ার বাজারে শেয়ার বিক্রয় না করে নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে কোন সংগঠন? (অনুধাবন)
[ক] পাবলিক লিমিটেড কোম্পানি
✅ প্রাইভেট লিমিটেড কোম্পানি
[গ] সমবায় সমিতি
[ঘ] অংশীদারি ব্যবসায়

৭৯. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কোনটি? (অনুধাবন)
✅ শেয়ার বিক্রয়
[খ] ঋণপত্র বিক্রয়
[গ] মালিকের নিজস্ব তহবিল
[ঘ] ব্যবসায়ের নিজস্ব জমি বিক্রি করে

৮০. উৎপাদনের উপকরণ কয়টি? (জ্ঞান)
[ক] দুইটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি

৮১. কোন ব্যবসায় সংগঠন জনগণের কাছে শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করে? (অনুধাবন)
✅ পাবলিক লিমিটেড কোম্পানি
[খ] সমবায় সংগঠন
[গ] প্রাইভেট লিমিটেড কোম্পানি
[ঘ] অংশীদারি ব্যবসায়

৮২. কোন ব্যবসায় সংগঠন জনগণকে শেয়ার ক্রয়ের আবেদন জানাতে পারে? (অনুধাবন)
[ক] একমালিকানা ব্যবসায়
[খ] অংশীদারি ব্যবসায়
[গ] প্রাইভেট লিমিটেড কোম্পানি
✅ পাবলিক লিমিটেড কোম্পানি

৮৩. যৌথ মূলধনী কোম্পানির প্রকৃত মালিক কারা? (জ্ঞান)
✅ শেয়ারহোল্ডাররা
[খ] ঋণপত্রের মালিকরা
[গ] কোম্পানির উদ্যোক্তারা
[ঘ] কোম্পানির পরিচালকরা

৮৪. কাদের বিনিয়োগকৃত অর্থ ফেরতযোগ্য? (অনুধাবন)
[ক] মালিকের
✅ ঋণপত্র হোল্ডারদের
[গ] শেয়ারহোল্ডারদের
[ঘ] ব্যবসায়ীদের

৮৫. তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় সবচেয়ে সুবিধাজনক তহবিল উৎস কোনটি? (অনুধাবন)
[ক] দীর্ঘমেয়াদি বহিস্থ উৎস
[খ] স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক উৎস
✅ মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
[ঘ] মধ্যমেয়াদি বহিস্থ উৎস

৮৬. বড় অঙ্কের মোট মূলধনকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে শেয়ার হিসাবে বিক্রয় করে কোন ধরনের সংগঠন? (অনুধাবন)
[ক] অংশীদারি ব্যবসায়
[খ] সমবায় সংগঠন
[গ] প্রাইভেট লিমিটেড কোম্পানি
✅ পাবলিক লিমিটেড কোম্পানি

৮৭. GK নামক প্রতিষ্ঠানটি সম্প্রতি শেয়ার বিক্রয়ের মাধ্যমে ৫ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। এক প্রতিষ্ঠানের ধরন কোনটি? (প্রয়োগ)
[ক] একমালিকানা ব্যবসায়
[খ] অংশীদারি ব্যবসায়
✅ কোম্পানি সংগঠন
[ঘ] সমবায় সমিতি

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮৮. সংগঠনের ভিত্তিতে কারবার হতে পারে- (অনুধাবন)
i. একমালিকানা
ii. অংশীদারি
iii. যৌথ মূলধনী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৯. একমালিকানা ব্যবসায়ে অভ্যন্তরীণ তহবিলের উৎস হলো- (অনুধাবন)
i. মালিকের নিজস্ব অর্থ
ii. মালিক কর্তৃক সরবরাহকৃত যে কোনো উৎপাদনের উপকরণ
iii. ব্যাংক হতে সংগৃহীত স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি ঋণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. প্রাইভেট লিমিটেড কোম্পানি-অনুধাবন)
i. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে
ii. জনগণকে শেয়ার ক্রয়ে আমন্ত্রণ জানায়
iii. নির্ধারিত মালিকদের মধ্যে শেয়ার বিক্রয় করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. তারল্যের প্রয়োজনে শেয়ারহোল্ডাররা শেয়ার বিক্রয় করতে পারে- (অনুধাবন)
i. সেকেন্ডারি মার্কেটে
ii. ঢাকা স্টক এক্সচেঞ্জে
iii. শেয়ার বাজারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারহোল্ডারদের কাঙ্ক্ষিত মুনাফা প্রদান করতে না পারলে- (অনুধাবন)
i. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য হ্রাস পায়
ii. শেয়ারহোল্ডাররা হতাশ হয়
iii. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য স্থিতিশীল থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :
এম.এম.জি কোম্পানি লিমিটেড উন্নতমানের পণ্য সরবরাহের মাধ্যমে সারা দেশে বেশ সুনাম অর্জন করেছে। কোম্পানিটি শেয়ার বাজারে শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেছে। কোম্পানিটি লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে নিজস্ব সুনাম অটুট রাখতে একটি তহবিল সৃষ্টি করেছে। কোনো আর্থিক বছর কোম্পানিটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ উক্ত তহবিলের সহায়তায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করে।

৯৩. উদ্দীপকের এম.এম.জি কোম্পানিটি কোন ধরনের সংগঠন? (প্রয়োগ)
[ক] একমালিকানা ব্যবসায় সংগঠন
[খ] অংশীদারি ব্যবসায় সংগঠন
✅ পাবলিক লিমিটেড কোম্পানি
[ঘ] প্রাইভেট লিমিটেড কোম্পানি

৯৪. এম.এম.জি কোম্পানির মতো যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি তার দীর্ঘমেয়াদি তহবিলের চাহিদা পূরণে- (উচ্চতর দক্ষতা)
i. জামানতের বিপরীতে দীর্ঘমেয়াদি ঋণ নিতে পারে
ii. শেয়ারের বিকল্প হিসেবে ঋণপত্র ব্যবহার করতে পারে
iii. স্থায়ী সম্পদ লিজ নিয়ে ব্যবহার করতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

অভ্যন্তরীণ উৎসের মুনাফাভিত্তিক শ্রেণিবিভাগ : পৃষ্ঠা - ১৭

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৯৫. ব্যবসায় প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে কী উপার্জন করে? (জ্ঞান)
[ক] মুনাফা
[খ] সমৃদ্ধি
✅ অর্থ
[ঘ] সুনাম

৯৬. উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে কে? (অনুধাবন)
[ক] সরকার
[খ] শেয়ারহোল্ডার
[গ] ঋণদাতা
✅ ব্যবসায় প্রতিষ্ঠান

৯৭. ঋণের ক্ষেত্রে কোনটি প্রদান করা বাধ্যতামূলক? (জ্ঞান)
[ক] প্রতিশ্রুতি
[খ] দলিল
[গ] চুক্তিপত্র
✅ কিস্তি

৯৮. কোন ক্ষেত্রে তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কম? (জ্ঞান)
✅ মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসে
[খ] স্বল্পমেয়াদি বহিস্থ উৎসে
[গ] মধ্যমেয়াদি বহিস্থ উৎসে
[ঘ] দীর্ঘমেয়াদি বহিস্থ উৎসে

৯৯. তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় সবচেয়ে সুবিধাজনক তহবিল উৎস কোনটি? (অনুধাবন)
[ক] দীর্ঘমেয়াদি বহিস্থ উৎস
[খ] স্বল্পমেয়াদি অপ্রাতিষ্ঠানিক উৎস
✅ মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
[ঘ] মধ্যমেয়াদি বহিস্থ উৎস

১০০. নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
[ক] লভ্যাংশ
[খ] সঞ্চিত তহবিল
✅ অবণ্টিত মুনাফা
[ঘ] লিজিং

১০১. অবণ্টিত মুনাফা কী করা হয়? (অনুধাবন)
[ক] শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়
[খ] ঋণদাতাদের মধ্যে বণ্টন করা হয়
✅ শেয়ারহোল্ডারদের বণ্টন না করে বিনিয়োগ করা হয়
[ঘ] বিনিয়োগকারীদের বণ্টন না করে জমা রাখা হয়

১০২. শেয়ারহোল্ডারদের মধ্যে অবণ্টিত মুনাফা থেকে কোন তহবিল সৃষ্টি হয়? (জ্ঞান)
[ক] নগদ তহবিল
[খ] মূলধনী তহবিল
✅ সঞ্চিতি তহবিল
[ঘ] ভবিষ্যৎ তহবিল

১০৩. সঞ্চিতি তহবিল সৃষ্টি করা হয় কেন? (অনুধাবন)
[ক] ভবিষ্যতের বিশেষ প্রয়োজন পূরণ করার জন্য
✅ ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য
[গ] কারবারের চলমান বিপর্যয় মোকাবিলার জন্য
[ঘ] অনাদায়ী পাওনাজনিত ক্ষতি পূরণের জন্য

১০৪. ২০১৫ সালে মুন্নু সিরামিকস কোম্পানির নিট মুনাফা ১,২০,০০০ টাকা। উক্ত কোম্পানি নিট মুনাফার ৭৫% লভ্যাংশ হিসেবে ঘোষণা করলে অবণ্টিত মুনাফার পরিমাণ কত? (উচ্চতর দক্ষতা)
[ক] ৯০,০০০ টাকা
[খ] ১,২০,০০০ টাকা
✅ ৩০,০০০ টাকা
[ঘ] ১,৫০,০০০ টাকা

১০৫. পাবলিক লিমিটেড কোম্পানির মুনাফা লভ্যাংশ হিসেবে কাদের মধ্যে বণ্টিত হয়? (অনুধাবন)
[ক] জনগণের
✅ শেয়ারহোল্ডারদের
[গ] অংশীদারদের
[ঘ] সদস্যদের

১০৬. সাধারণত লাভজনক কোম্পানির ক্ষেত্রে শেয়ারহোল্ডাররা নিয়মিতভাবে কী পেয়ে থাকে? (অনুধাবন)
[ক] সুদ
✅ লভ্যাংশ
[গ] বোনাস
[ঘ] উপহার

১০৭. কোনটির সাথে কোম্পানির সুনাম জড়িত থাকে? (জ্ঞান)
[ক] মুনাফা
✅ লভ্যাংশ
[গ] ঋণের সুদ
[ঘ] বিনিয়োগের সুদ

১০৮. লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কোনটি জড়িত? (জ্ঞান)
[ক] লাভ-লোকসান
[খ] নিয়ম-কানুন
✅ সুনাম
[ঘ] কোম্পানির ভবিষ্যত

১০৯. লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টি করা হয় কেন? (অনুধাবন)
[ক] ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য
[খ] ভবিষ্যৎ আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য
[গ] প্রদেয় করের পরিমাণ কমানোর জন্য
✅ প্রতি বছর নিয়মিতভাবে লভ্যাংশ প্রদান করার জন্য

১১০. ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য কোন ধরনের তহবিল সৃষ্টি করা হয়? (জ্ঞান)
[ক] নগদ তহবিল
[খ] ভবিষ্যৎ তহবিল
[গ] ব্যাংক তহবিল
✅ সঞ্চিতি তহবিল

১১১. সাধারণত বছরে কত বার কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে? (অনুধাবন)
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

১১২. রিফাত এন্টারপ্রাইজ ৭,০০০ টাকা খরচ করে ১০০টি চেয়ার তৈরি করে ১০,০০০ টাকায় বিক্রি করল। বিক্রয় খরচ ৫০০ টাকা হলে নিট মুনাফা কত? (প্রয়োগ)
✅ ২,৫০০ টাকা
[খ] ৩,০০০ টাকা
[গ] ৭,০০০ টাকা
[ঘ] ১০,০০০ টাকা

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১৩. যে কোনো প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বিভিন্ন তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায় কখন? (অনুধাবন)
i. মুনাফা থেকে ঋণের সুদ বাদ দেয়ার পর
ii. সরকারকে প্রদেয় ট্যাক্স বাদ দেয়ার পর
iii. মুনাফার একটা অংশ ভবিষ্যৎ তহবিলে জমা রাখার পর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৪. অবণ্টিত মুনাফা দ্বারা সঞ্চিতি তহবিল সৃষ্টি করা হয়- (প্রয়োগ)
i. ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য
ii. ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য
iii. ঋণের সুদ ও কিস্তি পরিশোধ করার জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৫. নিট মুনাফা হতে সঞ্চিতি তহবিল সৃষ্টির উদ্দেশ্য- (অনুধাবন)
i. ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণ
ii. ভবিষ্যতে আর্থিক বিপর্যয় মোকাবিলা
iii. ভবিষ্যতে মালিকের ব্যক্তিগত ঝুঁকি মোকাবিলা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১৬. লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টির উদ্দেশ্য হলো- (প্রয়োগ)
i. প্রতি বছর নিয়মিত লভ্যাংশ প্রদান
ii. কোনো বছর মুনাফা না হলেও লভ্যাংশ প্রদানের সমর্থ অর্জন
iii. স্থায়ী সম্পত্তি ক্রয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১১৭ ও ১১৮নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সামির তার ব্যবসায় সম্প্রসারণ করার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে জনতা ব্যাংকে আবেদন করেন কিন্তু, ব্যাংক ঋণ প্রদানে অস্বীকৃতি জানান। অবশেষে তিনি তার বিগত বছরের মুনাফা তহবিল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন।

১১৭. জনাব সামির কোন উৎসটি থেকে তহবিল ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন? (প্রয়োগ)
[ক] মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
✅ মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
[গ] মধ্যমেয়াদি উৎস
[ঘ] দীর্ঘমেয়াদি উৎস

১১৮. এই উৎসটি ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য- (উচ্চতর দক্ষতা)
i. ঝুঁকি কম
ii. বাধ্যতামূলক সুদ প্রদান করতে হয় না
iii. সরকারকে ট্যাক্স দিতে হয় না

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

বহিস্থ তহবিল : পৃষ্ঠা-১৭

১১৯. বাহ্যিক অর্থসংস্থানের সবচেয়ে জনপ্রিয় উৎস কোনটি? (জ্ঞান)
[ক] ব্যাংক জমাতিরিক্ত
✅ ব্যাংক ঋণ
[গ] ধার
[ঘ] বাকিতে ক্রয়

১২০. বহিস্থ তহবিলের উৎস কোনটি? (জ্ঞান)
✅ বাণিজ্যিক ব্যাংক
[খ] মালিকের মূলধন
[গ] লভ্যাংশ সমতাকরণ তহবিল
[ঘ] শেয়ার

১২১. কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহিস্থ অর্থসংস্থান তহবিল সংগ্রহের প্রধান উৎস হিসেবে কাজ করে? (জ্ঞান)
[ক] বৃহৎ প্রতিষ্ঠান
✅ ক্ষুদ্র প্রতিষ্ঠান
[গ] উৎপাদনমুখী প্রতিষ্ঠান
[ঘ] সেবামূলক প্রতিষ্ঠান

১২২. বহিস্থ তহবিলের বড় অসুবিধা কোনটি? (অনুধাবন)
[ক] বেশি হারে সুদ দিতে হবে
[খ] সরকারকে বেশি কর দিতে হয়
✅ সুদ প্রদান করা বাধ্যতামূলক
[ঘ] তহবিল সংগ্রহ করা কঠিন

১২৩. নিয়মিতভাবে কিস্তি পরিশোধ করতে হয় কোন ক্ষেত্রে? (জ্ঞান)
[ক] অবণ্টিত মুনাফা
[খ] শেয়ার
[গ] মালিকের মূলধন
✅ ব্যাংক ঋণ

১২৪. মেয়াদের ভিত্তিতে বহিস্থ তহবিল কয় প্রকার? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৫. বহিস্থ তহবিল বলতে বোঝায়- (অনুধাবন)
i. প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস
ii. প্রতিষ্ঠানের ভিতরের কোনো উৎস
iii. প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক যে কোনো উৎস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৬. বহিস্থ তহবিলের উৎস হলো- (অনুধাবন)
i. সঞ্চিতি তহবিল
ii. ঋণপত্র
iii. ব্যাংক ঋণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৭. ব্যাংক ঋণের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. অনির্দিষ্ট মেয়াদ থাকে
ii. সুদের হার নির্দিষ্ট থাকে
iii. মেয়াদান্তে আসল পরিশোধ করা বাধ্যতামূলক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১২৮. বহিস্থ তহবিলের উৎস হতে পারে- (অনুধাবন)
i. স্বল্পমেয়াদি
ii. মধ্যমেয়াদি
iii. দীর্ঘমেয়াদি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

বহিঃস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস : পৃষ্ঠা-১৮

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২৯. স্বল্পমেয়াদি উৎস হতে অর্থসংস্থানের খরচ কিরূপ? (অনুধাবন)
[ক] তুলনামূলকভাবে সর্বোচ্চ হতে পারে
[খ] তুলনামূলকভাবে সর্বনিম্ন হতে পারে
✅ তুলনামূলকভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুইই হতে পারে
[ঘ] মধ্যমেয়াদি অপেক্ষা সর্বদা বেশি হবে

১৩০. কোন ধরনের উৎস হতে সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়ায় অর্থ আদান-প্রদান করা যায়? (জ্ঞান)
✅ স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
[গ] দীর্ঘমেয়াদি
[ঘ] মুনাফাভিত্তিক

১৩১. প্রতিষ্ঠানের বেশিরভাগ অর্থায়ন স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করার যথার্থ কারণ কী? (উচ্চতর দক্ষতা)
✅ এটি অর্থায়নের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া
[খ] এটি এক বছর বা তার কম সময়ের অর্থায়ন প্রক্রিয়া
[গ] এটি দীর্ঘমেয়াদি অর্থায়নকে অপ্রয়োজনীয় করে তোলে
[ঘ] এটি ব্যবহার করতে কোনোরূপ পরিকল্পনার প্রয়োজন নেই

১৩২. রায়হান সম্প্রতি বসুন্ধরা মার্কেটে একটি ফ্যাশন শপ চালু করেছে। সে কিছুদিন পরপরই গ্রাহকের চাহিদা অনুযায়ী নতুন নতুন আইটেম দোকানে নিয়ে আসে যার খরচও অনেক বেশি। রায়হানের অর্থসংস্থানের জন্য সুবিধাজনক কোনটি? (প্রয়োগ)
[ক] নিজস্ব তহবিল
✅ স্বল্পমেয়াদি উৎস
[গ] মধ্যমেয়াদি উৎস
[ঘ] দীর্ঘমেয়াদি উৎস

১৩৩. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৩৪. বিনিময় বিলের মেয়াদ সাধারণত কত দিন? (জ্ঞান)
[ক] ৩০
[খ] ৬০
✅ ৯০
[ঘ] ১২০

১৩৫. প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত কত দিন? (জ্ঞান)
[ক] ৭
[খ] ৩০
✅ ৯০
[ঘ] ৩৬০

১৩৬. ক্রেতা যে দলিলে নির্দিষ্ট সময় পরে বিক্রেতাকে অর্থ পরিশোধের অঙ্গীকার করে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] চুক্তিপত্র
[খ] চালান
[গ] ভাউচার
✅ বিনিময় বিল

১৩৭. বিক্রেতার নিকট বিনিময় বিল কী হিসেবে বিবেচিত হয়? (অনুধাবন)
✅ প্রাপ্য বিল
[খ] প্রদেয় বিল
[গ] চালান
[ঘ] ক্রেডিট নোট

১৩৮. লিখন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নিচের কোনটিকে স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে ব্যবহার করতে পারবেন? (প্রয়োগ)
✅ প্রাপ্য বিল বাট্টাকরণ
[খ] বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ
[গ] মালিকের মূলধন
[ঘ] মজুদ মাল বন্ধকিকরণ

১৩৯. ১ বছর মেয়াদি ৭,০০০ টাকার বিল ৩% বাট্টায় বাণিজ্যিক ব্যাংকে ভাঙালে কত টাকা নগদ পাওয়া যাবে? (প্রয়োগ)
✅ ৬,৭৯০ টাকা
[খ] ৭,২১০ টাকা
[গ] ৬,৯৪৭ টাকা
[ঘ] ৭,০৫২ টাকা

১৪০. প্রাপ্য বিল বাট্টাকরণকে স্বল্পমেয়াদি উৎস হিসেবে কেন গণ্য করা হয়? (উচ্চতর দক্ষতা)
✅ প্রাপ্য বিল যেকোনো সময় বাট্টা করে নগদে রূপান্তরযোগ্য
[খ] প্রাপ্য বিলের অর্থ তিন মাসের মধ্যে পাওয়া যায়
[গ] প্রাপ্য বিল ক্রেতাকে ফেরত দিয়ে নগদ অর্থ সংগ্রহ করা যায়
[ঘ] প্রাপ্য বিল নগদ অর্থের ন্যায় ব্যবহার করা যায়

