HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download যশোর বোর্ড

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd Paper MCQ question and answer pdf download.

যশোর বোর্ড
যুক্তিবিদ্যা
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১২২]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Logic 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. জে এস মিলের মতে পরীক্ষণ পদ্ধতি কত প্রকার?
[ক] তিন
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] ছয়
উত্তর: [গ] পাঁচ

২. কোন আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়?
[ক] ঘটনা সংযোজন
[খ] যুক্তিসাম্যমূলক আরোহ
[গ] সাদৃশ্যমূলক অনুমান
[ঘ] পূর্ণাঙ্গ আরোহ
উত্তর: [ঘ] পূর্ণাঙ্গ আরোহ

৩. প্রতিবেদক অনুকল্প ধারণাটি সর্বপ্রথম কে বলেন?
[ক] মিল
[খ] ওয়েলটন
[গ] বেইন
[ঘ] হিউয়েল
উত্তর: [গ] বেইন

৪. কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হচ্ছে কার্যের-
i. অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
ii. অব্যবহিত পূর্ববর্তী ঘটনা
iii. শর্তহীন পূর্ববর্তী ঘটনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◭ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
একটি বাড়ির রান্নাঘর হতে ধোঁয়ার গন্ধ বের হচ্ছিল। সকলে গিয়ে দেখল যে, রান্নাঘরে কাগজ পুড়েছে। কাগজগুলো সকলে মিলে সরিয়ে ফেলল। এরপর ধোঁয়ার গন্ধও চলে গেল। সুতরাং কাগজ পোড়াই ছিল ধোঁয়ার গন্ধের কারণ।

৫. উদ্দীপকে কোন প্রকারের পরীক্ষণ পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায়?
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি
উত্তর: [খ] ব্যতিরেকী পদ্ধতি

৬. উদ্দীপকে বর্ণিত পরীক্ষণ পদ্ধতির অসুবিধা হলো-
i. এ পদ্ধতির প্রয়োগ কষ্টসাধ্য
ii. এ পদ্ধতির প্রয়োগ সীমিত
iii. কাকতালীয় অনুপপত্তির সম্ভাবনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৭. প্রকল্পের স্তর কতটি?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
উত্তর: [গ] চার

৮. বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হলো-
i. মনের ভাব প্রকাশ করা
ii. অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা
iii. জটিল বিষয়কে সরল করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

৯. বিজ্ঞানীদের ইথারের ধারণাটি নিচের কোন প্রকল্পকে নির্দেশ করে?
[ক] কাজ চালানো প্রকল্প
[খ] কর্তা সম্পর্কিত প্রকল্প
[গ] নিয়মসংক্রান্ত প্রকল্প
[ঘ] প্রতিবেদক অনুকল্প
উত্তর: [ঘ] প্রতিবেদক অনুকল্প

১০. সম্ভাব্যতা পরিমাপের নিয়ম কতটি?
[ক] তিনটি
[খ] চারটি
[গ] পাঁচটি
[ঘ] ছয়টি
উত্তর: [খ] চারটি

১১. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
উত্তর: [খ] তিনটি

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -যশোর বোর্ড ২০১৯

◭ উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
অসীম একাদশ শ্রেণির ছাত্র। তার শখ বই সংগ্রহ করা ও পড়া। সে তার সংগৃহীত বইগুলোকে বর্ণমালা অনুযায়ী আলমারিতে সাজিয়ে রাখে। এর ফলে সে সহজে বই খুঁজে পায়।

১২. উদ্দীপকে কোন ধরনের শ্রেণিকরণের প্রতিফলন ঘটেছে?
[ক] কৃত্রিম শ্রেণিকরণ
[খ] প্রাকৃতিক শ্রেণিকরণ
[গ] ক্রমিক শ্রেণিকরণ
[ঘ] বৈজ্ঞানিক শ্রেণিকরণ
উত্তর: [ক] কৃত্রিম শ্রেণিকরণ

১৩. অসীম বইগুলোকে যে উদ্দেশ্যে সাজিয়েছে তা হলো-
i. ব্যক্তিগত
ii. প্রায়োগিক
iii. সার্বজনীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৪. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয়-
[ক] বিশ্লেষণ
[খ] সংশ্লেষণ
[গ] শৃঙ্খলা যোজন
[ঘ] অন্তর্ভুক্তি
উত্তর: [খ] সংশ্লেষণ

১৫. শ্রেণিকরণ কোন ধরনের প্রক্রিয়া?
[ক] বুদ্ধিমূলক
[খ] প্রাকৃতিক
[গ] বৈজ্ঞানিক
[ঘ] মানসিক
উত্তর: [ঘ] মানসিক

