G

SSC তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
শামসুর রাহমান

SSC Bangla 1st Paper Kobita
Tumake Pawar Jonno He Shadhinota
MCQ
Question and Answer pdf download

১. দানবের মতো চিৎকার করতে করতে কী এসেছিল? [Answer Hints: খ]
[ক] পাকসেনা
[খ] ট্যাঙ্ক
[গ] হরিদাসী
[ঘ] স্বাধীনতা

২. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা
ছাত্রাবাস বস্তি উজাড় হলো - ‘ছাত্রাবাস বস্তি উজাড় হলো’ এ পঙ্ক্তিতে কিসের চিত্র আছে? [Answer Hints: খ]
[ক] স্বাধীনতার সুর
[খ] ধ্বংসের চিত্র
[গ] গণ-আন্দোলনের রূপ
[ঘ] মুক্তিযুদ্ধের পটভূমি

নিচের উদ্দীপকটি পড়ে ৩, ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:
চিনতে নাকি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে?
রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে
ম্কুত বাতাস কিনতে?

৩. উদ্দীপকের ক্ষুদিরাম ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কাদের প্রতিনিধিত্ব করে? [Answer Hints: খ]
i. মুক্তিযোদ্ধাদের
ii. আপামর জনসাধারণের
iii. আত্মত্যাগী মানুষদের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. এরূপ প্রতিনিধিত্বের কারণ কী? [Answer Hints: খ]
[ক] ঐক্যচেতনা
[খ] স্বাজাত্যবোধ
[গ] দেশপ্রেম
[ঘ] সাহসিকতা

নবম-দশম শ্রেণির বাংলা ১ম পত্র গাইড
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার বাছাইকৃত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন? [Answer Hints: গ]
[ক] ১৯১৯ সালে
[খ] ১৯২৫ সালে
[গ] ১৯২৯ সালে
[ঘ] ১৯৩৫ সালে

২. শামসুর রাহমানের জন্মতারিখ কোনটি? [Answer Hints: ঘ]
[ক] ১৯শে আগস্ট ১৯১৯
[খ] ২৪শে অক্টোবর ১৯১৯
[গ] ২৯শে আগস্ট ১৯২৯
[ঘ] ২৪শে অক্টোবর ১৯২৯

৩. শামসুর রাহমানের জন্মস্থান কোনটি? [Answer Hints: ক]
[ক] ঢাকা
[খ] নরসিংদী
[গ] চট্টগ্রাম
[ঘ] মানিকগঞ্জ

৪. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়? [Answer Hints: খ]
[ক] ঢাকা জেলায়
[খ] নরসিংদী জেলায়
[গ] মানিকগঞ্জ জেলায়
[ঘ] মুন্সিগঞ্জ জেলায়

৫. শামসুর রাহমানের গ্রামের নাম কী? [Answer Hints: গ]
[ক] কাশবন
[খ] বিজয়করা
[গ] পাড়াতলী
[ঘ] মাঝআইল

৬. শামসুর রাহমানের বাবার নাম কোনটি? [Answer Hints: গ]
[ক] মাহমুদুর রহমান
[খ] মোস্তাফিজুর রহমান
[গ] মোখলেসুর রহমান
[ঘ] মাসুদুর রহমান

৭. শামসুর রাহমানের মায়ের নাম কী? [Answer Hints: খ]
[ক] সালমা বেগম
[খ] আমেনা খাতুন
[গ] রহিমা খাতুন
[ঘ] সালেহা বেগম

৮. শামসুর রাহমান কত সালে ম্যাট্রিক পাস করেন? [Answer Hints: ঘ]
[ক] ১৯২৯ সালে
[খ] ১৯৩৫ সালে
[গ] ১৯৩৯ সালে
[ঘ] ১৯৪৫ সালে

৯. শামসুর রাহমান কত সালে ইন্টারমিডিয়েট পাস করেন? [Answer Hints: ঘ]
[ক] ১৯২৭ সালে
[খ] ১৯২৯ সালে
[গ] ১৯৩৯ সালে
[ঘ] ১৯৪৭ সালে

১০. শামসুর রাহমান কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন? [Answer Hints: গ]
[ক] রেসিডেনসিয়াল মডেল স্কুল
[খ] কলেজিয়েট স্কুল
[গ] পোগোজ স্কুল
[ঘ] আইডিয়াল স্কুল

এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য পড়ুন সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন-উত্তরসহ:

১১. শামসুর রাহমান কোথা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? [Answer Hints: ক]
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
[খ] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে
[গ] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে
[ঘ] রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে

১২. শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি ছিল? [Answer Hints: খ]
[ক] এই পথ এই কোলাহল
[খ] প্রেমাংশুর রক্ত চাই
[গ] গৃহযুদ্ধের আগে
[ঘ] নূরুলদীনের সারাজীবন

১৩. শামসুর রাহমান কোন কাজে একনিষ্ঠভাবে নিয়োজিত ছিলেন? [Answer Hints: ক]
[ক] কাব্য সাধনায়
[খ] শিক্ষকতায়
[গ] বিজ্ঞান গবেষণায়
[ঘ] মানবসেবায়

১৪. কাদের জীবনের আশা-আকাক্সক্ষা হতাশার কথা শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে বিধৃত হয়েছে? [Answer Hints: খ]
[ক] উচ্চবিত্তদের
[খ] মধ্যবিত্তদের
[গ] নিম্নবিত্তদের
[ঘ] উচ্চ মধ্যবিত্তদের

১৫. শামসুর রাহমানের কবিতায় কোন ধরনের কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশিত হয়েছে? [Answer Hints: ঘ]
[ক] প্রাচীন কাব্যধারার
[খ] মধ্যযুগীয় কাব্যধারার
[গ] আধুনিক কাব্যধারার
[ঘ] অতি আধুনিক কাব্যধারা

১৬. কবিতায় উপমা ও চিত্রকল্প ব্যবহারে শামসুর রাহমান কোনটিকে অবলম্বন করেছেন? [Answer Hints: গ]
[ক] বিজ্ঞান
[খ] শহর
[গ] প্রকৃতি
[ঘ] মানুষ

SSC তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতার (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭. কোনটি শামসুর রাহমানের অন্যতম কাব্যগ্রন্থ? [Answer Hints: ক]
[ক] মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই
[খ] বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
[গ] প্রেমাংশুর রক্ত চাই
[ঘ] এসেছি নিজের ভোরে

১৮. নিচের কোনটি শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? [Answer Hints: খ]
[ক] বাংলার মাটি বাংলার জল
[খ] বুক তার বাংলাদেশের হৃদয়
[গ] অগ্নি ও জলের কবিতা
[ঘ] মিছিলের সমান বয়সী

১৯. শামসুর রাহমানের মৃত্যুতারিখ কোনটি? [Answer Hints: গ]
[ক] ১৭ই আগস্ট ২০০৪
[খ] ২৪শে অক্টোবর ২০০৪
[গ] ১৭ই আগস্ট ২০০৬
[ঘ] ২৪শে অক্টোবর ২০০৬

২০. স্বাধীনতা আসবে বলে কার কপাল ভাঙল? [Answer Hints: খ]
[ক] হরিদাসীর
[খ] সাকিনা বিবির
[গ] অনাথ কিশোরীর
[ঘ] মোল্লাবাড়ির বিধবার

২১. শহরের বুকে কোন রঙের ট্যাঙ্ক এলো? [Answer Hints: গ]
[ক] কালো
[খ] হলুদ
[গ] জলপাই
[ঘ] জাম

২২. জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করতে করতে শহরে এলো? [Answer Hints: গ]
[ক] হাতির মতো
[খ] সিংহের মতো
[গ] দানবের মতো
[ঘ] উন্মত্তের মতো

২৩. কোনগুলো যত্রতত্র খই ফোটাল? [Answer Hints: ক]
[ক] রাইফেল, মেশিনগান
[খ] পিস্তল, গ্রেনেড
[গ] স্টেনগান, কামান
[ঘ] হাতবোমা, রকেট লাঞ্চার

২৪. রিকয়েললেস রাইফেল আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র- এখানে কিসের চিত্র প্রকাশিত হয়েছে? [Answer Hints: ক]
[ক] নির্মম হত্যাযজ্ঞের
[খ] সম্মিলিত প্রতিরোধের
[গ] সামরিক অনুশীলনের
[ঘ] আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার

২৫. কার সিঁথির সিঁদুর মুছে গেল? [Answer Hints: গ]
[ক] সুমতির
[খ] রেণুমালার
[গ] হরিদাসীর
[ঘ] অঞ্জলীর

২৬. স্বাধীনতা আসবে বলে কোনটি ছাই হয়ে গেল? [Answer Hints: খ]
[ক] শহরের পর শহর
[খ] গ্রামের পর গ্রাম
[গ] বনের পর বন
[ঘ] মাঠের পর মাঠ

২৭. স্বাধীনতা আসবে বলে প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে কে আর্তনাদ করল? [Answer Hints: খ]
[ক] ঘোড়া
[খ] কুকুর
[গ] বিড়াল
[ঘ] হাতি

২৮. অবুঝ শিশু কিসের ওপর হামাগুড়ি দিল? [Answer Hints: ঘ]
[ক] বাস্তুভিটার ভগ্নস্তূপের ওপর
[খ] জলপাই রঙের ট্যাঙ্কের ওপর
[গ] নতুন নিশানের ওপর
[ঘ] পিতামাতার লাশের ওপর

২৯. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার পিতামাতা হানাদারদের হত্যাযজ্ঞের শিকার হয়েছে? [Answer Hints: খ]
[ক] হরিদাসীর
[খ] অবুঝ শিশুর
[গ] থুত্থুরে বুড়োর
[ঘ] রুস্তম শেখের

৩০. স্বাধীনতার প্রতীক্ষায় থুত্থুরে বুড়ো কোথায় বসে আছেন? [Answer Hints: গ]
[ক] বৃদ্ধাশ্রমে
[খ] পথের ধারে
[গ] ঘরের দাওয়ায়
[ঘ] বিধ্বস্ত বাস্তুভিটায়

৩১. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় প্রকাশিত ঘরের দাওয়ায় থুত্থুরে বুড়োর বসে থাকার সময়কাল কোনটি? [Answer Hints: খ]
[ক] সকাল
[খ] বিকেল
[গ] সন্ধ্যা
[ঘ] রাত

৩২. বাতাসে উদাস দাওয়ায় বসে থাকা থুত্থুরে বুড়োর কী নড়ছে? [Answer Hints: খ]
[ক] দাড়ি
[খ] চুল
[গ] রুমাল
[ঘ] গামছা

৩৩. স্বাধীনতার প্রত্যাশায় দগ্ধ ঘরের খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে? [Answer Hints: ক]
[ক] মোল্লাবাড়ির বিধবা
[খ] হরিদাসী
[গ] সাকিনা বিবি
[ঘ] হাড্ডিসার অনাথ কিশোরী

৩৪. স্বাধীনতার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী কী হাতে দাঁড়িয়ে আছে? [Answer Hints: খ]
[ক] বই-খাতা
[খ] শূন্য থালা
[গ] নতুন নিশান
[ঘ] ফুলের মালা

৩৫. সগীর আলীর বাড়ি কোথায়? [Answer Hints: খ]
[ক] জেলেপাড়ায়
[খ] শাহবাজপুরে
[গ] বস্তিতে
[ঘ] ঢাকা শহরে

৩৬. সগীর আলীর পরিচয় কোনটি? [Answer Hints: ক]
[ক] জোয়ান কৃষক
[খ] দক্ষ মাঝি
[গ] ঢাকার রিকশাওয়ালা
[ঘ] মোল্লাবাড়ির কর্তা

৩৭. জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম কী? [Answer Hints: ঘ]
[ক] সগীর আলী
[খ] হরিদাস
[গ] রুস্তম আলী
[ঘ] কেষ্ট দাস

৩৮. মতলব মিয়ার পরিচয় কোনটি? [Answer Hints: গ]
[ক] দক্ষ রিকশাচালক
[খ] দক্ষ কৃষক
[গ] দক্ষ মাঝি
[ঘ] দক্ষ জেলে

৩৯. মতলব মিয়া কোন নদীতে নৌকা চালায়? [Answer Hints: খ]
[ক] পদ্মা
[খ] মেঘনা
[গ] যমুনা
[ঘ] শীতলক্ষ্যা

৪০. উদ্দাম ঝড়ে মতলব মিয়া কী বলে নৌকা চালায়? [Answer Hints: খ]
[ক] আলী আলী
[খ] গাজী গাজী
[গ] হেঁইয়ো হেঁইয়ো
[ঘ] জয় বাংলা জয় বাংলা

