G

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর রাজশাহী বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download

রাজশাহী বোর্ড
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
[ক] ভাষা
[খ] ধর্ম
[গ] ভূখণ্ড
[ঘ] মনস্তাত্ত্বিক ঐক্য
উত্তর: [ঘ] মনস্তাত্ত্বিক ঐক্য

২. ডিসেম্বর মাসের কত তারিখে মানবাধিকার দিবস পালন করা হয়?
[ক] ৭
[খ] ১০
[গ] ৯
[ঘ] ১০
উত্তর: [ঘ] ১০

৩. কোন দেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট?
[ক] বাংলাদেশ
[খ] ভারত
[গ] যুক্তরাষ্ট্র
[ঘ] ব্রিটেন
উত্তর: [ক] বাংলাদেশ

◈ উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
রাস্তায় দায়িত্ব পালনরত একজন ট্রাফিক পুলিশ রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও লালবাতি জ্বলার কারণে একটি গাড়িকে থামিয়ে দেন। গাড়িটি একজন বিচারপতির জানতে পেরে তিনি ঘাবড়িয়ে যান। কিন্তু তাকে অবাক করে দিয়ে মাননীয় বিচারপতি কাছে ডেকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

৪. উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টি লক্ষণীয়?
[ক] মূল্যবোধ
[খ] আইন
[গ] সাম্য
[ঘ] স্বাধীনতা
উত্তর: [খ] আইন

৫. মাননীয় বিচারপতির কর্মকাণ্ডের ফলে সমাজে-
i. আইনের শাসন প্রতিষ্ঠিত হবে
ii. অপ্রত্যাশিত সুবিধার অবসান ঘটবে
iii. দায়িত্ববোধ জাগ্রত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] ii ও iii
উত্তর: [ক] i

৬. ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
[ক] মন্টেস্কু
[খ] জন অস্টিন
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] ম্যাডিসন
উত্তর: [ক] মন্টেস্কু

৭. বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
[ক] জেলা জজ আদালত
[খ] প্রশাসনিক ট্রাইব্যুনাল
[গ] সুপ্রিম কোর্ট
[ঘ] দেওয়ানি আদালত
উত্তর: [গ] সুপ্রিম কোর্ট

৮. রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কোনটি?
[ক] জনমত গঠন
[খ] কর্মসূচি প্রণয়ন
[গ] সমস্যা নির্ধারণ
[ঘ] ক্ষমতায় আরোহণ করা
উত্তর: [ঘ] ক্ষমতায় আরোহণ করা

◈ উদ্দীপকটি পড়ে ৯নং প্রশ্নের উত্তর দাও:
“ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে”

৯. জাতীয় সংগীতের এ লাইনে ফুটে উঠেছে আমাদের-
i. আবেগ
ii. মূল্যবোধ
iii. দেশপ্রেম

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii
উত্তর: [গ] iii

১০. ‘লালফিতার দৌরাত্ম্য’- কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
[ক] সেনাশাসক
[খ] সংসদ সদস্য
[গ] আমলা
[ঘ] রাজনীতিবিদ
উত্তর: [গ] আমলা

১১. “নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি”- উক্তিটি কার?
[ক] এইচ. জে. লাস্কি
[খ] এফ. আই. গ্লাউড
[গ] ই. এম. হোয়াইট
[ঘ] ম্যাকাইভার
উত্তর: [গ] ই. এম. হোয়াইট

১২. আইনের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Leg
[খ] Law
[গ] Lag
[ঘ] Log
উত্তর: [খ] Law

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (রাজশাহী বোর্ড ২০১৯)

১৩. মূল্যবোধ কী?
[ক] সামাজিক আচার-আচরণের সমষ্টি
[খ] সমাজের মানুষের কার‌্যাবলি
[গ] রাষ্ট্রীয় আইনের প্রতি আনুগত্যবোধ
[ঘ] ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য
উত্তর: [ক] সামাজিক আচার-আচরণের সমষ্টি

১৪. "Law is the passionless reason" উক্তিটি কার?
[ক] জন অস্টিন
[খ] হেনরি মেইন
[গ] এরিস্টটল
[ঘ] অধ্যাপক হল্যান্ড
উত্তর: [গ] এরিস্টটল

◈ উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
ছোটবেলা থেকেই সাথীর মনে একটি ধারণা বন্ধমূল। সে মনে করে, শুধু রাষ্ট্র প্রদত্ত সুযোগসুবিধা ভোগ করলেই হবে না, রাষ্ট্রের প্রতিও আমাদের অনেক কিছু করার আছে। গত পৌরসভা নির্বাচনে সে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করে।

১৫. সাথীর ভোট প্রদান কোন ধরনের কর্তব্য?
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] আন্তর্জাতিক
উত্তর: [খ] রাজনৈতিক

