HSC হিসাববিজ্ঞান ১ম পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৩ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Accounting 1st Paper MCQ and Srijonshil question and answer pdf download.

হিসাববিজ্ঞান
১ম পত্র
তৃতীয় অধ্যায়

HSC Accounting 1st Paper
MCQ and Srijonshil
Question and Answer pdf download

অধ্যায়-০৩: ব্যাংক সমন্বয় বিবরণী
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে তাহলে নিম্নের কোন দফাটি এ উদ্বৃত্ত হতে বাদ দেয়া হয়?
ক. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি
খ. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লিখা হয়নি
গ. ব্যাংক জমার সুদ
ঘ. ব্যাংক কর্তৃক কমিশন চার্জ✓

২। নিচের কোনটির জন্য ব্যাংক ডেবিট মেমো ইস্যু করে না?
ক. ব্যাংক সার্ভিস চার্জ
খ. ট্রাভেল চেক ইস্যু করলে
গ. ফান্ড জালিয়াতির জন্য
ঘ. প্রাপ্য নোট আদায়ের জন্য✓

৩। নিচের কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম-এর উদাহরণ?
ক. বকেয়া চেকসমূহ
খ. ট্রানজিটে জমাসমূহ
গ. প্রাপ্য নোটের অর্থ আদায়✓
ঘ. প্রদেয় নোট পরিশোধ

৪। ব্যাংক আমানতকারীর পক্ষ হয়ে ২,০০০ টাকা আদায় করল এবং তাকে সুদ মঞ্জুর করল ১,২০০ টাকা।নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গড়মিল দেখা দেবে কত টাকা?
ক. ৮০০
খ. ১,২০০
গ. ২,০০০
ঘ. ৩,২০০✓

৫। ব্যাংক চার্জ ২,০০০ টাকা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে; এমতাবস্থায় ব্যাংক বিবরণীতে কত টাকা বেশি জমা বা খরচ দেখানো হয়েছে?
ক. ২,০০০ টাকা জমা বেশি
খ. ২,০০০ টাকা খরচ বেশি
গ. ৪,০০০ টাকা খরচ বেশি
ঘ. ৪,০০০ টাকা জমা বেশি✓

৬। আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি?
ক. নগদান বই
খ. ব্যাংক সমন্বয় বিবরণী
গ. চেক বই
ঘ. ব্যাংক বিবরণী✓

৭। ডেবিট মেমো ইস্যুর ফলে কী হয়?
ক. ব্যাংক জমাতিরিক্তর পরিমাণ কমে যায়
খ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কমে যাবে✓
গ. ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ বেড়ে যাবে
ঘ. ব্যাংক উদ্বৃত্তের কোনো পরিবর্তন হয় না

৮। মাসের শেষে ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা ৩৬,০০০ টাকা, বকেয়া চেক ১২,০০০ টাকা, পথিমধ্যে জমা ৪,০০০ টাকা এবং ব্যাংক ভূলবশত ৫০০ টাকা চার্জ করলে ব্যাংক বিবরণী অনুসারে সঠিক জমার পরিমাণ কত?
ক. ২৭,৫০০ টাকা
খ. ২৮,৫০০ টাকা✓
গ. ২০,৫০০ টাকা
ঘ. ৪৩,৫০০ টাকা

৯। প্রাপ্য নোটের টাকা আদায় ১০,০০০ টাকা ব্যাংক ভূলবশত পাস বইয়ে ডেবিট করেছে। পাস বইয়ে কত টাকা ডেবিট বা ক্রেডিট করতে হবে?
ক. ১০,০০০ টাকা ডেবিট
গ. ১০,০০০ টাকা ক্রেডিট
গ. ২০,০০০ টাকা ডেবিট
ঘ. ২০,০০০ টাকা ক্রেডিট✓

১০। উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কী করা হয়?
ক. নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করা হয়✓
খ. নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে বিয়োগ করা হয়
গ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হতে বিয়োগ করা হয়
ঘ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ করা হয়

১১। চেক প্রস্তুতকারীকে কী বলা হয়?
ক. আদেষ্টা ✓
খ. আদিষ্ট
গ. প্রাপক
ঘ. স্বীকৃতিকারী

১২। নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
ক. শেয়ার
খ. ঋণপত্র
গ. স্টক
ঘ. চেক✓

১৩। ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স ৩,০০০ টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ১,০০০ জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক ২,০০০ টাকা হলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত?
ক. ২,৫০০ টাকা✓
খ. ৩,০০০ টাকা
গ. ৩,৫০০ টাকা
ঘ. ৪,০০০ টাকা

১৪। পাশ বই কে সংরক্ষণ করেন?
ক. ক্রেতা
খ. বিক্রেতা
গ. আমানতকারী
ঘ. ব্যাংকার✓

১৫। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখাত হলে-
i. নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট জের বেশি হবে
ii. ব্যাংক বিবরণীতে উক্ত হিসাবের ক্রেডিট জের কম হবে
iii. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত অপরিবর্তিত থাকবে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✓
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৬। আমানতকারীর নির্দেশ মতো ব্যাংক সরাসরি আদায় হবে-
i. বিনিয়োগ সুদ
ii. বিমা কোম্পানি প্রদত্ত ক্ষতিপূরণ
iii. দেনাদারের নিকট হতে প্রাপ্য অর্থ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✓

