বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিমন্ত্রণপত্র
ধরো, তোমাদের পাড়ায় “মৈত্রী সংঘ” নামে একটি ক্লাব আছে। ক্লাবের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র রচনা করো। বাংলা নববর্ষ উদযাপন
ধরো, তোমাদের পাড়ায় “মৈত্রী সংঘ” নামে একটি ক্লাব আছে। ক্লাবের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র রচনা করো।
প্রিয় সুধী,
শুভ ‘নববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে আগামী ১লা বৈশাখ, ১৪২৩ /১৪ই এপ্রিল, ২০২২, মঙ্গলবার সকাল ০৭টায় ‘মৈত্রী সংঘের’ পক্ষ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত।
তারিখ: ১০.০৪.২০১৫
বিনীত-
অরিন্দম খালেক
সাংস্কৃতিক সম্পাদক
আঞ্চলিক মৈত্রী সংঘ, সিলেট।
অনুষ্ঠানসূচি
০৬.৩০: মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি
০৭.৩০: সংঘ-প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু; এলাকা পরিভ্রমণ
০৯.০০: সংঘের মিলনায়তনে প্রীতিভোজ
১০.০০: মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
১২.০০: সমাপ্তি।
Post a Comment