G

SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-১৪ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সাধারণ বিজ্ঞান
চতুর্দশ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 General Science MCQ Guide. SSC General Science MCQ Question-Answer.
SSC General Science
MCQ
Question and Answer pdf download

পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি
🔷 এক্সরে : ১৮৯৫ সালে জার্মান পদার্থবিজ্ঞানী উইলহেম রনজেন এক্সরে আবিষ্কার করেন, যা একধরনের তাড়িতচৌম্বক বিকিরণ। এর সাহায্যে শরীরের ভাঙা হাড়, ক্ষত বা অবাঞ্ছিত বস্তুর উপস্থিতি বোঝা যায় এবং রোগাক্রান্ত কোষ ধ্বংস করা যায়। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা ও শিল্পক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়ে থাকে।

🔷 এক্সরের ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া :
► অতিরিক্ত এক্সরে জীবকোষ ধ্বংস করে।
► শিশুদের প্রজননতন্ত্রে এক্সরে ক্ষতিকর প্রভাব ফেলে।
► গর্ভবতী অবস্থায় (বিশেষত ২-৪ মাস সময়ের মাঝে) এক্সরে মা ও শিশু উভয়ের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।
► একই জায়গায় বারবার এক্সরে করার ফলে টিউমার সৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়।

🔷 আলট্রাসনোগ্রাফি : শরীরের অভ্যন্তরের নরম পেশির বা টিস্যুর যদি অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয় বা তাতে কোনো সমস্যা হলে আলট্রাসনোগ্রাফি করে তা শনাক্ত করা যায়। আলট্রাসনোগ্রাফিতে শব্দের প্রতিধ্বনি কাজে লাগানো হয়। এক্ষেত্রে শ্রবণোত্তর শব্দ ব্যবহৃত হয়। বর্তমানে ভ্রুণের বৃদ্ধি, বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, পিত্তথলি ও মূত্রথলির পাথর শনাক্তকরণ ও স্ত্রী প্রজননতন্ত্রের টিউমার শনাক্ত করার জন্য আলট্রাসনোগ্রাফি ব্যবহৃত হয়।

🔷 আলট্রাসনোগ্রাফির ঝুঁকি : যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে আলট্রাসনোগ্রাফি ক্ষতিকর নয় তবে তারা পরামর্শ দিয়েছেন গর্ভবতী অবস্থায় যতটা সম্ভব কম আলট্রাসাউন্ড ব্যবহার করা উত্তম।

🔷 সিটিস্ক্যান : সিটিস্ক্যানের পূর্ণরূপ Computed Tomography Scan-এর মাধ্যমে কোনো পেশি বা অস্থির স্থান পরিবর্তন, অস্থি, টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান জানা যায়। মাথায় আঘাত পেলে মস্তিষ্কের কোনো ধরনের রক্তক্ষরণ হয়েছে কিনা তা বোঝার জন্য সিটিস্ক্যান একটি উত্তম উপায়।

🔷 সিটিস্ক্যানের ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া : সিটিস্ক্যানের ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম। এক্ষেত্রে নিন্মোক্ত সমস্যা হতে পারে-
► এখানে তেজস্ক্রিয় বিকিরণ থাকে যদিও এটি খুব বেশি নয়।
► কখনো কখনো সিটিস্ক্যানে “ডাই” ব্যবহার করা হয় যা অনেকের ক্ষেত্রে এলার্জিজনিত সমস্যা তৈরি করে।

🔷 এমআরআই : এমআরআই (Magnetic Resonance Imaging) হলো একটি কৌশল, যা শরীরের যেকোনো অঙ্গের বিশেষ করে যেটি নরম বা সংবেদনশীল, তার পরিষ্কার ও বিস্তারিত ছবি তুলতে পারে। এটি শরীরের যেকোনো অঙ্গের জন্য ব্যবহার করা হলেও মস্তিষ্ক, পেশি, যোজক কলা এবং টিউমার শনাক্ত করার ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। এমআরআই-এর মাধ্যমে পায়ের গোড়ালির মচকানো ও পিঠের ব্যথার জখম বা আঘাতের তীব্রতা নির্ণয় করা যায়। এমআরআই (MRI) এ চৌম্বকক্ষেত্রকে কাজে লাগানো হয়। চৌম্বকক্ষেত্র মানব শরীরে যে পানি আছে তাকে বিশেষ পদ্ধতিতে চৌম্বকায়িত করে। শরীরের এই চৌম্বকায়িত অংশ চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন সাধন করে এবং এর ওপর ভিত্তি করে ত্রিমাত্রিক ছবি তুলে আনা হয়।

🔷 এমআরআই-এর ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া :
► অনেক সময় এখানে ডাই (Dye) ব্যবহার করা হয়, যা এলার্জিজনিত প্রতিক্রিয়ার কারণ হতে পারে।
► কখনো কখনো এমআরআই মেশিনের উচ্চ শব্দের কারণে মাথাব্যথা বা ঝিমুনি ভাব আসতে পারে।

🔷 ইসিজি : ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম (Electrocardiogram) হচ্ছে অত্যন্ত সহজ, ব্যথাবিহীন একটি পরীক্ষা যার মাধ্যমে হৃদপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা, হৃদকম্পন নিয়মিত কিনা, শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে রক্ত চলাচল সঠিক কিনা তা বোঝা যায়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সম্ভাব্য হার্ট এটাক সম্পর্কে নির্ভরযোগ্য সতর্ক সংকেত দিতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসক এবং গবেষকদের মতে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

🔷 এন্ডোস্কোপ : এন্ডোস্কোপ এক ধরনের বাঁকানো টেলিস্কোপ। এন্ডোস্কোপ সাধারণত তখনই ব্যবহার করা যায়, যখন শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যা এক্সরে বা সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়া না যায়। এন্ডোস্কোপি পেটের আলসার নির্ণয়ের একটি অন্যতম উপায়। এন্ডোস্কোপিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সূত্র কাজে লাগানো হয়।

🔷 এন্ডোস্কোপির ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া :
► জ্বর হওয়া
► বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হওয়া
► পায়খানার রং কালচে হয়ে পড়া
► পেটে প্রচণ্ড ব্যথা হওয়া।

🔷 রেডিওথেরাপি : রেডিওথেরাপি হলো ক্যানসারের আরোগ্য বা নিয়ন্ত্রণের একটি কৌশল। এর মাধ্যমে শরীরের যে অঙ্গে ক্যান্সার হয়েছে সে অঙ্গের আক্রান্ত কোষগুলো ক্ষতিগ্রস্ত করা হয়। এতে সুস্থ কোষগুলো ক্ষয়পূরণ করতে পারে, কিন্তু ক্যান্সার আক্রান্ত কোষগুলো ধ্বংস হয়ে যায়। অনেক রোগীর জন্য এটিই একমাত্র চিকিৎসা। এখানে দুই ধরনের শক্তির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত কোষের DNA ধ্বংস করা হয়।

🔷 রেডিওথেরাপির ঝুঁকি :
► চুল পড়া
► চামড়া ঝুলে যাওয়া
► মুখের ভিতরের অংশ ও গলা শুকিয়ে যাওয়া
► বমি বমি ভাব, ডায়রিয়া বা বদহজম
► প্রচণ্ড ক্লান্তি ও অবসাদ।

🔷 কেমোথেরাপি : কেমোথেরাপি হলো এমন এক ধরনের চিকিৎসা যেখানে বিশেষ ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করে শরীরের জন্য ক্ষতিকর দ্রুত বিভাজনরত ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। এটি ক্যান্সার চিকিৎসায় একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। কেমোথেরাপিতে ব্যবহৃত রাসায়নিক ওষুধ কোষ বিভাজনের নির্দিষ্ট ধাপে প্রয়োগ করা হয়।

🔷 কেমোথেরাপির ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া : কেমোথেরাপির বিশেষ ওষুধ ক্যান্সার আক্রান্ত কোষ ছাড়াও সংশ্লিষ্ট অন্য কোষও ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে নিম্নোক্ত ঝুঁকি থাকতে পারে :
► চুল পড়ে যাওয়া
► হাতের তালু, পায়ের তালু প্রভৃতি অঙ্গের চামড়া পুড়ে যাওয়া
► হজমে সমস্যা হওয়া এবং এর কারণে ডায়রিয়া, পানিশূন্যতা, বমি প্রভৃতি সমস্যা হওয়া
► লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা উৎপাদন বাধাগ্রস্ত হওয়া।

🔷 এনজিওগ্রাফি : এনজিওগ্রাফি হলো এক ধরনের বিশেষ পরীক্ষা যেখানে এক্সরে-এর মাধ্যমে শরীরের বিভিন্ন রক্তনালির ছবি তোলা হয়। যদি কোনো কারণে শরীরের কোনো রক্তনালিকা বন্ধ হয় বা ক্ষতিগ্রস্ত হয় অথবা অস্বাভাবিক কোনো পরিবর্তন হয়, তখন বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) প্রভৃতি সমস্যা হতে পারে। এনজিওগ্রাফি ডাক্তারকে এসব সমস্যার জন্য দায়ী সুনির্দিষ্ট রক্তনালিকার পরীক্ষা সম্পর্কে নিশ্চিত হতে সহায়তা করে।

🔷 এনজিওগ্রাফির ঝুঁকি : যদিও হৃদপিণ্ডের অন্যান্য পরীক্ষার তুলনায় এনজিওগ্রাফির ঝুঁকি অনেক কম, তবুও নিন্মোক্ত বিষয়গুলোর ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না-
► সাধারণভাবে এতে রক্তপাত, ইনফেকশন অথবা যেখানে ইনজেকশন দেওয়া হয়েছে সেখানে ব্যথা হতে পারে।
► যে নরম টিউবের মাধ্যমে ‘ডাই’ প্রবেশ করানো হয় তা রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
► অনেকের দেহে ‘ডাই’-এর ফলে পার্শ্বপ্রতিক্রিয়া বা এলার্জির সৃষ্টি হতে পারে।
► ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কখনো কখনো এটি কিডনির ক্ষতি করে।

বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?
[ক] এমআরআই
✅ কেমোথেরাপি
[গ] এনজিওগ্রাফি
[ঘ] আলট্রাসনোগ্রাফি

