SSC বাংলা ১ম পত্র সৃজনশীল (Srijonshil) প্রশ্ন মডেল টেস্ট-২ pdf download

বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বান্দরবান
মডেল টেস্ট 
এসএসসি পরীক্ষা 
বাংলা ১ম পত্র 
সৃজনশীল প্রশ্ন pdf download
বিষয় কোড: ১০১ 

সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট                        পূর্ণমান: ৭০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। গদ্য অংশ থেকে ন্যূনতম ২টি, কবিতা অংশ থেকে ন্যূনতম ২টি, উপন্যাস অংশ থেকে ন্যূনতম ১টি ও নাটক অংশ থেকে ন্যূনতম ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নোত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়]

ক অংশ - গদ্য
১. বার বছরের কিশোরী রাহেলা গৃহকর্মী হিসেবে চৌধুরী বাড়িতে তিন বছর ধরে কাজ করছে। সে ভোর থেকে রাত পর্যন্ত বাসার কাজ করে। কিন্তু তাকে ঠিকমতো খেতে দেয় না। বাড়ির সবাই তার সাথে দুর্ব্যবহার করে এবং মারধর করে। গৃহকর্মী খুনতির ছ্যাঁকা দিয়ে তার শরীর ক্ষত-বিক্ষত করে দিয়েছে।
ক. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী? ১
খ. “কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন?”- কথাটি মমতাদি কেন বলেছিলেন? ২
গ. উদ্দীপক এবং ‘মমতাদি’ গল্পের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর। ৩
ঘ. গৃহকর্মীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? উদ্দীপক ও ‘মমতাদি’ গল্পের আলোকে বিশ্লেষণ কর। ৪

২. রাখালের রুগ্ণ শরীর। সে কামাল সাহেবের বাসায় কাজ করে। রাখাল সবসময়ই তার পরামর্শ নিয়ে খাবারের আয়োজন করে। কামাল সাহেব পরিমিত খাবার খান। ওখানে খাবার নিয়ে কোনো বাড়াবাড়ি নেই।
ক. ‘হরফেন-মৌলা’ অর্থ কী? ১
খ. “অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।”- উক্তিটি ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক ও ‘প্রবাস বন্ধু’ রচনার বৈসাদৃশ্যপূর্ণ যে দিক ফুটে উঠেছে তা বর্ণনা কর। ৩
ঘ. “উদ্দীপকের কামাল সাহেব কি ‘প্রবাস বন্ধু’ রচনার লেখকের প্রতিনিধিত্ব করে?”- বিশ্লেষণ কর। ৪

৩. দক্ষিণ আফ্রিকার বিশ্বনন্দিত নেতা নেলসন মেন্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃ ত্ব দিয়েছেন। তিনি দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন। মানুষের গায়ের রং সাদা ও কালো হলেও সবার রক্ত লাল এ উপলব্ধি
মানুষে-মানুষে বৈষম্য, নিপীড়ন ও অমর্যাদার অবসান ঘটাতে যুগে-যুগে মানুষকে উদ্বুদ্ধ করেছে। নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার যে নতুন যুগের সৃষ্টি করেছেন তা চিরস্মরণীয়।
ক. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ কোন প্রবন্ধ গ্রন্থের রচনা? ১
খ. ‘বোধন বাঁশি’ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। ২
গ. “উদ্দীপকে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের আংশিক দিক প্রতিফলিত হয়েছে।” ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের নেলসন মেন্ডেলা ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কার প্রতিনিধিত্ব করে? ৪
 
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

৪. আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গ্রন্থাগার রয়েছে। এছাড়াও সেকায়েপ প্রকল্পের আওতায় ‘পাঠাভ্যাস উনড়বয়ন কর্মসূচি’ চালু রয়েছে। এতে শিক্ষার্থীদের বইপড়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকগণ সচেতন হলে শিক্ষার্থীদের বইপড়ায় আরও বেশি মনোযোগী করা যাবে।
ক. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী? ১
খ. লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছে কেন? ২
গ. উদ্দীপকে ‘বই পড়া’ প্রবন্ধের যেদিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে ও ‘বই পড়া’ প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ৪

খ অংশ - কবিতা
৫. অনেক অভিভাবকই তাদের সন্তানদের মাতৃভাষা বাংলা চর্চার আগে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে ব্যস্ত হয়ে ওঠেন। আমাদের অফিস-আদালতে এখনও বাংলা ভাষার প্রচলন পুরোপুরি হয়নি। রাস্তায় যে
বিজ্ঞাপন দেখি তার অধিকাংশই ইংরেজিতে লেখা। কখনও কখনও প্রচার মাধ্যমেও দেখা যায় বাংলা ভাষার উচ্চারণ বিকৃতি। আমরা অনেকেই ভিনড়ব ভাষার গানে মজে যাই। অথচ এ ভাষার মর্যাদা রক্ষার
জন্য মানুষকে প্রাণ দিতে হয়েছে।
ক. কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে? ১
খ. ‘দেশী ভাষা উপদেশ মনে হিত অতি’- কথাটি দ্বারা কী বুঝানো হয়েছে? ২
গ. ‘উদ্দীপকে কবি আবদুল হাকিমের প্রত্যাশা ধ্বনিত হয়েছে।’- উক্তিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. “উদ্দীপক ও ‘বঙ্গবাণী’ কবিতার মূল সুর অভিনড়ব।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর। ৪

