G

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-১৩

University Admission Test
ভার্সিটি ভর্তি প্রস্তুতি
প্রশ্ন সেট-১৩

সময়ঃ ৫৫ মিনিট পূর্ণমানঃ ১২০

সাধারণ জ্ঞান
General Knowledge in Bangla
বাংলা
১। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
ক. বিষমীভবন
খ. সমীভবন
গ. অসমীকরণ
ঘ. ব্যঞ্জনবিকৃতি
উত্তরঃ ক. বিষমীভবন

২। মৃত্যুঞ্জয় অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়ে ছিল কয় দিন?
ক. দেড় মাস
খ. দশ-পনের দিন
গ. এক মাস
ঘ. আড়াই মাস
উত্তরঃ খ. দশ-পনের দিন

৩। বিলাসী গল্পে সাপে দংশন করার কয় মিনিট পর মৃত্যুঞ্জয় বমি করেছিল?
ক. পনের-কুড়ি
খ. দশ-পনের
গ. বিশ-পচি
ঘ. দশ-বার
উত্তরঃ খ. দশ-পনের

৪। ‘মানুষের যে বস্ত্তটি সামাজিক নয়, সে নিজে যে ইহার দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোন মতেই থাকিতে পারে না’- উক্তিটি কোন রচনার অন্তর্গত?
ক. হৈমন্তী
খ. সাহিত্যে খেলা
গ. বিলাসী
ঘ. সৌদামিনী মালো
উত্তরঃ ক. হৈমন্তী

৫। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি?
ক. দুটি
খ. পঁচিশটি
গ. একটি
ঘ. তিনটি
উত্তরঃ ক. দুটি

৬। এক পয়সার বাঁশি কাব্যের রচয়িতা কে?
ক. জসীমউদ্দীন
খ. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ক. জসীমউদ্দীন

৭। যথাক্রমে ক্ষ, ষ্ণ, ও হ্ম এর বিশ্লেষন-
ক. ক্+ষ, ষ্+ন, ক্+ষ্+ম
খ. ক্+ষ, ষ্+ণ, ক্+ষ্+ণ্
গ. ক্+ষ, ষ্+ণ, হ্+ম
ঘ. ক্+ষ, ষ্+ণ, হ্+ম্+অ
উত্তরঃ গ. ক্+ষ, ষ্+ণ, হ্+ম

৮। রামমোহন রায় এর ব্যাকরনের নাম কি?
ক. বঙ্গীয় ব্যাকরণ
খ. গৌড়িয় ব্যাকরণ
গ. সংস্কৃত ব্যাকরণ
ঘ. অষ্টাধ্যায়ী
উত্তরঃ খ. গৌড়িয় ব্যাকরণ

৯। ‘বঙ্গভাষা’ কবিতার প্রথম চারটি চরণ কোন রীতিতে রচিত?
ক. শেক্সপীয়রীয়
খ. পেত্রার্কীয়
গ. বিদ্যাপতীয়
ঘ. মধুসূদনীয়
উত্তরঃ ক. শেক্সপীয়রীয়

১০। নিম্নের কোন বানানগুলো সঠিক?
ক. কিরিটিনী, পরিশিলীত
খ. কিরীটিনী, পরিশিলীত
গ. কীরিটিনী, পরিশীলিত
ঘ. কিরীটিনী, পরিশীলিত
উত্তরঃ ঘ. কিরীটিনী, পরিশীলিত

১১। সোনার ধান বলতে কবিতায় কবি কি বুঝাতে চেয়েছেন?
ক. স্বর্গের ধান
খ. মানুষের সৃষ্টিকর্ম
গ. কবির সৃষ্টিকর্ম
ঘ. সোনার চাল
উত্তরঃ খ. মানুষের সৃষ্টিকর্ম

১২। ‘তরু-ছায়া-মসীমাখা’ এর আগের লাইন কোনটি?
ক. গ্রামখানি মেঘে ঢাকা
খ. পরপারে দেখি আঁকা
গ. প্রভাতবেলা
ঘ. ওপারেতে দেখি একা
উত্তরঃ খ. পরপারে দেখি আঁকা