২. এন্ডোস্কোপিতে প্রয়োগ করা হয়-
i. আলোর প্রতিসরণ
ii. বৈদ্যুতিক তরঙ্গের নিঃসরণ
iii. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

নিচের কোনটি সঠিক?
[ক] ii
✅ iii
[গ] i ও ii
[ঘ] i ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
রফিক সাহেব বুকে ব্যথা অনুভব করলে তিনি একটি পরীক্ষা করালেন। এই পরীক্ষা করার সময় রফিক সাহেবের রক্তনালিকা দিয়ে এক ধরনের বিশেষ তরল পদার্থ প্রবেশ করানো হয়।

৩. রফিক সাহেব কোন পরীক্ষাটি করালেন?
[ক] এন্ডোস্কোপি
✅ এনজিওগ্রাফি
[গ] কেমোথেরাপি
[ঘ] রেডিওথেরাপি

৪. রফিক সাহেবের রক্ত নালিকায় প্রবেশ করানো পদার্থটি কী?
✅ ‘ডাই’ নামক তরল
[খ] তরল অক্সিজেন
[গ] মলিবডেনাম
[ঘ] টাংস্টেন

৫. গ্যাস্ট্রিক আলসার বিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করা হয়?
[ক] এম আর আই
✅ এন্ডোস্কোপি
[গ] ইসিজি
[ঘ] আলট্রাসনোগ্রাফি

৬. সিটিস্ক্যানের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
[ক] রক্তের গ্রুপ পরীক্ষা করা
✅ কোনো ধাতব অলঙ্কার, ঘড়ি ইত্যাদি না রাখা
[গ] তরল বা নরম খাবার খাওয়া
[ঘ] প্রতিবার একই অবস্থানে চিকিৎসা করা

৭. আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত হয় কোনটি?
✅ শ্রবণোত্তর তরঙ্গ
[খ] ইলেকট্রনের প্রবাহ
[গ] চৌম্বকক্ষেত্র
[ঘ] আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

৮. টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে?
[ক] এক্সরে
[খ] ইসিজি
✅ সিটিস্ক্যান
[ঘ] এন্ডোস্কোপি

৯. রাহি সিঁড়ি থেকে পড়ে গিয়ে বমি করা শুরু করল। চিকিৎসায় কোন প্রযুক্তি ব্যবহার করতে হবে?
[ক] এনজিওগ্রাম
[খ] এন্ডোস্কোপি
[গ] MRI
✅ CT Scan

১০. কোন প্রযুক্তিতে শব্দ শক্তি ব্যবহার করা হয়?
[ক] এক্স-রে
✅ আল্ট্রাসনোগ্রাফি
[গ] সিটিস্ক্যান
[ঘ] এম. আর. আই

১১. এন্ডোস্কোপি করার সময় নিচের কোনটি কাজ করে?
[ক] আলোর প্রতিসরণ
[খ] চৌম্বকক্ষেত্র
✅ আলোর প্রতিফলন
[ঘ] রাসায়নিক ঔষধ

১২. অনু তার ঘরে ঢোকার সময় দরজার হাতল ধরে টান মারল। এখানে কোন বল কাজ করল?
[ক] চৌম্বক
[খ] মাধ্যাকর্ষণ
[গ] নিউক্লিয়
✅ স্পর্শ

১৩. পেটের আলসার নির্ণয়ের অন্যতম উপায় কী?
[ক] ইসিজি
[খ] এম আর আই
✅ এন্ডোস্কোপি
[ঘ] রেডিওথেরাপি

১৪. কোনটির পার্শ্বপ্রতিক্রিয়ায় মাথার চুল পড়ে যায়?
[ক] এনজিওগ্রাফি
[খ] আলট্রাসনোগ্রাফি
✅ কেমোথেরাপি
[ঘ] এম. আর. আই

১৫. আলোর কোন ধর্মের ওপর এন্ডোস্কোপি নির্ভরশীল?
[ক] প্রতিফলন
[খ] প্রতিসরণ
[গ] ব্যতিচার
✅ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

১৬. দেহে রক্ত চলাচল পরীক্ষা করা হয় কী দ্বারা?
[ক] এম. আর. আই
[খ] সিটিস্ক্যান
[গ] এক্সরে
✅ ইসিজি

১৭. সিটিস্ক্যানে কয়টি রশ্মি ব্যবহার করা হয়?
[ক] ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি
[সঠিক উত্তর : একগুচ্ছ রশ্মি ছোড়া হয়]

১৮. কেমোথেরাপিতে-
i. কোষ বিভাজন বন্ধ হয়
ii. রক্তশূন্যতা দেখা যায়
iii. কোষে শক্তি উৎপাদন ব্যাহত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৯. এন্ডোস্কোপিতে ঝুঁকি থাকে-
i. পায়খানার রং কালচে হওয়ার
ii. পেটে প্রচণ্ড ব্যথা হওয়ার
iii. ক্লান্তি ও অবসাদ হওয়ার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২০. কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া হলো-
i. চুল পড়ে যায়
ii. হজমে সমস্যা হয়
iii. অণুচক্রিকা উৎপাদন বাধাগ্রস্ত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি সতর্কতার সাথে পড় এবং ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
এক সড়ক দুর্ঘটনায় সামিনের হাত ভেঙেছে এবং তার বাবা রাশেদ সাহেবের আভ্যন্তরীণ নরম পেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