১৬. “কক্সবাজার অত্যন্ত স্বাস্থ্যকর স্থান, এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত।” কক্সবাজারকে উপস্থাপন করার ক্ষেত্রে আশ্রয় নেওয়া হয়েছে নিচের কোনটির?
[ক] যৌগিক সংজ্ঞা
[খ] বর্ণনা
[গ] যৌক্তিক বিভাগ
[ঘ] শ্রেণিকরণ
উত্তর: [খ] বর্ণনা

১৭. যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি?
[ক] চার
[খ] পাঁচ
[গ] ছয়
[ঘ] সাত
উত্তর: [গ] ছয়

১৮. সম্ভাব্যতার বস্তুগত ভিত্তি কী?
[ক] সদর্থক
[খ] নিরীক্ষণ
[গ] বিরোধহীন দৃষ্টান্ত
[ঘ] বাস্তব অভিজ্ঞতা
উত্তর: [ঘ] বাস্তব অভিজ্ঞতা

১৯. কোনটি আকস্মিকতার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
[ক] প্রাকৃতিক নিয়ম
[খ] কার্যকারণ সম্পর্ক
[গ] নিরীক্ষণ
[ঘ] পরীক্ষণ
উত্তর: [খ] কার্যকারণ সম্পর্ক

২০. বর্ণ, ত্রিভুজ, রম্বস সম্পর্কিত সিদ্ধান্ত নিচের কোন আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] পূর্ণাঙ্গ আরোহ
[খ] অবৈজ্ঞানিক আরোহ
[গ] ঘটনা সংযোজন
[ঘ] যুক্তিসাম্যমূলক আরোহ
উত্তর: [ঘ] যুক্তিসাম্যমূলক আরোহ

২১. একটি লেবুকে স্বাদ, রং, গন্ধ, আকার ইত্যাদিতে বিভাজন করলে কোন ধরনের অনুপপত্তি ঘটবে?
[ক] গুণগত বিভাগ
[খ] অঙ্গগত বিভাগ
[গ] অব্যাপক বিভাগ
[ঘ] অতিব্যাপক বিভাগ
উত্তর: [ক] গুণগত বিভাগ

২২. ত্রিভুজকে সমবাহু ও সমদ্বিবাহু- এ দুভাগে ভাগ করলে কোন ধরনের ভ্রান্ত বিভাগের সৃষ্টি হবে?
[ক] অব্যাপক বিভাগ
[খ] সংকর বিভাগ
[গ] অঙ্গগত বিভাগ
[ঘ] গুণগত বিভাগ
উত্তর: [ক] অব্যাপক বিভাগ

২৩. “উট হচ্ছে মরুভূমির জাহাজ” - এখানে কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
[ক] চক্রক সংজ্ঞা
[খ] দুর্বোধ্য সংজ্ঞা
[গ] রূপক সংজ্ঞা
[ঘ] নেতিবাচক সংজ্ঞা
উত্তর: [গ] রূপক সংজ্ঞা

২৪. সংজ্ঞা প্রদানের সহজতম উপায় হলো-
i. আসন্নতম জাতি উল্লেখ করা
ii. বিভেদক লক্ষণ উল্লেখ করা
iii. জাত্যর্থের উল্লেখ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৫. 'Dichotomy' শব্দের অর্থ কী?
[ক] দুই ভাগে ভাগ করা
[খ] তিন ভাগে ভাগ করা
[গ] চার ভাগে ভাগ করা
[ঘ] পাঁচ ভাগে ভাগ করা
উত্তর: [ক] দুই ভাগে ভাগ করা

২৬. আরোহকে প্রকৃত এবং অপ্রকৃত এই দুই ভাগে ভাগ করেন কে?
[ক] ওয়েলটন
[খ] ফ্রান্সিস বেকন
[গ] এরিস্টটল
[ঘ] মিল
উত্তর: [ঘ] মিল

২৭. নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি?
[ক] মানুষ হলো জীব
[খ] মানুষ হলো মনুষ্য জাতীয় জীব
[গ] সুখ হলো দুঃখের অভাব
[ঘ] মানুষ হয় সৃষ্টির মুকুট
উত্তর: [খ] মানুষ হলো মনুষ্য জাতীয় জীব

২৮. আরোহের আকারগত ভিত্তি হলো-
i. নিরীক্ষণ
ii. কার্যকারণ নীতি
iii. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

◭ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
পলি দেখতে মলির মতো। উভয়েই লম্বা ও ফর্সা। দুজনেই ভালো গান গায়। পলি একজন শিক্ষক। অতএব, মলিও শিক্ষক।

২৯. উদ্দীপকে বর্ণিত অনুমানটি কোন আরোহ অনুমান?
[ক] সাধু সাদৃশ্যমূলক
[খ] অসাধু সাদৃশ্যমূলক
[গ] যুক্তিসাম্যমূলক
[ঘ] অবৈজ্ঞানিক
উত্তর: [খ] অসাধু সাদৃশ্যমূলক

