HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর যশোর বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Production Management and Marketing 1st Paper Srijonshil question and answer pdf download.

যশোর বোর্ড ২০১৯
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
বিষয় কোড: ২৮৬
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Production Management and Marketing 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. নিচের কোনটি নিম্নমানের পণ্যের মূল্যায়ন ব্যয়?
[ক] পুনর্বিন্যাস ব্যয়
[খ] প্রশিক্ষণ ব্যয়
[গ] পরিদর্শন ব্যয়
[ঘ] পণ্য পুনঃনকশাকরণ ব্যয়
উত্তর: [গ] পরিদর্শন ব্যয়

২. পণ্য ডিজাইনের সময় নিচের কোনটি বিবেচনা করা হয়?
[ক] গ্রাহকের ক্রয়ক্ষমতা
[খ] উদ্যোক্তার দক্ষতা
[গ] বিক্রয়কর্মীর দক্ষতা
[ঘ] উৎপাদনশীলতা
উত্তর: [ক] গ্রাহকের ক্রয়ক্ষমতা

৩. বৃহদায়তন এন্টারপ্রাইজ গঠনে-
i. অধি[ক] মূলধন প্রয়োজন
ii. বিস্তৃত জায়গা প্রয়োজন
iii. আইনগত জটিলতা মোকাবিলা করতে হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৪. ‘সারা ফ্যাশনস’ বাংলা নববর্ষ উপলক্ষ্যে তাদের পোশাকে বিভিন্ন রং ও বৈচিত্র্য আনে। উদ্দীপকে কোন ডিজাইনের কথা বলা হয়েছে?
[ক] উৎপাদন
[খ] নান্দনিক
[গ] প্যাকিং
[ঘ] ব্যবহারিক
উত্তর: [খ] নান্দনিক

◈ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
মি. কাশেম দীর্ঘদিনের ইচ্ছা পূরণের অংশ হিসেবে চামড়া শিল্প স্থাপন করেন। তিনি বিভিন্ন দিক বিবেচনা করে সাভারে সরকার নির্ধারিত অঞ্চলে তার শিল্প স্থাপন করেন।

৫. মি. কাশেমের শিল্প স্থাপনের প্রধান প্রভাববিস্তারকারী উপাদান হলো-
[ক] কাঁচামালের সহজলভ্যতা
[খ] সমজাতীয় শিল্পের অবস্থান
[গ] কর অবকাশ
[ঘ] যোগাযোগ ব্যবস্থা
উত্তর: [গ] কর অবকাশ

৬. মি. কাশেমের ব্যবসায়ের অবস্থানের ওপর প্রভাববিস্তারকারী গুণগত উপাদান হতে পারে-
i. নিরাপত্তা ও পরিবেশ
ii. সম্প্রসারণের সুযোগ
iii. অবকাঠামোগত সুবিধা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৭. BSTI এর পূর্ণরূপ কী?
[ক] Bangladesh Standardization and Testing Institution
[খ] Bangladesh Standards and Testing Institution
[গ] Bangladesh Standards and Testing Institute
[ঘ] Bangladesh Standardization and Testing Institute
উত্তর: [খ] Bangladesh Standards and Testing Institution

৮. ওয়ারেন্টি কোন ধরনের ব্যয়?
[ক] প্রতিরোধমূলক
[খ] মূল্যায়নমূলক
[গ] অভ্যন্তরীণ বিচ্যুতি
[ঘ] বাহ্যিক বিচ্যুতি
উত্তর: [ঘ] বাহ্যিক বিচ্যুতি

৯. আয় পদ্ধতি অনুসারে কোনটি জাতীয় আয়বহির্ভূত?
[ক] খাজনা
[খ] ভ্যাট
[গ] নিট রপ্তানি
[ঘ] কর্পোরেট কর
উত্তর: [গ] নিট রপ্তানি

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -যশোর বোর্ড ২০১৯

১০. নিচের কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতাকে গুরুত্ব দেওয়া হয়?
[ক] সর্বোচ্চ উৎপাদন
[খ] প্রকৌশলগত উৎপাদন
[গ] কার্যকর উৎপাদন
[ঘ] প্রকৃত উৎপাদন
উত্তর: [গ] কার্যকর উৎপাদন

১১. অফিস লে-আউট কী?
[ক] অফিসের কার্যধারা সজ্জিত করা
[খ] অফিসের সকল বিভাগ সাজানো
[গ] অফিসের বাহ্যিক কাঠামো
[ঘ] অফিসের কর্মচারীদের সাজানো
উত্তর: [খ] অফিসের সকল বিভাগ সাজানো

১২. কোনটি পরিবর্তনশীল ব্যয়-
[ক] কাঁচামাল ক্রয়ের ব্যয়
[খ] উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন
[গ] ভারী যন্ত্রপাতি ক্রয়ের ব্যয়
[ঘ] কারখানা ভাড়া খরচ
উত্তর: [ক] কাঁচামাল ক্রয়ের ব্যয়

◈ উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
সুজুকি একটি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৭ সালের জন্য একটি নির্দিষ্ট মডেলের প্রাইভেটকার বাজারজাতকরণ করে। কিছুদিন পর দেখা গেল তাদের গাড়ির মবিল ফিল্টার বক্স ঠিকমতো কাজ করছে না। তাই সমস্ত গাড়ির মবিল ফিল্টার পরিবর্তন করল। সাথে সাথে ঐ মডেলের গাড়ির অন্যান্য ত্রুটিবিচ্যুতি চিহ্নিত করে পুনরায় বাজারজাতকরণের পরিকল্পনা করল।