২১. সামিনের সমস্যা শনাক্তকরণের ক্ষেত্রে কোনটি অধিক প্রযোজ্য?
✅ এক্সরে
[খ] আল্ট্রাসনোগ্রাফী
[গ] সিটিস্ক্যান
[ঘ] ইসিজি

২২. রাশেদ সাহেবের সঠিক চিকিৎসার জন্য কোনটি উপযুক্ত?
[ক] এক্সরে
[খ] সিটিস্ক্যান
✅ এম. আর. আই
[ঘ] আল্ট্রাসনোগ্রাফী

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
রহমান সাহেব হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় ডাক্তার সাহেব হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা যাচাই করার জন্য একটি পরীক্ষা করলেন।

২৩. রহমান সাহেবের কোন পরীক্ষাটি করা হলো?
[ক] এক্সরে
✅ ইসিজি
[গ] এম. আi. আই
[ঘ] সিটিস্ক্যান

২৪. পরীক্ষাটি কোনটির মাধ্যমে করা হয়েছে?
✅ তরঙ্গ
[খ] চৌম্বকক্ষেত্র
[গ] আলোর প্রতিসরণ
[ঘ] ইলেকট্রনের প্রবাহ

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
সাকিলের বাবার পেট ব্যথা করায় ডাক্তারের নিকট গিয়ে এক্সরে ও সিটিস্ক্যান করান, তাতেও রোগ শনাক্ত না হওয়ায় তাকে ভিন্ন এক পরীক্ষা করে রোগ শনাক্ত করান।

২৫. সাকিলের বাবার পরীক্ষাটি কী?
[ক] ইসিজি
[খ] এম আর আই
✅ এন্ডোস্কোপি
[ঘ] রেডিওথেরাপি

২৬. সাকিলের বাবার পরীক্ষাটিতে-
i. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটানো হয়
ii. এটি এক ধরনের বাঁকানো টেলিস্কোপ
iii. এতে একাধিক অপটিক্যাল তার থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC সাধারণ বিজ্ঞান (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-১৪

এক্সরে, আলট্রাসনোগ্রাফি ও সিটিস্ক্যান - পৃষ্ঠা : ২০৪-২০৬
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৭. কোন বিজ্ঞানী এক্সরে আবিষ্কার করেন? (জ্ঞান)
[ক] নিউটন
[খ] আইনস্টাইন
✅ রনজেন
[ঘ] বেকেরেল

২৮. রনজেন কত সালে এক্সরে আবিষ্কার করেন? (জ্ঞান)
[ক] ১৮৯৩
[খ] ১৮৯৪
✅ ১৮৯৫
[ঘ] ১৮৯৬

২৯. উচ্চগতিসম্পন্ন ইলেকট্রন ধাতব পাতে আঘাত করলে কী বিকিরিত হয়? (জ্ঞান)
[ক] α-রশ্মি
[খ] β-রশ্মি
✅ X-রশ্মি
[ঘ] γ-রশ্মি

৩০. এক্সরেতে কোন মৌলের কুণ্ডলী ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] নাইক্রোম
✅ টাংস্টেন
[গ] রেডিয়াম
[ঘ] সেরিয়াম

৩১. শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয় কোন প্রক্রিয়ায়? (জ্ঞান)
✅ আলট্রাসনোগ্রাফি
[খ] ইসিজি
[গ] সিটিস্ক্যান
[ঘ] এক্স-রে

৩২. আলট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত? (জ্ঞান)
[ক] ২০০০ Hz-এর বেশি নয়
[খ] ২০০০ Hz-এর কম
✅ ২০,০০০ Hz-এর বেশি
[ঘ] ২০,০০০ Hz-এর কম

৩৩. CT Scan-এর পূর্ণরূপ কী? (জ্ঞান)
[ক] Computer Temparature Scan
[খ] Common Tomography Scan
✅ Computed Tomography Scan
[ঘ] Common Temprature Scan

৩৪. সিটিস্ক্যানে আলোর কোন ধর্মের সাহায্যে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করা হয়? (জ্ঞান)
[ক] প্রতিফলন
[খ] ব্যতিচার
[গ] ঋজুগতি
✅ প্রতিসরণ

৩৫. কোনটি দ্বারা হাড়ের ফাটল ও ভেঙে যাওয়া শনাক্ত করা যায়? (অনুধাবন)
[ক] আলট্রাসনোগ্রাফি
✅ এক্সরে
[গ] এম আর আই
[ঘ] এনজিওগ্রাফি

৩৬. আলট্রাসনোগ্রাফি করা হয় কেন? (অনুধাবন)
[ক] হৃদরোগ নির্ণয়ে
[খ] ফুসফুসের যক্ষা রোগ নির্ণয়ে
✅ পিত্তথলিতে পাথর নির্ণয়ে
[ঘ] মস্তিষ্কে টিউমার নির্ণয়ে

