G

এক কথায় প্রকাশ - (পর্ব-৬)

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
এক কথায় প্রকাশ
(পর্ব-৬)
এক কথায় প্রকাশ-(পর্ব-৬) বাংলা ব্যাকরণ লেকচার শীট
ঋণ শোধে অসমর্থ যে = দেউলিয়া
এক মতের ভাব = ঐকমত্য
এক যুগের সারা, অন্য যুগের শুরু = যুগসন্ধি
একবার সন্তান প্রসব করেন যিনি = কাকবন্ধ্যা
এক দিনের পথ = মঞ্জিল
একা একা কথা বলা = স্বগতোক্তি
ক্ষমা পাওয়ার যোগ্য = ক্ষমার্হ
ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, বেগম = পঞ্চভূত
খাজনা আদায় করে যে = খাজাঞ্চি
গোপন করতে ইচ্ছুক = জুগুল্লু
গ্রীবা যার সুন্দর = সুগ্রীব
ঘোড়ার ডাক = হ্রেষা
ঘৃণার যোগ্য = ঘৃণ্য, ঘৃণাহ
চতুর্দিকে প্রচার = সম্প্রচার
চৌত্রিশ অক্ষরের স্তব = চৌতিশা
ছয় মাস অন্তর = ষান্মাসিক
রব শুনে এসেছেন যিনি = রবাহুত
জমির জরিপকারী সরকারি কর্মচারী = কানুনগো
জয়সূচক উৎসব = জয়ন্তী
জয়লাভ করার ইচ্ছা = জিগীষা
দার পরিগ্রহ করেননি যিনি = অকৃতদার
দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি = উপত্যকা
দুই সময়ের মিলনের মুহূর্ত = সন্ধিক্ষণ
দর্শন করতে ইচ্ছুক = দিদৃক্ষু
নূপুরের ধ্বনি = নিক্কণ
নাটকের পাত্রপাত্রী = কুশীলব
ন্যায় শাস্ত্র জানেন যিনি = নৈয়ায়িক
নিন্দা করার ইচ্ছা = জুগুপ্সা
নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত = অনাহুত
নতুন বিবাহিত স্ত্রী = নবোঢ়া
পঙক্তিতে বসার অযোগ্য = অপাঙক্তেয়
পরস্পরের মধ্যে প্রীতি = সম্প্রীতি
পাঁচশ বছর পূর্তির জন্য যে উৎসব = রজতজয়ন্তী
পঞ্চাশ বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান = সুবর্ণজয়ন্তী
প্রবেশ ইচ্ছুক = বিবিক্ষু
প্রবেশ করার ইচ্ছা = বিবিক্ষা
প্রতিবিধান করার ইচ্ছা = প্রতিবিধিৎসা
প্রতিবিধান করতে ইচ্ছুক = প্রতিবিধিৎসু
পাখির গান = কুজন
পাখির ডাক = কাকলি
পুজার উপকরণ = অর্ঘ্য
পূজা পাওয়ার যোগ্য = পূজাহ
পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব।
পূর্বে যা ঘটেনি = অভূতপূর্ব
পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা = দেদীপ্যমান
পূর্বে সুপ্ত পরে উত্থিত = সুপ্তোথিত
পুনঃ পুনঃ রোদন করে যে = রোরুদ্যমান
পেতে ইচ্ছে করছে যে বস্তু = ঈপ্সিত
পৃথিবী ও পার্থিব সবকিছুর জ্ঞান = ভূয়োদর্শন
প্রতিকার করার ইচ্ছা = প্রতিচিকীর্ষা
প্রতিকার করতে ইচ্ছুক = প্রতিচিকীর্ষ
