G

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর রাজশাহী বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Production Management and Marketing 1st Paper Srijonshil question and answer pdf download.

রাজশাহী বোর্ড ২০১৯
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
বিষয় কোড: ২৮৬
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Production Management and Marketing 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. উৎপাদনশীলতা কীভাবে পরিমাপ করা হয়?
[ক] আনুপাতিক হারে
[খ] শতকরা হারে
[গ] পরিমাণ সূচকে
[ঘ] মূল্য সূচকে
উত্তর: [ক] আনুপাতিক হারে

২. জাতীয় আয় পরিমাপের সূত্র কোনটি?
[ক] NNP − {TI − Tp − Sg} + Sb
[খ] C + 1 + G(X − M)
[গ] NDP − DC
[ঘ] X1P1 + X2P2 + ..... + XnPn
উত্তর: [ক] NNP − {TI − Tp − Sg} + Sb

◈ উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
২০১৭ সালে একটি দেশের জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে ৩০,০০০ কোটি টাকা এবং মোট জনসংখ্যা ২০ কোটি। ঐ অর্থবছরে দেশে মোট জাতীয় উৎপাদন ছিল ১,৯০,০০০ কোটি টাকা এবং মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৪০,০০০ কোটি টাকা।

৩. ২০১৭ সালে দেশটির নিট জাতীয় উৎপাদনের পরিমাণ-
[ক] ১,৫০,০০০ কোটি টাকা
[খ] ১,৯০,০০০ কোটি টাকা
[গ] ২,২০,০০০ কোটি টাকা
[ঘ] ২,৩০,০০০ কোটি টাকা
উত্তর: [ক] ১,৫০,০০০ কোটি টাকা

৪. ২০১৭ সালে ঐ দেশের মাথাপিছু আয় হচ্ছে-
[ক] ১,৫০০ টাকা
[খ] ২,০০০ টাকা
[গ] ৩,৬০০ টাকা
[ঘ] ৪,০০০ টাকা
উত্তর: [ক] ১,৫০০ টাকা

৫. আয় পদ্ধতিতে এঘচ এর সূত্র হলো-
[ক] C + 1 + G
[খ] C + 1 + G + (X − M)
[গ] Σr + Σw + ΣI + ΣN
[ঘ] X1P1 + X2P2 + ..........XnPn
উত্তর: [গ] Σr + Σw + ΣI + ΣN

৬. PERT-এর পূর্ণরূপ কী?
[ক] Program Evaluation and Review Technique
[খ] Program Evaluatio and Review Technology
[গ] Progam Erase and Review Technique
[ঘ] Program Evaluation and Reviews Technology
উত্তর: [ক] Program Evaluation and Review Technique

৭. জীবন বিমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত?
[ক] সুবিধা
[খ] শপিং
[গ] বিশিষ্ট
[ঘ] অযাচিত
উত্তর: [ঘ] অযাচিত

◈ উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
সম্প্রতি “রাইনো গ্রুপ” জাপান থেকে নতুন ধরনের গাড়ি আমদানি করেছে। গাড়িটির মধ্যে এমন একটি ডিভাইস লাগানো আছে যা চালককে দুর্ঘটনার সংকেত প্রদান করে। দুর্ঘটনা এড়াতে অনেকটা সহায়ক। ফলে গাড়িটি ক্রেতাদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে।

৮. উদ্দীপকের গাড়িটি কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত?
[ক] উৎপাদন
[খ] ব্যবহারিক
[গ] নান্দনিক
[ঘ] প্যাকিং
উত্তর: [খ] ব্যবহারিক

৯. উদ্দীপকে পণ্য ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো-
i. ভোক্তার সুবিধা
ii. ক্রেতার রুচি
iii. নতুন প্রজন্ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১০. পণ্য ডিজাইনের কোন পর্যায়ে ভোক্তার প্রয়োজন, চাহিদা ও আকাক্সক্ষা পর্যালোচনা করা হয়?
[ক] উদ্যোগ গ্রহণ
[খ] ধারণা উন্নয়ন
[গ] সামর্থ্য বিশ্লেষণ
[ঘ] পরীক্ষামূলক উৎপাদন
উত্তর: [খ] ধারণা উন্নয়ন

১১. ব্যবসায় অবস্থানের অবকাঠামোগত উপাদান কোনটি?
[ক] পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
[খ] ভূমি ও জলবায়ু
[গ] শ্রমিকের সহজলভ্যতা
[ঘ] বাজারের নৈকট্য
উত্তর: [ক] পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা

◈ উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
“রিফা অ্যান্ড সন্স” একটি ডিপার্টমেন্টাল স্টোর। প্রতিষ্ঠানটি প্রসাধনী সামগ্রীসহ প্রতিটি পণ্যের জন্য আলাদা স্থানের ব্যবস্থা করে এবং সাজিয়ে রাখে। এতে করে ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হন।

১২. “রিফা অ্যান্ড সন্স” এর বিন্যাস পদ্ধতির নাম কী?
[ক] পণ্য বিন্যাস
[খ] প্রক্রিয়া বিন্যাস
[গ] স্থির বিন্যাস
[ঘ] মিশ্র বিন্যাস
*[বি.দ্র. সঠিক উত্তর: খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস।]

১৩. “রিফা এন্ড সন্স”-এর বিন্যাস পদ্ধতির সুবিধা হলো-
i. কম জায়গা প্রয়োজন
ii. সহজে খুঁজে পাওয়া যায়
iii. ব্যয় হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -রাজশাহী বোর্ড ২০১৯

১৪. কয়লা খনির জন্য কোন ধরনের বিন্যাস উপযোগী?
[ক] প্রক্রিয়া
[খ] পণ্য
[গ] স্থির
[ঘ] সেবা
উত্তর: [গ] স্থির

