G

SSC রসায়ন (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০১ pdf download

৯ম-১০ম শ্রেণির গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
রসায়ন
প্রথম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

Class 9-10 Chemistry MCQ Guide. SSC Chemistry MCQ Question-Answer. Chemistry mcq question and answer class 9-10. ssc exam preparation chemistry mcq question and answer.
SSC Chemistry
MCQ
Question and Answer pdf download

👨‍ পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি 👩‍🔬
🔬 রসায়ন :
প্রকৃতিতে বিদ্যমান বস্তুসমূহের বিভিন্ন ধর্মকে কাজে লাগিয়ে মানবজাতি ও পরিবেশের কল্যাণসাধনে নিয়োজিত যে বিজ্ঞান তার নামই হলো রসায়ন। রসায়ন প্রাচীন ও প্রধান বিজ্ঞানগুলোর মধ্যে অন্যতম।

🔬 আল-কেমি :
প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা ‘আল-কেমি’ নামে পরিচিত। আল-কেমি শব্দটি আরবি ‘আল-কিমিয়া’ থেকে উদ্ভূত, যা দিয়ে মিশরীয় সভ্যতাকে বোঝানো হতো। প্রাচীন মিশরীয় সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল।

🔬 রসায়নের ক্ষেত্রসমূহ :
রসায়নের বিস্তৃতি ব্যাপক। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকল কর্মকাণ্ডে রয়েছে রসায়ন। আমাদের নিঃশ্বাসে গৃহীত বায়ু, পানি, খাবার, পরিধেয় বস্ত্র, গৃহস্থালি ও শিক্ষা সরঞ্জাম, কৃষি, যোগাযোগ, গাছে ফল পাকা, লোহায় মরিচা ধরা, আগুন জ্বালানো সবকিছুতেই রসায়ন এবং রাসায়নিক প্রক্রিয়া বা জীব রাসায়নিক প্রক্রিয়া জড়িত।

🔬 রসায়ন ও জীববিজ্ঞানের সম্পর্ক :
জীববিজ্ঞানে আলোচিত সালোকসংশ্লেষণ, জীবের জন্ম ও বৃদ্ধি প্রভৃতি জীব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সাধিত হয়। আবার, জীবের দেহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন : প্রোটিন, চর্বি, ক্যালসিয়ামের যৌগ, DNA, RNA প্রভৃতির সাথে রসায়ন জড়িত। সুতরাং, জীববিজ্ঞান ও রসায়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত।

🔬 রসায়ন ও পদার্থবিজ্ঞানের সম্পর্ক :
বিদ্যুৎ, চুম্বক, কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রনিক্সের তত্ত্ব, উৎপাদন ও ব্যবহারের আলোচনা পদার্থ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। বিভিন্ন রাসায়নিক দ্রব্যের গুণাবলির সমন্বয় ঘটিয়ে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমেই পদার্থবিজ্ঞানের এসব বস্তু ও শক্তির উৎপাদন ও ব্যবহার সম্ভব হয়েছে। রসায়নের বিভিন্ন পরীক্ষণ যন্ত্রনির্ভর। এসব যন্ত্রের মূলনীতি বা পরীক্ষণ পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। তাই, রসায়নচর্চার মাধ্যমেই পদার্থবিজ্ঞানের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব।

🔬 রসায়নের সাথে গণিতের সম্পর্ক :
রসায়নে হিসাব-নিকাশ, সূত্র প্রদান ও গাণিতিক সম্পর্ক সবই গণিত। কোয়ান্টাম ম্যাকানিকস, যা মূলত গাণিতিক হিসাব-নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করে।

🔬 রসায়নের সাথে ভূগর্ভস্থ ও পরিবেশ বিজ্ঞানের সম্পর্ক :
উদ্ভিদ ও প্রাণীর দেহ পচনের পর ভূগর্ভের তাপ ও চাপের প্রভাবে তাদের রাসায়নিক পরিবর্তন হয়। ফলে এরা পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। আবার বায়ুমণ্ডলের ওজোনস্তরের ক্ষয়কারী গ্যাসসমূহের শনাক্তকরণ ও প্রতিকার সম্পর্কে জানতে রাসায়নিক পদ্ধতির বিকল্প নেই।

🔬 রসায়নের অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া :
মানবসভ্যতার বিকাশে রাসায়নিক দ্রব্য ও রাসায়নিক প্রক্রিয়ার আবিষ্কারের জন্য প্রয়োজন অনুসন্ধান ও গবেষণা। গবেষণার মাধ্যমে নতুন নতুন রাসায়নিক দ্রব্যের উৎস, গঠন, ধর্ম ও রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করে মানব কল্যাণে প্রয়োগ করা যায়। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ৭টি ধাপ রয়েছে।

🔬 রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা :
অনেক রাসায়নিক পদার্থই স্বাস্থ্য ও পরিবেশের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মারাত্মক ক্ষতি করে থাকে। অনেক দ্রব্য আছে যারা অতি সহজেই বিস্ফোরিত হতে পারে, বিষাক্ত, দাহ্য, স্বাস্থ্য সংবেদনশীল এবং ক্যান্সার সৃষ্টিকারী। এসব দিক বিবেচনায় নিয়ে একটি সর্বজনীন নিয়ম চালুর বিষয়কে সামনে রেখে 1992 সালে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। রাসায়নিক দ্রব্য কোথায়, কীভাবে সংরক্ষণ করলে রাসায়নিক দ্রব্যের মান ঠিক থাকে ও অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়ানো যায় তা এ সম্মেলনে আলোচিত হয়।

৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড
বোর্ড বইয়ের অনুশীলনীর
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1. প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়?
✅ প্রিজারভেটিভস
[খ] ভিনেগার
[গ] ইথিলিন
[ঘ] অ্যাসিটিলিন

2. নিচের কোনটি অজৈব যৌগ?
✅ পানি
[খ] শ্বেতসার
[গ] আমিষ
[ঘ] চর্বি

নিচের অনুচ্ছেদ পড়ে 3 ও 4নং প্রশ্নের উত্তর দাও :
রাজু পরীক্ষণের জন্য বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে, কাজের পরিকল্পনা করলো এবং সম্ভাব্য ফলাফল অনুমান করে মানবজীবনে তার গবেষণাকর্মের প্রভাব সম্পর্কে জ্ঞান আহরণ করলো। গবেষণার এক পর্যায়ে তার কোয়ান্টাম মেকানিকস সম্বন্ধে জানার প্রয়োজন হলো।

3. রাজুর পরীক্ষণের সর্বাপেক্ষা কম নির্ভরযোগ্য ধাপ কোনটি? (অনুধাবন)
✅ জার্নাল পড়া
[খ] উপাত্ত সংগ্রহ
[গ] বৈজ্ঞানিক পরীক্ষণ
[ঘ] গাণিতিক হিসাব

4. কোয়ান্টাম মেকানিকসের ব্যবহার রয়েছে - (উচ্চতর দক্ষতা)
i. গাণিতিক হিসাব-নিকাশে
ii. রসায়নের পরীক্ষণের মূলনীতি প্রণয়নে
iii. পরমাণুর গঠন ব্যাখ্যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

5. ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি?
✅ ক্লোরিন
[খ] নাইট্রোজেন
[গ] পেট্রোলিয়াম
[ঘ] আয়োডিন

6. ট্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোক রশ্মি বুঝায়?
[ক] উপকারী
[খ] কম ক্ষতিকর
✅ অতিরিক্ত ক্ষতিকর
[ঘ] বেশি উপকারী

7. নিচের সাংকেতিক চি‎হ্নটি কী প্রকাশ করে?
[ক] বিস্ফোরিত বোমা
[খ] বিপদজনক
✅ তেজস্ক্রিয় রশ্মি
[ঘ] আগুনের শিখা

8. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
✅ বিষয়বস্তু নির্ধারণ
[খ] পরিকল্পনা প্রণয়ন
[গ] সম্যক জ্ঞান অর্জন
[ঘ] ফলাফল সম্পর্কে আগাম ধারণা

9. কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়?
✅ ন্যাপথালিন
[খ] চুনাপাথর
[গ] চিনি
[ঘ] বরফ

10. ফলমূল ও সবজি থেকে রাসায়নিক দ্রব্যাদি দূরীকরণে- (উচ্চতর দক্ষতা)
i. ভালোভাবে ধুতে হবে
ii. সঠিকভাবে ফুটাতে হবে
iii. ত্বক ভালোভাবে অপসারণ করতে হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

11. নিচের কোন পদার্থটি উর্ধ্বপাতন ঘটে?
✅ আয়োডিন
[খ] ব্রোমিন
[গ] ক্লোরিন
[ঘ] ফ্লোরিন

12. ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রঙ করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল?
[ক] 200 বছর
[খ] 500 বছর
[গ] 2000 বছর
✅ 5000 বছর

13. মোম কোন ধরনের পদার্থ?
[ক] হাইড্রোকার্বন
✅কার্বোহাইড্রেট
[গ] উদ্বায়ী
[ঘ] মৌলিক

14. স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনটি?
✅ CO
[খ] CO₂
[গ] SO₂
[ঘ] NH₃

15. লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত?
[ক] সালফেট
[খ] হাইড্রোক্সাইড
[গ] কার্বনেট
✅ আর্দ্র অক্সাইড

16. নিচের কোন কারখানার পার্শ্ববর্তী এলাকার পানির pH বৃদ্ধি পেতে পারে?
[ক] ভিনেগার
[খ] সোডিয়াম ক্লোরাইড
✅ ডিটারজেন্ট
[ঘ] সালফিউরিক এসিড

17. স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কোন গ্যাস উৎপন্ন হয়?
[ক] CO
✅ CO₂
[গ] SO₂
[ঘ] SO₃

1. 1 রসায়ন পরিচিতি
🔬 জেনে রাখ :
🧪 ভারতবর্ষে প্রায় 5000 বছর পূর্বেই কাপড়কে আর্কষণীয় করে তুলতে রঙের ব্যবহার শুরু হয়েছিল।
🧪 খ্রি. পূর্ব 2600 বছর পূর্বে মিশরীয়রা স্বর্ণ আহরণ করে।
🧪 প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা ‘আল-কেমি’ (Alchemy) নামে পরিচিত।
🧪 আল-কেমি শব্দটি আরবি ‘আল-কিমিয়া’ থেকে উদ্ভূত, যা দিয়ে মিশরীয় সভ্যতাকে বুঝানো হতো।
🧪 কার্বন যৌগের দহন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া।এর ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয়বাষ্প ও তাপের উৎপাদন হয়।
🧪 আম পেকে হলুদ বর্ণ ধারণ করা একটি জীবরাসায়নিক প্রক্রিয়া।
🧪 মরিচা হলো লোহার অক্সাইড যা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

18. জীবনের জন্য বিজ্ঞান বলা হয় কাকে? (জ্ঞান)
[ক] গণিত
[খ] ভূগোল
[গ] জীববিজ্ঞান
✅ রসায়ন