১৭। আমানতকারীর নির্দেশে ব্যাংকে সরাসরি পরিশোধ করতে পারে-
i. ঋণের সুদ
ii. প্রদেয় বিল ও বিমা সেলামির অর্থ
iii. শেয়ার তলবের অর্থ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✓

১৮। চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণ-
i. নমুনা স্বাক্ষরের সাথে চেকের স্বাক্ষর না মিললে
ii. নির্দিষ্ট স্থানে অর্থের পরিমাণ কথায় ও অংকে না মিললে
iii. দাগ কাটা চেক সরাসরি ব্যাংকে উপস্থাপিত হলে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✓

১৯। নগদান বই ও পাশ বইয়ের গরমিলের কারণ-
i. চেক ব্যাংকে জমা কিন্তু আদায় না হওয়া
ii. বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যান
iii. সরাসরি ব্যাংক কর্তৃক আদায় ও পরিশোধ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✓

►নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব রাজিনের ব্যবসায়ের নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১০,০০০ টাকা। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ২,০০০ টাকার চেকটি এখনো আদায় হয়নি এবং ৫,০০০ টাকার ইস্যুকৃত অন্য একটি চেক এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি।

২০। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা?
ক. ৭,০০০ টাকা
খ. ৮,০০০ টাকা
গ. ১৩,০০০ টাকা ✓
ঘ. ১৫,০০০ টাকা

২১। নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তর পরিমাণ ৩,০০০ টাকা হলে পাস বইয়ের উদ্বৃত্ত এ কী প্রভাব পড়বে?
ক. ব্যাংক জমা উদ্বৃত্ত ১৩,০০০ টাকা হ্রাস পাবে✓
খ. ব্যাংক জমারিক্ত ৫,০০০ টাকা বৃদ্ধি পাবে
গ. ব্যাংক জমার উদ্বৃত্ত ৮,০০০ টাকা হ্রাস পাবে
ঘ. ব্যাংক জমারিক্ত ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে

►নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
সুমী ট্রেডার্স-এর নগদান বই ও এসবিএসি ব্যাংকের রক্ষিত তার ব্যাংক হিসাবের বিবরণী থেকে নিম্নলিখিত রক্ষিত তার ব্যাংক হিসাবের বিবরণী থেকে নিম্নলিখিত তথ্যাদি পাওয়া যায়-
দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৫,০০০ টাকা, ৬,০০০ টাকা ও ৭,০০০ টাকার তিনটি চেক ব্যাংকে জমা দেওয়া হলেও হিসাবকাল শেষে প্রথম ও তৃতীয় চেকটি ব্যাংক কর্তৃক আদায় হয়নি।পাওনাদারদের পরিশোধের জন্য ১,০০০ টাকা, ২,০০০ টাকা ও ৩,০০০ টাকার তিনটি চেক ইস্যু করা হলেও ব্যাংকে প্রথম দুটি চেক উপস্থাপিত হয়নি।

২২। মোট বকেয়া চেকের পরিমাণ কত টাকা?
ক. ১২,০০০
খ. ৩,০০০✓
গ. ১৩,০০০
ঘ. ৬,০০০

২৩। মোট পরিবহনাধীন জমার পরিমাণ কত টাকা?
ক. ৩,০০০
খ. ৬,০০০
গ. ৯,০০০
ঘ. ১২,০০০✓

►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
মি. আলী তার ব্যবসায়ের লেনদেন নগদ ও ব্যাংকের মাধ্যমে সম্পাদন করেন। হিসাব বছর শেষে তিনি দেখেন নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত আর পাশ বইয়ের উদ্বৃত্ত এক নয়। এজন্য তার ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয়।

২৪। মি. আলীকে কত সময়ের জন্য ব্যাংক বিবরণী তৈরি করতে হবে?
ক. এক মাসের জন্য
খ. তিন মাসের জন্য
গ. চার মাসের জন্য
ঘ. নির্দিষ্ট দিনে✓

২৫। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে মি. আলী যে সুবিধা পেতে পারেন তা হল-
i. ব্যবস্থাপকের সন্তুষ্টি অর্জন
ii. ভূল ভ্রান্তি বের করা
iii. ভূল বোঝাবুঝির অবসান