বকের মতো কপট ধার্মিক = বকধার্মিক
বাইরে আদবকায়দায় দক্ষ অথচ ফাঁকিবাজ = লেফাফাদুরস্ত
বাস্তু হতে উৎখাত হয়েছে যে = উদ্বাস্তু
বিভিন্ন দিক জয় করেছেন যিনি = দিগ্বিজয়ী
বীণার শব্দ = ঝঙ্কার, নিক্কণ
বৃক্ষাদির নতুন কচি শাখা বা পাতা = কিশলয়
বহু গৃহ হতে ভিক্ষা সংগ্রাহক = মাধুকরী
বিচার করে কাজ করে না যে = অবিমৃষ্যকারী
বিশ্ববাসীর জন্য হিত/বিশ্বজনের নিমিত্ত হিত = বিশ্বজনীন
ভাতের অভাব = হা ভাত
ভাতের অভাব আছে যার = হা ভাতে
ভবিষ্যতে যা ঘটবে = ভবিতব্য
ভক্ষণের ইচ্ছা = বুভুক্ষা
ভক্ষণের ইচ্ছুক = বুভুক্ষ
মনে জন্মে যা = মনোজ
মাছের মতো অক্ষি যার = মীনাক্ষী
মুক্তি পেতে ইচ্ছুক = মুমুক্ষু, মুক্তিকামী
যা অধিক উষ্ণ বা অধিক শীতল নয় = নাতিশীতোষ্ণ
যা গতিশীল = জঙ্গম
যা দীর্ঘকাল ধরে চলে আসছে = চিরন্তন
যা ছয় মাস অন্তর হয় = ষান্মাসিক
যা পুনঃ পুনঃ জ্বলছে = জাজ্বল্যমান
যা বপন করা হয়েছে = উপ্ত
যা বহুকাল ধরে প্রচলিত = সনাতন
যা সহজে লঙ্ঘন করা যায় না = দুর্লঙ্ঘ্য
যা সকলের কল্যাণের জন্য রচিত = সর্বজনীন
যার স্বামী বিদেশে থাকে = প্রোষিতভূকা
যার দাড়ি জন্মায়নি = অজাতশত্রু
যার কুলশীল জানা যায়নি = অজ্ঞাতকুলশীল
যার শত্রু জন্মায়নি = অজাতশত্রু
যার পিঠ বেঁকে গিয়েছে = নূজ
যার স্পৃহা দূর হয়েছে = বীতস্পৃহ
যার কোনো কিছু চাওয়ার নেই = অকিঞ্চন
যারা মূর্তি পূজা করে = পৌত্তলিক
যিনি বাক্যে অতি দক্ষ = বাচস্পতি
যিনি বাঘের চামড়া পরিধান করেন = কৃত্তিবাস
যিনি বিদ্যা লাভ করেছেন = কৃতবিদ্যা।
যুদ্ধ হতে পলায়ন করে না যে সৈন্য = সংশপ্তক
যে নারী সূর্যকে দেখেনি = অসূর্যস্পশ্যা
যে নারীর (বিধবা) পুনরায় বিয়ে হয়েছে = পুনর্ভূ
যে নারীর হাসি শুচি = শুচিস্মিতা
যে হাতে কলমে কাজ করে দক্ষতা লাভ করেছে = করিতক
যে স্ত্রীর বশীভূত = স্ত্রৈণ
যা লাফিয়ে চলে = প্লবগ
যার উপস্থিত বুদ্ধি আছে = প্রত্যুৎপন্নমতি
যে অপরের পৃষ্ঠপোষতা করে = পৃষ্ঠপোষক
লিখিত খসড়া = পান্ডুলিপি
শুনার ইচ্ছা = শুশ্রুষা
শুনতে ইচ্ছুক = শুধু
ষাট বছর পূর্তির অনুষ্ঠান = হীরকজয়ন্তী
স্পৃহা দূর হয়েছে যার = বীতস্পৃহ
হস্তী, অশ্ব, রথ ও পদাতিকের সমাহার = চতুরঙ্গ
হত্যা করার ইচ্ছা = জিঘাংসা
হরিণের চামড়া = অজিন
হাতের চতুর্থ অঙুলি = অনামিকা
হাতির বাসস্থান = পিলখানা

No comments:

Post a Comment