সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন উত্তর-৩৫ | General Knowledge Bangladesh Current Affairs MCQ 35 - Exam Cares

Latest:

Saturday, March 18, 2023

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন উত্তর-৩৫ | General Knowledge Bangladesh Current Affairs MCQ 35

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন উত্তর। সাম্প্রতিক বাংলাদেশ সাধারণ জ্ঞান আপডেট। বিসিএস বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর। সাধারণ জ্ঞান সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলি। General knowledge Bangladesh current affairs question and answer. Bangladesh Affairs General Knowledge MCQ. General Knowledge Bangladesh affairs for BCS Preparation. General Knowledge Bangladesh affairs for Govt Job Preparation. General Knowledge Bangladesh affairs for all Jobs Preparation.
 সাধারণ জ্ঞান 
 বাংলাদেশ বিষয়াবলী 
 ৩৫তম পর্ব 

১. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
[ক] ১২১২
[খ] ১২০০
✅ ১২০৪
[ঘ] ১২১১

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বখতিয়ার খিলজি বাংলা জয় করেন- ১২০৪ সালে।
◈ মুসলমানদের মধ্যে প্রথম বাংলা জয় করেন- ইখতিয়ার -উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি।
◈ বখতিয়ার খিলজি বাংলা জয় করেন- লক্ষ্মণ সেনকে পরাজিত করে।
◈ বখতিয়ার খিলজি ছিলেন- আফগানিস্তানের অধিবাসী।
◈ বখতিয়ার খিলজি রাজধানী স্থাপন করেন- ১২০৪ সালে।
◈ বখতিয়ার খিলজি প্রতিষ্ঠিত প্রশাসনিক ইউনিট পরিচিত ছিল- ‘ইকতা’ নামে।
◈ বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন- ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজি; ১২০৪ সালে।
◈ বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত- ত্রয়োদশ শতাব্দীর প্রথমে (১২০৪ - ১২০৫ খ্রি:) (সূত্র : বাংলা পিডিয়া)।
◈ নদীয়া আক্রমণের সময় বখতিয়ার খিলজির সাথে ছিল- ১৮ জন অশ্বারোহী।

২. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
[ক] মালদ্বীপ
[খ] সন্দ্বীপ
[গ] হাতিয়া
✅ বরিশাল

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম- বরিশাল।
◈ রামপাল তাম্রশাসনে চন্দ্রদ্বীপের উল্লেখ রয়েছে- ত্রৈলোক্য চন্দ্রের শাসনাধীন ভূখন্ডরূপে।
◈ আইন-ই-আকবরী গ্রন্থে বর্তমান বরিশাল জেলার অন্তর্গত- বাকলা পরগনা।
◈ মধ্যযুগে চন্দ্রদ্বীপ ছিল- বর্তমান বরিশাল জেলার অংশবিশেষের মাঝে সীমাবদ্ধ একটি উল্লেখযোগ্য স্থান।
◈ প্রাচীনকালে বরিশাল চন্দ্রদ্বীপ ও বাকলা ছাড়াও পরিচিত ছিল- ইসমাইলপুর নামে।
↺ এ সংক্রান্ত প্রশ্ন ১০ম বিসিএস (BCS)-এ এসেছে।

৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
✅ ৪টি
[খ] ৫টি
[গ] ৬টি
[ঘ] ২টি

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে- মোট ৪টি।
◈ লালরঙের বৃত্তের মাঝে রয়েছে- হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের ওপর দিকে লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’, নিচে লেখা সরকার। বৃত্তের দু’পাশে দুটি করে মোট ৪টি তারকা।
◈ সরকারি অফিস, নথি, চিঠিপত্র ও বিজ্ঞপ্তিতে ব্যবহৃত হয়- বাংলাদেশের মনোগ্রাম।
◈ বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার- এ এন এ সাহা।

৪. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
✅ ফরিদপুর
[খ] চাঁদপুর
[গ] চট্টগ্রাম
[ঘ] নারায়ণগঞ্জ

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত- ফরিদপুরে।
◈ এটি প্রতিষ্ঠিত হয়- ১৯৭৭ সালে।
◈ এটি একটি- জাতীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
◈ নদী গবেষণা ইনস্টিটিউটের প্রথম সদর দপ্তর ছিল- ঢাকায়।
◈ নদী গবেষণা ইনস্টিটিউটের বর্তমান সদর দপ্তর অবস্থিত- ফরিদপুরের হারুকান্দিতে।
◈ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান- নদী গবেষণা ইনস্টিটিউট।
◈ ১৯৯১ সাল থেকে প্রতিবছর RRI Technical Journal নামে একটি গবেষণা সাময়িকী প্রকাশ করে- নদী গবেষণা ইনস্টিটিউট।

৫. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম-
[ক] টেকনাফ
[খ] কক্সবাজার
✅ পটুয়াখালী
[ঘ] খুলনা

