Human Rights Paragraph

What is meant by human rights? What are the basic human rights? Why do people struggle for? How did Bangladesh emerge as an independent state? What are the most powerful enemies of human rights in our country? What is essential for exercising human rights?
Human Rights Paragraph
Human Rights
Human rights are the rights that are inherent in all human beings in spite of their different identities. The basic or fundamental rights include human's social rights, civil rights, political rights, cultural rights, religious rights and economic rights etc. Everyone has the right to keep one's privacy, honour, nationality, family, freedom of thought and expression, association, and suffrage. Each and every country of the world adopts obligations and duties to protect and fulfill its human rights. People all over the world struggle for establishing fundamental human rights. But unfortunately people are yet to overcome the barriers to human rights. Bangladesh emerged as an independent state as a result of a fight against violation of human rights by the Pakistanis in different ways. In spite of having enough potential for progress and prosperity, our country is still fighting against humiliating poverty and illiteracy. These two are perhaps the most powerful enemies of human rights. As a result, most of the people are unable to speak and think freely. It is essential that people need freedom to exercise their rights. But in our country they are often neglected by the established politics and socio-economic activities. Yet, there is ample scope for improvement in the status of human rights.

মানবাধিকার
বিভিন্ন পরিচিতি থাকা সত্ত্বেও সমস্ত মানবজাতির অন্তর্নিহিত অধিকারই মানবাধিকার। মানুষের সামাজিক অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার এবং অর্থনৈতিক অধিকার ইত্যাদি মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত। প্রত্যেকেরই তার ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান, জাতীয়তা, পরিবার, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, সংঘ এবং ভোটাধিকার রক্ষার অধিকার রয়েছে। বিশ্বের প্রত্যেকটি দেশেরই তার মানবাধিকার পালন ও রক্ষা করার বাধ্যবাধকতা ও কর্তব্য রয়েছে। সারা বিশ্বের মানুষ মৌলিক মানবাধিকার রক্ষায় সংগ্রাম করছে। কিন্তু দুর্ভাগ্যবশত জনগণ এখনও মানবাধিকারের বাধাসমূহ অতিক্রম করতে পারেনি। পাকিস্তানীদের বিভিন্নভাবে মানবাধিকার লংঘনের বিরুদ্ধে সংগ্রাম/ যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আবিভূর্ত হয়েছে। উন্নতি ও উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের দেশ এখনও অবমাননাকর দারিদ্র্য ও নিরক্ষরতার বিরুদ্ধে যুদ্ধ করছে। এই দুইটি মানবাধিকারের সম্ভবত সবচেয়ে শক্তিধর শত্র“। ফলে, অধিকাংশ মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও চিন্তা করতে অসমর্থ। এটা অপরিহার্য যে অধিকার আদায়ে মানুষের স্বাধীনতা থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে প্রতিষ্ঠিত রাজনীতি ও আর্থ-সামাজিক কর্মকান্ড দ্বারা তারা প্রায়ই অবহেলিত। তা সত্ত্বেও, মানবাধিকারের অবস্থার উন্নয়নের যথেষ্ট সুযোগ আছে।
Post a Comment (0)
Previous Post Next Post