G

SSC পল্লিজননী কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

পল্লিজননী
জসীমউদ্দীন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Bangla 1st Paper Kobita
Polli Jononi
Palli Janani
MCQ
Question and Answer pdf download

১. বাঁশবনে বসে কোন পাখি ডাকে? [Answer Hints: খ]
[ক] কোকিল
[খ] কানাকুয়ো
[গ] হুতুম
[ঘ] দোয়েল

২. নিচের কোন চিত্রটি সন্তানের অমঙ্গলের প্রতীক? [Answer Hints: গ]
[ক] নিবু নিবু দীপ
[খ] ঘোর-আন্ধার
[গ] হুতুমের ডাক
[ঘ] ঝড়ের কাঁপন

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
যতদিন যায়, দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়
জীবন-প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়।

৩. উপরের চিত্রকল্পে প্রকাশ পেয়েছে ‘পল্লিজননী’ কবিতার- [Answer Hints: ক]
[ক] সন্তানের মুমূর্ষু অবস্থা
[খ] অকৃত্রিম মাতৃস্নেহ
[গ] আরোগ্য লাভের আকুতি
[ঘ] রোগমুক্তির লক্ষণ

৪. উদ্দীপকে ফুটে ওঠা দিকটি নিচের যে চরণে বিদ্যমান তা হলো-
i. ঘরের চালেতে হুতুম ডাকিছে অকল্যাণ এ সুর
মরণের দূত এলো বুঝি হায়, হাঁকে মায়, দূর-দূর।
ii. নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান,
ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ।
iii. পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল;
আঁধারের সাথে যুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল।

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC পল্লিজননী কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘পল্লিজননী’ কবিতার বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ‘পল্লিজননী’ কবিতাটির রচয়িতা কে? [Answer Hints: গ]
[ক] কাজী নজরুল ইসলাম
[খ] ফররুখ আহমদ
[গ] জসীমউদ্দীন
[ঘ] সুকান্ত ভট্টাচার্য

২. কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন? [Answer Hints: গ]
[ক] ১৯০১ সালে
[খ] ১৯০২ সালে
[গ] ১৯০৩ সালে
[ঘ] ১৯০৪ সালে

৩. কবি জসীমউদ্দীন কোন জেলার জন্মগ্রহণ করেন? [Answer Hints: গ]
[ক] বরিশাল
[খ] নরসিংদী
[গ] ফরিদপুর
[ঘ] পাবনা

৪. কবি জসীমউদ্দীনের কবিতায় কোন বিষয়টি বেশি প্রকাশিত হয়েছে? [Answer Hints: ক]
[ক] পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র
[খ] বাংলার সামাজিক বৈষম্যের দিক
[গ] পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনচিত্র
[ঘ] সরকারের অবিচারের প্রতিবাদ

৫. কবি জসীমউদ্দীনের উপাধি কী? [Answer Hints: ঘ]
[ক] সাম্যের কবি
[খ] বিদ্রোহী কবি
[গ] স্বভাবকবি
[ঘ] পল্লিকবি

৬. কবি জসীমউদ্দীন কর্মজীবনের শুরুতে কোথায় অধ্যাপনা করেন? [Answer Hints: ঘ]
[ক] কলকাতা বিশ্ববিদ্যালয়ে
[খ] আলীগড় বিশ্ববিদ্যালয়ে
[গ] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
[ঘ] ঢাকা বিশ্ববিদ্যালয়ে

৭. কবি জসীমউদ্দীনের কাব্য প্রতিভার বিকাশ ঘটে কখন? [Answer Hints: খ]
[ক] শিশু অবস্থায়
[খ] ছাত্র অবস্থায়
[গ] অধ্যাপনা শুরুর পর
[ঘ] শেষ বয়সে

৮. কবি জসীমউদ্দীনের কোন কবিতাটি তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়? [Answer Hints: ঘ]
[ক] পল্লিজননী
[খ] বালুচর
[গ] আসমানী
[ঘ] কবর

৯. কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে? [Answer Hints: ক]
[ক] নকশী কাঁথার মাঠ
[খ] রাখালী
[গ] বালুচর
[ঘ] এক পয়সার বাঁশি

১০. কোনটি কবি জসীমউদ্দীনের রচিত ভ্রমণকাহিনী? [Answer Hints: গ]
[ক] নকশী কাঁথার মাঠ
[খ] রাখালী
[গ] চলে মুসাফির
[ঘ] হাসু
এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:
বাংলা ১ম পত্র গাইড