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii✓
(ঘ) i, ii ও iii

একাদশ-দ্বাদশ শ্রেণি
হিসাববিজ্ঞান
প্রথম পত্র

অধ্যায়-০৩:ব্যাংক সমন্বয় বিবরণী
সৃজনশীল প্রশ্ন-উত্তর
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০১
২০১৭ সালের ৩১ মার্চ তারিখে সমিহ রহমানের তথ্যাবলি পড় এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। [ঢাকা বোর্ড. যশোর বোর্ড সিলেট বোর্ড দি.বো. ২০১৮]
১) পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৪৪,৪০০ টাকা।
২) ৩,০০০ টাকার ১টি প্রাপ্যবিল ২,৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি।
৩) সমিহ রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ৩,০০০ টাকা উত্তোলন করেছেন কিন্তু তা নগদানভুক্ত হয়নি।
৪) চেক কাটা হয়েছে, কিন্তু ভাঙানো হয়নি ১১,৪০০ টাকা।
৫) ব্যাংক কর্তৃক ৬,৬০০ টাকার একখানা বিলের বিপরীতে ৬,০০০ টাকা আদায় করেছে। কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে।
৬) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,০০০ টাকা এবং ব্যাংক কর্তৃক কর্তনকৃত ব্যাংক চার্জ ১,০০০ টাকা।
৭) ব্যাংক একজন পাওনাদারকে ৬,০০০ টাকা পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি।
৮) ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি।
ক) বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে?
খ) ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
গ) নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্ধৃত্ত ৩৫,০০০ টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর: ক) বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট ব্যয়ের পরিমাণ ১,২০০ টাকা; খ) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৩৯,০০০ টাকা; গ) পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৪০,৪০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০২
জনাব তাসনিমের হিসাব বই হতে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে: [রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড ব.বো. ২০১৮]
১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৫০,০০০ টাকা।
২) ১৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।
৩) ২০,০০০ টাকার একপি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যংক কর্তৃক এখনও আদায় হয়নি।
৪) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
৫) ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের ১০,০০০ টাকা পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি।
৬) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের ২,৫০০ টাকা সরাসরি আদায় যা নগদান বইতে লেখা হয়নি।
৭) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
ক) ব্যংক বিবরণীতে লেখা হয়নি এরুপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত?
খ) ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরুপ লেনদেনসমূহের জাবেদা দাখিলা দাও।
গ) উপরিউক্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর: ক) ব্যাংক বিবরনীতে লেখা হয়নি এরুপ লেনদেনগুলোর মোট পরিমাণ ৩৫,০০০ টাকা; খ) জাবেদার যোগফল ১৮,০০০ টাকা; গ) ব্যাংক বিবরনী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত ৪২,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৩
আলম ব্রাদার্স এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ; [ঢাকা বোর্ড. ২০১৭]
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত (৩১-১২-১৫) ২০,০০০ টাকা।
(২) জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা।
(৩) ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি ২,০০০ টাকা।
(৪) ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৫০ টাকা।
(৫) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪০ টাকা।
(৬) ব্যাংকে জমাকৃত চেক আদায়কৃত হয়ে ফেরত এসেছে ২,০০০ টাকা।
(৭) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি।
(৮) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি ৩,০০০ টাকা।
(৯) ব্যাংক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি ৫০০ টাকা।
করণীয়ঃ- (ক) ব্যাংক যত টাকার ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় কর।
(খ) ১, ২, ৩, ৪ ও ৫ নং লেনদেন দ্বারা একটি ব্যাংক জমার সমন্বয় বিবরণী তৈরি করো।
(গ) ৪, ৫, ৬ ও ৭ নং লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করো। (ব্যাখ্যার প্রয়োজন নাই)

উত্তর: (ক) ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ পরিমাণ ৫৪০ টাকা; (খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা ১৯,০১০ টাকা; (গ) জাবেদার যোগফল যোগফল ৭,০৯০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৪
২০১৬ সালের ৩০ জুন তারিখে পিয়াস স্টোরের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৮৫,০০০ টাকা। ব্যাংক বিবরণী অনুযায়ী উক্ত উদ্বৃত্ত সঠিক ছিল না। হিসাব যাচাই করে নিম্নোক্ত পার্থক্যগুলি পাওয়া যায়; [রাজশাহী বোর্ড ২০১৭]
(১) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ৩৫,০০০ টাকার চেক আদায়ের ব্যাংকে জমা কিন্তু ব্যাংক কর্তৃক ৩০ জুন পর্যন্ত আদায় হয়নি।
(২) বিনিয়োগের সুদ ৫,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায়, কিন্তু এখনো নগদান বইতে লেখা হয়নি।
(৩) ব্যাংক কর্তৃক ১৫,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ কিন্তু ৩০ জুন পর্যন্ত নগদান বইতে লেখা হয়নি।
(৪) পাওনাদারকে পরিশোধের জন্য ২০,০০০ টাকার চেক ইস্যু করা হয় কিন্তু ব্যাংক কর্তৃক এখনো পরিশোধ হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,০০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
করণীয়ঃ- (ক) ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন এন্ট্রিগুলি চিহ্নিত কর।
(খ) ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
(গ) ২, ৩ ও ৫ নং লেনদেন গুলোর জাবেদা দাও।

উত্তর: (ক) ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন এন্ট্রিগুলোর পরিমাণ ৫৫,০০০ টাকা; (খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা ৬১,০০০ টাকা; (গ) জাবেদার যোগফল ২৩,০০০ টাকা।
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৫
নিম্নলিখিত তথ্যাদি মি. রাজিবের হিসাব বই থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে নেয়া হয়েছে; [কুমিল্লা বোর্ড ২০১৭]
(১) ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত উত্তোলন ১২,০০০ টাকা।
(২) ২,৫০০ টাকার একটি চেক জমা দেয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি।
(৩) চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর ২০১৬ এর পরে ব্যাংকে উপস্থাপন করা হয়েছে ২,৫০০ টাকা।
(৪) ব্যাংক জমাতিরিক্তের সুদ ২০০ টাকা ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে কিন্তু নগদান বইয়ে লেখা হয়নি।
(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার একখানা বিল ব্যাংকে প্রেরণ করা হয়েছে যা পরবর্তীতে প্রত্যাখ্যান হয়।
(৬) ব্যাংক ২০০ টাকা সুদসহ ৪,০০০ টাকার একটি প্রদেয় বিল পরিশোধ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৭) ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলে অর্থ আদায় ৭,০০০ টাকা।
করণীয়ঃ-(ক)ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় কর।
(খ) ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
(গ) ৪, ৫, ৬ এবং ৭নং লেনদেনগুলোর জন্য মি. রাজিবের বইতে জাবেদা দাখিলা দাও।

উত্তর: (ক) ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ ৪,৪০০ টাকা; (খ) নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৯,৬০০ টাকা; (গ) জাবেদার যোগফল ১৬,৪০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৬
জনাব সুমামা আতিফ এর ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা ২৫,৮০০ টাকা। নগদান পর্যালোচনায় নিম্নোক্ত বিষয় গুলো দেখা যায়; [সিলেট বোর্ড ২০১৭]
২৪৪২ টাকায় লিপিবদ্ধ করা হয়েছে।
(১) অমর্যাদাকৃত চেক ২,৪০০ টাকা।
(২) ২০১৬ সালের ব্যাংক সার্ভিস চার্জ ১,০০০ টাকা এবং তার উপর ১৫% ভ্যাট।
(৩) ব্যাংক উদ্বৃত্ত ২০০ টাকা কম লেখা হয়েছে।
(৪) প্রাপ্য নোট ৫,০০০ টাকা ও সুদ ২০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় এবং ব্যাংক এই বাবদ ১৫০ টাকা আদায় খরচ ধার্য করে।
করণীয়ঃ-(ক) ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় কর।
(খ) একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
(গ) জনাব সুমামা আতিফের বইতে প্রয়োজনীয় জাবেদা দাও।

উত্তর: (ক) ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ ৩,৭২৪ টাকা; (খ) নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ২১,৬৮২ টাকা; (গ) জাবেদার যোগফল ৯,১১৮ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৭
২০১৫ সালের ৩০ জুন তারিখে সাফা এন্ড কোং এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর উদ্বৃত্তের গরমিল নিম্নলিখিত কারণসমূহ পাওয়া যায়; [ব.বো. ২০১৭]
(১) ৭,০০০ টাকা ও ৫,০০০ টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসে¤¦র তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে ৭,০০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে।
(২) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ১,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(৩) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(৪) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক ধার্যকৃত চার্জ ৩০০ টাকা এবং মজুরীকৃত সুদ ৮০০ টাকা নগদানভুক্ত হয়নি।
করণীয়ঃ-(ক)ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় কর।
(খ) (২), (৩), (৪) ও (৫) নং দফার জাবেদা দাখিলা দেখাও।
(গ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা।