১৩. ২০১৭ সালের মডেলের জন্য যে ব্যয় হয়েছে তা কোন ধরনের ব্যয়?
[ক] অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয়
[খ] প্রতিরোধমূলক ব্যয়
[গ] মূল্যায়ন ব্যয়
[ঘ] বাহ্যিক বিচ্যুতি ব্যয়
উত্তর: [ঘ] বাহ্যিক বিচ্যুতি ব্যয়

১৪. কোম্পানির নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোন ধরনের ব্যয় সৃষ্টি হবে?
[ক] বাহ্যিক বিচ্যুতি ব্যয়
[খ] মূল্যায়ন ব্যয়
[গ] প্রতিরোধমূলক ব্যয়
[ঘ] অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয়
উত্তর: [গ] প্রতিরোধমূলক ব্যয়

১৫. ফিক্সড পজিশন লে-আউটে কোনটি স্থির থাকে?
[ক] পণ্য
[খ] যন্ত্রপাতি
[গ] শ্রমিক
[ঘ] কাঁচামাল
উত্তর: [ক] পণ্য

১৬. কোন বিন্যাসটি অধি[ক] ব্যয়বহুল?
[ক] পণ্য
[খ] স্থির
[গ] প্রক্রিয়া
[ঘ] অফিস
উত্তর: [গ] প্রক্রিয়া

১৭. মান ব্যবস্থাপনার জনক কে?
[ক] W. Edwards Deming
[খ] Lee J. Krajewski
[গ] Lary P. Ritzman
[ঘ] Kenneth Rose
উত্তর: [ক] W. Edwards Deming

১৮. নিচের কোনটি উৎপাদনের আওতাবহির্ভূত?
[ক] পণ্যের নকশাকরণ
[খ] বণ্টনব্যবস্থা
[গ] কারখানা বিন্যাস
[ঘ] মান নিয়ন্ত্রণ
উত্তর: [খ] বণ্টনব্যবস্থা

১৯. শ্রম বিভাগের ফলে-
i. বেকার সমস্যা সৃষ্টি হয়
ii. উৎপাদনশীলতা বাড়ে
iii. শ্রমিকের দক্ষতা বাড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◈ উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব ব্যাংক ঋণ নিয়ে আম উৎপাদন করেন। তার উৎপাদিত আম বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে গিয়ে দোকান না পেয়ে এক ব্যবসায়ীর কাছে কম মূল্যে বিক্রয় করে দেন। তিনি তার ব্যবসায় নিয়ে চিন্তিত।

২০. উদ্দীপকে উৎপাদনের কোন উপাদানটির অভাব পরিলক্ষিত হয়েছে?
[ক] ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
উত্তর: [ঘ] সংগঠন

২১. করিম সাহেবের চিন্তা লাঘবে করণীয় হলো-
i. উন্নত গুদামজাতকরণ
ii. দ্রুততম পরিবহন ব্যবস্থা
iii. খুচরা বিক্রয় কেন্দ্রের ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২২. শ্রম বিভাগ কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩

২৩. নিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?
[ক] শিক্ষক কর্তৃক ছাত্রদের পাঠদান
[খ] মা কর্তৃক সন্তানের আদর-স্নেহ দেওয়া
[গ] অসুস্থ পিতামাতার সেবা করা
[ঘ] অন্ধকে রাস্তা পারাপারে সহায়তা করা
উত্তর: [ক] শিক্ষক কর্তৃক ছাত্রদের পাঠদান

২৪. নিচের কোনটি এউচ-তে অন্তর্ভুক্ত হয় না?
[ক] হস্তান্তর ব্যয়
[খ] ভোগ ব্যয়
[গ] বিনিয়োগ ব্যয়
[ঘ] সরকারি ব্যয়
উত্তর: [গ] বিনিয়োগ ব্যয়

২৫. নান্দনিক ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়-
[ক] পণ্যের মানকে
[খ] উৎপাদন ব্যয়কে
[গ] আকর্ষণীয়তাকে
[ঘ] বাহ্যিক সৌন্দর্যকে
উত্তর:
[ঘ] বাহ্যিক সৌন্দর্যকে

২৬. মাথাপিছু আয় নির্ভর করে-
i. মোট জাতীয় আয়ের ওপর
ii. জনসংখ্যার ওপর
iii. সুদের হারের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

◈ উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
মি. খালেক স্থানীয় বাজার থেকে হলুদ, মরিচসহ মসলা জাতীয় পণ্য সংগ্রহ করে প্রক্রিয়াজাত করেন। তারপর বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা বিবেচনা করে প্যাকেট ও বাজারজাত করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ১২ জন শ্রমিক নিয়োজিত।

২৭. উদ্দীপকে উল্লিখিত কাজ কোন ধরনের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত?
[ক] উৎপাদন
[খ] কর্মী
[গ] ক্রয়
[ঘ] বিপণন
উত্তর: [ক] উৎপাদন

২৮. উদ্দীপকের কর্মকান্ডের ফলে-
i. কর্মসংস্থান বৃদ্ধি পায়
ii. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হয়
iii. উৎপাদনশীলতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৯. দ্রব্য ও সেবার মধ্যে সাদৃশ্য হলো-
[ক] উভয়ই দৃশ্যমান
[খ] উভয়ই সংরক্ষণযোগ্য
[গ] উভয়েরই উপযোগিতা আছে
[ঘ] উভয়েরই বণ্টনপ্রণালি দীর্ঘ
উত্তর: [গ] উভয়েরই উপযোগিতা আছে

৩০. 'Macro Economics' শব্দটি কোনটির সাথে সম্পর্কিত?
[ক] ব্যক্তিগত চাহিদা
[খ] ব্যক্তিগত যোগান
[গ] ফার্মের আয়
[ঘ] জাতীয় আয়
উত্তর: [ঘ] জাতীয় আয়

Post a Comment (0)
Previous Post Next Post