১১. কবি জসীমউদ্দীনকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান? [Answer Hints: ঘ]
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয়
[খ] কলকাতা বিশ্ববিদ্যালয়
[গ] আলীগড় বিশ্ববিদ্যালয়
[ঘ] বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

১২. কবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন? [Answer Hints: ঘ]
[ক] ১৯৭৩ সালে
[খ] ১৯৭৪ সালে
[গ] ১৯৭৫ সালে
[ঘ] ১৯৭৬ সালে

১৩. পল্লিজননী অন্ধকার রাতে জেগে রয়েছেন কেন? [Answer Hints: ক]
[ক] ছেলের অসুস্থতার কারণে
[খ] কাজ করার জন্য
[গ] প্রার্থনা করার জন্য
[ঘ] কবিরাজের অপেক্ষায়

১৪. পল্লিজননী কোথায় বসে রয়েছেন? [Answer Hints: গ]
[ক] বারান্দায়
[খ] দাওয়ায়
[গ] রুগ্ণ ছেলের শিয়রে
[ঘ] রুগ্ণ ছেলের পায়ের কাছে

১৫. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় নিবু নিবু দীপ ঘুরে ঘুরে জ্বলছে? [Answer Hints: ক]
[ক] রুগ্ণ ছেলের শিয়রে
[খ] ঘরের চৌকাঠের কাছে
[গ] চেয়ারের ওপর
[ঘ] রুগ্ণ ছেলের পায়ের কাছে

১৬. ‘পল্লিজননী’ কবিতায় এদো ডোবা থেকে কিসের দুর্গন্ধ ছড়াচ্ছে? [Answer Hints: খ]
[ক] পচা কাদার
[খ] পচান পাতার
[গ] পচা পাটের
[ঘ] পচা মাছের

১৭. পল্লিজননীর ঘর কেমন? [Answer Hints: ঘ]
[ক] পাকা
[খ] টিনের তৈরি
[গ] আধাপাকা
[ঘ] কুঁড়েঘর

১৮. পল্লিজননীর ঘরের বেড়ার ফাঁক দিয়ে কী আসে? [Answer Hints: গ]
[ক] নেড়ী কুকুর
[খ] বিড়াল
[গ] শীতের বাতাস
[ঘ] রোদের কিরণ

১৯. ‘পল্লিজননী’ কবিতায় মা ছেলের শিয়রে বসে কী করছেন? [Answer Hints: গ]
[ক] পাটি তৈরি করছেন
[খ] মাথায় জলপট্টি দিচ্ছেন
[গ] ছেলের নানা ঘটনা ভাবছেন
[ঘ] হস্তশিল্পের কাজ করছেন

২০. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটির শুয়ে থাকতে ভালো লাগে না কেন? [Answer Hints: ক]
[ক] অসুস্থতার কারণে
[খ] মায়ের বকুনির কারণে
[গ] খেলতে যাবে বলে
[ঘ] পচান পাতার দুর্গন্ধে

২১. পল্লিজননী ছেলের পাণ্ডুর গালে চুমো খায় কেন? [Answer Hints: খ]
[ক] খুশি হয়ে
[খ] মমতায়
[গ] ছেলে শুয়ে থাকতে না চাওয়ায়
[ঘ] ছেলে সুস্থ হয়ে যাওয়ায়

২২. পল্লিজননী ছেলের সুস্থতার জন্য কোথায় মোমবাতি মানে? [Answer Hints: গ]
[ক] মাজারে
[খ] দরগায়
[গ] মসজিদে
[ঘ] মন্দিরে

২৩. পল্লিজননীর প্রাণ কাঁদে কেন? [Answer Hints: খ]
[ক] অভাবের কারণে
[খ] সন্তানের অসুস্থতার জন্য
[গ] ছেলের শীত লাগায়
[ঘ] পুতুল কেনার পয়সা না দিতে পারায়

২৪. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় কানা কুয়ো ডাকে? [Answer Hints: গ]
[ক] ঘরের চালে
[খ] সুপারিগাছে
[গ] বাঁশবনে
[ঘ] শালবনে

২৫. ‘পল্লিজননী’ কবিতায় কিসের বাতাসে সুপারির বন হেলে পড়ে? [Answer Hints: ঘ]
[ক] ঝড়ের বাতাসে
[খ] শীতের ঠাণ্ডা হাওয়ায়
[গ] হুতোমের পাখার বাতাসে
[ঘ] বাদুড়ের পাখায় বাতাসে