১৪১. প্রদেয় বিল অর্থায়নের কী ধরনের উৎস? (জ্ঞান)
[ক] মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
✅ স্বল্পমেয়াদি বহিস্থ উৎস
[গ] মধ্যমেয়াদি বহিস্থ উৎস
[ঘ] মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস

১৪২. ক্রেতার নিকট বিনিময় বিল কোন নামে অভিহিত হয়? (অনুধাবন)
[ক] প্রাপ্য বিল
✅ প্রদেয় বিল
[গ] ডেবিট নোট
[ঘ] ভাউচার

১৪৩. অরূপ দত্ত একজন ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয়ে তিনি অর্থায়নের কোন উৎসটি ব্যবহার করবেন? (প্রয়োগ)
✅ বাকিতে ক্রয়
[খ] ক্রেতার নিকট হতে অগ্রিম গ্রহণ
[গ] বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
[ঘ] অবণ্টিত মুনাফা

১৪৪. ২ মাস পর অর্থ পাবে বিনিময় বিলে এ স্বীকৃতির মাধ্যমে নিলয় ট্রেডার্স সম্প্রতি কাসেম ট্রেডার্সের কাছে ২০ লাখ টাকার পণ্য বাকিতে বিক্রয় করে। কাসেম ট্রেডার্সের কাছে বিনিময় বিলটি কী হিসেবে গণ্য হবে? (প্রয়োগ)
[ক] প্রাপ্য বিল
✅ প্রদেয় বিল
[গ] চালান রশিদ
[ঘ] প্রদেয় ঋণ

১৪৫. স্বল্পমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে প্রধান উৎস কোনটি? (জ্ঞান)
[ক] প্রাপ্য বিল
[খ] ঋণপত্র
[গ] প্রদেয় বিল
✅ জামানতবিহীন ব্যাংক ঋণ

১৪৬. হায়দার আলী ন্যাশনাল ব্যাংক থেকে চাহিবামাত্র পরিশোধ করার শর্তে ৫,০০,০০০ টাকা ঋণ নিয়েছেন। হায়দার আলীর গৃহীত ঋণটি কী নামে পরিচিত? (প্রয়োগ)
✅ স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
[খ] ক্ষুদ্র ঋণ
[গ] বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ
[ঘ] দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ

১৪৭. জয়নাল তার ব্যবসায়ের জন্য ABC ব্যাংক হতে ঋণ নিয়েছে যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়ামাত্রই জয়নাল ঋণ পরিশোধে বাধ্য থাকবে। জয়নালের গৃহীত ঋণটি কী নামে পরিচিত? (প্রয়োগ)
[ক] স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ
✅ চাহিবামাত্র প্রদেয় ঋণ
[গ] নগদ ঋণ
[ঘ] মধ্যমেয়াদি ব্যাংক ঋণ

১৪৮. কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পারে? (অনুধাবন)
✅ যাদের অর্থায়নের বিকল্প উৎস আছে
[খ] যাদের অর্থায়নে বিকল্প উৎস নেই
[গ] যাদের বাজারে সুনাম আছে
[ঘ] যাদের প্রচুর পরিমাণে মূলধন আছে

১৪৯. যেসব প্রতিষ্ঠানে অর্থায়নের বিকল্প উৎস আছে তারা স্বল্প খরচে কোন ধরনের ঋণ ব্যবহার করতে পারে? (অনুধাবন)
✅ চাহিবামাত্র প্রদেয় ঋণ
[খ] দীর্ঘমেয়াদি ঋণ
[গ] মধ্যমেয়াদি ঋণ
[ঘ] প্রদত্ত ঋণ

১৫০. ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক চাওয়ামাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করাকে কী বলে? (অনুধাবন)
[ক] চাহিবামাত্র প্রদেয় ঋণ
[খ] ব্যাংক ড্রাফট
✅ ওভার ড্রাফট
[ঘ] পে-অর্ডার

১৫১. ব্যাংক চাওয়ামাত্রই ঋণগ্রহীতাকে পরিশোধ করতে হয় কোনটি? (অনুধাবন)
[ক] ব্যাংক ড্রাফট
[খ] ডিমান্ড ড্রাফট
[গ] হুন্ডি
✅ ব্যাংক ওভার ড্রাফট

১৫২. কোন ধরনের ঋণের সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদি উৎস হতে বেশি? (অনুধাবন)
[ক] প্রাপ্য বিল বাট্টাকরণ
[খ] প্রদেয় বিল
[গ] বাণিজ্যিক পত্র
✅ ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

১৫৩. যখন ঋণের অর্থ ব্যবহার করা হয় কেবল তখনই সুদ প্রদান করা হয় কোন ধরনের ঋণের ক্ষেত্রে? (অনুধাবন)
[ক] ঋণপত্র
[খ] গ্রাম্য মহাজন
[গ] প্রদেয় বিল
✅ ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

১৫৪. কোন ধরনের ঋণ সাধারণত কৃষিনির্ভর? (জ্ঞান)
[ক] বৃহৎ ঋণ
[খ] মাঝারি ঋণ
[গ] স্বল্পমেয়াদি ঋণ
✅ ক্ষুদ্র ঋণ

১৫৫. কোন ঋণ ক্ষুদ্র ও কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণের নিমিত্তে প্রদান করা হয়? (জ্ঞান)
✅ ক্ষুদ্র ঋণ
[খ] মাঝারি ঋণ
[গ] বৃহৎ ঋণ
[ঘ] দীর্ঘমেয়াদি ঋণ

১৫৬. ক্ষুদ্র ঋণ গ্রহণ করা হয় কেন? (অনুধাবন)
✅ ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণে
[খ] ক্ষুদ্র কুটির শিল্পের স্থায়ী মূলধনের চাহিদা পূরণে
[গ] বড় ধরনের প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য
[ঘ] বড় ধরনের প্রতিষ্ঠানের চলতি ব্যয় নির্বাহের জন্য

১৫৭. ইক্ষু চাষি গনি মিয়া কোন প্রতিষ্ঠান থেকে সহজেই আর্থিক সুবিধা পেতে পারে? (প্রয়োগ)
[ক] বিমা প্রতিষ্ঠান
[খ] বাংলাদেশ ব্যাংক
[গ] সোনালী ব্যাংক
✅ কৃষি ব্যাংক

১৫৮. নিচের কোন প্রতিষ্ঠান থেকে ক্ষুদ্র ঋণ সংগ্রহ করা যায়? (অনুধাবন)
[ক] বাংলাদেশ ব্যাংক
[খ] সোনালী ব্যাংক
✅ গ্রামীণ ব্যাংক
[ঘ] বিনিয়োগ ব্যাংক

১৫৯. ক্ষুদ্র মেয়াদি ঋণ প্রদান করা হয় কিসের ভিত্তিতে? (অনুধাবন)
[ক] ঋণগ্রহীতার নগদ অর্থের চাহিদার ভিত্তিতে
✅ ধাপে ধাপে উদ্দেশ্য অর্জনের ভিত্তিতে
[গ] ঋণদাতার নগদ প্রদানের ক্ষমতার ভিত্তিতে
[ঘ] ঋণগ্রহীতার বিশেষ প্রয়োজনের ভিত্তিতে

১৬০. রফিকের একটি তাঁত শিল্প কারখানা রয়েছে। উক্ত কারখানার জন্য নিচের কোন উৎসটি থেকে সে স্বল্পমেয়াদি অর্থায়ন করতে পারবে? (প্রয়োগ)
[ক] ঋণপত্র
[খ] লিজিং
✅ ক্ষুদ্র ঋণ
[ঘ] বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান

১৬১. অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস কত প্রকার? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ

১৬২. স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসেবে সাগর কোনটি ব্যবহার করতে পারবে? (প্রয়োগ)
[ক] অবণ্টিত মুনাফা
✅ বাণিজ্যিক পত্র
[গ] বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
[ঘ] লভ্যাংশ সমতাকরণ তহবিল

১৬৩. ইস্ট ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটির নিজস্ব সুনাম পুঁজি করে কোনো এক ধরনের মাধ্যম ব্যবহার করে তহবিল সংগ্রহ করেছে যাতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহকদের লাভসহ আসল অর্থ ফেরত দিবে। কিসের মাধ্যমে ব্যাংকটি তহবিল সংগ্রহ করেছে? (প্রয়োগ)
[ক] প্রত্যয়পত্র
✅ বাণিজ্যিক পত্র
[গ] বন্ড বিক্রয়
[ঘ] স্টক বিক্রয়

১৬৪. সারা দেশের মানুষের কাছে বর্ণা টেক্সটাইল একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সাময়িক অর্থ সংকট নিরসনে প্রতিষ্ঠানটি নিচের কোন উৎসটি ব্যবহার করবে? (প্রয়োগ)
✅ বাণিজ্যিক পত্র
[খ] আন্তর্জাতিক তহবিল
[গ] লিজিং
[ঘ] ক্ষুদ্র ঋণ

১৬৫. স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্য নয় কোনটি? (অনুধাবন)
[ক] নির্দিষ্ট সময়ান্তে লাভসহ আসল অর্থ পরিশোধ করতে হয়
[খ] প্রতিষ্ঠানের সুনাম বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে
[গ] শেয়ারবাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে বাণিজ্যিক পত্র ক্রয় করা হয়
✅ দীর্ঘমেয়াদি তহবিলের প্রয়োজনে বাণিজ্যিক পত্র বিক্রি করা হয়

১৬৬. বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে কোনটি? (জ্ঞান)
[ক] ব্যাংক তহবিল
[খ] নগদ তহবিল
✅ সুনাম
[ঘ] ব্যবসায়ের যাবতীয় সম্পদ

১৬৭. কোনটি বিক্রয়ে প্রতিষ্ঠানের সুনাম জামানত হিসেবে কাজ করে? (অনুধাবন)
[ক] পণ্যদ্রব্য
[খ] ঋণপত্র
[গ] শেয়ার
✅ বাণিজ্যিক পত্র

১৬৮. শেয়ার বাজারে বিনিয়োগের বিকল্প হিসেবে কোনটি ক্রয় করা হয়? (জ্ঞান)
[ক] প্রাইজবন্ড
[খ] ঋণপত্র
✅ বাণিজ্যিক পত্র
[ঘ] আসবাবপত্র

SSC ফিন্যান্স ও ব্যাংকিং (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০২

১৬৯. বাণিজ্যিক ব্যাংক ও বিমা কোম্পানি কোনটি বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে?
 (অনুধাবন)
[ক] পে-অর্ডার
[খ] বিমা পলিসি
[গ] ঋণপত্র
✅ বাণিজ্যিক পত্র