১৩। ‘করুণা’ কোন ধরনের উপন্যাস?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. পারিবারিক
ঘ. রোমান্টিক
উত্তরঃ ক. সামাজিক

১৪। ধ্রুব, ওঁচা, মূঢ়তা - এর অর্থ যথাক্রমে-
ক. সত্য, জঘন্য, অযোগ্যতা
খ. অমর, চঘন্য, বোকামি
গ. অক্ষয়, হেয়, অনভিজ্ঞতা
ঘ. স্থায়ী, নিচু, অনভিজ্ঞতা
উত্তরঃ গ. অক্ষয়, হেয়, অনভিজ্ঞতা

১৫। অনাহার শব্দটি কোন নিয়মে সাধিত?
ক. উপসর্গ
খ. সন্ধি
গ. অনুসর্গ
ঘ. প্রত্যয়
উত্তরঃ ক. উপসর্গ

১৬। যুগবাণী কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. পত্রিকা
খ. কাব্যগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. প্রবন্ধ
উত্তরঃ ঘ. প্রবন্ধ

১৭। আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি, এক ধ্যানের--- ধরিয়া বিকশিত হইতে চাই-
ক. রজ্জু
খ. রশি
গ. পতাকা
ঘ. মৃণাল
উত্তরঃ ঘ. মৃণাল

১৮। শুদ্ধ বানানগুচ্ছ-
ক. পরিক্রমন, তারুণ্য, বাণী
খ. অরুন, মৃনাল, জীর্ণ
গ. অপরিসীম, নিশীথিনী, লীলাভূমি
ঘ. পুজারী, পিড়িত, ঝরনা
উত্তরঃ গ. অপরিসীম, নিশীথিনী, লীলাভূমি

১৯। ‘বনের ব্যাঘ্র-ময়ূর-সিংহ-বিবরের ফণী লয়ে’ কবিতাংশে ব্যাঘ্র, ময়ূর, সিংহ ও ফণী শব্দের সমার্থক শব্দগুচ্ছ-
ক. শার্দুল,কুরঙ্গ, শিখী, নাগ
খ. শের, কলাপী, কেশরী, মার্জার
গ. বাঘ, শিখন্ডী, মৃগরাজ, মর্কট
ঘ. বাঘ, শিখন্ডী, মৃগরাজ, আশীবিষ
উত্তরঃ ঘ. বাঘ, শিখন্ডী, মৃগরাজ, আশীবিষ

২০। ‘লেফাফা দুরন্ত’ বাগধারায় ‘লেফাফা’ শব্দের আভিধানিক অর্থ-
ক. পোশাক
খ. খাম
গ. লেপা
ঘ. ফাঁপা
উত্তরঃ ক. পোশাক

২১। বিলাসী গল্পে বিলাসীর প্রথম উক্তি কোনটি?
ক. একলা যেতে ভয় করবে না তো?
খ. একটু এগিয়ে দিয়ে আসি
গ. রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি?
ঘ. পৌঁছে দিতে হবে না
উত্তরঃ গ. রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসব কি?

২২। শূন্যতার ভাবজ্ঞাপক ধ্বন্যাত্মক দ্বিরুক্তি-
ক. ঠা ঠা
খ. কা কা
গ. শাঁ শাঁ
ঘ. খাঁ খাঁ
উত্তরঃ ঘ. খাঁ খাঁ

২৩। ‘বাগ্মিতা’র শুদ্ধ উচ্চারণ
ক. বাগ্গিতা
খ. বাগ্গিতা
গ. বাগমিতা
ঘ. বাগ্মিতা
উত্তরঃ ঘ. বাগ্মিতা

২৪। যথাক্রমে ফারসি ও তৎসম শব্দ
ক. সেতারা, শশী
খ. খেয়াল, দরিয়া
গ. শর্বরী, মুসাফির
ঘ. রোনাজারি, সোঁতা
উত্তরঃ ক. সেতারা, শশী