২৬. ‘পল্লিজননী’ কবিতায় বুনো পথে কুয়াশার কাফন ধরে কে যায়? [Answer Hints: ঘ]
[ক] বাদুড়ের দল
[খ] হুতোমের দল
[গ] কানাকুয়ো
[ঘ] জোনাকি মেয়েরা

২৭. পল্লিজননীর মনে কিসের শঙ্কা জাগে? [Answer Hints: খ]
[ক] দীপ নিভে যাওয়ার
[খ] সন্তান হারানোর
[গ] সুপারির বন হেলে পড়ার
[ঘ] ছেলের লাটাই হারিয়ে ফেলার

২৮. কোন কথা ভাবতে পল্লিজননীর প্রাণ শিউরে ওঠে? [Answer Hints: ঘ]
[ক] হুতোমের ডাকের কথা
[খ] অন্ধকার রাতের কথা
[গ] কানাকুয়োর কথা
[ঘ] ছেলে হারানোর কথা

২৯. পল্লিজননী মনে মনে কিসের জাল বোনে? [Answer Hints: গ]
[ক] অভাব দূর করার
[খ] ছেলের বায়না পূরণের
[গ] ছেলের সুস্থতার
[ঘ] ছেলের লাটাই যত্নে রাখার

৩০. ‘পল্লিজননী’ কবিতায় রুগ্ণ ছেলেটি কার ঝাড়ফুঁকের কথা বলেছে? [Answer Hints: গ]
[ক] করিমের
[খ] আজিজের
[গ] রহিম চাচার
[ঘ] জালাল কবিরাজের

৩১. রুগ্ণ ছেলেটি পল্লিজননীকে কী যতন করে রাখতে বলেছে? [Answer Hints: ক]
[ক] লাটাই
[খ] ঘুড়ি
[গ] বই
[ঘ] খেলনা গাড়ি

৩২. রুগ্ণ ছেলেটি পল্লিজননীকে সাত-নরি সিকা ভরে কী রাখতে বলেছে? [Answer Hints: খ]
[ক] খেজুরের গুড়
[খ] ঢ্যাঁপের মোয়া
[গ] মুড়ি
[ঘ] খই

৩৩. রুগ্ণ ছেলেটি পল্লিজননীকে খেজুরের গুড়ের নয়া পাটালি কিসে রাখতে বলেছে? [Answer Hints: খ]
[ক] সাত-নরি সিকায়
[খ] হুড়ুমের কোলায়
[গ] মাটির হাঁড়িতে
[ঘ] পাটের ব্যাগে

৩৪. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি মাকে না বলে কোথায় গিয়েছিল? [Answer Hints: ক]
[ক] দূর বনে
[খ] পাহাড়ে
[গ] বন্ধুর বাড়ি
[ঘ] নৌকা ভ্রমণে

৩৫. ‘পল্লিজননী’ কবিতায় মায়ের প্রাণ আইঢাই করেছিল কেন? [Answer Hints: ক]
[ক] সন্ধ্যা হয়ে গেলেও ছেলে ফিরে না আসায়
[খ] ছেলে পুতুল কিনতে টাকা চাওয়ায়
[গ] ছেলে আড়ং দেখতে যাওয়ায়
[ঘ] বাঁকা বনে কানা কুয়ো ডাকায়

৩৬. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি দূর বন থেকে এক কোঁচ ভরে কী নিয়ে আসে? [Answer Hints: গ]
[ক] লটকন ফল
[খ] নাটাফল
[গ] বেথুল
[ঘ] আমলকী

৩৭. দূর বন থেকে সাঁঝের বেলায় বাড়ি ফেরায় পল্লিজননী ছেলেকে কী বলে গালি দেয়? [Answer Hints: খ]
[ক] জানোয়ার
[খ] মুখপোড়া
[গ] বেয়াদব
[ঘ] হতভাগা

৩৮. পল্লিজননী ছেলের ছোটখাটো বায়না মেটাতে পারেনি কেন? [Answer Hints: ক]
[ক] অভাবের কারণে
[খ] ব্যস্ততার কারণে
[গ] স্বামী না থাকায়
[ঘ] রাগ করে থাকায়