৩০. উদ্দীপকে ইঙ্গিতকৃত অনুমানের বৈশিষ্ট্য হলো-
i. মৌলিক সাদৃশ্য
ii. বাহ্যি[ক] সাদৃশ্য
iii. গুরুত্বহীন সাদৃশ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii


ঢাকা বোর্ড ২০১৯
যুক্তিবিদ্যা ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১২২

সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বি. দ্র.: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর।]

HSC Logic 2nd Paper
MCQ
Question and Answer

১. সংজ্ঞা প্রদানের জন্য যুক্তিবিদগণ কয়টি নিয়মের উল্লেখ করেছেন?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [গ] ৫

২. যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে সুস্পষ্টভাবে কী উল্লেখ করতে হয়?
[ক] পদের পূর্ণ ব্যক্তর্থ
[খ] পদের পূর্ণ জাত্যর্থ
[গ] পদের আংশিক ব্যক্তর্থ
[ঘ] পদের আংশিক জাত্যর্থ
উত্তর: [খ] পদের পূর্ণ জাত্যর্থ

৩. কোনটি অপ্রকৃত আরোহ?
[ক] বৈজ্ঞানিক আরোহ
[খ] অবৈজ্ঞানিক আরোহ
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] ঘটনা সংযোজন
উত্তর: [ঘ] ঘটনা সংযোজন

◭ উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
নিঝুমের বই সংগ্রহের শখ আছে। সে তার বইগুলো আদ্যক্ষর অনুযায়ী আলমারিতে সাজিয়ে রাখে। ফলে তার প্রয়োজনীয় বইটি সে সহজেই পেয়ে যায়।

৪. উদ্দীপকে বই সাজানোর প্রক্রিয়াটি কোন শ্রেণিকরণকে নির্দেশ করে?
[ক] বৈজ্ঞানিক
[খ] প্রাকৃতিক
[গ] ক্রমিক
[ঘ] কৃত্রিম
উত্তর: [ঘ] কৃত্রিম

৫. উদ্দীপকে বই সাজানোর উদ্দেশ্য মূলত-
i. ব্যক্তিগত
ii. সার্বজনীন
iii. ব্যবহারিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

৬. আরোহকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক] ২

৭. আরোহের মূল বৈশিষ্ট্য কোনটি?
[ক] বিশেষ বিশেষ দৃষ্টান্ত
[খ] আরোহাত্মক উল্লম্ফন
[গ] কার্যকারণ নিয়ম
[ঘ] প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি
উত্তর: [খ] আরোহাত্মক উল্লম্ফন

৮. 'Dichotomy' শব্দের অর্থ কী?
[ক] দুই ভাগে ভাগ করা
[খ] তিন ভাগে ভাগ করা
[গ] অবিভক্ত রাখা
[ঘ] চার ভাগে ভাগ করা
উত্তর: [ক] দুই ভাগে ভাগ করা

৯. গুণের মাত্রা অনুসারে যে শ্রেণিকরণ করা হয় তার নাম কী?
[ক] বৈজ্ঞানিক শ্রেণিকরণ
[খ] তাত্ত্বিক শ্রেণিকরণ
[গ] কৃত্রিম শ্রেণিকরণ
[ঘ] ক্রমিক শ্রেণিকরণ
উত্তর: [ঘ] ক্রমিক শ্রেণিকরণ

◭ উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
হিমি বার্ষিক পরীক্ষার পর গ্রামের বাড়ি বেড়াতে গেল। কয়েকদিনের মধ্যে গ্রামে কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সে লোকমুখে শুনল, “শীতলা দেবীর রোষের কারণে এ রোগ দেখা দিয়েছে।”

১০. হিমি লোকমুখে যে ব্যাখ্যার ধারণা পেল তার ভিত্তি-
i. অন্ধবিশ্বাস
ii. কুসংস্কার
iii. অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১১. বর্ণিত অনুচ্ছেদে “শীতলা দেবীর রোষের কারণে কলেরা হয়েছে” এটি কোন ধরনের ব্যাখ্যা?
[ক] বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] লৌকিক
[ঘ] অলৌকিক
উত্তর: [গ] লৌকিক

১২. প্রকল্পের প্রথম স্তর কোনটি?
[ক] পরীক্ষণ
[খ] সিদ্ধান্ত গ্রহণ
[গ] নিরীক্ষণ
[ঘ] আনুমানিক ধারণা
উত্তর: [গ] নিরীক্ষণ

১৩. বাস্তব কারণ হলো-
i. সত্য কারণ
ii. অস্তিত্বশীল কারণ
iii. সুবিরোধী কারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৪. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩

১৫. কোন পদ্ধতিতে সরাসরি কার্য থেকে কারণ নির্ণয় করা যায়?
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি
উত্তর: [ঘ] পরিশেষ পদ্ধতি