৬. বাদশা বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহি তাঁর চোখে-
পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর!
চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার!
ক. ‘পল্লিজননী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ১
খ. উত্তর দিতে দুঃখিনী মায়ের জ্বালা দ্বিগুণ বেড়ে যায় কেন? বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপক ও ‘পল্লিজননী’ কবিতার সাদৃশ্যপূ র্ণ দিকটির বর্ণনা কর। ৩
ঘ. ‘উদ্দীপকে পল্লিজননীর আকুতি সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি।’- উক্তিটির যৌক্তিকতা তুলে ধর। ৪

৭. পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে  জ্বলন্ত 
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।
ক. ‘সাহসী জননী বাংলা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ১
খ. বাঙালিকে ‘অনিবার্য জাতি’ বলা হয় কেন? ২
গ. “উদ্দীপকে ‘সাহসী জননী বাংলা’ কবিতার একটি দিক ফুটে উঠেছে।”- উক্তিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. “উদ্দীপক ‘সাহসী জননী বাংলা’ কবিতার চেতনা ধারণ করেছে।”- উক্তিটির যৌক্তিকতা বিচার কর। ৪

গ অংশ - উপন্যাস
৮. রাশেদ সপ্তম শ্রেণির ছাত্র। সে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের কাছে গোলা-বারুদ সরবারহ করেছে। সে পাক সেনা ও রাজাকারদের তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে।
রাজাকাররা তাকে হত্যার পূর্বে “পাকিস্তান জিন্দাবাদ” বলার হুকুম করলেও সে বলেছে ‘জয় বাংলা’।
ক. আধুনিক বাংলা উপন্যাসের জনক কে? ১
খ. বুধা ফজু মিয়ার পা ধরে সালাম করেছিল কেন? ২
গ. উদ্দীপক ও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর। ৩
ঘ. “উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের একটি খন্ডচিত্র।”- উক্তিটির যথার্থতা বিচার কর। ৪

৯. হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ তাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে প্রেরণা যুগিয়েছে। তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি পাক বাহিনীর বিরুদ্ধে অনেক অপারেশন পরিচালনা করেন।
ক. বুধা হাবিব ভাইয়ের কাছে কী জানতে চেয়েছিল? ১
খ. ‘কিন্তু আমরা তিনজন নই, একজন’- কথাটি বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকের হামিদ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূ র্ণ? ব্যাখ্যা কর। ৩
ঘ. “উদ্দীপকে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের ব্যাপকতা প্রতিফলিত হয়নি।”- উক্তিটি বিশ্লেষণ কর। ৪

ঘ অংশ - নাটক
১০. স্কুল ছাত্রী তাসফিয়া বাব-মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে চলে যায়। নিখোঁজ হওয়ার পরের দিন তার মৃতদেহ পাওয়া যায় পতেঙ্গা সমুদ্র সৈকতে। পুলিশ তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে।
ক. বহিপীরের বাড়ি কোথায়? ১
খ. হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিল কেন? ২
গ. উদ্দীপক ও ‘বহিপীর’ নাটকের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর। ৩
ঘ. “উদ্দীপকে ‘বহিপীর’ নাটকের মূলভাব প্রতিফলিত হয়নি।”- উক্তিটি বিশ্লেষণ কর। ৪

১১. রহমান একজন শিল্পপতি। তিনি ব্যাংক থেকে ত্রিশ কোটি টাকা ঋণ নিয়ে আর পরিশোধ করেন নি। তাই তার বিরুদ্ধে মামলা চলছে। এদিকে তার ব্যবসার অবস্থাও ভালো নয়। মামলায় হেরে গেলে তিনি যে
আর্থিক দায়ে পড়বেন তাতে তিনি নিঃস্ব হয়ে যাবেন। এ দুশ্চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
ক. জমিদার হাতেম আলির বাল্যবন্ধুর নাম কী? ১
খ. বহিপীরকে ‘বহিপীর’ বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের ‘রহমান’ ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূ র্ণ? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকটি ‘বহিপীর’ নাটকের সামগ্রিক চিত্রকে ধারণ করেনি।- উক্তিটির যথার্থতা বিচার কর। ৪

এসএসসি বাংলা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর। একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর। SSC Bangla 1st Paper Srijonshil Question Answer.

1 Comments

  1. সত্যিই অসাধারণ হয়ছে



    আমাদের দুইটি সাইটে আপনি,
    Comment BackLink করতে চাইলে
    করতে পারেন !
    আমার সাইটের নাম

    www.webangali.com


    www.bd-express.top

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post