৪১. রুস্তম শেখ কে? [Answer Hints: গ]
[ক] জোয়ান কৃষক
[খ] সাহসী জেলে
[গ] ঢাকার রিকশাওয়ালা
[ঘ] নৌকার মাঝি

৪২. কার ফুসফুস এখন পোকার দখলে? [Answer Hints: গ]
[ক] সাকিনা বিবির
[খ] কেষ্ট দাসের
[গ] রুস্তম শেখের
[ঘ] হরিদাসীর

৪৩. তেজি তরুণ কী কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়? [Answer Hints: খ]
[ক] স্টেনগান
[খ] রাইফেল
[গ] শটগান
[ঘ] মেশিনগান

৪৪. কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে? [Answer Hints: গ]
[ক] জোয়ান কৃষকের
[খ] মোল্লাবাড়ির বিধবার
[গ] তেজী তরুণের
[ঘ] থুত্থুরে বুড়োর

৪৫. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় সকলের ব্যাকুল প্রতীক্ষা কিসের জন্য? [Answer Hints: খ]
[ক] তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতার জন্য
[খ] স্বাধীনতার জন্য
[গ] বসন্তের জন্য
[ঘ] সম অধিকারের জন্য

৪৬. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার তেজি তরুণের পরিচয় কী? [Answer Hints: ক]
[ক] মুক্তিযোদ্ধা
[খ] জোয়ান কৃষক
[গ] দক্ষ মাঝি
[ঘ] হানাদারদের সহযোগী

৪৭. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কবি কোনটিকে অবশ্যম্ভাবী বলেছেন? [Answer Hints: গ]
[ক] পরাধীনতাকে
[খ] হত্যাযজ্ঞকে
[গ] স্বাধীনতাকে
[ঘ] আত্মত্যাগকে

৪৮. ‘সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর’- বাক্যটিকে কী বলা হয়েছে? [Answer Hints: ক]
[ক] হরিদাসী স্বামীহারা হয়েছে
[খ] হরিদাসীর বিয়ে ভেঙে গেছে
[গ] হরিদাসীর মৃত্যু হয়েছে
[ঘ] হরিদাসী সহায়-সম্বল-সম্ভ্রম হারিয়েছে

৪৯. সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর কোথায় সিঁদুর পরিয়ে দেওয়া হয়? [Answer Hints: ঘ]
[ক] হাতে
[খ] পায়ে
[গ] কপালে
[ঘ] সিঁথিতে

৫০. রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন? [Answer Hints: খ]
[ক] অসুস্থ বলে
[খ] মৃত বলে
[গ] ধূমপায়ী বলে
[ঘ] যুদ্ধে গিয়েছেন বলে

৫১. হরিদাসী ও মোল্লাবাড়ির দগ্ধ ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা নারীর মধ্যে সাদৃশ্য কিসে? [Answer Hints: খ]
[ক] যুদ্ধে যোগদান করায়
[খ] বিধবা হওয়ায়
[গ] গৃহহীন হওয়ায়
[ঘ] অনাথ হওয়ায়

৫২. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? [Answer Hints: ঘ]
[ক] বুক তার বাংলাদেশের হৃদয়
[খ] বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
[গ] দুঃসময়ের মুখোমুখী
[ঘ] শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা

৫৩. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [Answer Hints: গ]
[ক] বুক তার বাংলাদেশের হৃদয়
[খ] বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
[গ] বন্দী শিবির থেকে
[ঘ] দেশদ্রোহী হতে ইচ্ছে করে

৫৪. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় সহায়-সম্বল-সম্ভ্রম হারানোর প্রতীক কে? [Answer Hints: খ]
[ক] হরিদাসী
[খ] সাকিনা বিবি
[গ] হাড্ডিসার অনাথ কিশোরী
[ঘ] মোল্লাবাড়ির বিধবা

৫৫. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় বর্ণিত কুকুরের আর্তনাদ কী প্রকাশ করে? [Answer Hints: গ]
[ক] নিঃসঙ্গ জীবনের কষ্ট
[খ] বাসস্থান হারানোর মর্মবেদনা
[গ] প্রাকৃতির প্রতিবাদ
[ঘ] পশু হত্যার নির্মম চিত্র

৫৬. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও নির্যাতনের প্রাকৃতিক প্রতিবাদ ধ্বনিত হয়েছে কিসের মাধ্যমে? [Answer Hints: গ]
[ক] বৃক্ষের মাধ্যমে
[খ] বজ্রপাতের মাধ্যমে
[গ] কুকুরের মাধ্যমে
[ঘ] বন্যার মাধ্যমে