১৬. পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করা যায় না যেসব ক্ষেত্রে-
i. ভূমিকম্প
ii. চন্দ্রগ্রহণ
iii. লবণ-বালি পৃথককরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৭. “মানুষ হয় জীব” - এটি কোন ধরনের সংজ্ঞা?
[ক] অতিব্যাপক
[খ] অব্যাপক
[গ] চক্রক
[ঘ] রূপক
উত্তর: [ক] অতিব্যাপক

◭ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
করিম তার বসতভিটা সংস্কার করার জন্য মাটি খুঁড়তে গিয়ে ছোট একটি কলসী পেলেন। কলসীর মুখ খুলতেই দেখলেন বেশ কিছু সোনার মোহর। তা বিক্রি করে তার আর্থিক সচ্ছলতা আসল।

১৮. উদ্দীপকের ঘটনা পাঠ্যবইয়ের কোন বিষয়টির ইঙ্গিত করে?
[ক] সম্ভাবনা
[খ] আকস্মিকতা
[গ] কার্যকারণ
[ঘ] অনুমান
উত্তর: [খ] আকস্মিকতা

১৯. উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির বৈশিষ্ট্য হলো-
i. হঠাৎ করে ঘটে থাকে
ii. কার্যকারণ সম্পর্ক অজ্ঞাত থাকে
iii. এক্ষেত্রে জ্ঞান সীমাবদ্ধ থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২০. সংকট উত্তরক দৃষ্টান্ত কথাটি প্রথম কে ব্যবহার করেন?
[ক] কার্ভেথ রীড
[খ] মিল
[গ] বেকন
[ঘ] হিউওয়েল
উত্তর: [গ] বেকন

২১. বালতিসহ পানির ওজন ২৫ কেজি। বালতির ওজন ০৫ কেজি। অতএব পানির ওজন ২০ কেজি। উদ্দীপকে কোন ধরনের কার্যকারণ পদ্ধতির ইঙ্গিত রয়েছে?
[ক] অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ
উত্তর: [ঘ] পরিশেষ

২২. যৌক্তিক বিভাগে একই সময়ে কয়টি মূলসূত্র গ্রহণ করা যায়?
[ক] একটি
[খ] দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি
উত্তর: [ক] একটি

২৩. “ক” কলেজে প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন ইংরেজিতে ফেল করে। ওই কলেজে ইংরেজি বিষয়ে ফেল করার সম্ভাবনার মাত্রা কতটুকু?
[ক] ৩
[খ] ০.৩
[গ] ০.০৩
[ঘ] ০.০০৩
উত্তর: [খ] ০.৩

২৪. সম্ভাবনা বোঝায় এরূপ বাক্য কোনটি?
[ক] আজ বৃষ্টি হয়েছে
[খ] আজ বৃষ্টি হবেই
[গ] গতকাল বৃষ্টি হয়েছিল
[ঘ] আজ বৃষ্টি হতে পারে
উত্তর: [ঘ] আজ বৃষ্টি হতে পারে

২৫. আরোহের সিদ্ধান্ত কোন ধরনের যুক্তিবাক্য?
[ক] বিশেষ যুক্তিবাক্য
[খ] সার্বিক যুক্তিবাক্য
[গ] প্রাকল্পিক যুক্তিবাক্য
[ঘ] বৈকল্পিক যুক্তিবাক্য
রেডিও মানুষের মতো হাসে, কাঁদে, কথা বলে।
মানুষের প্রাণ আছে। অতএব রেডিওরও প্রাণ আছে।
উত্তর: [খ] সার্বিক যুক্তিবাক্য

২৬. এটি কোন ধরনের অনুমান?
[ক] সাধু সাদৃশ্যানুমান
[খ] অসাধু সাদৃশ্যানুমান
[গ] অবৈজ্ঞানিক আরোহ
[ঘ] বৈজ্ঞানিক আরোহ
উত্তর: [খ] অসাধু সাদৃশ্যানুমান

A
BC
২৭. উদ্দীপকে কোন ধরনের আরোহের ইঙ্গিত রয়েছে?
[ক] যুক্তি সাম্যমূলক
[খ] পূর্ণাঙ্গ
[গ] বৈজ্ঞানিক
[ঘ] অবৈজ্ঞানিক
উত্তর: [ক] যুক্তি সাম্যমূলক

২৮. “সব বিষয়ের মিল, শুধু একটি বিষয়ের পার্থক্য”- কোন পদ্ধতির মূল বিষয়?
[ক] ব্যতিরেকী
[খ] সহপরিবর্তন
[গ] অন্বয়ী
[ঘ] পরিশেষ
উত্তর: [ক] ব্যতিরেকী

২৯. ব্যতিরেকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
[ক] অবৈধ সার্বিকীকরণ
[খ] অনিরীক্ষণ অনুপপত্তি
[গ] অসাধু সাদৃশ্যানুমান
[ঘ] কাকতালীয় অনুপপত্তি
উত্তর: [ঘ] কাকতালীয় অনুপপত্তি

৩০. যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
i. অঙ্গগত বিভাগ
ii. গুণগত বিভাগ
iii. সংকর বিভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও ii



রাজশাহী বোর্ড ২০১৯
যুক্তিবিদ্যা ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১২২

সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বি. দ্র.: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর।]

HSC Logic 2nd Paper
MCQ
Question and Answer

১. নিচের কোনটিকে জ্যামিতিক আরোহ বলা হয়?
[ক] বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] সাদৃশ্যমূলক
[ঘ] যুক্তিসাম্যমূলক
উত্তর: [ঘ] যুক্তিসাম্যমূলক

২. প্রকল্পের শেষ স্তর কোনটি?
[ক] ঘটনার নিরীক্ষণ
[খ] প্রকল্প প্রণয়ন
[গ] যাচাইকরণ
[ঘ] সিদ্ধান্ত গ্রহণ
উত্তর: [গ] যাচাইকরণ

৩. প্রকল্প হলো-
[ক] আনুমানিক ধারণা
[খ] নিশ্চিত ধারণা
[গ] জটিল ধারণা
[ঘ] সহজাত ধারণা
উত্তর: [ক] আনুমানিক ধারণা

৪. নিচের কোনটির ব্যাখ্যা দেওয়া যায়?
[ক] জাগতিক ঘটনা
[খ] মৌলিক অনুভূতি
[গ] পরম নিয়ম
[ঘ] নিজস্ব বৈশিষ্ট্য
উত্তর: [ক] জাগতিক ঘটনা

৫. ব্যাখ্যার উদ্দেশ্য হলো-
i. মনের ভাব প্রকাশ করা
ii. অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা
iii. জটিল বিষয়কে সহজ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] ii ও iii

৬. কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাকে কী বলে?
[ক] শৃঙ্খল যোজন
[খ] বিশ্লেষণ
[গ] অন্তর্ভুক্তি
[ঘ] যাচাইকরণ
উত্তর: [খ] বিশ্লেষণ

৭. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩

◭ উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
আতিক দ্বাদশ শ্রেণির ছাত্র। একদিন ক্লাসে উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক মকবুল স্যার তাকে উদ্ভিদের শ্রেণিবিন্যাস করতে বললেন। সে উদ্ভিদকে অপুষ্পক ও সপুষ্পক শ্রেণিতে বিন্যাস করল।

৮. আতিক কোন দিক বিবেচনা করে উদ্ভিদকে অপুষ্পক ও সপুষ্পক নামে দুই শ্রেণিতে বিন্যস্ত করে?
i. পুষ্পের উপস্থিতির দিক
ii. পুষ্পের রং
iii. পুষ্পের উপস্থিতি ও অনুপস্থিতির দিক

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii
উত্তর: [ক] i

৯. উদ্দীপকে উদ্ভিদের শ্রেণিবিন্যাস হলো-
i. প্রাকৃতিক শ্রেণিকরণ
ii. কৃত্রিম শ্রেণিকরণ
iii. ক্রমিক শ্রেণিকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i

১০. যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি বিশ্লেষণ করা হয়?
[ক] ব্যক্তর্থ
[খ] জাত্যর্থ
[গ] অবাস্তব লক্ষণ
[ঘ] উপলক্ষণ
উত্তর: [খ] জাত্যর্থ

১১. নিচের কোনটি অপ্রকৃত আরোহ?
[ক] বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানি
[গ] পূর্ণাঙ্গ
[ঘ] সাদৃশ্যমূলক
উত্তর: [গ] পূর্ণাঙ্গ

১২. বৈজ্ঞানিক আরোহকে বিশ্লেষণ করলে পাওয়া যায়-
i. আরোহাত্মক উল্লম্ফন
ii. কার্যকারণ নিয়ম
iii. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৩. সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করা হলে নিচের কোন অনুপপত্তি ঘটে?
[ক] রূপক
[খ] চক্রক
[গ] নঞর্থক
[ঘ] অতিব্যাপক
উত্তর: [গ] নঞর্থক

১৪. অবান্তর সংজ্ঞায় অতিরিক্ত গুণ কোনটি?
[ক] বিভেদক লক্ষণ
[খ] উপলক্ষণ
[গ] অবান্তর লক্ষণ
[ঘ] জাত্যর্থ
উত্তর: [গ] অবান্তর লক্ষণ

◭ উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
জীব
মানুষ অ-মানুষ
বাংলাদেশি অ-বাংলাদেশি

১৫. উল্লিখিত চিত্রে কোন বিভাজন প্রক্রিয়া ঘটেছে?
[ক] অঙ্গগত বিভাগ
[খ] দ্বিকোটিক বিভাগ
[গ] অতিব্যাপক বিভাগ
[ঘ] সংকর বিভাগ
উত্তর: [খ] দ্বিকোটিক বিভাগ

১৬. উদ্দীপকে বিভাজনের সুবিধা হলো-
i. এটি একটি সহজ-সরল প্রক্রিয়া
ii. এখানে কোনো অনুপপত্তি হয় না
iii. বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিরুদ্ধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৭. শ্রেণিকরণ কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক] ২

◭ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
রোদেলা ও রাইসা দুই বোন। বাবার সাথে তারা মামার বাড়ি যাচ্ছিল। রেলস্টেশনে পৌঁছে দেখল, আকাশ ঘনকালো মেঘে ঢাকা। তারপর বৃষ্টি শুরু হলো। অনেক পরে তারা মামার বাড়ি পৌঁছল। রাতে হঠাৎ ঘূর্ণিঝড়ে গ্রামের অনেক বাড়িঘর ভেঙে গেল।

১৮. “ঘনকালো মেঘের সাথে বৃষ্টি হওয়া” এ বিষয়টি হলো-
[ক] আকস্মিক
[খ] সম্ভাবনামূলক
[গ] অনিবার্য
[ঘ] আধ্যাত্মিক
উত্তর: [খ] সম্ভাবনামূলক

১৯. উদ্দীপক অনুসারে রাতের ঝড় হলো-
i. কাল্পনিক
ii. আকস্মিক
iii. সম্ভাবনামূলক

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i ও iii
উত্তর: [খ] ii

২০. আরোহ প্রধানত কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক] ২

২১. ‘প্রকল্প’ শব্দটির ইংরেজি কোনটি?
[ক] Explanation
[খ] Hypothesis
[গ] Definition
[ঘ] Probability
উত্তর: [খ] Hypothesis

২২. যৌক্তিক বিভাগে একই সময় কয়টি মূলনীতি গ্রহণ করতে হয়?
[ক] ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
উত্তর: [ক] ১

২৩. কার্যকারণ নিয়মকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় কোন আরোহ?
[ক] বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] যুক্তিসাম্যমূলক
উত্তর: [ক] বৈজ্ঞানিক

২৪. কোনটি আরোহের প্রাণ হিসেবে স্বীকৃত?
[ক] পর্যবেক্ষণ
[খ] পরীক্ষণ
[গ] আরোহমূলক লম্ফ
[ঘ] কার্যকারণ
উত্তর: [গ] আরোহমূলক লম্ফ

২৫. মানুষের মতো মোবাইল ফোন কথা বলে ও গান গায়। মানুষের জীবন আছে। সুতরাং মোবাইল ফোনেরও জীবন আছে- দৃষ্টান্তটিতে কোন ধরনের অনুপপত্তি হয়েছে?
[ক] সাধু সাদৃশ্যমূলক
[খ] অসাধু সাদৃশ্যমূলক
[গ] অনিরীক্ষণ
[ঘ] অবৈধ সামান্যীকরণ
উত্তর: [খ] অসাধু সাদৃশ্যমূলক

২৬. কার্যকারণ সম্পর্ক প্রমাণের পদ্ধতি কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ঘ] ৫

২৭. ব্যতিরেকী পদ্ধতিতে কয়টি দৃষ্টান্তের প্রয়োজন হয়?
[ক] ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
উত্তর: [খ] ২

২৮. নিরীক্ষণনির্ভর পরীক্ষণাত্মক পদ্ধতি কোনটি?
[ক] অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহ-পরিবর্তন
[ঘ] পরিশেষ
উত্তর: [ক] অন্বয়ী

◭ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
জামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, “আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সৎ ও সরল।” জবাবে কামাল বলল, “সকল মেয়েরা হয় বুদ্ধিমতী।”

২৯. উদ্দীপকে জামালের বক্তব্য কোন ধরনের আরোহকে নির্দেশ করেছে?
[ক] বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] ঘটনা সংযোজন
[ঘ] পূর্ণাঙ্গ আরোহ
উত্তর: [খ] অবৈজ্ঞানিক

৩০. নিচের কোন ভিত্তিটি জামাল ও কামালের বক্তব্যের পার্থক্য নির্দেশ করে?
[ক] নিরীক্ষণ
[খ] পরীক্ষণ
[গ] প্রকৃতির একরূপতা
[ঘ] কার্যকারণ নিয়ম
উত্তর: [ঘ] কার্যকারণ নিয়ম



যশোর বোর্ড ২০১৯
যুক্তিবিদ্যা ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১২২

সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বি. দ্র.: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর।]

HSC Logic 2nd Paper
MCQ
Question and Answer

১. জে এস মিলের মতে পরীক্ষণ পদ্ধতি কত প্রকার?
[ক] তিন
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] ছয়
উত্তর: [গ] পাঁচ