উত্তর: (ক) ব্যাংক কর্তৃক আদায়কৃত অর্থের পরিমাণ ৫,৮০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৯,১০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা ২৭,৫০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৮
২০১৬ সালে ৩১ শে ডিসেম্বর তারিখে একজন ব্যবসায়ীর হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে; [দি.বো. ২০১৭]
(১) ব্যাংক বিবরণী (পাস বই) অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।
(২) ৮,৫০০ টাকার চেক ইস্যু করা হয়ছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৩) ৬,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(৪) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৪,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে ৩,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
(৬) ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ৪৫০ টাকা এবং ধার্যকৃত চার্জ ৫০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
করণীয়ঃ- (ক) ৪ নং ও ৫ নং দফার লেনদেন গুলোর জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও।
(খ) কেবলমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনসমূহের পরিমাণ নির্ণয় কর।
(গ) উপরোক্ত লেনদেন গুলো বিবেচনায় নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর: (ক) জাবেদার যোগফল ৭,০০০ টাকা; (খ) শুধু ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনসমূহের পরিমাণ ৭,৯৫০ টাকা; (গ) নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ১১,০৫০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ০৯
২০১৬ সালের ৩০ জুন তারিখে নাজমুল ব্রাদার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৩০,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ২৬,৫০০ টাকার অনুসন্ধান করে গরমিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায়: [যশোর বোর্ড ২০১৭]
(১) জুন মাসে ব্যাংক ৩০০ টাকা সাভির্স চার্জ কর্তন করেছে।
(২) পাওনাদারের বরাবর ইস্যুকৃত ২,৫০০ টাকার একটি চেক ভুলে ব্যাংক ৫,২০০ টাকার ডেবিট করেছে।
(৩) ব্যাংক সুদ মঞ্জুর করেছে ৫০০ টাকা।
(৪) ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে ৭,০০০ টাকা।
(৫) ৪,০০০ টাকার একটি প্রাপ্যনোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে।
(৬) ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ২,০০০ টাকা।
করণীয়ঃ- (ক) উপর্যুক্ত তথ্যাবলির আলোকে ডেবিট মেমোরান্ডামের পরিমাণ নির্ণয় কর।
(খ) ১, ৩, ৪ ও ৫ নং দফার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও।
(গ) উপরের তথ্যাবলির ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
উত্তর: (ক) ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ ৩০০ টাকা; (খ) জাবেদার যোগফল ১১,৮০০ টাকা; (গ) সংশোধিত জের ২৭,২০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১০
জনাব উমামা আতিকের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের ব্যাংক সংক্রান্ত লেনদেন গুলো নিম্নরূপ; [ঢাকা বোর্ড ২০১৬]
(১) ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৩০,০০০ টাকা।
(২) পাওনাদার বরাবর ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয় কিন্তু ৫,০০০ টাকার চেকখানি ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়।
(৩) আদায়ের জন্য ১৫,০০০ টাকার চেক এবং ১৪,০০০ টাকার প্রাপ্য বিল ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি ০৩ জানুয়ারি ২০১৬ তারিখে আদায় হলেও প্রাপ্য বিলখানি এখনও আদায় হয়নি।
(৪) দেনাদার থেকে প্রাপ্ত ৩০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে।
(৫) ৪,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ৩,৮০০ টাকায় বাট্টা করা হয় কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়।
(৬) ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় ২৪,০০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি।
(৭) ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৩,০০০ টাকা ২৫ ডিসেম্বর তারিখে প্রত্যাখ্যাত হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(৮) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৫০০ টাকা এবং ব্যাংক চার্জ ২০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
করণীয়ঃ- (ক) উপরের (৬) ও (৭) নং লেনদেন গুলোর জাবেদা দাখিলা দেখাও।
(খ) একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
(গ) উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর: (ক) জাবেদার যোগফল ২৭,০০০ টাকা; (খ) ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ১৬,১০০ টাকা; (গ) সংশোধিত জের ২০,১০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১১
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে যমুনা ট্রেডার্সের নগদান বইতে ২৬,৫০০ টাকা উদ্বৃত্ত দেখা গেল; কিন্তু ঐ একই তারিখে পাস বইয়ের উদ্বৃত্ত নগদান বইয়ের উক্ত উদ্বৃত্তের সমপরিমাণ হলো না। এ সম্পর্কে যথারীতি নিরীক্ষা করার পর নিম্নলিখিত গরমিল গুলো বের হয়; [রাজশাহী বোর্ড ২০১৬]
(১) পরিশোধের জন্য ইস্যুকৃত মোট ১০,০০০ টাকার চেকের মধ্যে ৬,৫০০ টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে।
(২) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৩,০০০ টাকা কিন্তু ভুলে নগদান বইতে লেখা হয়নি।
(৩) ২,৫০০ টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৪) ৫,০০০ টাকার প্রাপ্য বিল ৪,৮০০ টাকায় বাট্টা করা হয়েছে কিন্তু নগদান বইতে প্রাপ্য বিলের সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে।
(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২৫০ টাকা ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
করণীয়ঃ- (ক) (৪) নং মোতাবেক নগদান বইতে কত টাকা বেশি দেখানো হয়েছে তার পরিমাণ নির্ণয় কর।
(খ) নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি এরূপ টাকার পরিমাণ নির্ণয় কর।
(গ) উপরের তথ্যাবলি হতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর: (ক) বেশি দেখানো হয়েছে ২০০ টাকা; (খ) নগদান বইতে লেখা হয়নি ৫,৭৫০ টাকা; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,৫৫০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১২
আকরাম খানের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্য গুলো নেওয়া হয়েছে; [চট্টগ্রাম বোর্ড ২০১৬]
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা।
(২) আদায়ের জন্য প্রেরিত ১০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকা মোট দুইখানি চেকের মধ্যে ১ম চেকখানি আদায় হয়েছে।
৩,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
(৪) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে ৫,০০০ টাকা জমা হলেও নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধের নগদানে লেখা হয়নি ১,০০০ টাকা।
করণীয়ঃ-(ক)নগদান বইতে বাদ পড়া টাকার পরিমাণ নির্ণয় কর।
(খ) ৩, ৪ ও ৫ নং ক্রমিকের জাবেদা কর।
(গ) ব্যাংক জমার সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর: (ক) নগদান বইতে লেখা বাদ পড়া টাকার পরিমাণ ১৪,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ১৪,০০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা ৪৬,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১৩
২০১৫ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে জনাব রাজুর হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে; [কুমিল্লা বোর্ড ২০১৬]
(১) ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৬০,০০০ টাকা।
(২) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত এবং ধার্যকৃত চার্জ যথাক্রমে ৫০০ ও ১,৫০০ টাকা ২০১৫ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত নগদানভুক্ত হয়নি।
(৩) ব্যাংক সরাসরি দেনাদারের নিকট হতে ১,৫০০ টাকা আদায় করেছে কিন্তু নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি।
(৪) গ্যাস বিল, বিদ্যুৎ বিল বাবদ ব্যাংক সরাসরি ১,২০০ টাকা পরিশোধ করেছে কিন্তু নগদান বইতে হিসাবভুক্ত করা হয়নি।
(৫) আদায়ের জন্য জমাকৃত ১৫,০০০ টাকার চেকের মধ্যে ব্যাংক ৫,০০০ টাকার চেক আদায় করেছে।
করণীয়ঃ- (ক) উপরের (৩) নং ও (৪) নং লেনদেনের ফলে ব্যাংক পাস বহির উদ্বৃত্ত নিট কত বৃদ্ধি বা হ্রাস পাবে তা নির্ণয় কর।
(খ) যে সব লেনদেন নগদান বইতে লেখা হয়নি তার জাবেদা দাখিলা দাও।
(গ) ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর: (ক) ব্যাংক পাস বহির উদ্বৃত্তের নিট বৃদ্ধি ৩০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৪,৭০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৯,৩০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১৪
জনাব শেখর একজন পাইকারি ব্যবসায়ী। ২০১৫ সালের ৩০ নভেম্বর তারিখে নগদান বই অনুযায়ী তার ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৮,২০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে মিল না থাকায় জনাব শেখর অনুসন্ধান করে নিম্নোক্ত গরমিল আইটেম গুলো খুঁজে বের করেন; [সিলেট বোর্ড ২০১৬]
(১) বিনিয়োগের সুদ ৫০০ টাকা এবং লভ্যাংশ বাবদ ব্যাংক সরাসরি আদায় করেছে ৩০০ টাকা। কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(২) ১,০০০ টাকার একটি প্রদেয় বিল ব্যাংক পরিশোধ করেছে। কিন্তু উহা নগদানভুক্ত হয়নি।
(৩) মালিক কর্তৃক নিজ প্রয়োজনে ১,০০০ টাকা ও ব্যবসায়ের প্রয়োজনে ১,০০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে। কিন্তু নিজ প্রয়োজনে উত্তোলিত টাকা নগদান বইয়ে লেখা হয়নি।
(৪) ৩,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। কিন্তু নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।
করণীয়ঃ- (ক) উত্তোলনের কারণে গরমিলের পরিমাণ নির্ণয় কর।
(খ) ৩০ নভেম্বর ইং তারিখে জনাব শেখরের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।
(গ) মি. শেখরের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।

