HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. বাংলাদেশের শিল্পখাত কয়টি উপখাতে বিভক্ত?
[ক] ২টি
✅ ৪টি
[গ] ৩টি
[ঘ] ৫টি

২. শিল্প দ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় শিল্প কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
✅ ৪ ভাগে
[গ] ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে

৩. একটি দেশের অর্থনৈতিক কর্মকান্ড-র গতিশীলতার জন্য কোনটি অপরিহার্য?
✅ শিল্পের উন্নয়ন
[খ] কৃষির উন্নয়ন
[গ] রাজনৈতিক স্থিতিশীলতা
[ঘ] কাঠামোগত উন্নয়ন

৪. শিল্প খাতে নিয়োজিত শ্রমশক্তির কত শতাংশ ক্ষুদ্র শিল্প ও কুটিরশিল্পে নিয়োজিত?
[ক] ৫০%
[খ] ৯৯%
[গ] ৬৬%
✅ ৮৯%

৫. স্বাধীনতার পর ১৯৭২ সালে জিডিপি-তে কৃষি ও শিল্পখাতের অবদান কত ছিল?
✅ ৬২ ও ৪ শতাংশ
[খ] ৬ ও ৪ শতাংশ
[গ] ৬২ ও ৪৪ শতাংশ
[ঘ] ৬২ ও ৬৪ শতাংশ

৬. স্বাধীনতার পর শিল্পখাতের প্রায় ৯২ ভাগ শিল্প রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল কোন আদর্শকে অনুসরণ করে?
[ক] ইসলামিক
✅ সমাজতান্ত্রিক
[গ] মিশ্র অর্থব্যবস্থা
[ঘ] পুঁজিবাদী অর্থব্যবস্থা

৭. কোন শিল্পে মূল্য সংযোজন কম হলেও কর্মসংস্থান বেশি?
[ক] মাঝারি
[খ] ক্ষুদ্র
[গ] ফার্ম
✅ কুটির

৮. মিল্কভিটা কোম্পানিটি কীরূপ প্রতিষ্ঠান?
[ক] মাঝারি
[খ] ক্ষুদ্র
✅ ফার্ম
[ঘ] কুটির

৯. মালিকানার ভিত্তিতে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৪ ভাগে
[গ] ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে

১০. উৎপাদিত পণ্য ও সেবার ভিত্তিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
[খ] ৪ ভাগে
✅ ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে

১১. উৎপাদিত দ্রব্যের প্রকৃতি অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
[খ] ৪ ভাগে
✅ ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে

১২. কোন আমলে এ দেশে কোনো বৃহৎ শিল্প গড়ে ওঠেনি?
[ক] মুসলিম আমলে
✅ ব্রিটিশ আমলে
[গ] পাকিস্তানি আমলে
[ঘ] নবাব আমলে

১৩. বাংলাদেশ সরকার কোন শিল্পনীতি ঘোষণার মাধ্যমে শিল্পসমূহকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দিতে শুরু করে?
[ক] শিল্পনীতি ১৯৭৩
✅ শিল্পনীতি ১৯৮৬
[গ] শিল্পনীতি ১৯৯১
[ঘ] শিল্পনীতি ১৯৮২

১৪. 'রূপকল্প ২০২১' অনুযায়ী ২০২১ সালের মধ্যে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান কত হবে?
✅ ৪০ শতাংশ
[খ] ৬০ শতাংশ
[গ] ৫০ শতাংশ
[ঘ] ৬৭ শতাংশ

১৫. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও কোনটির গুরুত্ব অপরিসীম?
✅ শিল্পের
[খ] বাণিজ্যের
[গ] শিক্ষার
[ঘ] জনসংখ্যার

১৬. পাট, বস্ত্র, চিনি, কাগজ সবই কোন পণ্যের শিল্প?
[ক] কৃষি
✅ ভোগ্য
[গ] রপ্তানিমুখী
[ঘ] আমদানিমুখী

১৭. কোন শিল্পে শ্রমনির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা হয়?
[ক] নির্মাণ
[খ] ভারী
[গ] সংরক্ষিত
✅ বস্ত্র

১৮. কোন শিল্পে মূলধননির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা হয়?
[ক] নির্মাণ
✅ ভারী
[গ] সংরক্ষিত
[ঘ] বস্ত্র

১৯. ১৯৭১ সালের স্বাধীনতার পর কোনটির অভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে কাঙি্ক্ষত ফলাফল আসেনি?
[ক] পর্যাপ্ত মূলধন
✅ দক্ষ ব্যবস্থাপনা
[গ] পর্যাপ্ত কাঁচামাল
[ঘ] দক্ষ শ্রমিক

২০. দেশের শিল্পায়নের গতিকে বেগবান করতে কোনটি যুগোপযোগী শিল্পনীতি?
[ক] শিল্পনীতি ১৯৮২
[খ] শিল্পনীতি ১৯৮৬
✅ শিল্পনীতি ২০১০
[ঘ] শিল্পনীতি ১৯৯৯

২১. আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের গুরুত্ব বেশি?
[ক] কৃষিপণ্য
[খ] ভোগ্যপণ্য
[গ] মূলধনী পণ্য
✅ শিল্পপণ্য

২২. যে শিল্প কারখানায় যন্ত্রপাতি তৈরি হয় তাকে কোন শিল্প বলে?
[ক] নির্মাণ
✅ ভারী
[গ] সংরক্ষিত
[ঘ] বস্ত্র

২৩. সেতাবগঞ্জে একটি চিনি কল স্থাপন করা হবে। এর যন্ত্রপাতি কোন শিল্পে উৎপাদিত হয়?
[ক] নিৰ&মাণ
✅ ভারী
[গ] সংরক্ষিত
[ঘ] বস্ত্র

২৪. ক্ষুদ্রায়তন শিল্পের মধ্যে সর্বাধিক কর্মসংস্থান হয়েছে কোন খাতে?
[ক] বাঁশ ও বেত শিল্পে
✅ খাদ্য প্রক্রিয়াজাতকরণে
[গ] মৃৎ শিল্পে
[ঘ] কাঠ শিল্পে

২৫. ২০১৬-১৭ অর্থবছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট GDP-তে শিল্পখাতের অবদান কত ভাগ?
[ক] ১৪.২৭ ভাগ
[খ] ২১.২৩ ভাগ
✅ ৩২.৪৮ ভাগ
[ঘ] ৪৮.৫৮ ভাগ

২৬. কোন সালে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়?
[ক] ১৯৭৫
✅ ১৯৭৮
[গ] ১৯৮৩
[ঘ] ১৯৮৬

২৭. কোন সাল নাগাদ বাংলাদেশে একটি শক্তিশালী শিল্প কাঠামো গড়ে উঠবে বলে পরিকল্পনা করা হয়েছে?
[ক] ১৯৭৫
✅ ২০২১
[গ] ২০১১
[ঘ] ১৯৮৬

২৮. বাংলাদেশের শিল্প কাঠামো অত্যন্ত দুর্বল এবং অনুন্নত থাকার প্রধান কারণ হলো-
i. ঔপনিবেশিক শাসন
ii. পাকিস্তানি শোষণ
iii. উন্নত মন মানসিকতার অভাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
সাঈদ একটি রাইস মিলে চাকরি শুরু করে। কয়েক মাস পর সে বেশি সুযোগ সুবিধা পাওয়ায় একটি তৈরি পোশাক শিল্পে যোগদান করে।

২৯. সাঈদের প্রথম কর্মস্থলটি কোন ধরনের শিল্প ছিল?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. উক্ত শিল্পের বৈশিষ্ট্য হলোত
i. দেশি ও বিদেশি উভয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে
ii. শুধু শহরাঞ্চলে স্থাপিত হয়
iii. কারখানা আইন মেনে চলতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. EPZ কী?
✅ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল
[খ] রপ্তানি পণ্যনিয়ন্ত্রণ অঞ্চল
[গ] আমদানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল
[ঘ] আমদানি পণ্যনিয়ন্ত্রণ অঞ্চল

৩২. বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে চা চাষের জমির পরিমাণ কত?
[ক] ১,৪৭,৫৭০ একর
[খ] ১,৭৫,২১৭ একর
[গ] ১,৭৫,২১৭ একর
✅ ২,৭৫,২১৭ একর

৩৩. চা রপ্তানিতে বাংলাদেশ কততম?
✅ ৭৭তম
[খ] ৭৮তম
[গ] ৮৯তম
[ঘ] ৯৪তম

৩৪. বালাদেশ থেকে চা রপ্তানি হয় না কোন দেশে?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] যুক্তরাজ্য
[গ] ফ্রান্স
✅ ব্রাজিল

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
একাদশ শ্রেণির ছাত্র সানাউলস্নাহ তার বন্ধুদের সাথে চনদ্রঘোনায় বেড়াতে গিয়ে বাংলাদেশের একটি উল্লেলস্নখযোগ্য শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করে।

৩৫. সানাউলস্নাহর দেখা শিল্পটি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৭৫
✅ ১৯৫৩
[গ] ১৯৮৩
[ঘ] ১৯৮৬

৩৬. উক্ত শিল্পের প্রধান কাঁচামাল হলো-
i. স্থানীয় বাঁশ
ii. স্থানীয় বেত
iii. স্থানীয় আখের ছোবড়া


নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৭. বাংলাদেশে 'শিল্পনীতি ২০১৬' অনুসারে মাঝারি শিল্পে বিনিয়োগের পরিমাণ কত টাকা?
[ক] ২৫ লক্ষ টাকা
✅ ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা
[গ] ৫ লক্ষ টাকা থেকে ৩ কোটি টাকা
[ঘ] ৫ লক্ষ টাকার কম

৩৮. অতিক্ষুদ্র শিল্পের কর্মীর সংখ্যা কতজন হয়ে থাকে?
[ক] ৫ থেকে ১০ জন
[খ] ৫ থেকে ২০ জন
[গ] ১০ থেকে ২০ জন
✅ ১০ থেকে ২৪ জন

৩৯. কোন শিল্পে স্থায়ী সম্পদের মূল্য ৫ লক্ষ টাকার নিচে?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
✅ কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৪০. কুটিরশিল্প থেকে অপেক্ষাকৃত বড় শিল্পকে কী বলে?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
✅ অতিক্ষুদ্র শিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৪১. পারিবারিক সদস্যদের নিয়ে সর্বোচ্চ ১০জন শ্রমিকের অধিক নয় এমন কারখানাকে কোন শিল্প বলে?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
✅ কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৪২. প্রাথমিক দ্রব্যকে কারখানাভিত্তিক প্রস্তুত প্রণালির মাধ্যমে মাধ্যমিক ও চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে?
[ক] সেবা
[খ] কৃষি
✅ শিল্প
[ঘ] নির্মাণ

৪৩. কোনো একটি মানদন্ড-র ভিত্তিতে একটি কর্মকান্ড কুটিরশিল্পের অন্তর্ভুক্ত হলে অন্য মানদন্ড- সেটি কোন শিল্প হিসেবে বিবেচিত হবে?
[ক] অতিক্ষুদ্র
✅ মাইক্রো
[গ] কুটির
[ঘ] ক্ষুদ্র

৪৪. ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পে সর্বোচ্চ কতজন শ্রমিক কাজ করে?
[ক] ৬৬ জন
[খ] ৭৭ জন
[গ] ৮৮ জন
✅ ৯৯ জন

৪৫. দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির একটি অপরিহার্য পূর্বশর্ত কোনটি?
[ক] ঘাটতি ব্যয় হ্রাস
[খ] বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত
✅ শিল্পায়ন
[ঘ] জনশক্তি রপ্তানি

৪৬. মোমবাতি কোন শিল্পে উৎপাদিত হয়?
[ক] অতিক্ষুদ্র
[খ] মাইক্রো
✅ কুটির
[ঘ] ক্ষুদ্র

৪৭. কোন শিল্পে নিজেদের উদ্ভাবিত যন্ত্র দ্বারা উৎপাদন কাজ পরিচালনা করা হয়?
[ক] অতিক্ষুদ্র
[খ] মাইক্রো
✅ কুটির
[ঘ] ক্ষুদ্র

৪৮. কুটিরশিল্পের অধিকাংশ ঋণ কোন উৎস থেকে সংগৃহীত হয়?
[ক] প্রাতিষ্ঠানিক
[খ] বাণিজ্যিক ব্যাংক
[গ] বৈদেশিক
✅ অপ্রাতিষ্ঠানিক

৪৯. কোন শিল্প পরিবেশ দূষণ রোধ করে?
[ক] অতিক্ষুদ্র
[খ] মাইক্রো
✅ কুটির
[ঘ] ক্ষুদ্র

৫০. কুটিরশিল্প অপেক্ষা বড়, কিন্তু বৃহৎ শিল্প অপেক্ষা ছোট এরূপ শিল্পকে কী বলে?
[ক] অতিক্ষুদ্র
[খ] মাইক্রো
[গ] কুটির
✅ ক্ষুদ্র

৫১. বাংলাদেশে 'শিল্পনীতি ২০১০' অনুসারে ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের পরিমাণ কত লক্ষ টাকা?
[ক] ৫ লক্ষ টাকার নিচে
[খ] ৫ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা
✅ ৫০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকা
[ঘ] ১৫ কোটি টাকা

৫২. কোন শিল্পের প্রযুক্তি পুরোপুরি দেশীয় নয়, আবার পুরোপুরি বিদেশিও নয়?
[ক] অতিক্ষুদ্র
[খ] মাইক্রো
[গ] কুটির
✅ ক্ষুদ্র

৫৩. মেলামাইন ও চীনামাটির বাসনপত্র কোন শিল্পের উৎপাদিত দ্রব্য?
[ক] অতিক্ষুদ্র
[খ] মাইক্রো
[গ] কুটিরয়
✅ মাঝারি শিল্প

৫৪. মাঝারি শিল্পের প্রসার ঘটলে কোন শিল্পে রূপান্তরীত হয়?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
✅ বৃহদায়তন শিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৫৫. মাঝারি শিল্পের সংকোচন ঘটলে তা কোন শিল্পে রূপান্তরিত হয়?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] বৃহদায়তন শিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৫৬. শিল্পনীতি ২০১৬ অনুসারে বাংলাদেশে শিল্পের ভাগ কতটি?
✅ ১২টি
[খ] ১৪টি
[গ] ১৪৫টি
[ঘ] ২০টি

৫৭. প্যাকেটজাত বিস্কুট কোন শিল্পের পণ্য?
✅ মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৫৮. মি. আশরাফ একটি লেদারের ব্যাগ তৈরির কারখানার মালিক। তার কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?
✅ মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৫৯. মি. অজয় একটি অটোমোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক। তার এ শিল্পটি কোন ধরনের শিল্প?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. যে শিল্পের স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৩০ কোটি টাকা তাকে কোন শিল্প বলে?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
✅ বৃহৎ শিল্প

৬১. জাহাজ নির্মাণ কোন শিল্পের উৎপাদিত পণ্য?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
✅ বৃহৎ শিল্প

৬২. জ্ঞান ও পুঁজিনির্ভর উন্নত প্রযুক্তিভিত্তিক শিল্পকে কী বলে?
[ক] সংরক্ষিত
[খ] নিয়ন্ত্রিত
✅ হাইটেক
[গ] মাইকো

৬৩. বাংলাদেশে শিল্পোন্নয়নের লক্ষ্যে কোন শিল্প স্থাপনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৬৪. কোন শিল্পের প্রসার ঘটিয়ে তীর বেকার সমস্যার সমাধান করা যায়?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র ও কুটিরশিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৬৫. বোতাম, সুতা, লেবেল, কার্টুন, পলি ব্যাগ প্রভৃতি কোন শিল্পে উৎপাদিত হয়?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৬৬. দেশের একমাত্র রেয়ন মিল কোথায় অবস্থিত?
✅ পার্বত্য চট্টগ্রামে
[খ] সিলেটে
[গ] ছাতকে
[ঘ] খুলনায়

