বাগধারা (পর্ব-৬) বাংলা ব্যাকরণ লেকচার শীট

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
বাগধারা
(পর্ব-৬)
  • অগ্নিমূল্য → (অত্যন্ত দুমূর্ল)
  • অঘটন ঘটন পটিয়সী → (অসাধ্য সাধনে পটু)
  • অচলায়তন → (গতানুগতিক রীতিপদ্ধতিতে প্রগতিহীন প্রতিষ্ঠান)
  • অন্ধকার দেখা → (বিপদে দিগবিদিক জ্ঞানশূন্য হওয়া)
  • অশ্বডিম্ব ⇒ (অসম্ভব বস্তু)
  • অকুল পাথারে ভাসা → (সহায়-সম্বলহীন হয়ে পড়া)
  • অকূলে কূল পাওয়া → (চরম বিপদের মধ্যে আশার সন্ধান পাওয়া)
  • অষ্টরম্ভা → (ফাঁকি , শূন্য)
  • অকর্মার ধাড়ী → (অত্যন্ত অলস ব্যক্তি)
  • আমড়াগাছি করা ⇒ (প্রতারণাপূর্ণ তােষামােদ)
  • আদাজল খেয়ে লাগা → (উঠে পড়ে লাগা)
  • আকাশ পাতাল ভাবা → (উদ্দেশ্যবিহীন চিন্তা)
  • আকাশের চাঁদ চাওয়া ⇒ (নাগালের বাইরের কিছু আকাঙ্ক্ষা করা)
  • আদায়-কাঁচকলায় ⇒ (দা-কুমড়াে বা সাপে-নেউলে)
  • আপন ঢাক আপনি বাজানাে → (আত্মপ্রচার করা)
  • আরশির মুখে পড়শিকে দেখা → (নিজে যেমন, অন্যকেও তেমনি ভাবা)
  • আঠার মাসে বছর → (কুঁড়ে)
  • আঁধার ঘরের মানিক ⇒ (প্রিয়জন)
  • আস্তাকুড়ের পাতা → (হীন ব্যক্তি)
  • আকাশ থেকে পড়া ⇒ (না জানার ভান করে বিস্মিত হওয়া)
  • আমড়া কাঠের টেকি ⇒ (অপদার্থ)
  • উঁচু কপাল ⇒ (সৌভাগ্যশালী)
  • উঁচু কপালী → (অলক্ষুণা)
  • উচ্ছের ঝাড় – (খারাপ বংশ)
  • ঊনপঞ্চাশ বায়ু → (পাগলামি)
  • উলু খাগড়া ⇒ (নিরীহ প্রজা)
  • ঐ উলুবনে মুক্ত ছড়ানাে → (অপাত্রে জ্ঞান)
  • এলাহি কান্ড → (রাজকীয় কান্ড কারখানা)
  • এসপার কি ওসপার → (যে কোন রকম একটা মীমাংসা)
  • এক ঢিলে দুই পাখি মারা ⇒ (এক কাজের মাধ্যমে একাধিক স্বার্থ সিদ্ধি করা)
  • এক গােয়ালের গরু ⇒ (একই স্বভাবযুক্ত)
  • রাই কুড়িয়ে বেল- (ক্ষুদ্র থেকে বড়)
বাগধারা (পর্ব-৬) বাংলা ব্যাকরণ লেকচার শীট
  • পরের ধনে পােদ্দারি → (পরের অর্থ নিজের ইচ্ছামত ব্যবহার করা)
  • হাতেনাতে → (কাজের মধ্যে)
  • কানা ছেলের নাম পদ্মলােচন → (যােগ্যতাহীনের প্রশংসাসূচক নামকরণ)
  • পেয়াদার আবার শ্বশুর বাড়ি ⇒ (গরিবের বিলাসিতার শখ)
  • ফুলের ঘায়ে মূৰ্ছা যাওয়া → (মােটেই কষ্ট সহ্য করতে না পারা)
  • তিন নকলে আসল খাস্তা → (ক্রমাগত হাত বদলানােতে বিশুদ্ধতার হানি)
  • জলে কুমির ডাঙায় বাঘ → (উভয় সঙ্কট)
  • গেঁয়াে যােগী ভিখ পায় না ⇒ (গুণীর আদর স্বদেশে নাই)
  • মাথা ঠেকানাে → (প্রণাম করা)
  • ভরাডুবির মুষ্টিলাভ → (সব হারাবার পর সামান্য যা থাকে)
  • লম্বা দেওয়া → (পালিয়ে যাওয়া)
  • গদাই লস্করী চাল ⇒ (আলসেমি)
  • ভানুমতির খেলা → (কেরামতি)
  • কান পাতলা → (সব কথাতে যার বিশ্বাস))
  • দক্ষ যজ্ঞ ⇒ (লন্ড-ভন্ড ব্যাপার)
  • ধরাকে সরা জ্ঞান করা ⇒ (অতি অহঙ্কারী হওয়া)
  • কালনেমির লঙ্কাভাগ – (কার্যসিদ্ধির আগে ফলের প্রত্যাশা)
  • রাহুর দশা → (দুঃসময়)
  • ঘুঘু দেখেছাে, ফাঁদ দেখনি → (স্বার্থ দেখা, স্বার্থোদ্ধারের জন্য বিপদ উপেক্ষা করা)
  • কলির সন্ধ্যা → (দৌরাত্মের শুরু)
  • কেষ্ট বিষ্ট → (মাথা, গণ্যমান্য)
  • রুই কাতলা → (বড় দুর্নীতিবাজ)
  • চাঁদের হাট ⇒ (প্রিয়জনের সমাগমে সরগরম)
  • ভাগের মা গঙ্গা পায় না ⇒ (ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না)
  • যেমন বুনাে ওল, তেমন বাঘা তেঁতুল → (তুল্যরূপ তীব্র)
  • কচ্ছপের কামড় ⇒ (কিছুর জন্যে নাছােড়বান্দা হয়ে লেগে থাকা)
  • কথায় চিড়ে ভেজে না → (কথায় চাতুরী দিয়ে সব কাজ হাসিল হয় না)
  • কলকাঠি নাড়া → (কুপরামর্শ দেওয়া)
  • কাটা ঘায়ে নুনের ছিটে → (দুঃখের উপলক্ষটি আলােচনা করে আরাে দুঃখ দেওয়া)
  • কেলv ফতে করা → (কঠিন কাজে সফল হওয়া)
  • গােদের উপর বিষফোঁড়া ⇒ (দুঃখের ওপর আরাে দুঃখ)
  • গভীর জলের মাছ ⇒ (ধুরুন্ধর শয়তান লােক)
বাংলা ২য় পত্রের বাছাইকৃত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Post a Comment (0)
Previous Post Next Post