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ সাগরকন্যা/সমুদ্রকন্যা বলা হয়- পটুয়াখালীকে।
◈ পটুয়াখালী জেলার খেপুপাড়ায় অবস্থিত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র- কুয়াকাটা।
◈ কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য- ১৮ কি.মি.।
◈ বাংলাদেশে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়- কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে।

৬. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
[ক] ৩১-১০-০৭
✅ ১-১১-০৭
[গ] ৩-১১-০৭
[ঘ] ১-১০-০৭

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) সংশোধনী অধ্যাদেশ কার্যকরের মধ্য দিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হয়- ১লা নভেম্বর ২০০৭।
◈ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা আছে- সংবিধানের ২২ অনুচ্ছেদে।
◈ বিচার বিভাগ পৃথকীকরণের জন্য মামলা করেন- মো. মাজদার হোসেন ও ৪৪০ জন বিচারক, ১৯৯৫ সালে।
◈ ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায় হাইকোর্ট ঘোষণা করে- ৭ই মে ১৯৯৭।
◈ হাইকোর্টের রায় বহাল রেখে বিচার বিভাগ পৃথকীকরণের জন্যে আপিল বিভাগ সরকারকে নির্দেশনা দেয়- ১২ দফা।
◈ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয় ১৭৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন- ৯ই অক্টোবর ২০০৭।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন উত্তর-৩৫ | General Knowledge Bangladesh Current Affairs MCQ 35

৭. ৬-দফা দাবী কোথায় উত্থাপিত হয়?
[ক] ঢাকা
✅ লাহোর
[গ] দিল্লী
[ঘ] চট্টগ্রাম

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৬৬ সালের ১৩ই ফেব্রুয়ারি।
◈ লাহোর সম্মেলনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্মিলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন- আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান।
◈ লাহোরে সাংবাদিক সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ছয় দফার ঘোষণা দেন- ১৯৬৬ সালের ২৩-এ মার্চ।
◈ সিমলা প্রস্তাবের ভিত্তিতে রচিত হয়- ছয় দফা।
◈ ঐতিহাসিক ছয় দফায় প্রাধান্য পায়- পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবী।
↺ এ সংক্রান্ত প্রশ্ন ২২তম, ১৮তম ও ১৩তম বিসিএস (BCS)-এ এসেছে।

৮. দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
✅ গজারিয়া
[খ] গাজীপুর
[গ] সাভার
[ঘ] ভালুকা

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে- মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায়।
◈ প্রথমে এ ঔষধ পার্ক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়- সাভারের হরিণধরায়।

৯. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়?
[ক] ১৯৯৮
[খ] ১৯৯৯
✅ ২০০০
[ঘ] ২০০১

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের টেস্ট অভিষেক ঘটে- ১০-১৪ই নভেম্বর ২০০০ সালে।
◈ বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির আবেদন জানায় তবে তা প্রত্যাখ্যাত হয়- অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বেশ কিছু দেশের বিরোধিতায়।
◈ সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অসাধারণ নৈপুণ্যতা টেস্ট সদস্যপদ প্রাপ্তির বিষয়টিকে অনেক শক্তিশালী করে- ১৯৯৯ সালে।
◈ আইসিসির সভায় বাংলাদেশকে টেস্ট সদস্যপদ প্রদানের ব্যাপারে আলোচনা করা হয়- ২০০০ সালের জুন মাসে।
◈ ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে পূর্ণ সদস্যপদ প্রদান করা হয়- ২৬-এ জুন ২০০০ সালে।
◈ অভিষেক টেস্টে বাংলাদেশের বিপক্ষে দল ছিল- ভারত।
◈ বাংলাদেশের অভিষেক টেস্ট অনুষ্ঠিত হয়- ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
↺ এ প্রশ্নটি ২৫তম বিসিএস (BCS)-এ এসেছে।

১০. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
[ক] আম
✅ কাঁঠাল
[গ] কলা
[ঘ] পেঁপে

প্রশ্ন বিশ্লেষণঃ
◈ বাংলাদেশের জাতীয় ফল- কাঁঠাল।
◈ পাকা কাঁঠাল ফলে থাকে- শতকরা ৭৭.২ ভাগ জলীয় অংশ, ১.১ ভাগ অাঁশ, ০.০২ ভাগ ফসফরাস।
◈ কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম- Artocarpus heterophyllus.
◈ ১০০ গ্রাম পাকা কাঁঠালে আছে- ১.৮ গ্রাম আমিষ, ৯.৯ গ্রাম শ্বেতসার, ০.১ গ্রাম চর্বি, ১.১ গ্রাম খনিজ লবণ, ০.১১ মি. গ্রাম ভিটামিন বি-১, ০.১৫ মি. গ্রাম ডি.বি-২, ২১ মি. গ্রাম ভিটামিন সি, ২৬ মি. গ্রাম ক্যালসিয়াম, ০.৫ গ্রাম লৌহ, ৪৭০০ মাই. গ্রা. ক্যারোটিন এবং ৪৮ কি. ক্যালোরি খাদ্যশক্তি।


 গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের লিংকসমূহঃ 

No comments:

Post a Comment