G

সন্ধি কাকে বলে? সন্ধি কত প্রকার ও কিকি? বিস্তারিত আলোচনা

Bangla 2nd Paper pdf download
সন্ধি

◉ সন্ধি কাকে বলেঃ
সন্ধি শব্দের অর্থ মিলন। দ্রুত উচ্চারণের ফলে পরস্পর নিকটবর্তী দুটো ধ্বনির মিলনে যে ধ্বনিগত পরিবর্তন হয় তাকে সন্ধি বলে।

 ১. ধ্বনির মিলনঃ রবি+ইন্দ্র = রবীন্দ্র (এখানে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং দ্বিতীয় শব্দের প্রথম ‘ই’ ধ্বনি মিলে ‘ঈ’ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে)।

 ২. ধ্বনি লোপঃ হিম+আলয় = হিমালয় (এখানে প্রথম শব্দের শেষ ধ্বনি ‘অ’ এবং দ্বিতীয় শব্দের প্রথম ‘আ’ ধ্বনি মিলিত হওয়ার ফলে ‘অ’ ধ্বনি লোপ পেয়েছে)।

 ৩. ধ্বনির বিকৃতিঃ চিৎ+ময় = চিন্ময় (প্রথম শব্দের ‘্য’ বিকৃতি হয়ে ‘ন’হয়েছে)।

◉ সন্ধি কত প্রকারঃ
বাংলা ব্যাকারণ অনুসারে সন্ধি দুই প্রকার -
 ১. স্বরসন্ধি। 
 ২. ব্যঞ্জনসন্ধি।

আবার সংস্কৃত ব্যাকরণ অনুসারে তিন প্রকার-
 ১. স্বরসন্ধি। 
 ২. ব্যঞ্জনসন্ধি।
 ৩. বিসর্গ সন্ধি।

স্বরসন্ধি
◉ স্বরসন্ধি কাকে বলেঃ
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। প্রাকৃত থেকে এই রীতি বাংলায় এসেছে। যেমন- সম+নিহিত = সন্নিহিত।

◉ স্বরসন্ধির নিয়মঃ
K) অ/আ + অ/আ =আ (া) কার হবেঃ নর+ অধম = নরাধম, যথা + অর্থ = যথার্থ
L) অ/আ+ই/ঈ = এ  )) কার হবে- শুভ + ইচ্ছা= শুভেচ্ছা, মহা+ঈশ = মহেশ
M) অ/আ + উ/ঊ= ও  (ো) কার হবে- গঙ্গা + উর্মি = গঙ্গোর্মি, যথা + উচিত = যথোচিত।
N) অ/আ+ ঋ = ‘অর’ হয় এবং ‘ঋ’ শেষে রেফ (র্) রূপে বসে- দেব + ঋষি= দেবর্ষি
O) অ/আ + ঋত = ‘আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে ‘আ’ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়- শীত+ঋত= শীতার্ত
P) অ/আ + এ/ঐ = ঐ (ৈ) কার হয়- মত+ঐক্য = মতৈক্য
Q) অ/আ + ও/ঔ = (ৌ) কার হয়ঃ মহা + ঔষধ = মহৌষধ।
R) ই/ঈ+ই/ঈ= ঈ (ী) কার হয়ঃ পরি+ঈক্ষা= পরীক্ষা।
S) ই/ঈ+ই/ঈ ব্যতিত অন্য স্বরবর্ণ থাকলে সেখানে য-ফলা হয়ঃ ইতি+আদি=ইত্যাদি।
T) উ/ঊ+উ/ঊ= ঊ (ূ) কার হয়ঃ মরু+উদ্যান = মরূদ্যান।
U) উ/ঊ+উ/ঊ  ভিন্ন স্বরবর্ণ থাকলে ব-ফলা হয়ঃ পশু + আচার= পশ্বাচার।
V) ঋ+ঋ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ঋ তখন ব-ফলাতে পরিণত হয়ঃ পিতৃ + আদেশ = পিত্রাদেশ।
W) এ/ঐ কারের যে কোন স্বও থাকলে ‘এ’ এর স্থানে ‘অয়’ এবং ‘ঐ’ স্থানে‘আয়’ হয়ঃ নে+অন=নয়ন, শে+ অন= শয়ন।
X) ও/ঔ কারের পর যে কোন স্বও থাকলে ‘ও’ এর স্থানে ‘অব’ এবং  ‘ঔ’ এর স্থানে ‘আব’ হয়ঃ লো+অন=লবন, গো + আদি =গোবাদি।