৬৭. কোন শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশজ কাঁচামালের উপযুক্ত ব্যবহার করা যায়?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৬৮. দেশের সর্বত্র কোন শিল্প গড়ে উঠলে দক্ষ ও কম দক্ষ নারীদের জন্য কর্মের সুযোগ বৃদ্ধি পাবে?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৬৯. সৌরভ গ্রুপের একটি প্রতিষ্ঠানে ৯৯ জন শ্রমিক কর্মরত। এটি কোন ধরনের শিল্প?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৭০. যে শিল্প প্রতিষ্ঠানে ১০০-২৫০ জন শ্রমিক নিয়োজিত থাকে সে শিল্প প্রতিষ্ঠানকে কী শিল্প বলে?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৭১. মি. হাসান একটি কলম তৈরি কারখানা স্থাপন করলেন। সেখানে ৩০ জন শ্রমিক কাজ করে। মি. হাসানের শিল্পটি কোন ধরনের?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৭২. আব্দুর রহিম চাকরি না খুঁজে ১৫ লক্ষ টাকা খরচ করে মতিঝিলে একটি কনসালটেন্সি ফার্ম স্থাপন করেন। তার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্পের অন্তর্গত?
[ক] মাঝারি শিল্প
✅ সেবামূলক ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৭৩. সোনিয়ার পরিবারের সদস্যরা মিলে মোমবাতি তৈরির কাজ করেন। এটি কোন শিল্পের অন্তর্গত?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
✅ কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৭৪. খুলনার শিপইয়ার্ডে বার্জ, লঞ্চ, কার্গো প্রভৃতি নির্মাণ করা হয়। এগুলো কোন শিল্পের অন্তর্ভুক্ত?
[ক] নৌযান
✅ জাহাজ নির্মাণ
[গ] যানবাহন সার্ভিসিং
[ঘ] ভারী

৭৫. সিলেটে একটি মন্ড তৈরির কারখানা আছে। এটি কোন শিল্পের অন্তর্গত?
[ক] কাচ
✅ কাগজ
[গ] বস্ত্র
[ঘ] সুতা

৭৬. নিচের কোন দ্রব্যটি ক্ষুদ্রায়তন শিল্পের শ্রেণিভুক্ত?
[ক] কাচ
✅ সাবান
[গ] বস্ত্র
[ঘ] সুতা

৭৭. তৈরি পোশাক শিল্প কোন ধরনের শিল্প?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
✅ বৃহৎ শিল্প

৭৮. প্লাস্টিকের খেলনা কোন শিল্পের উৎপাদিত দ্রব্য?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৭৯. হোসিয়ারি কোন ধরনের শিল্প?
[ক] মাঝারি শিল্প
✅ ক্ষুদ্র শিল্প
[গ] কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৮০. আনোয়ারা বেগম ঘরে বসে বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করলেন। এটি কোন ধরনের শিল্প?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
✅ কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৮১. বাংলাদেশে পর্যটন শিল্প কোন ধরনের শিল্প?
[ক] নিয়ন্ত্রিত শিল্প
[খ] ম্যানুফ্যাকচারিং শিল্প
✅ অগ্রাধিকার শিল্প
[ঘ] অতিক্ষুদ্র শিল্প

৮২. রানা তার মায়ের সাথে ঘরে বসে মাটির ফুলদানি, ফুলের টব ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রি করে। এখানে রানা ও তার মায়ের কাজটি কোন শিল্পের অন্তর্গত?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
✅ কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৮৩. বর্তমানে বাংলাদেশে কোন শিল্পটি সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে?
✅ ওষুধ
[খ] পোশাক
[গ] চামড়v
[ঘ] সিমেন্ট

৮৪. ক্ষুদ্র ও কুটিরশিল্প কোন ধরনের দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
[ক] শিল্পোন্নত দেশের
[খ] অনুন্নত দেশের
[গ] উন্নত দেশের
✅ উন্নয়নশীল দেশের