১৭০. মজুদ মাল বন্ধকিকরণ করা হয় কিসের জন্য? (জ্ঞান)
✅ স্বল্পমেয়াদি অর্থসংস্থানের জন্য
[খ] মধ্যমেয়াদি অর্থসংস্থানের জন্য
[গ] দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য
[ঘ] ব্যাংক ঋণ পাওয়ার জন্য

১৭১. গ্রামের দরিদ্র ব্যক্তিদের স্বল্পমেয়াদে ঋণ প্রদান করে কারা? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] শিল্প ব্যাংক
[গ] বেসরকারি ব্যাংক
✅ গ্রাম্য মহাজন

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর pdf download

১৭২. সাইফুল ইসলাম ঢাকা নীলক্ষেত এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে বইয়ের ব্যবসায় চালু করতে চান। প্রয়োজনীয় তহবিল সংগ্রহে তিনি উৎস হিসেবে ব্যবহার করতে পারেন- (প্রয়োগ)
i. নিজস্ব সঞ্চয়
ii. ব্যাংক ঋণ
iii. ঋণপত্র বিক্রয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৩. জনাব মামুন তার গ্রামে একটি তাঁতশিল্প প্রতিষ্ঠা করতে চান। এজন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে তিনি যে সকল ব্যাংকের সহায়তা নিতে পারেন- (প্রয়োগ)
i. গ্রামীণ ব্যাংক
ii. সমবায় ব্যাংক
iii. যুব উন্নয়ন ব্যাংক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৪. গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে লিয়াকত সাহেব তহবিলের চাহিদা পূরণ করতে পারবেন- (প্রয়োগ)
i. স্বল্পমেয়াদি তহবিল
ii. মধ্যমেয়াদি তহবিল
iii. দীর্ঘমেয়াদি তহবিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৫. স্বল্পমেয়াদি প্রতিষ্ঠানিক তহবিল উৎসের উদাহরণ হলো- (অনুধাবন)
i. প্রাপ্য বিল বাট্টাকরণ
ii. প্রদেয় বিল
iii. ক্ষুদ্র ঋণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৬. সুদমুক্ত স্বল্পমেয়াদি অর্থসংস্থানের উৎস হলো- (অনুধাবন)
i. বাকিতে পণ্য ক্রয়
ii. বকেয়া মজুরি
iii. ব্যাংক ওভার ড্রাফট

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৭. ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে সাধারণত- (অনুধাবন)
i. গ্রামীণ ব্যাংক
ii. যুব উন্নয়ন ব্যাংক
iii. সমবায় ব্যাংক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৮. ক্ষুদ্র ঋণ ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. কুটির শিল্প ব্যবস্থাপনায়
ii. কৃষি উপাদান ক্রয়ে
iii. হ্যাচারি বা খামার পরিচালনায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৯. বাণিজ্যিক পত্র বিক্রয় করে সাময়িক সময়ের জন্য অর্থায়ন করতে পারে- (অনুধাবন)
i. বাণিজ্যিক ব্যাংক
ii. বিমা কোম্পানি
iii. পেনশন তহবিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮০. অপ্রাতিষ্ঠানিক তহবিলের উৎস হলো- (অনুধাবন)
i. বাণিজ্যিক পত্র
ii. গ্রাম্য মহাজন
iii. ক্ষুদ্র ঋণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮১. বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারে- (অনুধাবন)
i. ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করে
ii. মজুদ মাল বন্ধকিকরণ করে
iii. গ্রাম্য মহাজনের নিকট হতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৮২. গ্রাম্য মহাজনরা ঋণের ওপর সুদ গণনা করেন- (অনুধাবন)
i. দিনভিত্তিক
ii. সপ্তাহভিত্তিক
iii. মাসভিত্তিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ১৮৩ ও ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রায়হান জনাব ইমনের নিকট থেকে ১২,০০০ টাকার মাল বাকিতে ক্রয় করে তিন মাসে উক্ত মালের অর্থ পরিশোধ করবে এই অঙ্গীকার করে একটি দলিল প্রদান করলেন। কিন্তু বিলের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আর্থিক সংকট দেখা দিলে জনাব ইমন উক্ত বিলটি কমার্স ব্যাংকে ৭% বাট্টায় ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করে নেন।

১৮৩. জনাব ইমন তার প্রাপ্য বিলটি কমার্স ব্যাংকে বাট্টায় ভাঙিয়ে নগদে কত টাকা পেয়েছেন? (প্রয়োগ)
[ক] ১১,১৬০ টাকা
[খ] ১২,৮৪০ টাকা
[গ] ১২,২১০ টাকা
✅ ১১,৭৯০ টাকা

১৮৪. বিনিময় বিল ক্রেতা এবং বিক্রেতা উভয়ের নিকট স্বল্পমেয়াদি তহবিল উৎস হিসেবে গণ্য। কারণ এই বিলটি- (উচ্চতর দক্ষতা)
i. ক্রেতাকে ধারে ক্রয়ের সুবিধা প্রদান করে স্বল্পমেয়াদি অর্থায়ন করে
ii. বিক্রেতাকে বাট্টায় ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহে সহায়তা করে
iii. বিক্রেতা এক বছরের মধ্যে বিলের অর্থ আদায় করতে পারে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

মধ্যমেয়াদি অর্থসংস্থান : পৃষ্ঠা-২০

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৮৫. মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদ- (জ্ঞান)
[ক] এক বছরের কম
[খ] এক থেকে তিন বছর
✅ এক থেকে পাঁচ বছর
[ঘ] সর্বনিম্ন পাঁচ বছর

১৮৬. কারবারে মধ্যমেয়াদি অর্থসংস্থান করা হয় কেন? (অনুধাবন)
[ক] এক থেকে সাত বছর মেয়াদের জন্য
✅ চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মিটাতে
[গ] বড় আকারের দীর্ঘমেয়াদি ব্যয় নির্বাহের জন্য
[ঘ] অর্থ আদান-প্রদান প্রক্রিয়াকে দ্রুততম ও সরল করতে

১৮৭. কোন তহবিল ব্যবহার করে ব্যবসায় চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানো হয়? (জ্ঞান)
[ক] স্বল্পমেয়াদি তহবিল
✅ মধ্যমেয়াদি তহবিল
[গ] দীর্ঘমেয়াদি তহবিল
[ঘ] অনির্দিষ্ট মেয়াদি তহবিল

১৮৮. কিসের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদি ঋণ প্রদান করে? (জ্ঞান)
[ক] আমানত
✅ জামানত
[গ] সম্পদ
[ঘ] দায়

১৮৯. বেশি পরিমাণে ঋণ প্রদান কোন ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ? (জ্ঞান)
[ক] সমবায় ব্যাংক
[খ] শিল্প ব্যাংক
[গ] কেন্দ্রীয় ব্যাংক
✅ বাণিজ্যিক ব্যাংক

১৯০. বাণিজ্যিক ব্যাংকগুলো সিন্ডিকেশন প্রক্রিয়া ব্যবহার করে কেন? (অনুধাবন)
[ক] এককভাবে ছোট ঋণের ঝুঁকি গ্রহণ করতে
[খ] এককভাবে মধ্যম ঋণের ঝুঁকি গ্রহণ করতে
[গ] দলগতভাবে মধ্যম ঋণের ঝুঁকি গ্রহণ করতে
✅ দলগতভাবে বড় ঋণের ঝুঁকি গ্রহণ করতে

১৯১. বড় আকারের ঋণ প্রদানের ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কোন প্রক্রিয়াটি ব্যবহার করে? (প্রয়োগ)
[ক] কালেকশন প্রক্রিয়া
✅ সিন্ডিকেশন প্রক্রিয়া
[গ] ডিফারেনট্রেশন প্রক্রিয়া
[ঘ] একমুলেশন প্রক্রিয়া

১৯২. কোন ব্যাংক সুদের হার নির্ধারণ ও ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে? (অনুধাবন)
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] কৃষি ব্যাংক
[গ] গ্রামীণ ব্যাংক
✅ বাংলাদেশ ব্যাংক

১৯৩. বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সুদের হার ও ঋণের চাহিদা বিচার বিশ্লেষণ করে কেন? (অনুধাবন)
[ক] প্রাপ্ত আমানতের সুদ ধার্য করতে
✅ প্রদত্ত ঋণের সুদ ধার্য করতে
[গ] বিনিয়োগ খাত নির্বাচন করতে
[ঘ] আমানতকারীর যোগ্যতা নির্ধারণ করতে

১৯৪. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো কোন কাজে নিয়োজিত আছে? (অনুধাবন)
[ক] ঋণ প্রদানের পাশাপাশি পরামর্শ ও প্রশিক্ষণ দানে
[খ] ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে ঋণের সুদ নির্ধারণে
✅ বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে ঋণ প্রদানে
[ঘ] স্বল্পমেয়াদে স্বল্প সুদে দরিদ্র ব্যক্তিদের ঋণ প্রদানে

১৯৫. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
[ক] ঋণ
[খ] ঋণপত্র
[গ] লিজিং
✅ বেসরকারি প্রতিষ্ঠান

১৯৬. কোন এনজিও ব্যবসায় প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে? (জ্ঞান)
[ক] প্রশিকা
[খ] কারিতাস
[গ] আশা
✅ গ্রামীণ ব্যাংক

১৯৭. ব্র্যাক কোন ধরনের প্রতিষ্ঠান? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] সরকারি সংস্থা
[গ] স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
✅ এনজিও প্রতিষ্ঠান

১৯৮. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
[ক] ঋণ
[খ] ঋণপত্র
[গ] লিজিং
✅ মূলধনী বাজারের প্রতিষ্ঠান

১৯৯. নিচের কোনটি মূলধনী বাজারের প্রতিষ্ঠান? (অনুধাবন)
[ক] গ্রামীণ ব্যাংক
[খ] মাইডাস ফাইন্যান্সিং
[গ] বাংলাদেশ ব্যাংক
✅ সাধারণ বিমা কর্পোরেশন

২০০. মধ্যমেয়াদি তহবিলের উৎস কত প্রকার? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
[গ] চার
✅ পাঁচ

২০১. নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশে এনজিও হিসেবে আইনগত সত্তা লাভ করে ব্যবসায় করছে? (প্রয়োগ)
[ক] কর্মসংস্থান ব্যাংক
[খ] বিনিয়োগ ব্যাংক
[গ] বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক
✅ ব্র্যাক ব্যাংক