২. কোন আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়?
[ক] ঘটনা সংযোজন
[খ] যুক্তিসাম্যমূলক আরোহ
[গ] সাদৃশ্যমূলক অনুমান
[ঘ] পূর্ণাঙ্গ আরোহ
উত্তর: [ঘ] পূর্ণাঙ্গ আরোহ

৩. প্রতিবেদক অনুকল্প ধারণাটি সর্বপ্রথম কে বলেন?
[ক] মিল
[খ] ওয়েলটন
[গ] বেইন
[ঘ] হিউয়েল
উত্তর: [গ] বেইন

৪. কার্যকারণ নিয়ম অনুসারে কারণ হচ্ছে কার্যের-
i. অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
ii. অব্যবহিত পূর্ববর্তী ঘটনা
iii. শর্তহীন পূর্ববর্তী ঘটনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

◭ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
একটি বাড়ির রান্নাঘর হতে ধোঁয়ার গন্ধ বের হচ্ছিল। সকলে গিয়ে দেখল যে, রান্নাঘরে কাগজ পুড়েছে। কাগজগুলো সকলে মিলে সরিয়ে ফেলল। এরপর ধোঁয়ার গন্ধও চলে গেল। সুতরাং কাগজ পোড়াই ছিল ধোঁয়ার গন্ধের কারণ।

৫. উদ্দীপকে কোন প্রকারের পরীক্ষণ পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায়?
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি
উত্তর: [খ] ব্যতিরেকী পদ্ধতি

৬. উদ্দীপকে বর্ণিত পরীক্ষণ পদ্ধতির অসুবিধা হলো-
i. এ পদ্ধতির প্রয়োগ কষ্টসাধ্য
ii. এ পদ্ধতির প্রয়োগ সীমিত
iii. কাকতালীয় অনুপপত্তির সম্ভাবনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৭. প্রকল্পের স্তর কতটি?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
উত্তর: [গ] চার

৮. বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হলো-
i. মনের ভাব প্রকাশ করা
ii. অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা
iii. জটিল বিষয়কে সরল করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

৯. বিজ্ঞানীদের ইথারের ধারণাটি নিচের কোন প্রকল্পকে নির্দেশ করে?
[ক] কাজ চালানো প্রকল্প
[খ] কর্তা সম্পর্কিত প্রকল্প
[গ] নিয়মসংক্রান্ত প্রকল্প
[ঘ] প্রতিবেদক অনুকল্প
উত্তর: [ঘ] প্রতিবেদক অনুকল্প

১০. সম্ভাব্যতা পরিমাপের নিয়ম কতটি?
[ক] তিনটি
[খ] চারটি
[গ] পাঁচটি
[ঘ] ছয়টি
উত্তর: [খ] চারটি

১১. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
উত্তর: [খ] তিনটি

◭ উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
অসীম একাদশ শ্রেণির ছাত্র। তার শখ বই সংগ্রহ করা ও পড়া। সে তার সংগৃহীত বইগুলোকে বর্ণমালা অনুযায়ী আলমারিতে সাজিয়ে রাখে। এর ফলে সে সহজে বই খুঁজে পায়।

১২. উদ্দীপকে কোন ধরনের শ্রেণিকরণের প্রতিফলন ঘটেছে?
[ক] কৃত্রিম শ্রেণিকরণ
[খ] প্রাকৃতিক শ্রেণিকরণ
[গ] ক্রমিক শ্রেণিকরণ
[ঘ] বৈজ্ঞানিক শ্রেণিকরণ
উত্তর: [ক] কৃত্রিম শ্রেণিকরণ

১৩. অসীম বইগুলোকে যে উদ্দেশ্যে সাজিয়েছে তা হলো-
i. ব্যক্তিগত
ii. প্রায়োগিক
iii. সার্বজনীন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৪. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয়-
[ক] বিশ্লেষণ
[খ] সংশ্লেষণ
[গ] শৃঙ্খলা যোজন
[ঘ] অন্তর্ভুক্তি
উত্তর: [খ] সংশ্লেষণ

১৫. শ্রেণিকরণ কোন ধরনের প্রক্রিয়া?
[ক] বুদ্ধিমূলক
[খ] প্রাকৃতিক
[গ] বৈজ্ঞানিক
[ঘ] মানসিক
উত্তর: [ঘ] মানসিক

১৬. “কক্সবাজার অত্যন্ত স্বাস্থ্যকর স্থান, এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত।” কক্সবাজারকে উপস্থাপন করার ক্ষেত্রে আশ্রয় নেওয়া হয়েছে নিচের কোনটির?
[ক] যৌগিক সংজ্ঞা
[খ] বর্ণনা
[গ] যৌক্তিক বিভাগ
[ঘ] শ্রেণিকরণ
উত্তর: [খ] বর্ণনা

১৭. যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি?
[ক] চার
[খ] পাঁচ
[গ] ছয়
[ঘ] সাত
উত্তর: [গ] ছয়

১৮. সম্ভাব্যতার বস্তুগত ভিত্তি কী?
[ক] সদর্থক
[খ] নিরীক্ষণ
[গ] বিরোধহীন দৃষ্টান্ত
[ঘ] বাস্তব অভিজ্ঞতা
উত্তর: [ঘ] বাস্তব অভিজ্ঞতা

১৯. কোনটি আকস্মিকতার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
[ক] প্রাকৃতিক নিয়ম
[খ] কার্যকারণ সম্পর্ক
[গ] নিরীক্ষণ
[ঘ] পরীক্ষণ
উত্তর: [খ] কার্যকারণ সম্পর্ক

২০. বর্ণ, ত্রিভুজ, রম্বস সম্পর্কিত সিদ্ধান্ত নিচের কোন আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] পূর্ণাঙ্গ আরোহ
[খ] অবৈজ্ঞানিক আরোহ
[গ] ঘটনা সংযোজন
[ঘ] যুক্তিসাম্যমূলক আরোহ
উত্তর: [ঘ] যুক্তিসাম্যমূলক আরোহ

২১. একটি লেবুকে স্বাদ, রং, গন্ধ, আকার ইত্যাদিতে বিভাজন করলে কোন ধরনের অনুপপত্তি ঘটবে?
[ক] গুণগত বিভাগ
[খ] অঙ্গগত বিভাগ
[গ] অব্যাপক বিভাগ
[ঘ] অতিব্যাপক বিভাগ
উত্তর: [ক] গুণগত বিভাগ

২২. ত্রিভুজকে সমবাহু ও সমদ্বিবাহু- এ দুভাগে ভাগ করলে কোন ধরনের ভ্রান্ত বিভাগের সৃষ্টি হবে?
[ক] অব্যাপক বিভাগ
[খ] সংকর বিভাগ
[গ] অঙ্গগত বিভাগ
[ঘ] গুণগত বিভাগ
উত্তর: [ক] অব্যাপক বিভাগ

২৩. “উট হচ্ছে মরুভূমির জাহাজ” - এখানে কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
[ক] চক্রক সংজ্ঞা
[খ] দুর্বোধ্য সংজ্ঞা
[গ] রূপক সংজ্ঞা
[ঘ] নেতিবাচক সংজ্ঞা
উত্তর: [গ] রূপক সংজ্ঞা

২৪. সংজ্ঞা প্রদানের সহজতম উপায় হলো-
i. আসন্নতম জাতি উল্লেখ করা
ii. বিভেদক লক্ষণ উল্লেখ করা
iii. জাত্যর্থের উল্লেখ করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৫. 'Dichotomy' শব্দের অর্থ কী?
[ক] দুই ভাগে ভাগ করা
[খ] তিন ভাগে ভাগ করা
[গ] চার ভাগে ভাগ করা
[ঘ] পাঁচ ভাগে ভাগ করা
উত্তর: [ক] দুই ভাগে ভাগ করা

২৬. আরোহকে প্রকৃত এবং অপ্রকৃত এই দুই ভাগে ভাগ করেন কে?
[ক] ওয়েলটন
[খ] ফ্রান্সিস বেকন
[গ] এরিস্টটল
[ঘ] মিল
উত্তর: [ঘ] মিল

২৭. নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি?
[ক] মানুষ হলো জীব
[খ] মানুষ হলো মনুষ্য জাতীয় জীব
[গ] সুখ হলো দুঃখের অভাব
[ঘ] মানুষ হয় সৃষ্টির মুকুট
উত্তর: [খ] মানুষ হলো মনুষ্য জাতীয় জীব

২৮. আরোহের আকারগত ভিত্তি হলো-
i. নিরীক্ষণ
ii. কার্যকারণ নীতি
iii. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

◭ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
পলি দেখতে মলির মতো। উভয়েই লম্বা ও ফর্সা। দুজনেই ভালো গান গায়। পলি একজন শিক্ষক। অতএব, মলিও শিক্ষক।

২৯. উদ্দীপকে বর্ণিত অনুমানটি কোন আরোহ অনুমান?
[ক] সাধু সাদৃশ্যমূলক
[খ] অসাধু সাদৃশ্যমূলক
[গ] যুক্তিসাম্যমূলক
[ঘ] অবৈজ্ঞানিক
উত্তর: [খ] অসাধু সাদৃশ্যমূলক

৩০. উদ্দীপকে ইঙ্গিতকৃত অনুমানের বৈশিষ্ট্য হলো-
i. মৌলিক সাদৃশ্য
ii. বাহ্যি[ক] সাদৃশ্য
iii. গুরুত্বহীন সাদৃশ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

Post a Comment (0)
Previous Post Next Post