19. মরিচার সংকেত কোনটি? (অনুধাবন)
[ক] Fe₂O₃
[খ] Fe₃O₄
✅ Fe₂O₃. nH₂O
[ঘ] Fe₂O₃. 3H₂O

20. ভারতবর্ষে কাপড়কে আকর্ষণীয় করে তুলতে রঙের ব্যবহার কখন শুরু হয়েছিল? (জ্ঞান)
[ক] প্রায় 2000 বছর পূর্বে
✅ প্রায় 5000 বছর পূর্বে
[গ] প্রায় 6000 বছর পূর্বে
[ঘ] প্রায় 7000 বছর পূর্বে

21. মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিষ্টপূর্ব কত বছর আগে? (জ্ঞান)
[ক] 2300
[খ] 2400
[গ] 2500
✅ 2600

22. মিশরীয়রা প্রকৃতি থেকে কী আহরণ করত? (জ্ঞান)
[ক] রৌপ্য
[খ] সিসা
✅ স্বর্ণ
[ঘ] লৌহ

23. ‘আল-কেমি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (জ্ঞান)
[ক] ইংরেজি
✅ আরবি
[গ] গ্রিক
[ঘ] ল্যাটিন

24. সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত কোন ধাতব খনিজটি অভিজাত ও মূল্যবান হিসেবে সমাদৃত হয়ে আসছে? (জ্ঞান)
[ক] হীরা
[খ] রৌপ্য
[গ] ক্যাডমিয়াম
✅ স্বর্ণ

25. মরিচা প্রকৃতপক্ষে কী? (অনুধাবন)
[ক] লোহার হাইড্রক্সাইড
✅ লোহার অক্সাইড
[গ] মোমের আস্তরণ
[ঘ] কার্বন ও হাইড্রোজেনের যৌগ

26. রসায়নের আলোচনার সাথে অমিল প্রকাশ করে কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] বৃদ্ধি
[খ] রূপান্তর
✅ জনন
[ঘ] উৎপাদন

27. পুরাতন সভ্যতায় খনিজ থেকে মূল্যবান ধাতু আহরণে কী ব্যবহৃত হতো? (অনুধাবন)
✅ রসায়ন প্রযুক্তি
[খ] শিল্প প্রযুক্তি
[গ] জৈব প্রযুক্তি
[ঘ] লৌহ প্রযুক্তি

28. মরিচা কী? (অনুধাবন)
✅ লোহা, অক্সিজেন ও জলীয়বাষ্প সৃষ্ট যৌগ
[খ] লোহা, নাইট্রোজেন ও অক্সিজেন সমন্বিত যৌগ
[গ] লোহা ও অক্সিজেন সমন্বিত যৌগ
[ঘ] লোহা ও পানির সমন্বিত যৌগ

29. লোহায় মরিচা ধরা মূলত কী? (অনুধাবন)
[ক] এক ধরনের মিশ্রণ
[খ] ভৌত পরিবর্তন
✅ রাসায়নিক পরিবর্তন
[ঘ] জৈবিক পরিবর্তন

30. লোহায় মরিচা ধরতে কোনটির ভূমিকা নেই? (অনুধাবন)
[ক] লোহা
[খ] অক্সিজেন
[গ] জলীয়বাষ্প
✅ নিষ্ক্রিয় গ্যাস

31. মোম + O₂ → A +H₂O + তাপ + আলো; বিক্রিয়াটিতে উৎপন্ন A যৌগ কোনটি? (প্রয়োগ)
[ক] CH₄
✅ CO₂
[গ] CO
[ঘ] C₆H₁₂O₆

32. কোনটি কার্বনঘটিত যৌগ? (অনুধাবন)
[ক] চুনাপাথর
✅ কেরোসিন
[গ] লবণ
[ঘ] চুন

33. মোম মূলত কী? (অনুধাবন)
[ক] কার্বন ও লোহার যৌগ
✅ কার্বন ও হাইড্রোজেনের যৌগ
[গ] কার্বন ও অক্সিজেনের যৌগ
[ঘ] কার্বন ও জলীয় বাষ্পের যৌগ

34. আগুন জ্বালানোর অর্থ কী? (অনুধাবন)
✅ কার্বন যৌগের দহন
[খ] নাইট্রোজেন যৌগের দহন
[গ] লৌহ যৌগের দহন
[ঘ] ফসফরাস যৌগের দহন

35. ‘আল-কেমি’ শব্দটি দিয়ে প্রাচীন ও মধ্যযুগে কী বোঝানো হতো? (জ্ঞান)
✅ মিশরীয় সভ্যতা
[খ] রসায়ন চর্চা
[গ] স্বর্ণ আহরণ
[ঘ] রাসায়নিক বিশ্লেষণ

36. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? (জ্ঞান)
[ক] অক্সিজেন
✅ মিথেন
[গ] কার্বন ডাইঅক্সাইড
[ঘ] নাইট্রোজেন

37. বাড়িতে প্রাকৃতিক গ্যাস পোড়ানোর সময় কী উৎপন্ন হয়? (প্রয়োগ)
[ক] CaO ও H₂O
[খ] MgO ও তাপ
✅ CO₂, H₂O ও তাপ
[ঘ] NO₂ ও তাপ

38. কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সূর্যের আলো
[খ] শর্করার সেলুলোজে রূপান্তর
✅ জীবরাসায়নিক প্রক্রিয়া
[ঘ] জটিল রাসায়নিক প্রক্রিয়া

39. কাঠ, কেরোসিন বা মোমে আগুন জ্বালালে কী উৎপন্ন হয়? (অনুধাবন)
✅ CO₂, H₂O ও তাপ
[খ] H₂O, তাপ ও আলো
[গ] O₂, H₂O ও আলো
[ঘ] C, N₂ ও তাপ

40. আমের বর্ণ হলুদে রূপান্তর-এ পরিবর্তনের মধ্যে কোনটির উপস্থিতি লক্ষণীয়? (অনুধাবন)
[ক] গণিত
[খ] পদার্থবিজ্ঞান
[গ] ভূতত্ত্ববিজ্ঞান
✅ রসায়ন

41. রান্নার মাধ্যমে খাবারের স্বাদের ভিন্নতা আনয়নের প্রক্রিয়া কোন বিজ্ঞানের আলোচিত বিষয়? (প্রয়োগ)
কপদার্থবিজ্ঞান
[খ] গার্হস্থ্যবিজ্ঞান
✅রসায়ন
[ঘ] খাদ্যবিজ্ঞান

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

42. কাঁচা ফলের বর্ণ হলুদে রূপান্তর বলতে বোঝায়- (প্রয়োগ)
i. এসিডের শর্করায় রূপান্তর
ii. জীব রাসায়নিক প্রক্রিয়া সংঘটন
iii. হলুদ বর্ণধারী নতুন যৌগের সৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

43. মোম জ্বালালে উৎপন্ন হয়- (উচ্চতর দক্ষতা)
i. কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও জলীয়বাষ্প
ii. আলো ও তাপ
iii. শব্দ ও স্ফুলিঙ্গ

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

44. রসায়নের উপস্থিতি লক্ষ করা যায়- (অনুধাবন)
i. আম পেকে হলুদ বর্ণ ধারণ
ii. লোহায় মরিচা ধরা
iii. মোমে আগুন জ্বালানো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের চিত্র দেখ এবং 45 ও 46 নং প্রশ্নের উত্তর দাও :
চিত্র-1 : রসায়নাগার চিত্র-2 : শিল্পকারখানা

45. ১নং চিত্রটি কোন সময়ের? (প্রয়োগ)
[ক] আদি যুগের
✅ প্রাচীন যুগের
[গ] আধুনিক যুগের
[ঘ] বর্তমান যুগের

46. ২নং চিত্রটি - (অনুধাবন)
i. আধুনিককালের
ii. ব্যবহারে ঝুঁকি নেই
iii. রাসায়নিক দ্রব্যাদি উৎপাদিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের অনুচ্ছেদটি পড়ে 47 ও 48 নং প্রশ্নের উত্তর দাও :
লোহা জাতীয় পদার্থ উন্মুক্ত স্থানে ফেলে রাখলে রাসায়নিক বিক্রিয়ায় এর ওপর লালচে বর্ণের আস্তরণ পড়ে। এই আস্তরণের সাধারণ নাম মরিচা।

47. এই লালচে বর্ণের আস্তরণ পড়া কোন ধরনের পরিবর্তন? (অনুধাবন)
✅ রাসায়নিক পরিবর্তন
[খ] ভৌত পরিবর্তন
[গ] জৈবিক পরিবর্তন
[ঘ] সাময়িক পরিবর্তন

48. উক্ত পরিবর্তনটি ঘটে- (প্রয়োগ)
i. জলীয় বাষ্পের উপস্থিতিতে
ii. নতুন যৌগের সৃষ্টির মাধ্যমে
iii. কার্বন যৌগ দহনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

1. 2 রসায়নের পরিধি
🔬 জেনে রাখ :
🧪 বিশুদ্ধ পানি হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। খাবারের পানিতে অন্যান্য খনিজ লবণও থাকে।
🧪 শ্বেতসার, আমিষ, চর্বি সবই জৈব যৌগ এবং বিভিন্ন খনিজ পদার্থ।
🧪 উদ্ভিদ (সালোকসংশ্লেষণ) ও প্রাণী বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন ও সঞ্চয় করে।
🧪 রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যৌগ থেকে তৈরি কৃত্রিম তন্তু বা প্রাকৃতিক তন্তু-এর সাথে রঞ্জকের সমন্বয়ে টেক্সটাইল-ফেব্রিকস শিল্পে পোশাক তৈরি করা হয়।
🧪 সার-অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস এবং বিভিন্ন রাসায়নিক যৌগের সমন্বয়ে তৈরি।
🧪 রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে আকরিক থেকে ধাতব পদার্থ আহরিত হয়।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

49. রাসায়নিক সার উদ্ভিদের পুষ্টি কোথায় প্রদান করে? (জ্ঞান)
[ক] বাতাসে
[খ] পাতায়
✅ মাটিতে
[ঘ] পানিতে

50. আকরিক থেকে কী আহরিত হয়? (জ্ঞান)
✅ ধাতব পদার্থ
[খ] অধাতব পদার্থ
[গ] রাসায়নিক পদার্থ
[ঘ] জৈব পদার্থ

51. রসায়নের চর্চা বলতে কী বোঝায়? (অনুধাবন)
✅ সময়ের সাথে ক্রমবর্ধমান
[খ] অতীত ও ভবিষ্যতের সেতুবন্ধন
[গ] প্রাচীন ও বর্তমান সভ্যতার যোগসূত্র
[ঘ] সময়ের সাথে পরিবর্তনশীল

52. রসায়ন সর্বদা কোন কাজে নিয়োজিত? (অনুধাবন)
[ক] ভবিষ্যত নির্মাণে
✅ মানুষের সেবায়
[গ] প্রযুক্তি বিকাশে
[ঘ] ব্যবহার্য জিনিস আবিষ্কারে

53. নিঃশ্বাসে গৃহীত বায়ুর কোন উপাদানটি আমাদের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ অক্সিজেন
[খ] নাইট্রোজেন
[গ] কার্বন ডাইঅক্সাইড
[ঘ] আর্গন

