HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর বরিশাল বোর্ড ২০১৯ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download

বরিশাল বোর্ড ২০১৯
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়?
[ক] ২০০৮ 
[খ] ২০০৯ 
[গ] ২০১০ 
[ঘ] ২০১১

২. আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি?
[ক] পদসোপান নীতি
[খ] সমআদর্শে বিশ্বাসী
[গ] দলীয় স্বার্থ সংরক্ষণ
[ঘ] সরকারকে নিয়ন্ত্রণ

৩. কোনো নির্দিষ্ট জনসমষ্টির মধ্যে যখন মানসিক ঐক্যানুভূতি গড়ে ওঠে প্রাথমিক পর্যায়ে তাকে বলা হয়-
[ক] জাতীয়তাবাদ
[খ] জাতীয়তাবোধ
[গ] জাতি
[ঘ] জাতীয়তা

৪. বাংলাদেশের সরকারপ্রধান কে?
[ক] রাষ্ট্রপতি
[খ] প্রধানমন্ত্রী
[গ] স্পিকার
[ঘ] চীপ হুইপ

৫. সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর অপর নাম-
[ক] রাজনৈতিক দল
[খ] চাপসৃষ্টিকারী গোষ্ঠী
[গ] সুশীল সমাজ
[ঘ] আমলা

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
অবসরপ্রাপ্ত শিক্ষকের ছেলে জাহিদ বাবার পেনশন মঞ্জুরি সংক্রান্ত বিষয় জানতে সংশিষ্ট মন্ত্রণালয়ে গেল। কর্মকর্তার কাছে গিয়ে দেখতে পেল টেবিলের ওপর ফাইলের স্তূপ। সে আরও জানতে পারল যে, পেনশন মঞ্জুর হতে সময় লাগবে। ফাইলটি এখন পর্যন্ত সহকারী সচিবের টেবিলে রয়েছে।

৬. উদ্দীপকে উল্লিখিত সমস্যাকে কী নামে অভিহিত করা হয়?
[ক] আমলাদের উদাসীনতা
[খ] কর্তব্যে অবহেলা
[গ] লাল ফিতার দৌরাত্ম্য
[ঘ] আমালাদের দৌরাত্ম্য

৭. যথাসময়ে পেনশন মঞ্জুরি নিশ্চিত করতে প্রয়োজন-
i. আমলাতন্ত্রের জবাবদিহিতা
ii. আমলাদের জনসেবার মানসিকতা তৈরি
iii. স্বাধীন বিচার বিভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮. স্বাধীনতা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Free
[খ] Liber
[গ] Liberal
[ঘ] Liberty

৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে প্রদানকৃত নাগরিক সেবাকে কী বলা হয়?
[ক] ই-প্রশাসন
[খ] ই-সেবা
[গ] ই-গণতন্ত্র
[ঘ] ই-কমার্স

১০. ‘‘নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে।’’ সংজ্ঞাটি কার প্রদত্ত?
[ক] ম্যাকাইভার
[খ] ফ্রেডরিখ জেমস গুল্ড
[গ] ই. এম. হোয়াইট
[ঘ] এফ. আই. গাউড

১১. পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির মূল উদ্দেশ্য হলো-
[ক] জনকল্যাণ
[খ] সুশীল সমাজ তৈরি
[গ] বেকারত্ব হ্রাস
[ঘ] উচ্চ শিক্ষার হার বৃদ্ধি

নিচের উদ্দীপকটি পড়ে ১২নং প্রশ্নের উত্তর দাও : 
করিমের দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কার্যকলাপে মানুষ যখন বিরক্ত তখন তিনি প্রচলিত ধারার বাইরে একটি মতাদর্শ প্রচার করা শুরু করলেন। মানুষ তার ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ ও সংগঠিত হলো। একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল।

১২. করিমের মধ্যে নেতৃত্বের কোন গুণাবলি লক্ষ করা যায়?
[ক] সম্মোহনী
[খ] বিশেষজ্ঞসূচক
[গ] রাজনৈতিক
[ঘ] একনায়কতান্ত্রিক

১৩. সংসদ সদস্যগণ সরকারের কোন বিভাগের অন্তর্ভুক্ত?
[ক] আইন
[খ] শাসন
[গ] বিচার
[ঘ] জনপ্রশাসন

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও : 
আসিফ গ্রামের একটি তথ্যসেবা কেন্দ্র থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করেছে। শুধু তাই নয়, উক্ত সেবাকেন্দ্র থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার জন্যও শহরে যেতে হয়নি। আসিফের মতো গ্রামে সকল শ্রেণি পেশার মানুষ সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে।

১৪. আসিফ কোন তথ্যসেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করেছে?
[ক] ইউনিয়ন
[খ] উপজেলা
[গ] জেলা
[ঘ] গ্রামীণ

১৫. তথ্যসেবা কেন্দ্রটি কার্যকর ভূমিকা রাখলে-
i. নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে
ii. ইউনিয়নের অধিবাসীরা বেশি উপকৃত হবে
iii. সময় ও অর্থের সাশ্রয় হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৬. জনমতের প্রভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের ক্ষেত্রে কী ঘটে?
[ক] রক্ষণশীলতা বৃদ্ধি পায়
[খ] বিপথে পরিচালিত হয়
[গ] গতিশীলতা বাড়ে
[ঘ] দক্ষতা কমে যায়

নিচের উদ্দীপকটি পড়ে ১৭নং প্রশ্নের উত্তর দাও :
সচিব
অতিরিক্ত সচিব
?