১৫. BTCL কোন ধরনের সংগঠন?
[ক] একমালিকানা
[খ] রাষ্ট্রীয়
[গ] ব্যবসায় জোট
[ঘ] যৌথ উদ্যোগ
উত্তর: [খ] রাষ্ট্রীয়

১৬. উৎপাদনের কাম্য মাত্রা কী?
[ক] সর্বোচ্চ উৎপাদন
[খ] গড় ব্যয় সর্বোচ্চ
[গ] গড় ব্যয় সর্বনিম্ন
[ঘ] সর্বনিম্ন উৎপাদন
উত্তর: [গ] গড় ব্যয় সর্বনিম্ন

১৭. উৎপাদনের মাধ্যমে কী সৃষ্টি হয়?
[ক] উপযোগ
[খ] মুনাফা
[গ] অভাব
[ঘ] চাহিদা
উত্তর: [ক] উপযোগ

১৮. কোনটি উৎপাদনের উৎপাদিত উপাদান?
[ক] ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
উত্তর: [গ] মূলধন

১৯. পরিবহনযোগে দিনাজপুর হতে লিচু এনে ঢাকায় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
[ক] স্থানগত
[খ] সময়গত
[গ] সেবাগত
[ঘ] স্বত্বগত
উত্তর: [ক] স্থানগত

২০. উৎপাদন ও উপকরণের অনুপাতকে কী বলে?
[ক] উৎপাদনের মাত্রা
[খ] উৎপাদন ক্ষমতা
[গ] উৎপাদনশীলতা
[ঘ] উৎপাদনের দক্ষতা
উত্তর: [গ] উৎপাদনশীলতা

২১. চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতি বণ্টনের সংগঠন হলো-
[ক] একমালিকানা
[খ] অংশীদারি
[গ] যৌথমূলধনী
[ঘ] যৌথ উদ্যোগ
উত্তর: [খ] অংশীদারি

◈ উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
জনাব শাহীন ৭০ লক্ষ টাকা ব্যয়ে গাজিপুরে একটি জুতার কারখানা স্থাপন করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা ৮০ জন। প্রতিষ্ঠানটির জুতার মান ভালো হওয়ায় দেশে ও বিদেশে জুতার চাহিদা বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিনি আরো ১০০ জন শ্রমিক নিয়োগ দেন এবং ব্যাংক হতে ১০ কোটি টাকা ঋণ গ্রহণ করেন।

২২. প্রাথমিক পর্যায়ে শাহীনের প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প?
[ক] কুটির
[খ] ক্ষুদ্র
[গ] মাঝারি
[ঘ] বৃহদায়তন
উত্তর: [খ] ক্ষুদ্র

২৩. পরবর্তী পর্যায়ে উদ্দীপকের প্রতিষ্ঠানে যা ঘটবে তা হলো-
i. মাঝারি শিল্পে পরিণত হবে
ii. বৃহদায়তন শিল্পে রূপান্তরিত হবে
iii. মূলধন ও শ্রমের ঘাটতি পূরণ হবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

২৪. পণ্য ডিজাইনের উদ্দেশ্য কী?
[ক] পণ্যের কার্যকারিতা বৃদ্ধি
[খ] পণ্য মূল্য বৃদ্ধি
[গ] কাঁচামালের মূল্য বৃদ্ধি
[ঘ] উৎপাদন ব্যয় বৃদ্ধি
উত্তর: [ক] পণ্যের কার্যকারিতা বৃদ্ধি

২৫. BSTI কোন ধরনের প্রতিষ্ঠান?
[ক] মান নিয়ন্ত্রণকারী
[খ] আর্থিক
[গ] অলাভজনক
[ঘ] সামাজিক
উত্তর: [ক] মান নিয়ন্ত্রণকারী

◈ উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও:
“ইভা লি.” বিভিন্ন ধরনের মোবাইল সেট উৎপাদন ও বাজারজাত করে। এরা ক্রেতাদের পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আইএসও (ISO) সনদ লাভ করেছে।

২৬. “ইভা লি.” এর পাঁচ বছরের ওয়ারেন্টি কোন ধরনের ব্যয়?
[ক] প্রতিরোধ ব্যয়
[খ] মূল্যায়ন ব্যয়
[গ] অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়
[ঘ] বাহ্যিক ব্যর্থতার ব্যয়
উত্তর: [ঘ] বাহ্যিক ব্যর্থতার ব্যয়

২৭. “ইভা লি.” আইএসও সনদ লাভের ফলে-
i. আন্তর্জাতিক স্বীকৃতি পাবে
ii. উৎপাদন বৃদ্ধি পাবে
iii. রপ্তানির সুযোগ পাবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

২৮. কার্যকর উৎপাদন ক্ষমতায় কোন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়?
[ক] উৎপাদন বৃদ্ধি
[খ] মিতব্যয়িতা
[গ] যন্ত্রের অধি[ক] ব্যবহার
[ঘ] জনশক্তির কার্যকারিতা
উত্তর: [খ] মিতব্যয়িতা

২৯. মেশিনের গায়ে লিখিত উৎপাদন ক্ষমতা হলো-
[ক] প্রকৌশলগত
[খ] কার্যকর
[গ] প্রকৃত
[ঘ] সর্বোচ্চ
উত্তর: [ক] প্রকৌশলগত

৩০. ব্যবসায় শহরে অবস্থানের সুবিধা হলো-
i. দক্ষ শ্রমিকের অভাব
ii. মূলধনের পর্যাপ্ততা
iii. শক্তিসম্পদের সহজলভ্যতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

No comments:

Post a Comment