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০২. বাণিজ্যিক ব্যাংকে জামানত হিসেবে ব্যবহারযোগ্য- (অনুধাবন)
i. চলতি মূলধন
ii. স্থায়ী মূলধন
iii. স্থায়ী সম্পত্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৩. ইমরান তার চালের ব্যবসায় আরও সম্প্রসারণের উদ্দেশ্যে সোনালী ব্যাংক হতে ২ বছরের জন্য ১ লাখ টাকা ঋণ নিতে গেলে ব্যাংক কর্মকর্তা বলেন জামানত আবশ্যক। ইমরান জামানত হিসেবে ব্যবহার করতে পারে- (প্রয়োগ)
i. মজুদ পণ্য
ii. চলতি মূলধন
iii. স্থায়ী সম্পত্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৪. বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসায় প্রতিষ্ঠানকে প্রদান করে- (অনুধাবন)
i. পরামর্শ
ii. প্রশিক্ষণ
iii. তহবিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০৫. ব্যবসায় প্রতিষ্ঠানে সুবিধাজনক শর্তে মেয়াদি ঋণ দিয়ে থাকে- (অনুধাবন)
i. শিল্প ব্যাংক
ii. কৃষি ব্যাংক
iii. বাণিজ্যিক ব্যাংক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০৬. বিমা প্রতিষ্ঠান এক প্রকার- (অনুধাবন)
i. মূলধনী প্রতিষ্ঠান
ii. বাণিজ্যিক প্রতিষ্ঠান
iii. সেবামূলক প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২০৭ ও ২০৮ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব আব্বাস ব্যবসায়ের প্রয়োজনে ‘মাইডাস’নামক প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদি ঋণ গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি তাকে ঋণ প্রদানের পাশাপাশি বিভিন্নভাবে ব্যবসায়ীক সহায়তাও প্রদান করেন।

২০৭. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কী ধরনের প্রতিষ্ঠান? (প্রয়োগ)
[ক] ব্যাংক
[খ] শিল্প
✅ এনজিও
[ঘ] সরকারি

২০৮. প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সেবাসমূহ- (উচ্চতর দক্ষতা)
i. প্রশিক্ষণ দান
ii. পরামর্শ দান
iii. ঋণ দান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

দীর্ঘমেয়াদি তহবিল : পৃষ্ঠা-২১

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০৯. দীর্ঘমেয়াদি তহবিলের বহিস্থ উৎস কয়টি? (জ্ঞান)
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২১০. দীর্ঘমেয়াদি অর্থায়নের সর্বনিম্ন মেয়াদ কত? (জ্ঞান)
[ক] এক বছর
[খ] দুই বছর
[গ] তিন বছর
✅ পাঁচ বছর

২১১. দীর্ঘমেয়াদি ঋণ নেওয়া হয় কেন? (অনুধাবন)
✅ স্থায়ী বিনিয়োগের জন্য
[খ] চলতি খরচ মিটানোর জন্য
[গ] ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্য
[ঘ] কাঁচামাল ক্রয়ের জন্য

২১২. কখন ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পদ ইত্যাদি তথ্যাদি বিচার-বিশ্লেষণ করে থাকে? (অনুধাবন)
✅ দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে
[খ] স্বল্পমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে
[গ] মধ্যমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে
[ঘ] ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে

২১৩. স্থায়ী বিনিয়োগের জন্য কোন ধরনের ঋণ নেওয়া হয়? (জ্ঞান)
[ক] স্বল্পমেয়াদি ঋণ
[খ] মধ্যমেয়াদি ঋণ
✅ দীর্ঘমেয়াদি ঋণ
[ঘ] ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

২১৪. দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে কোন ব্যয়টি নির্বাহ করা হয়? (জ্ঞান)
[ক] কাঁচামাল ক্রয়
[খ] পরিচালন ব্যয়
✅ দালানকোঠা নির্মাণ
[ঘ] উৎপাদন ব্যয়

২১৫. নিচের কোনটি মালিকের তহবিল হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)
✅ শেয়ার বিক্রয়লব্ধ অর্থ
[খ] ব্যাংক হতে সংগৃহীত ঋণ
[গ] ঋণপত্রের বিক্রয়লব্ধ অর্থ
[ঘ] সঞ্চয়পত্রে বিনিয়োগকৃত অর্থ

২১৬. শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত তহবিল কী হিসেবে বিবেচিত হয়? (জ্ঞান)
[ক] মালিকের মূলধন
✅ মালিকের তহবিল
[গ] পাওনাদারের তহবিল
[ঘ] মালিকের পাওনা

২১৭. শেয়ার বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহের সুবিধা কোনটি? (অনুধাবন)
[ক] শেয়ারের লভ্যাংশ করমুক্ত
[খ] শেয়ারের লভ্যাংশ প্রদান করা আবশ্যক নয়
✅ বিলুপ্তির পূর্বে তহবিল পরিশোধ করতে হয় না
[ঘ] প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোনো সময় সংগ্রহ করা যায়

২১৮. ব্যবসায় বিলুপ্ত না হওয়া পর্যন্ত পরিশোধের প্রয়োজন হয় না কোনটির? (অনুধাবন)
[ক] ঋণ
[খ] ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
✅ শেয়ার বিক্রয়লব্ধ অর্থ
[ঘ] ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ

২১৯. শেয়ার বিক্রয় অপেক্ষা দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণের খরচ কম কেন? (অনুধাবন)
[ক] ঋণের সুদ মাসে কিন্তু লভ্যাংশ বছরে প্রদান করতে হয়
✅ ঋণের সুদ করমুক্ত কিন্তু লভ্যাংশ করযোগ্য
[গ] লভ্যাংশ বাধ্যতামূলক কিন্তু ঋণের সুদ বাধ্যতামূলক
[ঘ] ঋণ বহিস্থ উৎস কিন্তু শেয়ার অভ্যন্তরীণ উৎস

২২০. কোনটিতে অপেক্ষাকৃত কম খরচ হয়? (জ্ঞান)
[ক] শেয়ার বিক্রয়
[খ] স্বল্পমেয়াদি ঋণ
[গ] মধ্যমেয়াদি ঋণ
✅ দীর্ঘমেয়াদি ঋণ

২২১. নিলয় ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড কোম্পানিটি তার ব্যবসায়ে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য নিচের কোন উৎস হতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করবে? (প্রয়োগ)
[ক] ক্ষুদ্র ঋণ
[খ] লভ্যাংশ সমতাকরণ তহবিল
✅ দীর্ঘমেয়াদি ঋণ
[ঘ] ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

২২২. বড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে কেন? (অনুধাবন)
✅ কারণ সংগৃহীত অর্থ দীর্ঘকাল ব্যবহারযোগ্য
[খ] কারণ সংগৃহীত অর্থ পরিশোধ করতে হয় না
[গ] কারণ এ ধরনের উৎস ব্যবহারে খরচ সর্বনিম্ন
[ঘ] কারণ এ ধরনের উৎস ব্যবহারে বাধ্যবাধকতা নেই

২২৩. দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে সংগৃহীত তহবিল সাধারণত কিরূপ হয়? (অনুধাবন)
✅ স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি তহবিল অপেক্ষায় বড় হয়
[খ] স্বল্পমেয়াদি অপেক্ষা বড় ও মধ্যমেয়াদি অপেক্ষায় ছোট হয়
[গ] স্বল্পমেয়াদি অপেক্ষা ছোট ও মধ্যমেয়াদি অপেক্ষায় বড় হয়
[ঘ] স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি তহবিল অপেক্ষায় ছোট হয়

২২৪. করের বোঝা লাঘব করতে কোন উৎসটি ব্যবহার করা যায়? (জ্ঞান)
[ক] শেয়ার ইস্যু
[খ] সঞ্চয়
✅ ঋণ
[ঘ] অবণ্টিত মুনাফা

২২৫. বড় আকারের ক্রয়ে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটি প্রস্তুত করা হয়? (জ্ঞান)
[ক] Capital sheet
✅ Capital budgeting
[গ] Commercial Paper
[ঘ] Debenture budgeting

২২৬. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ব্যবসায় প্রতিষ্ঠান যে প্রাক্কলন করে তা কী হিসেবে পরিচিত? (অনুধাবন)
✅ ক্যাপিটাল বাজেটিং
[খ] ঘাটতি বাজেটিং
[গ] উদ্বৃত্ত বাজেটিং
[ঘ] সুষম বাজেটিং

২২৭. নিচের কোন ক্ষেত্রে বড় অংকের ঋণকে কেটে ছোট ছোট খণ্ডে বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়? (জ্ঞান)
✅ ঋণপত্র
[খ] লিজিং
[গ] শেয়ার ইস্যু
[ঘ] সঞ্চয়

২২৮. শেয়ারের বিকল্প কোনটি? (জ্ঞান)
[ক] ঋণ
[খ] লিজিং
[গ] বিনিয়োগ
✅ ঋণপত্র

২২৯. ব্যবসায় মুনাফা না হলেও কাদের দেনা সর্বাগ্রে পরিশোধ করতে হয়? (অনুধাবন)
[ক] শেয়ারহোল্ডারদের
✅ ডিবেঞ্চার হোল্ডারদের
[গ] পাওনাদারদের
[ঘ] অংশীদারদের

২৩০. ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করা হলে আর্থিক ব্যবস্থাপকরা দক্ষতার সাথে অর্থ পরিকল্পনা করতে পারে কোন কারণে? (উচ্চতর দক্ষতা)
[ক] দীর্ঘমেয়াদে সংগৃহীত তহবিল ব্যবহার করা যায়
✅ দীর্ঘমেয়াদে এর সুদের হার স্থির ও পূর্ব নির্ধারিত থাকে
[গ] দীর্ঘমেয়াদে তহবিল সংগ্রহ করা তুলনামূলকভাবে সহজ
[ঘ] ঋণপত্র বিক্রির মাধ্যমে স্থায়ী মূলধন সংগ্রহ করা হয়

২৩১. ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের মূল সুবিধা কোনটি? (জ্ঞান)
[ক] সুদের হার কম
[খ] ব্যবসায়ে লাভ না হলে সুদ দিতে হয় না
[গ] ইচ্ছে করলে সুদের হার কমানো যায়
✅ দীর্ঘমেয়াদে সুদের হার স্থির থাকে

২৩২. নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের উৎস? (জ্ঞান)
[ক] বাণিজ্যিক পত্র
[খ] গ্রাম মহাজন
✅ লিজিং
[ঘ] ক্ষুদ্রঋণ

