HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq Question Answer pdf download

উচ্চ মাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Civics and Good Governance
2nd Paper
MCQ
Question and Answer pdf download

উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ২য় পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ডাউনলোড পিডিএফ

১. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের শাসন সংক্রান্ত বিষয়ে কে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

২. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল-
ক. আইন-শৃঙ্খলা
খ. যোগাযোগ
গ. দেশরক্ষা
ঘ. মৃদু

৩. ব্রিটিশ সরকার কত সালে স্যার সাইমনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে?
ক. ১৯২০ সালে
খ. ১৯২৭ সালে
গ. ১৯৩৫ সালে
ঘ. ১৯৪০ সালে

৪. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল-
ক. দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি
খ. গণপরিষদ গঠন
গ. ভারত সচিব পদের বিলুপ্তি সাধন
ঘ. সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ

৫. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে কোনটি প্রতিষ্ঠা করা হয়?
ক. যুক্তরাষ্ট্রীয় আদালত
খ. ভারতীয় ইউনিয়ন গঠন
গ. মন্ত্রিসভা গঠন
ঘ. কর্তৃত্বহীন মন্ত্রিসভা গঠন

৬. কোন সালের আইনে প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি করা হয়?
ক. ১৯০৯ সালের আইন
খ. ১৯১৯ সালের আইন
গ. ১৯৩৫ সালের আইন
ঘ. ১৯৪৭ সালের আইন

৭. ব্রিটিশ সরকার ১৯১৯ ও ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাস করেন কেন?
ক. ভারতবর্ষের সাংবিধানিক সংকট নিরসনের জন্য
খ. ব্রিটিশ রাজত্ব পাকাপোক্ত করার জন্য
গ. ভারতবর্ষকে স্বাধীনতা প্রদানের জন্য
ঘ. আমলাদেরকে সুবিধা প্রদানের জন্য

৮. ১৯১৯ সালের ভারত শাসন আইনের বিরুদ্ধে ভারতীয় কংগ্রেস কোন আন্দোলনের ডাক দেয়?
ক. স্বরাজ
খ. ব্রিটিশ বিতাড়ন
গ. অসহযোগ
ঘ. সত্যাগ্রহ

৯. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে-
i. যুক্তরাষ্ট্র গঠনের ব্যবস্থা করা হয়
ii. প্রাদেশিক স্বায়ত্তশাসন এর প্রবর্তন করা হয়
iii. কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধের মীমাংসা করা হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

'A' রাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতা সংবিধানের মাধ্যমে প্রদেশ গুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের কাঠামো সঠিকভাবে অনুসরণ করা হয়নি। ফলে প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।

১০. উদ্দীপকে কোন সাংবিধানিক আইনের কথা বলা হয়েছে?
ক. ভারত শাসন আইন, ১৯১৯
খ. মর্লে- মিন্টো সংস্কার আইন
গ. ভারত শাসন আইন, ১৯৩৫
ঘ. ভারত স্বাধীনতা আই, ১৯৪৭

১১.১৯৩৫ সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিচ্ছিন্ন করা হয়?
ক. দিল্লি
খ. জয়পুর
গ. ব্রহ্মদেশ
ঘ. কানপুর

১২. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে বোঝায়-
ক. প্রদেশের স্বাধীনতা
খ. প্রাদেশিক সরকার দ্বারা কেন্দ্রীয় শাসন পরিচালিত হাওয়া
গ. কেন্দ্রীয় সরকার দ্বারা প্রদেশসমূহ পরিচালিত হাওয়া
ঘ. তৃতীয় শক্তি দ্বারা প্রদেশসমূহ পরিচালিত হওয়া

১৩. ব্রিটিশ রাজার মনোনীত প্রতিনিধি কারা ছিলেন?
ক. ভাইসরয়গণ
খ. গভর্নরগণ
গ. গভর্নর জেনারেল
ঘ. বড় লাটগণ

১৪. ব্রিটিশ রাজ রাজার মনোনীত প্রতিনিধিগণ কিভাবে নিয়োগপ্রাপ্ত হতেন?
ক. রাজা / রানী কর্তৃক
খ. প্রধানমন্ত্রী কর্তৃক
গ. রাষ্ট্রপতি কর্তৃক
ঘ. মন্ত্রী সভা কর্তিক

