এক কথায় প্রকাশ - (পর্ব-৫)

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
এক কথায় প্রকাশ
(পর্ব-৫)
এক কথায় প্রকাশ-(পর্ব-৫) বাংলা ব্যাকরণ লেকচার শীট
যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে = বীতস্পৃহ
যে গাছ কোন কাজে লাগে না = আগাছা
যে গাঁজার নেশা করে = গেঁজেল
যে জমিতে দুইবার ফসল হয় = দোফসলী
যে জমিতে ফসল জন্মায় না = উষর, অনুর্বর
যে জমির উৎপাদিকা শক্তি আছে = উর্বরা
যে জমিতে উৎপাদিকা শক্তি নাই = অনুর্বরা।
যে ত্রাণ করে = ত্রাতা
যে তৃণাদি খাইয়া জীবন ধারণ করে = তৃণভুক
যে দেশে বহু নদী আছে = নদীমাতৃক
যে নারী অপরের দ্বারা পালিত = পরভূতিকা
যে নারী স্বয়ং পতিবরণ করে = স্বয়ংবরা
যে নারীর সন্তান মরিয়া যায় = মৃতবৎসা
যে নারীর স্বামী পুত্র নেই = অবীরা
যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা
যে নারীর হাস্য পবিত্র = সুস্মিতা
যে পুরুষ বিবাহ করিয়াছে = কৃতদার
যে বুকে হাঁটিয়া গমন করে = সরীসৃপ
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল
যে বৃহৎ বৃক্ষে ফল হয় কিন্তু ফুল হয় না = বনস্পতি
যে বা যাহা প্রবীণ বা প্রাচীন নয় = অর্বাচীন
যে (ভাই) পরে জন্মগ্রহণ করিয়াছে = অনুজ
যে রমণীর অসূহা (হিংসা, পরশ্রীকাতরতা) নাই = অনসূয়া
রেশম দ্বারা নির্মিত = রেশমী
রাত্রির মধ্যভাগ = মধ্যরাত্রি
রাত্রির প্রথম ভাগ = পূর্বরাত্রি
রাত্রির শেষ ভাগ = শেষরাত্রি
রব শুনিয়া যাহারা আসিয়াছে = রবাহুত
লাভ করিবার ইচ্ছা = লিপ্সা, লোভ
শুভক্ষণে জন্ম যাহার = ক্ষণজন্মা
শৈশবকাল অবধি = আশৈশব
শ্রবণের যোগ্য = শ্রবণীয়
শক্তির উপাসক = শাক্ত
শ্রদ্ধার যোগ্য = শ্রদ্ধেয়
শ্রবণ করার ইচ্ছা = শ্রবণেচ্ছা
শহরে থাকে যে = শহুরে
শত্রু এখনও জন্মায় নাই যার = অজাতশত্রু
শোভন হৃদয় যার = সুহৃদ
শত্রুকে পীড়া দেয় যে = অরিন্দ্র
শত্রুকে হনন করে যে = শত্রুঘ্ন
শিশুর পক্ষে যাহা সম্ভবপর = শিশুসুলভ
শুনিবামাত্র স্মরণ রাখিতে পারে যে = শ্রুতিধর
সকল পদার্থ ভক্ষণ করে যে = সর্বভুক
সরোবরে জন্মে যাহা = সরোজ
সকলের জন্য হিতকর = সর্বজনীন
সন্তান প্রসব করে যে = প্রসূতি
সম্মুখে অগ্রসর হইয়া অভ্যর্থনা = প্রত্যুগমন
সর্বজন সম্বন্ধীয় = সর্বজনীন
সমস্ত জীবন ব্যাপিয়া = আজীবন
সমান বয়স যাহাদের—> সমবয়স্ক
সিংহের গর্জন = সিংহনাদ
সকলের জন্য প্রযোজ্য = সর্বজনীন
সহ্য করার স্বভাব যার = সহিষ্ণু
সেবা করার ইচ্ছা = শুশ্রুষা
হিসাব নাই যার = বেহিসাবী
হাতির চিৎকার = বৃংহিত
হৃদয় বিদীর্ণ করে যা = হৃদয়বিদারক
হরিণের চামড়া = অজিন
হনন করিবার ইচ্ছা = জিঘাংসা
হিত কামনা করে যে = হিতাকাঙ্ক্ষী, হিতৈষী
হিরণ্য দ্বারা নির্মিত = হিরন্ময়
হাট করে যে = হাটুরে
হৃদয়ের প্রীতিকর = হৃদ্য
অলংকারের শব্দ = শিঞ্জন, শিঞ্জিত
অশ্বের ধ্বনি = হে
কোকিলের ডাক = কুহু
গম্ভীর ধবনি = মন্দ্র
ঝন ঝন শব্দ = ঝনাৎকার
ধনুকের ধ্বনি = টংকার
নূপুরের ধ্বনি = নিক্কন
বীরের ধ্বনি = হুংকার
ময়ূরের ধ্বনি = কেকা
অতর্কিত অবস্থায় আক্রমণকারী = আততায়ী
অতি আসন্ন = প্রত্যাসন্ন
অতি কর্ম = নিপুণ ব্যক্তি, করিতকর্মা
অতি মূল্য যার = মহার্ঘ্য, অমূল্য
অতীত, বর্তমান, ভবিষ্যৎ যিনি জানতে পারে = ত্রিকালদর্শী
অনুকরণ করার ইচ্ছা = অনুচিকীর্ষা
অনুকরণে ইচ্ছুক = অনুচিকীর্ষ
অপকার করার ইচ্ছা = অপচিকীর্ষা
অরিকে দমন করে যে = অরিন্দম
অলঙ্কারের শব্দ = শিঞ্জন
অগ্রপশ্চাৎ বিবেচান করে না যে = অবিমৃষ্যকারী
অন্ত্য যে ইষ্টি = অন্ত্যোষ্টি
অন্য কোনো কর্ম নেই যার = অনন্যকর্মা
অর্থহীন উক্তি = প্রলাপ
অগভীর সতর্ক নিন্দ্রা = কাকনিন্দ্র
অশ্ব, হস্তী, রথ ও পদাতিক = চতুরঙ্গ
আকাশ ও পৃথিবী = ক্রন্দসী
আগে যা চিন্তা করা হয়নি = অচিন্ত্যপূর্ব
আট প্রহর পরার মতো = আটপৌরে
আমৃত্যু যুদ্ধ করে যে = সংশপ্তক
আড়ম্বরের সঙ্গে বর্তমান = সাড়ম্বর
আহবান করা হয়েছে ডাকে = আহূত
আকাশে গমন করে যা = বিহগ, বিহঙ্গ
ইহার তুল্য বা সদৃশ = ঈদৃশ
ইন্দ্রকে জয় করেছে যে = ইন্দ্রজিৎ
ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি = জিতেন্দ্রিয়
ঈষৎ রক্তবর্ণ = আরক্ত
ঈষৎ আমিষ গন্ধবিশিষ্ট = আঁষটে
উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি
উভয় হাত যার সমান চলে = সব্যসাচী
ঊর্ণা নাভিতে যার = ঊর্ণনাভ
Post a Comment (0)
Previous Post Next Post