২৩৩. কোনো সম্পত্তি লিজ নেয়ার মাধ্যমে কোনটি অর্জিত হয়? (জ্ঞান)
[ক] সম্পত্তির মালিকানা
✅ সম্পত্তি ব্যবহারের অধিকার
[গ] সম্পত্তি নিয়ন্ত্রণের অধিকার
[ঘ] সম্পত্তি বিক্রয়ের অধিকার

২৩৪. নতুন প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিলের প্রয়োজন পূরণে কোন উৎসটি অধিকতর যুক্তিসংগত? (উচ্চতর দক্ষতা)
[ক] শেয়ার ইস্যু
[খ] অবণ্টিত মুনাফা
[গ] জমাতিরিক্ত উত্তোলন
✅ লিজিং

২৩৫. লিজ গ্রহণ কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য উত্তম? (জ্ঞান)
[ক] বড় কোম্পানি
[খ] যাদের পুঁজির পরিমাণ বেশি
✅ নতুন অথবা ছোট প্রতিষ্ঠান
[ঘ] পুরাতন অথবা বড় প্রতিষ্ঠান

২৩৬. ফাইন আর্টস কোম্পানি ৫ বছরের জন্য শান্তা লিজিং ফার্মের নিকট থেকে একটি কলম উৎপাদনকারী মেশিন লিজ নিলে উক্ত মেশিনটির মেরামত ও রক্ষণাবেক্ষণ দায়িত্ব কার ওপর থাকবে? (প্রয়োগ)
[ক] বাবুল ট্রান্সপোর্ট কোম্পানির
✅ শান্তা লিজিং ফার্মের
[গ] বিমা প্রতিষ্ঠানের
[ঘ] মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের

২৩৭. লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে- (জ্ঞান)
[ক] লিজ গ্রহীতা
✅ লিজিং কোম্পানি
[গ] লিজের মধ্যস্থতাকারী
[ঘ] লিজ অনুমোদনকারী

২৩৮. জনাব আহসান তার প্রতিষ্ঠানের জন্য রূপালী ব্যাংকের নিকট থেকে ৭ বছরের জন্য ২ কোটি টাকা ঋণ নিয়েছেন। উক্ত ঋণের মাধ্যমে জনাব আহসান তার প্রতিষ্ঠানে কোন ধরনের অর্থায়ন করেছেন? (প্রয়োগ)
[ক] অভ্যন্তরীণ অর্থায়ন
[খ] স্বল্পমেয়াদি অর্থায়ন
[গ] মধ্যমেয়াদি অর্থায়ন
✅ দীর্ঘমেয়াদি অর্থায়ন

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৩৯. নিপুন বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি। এই কোম্পানিটি দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহে ব্যবহার করতে পারে- (প্রয়োগ)
i. বাণিজ্যিক পত্র
ii. ঋণপত্র
iii. শেয়ার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪০. দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠান বিবেচনা করে- (অনুধাবন)
i. ঋণ গ্রহীতার আয়
ii. ঋণ গ্রহীতার সুনাম
iii. ঋণ গ্রহীতার বর্তমান ঋণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪১. সাত্তার ইন্টারন্যাশনাল লিমিটেড একটি নতুন প্রতিষ্ঠিত কোম্পানি। এই কোম্পানির পক্ষে যেসব উৎস থেকে তহবিল সংগ্রহ করা সম্ভব নাও হতে পারে- (প্রয়োগ)
i. লিজিং
ii. দীর্ঘমেয়াদি ঋণ
iii. শেয়ার ও ডিবেঞ্চার বিক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪২. সুনীল চন্দ্র একটি আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান চালু করতে চান। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিলের চাহিদা পূরণে তিনি- (উচ্চতর দক্ষতা)
i. বাকিতে কাঁচামাল ক্রয় করতে পারেন
ii. মূল্যবান মেশিনারি লিজ নিতে পারেন
iii. প্রতিষ্ঠানের জন্য বিল্ডিং ভাড়া নিতে পারেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৩. এসএসবি বেভারেজ কোম্পানি শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করে ৫ কোটি টাকা সংগ্রহ করল। এই অর্থ কোম্পানি ব্যয় করবে- (উচ্চতর দক্ষতা)
i. প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি তহবিলের চাহিদা পূরণে
ii. প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় নির্বাহে
iii. প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ অর্জনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪৪. দীর্ঘমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. ভূমি ক্রয়ে
ii. দালানকোঠা ক্রয়ে
iii. যন্ত্রপাতি ক্রয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৫. ঋণপত্রের বৈশিষ্ট্য হলো- (অনুধাবন)
i. ঋণপত্রে সুদের হার নির্দিষ্ট থাকে
ii. ঋণগ্রহীতা সুদ দিতে বাধ্য থাকে
iii. ৫ বছর থেকে যে কোনো সময়ের জন্য ঋণ নেয়া যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৬. লিজিং-এর মাধ্যমে অর্থায়নের সুবিধা হলো- (অনুধাবন)
i. প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার প্রয়োজন হয় না
ii. সঞ্চিতি তহবিল ব্যবহারের প্রয়োজন হয় না
iii. লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪৭. লিজিং কোম্পানি লিজ প্রদান করে- (অনুধাবন)
i. ব্যয়বহুল মেশিন সংগ্রহে
ii. যন্ত্রপাতি ক্রয়ে
iii. যানবাহন ক্রয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২৪৮ ও ২৪৯ নং প্রশ্নের উত্তর দাও :
জহিরুল ইসলাম নর্থসাউথ ইউনিভার্সিটিতে এমবিএ পড়ছেন। পড়াশোনার পাশাপাশি তিনি শেয়ারের ব্যবসায় করেন। সাম্প্রতিককালে শেয়ারবাজারে শেয়ার মূল্যের অব্যাহত দরপতনের কারণে বিনিয়োগের বিকল্প খাতের খোঁজ করছেন। তার বন্ধু নাজমুল হোসেন তাকে ঋণপত্র ক্রয়ের পরামর্শ দেন। নাজমুল হোসেন ঋণপত্রকে শেয়ারের বিকল্প মনে করেন।

২৪৮. জহিরুল ইসলাম শেয়ার ও ঋণপত্রের বিকল্প হিসেবে কোনটি ক্রয় করতে পারেন? (প্রয়োগ)
[ক] প্রাপ্য বিল
[খ] প্রদেয় বিল
✅ বাণিজ্যিক পত্র
[ঘ] ব্যবসায়িক পত্র

২৪৯. নাজমুল হোসেন যে দুইটি তহবিল উৎসকে সমপর্যায়ের মনে করেন সেগুলো- (উচ্চতর দক্ষতা)
i. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস
ii. ছোট ছোট লটে বিভক্ত করে বিক্রি করা হয়
iii. নির্দিষ্ট আয় নিশ্চিত থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উৎস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ : পৃষ্ঠা-২২

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫০. কোনটি অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? (জ্ঞান)
✅ তহবিল উৎসের মিশ্রণ সৃষ্টি
[খ] আয়-ব্যয়ের মিশ্রণ সৃষ্টি
[গ] বৈচিত্র্যপূর্ণ কাঁচামাল ক্রয়
[ঘ] স্বল্প ও দীর্ঘমেয়াদি মূলধনের ব্যবহার

২৫১. বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি কীভাবে তহবিল সংগ্রহ করে? (অনুধাবন)
[ক] নিজস্ব সঞ্চয় থেকে
[খ] আত্মীয়-স্বজন থেকে
✅ শেয়ার ও ডিবেঞ্চার ইস্যু করে
[ঘ] ঋণ নিয়ে

২৫২. একমালিকানা ও অংশীদারি কারবার তহবিল সংগ্রহের ক্ষেত্রে নিচের কোন উৎসটি ব্যবহার করে না? (অনুধাবন)
[ক] সঞ্চয়
[খ] অবণ্টিত মুনাফা
✅ দীর্ঘমেয়াদি ঋণ
[ঘ] লিজিং

২৫৩. অর্থায়নের কোন উৎসটি সকল ধরনের সংগঠনের জন্য প্রযোজ্য? (জ্ঞান)
✅ অবণ্টিত মুনাফা
[খ] সঞ্চয়
[গ] শেয়ার ইস্যু
[ঘ] বন্ধক

২৫৪. কীভাবে তহবিলের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করা যায়? (অনুধাবন)
[ক] গড় মুনাফার হার নির্ধারণের মাধ্যমে
[খ] অর্থায়নের উৎস থেকে
[গ] অর্থের সময়মূল্যের মাধ্যমে
✅ অর্থের প্রকৃতি নির্ধারণ করে

২৫৫. জামানতযোগ্য স্থায়ী সম্পত্তি থাকে না কোন ধরনের প্রতিষ্ঠানে? (জ্ঞান)
✅ নতুন প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানে
[খ] পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠানে
[গ] একমালিকানা ব্যবসায়ে
[ঘ] অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠানে

২৫৬. নতুন ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়নের উৎস হিসেবে কোনটি অধিকতর যুক্তিসঙ্গত? (অনুধাবন)
✅ লিজিং
[খ] সঞ্চয়
[গ] আবণ্টিত মুনাফা
[ঘ] স্বল্পমেয়াদি ঋণ

২৫৭. নিচের কোন বাক্যটি সঠিক? (অনুধাবন)
✅ নতুন প্রতিষ্ঠানে শেয়ার বিক্রয় অনিশ্চিত
[খ] একমালিকানা কারবারে লিজিং প্রযোজ্য নয়
[গ] অংশীদারি কারবার শেয়ার ইস্যু করতে পারবে
[ঘ] প্রাইভেট কোম্পানি মধ্যমেয়াদি ঋণ নিতে পারে না

২৫৮. নতুন কোম্পানির জন্য কোনটি বিক্রয়ে অনিশ্চিত থাকে? (জ্ঞান)
[ক] কাঁচামাল
[খ] উৎপাদিত পণ্য
[গ] ভূমি
✅ শেয়ার

২৫৯. কোনটি করযোগ্য? (অনুধাবন)
[ক] জীবন বিমার প্রিমিয়াম
[খ] ঋণপত্রের সুদ
✅ শেয়ারের লভ্যাংশ
[ঘ] অনুদানের সুদ

২৬০. কোনটির সুদ কর বহির্ভূত? (জ্ঞান)
✅ ঋণপত্র
[খ] বিনিয়োগ
[গ] সঞ্চয়পত্র
[ঘ] ব্যাংক জমা

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬১. শেয়ার ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করার উৎস খরচ হলো- (অনুধাবন)
i. ঋণের সুদ
ii. লভ্যাংশ প্রদান
iii. কর প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬২. অতিরিক্ত উত্তোলনের মাধ্যমে অর্থসংস্থান করে- (অনুধাবন)
i. একমালিকানা ব্যবসায়
ii. অংশীদারি ব্যবসায়
iii. কোম্পানি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৩. নিজস্ব সঞ্চয়, ব্যবসায় মুনাফা ও আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে- (অনুধাবন)
i. একমালিকানা ব্যবসায়
ii. অংশীদারি ব্যবসায়
iii. যৌথ মূলধনী সংগঠন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৪. অর্থায়নের উৎস হিসেবে দীর্ঘমেয়াদি ঋণ প্রযোজ্য- (অনুধাবন)
i. একমালিকানা ব্যবসায়ে
ii. প্রাইভেট লিমিটেড কোম্পানিতে
iii. পাবলিক লিমিটেড কোম্পানিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৫. তহবিলের উৎস হিসেবে শেয়ার ইস্যু প্রযোজ্য- (অনুধাবন)
i. মূল্যবান যন্ত্রপাতি ক্রয়ে
ii. জমি ক্রয়ে
iii. দালান নির্মাণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৬. স্বল্পমেয়াদি ঋণের উৎস হলো- (অনুধাবন)
i. বাকিতে ক্রয়
ii. প্রাপ্য বিল জামানত
iii. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬৭. দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হলো- (অনুধাবন)
i. শেয়ার ও ডিবেঞ্চার ইস্যু
ii. লিজ গ্রহণ
iii. জামানতের মাধ্যমে ঋণগ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ২৬৮ ও ২৬৯ নং প্রশ্নের উত্তর দাও :
লুনা এন্ড কোং লি. এর বছরের মাঝামাঝি সময়ে একটি মূল্যবান যন্ত্রপাতি ক্রয়ের প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় অর্থের যোগান না থাকায় ভিন্ন উৎসের কথা চিন্তা করতে হচ্ছে।

২৬৮. লুনা এন্ড কোং লি. কোন উৎসটি থেকে অর্থায়ন করতে পারে? (প্রয়োগ)
✅ শেয়ার ইস্যু
[খ] সঞ্চয়
[গ] বাণিজ্যিক পত্র
[ঘ] মজুদ মাল বন্ধকিকরণ

২৬৯. উৎস নির্বাচনে প্রতিষ্ঠানটিকে বিবেচনা করতে হবে- (উচ্চতর দক্ষতা)
i. তহবিল উৎসের খরচ
ii. তহবিল উৎসের ঝুঁকি
iii. অর্থায়নের প্রয়োজনের ধরন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭০. তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলে? (বরিশাল জিলা স্কুল)
[ক] ব্যবস্থাপনা
[খ] পরিচালনা
[গ] সমন্বয়সাধন
✅ অর্থায়ন

২৭১. মোট মুনাফা থেকে তহবিল বাবদ ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়? (মোহাম্মদপুর গভ. বয়েজ স্কুল, ঢাকা)
[ক] মোট মুনাফা
✅ নিট মুনাফা
[গ] মোট ক্ষতি
[ঘ] নিট ক্ষতি

২৭২. অর্থায়নের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কোনটি? (মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা)
[ক] ক্ষুদ্র ঋণ
[খ] ঋণপত্র
✅ অবণ্টিত মুনাফা
[ঘ] লিজিং

২৭৩. একমালিকানা কারবারের অভ্যন্তরীণ তহবিলের উৎস কী? (ব্লু-বার্ড এন্ড কলেজ, সিলেট)
[ক] ব্যাংক ঋণ
[খ] দীর্ঘমেয়াদি ঋণ
[গ] শেয়ার বিক্রয়
✅ মালিকের নিজস্ব অর্থ

২৭৪. মালিকের অভ্যন্তরীণ তহবিলের উৎস কোনটি? (উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল)
✅ শেয়ার
[খ] লিজিং
[গ] ঋণ
[ঘ] ঋণপত্র

২৭৫. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ উৎস কী? (বরিশাল জিলা স্কুল)
[ক] বন্ড বিক্রয়
[খ] শেয়ার ক্রয়
[গ] ডিবেঞ্চার ক্রয়
✅ শেয়ার বিক্রয়

২৭৬. ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য কোন ধরনের তহবিল সৃষ্টি করা হয়? (মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা)
[ক] ভবিষ্যৎ তহবিল
✅ সঞ্চিতি তহবিল
[গ] নগদ তহবিল
[ঘ] ব্যাংক তহবিল

২৭৭. কোম্পানির শেয়ারহোল্ডাররা কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে কী পেয়ে থাকেন? (উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল)
[ক] সুদ
[খ] ঋণ
✅ লভ্যাংশ
[ঘ] বেতন

২৭৮. লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির কী জড়িত থাকে? (কুমিল্লা জিলা স্কুল)
[ক] স্বার্থ
[খ] অক্ষমতা
[গ] বিধিবিধান
✅ সুনাম

২৭৯. অভ্যন্তরীণ তহবিলের উৎস কয় প্রকার? (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিইউএসএমএস, পার্বতীপুর, দিনাজপুর)
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২৮০. কোন উৎস হতে অর্থায়নের সুদের হার সবচেয়ে বেশি? (ইকবাল নগর সরকারি বালিকা বিদ্যায়, যশোর)
[ক] স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
✅ দীর্ঘমেয়াদি
[ঘ] অভ্যন্তরীণ

২৮১. কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস? (রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা)
✅ প্রদেয় বিল
[খ] বাণিজ্যিক পত্র
[গ] ঋণপত্র
[ঘ] মজুদমাল বন্ধকিকরণ

২৮২. কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের সুযোগ ব্যবহার উচিত? (মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা)
✅ বাকিতে ক্রয়
[খ] নগদে ক্রয়
[গ] দেশীয় পণ্য ক্রয়
[ঘ] বাকিতে বিক্রয়

২৮৩. পণ্য ক্রেতার দৃষ্টিতে বিনিময় বিলকে কী বলে? (ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলাগাঁও, ঢাকা)
✅ প্রদেয় বিল
[খ] প্রদেয় হিসাব
[গ] প্রাপ্য বিল
[ঘ] প্রাপ্য হিসাব

২৮৪. বাহ্যিক অর্থসংস্থানের জনপ্রিয় উৎস কোনটি? (কুমিল্লা মডার্ন হাই স্কুল)
[ক] ব্যাংক জমাতিরিক্ত
✅ ব্যাংক ঋণ
[গ] ধার
[ঘ] বাকিতে ক্রয়

২৮৫. বাণিজ্যিক পত্র এর ইংরেজি প্রতিশব্দ কী? (সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা)
[ক] Commerce Paper
[খ] Business Paper
✅ Commercial Paper
[ঘ] Official Paper

২৮৬. স্বল্পমেয়াদি অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি? (ঢাক রেসিডেনন্সিয়াল মডেল করেজ)
✅ বাণিজ্যিক ব্যাংক
[খ] অবণ্টিত মুনাফা
[গ] সঞ্চিতি তহবিল
[ঘ] অবচয় তহবিল

২৮৭. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি? (আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, মতিঝিল, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা)
[ক] ক্ষুদ্র ঋণ
✅ বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
[গ] ক্রেতা হতে অগ্রিম গ্রহণ
[ঘ] প্রাপ্য বিল বাট্টাকরণ

২৮৮. কোনটি বাংলাদেশে কর্মরত একটি এন.জি.ও প্রতিষ্ঠান? (ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা)
[ক] রূপালী ইন্স্যুরেন্স
[খ] তিতাস
[গ] পিডিবি
✅ গ্রামীণ ব্যাংক

২৮৯. ব্যবসায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উৎস থেকে অর্থায়ন করে কারণ- (আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা)
i. ব্যবসায়ের ধরনের ভিন্নতা
ii. ব্যবসায়ের উদ্দেশ্যের ভিন্নতার
iii. ব্যবসায়ের সুনামের অভাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯০. অস্থাবর সম্পত্তি- (অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রা‏‏‏হ্মণবািিড়য়া)
i. বিল্ডিং, ফ্রাক্টরি
রর.কাঁচামাল
iii.বিক্রয়যোগ্য মালামাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৯১. ভবিষ্যৎ প্রয়োজনে অবণ্টিত মুনাফা কোনো তহবিলে ভিন্ন করে রাখলে তাকে বলে- (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা; আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা)
i. অবণ্টিত মুনাফা
ii. মালিকের মূলধন
iii. শেয়ার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯২. যৌথ মূলধনী কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারে- (লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর)
i. শেয়ার বিক্রি করে
ii. বণ্ড বিক্রয় করে
iii. ডিবেঞ্চার বিক্রয় করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৩. গ্রামীণ মহাজানরা ঋণের উপর সুদ ধার্য করেন- (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিইউএসএমএস, পাবর্ততীপুর, দিনাজপুর)
i. দিনভিত্তিক
ii. সপ্তাহভিত্তিক
iii. মাসভিত্তিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৪. স্বল্পমেয়াদি তহবিলের প্রতিষ্ঠানিক উৎস হলো- (আজিমপুর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা)
i. প্রাপ্য বিলের বাট্টাকরণ
ii. প্রদেয় বিল
iii. ক্ষুদ্র ঋণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৫. স্বল্পমেয়াদি তহবিলের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো- (ভিকারুন্নিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা)
i. বাণিজ্যিক পত্র
ii. গ্রাম্য মহাজন
iii. ক্ষুদ্র ঋণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৬. মধ্যমেয়াদি ঋণের ধরন- (বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম)
i. জামানতযুক্ত
ii. জামানতবিহীন
iii. ঝুঁকিবিহীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৭. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো- (লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর)
i. কৃষি ব্যাংক
ii. শিল্প ব্যাংক
iii. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯৮. এনজিও প্রতিষ্ঠান হলো- (হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা)
i. আশা
ii. গ্রামীণ ব্যাংক
iii. রূপালী ব্যাংক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৯৯. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হলো- (এ. কে. স্কুল এন্ড কলেজ, ঢাকা; কুমিল্লা জিলা স্কুল)
i. ঋণ
ii. বিল বাট্টাকরণ
iii. লিজিং

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০০. দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংক বিচার বিশ্লেষণ করে- (লায়ন্স স্কুল এন্ড কলেজ, রংপুর)
i. প্রতিষ্ঠানের সুনাম
ii. প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের পরিমাণ
iii. প্রতিষ্ঠানের অতীত ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩০১ থেকে ৩০৩ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব রাশেদ তার সঞ্চয়কৃত অর্থ দ্বারা ব্যবসায় পরিচালনা করেন। ব্যবসায় সম্প্রসারণের জন্য তিনি অপেক্ষাকৃত বড় অঙ্কের অর্থের যোগান দেওয়ার চেষ্টা করছেন। (বি এ এফ শাহীন কলেজ, যশোর)

৩০১. জনাব রাশেদের ব্যবসায়টি কী ধরনের ব্যবসায়?
✅ একমালিকানা
[খ] অংশীদারি
[গ] কোম্পানি
[ঘ] সমবায়

৩০২. জনাব রাশেদ তার ব্যবসায় পরিচালনার জন্য কোন মূলধন ব্যবহার করেন?
[ক] চলতি মূলধন
[খ] স্থায়ী মূলধন
✅ নিজস্ব অর্থ
[ঘ] ঋণ

৩০৩. তার ব্যবসায় সম্প্রসারণের জন্য কী মেয়াদের অর্থায়নের প্রয়োজন?
[ক] স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
✅ দীর্ঘমেয়াদি
[ঘ] ঋণ

নিচের ছকটি লক্ষ কর এবং ৩০৪ ও ৩০৫ নং প্রশ্নের উত্তর দাও :
(ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর)

৩০৪. মালিকের ব্যক্তিগত তহবিল বা ব্যবসায়ের অবণ্টিত মুনাফা হতে ব্যবসায়ে বিনিয়োগ করা হলে তাকে কী বলে?
✅ অভ্যন্তরীণ অর্থায়ন
[খ] বাহ্যিক অর্থায়ন
[গ] স্বল্পমেয়াদি অর্থায়ন
[ঘ] মুনাফাভিত্তিক অর্থায়ন

৩০৫. লভ্যাংশ সমতাকরণ তহবিল হতে ব্যবসায়ে অর্থায়ন হলো একটি-
[ক] বহিস্থ অর্থায়ন
✅ মুনাফাভিত্তিক অর্থায়ন
[গ] মধ্যমেয়াদি অর্থায়ন
[ঘ] দীর্ঘমেয়াদি অর্থায়ন

নিচের উদ্দীপকটি পড় এবং ৩০৬ ও ৩০৭ নং প্রশ্নের উত্তর দাও :
মিঃ তারেক তার কোম্পানিতে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য তহবিল সংগ্রহের উৎসগুলো বিচার বিশ্লেষণ করছেন। তিনি চান শেয়ারের বিকল্প কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করতে। (ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ)

৩০৬. তহিবল সংগ্রহে মিঃ তারেককে কোন উৎস হতে মূলধন সংগ্রহ করতে হবে?
[ক] স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
✅ দীর্ঘমেয়াদি
[ঘ] অভ্যন্তরীণ

৩০৭. শেয়ারের বিকল্প হিসেবে মিঃ তারেকের জন্য প্রযোজ্য হবে-
✅ ঋণপত্র ইস্যু করা
[খ] বাণিজ্যিক পত্র বিক্রয় করা
[গ] ঋণ গ্রহণ করা
[ঘ] লিজ নেওয়া

নিচের উদ্দীপকটি পড় এবং ৩০৮-৩১০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব মাসুদ তার কোম্পানিতে স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য তহবিল সংগ্রহের উৎসগুলো বিচার বিশ্লেষণ করছেন। তিনি চান শেয়ারের বিকল্প কোনো উৎস হতে তহবিল সংগ্রহ করতে। (মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা)

৩০৮. তহবিল সংগ্রহে জনাব মাসুদকে কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে হবে?
[ক] স্বল্পমেয়াদি
[খ] মধ্যমেয়াদি
[গ] অভ্যন্তরীণ উৎস
✅ দীর্ঘমেয়াদি উৎস

৩০৯. শেয়ারের বিকল্প হিসেবে জনাব মাসুদের জন্য প্রযোজ্য হবে-
✅ ঋণপত্র ইস্যু
[খ] বাণিজ্যিক পত্র বিক্রয় করা
[গ] ঋণ গ্রহণ করা
[ঘ] লিজ নেয়া

৩১০. বিশেষ বিশেষ খাতের উন্নয়নে রাষ্ট্রায়ত্ত খাতে গড়ে তোলা হয়-
i. শিল্প ব্যাংক
ii. গ্রামীণ ব্যাংক
iii. কৃষি ব্যাংক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১১. ব্যবসায় প্রতিষ্ঠান শুরু ও পরিচালনা- (অনুধাবন)
i. বিভিন্ন খরচযুক্ত তহবিল উৎস ব্যবহার করা হয়
ii. ভিন্ন মেয়াদভিত্তিক তহবিলের প্রয়োজন দেখা দেয়
iii. বিভিন্ন ধরনের তহবিল উৎস ব্যবহার করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১২. কারবারি সংগঠনে অভ্যন্তরীণ উৎস হিসেবে ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. মালিকের মূলধন
ii. লভ্যাংশ সমতাকরণ তহবিল
iii. মজুদ মাল বন্ধকিকরণ তহবিল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১৩. লিয়াকত আলী একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের মালিক। প্রয়োজনের সময় তিনি বহিস্থ তহবিল উৎস হিসেবে ব্যবহার করেন- (প্রয়োগ)
i. ঋণপত্র
ii. অবণ্টিত মুনাফা
iii. ক্রেতা হতে অগ্রিম গ্রহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১৪. এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানে- (অনুধাবন)
i. মালিকের মূলধন হলো অভ্যন্তরীণ তহবিল
ii. প্রয়োজনে বাণিজ্যিক পত্র বিক্রি করে তহবিল সংগ্রহ করা যায়
iii. বহিস্থ অর্থসংস্থানই তহবিল সংগ্রহের প্রধান উৎস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১৫. যেকোনো ধরনের কারবার প্রতিষ্ঠানে তহবিলের উৎস হিসেবে ব্যবহার করা যায়- (অনুধাবন)
i. মালিকের সঞ্চয়
ii. অবণ্টিত মুনাফা
iii. জমাতিরিক্ত উত্তোলন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১৬. কারবার প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য উৎস নির্বাচনে- (অনুধাবন)
i. তহবিলের প্রয়োজনের ধরন ও উদ্দেশ্য বিবেচনা করে
ii. ন্যূনতম খরচযুক্ত তহবিল উৎসকে প্রাধান্য দিয়ে থাকে
iii. সর্বোচ্চ সুবিধা প্রদানকারী উৎসটিই গ্রহণ করে থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১৭. জনাব শাহজাহান তার তিন বন্ধুকে নিয়ে একটি অংশীদারি কারবার গঠন করলেন। কারবারের প্রয়োজনে তারা তহবিল সংগ্রহ করতে পারবেন- (প্রয়োজন)
i. নিজস্ব সঞ্চয় থেকে
ii. লিজিং সুবিধা গ্রহণ করে
iii. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১৮. পাবলিক লিমিটেড কোম্পানি- (অনুধাবন)
i. শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে
ii. মধ্যমেয়াদি তহবিল লিজিংয়ের মাধ্যমে সংগ্রহ করে
iii. সঞ্চিতি তহবিল অভ্যন্তরীণ উৎস হিসেবে ব্যবহার করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১৯. ব্যবসায় প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহে অভ্যন্তরীণ উৎস ব্যবহার করলে- (অনুধাবন)
i. তহবিল পরিশোধের অপারগতা সংক্রান্ত ঝুঁকি কমে যায়
ii. বাধ্যতামূলকভাবে কিস্তি প্রদান করতে হয়
iii. করের বোঝা অনেকটা লাগব করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২০. ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন- (অনুধাবন)
i. স্বল্পমেয়াদি ব্যাংক ঋণের একটি উৎস
ii. সর্বোচ্চ খরচযুক্ত স্বল্পমেয়াদি একটি তহিবল উৎস
iii. যেকোনো ধরনের ব্যবসায় সংগঠনে ব্যবহারযোগ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC ফিন্যান্স ও ব্যাংকিং MCQ 💘 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৩২১ ও ৩২২ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব সাইফ নিজস্ব মূলধন বিনিয়োগ করে নিজ এলাকায় একটি মুদি দোকান দেন। দোকানের ক্রেতা সংখ্যা বাড়তে থাকলে তিনি তার এক বন্ধুকে অংশীদার হিসেবে গ্রহণ করে তার মুদি দোকানটিকে ডির্পামেন্টাল স্টোরে পরিণত করেন।

৩২১. মুদি দোকান প্রতিষ্ঠায় জনাব সাইফ অর্থায়নের কোন উৎসটি ব্যবহার করেছেন? (প্রয়োগ)
[ক] মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
[খ] মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস
[গ] স্বল্পমেয়াদি প্রতিষ্ঠানিক উৎস
[ঘ] দীর্ঘমেয়াদি প্রতিষ্ঠানিক উৎস

৩২২. জনাব সাইফ তাদের ডিপার্টমেন্টাল স্টোরটি সম্প্রসারণ করতে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে পারবেন- (উচ্চতর দক্ষতা)
i. নিজস্ব সঞ্চয় থেকে
ii. লিজিংয়ের মাধ্যমে
iii. দীর্ঘমেয়াদি বন্ধকি ঋণ গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩২৩ ও ৩২৪ নং প্রশ্নের উত্তর দাও :
ফাইজা ট্রেক্সটাইল লিমিটেড তার উৎপাদন বৃদ্ধির জন্য একটি কারখানা ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। কারখানা ক্রয়ের অর্থ কীভাবে সংগ্রহ করা হবে সে বিষয়ে পরামর্শ করতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছে।

৩২৩. ফাইজা ট্রেক্সটাইল লিমিটেড এর মালিকরা নিয়মিতভাবে কোনটি পেয়ে থাকে? (প্রয়োগ)
[ক] কর
[খ] সুদ
[গ] কিস্তি
✅ লভ্যাংশ

৩২৪. কারখানা ক্রয়ের অর্থ সংগ্রহে কোম্পানিটি যদি ঋণপত্র বিক্রি করে তাহলে- (উচ্চতর দক্ষতা)
i. মালিকদের প্রাপ্তির পরিমাণ বৃদ্ধি পাবে
ii. বাধ্যতামূলকভাবে সুদ প্রদান করতে হবে
iii. করের বোঝা কিছুটা হলেও লাঘব হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post