৮৫. গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে কোন শিল্প?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
✅ কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

৮৬. সার্বিক শিল্পখাতের মধ্যে কোন খাতের প্রবৃদ্ধি সর্বোচ্চ?
[ক] খনিজ ও খনন শিল্প
✅ ম্যানুফ্যাকচারিং খাত
[গ] বিদ্যুৎ ও গ্যাস
[ঘ] নির্মাণ

৮৭. বাংলাদেশের অর্থনীতিতে কুটিরশিল্প ভূমিকা রাখেত
i. জাতীয় ঐতিহ্য সংরক্ষণে
ii. নারীদের কর্মসংস্থানে
iii. ভোক্তাদের বহুমুখী চাহিদা পূরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. কুটিরশিল্পে উৎপাদন কাজ পরিচালিত হয়-
i. নিজেদের উদ্ভাবিত হস্তচালিত যন্ত্র দ্বারা
ii. জীবননির্বাহী ধারণায়
iii. বিনা পারিশ্রমিকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৯. জনাব শামসুল হক মাঝারি শিল্প কারখানা গড়ে তুলতে চান। তিনি যে ধরনের শিল্পের কারখানা স্থাপন করতে পারেন-
i. প্লাস্টিক শিল্প
ii. বস্তু শিল্প
iii. প্রসাধনী শিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. নিয়ন্ত্রিত শিল্পের আওতায় পড়ে-
i. খনিজ সম্পদ
ii. ফ্লাইওভার নির্মাণ
iii. সেবামূলক শিল্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. কোন দেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] যুক্তরাজ্য
[গ] ফ্রান্স
✅ চীন

৯২. কী কারণে বাংলাদেশের সিলেট অঞ্চলে চা শিল্প গড়ে উঠেছে?
[ক] উর্বর মাটির কারণে
✅ প্রচুর বৃষ্টিপাতের কারণে
[গ] সস্তা শ্রমিকের কারণে
[ঘ] অধিক চাহিদার কারণে

৯৩. বর্তমানে কোন চা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে?
[ক] লাল চা
[খ] কালো চা
✅ সবুজ চা
[ঘ] নীল চা

৯৪. বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল কোনটি?
✅ চা
[খ] আখ
[গ] পাট
[ঘ] তামাক

৯৫. কোন ধরনের মাটিতে চা গাছ ভালো জন্মায়?
[ক] বেলে মাটি
✅ উর্বর দো-আঁশ মাটি
[গ] দো-আঁশ মাটি
[ঘ] এটেল মাটি

৯৬. বর্তমানে মৌলভীবাজার জেলায় কয়টি চা বাগান আছে?
[ক] ২২টি
[খ] ৭০টি
✅ ৯১টি
[ঘ] ১১০টি

৯৭. চা চাষের নতুন এলাকা কোনটি?
[ক] কক্সবাজার
✅ পঞ্চগড়
[গ] ভাওয়াল গড়
[ঘ] সিলেট

৯৮. বাংলাদেশের মোট চা উৎপাদনের কত ভাগ বৃহত্তর সিলেট জেলায় উৎপাদিত হয়?
[ক] ৫০ ভাগ
[খ] ৭০ ভাগ
[গ] ৮০ ভাগ
✅ ৯০ ভাগ

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও:
জাবেদ সাহেবের একটি জুয়েলারি তৈরির কারখানা আছে। এ কারখানায় ৫-১০ জন শ্রমিক কাজ করে। তিনি অনেক সময় বিদেশ থেকে সোনা ক্রয় করে ব্যবসা চালু রাখেন।

৯৯. জাবেদ সাহেবের শিল্পটি কোন ধরনের?
[ক] মাঝারি শিল্প
[খ] ক্ষুদ্র শিল্প
✅ কুটিরশিল্প
[ঘ] বৃহৎ শিল্প

১০০. উক্ত শিল্পের লক্ষণীয় দিক হলোত
i. দেশীয় বাজারে পণ্যের ক্রয়-বিক্রয় হয়
ii. শ্রমিকদের সুযোগ-সুবিধা কম থাকে
iii. কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post