54. রাসায়নিক সারের প্রধান কাজ কী? (অনুধাবন)
✅ উদ্ভিদ দেহের পুষ্টিসাধন
[খ] জমির উর্বরতা বৃদ্ধি
[গ] উদ্ভিদ দেহে শক্তির যোগান
[ঘ] উদ্ভিদের রোগজীবাণু বিনষ্টকরণ

55. রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো কী কী? (জ্ঞান)
[ক] অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন
[খ] অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন
✅ কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও ফসফরাস
[ঘ] কার্বন, ফসফরাস, সালফার ও অক্সিজেন

56. উদ্ভিদে খাদ্য সঞ্চিত হয় কোন প্রক্রিয়ায়? (জ্ঞান)
✅ সালোকসংশ্লেষণ
[খ] শ্বসন
[গ] অভিস্রবণ
[ঘ] ব্যাপন

57. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাদ্য উৎপাদন করে? (জ্ঞান)
[ক] শ্বসন
[খ] প্রস্বেদন
✅ সালোকসংশ্লেষণ
[ঘ] অভিস্রবণ

58. শ্বেতসার, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের উপাদান কোন ধরনের যৌগ? (জ্ঞান)
[ক] খনিজ পদার্থ
[খ] অজৈব যৌগ
✅ জৈব যৌগ
[ঘ] রাসায়নিক পদার্থ

59. খাবার খেলে আমাদের শরীরে কোন প্রক্রিয়া ঘটে? (জ্ঞান)
[ক] জৈবিক
[খ] রাসায়নিক
[গ] ভৌত
✅ বিপাক

60. পানীয়জলের উপাদানগুলো কী কী? (অনুধাবন)
[ক] হাইড্রোজেন ও কার্বন
[খ] হাইড্রোজেন ও নাইট্রোজেন
✅ হাইড্রোজেন, অক্সিজেন ও খনিজ লবণ
[ঘ] অক্সিজেন, নাইট্রোজেন ও খনিজ লবণ

61. পেট্রোলিয়ামের দহন কোন ধরনের প্রক্রিয়া? (অনুধাবন)
✅ রাসায়নিক
[খ] জৈবিক
[গ] ভৌত
[ঘ] অস্থায়ী

62. কোন প্রক্রিয়ায় উদ্ভিদ শ্বেতসার উৎপন্ন করে? (অনুধাবন)
[ক] জারণ
[খ] বিশ্লেষণ
✅ সালোকসংশ্লেষণ
[ঘ] ক্লোরোফিল সংশ্লেষণ

63. তন্তুর সাথে রঞ্জকের সমন্বয়ে কী তৈরি করা হয়? (প্রয়োগ)
[ক] সুতা
✅ পোশাক
[গ] রং
[ঘ] পিগমেন্ট

64. বিভিন্ন যৌগ ও তন্তুর সমন্বয়ে নিচের কোনটি তৈরি করা যায়? (অনুধাবন)
[ক] সাবান ও ডিটারজেন্ট
[খ] প্লাস্টিক ও রাবার
[গ] জৈব ও অজৈব সার
✅ শার্ট ও প্যান্ট

65. রাসায়নিক সারের উপাদানের সাথে অমিল প্রকাশ করে কোনটি? (অনুধাবন)
[ক] কার্বন
[খ] নাইট্রোজেন
✅ নিকেল
[ঘ] ফসফরাস

66. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমগ্র প্রাণিকুলের খাদ্যের যোগানদাতা- (জ্ঞান)
✅ উদ্ভিদ
[খ] সূর্য
[গ] বস্তুতন্ত্র
[ঘ] প্রাণিকুল

67. কোনটি সময়ের সাথে ক্রমবর্ধমান? (জ্ঞান)
[ক] রসায়নের পরিধি
✅ রসায়নের চর্চা
[গ] রসায়নের নীতি
[ঘ] রসায়নের তত্ত্ব

68. প্রশ্বাসে গৃহীত বায়ুর প্রধান উপাদান কোনটি? (জ্ঞান)
✅ অক্সিজেন
[খ] নাইট্রোজেন
[গ] সালফার
[ঘ] কার্বন

69. কোন পানি শুধুমাত্র হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত? (অনুধাবন)
✅ বিশুদ্ধ পানি
[খ] অবিশুদ্ধ পানি
[গ] খাবার পানি
[ঘ] দূষিত পানি

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

70. মোটরসাইকেল চলার শক্তি অর্জন করে- (উচ্চতর দক্ষতা)
i. পেট্রোলিয়াম দহনের মাধ্যমে
ii. বিভিন্ন ধাতুর ক্রিয়ার মাধ্যমে
iii. বাতাসের অক্সিজেন থেকে

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii

71. শিল্প-কারখানায় বিভিন্ন পদার্থের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়- (প্রয়োগ)
i. কাগজ, কলম ও পেন্সিল
ii. ব্রাশ, চিরুনি ও পেস্ট
iii. সুতা, বস্ত্র ও পোশাক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

72. পানির উৎস হলো- (অনুধাবন)
i. নদীনালা ও খালবিল
ii. বৃষ্টি ও ঝরনা
iii. ভূগর্ভ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

73. টেক্সটাইল ফেব্রিকস শিল্পে পোশাক তৈরি করা হয়- (প্রয়োগ)
i. কৃত্রিম বা প্রাকৃতিক তন্তু থেকে
ii. বিভিন্ন রঞ্জক সামগ্রীর সাহায্যে
iii. কার্বনঘটিত বিভিন্ন যৌগ নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

74. ধাতব পদার্থ আহরিত হয়- (অনুধাবন)
i. আকরিক থেকে
ii. রাসায়নিক পদ্ধতিতে
iii. বিপাক প্রক্রিয়ায়

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

75. সারের উপাদান- (অনুধাবন)
i. জৈব যৌগ ও তন্তু
ii. অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন
iii. বিভিন্ন রাসায়নিক যৌগ

নিচের কোনটি সঠিক?
[ক] ii
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং 76 ও 77নং প্রশ্নের উত্তর দাও :
মানুষের চাহিদা যেমন : অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা যোগানে বিজ্ঞানের একটি শাখা সার্বক্ষণিকভাবে নিয়োজিত।

76. বিজ্ঞানের উক্ত শাখাটিকে কী বলা হয়? (অনুধাবন)
✅ জীবনের জন্য বিজ্ঞান
[খ] তথ্যপ্রযুক্তির জন্য বিজ্ঞান
[গ] চাহিদার জন্য বিজ্ঞান
[ঘ] উন্নয়নের জন্য বিজ্ঞান

77. বিজ্ঞানের এই শাখার বিস্তৃতি- (উচ্চতর দক্ষতা)
i. জন্মের সময় থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত
ii. পদার্থের পরিবর্তন সংক্রান্ত যাবতীয় বিষয়াদি
iii. কার্বনঘটিত সকল জৈব যৌগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 নিচের অনুচ্ছেদটি পড়ে 78 ও 79 নং প্রশ্নের উত্তর দাও :
নবম শ্রেণির রাতুল তার মাকে জানাল, শ্বেতসার, আমিষ, চর্বি ইত্যাদির সমন্বয়ে সুষম খাবার তৈরি হয়।

78. উদ্দীপকে প্রদত্ত খাদ্য উপাদানগুলোকে কী বলা হয়? (প্রয়োগ)
✅ জৈব যৌগ
[খ] অজৈব যৌগ
[গ] বিপাকীয় পদার্থ
[ঘ] খনিজ পদার্থ

79. প্রদত্ত খাবার খেলে আমাদের শরীরে- (উচ্চতর দক্ষতা)
i. বিপাক প্রক্রিয়া ঘটে
ii. শক্তি উৎপন্ন হয়
iii. বৃদ্ধি ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

1. 3 রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
🧪 উদ্ভিদ ‘সালোকসংশ্লেষণ’ (photosynthesis) নামক জীe-রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে আমাদের খাদ্য সঞ্চয় করে।
🧪 জীবের দেহ বিভিন্ন জটিল অণু যেমন-প্রোটিন, চর্বি, ক্যালসিয়ামের যৌগ, ডিএনএ (DNA) প্রভৃতি দ্বারা গঠিত।
🧪 তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে উৎপাদিত তাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং তা ধাতব তারের (যেমন-তামা) ইলেকট্রন প্রবাহের মাধ্যমে সরবরাহ করা হয়।
🧪 গণিত ব্যতীত রসায়ন বিজ্ঞানের তত্ত্ব প্রদান করা বা তত্ত্বীয় জ্ঞানার্জন অসম্ভব। রসায়নে হিসাব-নিকাশ, সূত্র প্রদান ও গাণিতিক সম্পর্ক সবই গণিত।
🧪 রসায়নের বিভিন্ন পরীক্ষণ যন্ত্র-নির্ভর। এসব যন্ত্রের মূলনীতি বা পরীক্ষণ মূলনীতি পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

80. বিজ্ঞানের কোন শাখায় কম্পিউটার নিয়ে আলোচিত হয়? (জ্ঞান)
[ক] রসায়ন
✅ পদার্থ
[গ] জীব
[ঘ] উদ্ভিদ

81. কোন ধাতুটি সাধারণত বৈদ্যুতিক তারে ব্যবহার করা হয়? (অনুধাবন)
[ক] Zn
[খ] Pt
✅ Cu
[ঘ] Ag

82. রসায়নের হিসাব-নিকাশের সূত্র প্রদান করে কোনটি? (অনুধাবন)
[ক] পদার্থবিজ্ঞান
[খ] জীববিজ্ঞান
[গ] কম্পিউটারবিজ্ঞান
✅ গণিত

83. সমগ্র প্রাণিকুলের খাদ্যের যোগানদাতা হিসেবে কোনটি বিবেচিত হয়? (জ্ঞান)
✅ উদ্ভিদ
[খ] মৎস্য
[গ] প্রকৃতি
[ঘ] পানি

84. প্রকৃতির কোন খনিজ উপাদানটি ইতোমধ্যেই কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরিতে মজুদের চেয়ে বেশি ব্যবহৃত হয়েছে? (জ্ঞান)
[ক] রুপা
[খ] লোহা
✅ তামা
[ঘ] কার্বন

85. কোন ধাতু ইলেকট্রন প্রবাহের জন্য ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] লোহা
[খ] দস্তা
✅ তামা
[ঘ] কোবাল্ট

86. উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর এদের দেহাবশেষে ভাঙন হয় কীভাবে? (অনুধাবন)
[ক] অক্সিজেনের উপস্থিতিতে
[খ] বিপাক প্রক্রিয়ায়
[গ] রাসায়নিক প্রক্রিয়ায়
✅ অণুজীব প্রক্রিয়ায়

87. কোয়ান্টাম মেকানিকসের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায়? (অনুধাবন)
[ক] অণুর গঠন
✅ পরমাণুর গঠন
[গ] পরমাণুর ধর্ম
[ঘ] ইলেকট্রনের ধর্ম

88. কম্পিউটার ও ইলেকট্রনীয় সামগ্রীর কাঠামো প্রস্তুতিতে ব্যবহার হয় কোনটি? (অনুধাবন)
[ক] পলিমার বস্তু
✅ তামা
[গ] স্টেইনলেস স্টিল
[ঘ] সিলিকন

89. ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসসমূহ চিহ্নিতকরণ কোন বিজ্ঞানের বিষয়বস্তু? (জ্ঞান)
[ক] পদার্থবিজ্ঞান
✅ বায়ুমন্ডলীয় বিজ্ঞান
[গ] জীববিজ্ঞান
[ঘ] পরিবেশ বিজ্ঞান

90. ধাতব বা অধাতব পদার্থ ব্যবহারের পর পুনরুদ্ধার দ্বারা পুনর্ব্যবহার করার প্রক্রিয়া বিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? (অনুধাবন)
[ক] পদার্থবিজ্ঞানে
[খ] জীববিজ্ঞানে
✅ রসায়নবিজ্ঞানে
[ঘ] কম্পিউটার বিজ্ঞানে

91. প্রোটিন, চর্বি, ক্যালসিয়াম যৌগ, DNA প্রভৃতি দ্বারা কী গঠিত হয়? (প্রয়োগ)
✅ জীবদেহ
[খ] কম্পিউটারের gm্তিষ্ক
[গ] প্রাণশক্তি
[ঘ] জড়বস্তু

92. রসায়নের বিভিন্ন পরীক্ষণ যন্ত্রনির্ভর। এসব যন্ত্রের মূলনীতি বিজ্ঞানের কোন শাখার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? (প্রয়োগ)
[ক] গণিত
✅ পদার্থবিজ্ঞান
[গ] জীববিজ্ঞান
[ঘ] পরিবেশবিজ্ঞান

93. কম্পিউটার ও ইলেকট্রনিক্স-এর ক্ষুদ্রাংশ তৈরিতে কী কাজে লাগানো হয়? (উচ্চতর দক্ষতা)
✅ পদার্থের রাসায়নিক ধর্ম
[খ] পদার্থের ভৌত ধর্ম
[গ] পদার্থের ধাতব ধর্ম
[ঘ] পদার্থের অধাতব ধর্ম

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

SSC রসায়ন (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০১

94. উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর দেহাবশেষে ভাঙন হয়- (উচ্চতর দক্ষতা)
i. নানা অণুজীব প্রক্রিয়ায়
ii. ভূগর্ভের তাপ ও চাপের প্রভাবে
iii. পচনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

95. জীবদেহের অণু গঠিত হয়- (অনুধাবন)
i. প্রোটিন ও চর্বি দ্বারা
ii. ক্যালসিয়ামের যৌগ ও DNA দ্বারা
iii. অণুজীবের বংশ বৃদ্ধি দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

96. বায়ুমণ্ডলীয় বিজ্ঞানে আলোচ্য বিষয়- (অনুধাবন)
i. ওজোনস্তর
ii. ওজোনস্তর ক্ষয়কারী গ্যাস
iii. অণুজীব প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

97. ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেলে- (উচ্চতর দক্ষতা)
i. পরিবেশের ক্ষতি করে
ii. তামা পুনরুদ্ধার ও পুর্নব্যবহার জরুরি
iii. মাটির সাথে মিশে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] ii ও iii

98. বিদ্যুৎ উৎপাদনের জন্য অপরিহার্য কাঁচামাল তেল, গ্যাস ও কয়লার দহন প্রক্রিয়ায়- (অনুধাবন)
i. তাপ উৎপন্ন হয়
ii. শক্তি অপচয় হয়
iii. রাসায়নিক বিক্রিয়া ঘটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

99. রসায়ন ও জীববিজ্ঞানের পারস্পরিক সম্পর্কের প্রকাশ- (উচ্চতর দক্ষতা)
i. উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়া
ii. জীবের জন্ম ও বৃদ্ধি
iii. উদ্ভিদ ও প্রাণীর বিপাক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

🔬 নিচের অনুচ্ছেদটি পড় এবং 100 ও 10১নং প্রশ্নের উত্তর দাও :
রসায়নের অনেক বিষয়ের ব্যাখ্যা প্রদান অন্য বিজ্ঞানের সাহায্য নিয়ে করা হয়।

100. রসায়নের বিষয়বস্তুর ব্যাখ্যা প্রদানে হিসাব-নিকাশে কোন বিজ্ঞানের সাহায্য নেওয়া হয়? (প্রয়োগ)
[ক] জীববিজ্ঞান
[খ] পদার্থবিজ্ঞান
✅ গণিত
[ঘ] পরিবেশবিজ্ঞান

101. ক সারির সাথে খ সারির মিল কর : (উচ্চতর দক্ষতা)
ক খ
1. প্রোটিন, চর্বি, DNA, RNA আলোচনায় রসায়নের সাহায্য নিতে হয় i. জীববিজ্ঞান
2. রসায়নের বিভিন্ন পরীক্ষণের মূলনীতি যে বিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ii. পদার্থবিজ্ঞান
3. ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসসমূহ চিহ্নিতকরণে রসায়নকে সাহায্য নিতে হয় iii. বায়ুমণ্ডলীয়বিজ্ঞান
4. কোয়ান্টাম ম্যাকানিকসের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যায় রসায়নকে সাহায্য নিতে হয় iv. গণিত

নিচের কোনটি সঠিক?
✅ 1 - (i) ; 2 - (ii), 3 - (iii), 4 - (iv)
[খ] 1 - (ii), 2 - (iv), 3 - (i), 4 - (iii)
[গ] 1 - (ii), 2 - (iii), 3 - (iv), 4 - (i)
[ঘ] 1 - (iv), 2 - (iii), 3 - (ii), 4 - (i)

1. 4 রসায়ন পাঠের গুরুত্ব
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
🧪 মানুষের মৌলিক চাহিদা যেমন-অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার উপকরণ জোগানে রসায়ন সার্বক্ষণিকভাবে নিয়োজিত।
🧪 আমরা যা খাচ্ছি, যেমন-ভাত, ডাল, তেল, চিনি, লবণ এবং যা ব্যবহার করছি যেমন-সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, পাউডার, ঔষধপত্র ইত্যাদি সবই রাসায়নিক পদার্থ।
🧪 কৃষিকাজে কীটনাশক ব্যবহারের মাধ্যমে শস্যহানি থেকে পোকামাকড়ের কার্যক্রম প্রতিরোধ করা, মশা তাড়াবার জন্য কয়েল বা অ্যারোসল (aerosol) ব্যবহার, সাবান, ডিটারজেন্ট (detergents), শ্যাম্পু (shampoo) ইত্যাদি পরিষ্কার করার কাজে ব্যবহার, শরীর-স্বাস্থ্যরক্ষায় ঔষধ, অ্যান্টিবায়োটিক (antibiotics), ভিটামিন (vitamins) সেবন, সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন প্রাকৃতিক সামগ্রী যেমন-কাঁচা হলুদ, মেহেদি এবং কৃত্রিম কসমেটিকস্ (cosmetics) ও রঙ ব্যবহার আমাদের রসায়নের প্রতি নির্ভরতার প্রমাণ।
🧪 খাদ্য সংরক্ষণে অধিকমাত্রায় নিষিদ্ধ ও খাবারের অনুপযোগী প্রিজারভেটিভস ব্যবহার মানুষের বিভিন্ন রোগব্যাধি এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
🧪 অতি স্বল্প পরিমাণ বায়ুর উপস্থিতিতে কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কার্বন মনোক্সাইড নামক গ্যাস তৈরি হতে পারে।
🧪 অতিরিক্ত সার, কীটনাশক, সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু প্রভৃতি মাটিকে এবং নদী-নালা ও খাল-বিলের পানিকে দূষিত করে।
🧪 মশার কয়েল বা অ্যারোসলের ধোঁয়া, কৃত্রিম কসমেটিকস্, রং ও ভেষজ ঔষধ রক্তের মাধ্যমে আমাদের শরীরের ভিতরের বিভিন্ন অংশে পৌঁছে যাচ্ছে।
🧪 ভালো ফলাফলের জন্য রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

102. কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে? (উচ্চতর দক্ষতা)
[ক] জমির উর্বরতা বৃদ্ধির জন্য
[খ] ফসলের পুষ্টির জন্য
✅ পোকার কার্যক্রম প্রতিরোধের জন্য
[ঘ] আগাছা নির্মূলের জন্য

103. কাঠ পোড়ালে নিচের কোনটি পাওয়া যায়? (অনুধাবন)
[ক] বালিকণা
✅ কার্বন কণা
[গ] মাটি কণা
[ঘ] জৈব কণা

104. নিচের কোন গ্যাসটি বায়ুর সাথে মিশে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করছে? (অনুধাবন)
[ক] কার্বন মনোক্সাইড
✅ কার্বন ডাইঅক্সাইড
[গ] কার্বন কণা
[ঘ] অ্যারোসল

105. রসায়ন সার্বক্ষণিকভাবে কোন কাজে নিয়োজিত? (অনুধাবন )
✅ মানুষের মৌলিক চাহিদা পূরণে
[খ] মানুষের স্বাস্থ্যরক্ষার কাজে
[গ] মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে
[ঘ] মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে

106. খাদ্যদ্রব্যকে বেশি সময় ধরে সংরক্ষণের জন্য কী ব্যবহৃত হয়? (জ্ঞান)
[ক] ফরমালিন
✅ প্রিজারভেটিভস
[গ] অ্যান্টিবায়োটিক
[ঘ] পেস্টিসাইডস

107. কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদি পোড়ালে কী গ্যাস উৎপন্ন হয়? (প্রয়োগ)
[ক] অক্সিজেন
[খ] ওজোন
✅ কার্বন ডাইঅক্সাইড
[ঘ] নাইট্রোজেন

108. রান্নার পাতিলে যে কালি জমে তা কী? (প্রয়োগ)
✅ কার্বন কণা
[খ] কোক
[গ] ভুসা কয়লা
[ঘ] পিট কয়লা

109. সঠিক উক্তি কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] রাসায়নিক পদার্থ মানেই ক্ষতিকারক
✅ রাসায়নিক পদার্থ মানেই ক্ষতিকারক নয়
[গ] রাসায়নিক পদার্থ মানেই বিষাক্ত পদার্থ
[ঘ] রাসায়নিক পদার্থ মানেই দাহ্য পদার্থ

110. শস্যহানি প্রতিরোধে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] ওষুধপত্র
[খ] জীবাণুনাশক
[গ] আগাছানাশক
✅ কীটনাশক

111. মানুষের কোন চাহিদা পূরণে রসায়ন সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে? (অনুধাবন)
✅ মৌলিক চাহিদা
[খ] জৈবিক চাহিদা
[গ] মানসিক চাহিদা
[ঘ] দৈহিক চাহিদা

112. কোনটি পরিষ্কারক সামগ্রীর সাথে ভিন্নতা প্রকাশ করে? (অনুধাবন)
[ক] সাবান
[খ] ডিটারজেন্ট
✅ K্রিম
[ঘ] শ্যাম্পু

113. স্বাস্থ্যরক্ষা ও সৌন্দর্যবর্ধনে নিচের কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
[ক] ইউক্যালিপটাস
✅ কাঁচা হলুদ
[গ] রসুন
[ঘ] নিমপাতা

114. খাবারকে আকর্ষণীয় করে তুলতে কী ব্যবহার করা হয়? (অনুধাবন)
[ক] জৈব এসিড
[খ] ক্ষারক
[গ] লবণ
✅ কৃত্রিম রঙ

115. নিচের কোন গ্যাসটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? (অনুধাবন)
[ক] কার্বন ডাইঅক্সাইড
[খ] অক্সিজেন
✅ কার্বন মনোঅক্সাইড
[ঘ] হিলিয়াম

116. কোনটির অতিরিক্ত ব্যবহার নদীনালা ও খালবিলের পানিকে দূষিত করছে? (অনুধাবন)
✅ সাবান ও ডিটারজেন্ট
[খ] সুতা ও কাপড়
[গ] কাঠ ও কয়লা
[ঘ] কৃত্রিম রঙ

117. বায়ু দূষণ ঘটে কীভাবে? (অনুধাবন)
[ক] সাবান ও ডিটারজেন্ট ব্যবহারে
[খ] খাবারে রঙ ব্যবহারে
✅ প্রাকৃতিক গ্যাসের দহনে
[ঘ] রাসায়নিক সার ব্যবহারে

118. প্রিজারভেটিভসের কাজ কোনটি? (অনুধাবন)
[ক] খাদ্যবস্তুর স্বাদ বাড়ানো
[খ] খাদ্যবস্তুকে আকর্ষণীয় করা
✅ খাদ্যবস্তু সংরক্ষণ করা
[ঘ] খাদ্যবস্তুকে নিরাপদ রাখা

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

119. প্রিজারভেটিভের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে- (উচ্চতর দক্ষতা)
i. পরিমাণমতো ব্যবহার করতে হবে
ii. ফুটিয়ে যথাসম্ভব ত্যাগ করতে হবে
iii. ব্যবহার করা যাবে না

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

120. প্রিজারভেটিভস ব্যবহার করা হয়- (অনুধাবন)
i. প্রক্রিয়াজাত খাবার সংরক্ষণে
ii. ভেজাল খাদ্যকে খাবারের উপযোগী করতে
iii. খাবারকে আকর্ষণীয় ও দীর্ঘস্থায়ী করতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের অনুচ্ছেদ পড়ে 121 ও 12২নং প্রশ্নের উত্তর দাও :
রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার জরুরি আর তা রসায়ন সম্পর্কে জ্ঞান অর্জনই নিশ্চিত করতে পারে।

121. রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরি, কেননা এতে- (প্রয়োগ)
i. ক্ষতিকারক দিক ও ঝুঁকি এড়ানো যায়
ii. পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা যায়
iii. ব্যবহৃত পদার্থ থেকে সর্বোচ্চ সুবিধা লাভ করা যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

122. রসায়নের জ্ঞান অর্জন দরকার - (উচ্চতর দক্ষতা)
i. রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার সম্পর্কে যথার্থ ধারণা লাভের জন্য
ii. সমাজ ও পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার জন্য
iii. স্বাস্থ্য সচেতন হয়ে বেড়ে ওঠার জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

1. 5 রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
🧪 কোনো বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা অনুসন্ধানের রূপ নেয় এবং অনুসন্ধান থেকেই গবেষণার জন্ম।
🧪 অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ হলো- বিষয়বস্তু নির্ধারণ বা সমস্যা চিহ্নিত করা।
🧪 বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ, পরীক্ষণের রাসায়নিক ও অন্যান্য উপকরণ সংগ্রহ, পরীক্ষণের ফলে প্রাপ্ত তথ্য-উপাত্ত (data) সংগ্রহ, বিশ্লেষণ (analysis) ও ব্যাখ্যা (explanation) প্রদান এবং ফলাফল গ্রহণও অনুসন্ধান কাজের সাথে সংশ্লিষ্ট।
🧪 ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা গেলে কাজের পরিকল্পনা প্রণয়নে সুবিধা হয়।
🧪 অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে করা হয় এবং একটি ধাপ অপরটির সম্পূরক।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

123. ফলের মধ্যে কোনটি থাকে? (অনুধাবন)
[ক] সার
✅ এসিড
[গ] লবণ
[ঘ] ক্ষার

124. অনুসন্ধান ও গবেষণা কার্যক্রমের দ্বিতীয় ধাপ কোনটি? (জ্ঞান)
[ক] কাজের পরিকল্পনা গ্রহণ
[খ] পরীক্ষণ কার্যক্রমের প্রস্তুতি
✅ বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন
[ঘ] ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ

125. পরীক্ষণ পদ্ধতির শেষ ধাপ কী? (অনুধাবন)
[ক] সিদ্ধান্ত গ্রহণ
[খ] উপাত্ত বিশ্লেষণ
[গ] আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ
✅ ফলাফল প্রকাশ

126. গবেষণায় প্রত্যাশিত ফলাফল সম্পর্কে আগাম ধারণা লাভের প্রয়োজনীয়তা কী? (অনুধাবন)
✅ কাজের পরিকল্পনা প্রণয়নে সুবিধা হয়
[খ] গবেষণার অনুক্রম নির্ধারণ
[গ] পরীক্ষণের জন্য রাসায়নিক পদার্থ সংগ্রহকরণ
[ঘ] পরীক্ষণ প্রক্রিয়া সহজ হয়

127. অনুসন্ধান ও গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করা হয় কী উদ্দেশ্যে? (অনুধাবন)
✅ মানব সমাজের কল্যাণ
[খ] অর্থ উপার্জন
[গ] শিক্ষাগত ডিগ্রি অর্জন
[ঘ] গবেষকের পদোন্নতি

128. পৃথিবীর কোন সম্পদ আগামী একশ বছরে ফুরিয়ে যাবে? (অনুধাবন)
[ক] সুপেয় পানি
✅ খনিজ জ্বালানি
[গ] বনজ সম্পদ
[ঘ] প্রাকৃতিক সম্পদ

129. অনুসন্ধান কাজের প্রথম শর্ত কী? (অনুধাবন)
[ক] গবেষণার আগাম ধারণাকরণ
[খ] কাজের পরিকল্পনা করা
✅ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা
[ঘ] বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জন করা

130. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ায় একটি কাজের পরিকল্পনা প্রণয়ন সহজ হয়ে ওঠে কিসের দ্বারা? (অনুধাবন)
[ক] বৈজ্ঞানিক অনুসন্ধান
[খ] তথ্য উপাত্ত বিশ্লেষণ
[গ] পর্যাপ্ত ফলাফল গ্রহণ
✅ বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন

131. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ায় বিষয়বস্তু নির্ধারণ করা হয় কী চিন্তা করে? (অনুধাবন)
[ক] বৈজ্ঞানিক তথ্য জানার লক্ষ্যে
[খ] মানুষের ব্যবহারিক কাজকে সামনে রেখে
✅ সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে
[ঘ] জ্ঞান ও বিজ্ঞান বিকাশ লাভ করার লক্ষ্যে

132. বই পড়ে জানলে পানির অভাবে চারাগাছ মারা যায়। তোমার এই তথ্য জানাকে কী বলা হয়? (উচ্চতর দক্ষতা)
[ক] উপাত্ত বিশ্লেষণ
[খ] পরীক্ষণের পরিকল্পনা
[গ] সমস্যা নির্ধারণ
✅ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ

133. তুমি সাইট্রিক এসিডযুক্ত ফল পর্যবেক্ষণ করতে গিয়ে জানতে পারলে লেবু, কমলা ইত্যাদি ফলে এই এসিড বিদ্যমান। এ তথ্য কিসের ধারণা দেবে? (উচ্চতর দক্ষতা)
[ক] পরীক্ষণের পরিকল্পনা গ্রহণে
✅ অনুমিত সিদ্ধান্ত গঠনে
[গ] সমস্যা নির্ধারণে
[ঘ] তথ্য বিশ্লেষণে

134. সাইট্রিক এসিড শনাক্তকরণের লক্ষ্যে ন্যূনতম কী কী পরীক্ষা করবে তা বিবেচনায় নেওয়াকে কী বলে? (উচ্চতর দক্ষতা)
[ক] তথ্য উপাত্ত সংগ্রহ
[খ] তথ্য উপাত্ত বিশ্লেষণ
[গ] আগাম ধারণাকরণ
✅ পরিকল্পনা প্রণয়ন

135. কিসের অনুসন্ধান গবেষণার একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়? (অনুধাবন)
[ক] কয়লা
[খ] প্রাকৃতিক গ্যাস
[গ] পেট্রোলিয়াম
✅ বিকল্প জ্বালানি

136. রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া অনেক ক্ষেত্রে কোনটির উপর নির্ভরশীল? (জ্ঞান)
[ক] যুক্তিতর্ক
✅ পরীক্ষণ
[গ] তত্ত্বজ্ঞান
[ঘ] যান্ত্রিক বিশ্লেষণ

137. কোনো বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা কোনটিতে রূপ নেয়? (অনুধাবন)
[ক] কৌতুহল
✅ অনুসন্ধান
[গ] বিষয়বস্তু নির্ধারণ
[ঘ] গবেষণা

138. পানির প্রাকৃতিক উৎস নয় কোনটি? (জ্ঞান)
[ক] সাগর
[খ] ঝরনা
✅ পানির ট্যাঙ্ক
[ঘ] বৃষ্টিপাত

139. বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন গবেষণা প্রক্রিয়ার কততম ধাপ? (জ্ঞান)
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

140. কোনো বিষয় সম্বন্ধে জ্ঞানার্জন ও দক্ষতা আবশ্যক কেন? (প্রয়োগ)
[ক] পরিকল্পনা প্রণয়নের জন্য
[খ] অনুসন্ধানের বিষয়বস্তু নির্ধারণে জন্য
✅ অনাকাক্সিক্ষত পরিস্থিতি সমাল দেওয়ার জন্য
[ঘ] গবেষণায় কাক্সিক্ষত ফল অর্জনের জন্য

141. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার সর্বজনগ্রহণযোগ্য পদ্ধতি কোনটি? (অনুধাবন)
[ক] কাজের পরিকল্পনা প্রণয়ন
✅ পরীক্ষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহ
[গ] বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন
[ঘ] ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

142. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া- (অনুধাবন)
i. একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে সম্পন্ন হয়
ii. একটি ধাপ অপরটির সম্পূরক
iii. প্রথম ধাপ হচ্ছে পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
গ ii ও iii
[ঘ] i, ii ও iii

143. সম্যক জ্ঞানার্জনের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. পরীক্ষার জন্য ব্যবহৃত পদার্থ সম্পর্কে ধারণা
ii. বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ
iii. অনাকাক্সিক্ষত পরিস্থিতির সামাল দেওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

144. পরীক্ষণের জন্য অনুসৃত নীতি হলো- (প্রয়োগ)
i. সর্বজন গ্রহণযোগ্য পদ্ধতি
ii. সবার কাছে বোধগম্য তথ্য উপাত্ত
iii. পরীক্ষণের ফলাফল সম্পর্কে আগাম ধারণা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের অনুচ্ছেদ পড় এবং 145 ও 146 নং প্রশ্নের উত্তর দাও :
বাবলু লক্ষ করে তাদের পরিবারের অনেকের হাতে এবং পায়ের তালুতে ফোসকার মতো ক্ষত সৃষ্টি হচ্ছে। তার ধারণা নলকূপের পানিই এজন্য দায়ী। সে নলকূপ থেকে পানি নিয়ে গবেষণাগারে পরীক্ষা করায়। পরীক্ষার ফলাফল একজন বিশেষজ্Tকে দেখালে তিনি জানালেন, নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা বেশি।

145. বাবলুর অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপটি কী ছিল? (অনুধাবন)
✅ হাত এবং পায়ের তালুতে ক্ষত সৃষ্টির সমস্যা নির্দিষ্টকরণ
[খ] নলকূপের পানি সংগ্রহ করে বিশ্লেষণের জন্য প্রেরণ
[গ] নলকূপের পানিই ক্ষত সৃষ্টির জন্য দায়ী চিহ্নিতকরণ
[ঘ] নলকূপের পানি গবেষণাগারে পরীক্ষার জন্য প্রেরণ

146. বাবলুর অনুসন্ধান ও গবেষণা কার্যক্রমের ক্ষেত্রে বলা যায়-
i. সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে বিভিন্ন ধাপে সম্পন্ন হয়েছে
ii. প্রত্যেকটি ধাপ একে অপরের সাথে সম্পর্কিত
iii. তৃতীয় ধাপ ছিল নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা নির্ধারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের প্রবাহ চিত্র দেখ এবং 147 ও 148 নং প্রশ্নের উত্তর দাও :
বিষয়বস্তু নির্ধারণ→ বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন → কাজের পরিকল্পনা প্রণয়ন→ ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ→ পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ → তথ্য উপাত্ত এর সংগঠন ও বিশ্লেষণ→ বিজ্ঞান ও মানব কল্যাণে প্রভাব।

147. প্রদত্ত ধাপগুলো কোন প্রক্রিয়ার? (অনুধাবন)
[ক] বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ
✅ অনুসন্ধান ও গবেষণা
[গ] বৈজ্ঞানিক আবিষ্কার
[ঘ] রাসায়নিক গণনা

148. উক্ত প্রক্রিয়ার অপরিহার্য বিষয়- (উচ্চতর দক্ষতা)
i. অনুমান
ii. গবেষণা
iii. বিজ্ঞানাগারে তথ্য প্রেরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

1. 6 রসায়নে অনুসন্ধানের সময়ে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা
🔬 পাঠ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি :
🧪 অনেক রাসায়নিক পদার্থই স্বাস্থ্য ও পরিবেশের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মারাত্মক ক্ষতি করে থাকে।
🧪 রাসায়নিক দ্রব্য সংগ্রহ এবং তা দিয়ে পরীক্ষণের পূর্বেই তার কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা জরুরি।
🧪 কোনো রাসায়নিক দ্রব্য সরবরাহ বা সংরক্ষণ করতে হলে তার পাত্রের গায়ে লেবেলের সাহায্যে শ্রেণিভেদ অনুযায়ী প্রয়োজনীয় সাংকেতিক চি‎হ্ন প্রদান করা অবশ্যই বাঞ্চনীয়।
🧪 বিস্ফোরিত বোমা চি‎হ্ন → বিস্ফোরক দ্রব্য; আগুনের শিখা চি‎হ্ন → দাহ্য পদার্থ; বৃত্তের উপর আগুনের শিখা চি‎হ্ন → জারক পদার্থ; বিপদজনক চিহ্ন → মারাত্মক বিষাক্ত পদার্থ; স্বাস্থ্য-ঝুঁকির সংকেত → শরীরের জন্য ক্ষতিকর পদার্থ; পরিবেশ চি‎হ্ন → পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ; তেজস্ক্রিয় রশ্মি চি‎হ্ন → অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি (শক্তি)।

🔬 সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

149. কোনটি জারক গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ ক্লোরিন গ্যাস
[খ] জৈব পারঅক্সাইড
[গ] অ্যারোসাল
[ঘ] পেট্রোলিয়াম

150. কোন সংকেতবিশিষ্ট পদার্থ অবশ্যই তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করতে হয়? (অনুধাবন)
[ক] আগুনের শিকা
✅ বিপদজ্জনক
[গ] বিস্ফোরিত বোমা
[ঘ] পরিবেশ

151. কোন চি‎‎হ্ন দ্বারা অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় শক্তিকে বোঝানো হয়? (প্রয়োগ)
[ক] স্বাস্থ্য ঝুঁকির সংকেত
[খ] বিপদজনক
✅ ট্রিফয়েল
[ঘ] আগুনের শিখা

152. ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝাবার জন্য কী নির্ধারণ করা হয়? (জ্ঞান)
[ক] রাসায়নিক দ্রব্য
[খ] সর্বজনীন নিয়ম
[গ] রসায়নের নীতি
✅ সার্বজনীন সাংকেতিক চি‎হ্ন

153. কোন সাংকেতিক চি‎হ্নবিশিষ্ট পাত্রের রাসায়নিক পদার্থটি একট মারাত্মক বিষাক্ত প্রকৃতির? (প্রয়োগ)
[ক] স্বাস্থ্য ঝুঁকির সংকেত
✅ বিপদজ্জনক
[গ] ট্রিফয়েল
[ঘ] বিস্ফোরিত বোমা

154. রাসায়নিক দ্রব্য নিয়ে পরীক্ষণের পূর্বে রাসায়নিক পদার্থের কোন বিষয়টি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা জরুরি? (জ্ঞান)
[ক] মূল্য
[খ] ভৌত ধর্ম
✅ কার্যকারিতা
[ঘ] সংযুতি

155. রাসায়নিক দ্রব্যের সংরক্ষণ ও ব্যবহারের একটি সার্বজনীন নিয়ম চালুর জন্য জাতিসংঘের উদ্যোগে কোন সম্মেলন অনুষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] রসায়ন ও অগ্রগতি
[খ] পরিবেশ ও রসায়ন
✅ পরিবেশ ও উন্নয়ন
[ঘ] রসায়ন ও প্রযুক্তি

156. তেজস্ক্রিয় রশ্মি চি‎হ্নটিকে কী বলা হয়? (জ্ঞান)
[ক] টেট্রাফয়েল
[খ] ডাইফয়েল
[গ] ট্রাইফয়েল
✅ ট্রিফয়েল

157. কোনো পাত্রের গায়ে বিপদজনক সাংকেতিক চি‎হ্ন বিশিষ্ট লেবেল দেখে কী বোঝা যাবে? (অনুধাবন)
[ক] দাহ্য পদার্থ
✅ মারাত্মক বিষাক্ত পদার্থ
[গ] জীবের জন্য সংবেদনশীল
[ঘ] পরিবেশ দূষণ ঘটায়

158. জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে কতটি প্রতিপাদ্য বিষয় চিহ্নিত করা হয়েছিল? (জ্ঞান)
[ক] 2টি
✅ 3টি
[গ] 4টি
[ঘ] 5টি

159. আগুনের শিখা সাংকেতিক চিহ্নের দ্বারা কী বোঝানো হয়? (অনুধাবন)
✅ সহজেই দাহ্য
[খ] জারক পদার্থ
[গ] গ্যাস বা তরল পদার্থ
[ঘ] পরিবেশের জন্য ক্ষতিকর

160. রাসায়নিক দ্রব্যের গায়ে কোন চি‎হ্ন থাকলে তা বিস্ফোরক দ্রব্য নির্দেশ করে? (অনুধাবন)
[ক] আগুনের শিখা
[খ] বিপদজনক
[গ] বৃত্তের উপর আগুনের শিখা
✅ বিস্ফোরিত বোমা

161. রাসায়নিক দ্রব্যের গায়ে সাংকেতিক চিহ্ন প্রদানের উদ্দেশ্য কী? (উচ্চতর দক্ষতা)
✅পদার্থের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা সম্পর্কে ধারণা করা
[খ] পদার্থের কার্যকারিতা সম্পর্কে জানা
[গ] পদার্থের আণবিক গঠন সম্পর্কে ধারণা করা
[ঘ] এটি একটি মূল্যবান পদার্থ তা বোঝা

165. আন্তর্জাতিক রশ্মি চি‎হ্নটি কত সালে প্রথম ব্যবহৃত হয়? (জ্ঞান)
✅ 1946
[খ] 1947
[গ] 1948
[ঘ] 1949

166. কোনো রাসায়নিক দ্রব্য সরবরাহ বা সংরক্ষণ করতে হলে তার পাত্রের গায়ে কী থাকা আবশ্যই বাঞ্চনীয়? (জ্ঞান)
[ক] ঝুঁকির মাত্রা
[খ] সাবধানতার উপায়
✅ সাংকেতিক চি‎হ্ন
[ঘ] উপকারিতা

168. কোনটি বিস্ফোরক দ্রব্য? (অনুধাবন)
✅ পার অক্সাইড
[খ] ক্লোরিন
[গ] টলুইন
[ঘ] পটাসিয়াম কার্বনেট

169. ল্যাবরেটরিতে নাক ও মুখের সুরক্ষার জন্য কী ব্যবহার করতে হয়? (জ্ঞান)
[ক] এপ্রোন
✅ মাস্ক
[গ] দস্তানা
[ঘ] নিরাপদ চশমা

170. স্বাস্থ্য ঝুঁকি আছে এমন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন না করলে কী রোগ সৃষ্টি হতে পারে? (প্রয়োগ)
[ক] যক্ষা
[খ] হাঁপানি
✅ ক্যান্সার
[ঘ] ডায়াবেটিকস

171. X একটি বিষাক্ত গ্যাস। এ গ্যাসের হাত থেকে চোখ রক্ষার জন্য ল্যাবরেটরিতে কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? (প্রয়োগ)
[ক] এপ্রোন পরিধান
✅ নিরাপদ চশমা ব্যবহার
[গ] মাস্ক ব্যবহার
[ঘ] দস্তানা ব্যবহার

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

172. বিস্ফোরক দ্রব্য- (উচ্চতর দক্ষতা)
i. নিজে নিজেই বিক্রিয়া করতে পারে
ii. সাবধানে নাড়াচাড়া করতে হবে
iii. অত্যন্ত দাহ্য পদার্থ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

173. PCl₅(𝑙) → PCl₃(𝑙) + Cl₂(g) বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি নিয়ে ল্যাবরেটরিতে কাজ করার সময় - (উচ্চতর দক্ষতা)
i. নিরাপদ চশমা ও মাস্ক ব্যবহার করা বাঞ্চনীয়
ii. ত্বকে লাগলে ক্ষত হতে পারে
iii. নিঃশ্বাসে গেলে শ্বাসকষ্ট হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