উত্তর: (ক) উত্তোলনের কারণে গরমিলের পরিমাণ ১,০০০ টাকা; (খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৫০,০০০ টাকা; (গ) জাবেদার যোগফল ৫,৮০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১৫
৩০ জুন ২০১৫ তারিখে মোহাম্মদ আরাফাতের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ছিল ২৯,৭০০ টাকা। উক্ত তারিখে পাস বই এবং নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ সমান ছিল না। অনুসন্ধানের পর গরমিলের নিম্নলিখিত কারণসমূহ দেখা যায়; [ব.বো. ২০১৬]
(১) ২০-০৬-১৫ তারিখে ৩,৫০০ টাকা এবং ৪,৩০০ টাকা ২টি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু দ্বিতীয় চেকটি ২-৭-২০১৫ তারিখে আদায় হয়।
(২) ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ ৪,৮০০ টাকা নগদানভুক্ত হয়নি।
(৩) একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৭,৩০০ টাকা নগদানভুক্ত হয়নি।
(৪) পাওনাদারকে ১৪,০০০ টাকার একটি চেক ইস্যু করা হয় কিন্তু চেকটি ৩০ জুনের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
(৫) ব্যাংকে বাট্টাকৃত ৯,৭০০ টাকার একটি প্রাপ্য নোট অমর্যাদাকৃত হয়েছে কিন্তু এটি নগদানভুক্ত হয়নি।
(৬) ব্যাংক সুদ মঞ্জুর করেছে ১,৬৫০ টাকা এবং চার্জ কর্তন করেছে ৭০০ টাকা, যা এখনও নগদানভুক্ত হয়নি।
করণীয়ঃ- (ক) ব্যাংক কর্তৃক সরাসরি আদায়কৃত লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও।
(খ) কত টাকার লেনদেন নগদানভুক্ত হয়নি?
(গ) উল্লিখিত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর: (ক) জাবেদার যোগফল ১৩,৭৫০ টাকা; (খ) ২৪,১৫০ টাকার লেনদেন নগদানভুক্ত হয়নি; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা ৪২,৭৫০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১৬
২০১৫ সালের ৩১ মার্চ তারিখে রফিক স্টোরের নগদান বহির ডেবিট উদ্বৃত্ত ১,২২,০০০ টাকা কিন্তু উহা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে মিল নেই। সমস্ত হিসাব যাচাই করে নিচের পার্থক্য গুলো পাওয়া যায়; [যশোর বোর্ড ২০১৬]
(১) ৩৮,০০০ টাকার পাঁচটি চেক এবং ৩২,০০০ টাকার একখানি প্রাপ্য নোট আদায়ের জন্য ২০১৫ সালের মার্চ মাসে ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু উহা ২০১৫ সালের এপ্রিল মাসে আদায় হয়।
(২) ১৮,০০০ টাকার একখানা প্রাপ্য নোট ১৬,৮০০ টাকায় ব্যাংকে বাট্টাকরণ করা হয় কিন্তু নগদান বইতে পূর্ণমূল্য লিপিবদ্ধ করা হয়।
(৩) ব্যাংক কর্তৃক ১৪,০০০ টাকার প্রদেয় নোট পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।
(৪) খরিদ্দারগণ সরাসরি ২০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছেন যা নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।
(৫) ১৪,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা হয়েছিল কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।
(৬) ৫৪,০০০ টাকার তিনখানি চেক প্রদেয় হিসাবের বরাবর ইস্যু করা হয়েছিল যার মধ্যে ৪৬,০০০ টাকার দুইখানি চেক পরিশোধিত হয়েছে।
(৭) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ১,৪০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা ২০১৫ সালের ৩১ মার্চ তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই।
করণীয়ঃ- (ক) অনাদায়ি চেক এবং ব্যাংকে অনুপস্থিত চেকের পরিমাণ নির্ণয় কর।
(খ) ৩, ৪, ৫ ও ৭ নং দফা গুলোর জাবেদা দাখিলা দেখাও।
(গ) ২০১৫ সালের ৩১ মার্চ তারিখে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত বের কর।

উত্তর: (ক) অনাদায়ী চেক ৩৮,০০০ টাকা এবং অনুপস্থিত চেক ৮,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ৫০,৪০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ৭৯,২০০ টাকা।
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়-০৩: সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১৭
জনাব তাহসানের নগদান বই ২৩,৫০০ টাকা ব্যাংক জমাতিরিক্ত প্রদর্শন করলেও ব্যাংক বিবরণীর সাথে উহা মিল ছিল না। ব্যাংক বিবরণী পর্যালোচনা করে নিম্নলিখিত উপায় গুলো পাওয়া যায়; [ঢাকা বোর্ড. ২০১৫]
(১) ৪৭,৬০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিলেও উহা কখনো আদায় হয় নাই।
(২) ব্যাংক ৫,২০০ টাকা চার্জ ধার্য করলেও নগদান বইয়ে লেখা হয় নাই।
(৩) ব্যাংক কর্তৃক জমাতিরিক্তের উপর ৪৫০ টাকা সুদ ধরা হলেও উহা নগদান বইয়ে লিখা হয় নাই।
(৪) ২৭,৫০০ টাকার একটি চেক ইস্যু করা হলেও উহা ব্যাংকে উপˉ’াপন হয় নাই।
(৫) ব্যাংক কর্তৃক ১,৮৫০ টাকা সুদ আদায় হলেও উহা নগদান বইয়ে লিখা হয় নাই।
করণীয়ঃ- (ক) ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের পরিমাণ নির্ণয় কর।
(খ) প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরী কর।
(গ) ১নং থেকে ৪নং পর্যন্ত লেনদেন গুলোর জাবেদা দাখিলা দাও।

উত্তর: (ক) ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদের পরিমাণ ৪৫০ টাকা; (খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ৪৭,৪০০ টাকা; (গ) জাবেদার যোগফল ৮০,৭৫০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১৮
নিম্নের তথ্যাবলি ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে মেসার্স হাবিব এন্ড কোং এর বই হতে নেওয়া হয়েছে; [রাজশাহী বোর্ড ২০১৫]
(১) ৩১-১২-১৪ তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমা ১৮,০০০ টাকা।
(২) পরিশোধের ইস্যুকৃত চেক মোট ৯,০০০ টাকা, কিন্তু ৪,০০০ টাকার চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে।
(৩) আদায়ের জন্য ৫,০০০ টাকার একখানি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়েছে ০৩-০১-২০১৪ তারিখে।
(৪) ২,৭০০ টাকার একটি নোট ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক লভ্যাংশ আদায় করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি ৫,০০০ টাকা।
করণীয়ঃ- (ক) ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ নির্ণয় করো।
(খ) ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনের টাকার পরিমাণ নির্ণয় করো।
(গ) প্রদত্ত তথ্যাবলি হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরী কর।

উত্তর: (ক) ব্যাংক কর্তৃক আদায়কৃত টাকার পরিমাণ ৫,০০০ টাকা; (খ) ১১,৭০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ২০,৩০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ১৯
নিম্নবর্ণিত তথ্যাবলি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব নাজিম এর হিসাব বই হতে নেওয়া হয়েছে; [চট্টগ্রাম বোর্ড ২০১৫]
(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪০,০০০ টাকা।
(২) ১৫,০০০ টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক তা আদায় হয়নি।
(৩) ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ কিন্তু নগদান বইতে লেখা হয়নি ৫,০০০ টাকা।
(৪) ১২,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক, পরিশোধের জন্য ব্যাংকে এখনও উপস্থাপিত হয়নি।
(৫) ব্যাংক কর্তৃক দেনাদারের নিকট হতে সরাসরি আদায় ৯,০০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি।
করণীয়ঃ- (ক) পাশবইতে লেখা হয়নি, এ রূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো।
(খ) ৩, ৫, ৬ ও ৭ নং লেনদেন গুলির জাবেদা দাও।
(গ) ব্যাংক সমন্বয় বিবরণী তৈরী করো।

উত্তর: (ক) পাশ বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ ২৭,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ২১,০০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৬,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ২০
শাহিন ট্রেডার্সের হিসাব বই থেকে ২০১৪ সালের ৩০ জুন তারিখে নিম্নোক্ত লেনদেন সমূহ নেয়া হয়েছে; [কুমিল্লা বোর্ড ২০১৫]
(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১০,৫০০ টাকা।
(২) ব্যাংক কর্তৃক পরিশোধিত ৩,১৫০ টাকার প্রদেয় নোট নগদান বইতে লেখা হয়নি।
(৩) ব্যাংক জমাকৃত ২,০৫০ টাকার একটি চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(৪) একজন দোকানদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ২,৬২০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক সুদ ৫০ টাকা এবং ব্যাংক চার্জ ৪০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
(৬) পাওনাদার বরাবর ইস্যুকৃত ৫,০০০ টাকার মোট ২টি চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে যার মধ্যে ৮৫০ টাকার চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে।
করণীয়ঃ- (ক) ৫নং দফার জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও।
(খ) কেবলমাত্র ব্যাংকে লিপিবদ্ধ হয়েছে এমন টাকার মোট পরিমাণ নির্ণয় করো।
(গ) একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।

উত্তর: (ক) জাবেদার যোগফল ৯০ টাকা; (খ) কেবলমাত্র ব্যাংকে লিপিবদ্ধ হয়েয়ে এমন টাকার পরিমাণ ৫,৮৬০ টাকা; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১২,০৮০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ২১
নিম্নবর্ণিত তথ্যাবলি ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে জনাব কাজল এর হিসাব বই হতে নেওয়া হয়েছেঃ- [সিলেট বোর্ড ২০১৫]
(১) ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ছিল ৩৪,৬৫০ টাকা।
(২) পাওনাদারদের বরাবর ইস্যুকৃত ৭,০০০ টাকার চেক ভুলে নগদান বইতে ৭,৫০০ টাকা লেখা হয়েছে।
(৩) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৬,০০০ টাকা নগদান বইতে দু’বার ডেবিট করা হয়েছে।
(৪) ৪,০০০ টাকার ২ মাস মেয়াদী প্রাপ্য নোট ৫% হারে ব্যাংকে বাট্টা করে নগদান বইতে নোটের পূর্ণ মূল্য লেখা হয়েছে।
(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৬০০ টাকা ভুলে নগদান বইতে ৭০০ টাকা লেখা হয়েছে।
করণীয়ঃ- (ক) প্রাপ্য নোটের বাট্টার পরিমাণ নির্ণয় কর।
(খ) নগদান বইয়ের ডেবিট দিকে কত টাকা বেশি লেখা হয়েছে নির্ণয় করো।
(গ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।