১৭. ‘?’ চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?
[ক] যুগ্মসচিব
[খ] উপসচিব
[গ] সিনিয়র সহকারী সচিব
[ঘ] সহকারী সচিব

১৮. সমাজে ছোটদের নিকট হতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা লাভের দাবি কোন অধিকারের অন্তর্ভুক্ত?
[ক] মৌলিক
[খ] আইনগত
[গ] সামাজিক
[ঘ] নৈতিক

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (বরিশাল বোর্ড ২০১৯)

১৯. নিজ দেশের প্রতি অনুগত থেকে দেশের মাটি ও মানুষকে ভালোবাসাই হচ্ছে-
[ক] নাগরিকতা
[খ] দেশপ্রেম
[গ] জাতীয়তা
[ঘ] রাজনীতি

২০. নাগরিকগণ রাষ্ট্রের আইন মেনে চলে। এর কারণ হলো-
i. শাস্তির ভয়ে
ii. যৌক্তিকতার উপলব্ধি
iii. স্বভাবগত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২১. 'Civis' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] ইংরেজি
[খ] গ্রিক
[গ] ল্যাটিন
[ঘ] ফরাসি

২২. কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে?
[ক] বিশ্বব্যাংক
[খ] জাতিসংঘ
[গ] ইউএনডিপি
[ঘ] আইএমএফ

২৩. আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস কোনটি?
[ক] ধর্ম
[খ] প্রথা
[গ] নৈতিকতা
[ঘ] জনমত

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
শাহীন ‘ক’ নামক একটি রাষ্ট্রে বসবাস করে যেখানে রাষ্ট্রপতি নামমাত্র প্রধান। প্রধানমন্ত্রী সব বিষয়ে মুখ্য ভূমিকা পালন করেন এবং সরকারের শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে।

২৪. উদ্দীপকে ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান?
[ক] রাষ্ট্রপতি শাসিত
[খ] যুক্তরাষ্ট্রীয়
[গ] সমাজতান্ত্রিক
[ঘ] সংসদীয়

২৫. ‘ক’ রাষ্ট্রের সরকারব্যবস্থায় নিশ্চিত হবে-
i. জবাবদিহিতা
ii. ক্ষমতার স্বতন্ত্রীকরণ
iii. বিরোধীদলের মর্যাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৬. মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টিকে কী বলা হয়?
[ক] গণতন্ত্র
[খ] জনমত
[গ] রাজনৈতিক সংস্কৃতি
[ঘ] রাজনৈতিক বিশ্বাস

২৭. জাতীয়তাবাদের জনক কে?
[ক] হবস্
[খ] লক
[গ] ম্যাকিয়াভেলী
[ঘ] রুশো

২৮. যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণের জন্য কোন ধরনের সাম্য প্রতিষ্ঠিত হওয়া জরুরি?
[ক] অর্থনৈতিক
[খ] রাজনৈতিক
[গ] সামাজিক
[ঘ] প্রাকৃতিক

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
মি. জামান প্রায় ১০ বছর যাবৎ একটি রাষ্ট্রে বসবাস করছেন। সরকার পরিবর্তন হলেও এ পর্যন্ত দেশটিতে তিনি কোনো রাজনৈতিক সংঘাত দেখতে পাননি। শুধু তাই নয়, সরকার জনগণের মতামতের ভিত্তিতে এবং তাদের নিকট দায়বদ্ধ থেকে রাষ্ট্র পরিচালনা করে।

২৯. উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রে যে রাজনৈতিক বৈশিষ্ট্য বিদ্যমান তা হলো-
[ক] অসাম্প্রদায়িকতা
[খ] স্থিতিশীলতা
[গ] বাকস্বাধীনতায় হস্তক্ষেপ
[ঘ] জন অংশগ্রহণের অভাব

৩০. উদ্দীপকের রাষ্ট্রের বিপরীত অবস্থা কোনো রাষ্ট্রে বিদ্যমান থাকলে-
i. ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে
ii. সরকার ও জনগণের দূরত্ব সৃষ্টি হবে
iii. আইনের শাসনের অনুপস্থিতি দেখা দেবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

উত্তরমালা: ১ [খ] ২ [ক] ৩ [ঘ] ৪ [খ] ৫ [খ] ৬ [গ] ৭ [ক] ৮ [ঘ] ৯ [খ] ১০ [গ] ১১ [ক] ১২ [গ] ১৩ [ক] ১৪ [ক] ১৫ [ঘ] ১৬ [গ] ১৭ [ক] ১৮ [ঘ] ১৯ [খ] ২০ [ক] ২১ [গ] ২২ [ক] ২৩ [খ] ২৪ [ঘ] ২৫ [গ] ২৬ [গ] ২৭ [গ] ২৮ [ক] ২৯ [খ] ৩০ [খ]

Post a Comment (0)
Previous Post Next Post