◉ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিঃ
প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
গো+অক্ষ=গবাক্ষ
প্র + ঊঢ় = প্রৌঢ়
স্ব + ঈর = স্বৈর
মার্ত + অগু = মার্তগু
কুল + অটা = কুলটা
গো + ইন্দ্র = গবিন্দ্র
অন্য + অন্য = অন্যান্য
প্র + এষণ = প্রেষণ
শুদ্ধ + ওদন =শুদ্ধোদন
রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ
শার + অঙ্গ = শারঙ্গ
দশ + ঋণ = দশার্ণ
সীমন + অন্ত = সীমান্ত
সীমন + অন্ত = সীমন্ত (সিথিঁ)

◉ ছন্দে শিখি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি: রাজা শুদ্ধোধন ও রাণী শারঙ্গ অন্যান্য দিনের মত গবাক্ষ দিয়ে মার্তগু দেখতে গিয়ে একদিকে দেখলেন প্রৌঢ় কুলটা নারীর রক্তোষ্ঠ সীমন্ত অপর দিকে দেখলেন সিপাহী গবিন্দ্র স্বৈর দর্শাণ এবং প্রেষণ কোলাহলে লিপ্ত।

ব্যঞ্জনসন্ধি
◉ ব্যঞ্জনসন্ধি কাকে বলেঃ
ব্যঞ্জনসন্ধির মূল শর্ত হচ্ছে দুটো বর্ণের যে কোন একটাকে ব্যঞ্জনবর্ণ হতে হবে। পূর্ববর্ণও হতে পারে পরবর্ণও হতে পারে আবার দুটি বর্ণও ব্যঞ্জনবর্ণ হতে পারে। তাহলে আমরা বলতে পারি ‘ব্যঞ্জনবণের সঙ্গে স্বরবর্ণ অথবা ব্যঞ্জনবর্ণেও মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।

◉ ব্যঞ্জনসন্ধির নিয়মঃ
ব্যঞ্জনসন্ধিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়- ১. ব্যঞ্জনে+স্বরে সন্ধি, ২. স্বরে + ব্যঞ্জনসন্ধি, ৩. ব্যঞ্জনে + ব্যঞ্জনে সন্ধি।

১. ব্যঞ্জনে + স্বরে সন্ধিঃ পূর্বপদেও শেষে বর্গেও প্রথম ব্যঞ্জন (ক, চ, ট, ত, প) থাকলে এবং পরপদে স্বরধ্বনি থাকলে (প্রথমটি) বর্গের প্রথম ব্যঞ্জন বর্গের তৃতীয় ব্যঞ্জন হয় অর্থাৎ গ, জ, ড, দ, ব হয়। এবং স্বরধ্বনি তৃতীয় ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে যায়।
উদাহরণঃ 
 ১. দিক্ +অন্ত =দিগন্ত
 ২. সৎ + অর্থক = সদর্থক

২. স্বরে + ব্যঞ্জনে সন্ধিঃ পূবপদেও শেষে স্বরধ্বনি থাকলে এবং পরপদের প্রথমে ‘ছ’ থাকলে সেটা ‘চ্ছ’ হয়ে যায়।
উদাহরণঃ 
 ১. প্র +ছদ = প্রচ্ছদ
 ২. বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া

৩. ব্যঞ্জনে + ব্যঞ্জনে সন্ধিঃ
ক. আগে ত (ৎ) বা দ এবং পওে চ/থাকলে ত বা দ এর স্থানে ‘চ’ হয় এবং ত/দ এর পর জ/ঝ থাকলে ত/দ এর স্থানে ‘জ’ হয়। বাত/দ + চ/ছ = ত/দ চতে পরিণত হবে, ত/দ + + জ/ঝ = ত/দ - জতে পরিনত হবে।
উদাহরণঃ 
 ১. সৎ + চরিত্র = সচ্চিরিত্র, 
 ২. তদ + ছবি = তচ্ছবি,

খ. আগে ত (ৎ)/দ এবং পওে ট/ঠ থাকলে ত/দ স্থানে ট হয় এবং আগে ত/দ এবং পরে ড/ঢ থাকলে ত/দ এর স্থানে ড হয়ঃ
উদাহরণঃ 
 ১. তৎ + টীকা = তট্টীকা
 ২. বৃহৎ + ঢক্কা = বৃহডঢক্কা