৫৭. হরিদাসীর সিঁথিতে কখন সিঁদুর দেওয়া হয়েছিল? [Answer Hints: গ]
[ক] জন্মের পর
[খ] মৃত্যুর পর
[গ] বিয়ের পর
[ঘ] স্বামীর মৃত্যুর পর

৫৮. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় বর্ণিত তেজি তরুণের যুদ্ধের হাতিয়ার কী? [Answer Hints: খ]
[ক] স্টেনগান
[খ] রাইফেল
[গ] মেশিনগান
[ঘ] গ্রেনেড


বহুপদী সমাপ্তিসূচক

৫৯. শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশিত হয়েছে-
i. মধ্যবিত্ত নাগরিক জীবনের চিত্র
ii. গ্রামবাংলার নিসর্গের সৌন্দর্য
iii. অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬০. শামসুর রাহমানের কাব্য রচনার বৈশিষ্ট্য-
i. প্রকৃতিনির্ভরতা
ii. শহরকেন্দ্রিকতা
iii. ইসলামি ভাবধারা

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. ‘আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়’ বাক্যটির প্রতিচ্ছবি রয়েছে যে বাক্যে-
i. সাকিনা বিবির কপাল ভাঙল
ii. ছাত্রাবাস, বস্তি উজাড় হলো
iii. অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. ‘আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন?’ বাক্যটির প্রতিচ্ছবি লক্ষ করা যায়-
i. হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে যাওয়ায়
ii. গ্রামের পর গ্রাম ছাই হওয়ায়
iii. মোল্লাবাড়ির দগ্ধ ঘরে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. হরিদাসী ও মোল্লাবাড়ির দগ্ধ ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা নারীর মধ্যে সাদৃশ্য হলো-
i. বিধবা হওয়ায়
ii. অনাথ হওয়ায়
iii. স্বাধীনতার প্রত্যাশায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার প্রতীক-
i. জলপাই রঙের ট্যাঙ্ক
ii. রিকয়েললেস রাইফেল
iii. উজাড় হওয়া ছাত্রাবাস

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় যে আগ্নেয়াস্ত্রের উল্লেখ রয়েছে-
i. মেশিনগান
ii. রাইফেল
iii. স্টেনগান

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. বিদ্ধস্ত পাড়ায় বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা কুকুর একটানা আর্তনাদ করল-
i. বাস্তুভিটা হারানোর বেদনায়
ii. প্রভুকে হারানোর শোকে
iii. হানাদারদের নির্যাতনের প্রতিবাদে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. রুস্তম শেখের পরিচয়-
i. ঢাকার রিকশাওয়ালা
ii. মুক্তিযুদ্ধে শহিদ
iii. দক্ষ মাঝি

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. কবির প্রত্যাশা অনুযায়ী স্বাধীনতাকে আসতে হবে-
i. গ্রামের পর গ্রাম জ্বালিয়ে
ii. জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে
iii. নতুন নিশান উড়িয়ে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় স্বাধীনতার জন্য আত্মত্যাগের দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে-
i. সাকিনা বিবির মাধ্যমে
ii. হরিদাসীর মাধ্যমে
iii. রুস্তম শেখের মাধ্যমে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. স্বাধীনতা হলো-
i. একটি গভীর অনুভব
ii. কেবল একটি শব্দ
iii. জন্মগত অধিকার

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় প্রকাশিত হয়েছে-
i. স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগের স্বরূপ
ii. স্বাধীনতার জন্য মানুষের ব্যাকুলতার স্বরূপ
iii. স্বাধীনতার অনিবার্যতা সম্পর্কে কবির দৃঢ়তার স্বরূপ

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭২. হানাদারদের হত্যাযজ্ঞ ও নির্যাতনের প্রতিবাদ করে-
i. অনাথ নবজাতক
ii. তেজি তরুণ
iii. প্রভুহারা পশু

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. স্বাধীনতার অনিবার্যতা সম্পর্কে কবি আত্মবিশ্বাসী হয়েছেন-
i. স্বাধীনতার জন্য মানুষের ব্যাকুলতা লক্ষ করে
ii. স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগ লক্ষ করে
iii. স্বাধীনতার জন্য মানুষের সংগ্রাম লক্ষ করে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক

নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ - ৭৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কিসে কী হইল, পশ্চিম হতে নরঘাতকেরা আসি,
সারা গাঁও ভরি আগুন জ্বালায়ে হাসিল অট্টহাসি।
মার কোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খানখান,
পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্তস্নান।

৭৪. উদ্দীপক কবিতাংশে প্রকাশিত চিত্রটি নিচের কোন কবিতায় পাওয়া যায়? [Answer Hints: ঘ]
[ক] আমার পরিচয়
[খ] আমর সন্তান
[গ] স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
[ঘ] তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

৭৫. উক্ত কবিতার যে দিকটি উদ্দীপক কবিতাংশে প্রকাশিত-
i. হানাদার বাহিনীর গণহত্যা
ii. স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগ
iii. বাঙালির জাতিগত পরিচয়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. নিচের কোন চরণটির সাথে উদ্দীপক কবিতাংশের সাদৃশ্য বিদ্যমান? [Answer Hints: খ]
[ক] এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে
[খ] আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়
[গ] সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের
[ঘ] এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে

নিচের উদ্দীপকটি পড়ে ৭৭ ও ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের আঁধারে ঢাকা শহরে পাকবাহিনীর নারকীয় তাণ্ডব চলে। পশু-পাখির মতো গুলি করে মানুষ মারা হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতার আহবান বেতারে প্রচারিত হলে সেই আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ। কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র, শিক্ষক, চিকিৎসক। সকলেই অংশ নেয় মহারণে।


৭৭. উদ্দীপকের সাথে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হলো-
i. মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি
ii. সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা
iii. অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. উক্ত সাদৃশ্য-
i. নির্মম হত্যাযজ্ঞে
ii. সকল শ্রেণি-পেশার মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে
iii. স্বাধীনতার জন্য আকুলতায়

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৯ ও ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ভাষার দাবিতে এদেশে তীব্র আন্দোলন গড়ে ওঠে ১৯৫২ সালে। ২১শে ফেব্রæয়ারি ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এ স্লোগানকে সামনে রেখে মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত করে ছাত্র-জনতা। শাসকগোষ্ঠীর আজ্ঞাবহ পুলিশ মিছিলে গুলি ছুড়লে শহিদ হন অনেকে। তাঁরা আমাদের ভাষাশহিদ।

৭৯. উদ্দীপকের সাথে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার মিল-
i. ভাষাপ্রীতিতে
ii. নির্বিচার হত্যাকাণ্ডে
iii. অধিকার হরণে

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার যে চরণটি উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ-
i. আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়
ii. তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
iii. শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো

নিচের কোনটি সঠিক? [Answer Hints: খ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ
নারী শিশু আর যুবক-জোয়ান বৃদ্ধ
শত্রুসেনারা হত্যার অভিযানে-
মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে।

৮১. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় প্রকাশিত যে বিষয়গুলো উদ্দীপক কবিতাংশে উপস্থিত-
i. পাকবাহিনীর গণহত্যা
ii. স্বাধীনতার আকাক্সক্ষা
iii. বাঙালির স্বাধীনতা সংগ্রাম

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ঘ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১৯৭১ সালে দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন অসংখ্য মুক্তিযোদ্ধা। তাঁদের অনেকেই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। সেই শহিদদের জীবনের বিনিময়ে পেয়েছি মুক্ত স্বদেশ।

৮২. উদ্দীপকে উল্লিখিত যে বিষয়টি ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ-
i. স্বাধীনতার জন্য প্রত্যাশা
ii. স্বাধীনতার জন্য আত্মত্যাগ
iii. হানাদারদের নৃশংসতা

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার চরণ-
i. সেই তেজি তরুণ যার পদভারে
একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে
ii. যার ফুসফুস এখন পোকার দখলে
iii. সাকিনা বিবির কপাল ভাঙল

নিচের কোনটি সঠিক? [Answer Hints: ক]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

৮৪. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার যে বিষয়টি উদ্দীপকে প্রকাশিত-
i. স্বাধীনতার জন্য ব্যাকুল প্রতীক্ষা
ii. স্বাধীনতার অনুভূতি
iii. স্বাধীনতার অধিকার

নিচের কোনটি সঠিক? [Answer Hints: গ]
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

No comments:

Post a Comment