উত্তর: (ক) প্রাপ্য নোটের বাট্টার পরিমাণ ৩৩ টাকা; (খ) মোট ৬,১৩৩ টাকা বেশি লেখা হয়েছে; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২৯,০১৭ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ২২
জনাব সাদমান নুহিন এর ৩০ জুন, ২০১৪ তারিখে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা ১৯,৯০০ টাকা। কিন্তু হিসাব বইতে ব্যাংক জমা ২৩,১৯৯ টাকা দেখা যায়। তথ্য পর্যালোচনায় দেখা যায়; [ব.বো. ২০১৫]
(১) ৩০ জুন তারিখে ব্যাংকে জমাকৃত চেক ৪,৪০০ টাকা কিন্তু যা ব্যাংক কর্তৃক ১ জুলাই তারিখে আদায় হয়।
(২) ২৮ জুন তারিখে ৪,০০০ টাকা, ১,৪০০ টাকা এবং ২,৫০০ টাকার ইস্যুকৃত তিনটি চেক এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি।
(৩) সাদমান নুহিন কর্তৃক ইস্যুকৃত ১,২২৬ টাকার ৪০২ নং চেকটি নগদান বইতে ১,২৬২ টাকা লেখা হয়েছে।
(৪) রায়হান থেকে প্রাপ্ত ২,৮২০ টাকার একটি চেক প্রত্যাখান হয়ে ফেরত এসেছে।
(৫) ব্যাংক চার্জ ৫০ টাকা।
(৬) প্রাপ্য নোট ১,০০০ টাকা ও সুদ ৫০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয় এবং ব্যাংক আদায় খরচ বাবদ ১৫ টাকা কর্তন করে।
(৭) আদনান নুহিন কর্তৃক ইস্যুকৃত ৫,০০০ টাকার চেক ব্যাংক ভুলে সাদমান নুহিনের হিসাবে লিপিবদ্ধ করেছে।
করণীয়ঃ-(ক) ব্যাংক কর্র্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ নির্ণয় কর।
(খ) উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো।
(গ) জনাব সাদমান নুহিনের হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও।

উত্তর: (ক) ব্যাংক কর্তৃক ডেবিটকৃত অর্থের পরিমাণ ৬,২৯১ টাকা; (খ) সংশোধিত ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৪০০ টাকা; (গ) জাবেদার যোগফল ৩,৯৭১ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ২৩
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে এস ট্রেডার্র্সের নগদান বই এবং ব্যাংক বিবরণী গড়মিলের কারণ গুলো নিম্নরূপ; [দি.বো. ২০১৫]
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ (৩১-১২-১৪) ৯০,০০০ টাকা।
(২) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ১০,০০০ টাকা এখনও আদায় হয়নি।
(৩) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১০,০০০ টাকা নগদান বইতে লিখা হয়নি।
(৪) বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংক হিসাবে জমা হয়েছে যা নগদান বইতে লিখা হয়নি (১-০৭-২০১৪ তারিখে বিনিয়োগকৃত ১২% হারে ১,০০,০০০ টাকা)
(৫) ব্যাংক জমাতিরিক্ত সুদ ৬,০০০ টাকা ধার্য করা হয়েছে যা নগদান বইতে লিখা হয়নি।
(৬) ১৬,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৭) প্রদেয় হিসাবের ৭,০০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি।
করণীয়ঃ- (ক) বিনিয়োগের সুদের পরিমাণ নির্ণয় করো।
(খ) নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন গুলির জাবেদালিখ।
(গ) ব্যাংক সমন্বয় বিবরণী তৈরী করে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য।

উত্তর: (ক) বিনিয়োগের সুদের পরিমাণ ৬,০০০ টাকা; (খ) জাবেদার যোগফল ২৯,০০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৮১,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৩ | সৃজনশীল প্রশ্ন: ২৪
পলাশ ব্রাদার্সের হিসাব থেকে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছেঃ- [যশোর বোর্ড ২০১৫]
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১০,০০০ টাকা।
(২) ইস্যুকৃত চেক ৩,৫০০ টাকা এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৩) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৬,০০০ টাকা, ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(৪) ব্যাংক মঞ্জুরিকৃত সুদ ৩০০ টাকা, নগদান বইতে লেখা হয়নি।
(৫) ব্যাংক ধার্যকৃত চার্জ ২০০ টাকা, নগদান বইতে লেখা হয়নি।
করণীয়ঃ- (ক) নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেন গুলো চিহ্নিত করো।
(খ) লেনদেন গুলোর জাবেদা তৈরী করো (২-৫)।
(গ) ব্যাংক জমার সমন্বয় বিবরণী তৈরী করো।

উত্তর: (খ) জাবেদার যোগফল ১০,০০০ টাকা; (গ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৭,৬০০ টাকা।
Post a Comment (0)
Previous Post Next Post