১৫. প্রাদেশিক গভর্নর আইনসভা কর্তৃক ধৃত আইন কে কিভাবে বাতিল করতে পারতেন?
ক. ভেটো প্রদানের মাধ্যমে
খ. ঐচিছক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে
গ. ভোটের মাধ্যমে
ঘ. মনোনীত প্রতিনিধির মাধ্যমে

১৬. কোন কারনে কংগ্রেস আটটি প্রদেশের মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করে?
ক. ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রতিবাদে
খ. ভারতীয়দের সম্মতি ছাড়া যুদ্ধ ঘোষণার
গ. ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণ করার প্রতিবাদে
ঘ. ভারতীয়দের প্রতি জাতিগত বিদ্বেষ পোষণ করার প্রতিবাদে

১৭. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা ছিল-
ক. অর্থবহ
খ. অর্থহীন
গ. মাধুর্য্যময়
ঘ. অগণতান্ত্রিক

১৮. কোন ভারতীয় আদালতে মি.'ক' এর বিচার হতো না। এখানে মি. 'ক' বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. গভর্নর
খ. ভাইসরয়
গ. বড়লাট
ঘ. গভর্নর জেনারেল

১৯. ১৯৩৫ সালের ভারত শাসন আইনে ভারত সরকারের সমস্ত কর্তৃত্ব কার হাতে ন্যস্ত ছিল?
ক. গভর্নর জেনারেলের
খ. গভর্নরের
গ. ভাইসরয়ের
ঘ. বড়লাটের

২০. গভর্নর-জেনারেল সাধারণত কত প্রকারের ক্ষমতার অধিকারী ছিলেন?
ক. ৬ প্রকার
খ. ৫ প্রকারের
গ. ৪ প্রকারের
ঘ. ৩ প্রকারের

২১. শাসন সংক্রান্ত ব্যাপারে ভারতের সর্বময় অধীশ্বর ছিলেন-
ক. গভর্নর
খ. গভর্নর জেনারেল
গ. ভাইসরয়
ঘ. বড়লাট

২২. গভর্নর-জেনারেল বিশেষ দায়িত্ব পালনের জন্য যে আইন প্রণয়ন করতে পারতেন তাকে কী বলা হত?
ক. জরুরী আইন
খ. অধ্যাদেশ
গ. গভর্নর জেনারেলের আইন
ঘ. সামরিক আইন

২৩. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ভারতবর্ষের কয়টি প্রদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ৯ টি
খ. ১০ টি
গ. ১১টি
ঘ. ১২টি

২৪. ১৯৩৭ সালের নির্বাচনের সর্বমোট ৪৮৪টি মুসলিম আসনের মধ্যে 'মুসলিম লীগ' আসন পায়-
ক. ১০৩টি
খ. ১০৮টি
গ. ১৪৯টি
ঘ. ২০১টি

২৫. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশের সর্বমোট আসন সংখ্যা ছিল-
ক. ২০০টি
খ. ২২০টি
গ. ২৩৫টি
ঘ. ২৫০টি

২৬. ১৯৩৭ সালের সাধারণ নির্বাচনে কয়টি প্রদেশ কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি

২৭. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে বিহারের ১৫২ টি আসনের সর্বোচ্চ আসন লাভ করে-
ক. কংগ্রেস
খ. মুসলিম লীগ
গ. মুসলমান স্বতন্ত্র
ঘ. হিন্দু স্বতন্ত্র

২৮. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করে-
ক. মুসলিম লীগ
খ. মুসলমান স্বতন্ত্র
গ. কংগ্রেস
ঘ. হিন্দু স্বতন্ত্র

২৯. ভারতবর্ষের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনা ঘোষণা করা হয়-
ক. ক্রিপস মিশন পরিকল্পনা
খ. ওয়াভেল পরিকল্পনা
গ. শান্তি মিশন পরিকল্পনা
ঘ. মন্ত্রী মিশন পরিকল্পনা

৩০. ১৯৪৬ সালে প্রাদেশিক নির্বাচনের সর্বমোট আসন সংখ্যা কত ছিল?
ক. ৯২৩টি
খ. ১০২৩টি
গ. ১২২৩টি
ঘ. ১৫৮৫টি

উত্তরমালা

১২৩৪৫৬৭৮৯১০১১১২১৩১৪১৫

খকখঘকগকঘঘগগকখকক

১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০

কখঘকঘখগগখঘখকখঘঘ
Post a Comment (0)
Previous Post Next Post