২৫। বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?
ক. সামনে একটা বাঁশ বাগান পড়লো
খ. সামনে একটি বাঁশ বাগান পড়লো
গ. সম্মুখে একটা বাঁশ বাগান পড়লো
ঘ. সম্মুখে একটি বাঁশ বাগান পড়লো
উত্তরঃ ক. সামনে একটা বাঁশ বাগান পড়লো

ইংরেজি সাধারণ জ্ঞান
General Knowledge in
English
Read the following passage and answer questions 1 to 5.
Pundits persist in arguing that present information technology (IT) is different in kind from earlier technologies, and will therefore have vastly different economic consequences. The first distinguishing characteristic is its sheer pervasiveness. Not only can it be applied across all sectors of the economy, but it can affect every function within a farm. To take just a few examples, IT can improve the performance of a tractor on the farm, the design, manufacture and marketing of a car, and diagnosis as well as administration in health care. Unlike steam power or electricity, IT can be both an input and a final product: it is capable of revolutionising the production and distribution of other industries and services, and also offers a vast range of new products and services of its own.
A 2nd important feature is the sharp decline in the price of computer-processing power, which has fallen by an average of around 30% a year in real terms over the past couple of decades. On one estimate, computer power now costs only one-hundredth of 1% of what it did in the early 1970s. Most experts expect prices to continue to drop rapidly for at least the next decade. If cars had developed at the same pace as micro-processor over the last decades, a typical car would now cost less than $5 and do 250,00 miles to the gallon.

1. According to the passage, which of the following is not true:
A. IT can contribute a lot in the marketing of goods and services.
B. Information Technology (IT) can be both an input and output.
C. IT can bring revolution\ in the production sector.
D. Microprocessors and car technology have grown at the same pace.
Answer: D. Microprocessors and car technology have grown at the same pace.

2. In the third line of the passage the term “its sheer pervasiveness” is used to mean:
A. No earlier invention can be applied across all sectors.
B. Only electricity can be applied across all sectors
C. IT can be used in all sectors of the economy.
D. Price of IT has fallen drastically.
Answer: C. IT can be used in all sectors of the economy.

3. According to the estimate mentioned in the passage, how much does the computer power cost today which was say $5000 in 1970s?
A. $.5
B. $5
C. $50
D. $500
Answer: A. $.5

4. According to the passage, which of the following is not true?
A. The price of computer processing (power) is expected to decline in the next decade.
B. The price of computer processing (power) has declined over the last two decades.
C. A car can run 250,00 miles with a gallon of fuel.
D. IT grew faster than the car technology.
Answer: C. A car can run 250,00 miles with a gallon of fuel.

5. The word “sharp” in the passage is a/an
A. adverb
B. noun
C. adjective
D. preposition
Answer: C. adjective

6. From the beginning of the twentieth century to the present, technology ______ people are beginning to imagine there are no limits to what we can achieve.
A. progressed to the point that
B. has to progress to a point
C. has progressed to the point that
D. had to progress
Answer: C. has progressed to the point that

7. Square-rigged ships, ___ high speeds only when traveling with the trade winds, are not used commercially nowadays.
A. they can attain
B. which can attain
C. when attaining
D. can attain
Answer: B. which can attain

8. He was not _________ and preferred to be alone most of the time.
A. Antisocial
B. Gracious
C. Gregarious
D. Cordial
Answer: C. Gregarious

9. Recently research has focused on a new approach.
A. illuminated
B. discovered
C. looked for
D. concentrated on
Answer: D. concentrated on

Choose the correct preposition. Question ( 10-11)
10. Because the Amazon rain forest is teeming ______ life, it is considered to be one of the most important ecological environments in the world.
A. with
B of
C. for
D. on
Answer: A. with

11. One criticism of some well-established corporations that continues even today is that they profited ______ violations of human rights in the past.
A. against
B. in
C. from
D. to
Answer: C. from

12. . __are most mammals able to receive the most information about what is happening in their immediate environment.
A. Because they use sight
B. By means of sight
C. With the sights
D. Using sight
Answer: D. Using sight

13. Last year, Matt earned ________ his brother, who has a better position.
A. twice as much as
B. twice more than
C. twice as many as
D. twice as more as
Answer: A. twice as much as

14. Recently, severe management problems have afflicted Coca-Cola, __________.
A. which is a large multinational corporation
B. a large multinational corporation
C. there is a large multinational corporation
D. a large multinational corporation is it
Answer: B. a large multinational corporation

15. The people of Western Canada have been considering______ themselves from the rest of the provinces.
A. to separate
B. separated
C. separate
D. separating
Answer: D. separating

16. Delighted by the reported earnings for the first quarter of the fiscal year, it was decided by the company manager to give her staff a raise.
A. it was decided by the company manager to give her staff a raise
B. the decision of the company manager was to give her staff a raise
C. the company manager decided to give her staff a raise.
D. the staff was given a raise by the company manager
Answer: C. the company manager decided to give her staff a raise.

Direction for Question ( 17-18 ):
Choose the closest meaning of underlined word.
17. Even though the evidence is overwhelming, if one juror is still skeptical, the case must be retried.
A. not present
B. not surprised
C. not convinced
D. not worried
Answer: C. not convinced

18. The successful use of antitoxins and serums has virtually eradicated the threat of malaria, yellow fever, and other insect borne diseases.
A. improved
B. discovered
C. removed
D. announced
Answer: C. removed

19. Abraham Lincoln was often described by his contemporaries as being an exemplary citizen.
A. typical
B. an imitative
C. a model
D. a presidential
Answer: C. a model

20. He has not only violated the law, but also he has escaped punishment.
A. not only violated the law, but also he has escaped punishment
B. violated not only the law, but he has escaped punishment
C. violated not only the law, but also he has escaped punishment
D. not only violated the law, but also escaped punishment
Answer: D. not only violated the law, but also escaped punishment

21. It is believed that the modern bird ______ the pterodactyls that existed millions of years ago.
A. was evolved from
B. evolved from
C. evolved
D. was evolving from
Answer: B. evolved from

22. When Musa finally arrived at the concert, he suddenly realized that he _____ his ticket at home.
A. left
B. was leaving
C. had left
D. has left
Answer: C. had left

23. The quotation was erroneously ¬¬¬___ to a British poet.
A. resolved
B. vitiated
C. activated
D. attributed
Answer: D. attributed

24. _______ lack of success and financial reward, Vincent van Gogh persevered with his painting.
A. Because of his
B. Despite his
C. His
D. Although his
Answer: B. Despite his

25. JUDGE: COURTHOUSE
A. Carpenter: bench
B. lawyer: brief
C. Architect: blueprint
D. physician: infirmary
Answer: D. physician: infirmary

General Knowledge about Bangladesh Affairs
সাধারণ জ্ঞান
‘‘বাংলাদেশ বিষয়াবলী’’
০১। কোন শতকে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
ক. দ্বাদশ
খ. ত্রয়োদশ
গ. চতুর্দশ
ঘ. একাদশ
উত্তরঃ খ. ত্রয়োদশ

০২। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
ক. ৩০৯ সেঃ মিঃ
খ. ২০৯ সেঃ মিঃ
গ. ২০৩ সেঃ মিঃ
ঘ. ৩০৩ সেঃ মিঃ
উত্তরঃ গ. ২০৩ সেঃ মিঃ

০৩। ‘খান জিয়া সীমান্ত’’ কোথায় অবস্থিত?
ক. সাতক্ষীরা
খ. কুড়িগ্রাম
গ. লালমনিরহাট
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ ক. সাতক্ষীরা

০৪। সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে?
ক. গোয়ালন্দ
খ. চাঁদপুর
গ. সিরাজগঞ্জ
ঘ. ভৈরব বাজার
উত্তরঃ ঘ. ভৈরব বাজার

০৫। বড়পুকুরিয়া কত নং ব্লকে পড়েছে?
ক. ১৩ নং
খ. ২৩ নং
গ. ৬ নং
ঘ. ১১ নং
উত্তরঃ খ. ২৩ নং

০৬। বাংলাদেশে একমাত্র তাঁত প্রশিক্ষণ ইনস্টিউটটি কোথায় অবস্থিত?
ক. গাজীপুর
খ. ময়মনসিংহ
গ. নরসিংদী
ঘ. টাঙ্গাইল
উত্তরঃ গ. নরসিংদী

০৭। NIPORT কোথায় অবস্থিত?
ক. শেরে বাংলা নগর
খ. সাভার
গ. নারায়ণগঞ্জ
ঘ. আজিমপুর
উত্তরঃ ঘ. আজিমপুর

০৮। ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ গ্রন্থের লেখক কে?
ক. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
খ. মাহবুবুল আলম
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. এনামুলক হক
উত্তরঃ ক. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

০৯। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি?
ক. চীন
খ. পোল্যান্ড
গ. বুলগেরিয়া
ঘ. বেলজিয়াম
উত্তরঃ খ. পোল্যান্ড

১০। বাংলাদেশে বর্তমান সময় পর্যন্ত কতটি ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে?
ক. ৬ টি
খ. ৭ টি
গ. ৮ টি
ঘ. ৯ টি
উত্তরঃ খ. ৭ টি

১১। বাংলাদেশে কতটি দ্বি-বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছিল?
ক. ১ টি
খ. ২ টি
গ. ৩ টি
ঘ. ৪ টি
উত্তরঃ ক. ১ টি

১২। বাংলাদেশে উন্নয়ন ফোরামের নিয়মিত বৈঠক কোথায় হয়?
ক. ঢাকা
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. লুক্সেমবার্গ
উত্তরঃ খ. ফ্রান্স

১৩। বাংলাদেশের বিশিষ্ট লালন গীতি গবেষক কে?
ক. ডঃ আশরাফ সিদ্দিকী
খ. আব্দুল করিম
গ. ওস্তাদ আলাউদ্দীন খাঁ
ঘ. আববাস উদ্দীন
উত্তরঃ ক. ডঃ আশরাফ সিদ্দিকী

১৪। প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনায় তৈরি?
ক. সম্রাট আকবার
খ. এনামুল হক
গ. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. সুনীতি কুমার চট্রোপাধ্যায়
উত্তরঃ গ. ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

১৫। বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র কোনটি?
ক. কুয়াকাটা
খ. কক্সবাজার
গ. সুন্দরবন
ঘ. ইকোপার্ক
উত্তরঃ খ. কক্সবাজার

১৬। ‘খোদাই পাথর ভিটা’ কোথায় অবস্থিত?
ক. গাজীপুর
খ. কুমিল্লা
গ. বগুড়া
ঘ. নওগাঁ
উত্তরঃ গ. বগুড়া

১৭। কোন শাসন কর্তার সময় হযরত শাহজালাল সিলেটে আসেন?
ক. ইলিয়াস শাহ
খ. ফখরুদ্দীন মুবারক শাহ
গ. শামসুদ্দীন ফিরোজ শাহ
ঘ. আলাউদ্দিন হোসেন শাহ
উত্তরঃ গ. শামসুদ্দীন ফিরোজ শাহ

১৮। মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
ক. সেন্ট অগাস্টিন
খ. সেন্ট টমাস একুইনাস
গ. টমাস হব্স
ঘ. জন লক
উত্তরঃ খ. সেন্ট টমাস একুইনাস

১৯। ‘এ রয়্যাল ডিউটি’ কার লেখা?
ক. পল বাবেল
খ. হেলেন কিলার
গ. হিলারি ক্লিনটন
ঘ. বিল ক্লিনটন
উত্তরঃ ক. পল বাবেল

বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-১৩ 🎓 University Admission Test 2023

২০। মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা কোনটি?
ক. সমাচার দর্পণ
খ. সংবাদ কৌমুদি
গ. সমাচার সভারাজেন্দ্রে
ঘ. সাধনা
উত্তরঃ গ. সমাচার সভারাজেন্দ্রে

২১। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন?
ক. কালের যাত্রা
খ. চিরকুমার সভা
গ. ডাকঘর
ঘ. অচলায়তন
উত্তরঃ ক. কালের যাত্রা

২২। বাংলা শিক্ষামূলক কার্টুন সিরিজ ‘মিনা’ কার সৃষ্টি?
ক. রফিকুন্নবী
খ. অলক রায়
গ. মোস্তফা মনোয়ার
ঘ. আনিসুল হক
উত্তরঃ গ. মোস্তফা মনোয়ার

২৩। দেশে এ যাবত কতটি গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে?
ক. ২২ টি
খ. ২৫ টি
গ. ২৬ টি
ঘ. ২৩ টি
উত্তরঃ ঘ. ২৩ টি

২৪। সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিতি হবেন?
ক. ৬ (১)
খ. ৬ (২)
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ খ. ৬ (২)

২৫। অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলার জন্মগ্রহন করেন?
ক. মুন্সীগঞ্জ
খ. ফরিদপুর
গ. কিশোরগঞ্জ
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ক. মুন্সীগঞ্জ

General Knowledge about International Affairs
সাধারণ জ্ঞান
আন্তর্জাতিক বিষয়াবলী
০১। কোন দেশকে নিরপেক্ষ দেশ বলা হয়?
ক. নিউজিলেন্ড
খ. সুইজারল্যান্ড
গ. উত্তর কোরিয়া
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ খ. সুইজারল্যান্ড

০২। আফ্রিকা মহাদেশের উত্তর ও দক্ষিনভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা?
ক. কর্কটক্রান্তি
খ. মকরক্রান্তি
গ. বিষুব রেখা
ঘ. ক ও খ উভয়
উত্তরঃ ঘ. ক ও খ উভয়

০৩। উত্তর আমেরিকার তুন্দ্রা অঞ্চলে কারা বাস করে?
ক. রেড ইান্ডয়ানরা
খ. এস্কিমোরা
গ. হুতু ও টুটছি
ঘ. পিগমিরা
উত্তরঃ খ. এস্কিমোরা

০৪। বর্তমান ফকল্যান্ড এর পুরাতন নাম কি?
ক. আপার ভোল্টা
খ. ইয়াসরিব
গ. মালভিনাস
ঘ. ডায়েচলান্ড
উত্তরঃ গ. মালভিনাস

০৫। নিচের কোনটি গ্রানাইটের শহর বলে পরিচিত?
ক. ভেনিস
খ. এবারডিন
গ. রোম
ঘ. শিকাগো
উত্তরঃ খ. এবারডিন

০৬। কোনটি ইটালীর সমুদ্র বন্দর?
ক. নেপলস
খ. মন্ট্রিল
গ. ডারবান
ঘ. লিবসন
উত্তরঃ ক. নেপলস

০৭। পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তর জলপ্রপাত কোনটি?
ক. নায়াগ্রা
খ. অ্যাঞ্জেল
গ. গয়ারিয়া
ঘ. তুগেলা
উত্তরঃ গ. গয়ারিয়া

০৮। কোনটি দক্ষিণ আফ্রিকার মরুভূমি?
ক. তাকলামাকান
খ. থর
গ. কালাহারি
ঘ. সাহারা
উত্তরঃ গ. কালাহারি

০৯। কোনটি জাপানের বিমান বন্দর-
ক. হিথ্রো এয়ার পোর্ট
খ. নারিতা বিমানবন্দর
গ. থেরিমাটোভা এয়ারপোর্ট
ঘ. আমস্টার্ডাম বিমানবন্দর
উত্তরঃ খ. নারিতা বিমানবন্দর

১০। ফ্রিডম মুভমেন্ট কোন দেশের সংগঠন?
ক. ইরান
খ. ইরাক
গ. ইসরাইল
ঘ. ফিলিস্তিন
উত্তরঃ ক. ইরান