গ. আগে  (ত)ৎ/দ এবং পরে ন/ম থাকলে ত/দ এর স্থানে ‘ন’ হবে এবং আগে ত/দ এবং পওে ‘ল’ থাকলে ত/দ তখন ‘ল’ তে পরিণত হয়ঃ
উদাহরণঃ 
 ১. উৎ + নীতি = উন্নতি,
 ২. উৎ + লাস = উল্লাস,

ঘ. আগে (ত)ৎ/দ পরে হ থাকলে দুইয়ে মিলে ‘দ্ধ’ হয়। আগে ত/দ পরে শ থাকলে দুইয়ে মিলে ‘শ’ হয়ঃ
উদাহরণঃ 
 ১. উৎ + হার = উদ্ধার,
 ২. তদ্ + হিত = তদ্ধিত,

ঙ. আগে দ/ধ পরে ক/প/স ধ্বনি থাকলে দ/ধ এর স্থানে ‘ৎ’ হয়ঃ
উদাহরণঃ 
 ১. তদ্+কাল = তৎকাল,
 ২. হৃদ্ + স্পন্দন = হৃৎস্পন্দন,

চ. আগে ‘চ’ ধ্বনি পওে ‘ন’ ধ্বনি থাকলে ‘ন’ ধ্বনি সন্ধিতে ঞ হয়ঃ
উদাহরণঃ 
 ১. যাচ্ + না = যাচঞা,
 ২. রাজ্ + নী = রাজ্ঞী

ছ. আগে ‘ম’ পরে ক/খ/গ/ঘ থাকলে ‘ম’ এর স্থানে ঙ/ং হবে। আগে ‘ম’ পরে ‘চ’ থেকে ‘ম’ পর্যন্ত থাকলে ম এর স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হবেঃ
উদাহরণঃ 
 ১. অহম + কার = অহংকার,
 ২. সম্ + রোধন = সম্বোধন,

জ. আগে ‘ম’ পওে অমত্মঃস্থ ব্যঞ্জন (য/র/ল/ব) বা উষ্মধ্বনি (শ/স/হ) থাকলে সন্ধিতে ‘ম’ স্থানে অনুস্মার (ং) হয়ঃ
উদাহরণঃ 
 ১. সম্ + যত = সংযত,
 ২. সম্ + শোধন = সংশোধন,

ঞ. পূর্বপদে বর্গেও প্রথম বর্ণ (ক, চ, ট, ত, প) থাকলে এবং পরপদে ন/ম থাকলে পূর্বপদেও প্রথম বর্ণ পঞ্চম বর্ণে পরিণত হবেঃ
উদাহরণঃ 
 ১. দিক্ + নির্ণয় = দিকনির্ণয়
 ২. ষট্ + মাস = ষন্মাস,

ট. আগে ‘য’ পরে ত/থ থাকলে ত এর স্থানে ট এবং থ এর স্থানে ‘ঠ’ হবে
উদাহরণঃ 
 ১. বৃষ্ + তি = বৃষ্টি,
 ২. ষষ্ + থ = ষষ্ঠ

ঠ. আগে বর্গের প্রথম ধ্বনি (ক, চ, ট, ত, প) পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি থাকলে বর্গের প্রথম ধ্বনি বর্গের তৃতীয় ধ্বনিতে পরিণত হবে।
উদাহরণঃ 
 ১. উৎ + ভব = উদ্ভব
 ২. ষট্ + ভুজ = ষড়ভুজ

ড. বর্গের প্রথম ধ্বনি (ক, চ, ট, ত, প) আগে থাকলে এবং য/র/ল/ব/হ পরে থাকলে প্রথম ধ্বনি সন্ধিতে ক্ষেত্রবিশেষে গ/জ/ড/দ/ব অর্থাৎ বর্গের তৃতীয় ধ্বনি হয়।
উদাহরণঃ 
 ১. বাক্ + যন্ত্র = বাগযন্ত্র,
 ২. তৎ + রূপ = তদ্রুপ

সন্ধি কাকে বলে? সন্ধি কত প্রকার ও কিকি? উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হলো