৩৭. কোনটি রোগাক্রান্ত কোষ ধ্বংস করে? (অনুধাবন)
✅ এক্স-রশ্মি
[খ] α রশ্মি
[গ] β-রশ্মি
[ঘ] আলোক তরঙ্গ

৩৮. এক্সরে নিচের কোনটিকে ভেদ করতে পারে না? (অনুধাবন)
[ক] চামড়া
[খ] কাপড়
✅ লোহা
[ঘ] মাংস

৩৯. এক্সরে শোষণ করতে পারে কোনটি? (অনুধাবন)
[ক] হাইড্রোজেন
[খ] ক্লোরিন
✅ ক্যালসিয়াম
[ঘ] অক্সিজেন

৪০. এক্সরে কোথায় ক্ষতিকর প্রভাব ফেলে? (অনুধাবন)
[ক] হাড়ে
[খ] শিশুদের মস্তিষ্কে
✅ শিশুদের প্রজননতন্ত্রে
[ঘ] পরিপাকতন্ত্রে

৪১. কিসের সাহায্যে ভাঙা হাড়, ক্ষত বা অবাঞ্ছিত বস্তুর উপস্থিতি নির্ণয় করা হয়? (প্রয়োগ)
✅ এক্সরে
[খ] আলট্রাসনোগ্রাফি
[গ] সিটিস্ক্যান
[ঘ] ইসিজি

৪২. দেহের অভ্যন্তরে নরম টিস্যুর সমস্যা শনাক্ত করা হয় কোনটির সাহায্যে? (প্রয়োগ)
[ক] এক্সরে
[খ] ইসিজি
✅ আলট্রাসনোগ্রাফি
[ঘ] সিটি স্ক্যান

৪৩. কোন প্রক্রিয়ায় শব্দ তরঙ্গকে ব্যবহার করে কম্পিউটারের সাহায্যে নিখুঁত ছবি আঁকা হয়? (প্রয়োগ)
[ক] সিটিস্ক্যান
[খ] এমআরআই
✅ আলট্রাসনোগ্রাফি
[ঘ] এক্সরে

৪৪. কোন সংস্থার মতে আলট্রাসাউন্ড ক্ষতিকর নয় তবে গর্ভবতী অবস্থায় ঝুঁকিপূর্ণ? (প্রয়োগ)
✅ WHO
[খ] UN
[গ] WTO
[ঘ] UNICEF

৪৫. অস্থির ক্ষত ও টিউমার নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে? (প্রয়োগ)
[ক] আলট্রাসনোগ্রাফি
[খ] এক্সরে
✅ সিটিস্ক্যান
[ঘ] ইসিজি

৪৬. কোন তথ্যটি সঠিক নয়? (উচ্চতর দক্ষতা)
[ক] CT স্ক্যান পদ্ধতিতে মস্তিষ্কের টিউমার শনাক্ত করা যায়
[খ] CT স্ক্যান পদ্ধতিতে হৃদপিণ্ডের গঠন ও প্রকৃতি বুঝা যায়
[গ] CT স্ক্যান পদ্ধতিতে মস্তিষ্ক ও হৃদপিণ্ডের অস্বাভাবিকতা বুঝা যায়
✅ CT স্ক্যান পদ্ধতিতে মস্তিষ্কের বাইরের রক্তনালির ক্ষত নির্ণয় করা যায়

৪৭. আলট্রাসনোগ্রাফির সফলতা অনেকাংশে নির্ভর করে কোনটির ওপর? (উচ্চতর দক্ষতা)
[ক] শব্দতরঙ্গ
[খ] সময়
✅ নিয়ন্ত্রক
[ঘ] রোগী

৪৮. পিত্তথলি ও কিডনির পাথর শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] কেমোথেরাপি
[খ] রেডিওথেরাপি
[গ] এমআরআই
✅ এক্সরে

৪৯. সমুদ্রের গভীরতা নির্ণয়ের মূলনীতি অনুসরণ করা হয় নিচের কোনটিতে? (অনুধাবন)
[ক] ইসিজি
[খ] এমআরআই
[গ] এন্ডোস্কোপি
✅ আলট্রাসনোগ্রাফি

৫০. আলট্রাসনোগ্রাফিতে কোন যন্ত্রের সাহায্যে ছবি আঁকা হয়? (জ্ঞান)
✅ কম্পিউটার
[খ] ক্যামেরা
[গ] মোবাইল
[ঘ] স্ক্যানার

৫১. বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায় কার মাধ্যমে? (অনুধাবন)
[ক] সিটিস্ক্যান
[খ] এমআরআই
✅ আলট্রাসনোগ্রাফি
[ঘ] এক্সরে

৫২. নিচের কোনটি সিটিস্ক্যানের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে? (অনুধাবন)
[ক] চুল পড়া
[খ] রক্তশূন্যতা
✅ এলার্জিজনিত সমস্যা
[ঘ] চোখে ঝাপসা দেখা

৫৩. উইলহেম রনজেন কোন দেশের বিজ্ঞানী ছিলেন? (জ্ঞান)
[ক] জাপান
✅ জার্মান
[গ] ইংল্যান্ড
[ঘ] ফ্রান্স
৫৪. একই জায়গায় বারবার এক্সরের ফলে কোন সমস্যার সৃষ্টি হতে পারে? (জ্ঞান)
✅ টিউমার
[খ] আলসার
[গ] হার্ট অ্যাটাক
[ঘ] ক্যান্সার