174. ল্যাবরেটরিতে As, Ag, Pb প্রভৃতি বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করার সময় প্রয়োজনীয় সাবধানতা- (অনুধাবন)
i. হাতে দস্তানা ও চোখে নিরাপদ চশমা ব্যবহার
ii. শরীরে প্রবেশ করতে পারে এমন অবস্থা এড়িয়ে চলা
iii. তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

175. ল্যাবরেটরিতে মাস্ক ব্যবহার করার কারণ- (অনুধাবন)
i. চোখ রক্ষা
ii. মুখের নিরাপত্তা
iii. নাকের নিরাপত্তা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের সাংকেতিক চি‎‎হ্নসমূহ লক্ষ কর এবং 176 ও 177নং প্রশ্নের উত্তর দাও :
A -
B
C
D

176. অ্যারোসল বা পেট্রোলিয়াম আছে এমন পাত্রে কোন চি‎হ্নটি ব্যবহার করা উচিত? (প্রয়োগ)
✅ A -
[খ] B
[গ] C
[ঘ] D

177. তুমি ল্যাবরেটরিতে সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করবে- (উচ্চতর দক্ষতা)
i. লেড যৌগের পাত্রে B চি‎হ্ন
ii. সালফিউরিক এসিডের পাত্রে C চি‎হ্ন
iii. ক্লোরিন গ্যাসের পাত্রে D চি‎হ্ন

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

🔬 নিচের সমীকরণটি লক্ষ কর এবং 178 ও 179নং প্রশ্নের উত্তর দাও :
A1 Cl₃(শুষ্ক) + 3H₂O → Al(OH)₃ + X;

178. X গ্যাসের প্রকৃতি কেমন? (অনুধাবন)
✅ বিপজ্জনক
[খ] আগুনের শিখা
[গ] পরিবেশ দূষণ করে
[ঘ] স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়

179. X গ্যাসটি- (প্রয়োগ)
i. জারক
ii. শ্বাসকষ্টের কারণ হতে পারে
iii. চোখের ক্ষতির কারণ হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i, ii ও iii

180. মোম কী?
[ক] কার্বোহাইড্রেট
[খ] অজৈব যৌগ
[গ] জ্বালানি
✅ জৈব যৌগ

181. প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয় কোন দেশে?
[ক] ভারতবর্ষ
[খ] চীন
[গ] ইংল্যান্ড
✅ মিশর

182. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
✅ আল-কেমি
[খ] আল-কেমিয়া
[গ] আল-ক্যামিষ্টি
[ঘ] আল-কিমিয়া

183. পেট্রোলিয়ামের দহনে কোনটি উৎপন্ন হয়?
✅ কার্বন ডাইঅক্সাইড, পানি ও শক্তি
[খ] পানি ও শক্তি
[গ] সালফার ডাইঅক্সাইড ও পানি
[ঘ] পানি, তাপ ও শক্তি

184. ‘আল-কেমি’ শব্দটি কোন সভ্যতা থেকে এসেছে?
[ক] পারস্য
[খ] সিন্ধু
[গ] আর্য
✅ মিশরীয়

185. আমাদের পরিবেশে ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের সাথে কোনটি কোনো না কোনো ভাবে সম্পৃক্ত?
[ক] পদার্থ
[খ] গণিত
[গ] জীববিজ্ঞান
✅ রসায়ন

186. আল-কিমিয়া দ্বারা কী বুঝায়?
[ক] ধর্মীয় বই
[খ] রসায়ন
✅ মিশরীয় সভ্যতা
[ঘ] জ্ঞান-বিজ্ঞান

187. কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
✅ সেলুলোজ
[খ] স্টার্চ
[গ] হাইড্রোকার্বন
[ঘ] হাইড্রোজেন

188. প্রাকৃতিক গ্যাসে আগুন জ্বালানো-এর সাথে কোনটির সম্পর্ক রয়েছে?
[ক] পদার্থ বিজ্ঞান
[খ] পরিবেশ বিজ্ঞান
✅ রসায়ন
[ঘ] ভূতত্ত্ব বিজ্ঞান

189. কাগজ তৈরির রাসায়নিক যৌগ গঠনে কোন মৌল আবশ্যক?
[ক] নাইট্রোজেন
[খ] সালফার
[গ] ফসফরাস
✅ কার্বন

190. আম পাকলে হলুদ হয় কেন?
[ক] হলুদ বর্ণধারী নতুন মৌল সৃষ্টি হয় বলে
✅ হলুদ বর্ণধারী নতুন যৌগ সৃষ্টি হয় বলে
[গ] আলোর হলুদ রঙের প্রতিসরন ঘটে বলে
[ঘ] আলোর হলুদ রঙের প্রতিফলন ঘটে বলে

191. কোনটি অজৈব যৌগ?
[ক] শ্বেতসার
[খ] প্রোটিন
[গ] চর্বি
✅ খাবার লবণ

192. কেরোসিনের প্রধান উপাদান কী?
[ক] ফসফরাস
[খ] সালফার
[গ] অক্সিজেন
✅ কার্বন

193. কাপড় তৈরির মূল উপাদান কোনটি?
[ক] সুতা
✅ তন্তু
[গ] রঙ
[ঘ] রেশম

194. সালোকসংশ্লেষণ মূলত কোন ধরনের প্রক্রিয়া?
[ক] অজৈব রাসায়নিক
✅ জৈব রাসায়নিক
[গ] কৃত্রিম প্রক্রিয়া
[ঘ] জৈবিক প্রক্রিয়া

195. বিদ্যুৎ, চুম্বক এবং বিভিন্ন ইলেকট্রনিক্সের তত্ত্ব কোন বিজ্ঞানের আওতাভুক্ত?
[ক] উদ্ভিদ
[খ] জীব
[গ] রসায়ন
✅ পদার্থ

196. বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরির ফলে কোন পদার্থটি নিঃশেষ হওয়ার সম্ভাবনা আছে?
[ক] লোহা
✅ তামা
[গ] অ্যালুমিনিয়াম
[ঘ] সিলিকন

197. ওজোন কোন ধরনের পদার্থ?
[ক] কঠিন পদার্থ
[খ] তরল পদার্থ
✅ গ্যাসীয় পদার্থ
[ঘ] পেট্রোলিয়াম

198. কোনটি ব্যতীত রসায়ন বিজ্ঞানের তত্ত্বীয় জ্ঞানার্জন অসম্ভব?
[ক] পদার্থবিজ্ঞান
✅ গণিত
[গ] জীববিজ্ঞান
[ঘ] কোয়ান্টাম ম্যাকানিক্স

199. রসায়নের হিসাব-নিকাশ ও গাণিতিক ব্যাখ্যা কোনটির বিষয়বস্তু?
✅ গণিত
[খ] পদার্থবিজ্ঞান
[গ] জীববিজ্ঞান
[ঘ] পরিবেশবিজ্ঞান

200. স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে কী পাওয়া যায়?
[ক] কার্বন ডাইঅক্সাইড
[খ] নাইট্রাস অক্সাইড
[গ] ক্লোরো ফ্লোরো কার্বন
✅ কার্বন মনোঅক্সাইড

201. কয়লা পোড়ালে কোনটি পাওয়া যায়?
[ক] বালি
[খ] মাটি
[গ] জৈব যৌগ
✅ কার্বন

202. নিচের কোনটি সবচেয়ে বেশি ক্ষতিকর?
✅ CO
[খ] CO₂
[গ] O₂
[ঘ] NH₃

203. কোনটি সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহৃত হয়?
[ক] মাছ
✅ জুস
[গ] মাংস
[ঘ] ফলমূল

204. কোনটি থেকে গবেষণার জন্ম?
✅ জিজ্ঞাসা
[খ] পরীক্ষণ
[গ] পরিকল্পনা
[ঘ] অনুসন্ধান

205. প্রিজারভেটিভস কোন কাজে ব্যবহৃত হয়?
[ক] খাদ্য পচনে
✅ খাদ্য সংরক্ষণে
[গ] খাদ্যের পুষ্টিমান বৃদ্ধিতে
[ঘ] খাদ্যের স্বাদ বৃদ্ধিতে

206. কোন গ্যাসটি বেশি ক্ষতিকর?
✅ কার্বন মনোক্সাইড
[খ] কার্বন ডাইঅক্সাইড
[গ] সালফার ট্রাইঅক্সাইড
[ঘ] নাইট্রোজেন

207. অতি অল্প পরিমাণ বায়ুর উপস্থিতিতে কাঠ বা গ্যাস পোড়ালে কোনটি উৎপন্ন হয়?
[ক] কার্বন কণা
[খ] কার্বন ডাইঅক্সাইড
[গ] কার্বনেট
✅ কার্বন মনোঅক্সাইড

208. কাজের পরিকল্পনা করা গবেষণা প্রক্রিয়ার কোন ধাপ?
[ক] ২য়
✅ ৩য়
[গ] ৪র্থ
[ঘ] ৫ম

209. গবেষণার প্রত্যাশিত ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা হয় কোন ধাপের সাহায্যে?
✅ বিষয়বস্তু নির্ধারণে
[খ] অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ায়
[গ] কাজের পরিকল্পনা প্রণয়নে
[ঘ] পরীক্ষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহে

210. পৃথিবীর খনিজ জ্বালানি কত বছরে ফুরিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে?
[ক] 50 বছরে
[খ] 500 বছরে
✅ 100 বছরে
[ঘ] 200 বছরে

211. নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?
[ক] H₂
[খ] He
[গ] CO₂
✅ Cl₂

212. ট্রিফয়েল (Trefoil) দ্বারা কোন প্রকার আলোকরশ্মিকে বুঝানো হয়?
[ক] উপকারী
[খ] কম ক্ষতিকর
✅ অতিরিক্ত ক্ষতিকর
[ঘ] বেশি উপকারী

213. আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়?
✅ আমেরিকা
[খ] ব্রিটেন
[গ] ইটালি
[ঘ] ফ্রান্স

214. আন্তর্জাতিক ক্ষতিকর আলোকরশ্মি চি‎হ্নটিকে কী বলা হয়?
[ক] মিটার
[খ] টাওয়ার
[গ] লুমেন
✅ ট্রিফয়েল

215. মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে কোনটি?
[ক] জারক পদার্থ
[খ] দাহ্য পদার্থ
[গ] বিস্ফোরক দ্রব্য
✅ তেজস্ক্রিয় পদার্থ

216. আগুনের শিখা সাংকেতিক চি‎হ্ন দ্বারা কোনটি বুঝায়?
[ক] জারক পদার্থ
[খ] তেজস্ক্রিয় পদার্থ
✅ দাহ্য পদার্থ
[ঘ] মারাত্মক বিষাক্ত পদার্থ

217. রসায়নের আলোচিত বিষয়গুলো হলো-
i. সৃষ্টি ও ধ্বংস
ii. বৃদ্ধি ও রূপান্তর
iii. উৎপাদন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

218. কাঠ হলো-
i. বিশেষ ধরনের সেলুলোজ
ii. কার্বনের যৌগ
iii. অজৈব যৌগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

219. আল-কেমি হচ্ছে-
i. মিশরীয় শিল্পকলা
ii. আল-কিমিয়া থেকে উদ্ভূত
iii. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