৩৯. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি আড়ঙের দিনে মায়ের কাছে কী কিনতে পয়সা চায়? [Answer Hints: খ]
[ক] বাঁশি
[খ] পুতুল
[গ] ঘুড়ি
[ঘ] বাতাসা

৪০. পল্লিজননীর কাছে ছেলের পুতুল কেনার পয়সা জোটেনি বলে তিনি ছেলেকে কী বলেছেন? [Answer Hints: ক]
[ক] মোসলমানের আড়ং দেখিতে নাই
[খ] ওরে মুখপোড়া কোথা গিয়েছিলি এমনি এ কালী সাঁঝে
[গ] চুপটি করিয়া ঘুমোতো একটিবার
[ঘ] ভালো করে দাও আলা রসুল ভালো করে দাও পীর

৪১. ছেলের অসুখে পল্লিজননী ওষুধ আনেননি কেন? [Answer Hints: গ]
[ক] ছেলের ওপর রাগ করে
[খ] বিনা ওষুধেই ভালো হবে ভেবে
[গ] ওষুধ কেনার টাকা না থাকায়
[ঘ] কবিরাজের বাড়ি দূরে হওয়ায়

৪২. ‘পল্লিজননী’ কবিতায় কোনটি অকল্যাণের প্রতীক? [Answer Hints: ঘ]
[ক] বাঁশবনে কানা কুয়ো ডাকা
[খ] সুপারিবনে বাদুড় ওড়া
[গ] বুনো পথে জোনাকি ওড়া
[ঘ] ঘরের চালে হুতুম ডাকা

৪৩. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় হুতুম ডাকছে? [Answer Hints: ক]
[ক] ঘরের চালে
[খ] সুপারিবনে
[গ] বাঁশবনে
[ঘ] নারকেলগাছে

৪৪. পল্লিজননী দূর-দূর করে ওঠেন কেন? [Answer Hints: খ]
[ক] কানাকুয়ো তাড়াতে
[খ] হুতুম তাড়াতে
[গ] বাদুড় তাড়াতে
[ঘ] জোনাকি তাড়াতে

৪৫. ‘পল্লিজননী’ কবিতায় কোথায় বিরহিনী ডাহুক ডাকে? [Answer Hints: খ]
[ক] সুপারি বনে
[খ] পচা ডোবায়
[গ] দূর বনে
[ঘ] বাঁশবনে

৪৬. ‘পল্লিজননী’ কবিতায় কৃষাণ ছেলেরা কার বাচ্চা চুরি করেছে? [Answer Hints: গ]
[ক] কানা কুয়োর
[খ] বাদুড়ের
[গ] ডাহুকের
[ঘ] হুতুমের

৪৭. ‘পল্লিজননী’ কবিতায় কার সম্মুখে ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা? [Answer Hints: ক]
[ক] মায়ের
[খ] রুগ্ণ ছেলেটির
[গ] রহিম চাচার
[ঘ] করিমের

৪৮. কিসের সাথে বুঝিয়া মাটির প্রদীপের তেল ফুরিয়ে এসেছে? [Answer Hints: খ]
[ক] শীতের সাথে
[খ] আঁধারের সাথে
[গ] ডোবার পচা গন্ধের সাথে
[ঘ] বাতাসের সাথে

৪৯. ‘পল্লিজননী’ কবিতায় নামাজের ঘর বলতে কী বোঝানো হয়েছে? [Answer Hints: গ]
[ক] মাজার
[খ] খানকাহ শরিফ
[গ] মসজিদ
[ঘ] মায়ের ঘর

৫০. পল্লিজননী নামাজের ঘরে মোমবাতি মানেন কেন? [Answer Hints: ক]
[ক] ছেলের সুস্থতার জন্য
[খ] দূর বন থেকে ছেলে ফিরে আসার জন্য
[গ] হুতুমের ডাক বন্ধ করার জন্য
[ঘ] অভাব দূর করার জন্য

৫১. ‘পল্লিজননী’ কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? [Answer Hints: গ]
[ক] নকশী কাঁথার মাঠ
[খ] এক পয়সার বাঁশি
[গ] রাখালী
[ঘ] হাসু

৫২. ‘পল্লিজননী’ কবিতানুযায়ী কার মতো মমতাময়ী আর কেউ নেই? [Answer Hints: খ]
[ক] বাবার
[খ] মায়ের
[গ] ভাইয়ের
[ঘ] বোনের