৫৫. শরীরের অভ্যন্তরে নরম পেশি বা টিস্যুর কোনো সমস্যা শনাক্ত করতে যে পরীক্ষা করা হয় তাকে কী বলে? (অনুধাবন)
[ক] এক্সরে
[খ] সিটিস্ক্যান
✅ আলট্রাসনোগ্রাফি
[ঘ] রেডিওথেরাপি

৫৬. আলট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত হয় কোনটি? (জ্ঞান)
✅ শ্রবণোত্তর শব্দ
[খ] বেতার তরঙ্গ
[গ] তরল ডাই
[ঘ] ধাতব পাত্র

৫৭. ফুসফুসের ক্যান্সার শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ এক্সরে
[খ] আলোক রশ্মি
[গ] তামা
[ঘ] সোনা

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৮. হাড় ভেঙে গেলে এক্সরের মাধ্যমে শনাক্ত করা সহজ হয়। কারণ- (প্রয়োগ)
i. ধাতববস্তু এটি শোষণ করে
ii. অধাতব বস্তু এটি শোষণ করে
iii. হাড়ের ক্যালসিয়াম এটি শোষণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও iii

৫৯. সিটিস্ক্যান পদ্ধতিতে নির্ণয় করা যায়- (অনুধাবন)
i. মস্তিষ্কের টিউমার
ii. হৃৎপিণ্ডের গঠন ও প্রকৃতি
iii. মস্তিষ্কের রক্তক্ষরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] ii ও iii

৬০. এক্সরের ক্ষতি হতে বাঁচতে হলে- (প্রয়োগ)
i. সতর্কতা অবলম্বন করা উচিত
ii. সর্বদা চশমা পরতে হবে
iii. এক্সরের সময় সিসার দেয়ালের আড়ালে থাকতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. আলট্রাসনোগ্রাফি করা হয়- (প্রয়োগ)
i. মস্তিষ্কে
ii. হাড়ে
iii. হৃৎপিণ্ডে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. আলট্রাসনোগ্রাফিতে- (অনুধাবন)
i. শ্রবণোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়
ii. কম্পিউটারে নিখুঁত ছবি আঁকা হয়
iii. প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৩. আলট্রাসনোগ্রাফি- (অনুধাবন)
i. কঠিন অস্থি ভেদ করতে পারে না
ii. দক্ষ অপারেটরের মাধ্যমে ব্যবহার করা উচিত
iii. গর্ভবতী অবস্থায় সন্তানের লিঙ্গ নির্ধারণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৪. আলট্রাসনোগ্রাফি যেসব অঙ্গের করা হয় সেগুলো- (অনুধাবন)
i. মস্তিষ্ক, যকৃৎ
ii. পিত্তথলি, হৃৎপিণ্ড
iii. রক্তনালিসমূহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৬৫. সিটি স্ক্যান করা হয়- (অনুধাবন)
i. মাথায় আঘাত পেলে
ii. পেটে টিউমার হলে
iii. রক্তক্ষরণ নির্ণয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৬ ও ৬৭নং প্রশ্নের উত্তর দাও :
এক্সরের সাহায্যে প্রাপ্ত ফটোগ্রাফ দ্বারা শরীরের কোনো ভাঙা হাড়, ক্ষত বা অবাঞ্ছিত বস্তুর উপস্থিতি বোঝা যায়। এছাড়াও এটি রোগাক্রান্ত কোষ ধ্বংস করতে পারে। তাই চিকিৎসা শাস্ত্রে এর অবদান অনস্বীকার্য।

৬৬. উপরিউক্ত রশ্মিটি কে আবিষ্কার করেন? (অনুধাবন)
[ক] কুলম্ব
[খ] গোল্ডস্টাইন
[গ] হাইগেন
✅ রনজেন

৬৭. চিকিৎসা ক্ষেত্রের পাশাপাশি কোন ক্ষেত্রে এ রশ্মি ব্যবহৃত হয়? (প্রয়োগ)
✅ শিল্পক্ষেত্রে
[খ] বাণিজ্যে
[গ] খেলাধুলায়
[ঘ] কর্মসংস্থানে

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৮-৭০নং প্রশ্নের উত্তর দাও :
শরীরের অভ্যন্তরের নরম পেশির বা টিস্যুর যদি অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয় বা তাতে কোনো সমস্যা হলে আলট্রাসনোগ্রাফি করে তা শনাক্ত করা যায়। সাধারণত হৃৎপিণ্ডে অথবা শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ নরম অঙ্গে আলট্রাসনোগ্রাফি করা হয়।

৬৮. উপরিউক্ত প্রক্রিয়ায় কোনটি ব্যবহার হয়? (অনুধাবন)
[ক] আলোর প্রতিসরণ
[খ] আলোর প্রতিফলন
✅ শব্দের প্রতিধ্বনি
[ঘ] পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

৬৯. উপরিউক্ত প্রক্রিয়া কোথায় ব্যবহার হয়? (প্রয়োগ)
✅ প্রধান রক্তনালির ক্ষেত্রে
[খ] পায়ের পেশিতে
[গ] হাড় মচকানো
[ঘ] পিটুইটারি গ্রন্থিতে

৭০. এখানে ব্যবহৃত তরঙ্গের কম্পাঙ্ক কত? (অনুধাবন)
[ক] ২০ Hz এর কম
[খ] ২০০ Hz এর কম
✅ ২০,০০০ Hz এর বেশী
[ঘ] ২০,০০০ Hz এর কম

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭১ ও ৭২নং প্রশ্নের উত্তর দাও :
সিটিস্ক্যানের মাধ্যমে শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান বা বর্তমান অবস্থা জানা যায়। সিটি স্ক্যানে একটির পরিবর্তে একগুচ্ছ রশ্মি ছোড়া হয় বলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এজন্য সিটি স্ক্যান করার কিছু পূর্বপ্রস্তুতি থাকা প্রয়োজন।

৭১. উপরিউক্ত প্রক্রিয়ায় প্রাপ্ত দ্বিমাত্রিক ছবিগুলোকে কী করা হয়? (অনুধাবন)
[ক] এক মাত্রিক
[খ] গ্রাফাকার
✅ ত্রিমাত্রিক
[ঘ] সলিড

৭২. প্রক্রিয়াটির পূর্বপ্রস্তুতি হলো- (প্রয়োগ)
i. ধাতব বোতাম বা চেইন বিশিষ্ট কাপড় না পরা
ii. যেকোনো এলার্জির কথা ডাক্তারকে পূর্বেই জানানো
iii. কোনো রকম ধাতব অলঙ্কার সাথে না রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

এমআরআই, ইসিজি ও এন্ডোস্কোপি - পৃষ্ঠা : ২০৭-২০৮
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৩. মস্তিষ্কের রোগ নির্ণয়ের জন্য কী যন্ত্র ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] এন্ডোস্কোপি
✅ MRI
[গ] ECG
[ঘ] X-Ray

৭৪. এমআরআই-এ ব্যবহৃত চৌম্বকক্ষেত্র মানবদেহের কোন উপাদানকে চৌম্বকায়িত করে? (জ্ঞান)
[ক] হৃদপিণ্ডকে
[খ] রক্তকে
✅ পানিকে
[ঘ] অস্থিকে

৭৫. দেহের নির্দিষ্ট অঙ্গে রক্ত চলাচল পরীক্ষা করা হয় কী দ্বারা? (জ্ঞান)
✅ ইসিজি
[খ] সিটি স্ক্যান
[গ] এন্ডোস্কোপি
[ঘ] এক্সরে

৭৬. ইসিজি মেশিন কী প্রদর্শন করে? (জ্ঞান)
[ক] হৃদপিণ্ডের ছবি
[খ] হাড়ের ছবি
✅ একটি লেখচিত্র
[ঘ] ফুসফুসের ছবি

৭৭. মাথাব্যথা বা ঝিমুনির ঝুঁকি থাকে কোন যন্ত্রের ব্যবহারের ফলে? (অনুধাবন)
[ক] সিটি স্ক্যান
[খ] আলট্রাসনোগ্রাম
✅ এমআরআই
[ঘ] ইসিজি

৭৮. পেটে প্রচণ্ড ব্যথা হওয়ার ঝুঁকি থাকে কোন পরীক্ষায়? (অনুধাবন)
[ক] ইসিজি
✅ এন্ডোস্কোপি
[গ] আলট্রাসনোগ্রাফি
[ঘ] এমআরআই

৭৯. হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য সংকেত দিতে পারে কোনটি? (অনুধাবন)
[ক] সিটি স্ক্যান
✅ ইসিজি
[গ] রেডিওথেরাপি
[ঘ] কেমোথেরাপি

৮০. নিচের কোনটি পার্শ্বপ্রতিক্রিয়াহীন? (অনুধাবন)
[ক] সিটি স্ক্যান
[খ] আলট্রাসনোগ্রাফি
✅ ইসিজি
[ঘ] এমআরআই

৮১. এমআরআই-এ কী ব্যবহার করা হয়? (অনুধাবন)
✅ চৌম্বক ক্ষেত্র
[খ] তড়িৎ বল
[গ] মহাকর্ষ
[ঘ] অভিকর্ষ

৮২. পেটের আলসার নির্ণয়ের অন্যতম উপায় কোনটি? (অনুধাবন)
✅ এন্ডোস্কোপি করা
[খ] এমআরআই করা
[গ] সিটি স্ক্যান করা
[ঘ] এনজিওগ্রাফি করা

৮৩. কোন রোগ নির্ণয়ে ECG করা হয়? (অনুধাবন)
✅ হৃদরোগ নির্ণয়ে
[খ] পিত্তথলিতে পাথর নির্ণয়ে
[গ] যক্ষা রোগ নির্ণয়ে
[ঘ] টিউমার নির্ণয়ে

৮৪. MRI করা হয় কোনটি নির্ণয়ে? (অনুধাবন)
✅ মস্তিষ্কে রক্তক্ষরণ নির্ণয়ে
[খ] টিউমার শনাক্ত করার জন্য
[গ] পিত্তথলির পাথর নির্ণয়ে
[ঘ] পাকস্থলীর ঘা নির্ণয়ে