220. নিচের চিত্রটি থেকে বোঝা যায়-
i. এটি এক ধরনের রাসায়নিক বিক্রিয়া
ii. এটি প্রকৃতপক্ষে কার্বন যৌগের দহন
iii. এর ফলে কার্বন মনোঅক্সাইড ও পানি উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

221. দাহ্য পদার্থগুলো-
i. গ্যাস ও তরল হয়
ii. বিষাক্ত হতে পারে
iii. রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

222. জৈব পারঅক্সাইড-
i. দাহ্য পদার্থ
ii. বিস্ফোরক পদার্থ
iii. সাবধানে নাড়াচাড়া করতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

223. বৃত্তের উপর আগুনের শিখা সাংকেতিক চি‎হ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য-
i. এটি জারক পদার্থ
ii. এটি গ্যাসীয় বা তরল প্রকৃতি সম্পন্ন
iii. এর সংরক্ষণে সর্বাধিক সতর্কতা আবশ্যক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং 224 ও 225 নং প্রশ্নগুলোর উত্তর দাও:

224. উদ্দীপকের সাংকেতিক চি‎হ্নটি কী সংক্রান্ত?
[ক] পরিবেশ
[খ] বিপদজনক
✅ বৃত্তের উপর আগুনের শিখা
[ঘ] বিস্ফোরিত বোমা

225. উদ্দীপকের চি‎হ্নটির ক্ষেত্রে বলা যায় যে-
i. এটি নিঃশ্বাসে গেলে শ্বাসকষ্ট হতে পারে
ii. মারাত্মক বিষাক্ত পদার্থ
iii. ত্বকে লাগলে ক্ষত হতে পারে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

🔬 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

226. রসায়নে আলোচিত হয়- (অনুধাবন)
i. প্রকৃতিতে সৃষ্টি ও ধ্বংসজনিত পরিবর্তন
ii. শিল্প কারখানায় বিভিন্ন ধরনের উৎপাদন কাঠামো
iii. প্রাণীর উৎপত্তি ও বিকাশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

227. কাঠ ও কয়লা পোড়ালে উৎপন্ন হয়- (প্রয়োগ)
i. কার্বন ডাইঅক্সাইড
ii. কার্বন মনোক্সাইড
iii. কার্বন কণা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

228. খনিজ জ্বালানি- (অনুধাবন)
i. প্রাকৃতিক গ্যাস
ii. পেট্রোলিয়াম
iii. কয়লা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

229. রাসায়নিক সার- (প্রয়োগ)
i. মাটিতে উদ্ভিদের পুষ্টিপ্রদান করে
ii. অতিরিক্ত ব্যবহারে গাছ বড় হয়
iii. অতিরিক্ত ব্যবহারে গাছ মরে যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

230. গবেষণা প্রক্রিয়ায় পদার্থবিজ্ঞানের প্রয়োগ- (অনুধাবন)
i. পরমাণুর গঠন ব্যাখ্যায়
ii. যন্ত্রের মূলনীতি নির্ণয়ে
iii. পরীক্ষণের মূলনীতি নির্ণয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

231. রাসায়নিক দ্রব্যের ব্যবহারে- (উচ্চতর দক্ষতা)
i. মাছ, মাংস ইত্যাদির পচন রোধ হয়
ii. শস্যহানি প্রতিরোধ করা হয়
iii. বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

🔬 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ৯ম-১০ম শ্রেণির রসায়ন গাইড | SSC Chemistry Guide

নিচের অনুচ্ছেদ পড়ে 232 ও 23৩নং প্রশ্নের উত্তর দাও :
হাবিব তার বাগানের আম পাকাতে ইথিলিন ব্যবহার করে। পাশাপাশি সবজিখেতে পোকা-মাকড়ের কার্যক্রম প্রতিরোধে কীটনাশক প্রয়োগ করে।

232. হাবিব আম পাকাতে যে ইথিলিন ব্যবহার করে তা হলো- (অনুধাবন)
[ক] উপকারী প্রিজারভেটিভ
✅ ক্ষতিকর প্রিজারভেটিভ
[গ] ইনসেকটিসাইড
[ঘ] পেস্টিসাইড


বোর্ড প্রশ্ন
এসএসসি পরীক্ষা
বিষয়: রসায়ন
বিষয় কোড: ১৩৭

সময়: ২৫ মিনিট   পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
SSC Chemistry
MCQ
Question and Answer

১. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
ক. আল-কেমি
খ. আল-কেমিয়া
গ. আল-ক্যামিস্ট্রি
ঘ. অল-কিমিয়া
উত্তরঃ ক. আল-কেমি

২. মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে?
ক. ২৪০০
খ. ২৬০০
গ. ২৩০০
ঘ. ২৫০০
উত্তরঃ খ. ২৬০০

৩. কোন প্রক্রিয়ায় কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে?
ক. ভৌত প্রক্রিয়ায়
খ. রাসায়নিক প্রক্রিয়ায়
গ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায়
ঘ. ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়
উত্তরঃ গ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায়

৪. সর্বপ্রথম স্বর্ণ আহরণ শুরু করে কারা?
ক. মিসরীয়রা
খ. আরবীয়ারা
গ. ব্রিটিশরা
ঘ. রোমানরা
উত্তরঃ ক. মিসরীয়রা

৫. প্রাচীন আল-কেমি কিসের জন্ম দিয়েছে?
ক. আধুনিক সভ্যতার
খ. রসায়ন শিল্পের
গ. নগরায়নের
ঘ. পরিবেশ আন্দোলনের
উত্তরঃ খ. রসায়ন শিল্পের

৬. নিচের কোনটি অভিজাত ও মূল্যবান ধাতু?
ক. সীসা
খ. লোহা
গ. স্বর্ণ
ঘ. দস্তা
উত্তরঃ গ. স্বর্ণ

৭. মোম হলো-
ক. নাইট্রোজেনের যৌগ
খ. কার্বনের যৌগ
গ. হাইড্রোজেনের যৌগ
ঘ. কার্বন ও হাইড্রোজেনের যৌগ
উত্তরঃ ঘ. কার্বন ও হাইড্রোজেনের যৌগ

৮. লোহায় মরিচা পড়ে নিচের কোনটির উপস্থিতিতে?
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. হাইড্রোক্সাইড
ঘ. লবণ
উত্তরঃ ক. অক্সিজেন

৯. প্রাকৃতিক. গ্যাস কোনটি?
ক. CH4
খ. NH4
গ. CH3
ঘ. NH3
উত্তরঃ ক. CH4

১০. দহন কী ধরনের প্রক্রিয়া?
ক. জৈব রাসায়নিক
খ. জৈবিক
গ. ভৌত
ঘ. রাসায়নিক
উত্তরঃ ঘ. রাসায়নিক

১১. কোনটি অজৈব যৌগ?
ক. শ্বেতসার
খ. আমিষ
গ. খাবার লবণ
ঘ. চর্বি
উত্তরঃ গ. খাবার লবণ

১২. বিশুদ্ধ পানিতে থাকে কোনটি?
ক. খনিজ পদার্থ
খ. হাইড্রোজেন
গ. অক্সিজেন
ঘ. হাইড্রোজেন ও অক্সিজেন
উত্তরঃ ঘ. হাইড্রোজেন ও অক্সিজেন

১৩. অক্সিজেনের উৎস কোনটি?
ক. পানি
খ. মাটি
গ. বায়ু
ঘ. কার্বন ডাইঅক্সাইড
উত্তরঃ গ. বায়ু

১৪. তন্তু তৈরি হয় কোন প্রক্রিয়ায়?
ক. রাসায়নিক প্রক্রিয়ায়
খ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায়
গ. দহন প্রক্রিয়ায়
ঘ. জারণ প্রক্রিয়ায়
উত্তরঃ ক. রাসায়নিক প্রক্রিয়ায়

১৫. উদ্ভিদ খাদ্য প্রস্তুত ও সঞ্চয় করে কোন প্রক্রিয়ায়?
ক. সালোকসংশ্লেষণ
খ. শ্বসন
গ. অভিস্রবণ
ঘ. প্রস্বেদন
উত্তরঃ ক. সালোকসংশ্লেষণ

১৬. জমিতে রাসায়নিক সার ব্যবহারের কারণ কী?
ক. মাটির pH কমানো
খ. পুষ্টি প্রদান
গ. পোকামাকড় ধ্বংস করা
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ. পুষ্টি প্রদান

১৭. পেট্রোলিয়ামের দহন একটি-
ক. ভৌত পরিবর্তন
খ. রাসায়নিক পরিবর্তন
গ. জৈবিক প্রক্রিয়া
ঘ. বিপাক প্রক্রিয়া
উত্তরঃ খ. রাসায়নিক পরিবর্তন

১৮. অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ইত্যাদি নিয়ে তৈরি কী?
ক. পানি
খ. বাতাস
গ. সার
ঘ. খাবার
উত্তরঃ গ. সার

১৯. সকল প্রাণিকুল খাদ্যের জন্য কোনটির ওপর নির্ভরশীল?
ক. উদ্ভিদ
খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. নাইট্রোজেন
উত্তরঃ ক. উদ্ভিদ

২০. কোন প্রক্রিয়ায় জীবের জন্ম-বৃদ্ধি ঘটে?
ক. জারণ-বিজারণ
খ. জীব-রাসায়নিক
গ. রাসায়নিক
ঘ. সালোকসংশ্লেষণ
উত্তরঃ খ. জীব-রাসায়নিক

২১. কোন ধাতুটি সাধারণত বৈদ্যুতিক. তারে ব্যবহার করা হয়?
ক. Zn
খ. Pt
গ. Cu
ঘ. Ag উত্তরঃ গ. Cu

২২. কোনটি ব্যতীত রসায়নের তত্ত্বীয় জ্ঞানার্জন অসম্ভব?
ক. পদার্থ
খ. গণিত
গ. জীববিজ্ঞান
ঘ. কোয়ান্টাম ম্যাকানিকস
উত্তরঃ খ. গণিত

২৩. উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ মাটির সাথে মিশে যায় কিসের প্রভাবে?
ক. ভূ-পৃষ্ঠের আলোর
খ. ভূগর্ভের চাপ
গ. ভূগর্ভের তাপ
ঘ. ভূগর্ভের তাপ ও চাপ
উত্তরঃ ঘ. ভূগর্ভের তাপ ও চাপ

২৪. কয়েল বা অ্যারোসল ব্যবহার করা হয় কিসের জন্য?
ক. মশা তাড়াতে
খ. ঘরে সুগন্ধ বাড়াতে
গ. জীবাণু ধ্বংস করতে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ক. মশা তাড়াতে

২৫. নিচের কোনটি কৃত্রিম কসমেটিকস?
ক. কাচা হলুদ
ক. সাবান
গ. মেহেদী
ঘ. ডাল বাটা
উত্তরঃ ক. সাবান

1 comment:

  1. Anonymous12:30:00 PM

    Thanks for valuable information! 💚💚
    Me from: HASANS IT SOLUTION
    eTemplateBD

    ReplyDelete