১১। ভারতের পররাষ্ট্র উপাধী কোনটি?
ক. পররাষ্ট্র মন্ত্রী
খ. বিদেশ মন্ত্রী
গ. বিদেশবিষয়ক মন্ত্রী
ঘ. Seeretary of state
উত্তরঃ খ. বিদেশ মন্ত্রী

১২। প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?
ক. গ্রীস
খ. কনস্টান্টিনোপল
গ. আমাতোলিয়া
ঘ. মিশর
উত্তরঃ গ. আমাতোলিয়া

১৩। ‘পেরেএইকা’ কি?
ক. খোলামেলা আলোচনা
খ. সংস্কারমূলক বা উন্নয়নমূলক আলোচনা
গ. গঠনমূলক আলোচনা
ঘ. শান্তিমূলক আলোচনা
উত্তরঃ খ. সংস্কারমূলক বা উন্নয়নমূলক আলোচনা

১৪। ইউরোপের কোন দেশটি সমভূমি অধ্যুষিত?
ক. সুইজারল্যান্ড
খ. পোল্যান্ড
গ. নেদারল্যান্ড
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ. নেদারল্যান্ড

১৫। ইন্দোনেশিয়া কার উপরিবেশ ছিল?
ক. ফ্রান্স
খ. স্পেন
গ. নেদারল্যান্ড
ঘ. ব্রিটেন
উত্তরঃ গ. নেদারল্যান্ড

১৬। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে ওঠেছিল?
ক. ক্যালডিয়
খ. রোমান
গ. হিব্রু
ঘ. পারস্য
উত্তরঃ খ. রোমান

১৭। জাতিসংঘের কোন মহাসচিব মরনোত্তর শান্তিতে নোবেল পান?
ক. উ-থান্ট
খ. বুট্রোস ঘালি
গ. কুট ওয়ার্ল্ডহেইম
ঘ. দ্যাগ হেমারশোল্ড
উত্তরঃ ঘ. দ্যাগ হেমারশোল্ড

১৮। মধ্যপ্রাচ্যের কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
ক. ইরান
খ. ওমান
গ. জর্দান
ঘ. সিরিয়া
উত্তরঃ ক. ইরান

১৯। সার্ক আবহাওয়া গবেষনা কেন্দ্র (SMRC) কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. পাকিস্তান
গ. মালদ্বীপ
ঘ. ভূটান
উত্তরঃ ক. ঢাকা

২০। বিশ্ব খাদ্য দিবস কত তারিখ?
ক. ১৭ অক্টোবর
খ. ২৯ নভেম্বর
গ. ১৬ অক্টোবর
ঘ. ১৯ জুন
উত্তরঃ গ. ১৬ অক্টোবর

২১। RUF কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
ক. মায়ানমার
খ. থাইল্যান্ড
গ. সিয়েরা লিওন
ঘ. ফিলিস্তিন
উত্তরঃ গ. সিয়েরা লিওন

২২। জীববৈচিত্র্য কনভেনশন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ক. জাপান
খ. ব্রাজিল
গ. দক্ষিণ কোরিয়া
ঘ. রোম
উত্তরঃ খ. ব্রাজিল

২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পিতৃভূমি বলা হয় কাকে?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. জার্মানী
ঘ. ইটালী
উত্তরঃ ক. রাশিয়া

২৪। সুইজ্যারল্যান্ডের জেনেভা নগরী কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক. নিউজ প্রিন্ট
খ. ইস্পাত
গ. ঘড়ি
ঘ. কয়লা
উত্তরঃ গ. ঘড়ি

২৫। ‘হটেনটট’ উপজাতির আবাসস্থল কোথায়?
ক. নিউজিল্যান্ড
খ. মালয় উপদ্বীপ
গ. ভারতের
ঘ. দঃ অফ্রিকার
উত্তরঃ ঘ. দঃ অফ্রিকার

No comments:

Post a Comment