১৬. সাথীর ধারণা মানুষের মাঝে কোন ধরনের প্রভাব ফেলবে?
i. অধিকার সচেতনতা বৃদ্ধি পাবে
ii. কর্তব্যবোধ জাগ্রত হবে
iii. জনকল্যাণ নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৭. অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?
[ক] ৪
[খ] ৫
[গ] ৬
[ঘ] ৭
উত্তর: [গ] ৬

১৮. সুশাসনের মূলনীতি কোনটি?
[ক] জবাবদিহিতা
[খ] সামাজিক সাম্য
[গ] নাগরিক অধিকার
[ঘ] নাগরিক ক্ষমতায়ন
উত্তর: [ক] জবাবদিহিতা

১৯. নিয়োগের শর্ত অনুযায়ী আমলারা কোনটি থেকে বিরত থাকেন?
[ক] জনসেবা
[খ] পরামর্শদান
[গ] রাজনীতি
[ঘ] বিরোধ নিষ্পত্তি
উত্তর: [গ] রাজনীতি

◈ উদ্দীপকটি পড়ে ২০নং প্রশ্নের উত্তর দাও:
ফাহিমের দেশের সংবিধানে নাগরিকদের কতিপয় সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে- যা শুধু রাষ্ট্রীয় পরিমণ্ডলে আবদ্ধ এবং অলঙ্ঘনীয়।

২০. উদ্দীপকে কোন বিষয়টির কথা বলা হয়েছে?
[ক] নৈতিক অধিকার
[খ] মৌলিক অধিকার
[গ] মানবাধিকার
[ঘ] রাজনৈতিক অধিকার
উত্তর: [খ] মৌলিক অধিকার

২১. 'CIVITAS' শব্দের অর্থ কী?
[ক] নগর
[খ] নগররাষ্ট্র
[গ] নাগরিক
[ঘ] নাগরিকতা
উত্তর: [খ] নগররাষ্ট্র

২২. আইনের প্রধান উৎস কোনটি?
[ক] প্রথা
[খ] ধর্ম
[গ] ন্যায়বোধ
[ঘ] আইনসভা
উত্তর: [ঘ] আইনসভা

২৩. আইনের শাসন বলতে বোঝায়-
i. আইনের প্রাধান্য
ii. আইনের দৃষ্টিতে সমতা
iii. প্রথার প্রাধান্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii
উত্তর: [ঘ] i ও ii

◈ উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
শামীমার বাবা সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত। নাগরিক অধিকার সংরক্ষণ ও ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে তার বিভাগটি কাজ করে থাকে। গতদিন তার বাবা একজন নিরাপরাধীকে মুক্তিদান করে সকলের প্রশংসা লাভ করেন।

২৪. শামীমার বাবা সরকারের কোন সংস্থায় কর্মরত?
[ক] আইন বিভাগ
[খ] শাসন বিভাগ
[গ] বিচার বিভাগ
[ঘ] নির্বাচন কমিশন
উত্তর: [গ] বিচার বিভাগ

২৫. শামীমার বাবার কর্মকাণ্ডের ফলে সমাজে-
i. ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে
ii. অপরাধের পরিমাণ হ্রাস পাবে
iii. সুশাসন প্রতিষ্ঠিত হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২৬. ‘আমলাতন্ত্রের’ ইংরেজি প্রতিশব্দ কোনটি?
[ক] Bureau
[খ] Bureaucrats
[গ] Bureaucracy
[ঘ] Bureaucratic
উত্তর: [গ] Bureaucracy

২৭. 'Liberty' শব্দের অর্থ কী?
[ক] স্বাধীন
[খ] স্বাধীনতা
[গ] সাম্য
[ঘ] সহযোগিতা
উত্তর: [খ] স্বাধীনতা

২৮. সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?
[ক] আইনের শাসন প্রতিষ্ঠা
[খ] সরকারের হস্তক্ষেপ বৃদ্ধি
[গ] তথ্যের গোপনীয়তা রক্ষা
[ঘ] রাষ্ট্রীয় স্বার্থের প্রাধান্য
উত্তর: [ক] আইনের শাসন প্রতিষ্ঠা

◈ উদ্দীপকটি পড়ে ২৯নং প্রশ্নের উত্তর দাও:
জনাব সোয়েব আখতার প্রতিদিন ল্যাপটপ ও মোবাইল ফোনের মাধ্যমে সরকারের বিভিন্নমসংস্থার কার্যক্রম করে বসেই দেখতে পান।

২৯. উদ্দীপকে তোমার পঠিত কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] ইন্টারনেট
[খ] সুশাসন
[গ] ই-গভর্ন্যান্স
[ঘ] ই-মেইল
উত্তর: [গ] ই-গভর্ন্যান্স

৩০. প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত?
[ক] পরিবার
[খ] গোষ্ঠী
[গ] নগররাষ্ট্র
[ঘ] জাতিরাষ্ট্র
উত্তর: [গ] নগররাষ্ট্র

2 comments: