HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর আ: কাদির মোল্লা সিটি কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC History and Culture of Islam 1st Paper (mcq) Answers to Multiple Choice Questions A: Qadir Mollah City College pdf download.

মডেল টেস্ট
আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয়ভাগে ভাগ করা যায়?
[ক] এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

২. আরবকে জাজিরাতুল আরব বলা হয় কেন?
[ক] তিন দিকে মরুভূমি বলে
[খ] সমভূমিতে অবস্থিত বলে
[গ] তিন দিকে জলবেষ্টিত থাকায়
[ঘ] তিনদিকে স্থলবেষ্টিত থাকায়

৩. হুদায়বিয়ার সন্ধিকে বলা হয়-
i. ফাতহুম মুবিন
ii. মহাবিজয়
iii. রক্তপাতহীন বিজয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. বদরের যুদ্ধে মুসলমান সৈন্য সংখ্যা কত ছিল?
[ক] ৩১৩
[খ] ৬১৩
[গ] ৬২৪
[ঘ] ১০০০

৫. খন্দকের যুদ্ধের অপর নাম কী?
[ক] উষ্ট্রের যুদ্ধ
[খ] আহযাবের যুদ্ধ
[গ] কষ্টের যুদ্ধ
[ঘ] ফিজারের যুদ্ধ

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
সজিব তার এলাকার ছেলেদের দিন দিন নেশা, খুন ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে দেখে তার সঙ্গীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলে। ফলে সমাজ উপকৃত হয়।

৬. উদ্দীপকের সাথে মহানবি (স.)-এর কোন উদ্যোগের মিল রয়েছে?
[ক] হিলফুল ফুজুল
[খ] আকাবার শপথ
[গ] হুদায়বিয়ার সন্ধি
[ঘ] মদিনা সনদ

৭. উক্ত কার্যক্রমের উদ্দেশ্য ছিল-
i. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা
ii. ইসলাম প্রতিষ্ঠা
iii. অসহায় ও দুর্বলদের সহায়তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. দিওয়ান আল-খারাজ কী?
[ক] বিচার বিভাগ
[খ] ডাক বিভাগ
[গ] রাজস্ব বিভাগ
[ঘ] সামরিক বিভাগ

৯. আবু বকর (রা)-কে ‘সিদ্দিক’ উপাধি দেওয়া হয়েছিল কেন?
[ক] সত্যবাদিতার জন্য
[খ] ভন্ড নবিদের দমনের জন্য
[গ] দানশীলতার জন্য
[ঘ] জাকাত আদায়ে কঠোর ছিলেন বলে

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :
দুর্নীতি বিরোধী আন্দোলনে ভারতের আন্না হাজারে সরকারের ভিত কাপিয়ে তোলেন। সরকার তাকে রাজধানী দিলিস্ন থেকে সরিয়ে দূরবর্তী প্রদেশে অবস্থানে বাধ্য করলেও জনগণের মধ্যে তার প্রভাব শক্তিশালী রূপ নেয়।

১০. উদ্দীপকের মতো খুলাফায়ে রাশেদিনের সময়ে কোন মুসলিম সাধক তার মতবাদ প্রচার করেছিলেন?
[ক] আব্দুল্লাহ ইবনে যুবাইর
[খ] আবুজর আল গিফারি
[গ] আব্দুল্লাহ ইবনে উমর
[ঘ] হযরত উসমান (রা)

১১. উদ্দীপকের ভারত সরকারের মতো খলিফার কর্মকান্ড- প্রকাশ পেয়েছিল-
i. সরকারের দুর্বলতা
ii. সাধকের মতবাদের যৌক্তিকতা
iii. সরকারের অসহিষ্ণুতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১২. সর্বপ্রথম কে ডাক ব্যবস্থার প্রবর্তন করেন?
[ক] ইয়াজিদ
[খ] উমর
[গ] উসমান
[ঘ] মুয়াবিয়া

১৩. উমাইয়া যুগের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
[ক] আল-আকসা মসজিদ
[খ] দামেস্ক মসজিদ
[গ] কুববাতুস সাখরা
[ঘ] শ্বেত মসজিদ

১৪. আবদুল মালিককে ‘Father of Kings’ বলা হয় কেন?
[ক] রাজাদের পিতা ছিলেন বলে
[খ] তার বাবা রাজা ছিলেন বলে
[গ] চার পুত্র খলিফা হয়েছিল বলে
[ঘ] সর্বশেষ খলিফা ছিলেন বলে

১৫. খলিফা ওয়ালিদের সেনাপতি ছিলেন.
i. হাজ্জাজ বিন ইউসুফ
ii. তারিক বিন জিয়াদ
iii. মুসা বিন নুসায়ের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘ক’ শাসন ক্ষমতা গ্রহণ করার পর পূর্ববর্তী শাসকদের রাজতান্ত্রিক নীতি বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করেন। অবৈধভাবে দখল করা সম্পত্তি বৈধ মালিককে ফেরত দেন এবং অনেক বৈধ করও মওকুফ করে দেন।