৮৫. হৃৎপিণ্ডের বর্তমান ও পূর্বের যেকোনো সমস্যা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? (প্রয়োগ)
[ক] সিটি স্ক্যান
✅ ইসিজি
[গ] এমআরআই
[ঘ] এন্ডোস্কোপি

৮৬. অস্ত্রোপচার না করে শরীরের ভেতরে অঙ্গপ্রত্যঙ্গ দেখার যন্ত্র কোনটি? (প্রয়োগ)
[ক] ইসিজি
[খ] সিটি স্ক্যান
✅ এন্ডোস্কোপি
[ঘ] এমআরআই

৮৭. আলসার, পরিপাকতন্ত্র, মূত্রনালি ও স্ত্রী প্রজননতন্ত্রের সমস্যা নিরূপণ করা হয় কিসের মাধ্যমে? (প্রয়োগ)
[ক] ইসিজি
✅ এন্ডোস্কোপি
[গ] এক্সরে
[ঘ] আলট্রাসনোগ্রাফি

৮৮. হৃদপেশির কর্মপ্রবাহের লেখচিত্র পাওয়ার উপায় কোনটি? (প্রয়োগ)
[ক] CT স্ক্যান
✅ ECG
[গ] MRI
[ঘ] এনজিওগ্রাফি

৮৯. নরম বা সংবেদনশীল অঙ্গের পরিষ্কার ও বিস্তারিত ছবি তোলার কৌশল কী? (প্রয়োগ)
[ক] সিটি স্ক্যান
[খ] ইসিজি
[গ] আলট্রাসনোগ্রাফি
✅ এমআরআই

৯০. কোনো কারণে রক্তনালিকা বন্ধ হলে কী সমস্যা হয়? (উচ্চতর দক্ষতা)
✅ হার্ট অ্যাটাক
[খ] ডায়রিয়া
[গ] আমাশয়
[ঘ] ক্যান্সার

৯১. এমআরআই-এর পূর্ণ নাম কী? (জ্ঞান)
[ক] Magnetic Resonance Imencing
✅ Magnetic Resonance Imaging
[গ] Mega Resonance imaging
[ঘ] Molecular Resouance imaging

৯২. এন্ডোস্কোপির ঝুঁকি কোনটি? (অনুধাবন)
✅ পেটে ব্যথা
[খ] রক্তক্ষরণ
[গ] এলার্জি
[ঘ] লালচে পায়খানা

৯৩. রেডিওথেরাপির ঝুঁকি কোনটি? (অনুধাবন)
✅ চুল পড়া
[খ] পাতলা পায়খানা
[গ] হাতের তালু পুড়ে যাওয়া
[ঘ] ক্যান্সার

৯৪. এন্ডোস্কোপিতে কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
✅ টেলিস্কোপ
[খ] মাইক্রোস্কোপ
[গ] অপটিক্যাল ফাইবার
[ঘ] আতশী কাঁচ

৯৫. বুকে, পেটে ব্যথা হওয়ার ঝুঁকি থাকে কোন পরীক্ষায়? (জ্ঞান)
[ক] iেডিওথেরাপি
[খ] কেমোথেরাপি
✅ এন্ডোস্কোপি
[ঘ] এনজিওগ্রাফি

৯৬. এন্ডোস্কোপি করতে আলোর কোন ঘটনাটিকে কাজে লাগানো হয়? (প্রয়োগ)
✅ প্রতিফলন
[খ] প্রতিসরণ
[গ] পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন
[ঘ] আলোর বিচ্ছুরণ

৯৭. হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা তা জানা যায় কোনটির সাহায্যে? (অনুধাবন)
[ক] এন্ডোস্কোপি
[খ] আলট্রাসনোগ্রাফি
✅ ইসিজি
[ঘ] এনজিওগ্রাফি

৯৮. কোনটির পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে বিশেষজ্ঞগণ মতামত প্রদান করেন? (অনুধাবন)
[ক] এনজিওগ্রাফির
[খ] এন্ডোস্কোপির
✅ ইলেকট্রোকার্ডিওগ্রাম
[ঘ] আলট্রাসনোগ্রাফি

৯৯. নিচের কোনটি সম্ভাব্য হার্ট অ্যাটাকের সংকেত দেয়? (অনুধাবন)
[ক] এক্সরে
✅ ইসিজি
[গ] এন্ডোস্কোপি
[ঘ] এমআরআই

১০০. ইসিজি পরীক্ষা কিসের মাধ্যমে করা হয়? (অনুধাবন)
[ক] শব্দ তরঙ্গ
✅ বৈদ্যুতিক তরঙ্গ
[গ] আলোক তরঙ্গ
[ঘ] তাপীয় তরঙ্গ

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০১. এমআরআই-এ চৌম্বকক্ষেত্রকে ব্যবহার করা হয় কারণ- (প্রয়োগ)
i. সব জায়গায় চৌম্বক ক্ষেত্রের ঘনত্ব সমান
ii. মানব দেহের পানি চৌম্বকায়িত হয়
iii. এর সাহায্যে ত্রিমাত্রিক ছবি তোলা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

No comments:

Post a Comment