◉ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
এক + দশ = একাদশ
ষট্ + দশ = ষোড়শ
বৃহৎ + পতি = বৃহস্পতি
গো + পদ = গোস্পদ
পশ্চাৎ + অর্ধ = পশ্চার্ধ
বাক্ + ইশ্বরী = বাগেশ্বরী
মনস + ঈষা = মনীষা
দিব্ + লোক = দ্যুলোক
হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র
আ + চর্য = আশ্চর্য
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
প্রায় + চিত্ত = প্রায়শ্চিত্ত
বিশ্ব + মিত্র = বিশ্বামিত্র

কতিপয় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নিপাতনে সিদ্ধ সন্ধি কোন্টি?
ক) তদ+কাল
খ) সম + তম = সন্তান
গ) গো + পদ = গোষ্পদ
ঘ) বিম্বোষ্ঠ
উত্তরঃ গ

২। সন্ধি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সন+ধি
খ) সম + ধি
গ) সং + ধি
ঘ) সন+ধি
উত্তরঃ গ

৩। ভুল সন্ধি-
ক) মনঃ+কষ্ট =মনঃকষ্ট
খ) ইতঃ+পূর্বে=ইতোপূর্বে
গ) সিম+হ=সিংহ
ঘ) শ্রু+অন=শ্রবণ
উত্তরঃ খ

৪। আদ্যোপান্তএর সন্ধি বিচ্ছেদ হল-
ক) আদি+উপান্ত
খ) আদি+পান্ত
গ) আদ্য+পান্ত
ঘ) আদি+পন্ত
উত্তরঃ ক

৫। সন্ধিজাত শব্দ-
ক) উন্মনা
খ) দখিনা
গ) ফাল্গুন
ঘ) মিনতি
উত্তরঃ ক

৬। কোনটি অন্তরঙ্গ এর সঠিক সন্ধি বিচ্ছেদ?
ক) অমত্মঃ+অঙ্গ
খ) অন্তর+অঙ্গ
গ) অন্তরম+গ
ঘ) অন্তরণ+গ
উত্তরঃ ক

৭। ঐহিক শব্দের এর সঠিক সন্ধি বিচ্ছেদ?
ক) ঐশ্বর্য
খ) অনৈক্য
গ) সেদিক
ঘ) পারত্রিক
উত্তরঃ ঘ

৮। ভুল সন্ধিবিচ্ছেদ-
ক) ইতঃ+পূর্বে=ইতঃপূর্বে
খ) উৎ+হত=উদ্ধত
গ) চমক+ইত=চমকিত
ঘ) গণ+অ=গণ্য
উত্তরঃ ঘ

৯। আবিষ্কার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) আবি+কার
খ) আবিঃ+কার
গ) আবিষ+কার
ঘ) আবি+ষকার
উত্তরঃ খ

১০। সন্নিকৃষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) সংকীর্ণ
খ) অপকৃষ্ট
গ) বিপ্রকৃষ্ট
ঘ) বিগ্রহ
উত্তরঃ গ

১১। দুর্লভ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দুঃ+লভ
খ) দুর+লভ
গ) দুঃ+লোভ
ঘ) দুর+লোভ
উত্তরঃ ক

১২। নিচের কোনটির সন্ধি বিচ্ছেদ সঠিকভাবে হয় নি?
ক) ষষ+থ=ষষ্ঠ
খ) যথা+ইষ্ট যথেষ্ট
গ) শরৎ+চন্দ্র=শরচ্চন্দ্র
ঘ) মৃত্যু+জয়=মৃত্যুঞ্জয়
উত্তরঃ ঘ

১৩। সদ্যোজাত শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক) সদ্য+জাত
খ) সদ্যঃ+জাত
গ) সদ্যা+জাত
ঘ) সদা+জাত
উত্তরঃ খ

১৪। নশ্বর এর সন্ধি বিচ্ছেদ-
ক) নশ্ব+র
খ) নশ+বর
গ) নশ্ব+র
ঘ) নঃ+বর
উত্তরঃ খ

১৫। সন্ধিযোগে গঠিত শব্দ-
ক) নীলোৎপল
খ) বিপদাপন্ন
গ) ফুলেল
ঘ) পরাজয়
উত্তরঃ ক

১৬। নীরোগ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) নি+রোগ
খ) নিঃ+রোগ
গ) নী+রোগ
ঘ) নীঃ+রোগ
উত্তরঃ খ

১৭। ষষ্ঠ শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক) ষট্+ঠ
খ) ষষ্+ত
গ) ষষ্+থ
ঘ) ষষ্+ঠ
উত্তরঃ গ

No comments:

Post a Comment