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

১৬. উদ্দীপকের সাথে কোন উমাইয়া খলিফার সাদৃশ্য রয়েছে?
[ক] মুয়াবিয়া
[খ] আবদুল মালিক
[গ] আল ওয়ালিদ
[ঘ] উমর বিন আবদুল আজিজ

১৭. উক্ত শাসকের কর্মকান্ড- পরিলক্ষিত হয়-
i. ন্যায়পরায়ণতা
ii. সততা
iii. নিরপেক্ষতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. আববাসি আন্দোলনের কোন ব্যক্তির অসাধারণ ভূমিকা ছিল?
[ক] সানবাদ
[খ] আবু মুসলিম
[গ] আল মনসুর
[ঘ] আল মামুন

১৯. কোন গুণের জন্য লায়লাকে ‘জোয়ান অব আর্ক’ বলা হয়?
[ক] বীরত্ব ও সাহসিকতা
[খ] ক্ষমা ও উদারতা
[গ] মমতা ও ভালোবাসা
[ঘ] শিক্ষগত যোগ্যতা

২০. খালিদ বার্মাককে উজির হিসেবে নিয়োগ দেওয়ার কারণ কী?
[ক] কূটনৈতিক দক্ষতা
[খ] প্রশাসনিক দক্ষতা
[গ] রাজনৈতিক দক্ষতা
[ঘ] অর্থ-সম্পদের মালিক

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ‘খ’ তার ভাইয়ের সাথে যুদ্ধে জয়ী হয়ে একটি অঞ্চলের শাসক নিযুক্ত হয়ে জ্ঞান-বিজ্ঞানের অনেক উন্নতি করেন। তিনি একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেন যা শ্রে্ষ্ঠত্বের পরিচয় দেয়।

২১. উদ্দীপকের বিজ্ঞানাগারের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের মিল রয়েছে?
[ক] জোহরা প্রাসাদ
[খ] বায়তুল হিকমা
[গ] দারুল হিকমা
[ঘ] দারুল নাদওয়া

২২. উক্ত প্রতিষ্ঠানের প্রধান দপ্তর হলো-
i. অনুবাদ বিভাগ
ii. শিক্ষা বিভাগ
iii. গবেষণাগার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩. আববাসিদের পতন ঘটে কার আক্রমণে?
[ক] তুর্কিদের
[খ] মামলুকদের
[গ] হালাকু খানের
[ঘ] চেঙ্গিস খানের

২৪. মুসলিমদের আগমনের পূর্বে স্পেনের অবস্থা ছিল-
i. ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত
ii. শাসকদের মধ্যে দ্বন্দ্ব
iii. অর্থনৈতিক সমৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. মুসা বিন নুসাইব কোন অঞ্চলের গভর্নর ছিলেন?
[ক] উত্তর আফ্রিকা
[খ] মধ্য এশিয়া
[গ] পূর্ব এশিয়া
[ঘ] দক্ষিণ আফ্রিকা

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
জনৈক খলিফা তার প্রতিদ্বন্দ্বীর সাহস দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, বিশাল জলরাশি শত্রুর হাত থেকে আমার সিংহাসন রক্ষা করেছে।

২৬. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন খলিফার মিল রয়েছে?
[ক] আবুল আববাস
[খ] ৩য় আবদুর রহমান
[গ] আল-মনসুর
[ঘ] আল-মামুন

২৭. উক্ত খলিফার প্রতিদ্বন্দ্বীর সাথে সাদৃশ্যপূর্ণ শাসক হলো-
i. আবদুর রহমান আদ দাখিল
ii. ইউসুফ আল ফিহরী
iii. ১ম আবদুর রহমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. ওবায়দুল্লাহ আল মাহদী কোন বংশের শাসন প্রতিষ্ঠা করেন?
[ক] উমাইয়া
[খ] আববাসি
[গ] স্পেনে উমাইয়া
[ঘ] শিয়া ফাতেমি

২৯. আল হাকিম কর্তৃক দারুল হিকমা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য.
i. শিয়া মতবাদ প্রচার
ii. জ্ঞান-বিজ্ঞানের প্রসার
iii. গবেষণা কর্ম সম্পাদন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. মাওয়ালি কারা?
[ক] অভিজাত মুসলমান
[খ] মুসলিম ক্রীতদাস
[গ] নবদীক্ষিত অনারব মুসলমান
[ঘ] মদিনায় বসবাসকারী মুসলমান

উত্তরমালা: ১ [গ] ২ [গ] ৩ [ঘ] ৪ [ক] ৫ [খ] ৬ [ক] ৭ [খ] ৮ [গ] ৯ [ক] ১০ [খ] ১১ [খ] ১২ [ঘ] ১৩ [গ] ১৪ [গ] ১৫ [ঘ]  ১৬ [ঘ] ১৭ [ঘ] ১৮ [খ] ১৯ [ক] ২০ [খ] ২১ [খ] ২২ [ঘ] ২৩ [গ] ২৪ [ক] ২৫ [ক] ২৬ [গ] ২৭ [খ] ২৮ [ঘ] ২৯ [ঘ] ৩০ [গ]

Post a Comment (0)
Previous Post Next Post