৫৩. ‘পল্লিজননী’ কবিতার মূল কথা কোনটি? [Answer Hints: গ]
[ক] গ্রাম্য প্রকৃতির বর্ণনা
[খ] সমাজের বিভিন্ন সংস্কার বর্ণনা
[গ] অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ
[ঘ] পল্লিমায়েদের অভাব-অনটন

বহুপদী সমাপ্তিসূচক

৫৪. পল্লিজননী রুগ্ণ ছেলের শিয়রে বসে রয়েছেন-
i. সন্তানবাৎসল্যের আকর্ষণে
ii. ছেলের অসুখ ভালো করার জন্য
iii. সন্তানের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. ‘পল্লিজননী’ কবিতায় মাটির প্রদীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে-
i. বাতাসের কারণে
ii. তেল ফুরিয়ে আসার কারণে
iii. মায়ের পাখার বাতাসে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. পল্লিজননীর ঘরের বেড়ার ফাঁক দিয়ে শীতের বায়ু আসে-
i. পল্লিজননী দরিদ্র হওয়ায়
ii. কুঁড়েঘরের বেড়া ভাঙা থাকায়
iii. পল্লিজননী ঘরের বেড়া ফাঁকা করে দেওয়ায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি শুয়ে থাকতে চায় না-
i. একঘেয়েমি লাগার কারণে
ii. স্বভাবসুলভ চঞ্চলতার কারণে
iii. আড়ং দেখতে যাওয়ার লোভে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. পল্লিজননী নামাজের ঘরে মোমবাতি মানে-
i. সন্তানের সুস্থতা কামনা করে
ii. সংসারের অভাব দূর করার আশায়
iii. সন্তানের প্রতি অজানা আশঙ্কা করে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. ‘ভালো করে দাও আলা রসুল ভালো করে দাও পীর’- চরণটিতে প্রকাশ পেয়েছে-
i. পল্লিজননীর ধর্মীয় জ্ঞানের গভীরতা
ii. পল্লিজননীর সন্তানের প্রতি ভালোবাসা
iii. পল্লিজননীর হৃদয়ের আকুতি

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬০. পল্লিজননীর পরাণ শিউরে ওঠে-
i. ছেলে হারানোর কথা ভাবলে
ii. ছেলের পুতুল কেনার কথা ভাবলে
iii. ছেলে সন্ধ্যেবেলা ঘরে না ফিরলে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. ‘পল্লিজননী’ কবিতায় মায়ের প্রাণ আইঢাই করে-
i. ছেলে আড়ং দেখতে গেলে
ii. সাঁঝ হলেও ছেলে ফিরে না আসায়
iii. ছেলের প্রতি ভালোবাসার কারণে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. পল্লিজননী গরিব হওয়ার ফল হলো-
i. ছেলের জন্য ওষুধ কিনতে না পারা
ii. ছেলেকে আড়ং দেখতে নিষেধ করা
iii. ছেলের জন্য মসজিদে মোমবাতি মানা

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. ‘মোসলমানের আড়ং দেখিতে নাই’- পল্লিজননী ছেলেকে এ কথা বলেছেন-
i. ধর্মীয় কুসংস্কারে বিশ্বাস করে
ii. সংসারের অভাবের কারণে
iii. পুতুল কেনার পয়সা জোটেনি বলে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. পল্লিজননী ছেলের জন্য ওষুধ আনেনি-
i. পয়সার অভাবে
ii. ছেলের ওপর রাগ করে
iii. সামর্থ্যরে অভাবে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. পল্লিজননী ঘরের চালে হুতুমের ডাক শুনে দূর দূর করে ওঠেন-
i. হুতুমের ডাক অকল্যাণের হওয়ায়
ii. ছেলের প্রতি অজানা আশঙ্কা করে
iii. ছেলে হুতুমের ডাকে ভয় পাবে ভেবে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. ‘পল্লিজননী’ কবিতায় পচা ডোবা থেকে ডাহুক ডাকছে-
i. বিরহিনী সুরে
ii. কৃষাণ ছেলেরা তার বাচ্চা চুরি করায়
iii. অকল্যাণের সুরে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. পল্লিজননী মনঃকষ্টে ভোগেন-
i. ছেলেকে গালি দেওয়ায়
ii. ছেলেকে পুতুল কেনার পয়সা না দিতে পারায়
iii. ছেলের অসুখে ওষুধ কিনতে না পারায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক

নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রোকন প্রচণ্ড জ্বরে বিছানাগত হয়ে যায়। এ অবস্থা দেখে তার মা উদ্বিগ্ন হয়ে পড়ে। ছেলের অসুখ ভালো হলে মসজিদে মিলাদ দেওয়ার মানত করে।

৬৮. উদ্দীপকের রোকনের সাথে ‘পল্লিজননী’ কবিতার কার মিল বিদ্যমান? [Answer Hints: ক]
[ক] পল্লিমায়ের ছেলেটির
[খ] মায়ের
[গ] করিমের
[ঘ] রহিম চাচার

৬৯. উদ্দীপকের রোকনের মায়ের মাঝে পল্লিজননীর যে দিকটির প্রকাশ ঘটেছে তা হলো-
i. সন্তানবাৎসল্য
ii. সংসারের অভাব
iii. সন্তানের সুস্থতার জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নিজাম কবিরাজ পানি পড়া দেয়। এলাকার বিভিন্ন মানুষ রোগের জন্য তার কাছে পানি পড়া নিতে আসে। এর জন্য নিজাম কবিরাজ কোনো টাকা নেয় না। শুধু পানিতে দুই তিন ফুঁ দিয়েই বলে এতে সকল রোগ সেরে যাবে।

৭০. ‘পল্লিজননী’ কবিতার আলোকে বলা যায় উদ্দীপকের নিজাম কবিরাজ ‘পল্লিজননী’ কবিতার কোন চরিত্রের প্রতিভূ? [Answer Hints: খ]
[ক] করিম
[খ] রহিম চাচা
[গ] আজিজ
[ঘ] পল্লিজননী

৭১. উদ্দীপকের নিজাম কবিরাজের মতো লোকেরা-
i. পল্লিজননীর মতো অনেকের বিশ্বাস অর্জন করেছে
ii. আমাদের দেশের একটি সংস্কারকে ধারণ করে আছে
iii. পল্লির মানুষের সরলতার সুযোগ নিচ্ছে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭২ ও ৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সজীব সারা দিন ছোটাছুটি করে বেড়ায়। এজন্য মা তাকে প্রায়ই বকাবকি করে। একদিন সন্দেশ বিক্রেতাকে দেখে সজীব মায়ের কাছে সন্দেশ খাওয়ার বায়না ধরে। কিন্তু মা তাকে সন্দেশ না কিনে দিয়ে বলে “এই সন্দেশ ভালো না, বাজার থেকে ভালো সন্দেশ কিনে দেবো।”

৭২. উদ্দীপকে সজীবের মায়ের মাঝে পল্লিজননীর কোন দিকটি প্রকাশ পেয়েছে? [Answer Hints: খ]
[ক] সন্তানের প্রতি ভালোবাসার দিক
[খ] মায়ের দরিদ্রতার দিক
[গ] মায়ের মনঃকষ্টের দিক
[ঘ] মায়ের অজানা আশঙ্কার দিক

৭৩. উদ্দীপকের সজীবের মায়ের তুলনায় কবিতায় বর্ণিত পল্লিজননীর অপত্যস্নেহের আকর্ষণ বেশি। কেননা-
i. পল্লিজননী নিজের অপারগতায় মনঃকষ্টে ভুগেছে
ii. পল্লিজননী পুত্রের অসুস্থতায় ব্যথিত হয়েছে
iii. পুত্রের জন্য অজানা আশঙ্কায় পল্লিজননী চিন্তিত হয়েছে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাড়ির পাশের গাছে একটি হাঁড়িচাচা পাখি ডেকে সারা হচ্ছে। সখিনা এই পাখির ডাক শুনে শিহরিত হয়। সে মায়ের কাছে শুনেছে হাঁড়িচাচা ডাকলে নাকি বাড়িতে কুটুম আসে।

৭৪. উদ্দীপকে ‘পল্লিজননী’ কবিতার কার সাদৃশ্য লক্ষণীয়? [Answer Hints: ক]
[ক] রুগ্ণ ছেলেটির
[খ] রহিম চাচার
[গ] করিমের
[ঘ] পল্লিজননীর

৭৫. উদ্দীপকের ঘটনাটি ‘পল্লিজননী’ কবিতার যে দিকটি ধারণ করে-
i. পল্লির মানুষের জীবনচিত্র
ii. পল্লির মানুষের প্রকৃতিনির্ভর বিশ্বাস
iii. পল্লির মানুষের পাখিপ্রীতি

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment