SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০২ pdf download

৯ম-১০ম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা গাইড
এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
দ্বিতীয় অধ্যায়

Class 9-10 History of Bangladesh and World Civilization Guide and SSC Exam Preparation
History of Bangladesh and World Civilization Chapter-02
History of Bangladesh and World Civilization
MCQ
Question and Answer pdf download

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

বিশ্বসভ্যতা

১. মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
[ক] ২৩টি
✅ ২৪টি
[গ] ২৫টি
[ঘ] ২৬টি

২. মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?
✅ মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল
[খ] অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত
[গ] পুরোহিতরা দেশ শাসন করত
[ঘ] মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের পরিবেশনা দেখে সীমা ও তার পরিবার অভিভূত হয়। অনুষ্ঠান দেখে সীমার একটি সভ্যতার কথা মনে পড়ল এবং সে তার স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠান থেকে ধারণা নেয়।

৩. সীমার কোন সভ্যতার কথা মনে পড়ে?
[ক] রোমান
✅ গ্রিক
[গ] চৈনিক
[ঘ] সিন্ধু

৪. এ ধরনের আয়োজনে বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠতে পারে-
i. অর্থনৈতিক ঐক্য
ii. সাংস্কৃতিক ভাব বিনিময়
iii. রাজনৈতিক সমঝোতা

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

💘 বোর্ড ও সেরা স্কুলের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে? (সকল বোর্ড - ২০১৬)
[ক] হেরোডোটাস
✅ থুকিডাইডেস
[গ] ইউরিপিদিস
[ঘ] এরিস্টোফেনেস

২. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? (সকল বোর্ড - ২০১৫)
[ক] মিশরীয়রা
✅ গ্রিকরা
[গ] রোমানরা
[ঘ] সিন্ধুর অধিবাসীরা

৩. মিশরের প্রথম ফারাও কে? (মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর)
✅ মেনেস (নারমার)
[খ] ফারাও খুফু
[গ] ফারাও ইখনাটন
[ঘ] হাম্বুরাবি

৪. মিশরের পূর্ব দিকে কোন সাগর অবস্থিত? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ লোহিত সাগর
[খ] ভূমধ্যসাগর
[গ] আরব সাগর
[ঘ] চীন সাগর

৫. মিশরীয় সভ্যতা কত বছর স্থায়ী ছিল? (মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ২০০০
✅ ২৫০০
[গ] ৩০০০
[ঘ] ৩৫০০

৬. ফারাও পদটি কেমন ছিল? (খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] আরামের
[খ] আয়েশের
[গ] মর্যাদার
✅ বংশানুক্রমিক

৭. নীলনদ কোথায় পতিত হয়েছে? (মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] আরব সাগরে
[খ] লোহিত সাগরে
✅ ভূমধ্যসাগরে
[ঘ] আটলান্টিক মহাসাগরে

৮. মিশরকে নীলনদের দান বলেছেন- (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] ইখনাটন
[খ] ফারাও খুফু
✅ হেরোডোটাস
[ঘ] এরিস্টটল

৯. মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন? (খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] সকল মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল বলে
[খ] পুরোহিতরা দেশ শাসন করত বলে
[গ] অভিজাতরা ধর্মের গুরুত্ব দিত বলে
✅ মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্মদ্বারা প্রভাবিত ছিল বলে

১০. মিশরীয়দের সূর্য দেবতার নাম কী? (মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ ‘রে’ বা ‘আমন রে’
[খ] ওসিরিস
[গ] ইখনাটন
[ঘ] ঈশ্বর

১১. নীলদের দেবতার নাম- (দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ)
✅ ওসিরিস
[খ] ফারাও
[গ] রে
[ঘ] এটম

১২. মিশরীয়দের প্রিয় রং কী ছিল? (মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] লাল ও সবুজ
[খ] লাল ও কালো
✅ সাদা ও কালো
[ঘ] লাল ও নীল

১৩. মিশরীয়দের বর্ণমালায় কতটি ব্যঞ্জন বর্ণ ছিল? (রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়)
[ক] ২২
[খ] ২৩
✅ ২৪
[ঘ] ২৫

১৪. মিশরীয়দের লিখন পদ্ধতিকে কী বলা হতো? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)
✅ হায়ারোগিøফিক
[খ] কিউনিফর্ম
[গ] মেসোপটেমীয় লিপি
[ঘ] মিশরীয় লিপি

১৫. পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে কারা? (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] গ্রিকরা
[খ] পারসিকরা
✅ মিশরীয়রা
[ঘ] অ্যাসেরীয়রা

১৬. সিন্ধু সভ্যতা কোন অববাহিকায় গড়ে উঠেছিল? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] নীলনদের
✅ সিন্ধু নদের
[গ] যমুনার
[ঘ] ব্র‏হ্মপুত্র নদের

১৭. কত খ্রিষ্টাব্দে (হরপ্পায়) প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়? (দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ)
[ক] ১৯১৯-১৯২০
[খ] ১৯২১-১৯২২
✅ ১৯২২-১৯২৩
[ঘ] ১৯২৩-১৯২৪

১৮. উপমহাদেশের প্রাচীন সভ্যতা কোনটি? (সরকারি বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা)
✅ সিন্ধু সভ্যতা
[খ] বৌদ্ধ সভ্যতা
[গ] চৈনিক সভ্যতা
[ঘ] ইনকা সভ্যতা

১৯. সিন্ধু উপত্যকার নগরগুলো কেমন ছিল? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)
[ক] রাজতান্ত্রিক
✅ প্রজাতান্ত্রিক
[গ] একনায়কতান্ত্রিক
[ঘ] আমলাতান্ত্রিক

২০. সিন্ধু সভ্যতার পথের ধারে কী ছিল? (অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট)
[ক] গাছপালা
[খ] ঘরবাড়ি
[গ] দোকানপাট
✅ সারিবদ্ধ ল্যাম্পপোস্ট

২১. হরপ্পার সবচেয়ে আকর্ষণীয় ইমারত ছিল কোনটি? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] বৃহদাকার প্রাসাদ
[খ] বৃহদাকার স্নানাগার
✅ বৃহদাকার শস্যাগার
[ঘ] বৃহদাকার অট্টালিকা

২২. প্লেটো কার শিষ্য ছিলেন? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ সক্রেটিসের
[খ] এরিস্টলের
[গ] তালেসের
[ঘ] আলেকজান্ডারের

২৩. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? (দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
✅ গ্রিক বিজ্ঞানীরা
[খ] মিশরীয় বিজ্ঞানীরা
[গ] মেসোপটেমীয় বিজ্ঞানীরা
[ঘ] চৈনিক বিজ্ঞানীরা

২৪. অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়? (দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গল)
[ক] রোমে
✅ গ্রিসে
[গ] মিশরে
[ঘ] তুরস্কে

২৫. রোমানদের প্রধান দেবতার নাম ছিল কী? (বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়)
[ক] গঙ্গ
[খ] বিষ্ণু
[গ] গণেশ
✅ জুপিটার

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬. পেরিক্লিস যে বিভাগে নাগরিকদের অবাধ অংশগ্রহণের অধিকার প্রতিষ্ঠা করেন- (সকল বোর্ড - ২০১৫)
i. প্রশাসন
ii. আইন
iii. বিচার বিভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. পিরামিড একটি- (দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ)
i. স্থাপত্য শিল্প
ii. ভাস্কর্য শিল্প
iii. কারুশিল্প

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
শরিফ স্যার গণিতের ক্লাসে ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলেন। দশম শ্রেণির ছাত্র সিয়ামের মনে পড়ে যায় এক বিশেষ সভ্যতার কথা। যাদের তৈরিকৃত এক স্থাপত্য শিল্পের আকৃতিও ত্রিভুজের মতো।
(সকল বোর্ড - ২০১৫)

২৮. সিয়ামের কোন সভ্যতার কথা মনে পড়ে?
✅ মিশরীয়
[খ] গ্রিক
[গ] সিন্ধু
[ঘ] রোমান

২৯. উক্ত সভ্যতার লোকেরা ছিল-
i. ধর্ম দ্বারা প্রভাবিত
ii. একেশ্বরবাদের ধারক
iii. প্রথম পঞ্জিকার আবিষ্কারক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

ভূমিকা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ০৮

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩০. আদিম যুগে মানুষ কোনটি জানত? (জ্ঞান)
✅ ফলমূল সংগ্রহ করতে
[খ] ফসল উৎপাদন করতে
[গ] পশু পালন করতে
[ঘ] ব্যবসা করতে

৩১. আদিম মানুষেরা অস্ত্র তৈরি করতে কী ব্যবহার করত? (অনুধাবন)
[ক] বন্দুক
[খ] লোহা
[গ] বল­ম
✅ পাথর

৩২. আদিম যুগে একমাত্র হাতিয়ার কী ছিল? (জ্ঞান)
[ক] ধনুক
[খ] বর্শা
✅ পাথর
[ঘ] লোহা

৩৩. পাথরের যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো? (জ্ঞান)
[ক] নতুন পাথরের যুগ
✅ পুরাতন পাথরের যুগ
[গ] মধ্য যুগ
[ঘ] নবোপলীয় যুগ

৩৪. পুরোপলীয় যুগ কী? (জ্ঞান)
✅ পুরনো পাথরের যুগ
[খ] আদি পাথরের যুগ
[গ] নব্য পাথরের যুগ
[ঘ] বর্তমান পাথরের যুগ

৩৫. কোন অস্ত্র দিয়ে প্রাচীন মানুষ পশু শিকার করত? (অনুধাবন)
[ক] লোহার অস্ত্র
✅ পাথরের অস্ত্র
[গ] আধুনিক অস্ত্র
[ঘ] কাঠের অস্ত্র

৩৬. পুরনো পাথরের যুগ শেষ হলে মানুষ কোনটি শেখে? (জ্ঞান)
[ক] পশুপালন
✅ কৃষি কাজ
[গ] ব্যবসায়
[ঘ] পশু শিকার

৩৭. কোন যুগের শেষে প্রাচীন মানুষের যাযাবর জীবন শেষ হয়? (জ্ঞান)
[ক] নতুন পাথরের যুগ
✅ পুরনো পাথরের যুগ
[গ] মধ্য যুগ
[ঘ] ব্রোঞ্জ যুগে

৩৮. নবোপলীয় যুগের অপর নাম কী? (জ্ঞান)
[ক] আদিম যুগ
[খ] মধ্য যুগ
✅ নতুন পাথরের যুগ
[ঘ] আধুনিক যুগ

৩৯. পুরনো পাথরের যুগ শেষ হলে কোন যুগ শুরু হয়? (জ্ঞান)
[ক] মধ্য যুগ
[খ] আদিম যুগ
✅ নবোপলীয় যুগ
[ঘ] ব্রোঞ্জ যুগ

৪০. কৃষির আবিষ্কার হয় কোন যুগে? (জ্ঞান)
[ক] পুরোপলীয় যুগে
✅ নবোপলীয় যুগে
[গ] লৌহ যুগে
[ঘ] আদিম যুগে

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪১. আদিম যুগে মানুষ- (অনুধাবন)
i. ফলমূল সংগ্রহ করত
ii. পাথরের অস্ত্র দিয়ে পশু শিকার করত
iii. যাযাবর জীবনযাপন করত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. নবোপলীয় যুগের বিশেষ অবদান হচ্ছে- (অনুধাবন)
i. মানুষের শিকারি জীবনের অবসান
ii. কৃষির আবিষ্কার
iii. ঘরবাড়ি নির্মাণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

💘 বিশ্বসভ্যতা : মিশরীয় সভ্যতা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ৯
⚛ আফ্রিকা মহাদেশের যে দেশটির নাম বর্তমানে ইজিপ্ট, তার প্রাচীন নাম- মিশর।
⚛ মিশরে প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে- খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দে।
⚛ মিশরের প্রথম নরপতি ও পুরোহিত হলেন- নারমার বা মেনেস।
⚛ মিশরের অর্থনীতি ছিল মূলত- কৃষি নির্ভর।
⚛ ‘মিশর নীল নদের দান’ বলেছেন- হেরোডোটাস।
⚛ মিশরের সবচেয়ে বড় পিরামিড হলো- ফারাও খুফুর পিরামিড।
⚛ গণিত শাস্ত্রের দুটি শাখা জ্যামিতি এবং পাটিগণীতের প্রচলন করে- মিশরীয়রা।
⚛ মিশরীয়দের জীবনের সবকিছু প্রভাবিত হয়- ধর্মীয় চিন্তা ও বিশ্বাস দ্বারা।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪৩. মিশরের অবস্থান- (জ্ঞান)
✅ আফ্রিকার উত্তর-পূর্ব অংশে
[খ] আফ্রিকার দক্ষিণাংশে
[গ] ইউরোপের পূর্বাংশে
[ঘ] এশিয়ার উত্তরাংশে

৪৪. মিশরের বর্তমান নাম কী? (জ্ঞান)
[ক] পারস্য
[খ] মেসোপটেমিয়া
✅ ইজিপ্ট
[ঘ] স্পার্টা

৪৫. ইজিপ্ট এর পূর্ব নাম কী? (জ্ঞান)
[ক] গিনি
[খ] সেনেগাল
✅ মিশর
[ঘ] সাইপ্রাস

৪৬. মিশরে খ্রিষ্টাপূর্ব কত অব্দে প্রথম সাম্রাজ্যের উদ্ভব ঘটে? (জ্ঞান)
[ক] ৩০০০ অব্দে
[খ] ২০০০ অব্দে
✅ ৪০০০ অব্দে
[ঘ] ৪৫০০ অব্দে

৪৭. উত্তর মিশরকে কী বলা হয়? (জ্ঞান)
✅ নিম্ন মিশর
[খ] উচ্চ মিশর
[গ] সমতল মিশর
[ঘ] পাহাড়ী মিশর

৪৮. খ্রিষ্টপূর্ব কত অব্দে নীলনদের অববাহিকায় একটি রাষ্ট্রের উদ্ভব হয়? (জ্ঞান)
[ক] ৪০০০ - ৩০০০ অব্দে
[খ] ৩০০০ - ২০০০ অব্দে
[গ] ৫০০০ - ৪০০০ অব্দে
✅ ৫০০০ - ৩২০০ অব্দে

৪৯. কত খ্রিষ্টপূর্বাব্দে মিশরীয় সভ্যতায় প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয়? (জ্ঞান)
[ক] ৩০০০
[খ] ২০০০
✅ ৩২০০
[ঘ] ৩৪০০

৫০. প্রথম ফারাও-এর মর্যাদা লাভ করেন কে? (জ্ঞান)
✅ মেনেস
[খ] ইখনাটন
[গ] এটন
[ঘ] মানিস প্যান্ডে

৫১. মিশরের দক্ষিণে কোন রাষ্ট্রটি অবস্থিত? (জ্ঞান)
[ক] কাতার
[খ] সিরিয়া
[গ] লেবানন
✅ সুদান

৫২. মিশরের পশ্চিম দিকে অবস্থিত- (জ্ঞান)
[ক] লোহিত সাগর
✅ সাহারা মরুভূমি
[গ] গোবি মরুভূমি
[ঘ] আরব সাগর

৫৩. মিশরের আয়তন কত বর্গমাইল? (জ্ঞান)
✅ প্রায় চার লক্ষ
[খ] প্রায় দুই লক্ষ
[গ] প্রায় তিন লক্ষ
[ঘ] প্রায় পাঁচ লক্ষ

৫৪. কার নেতৃত্বে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়? (জ্ঞান)
✅ মেনেস
[খ] পেরিক্লিস
[গ] থেলিস
[ঘ] হেরোডোটাস

৫৫. মেনেস যে সভ্যতার গোড়াপত্তন করে তা কত বছর স্বমহিমায় উজ্জ্বল ছিল? (জ্ঞান)
[ক] প্রায় ২ হাজার বছর
✅ প্রায় ৩ হাজার বছর
[গ] প্রায় ৪ হাজার বছর
[ঘ] প্রায় ৫ হাজার বছর

৫৬. কোন দেশের এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়? (জ্ঞান)
[ক] জর্দান
[খ] ইসরাইল
[গ] গিনি
✅ লিবিয়া

৫৭. খ্রিষ্টপূর্ব কত শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়? (জ্ঞান)
[ক] নবম
[খ] অষ্টম
✅ দশম
[ঘ] সপ্তম

৫৮. কোন দেশের এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়? (জ্ঞান)
[ক] জর্দান
[খ] ইসরাইল
[গ] গিনি
✅ লিবিয়া

৫৯. কোন সময়ে অ্যাসিরীয়রা মিশরে আধিপত্য বিস্তার করে? (জ্ঞান)
[ক] ৬৭০ - ৬৬০ খ্রিষ্টপূর্বাব্দে
[খ] ৬০০ - ৭০০ খ্রিষ্টপূর্বাব্দে
✅ ৬৭০ - ৬৬২ খ্রিষ্টপূর্বাব্দে
[ঘ] ৬৭০ - ৬০০ খ্রিষ্টপূর্বাব্দে

৬০. পারস্য কোন সময়ে মিশর দখল করেছিল? (জ্ঞান)
[ক] ৫২০ খ্রিষ্টপূর্বাব্দে
✅ ৫২৫ খ্রিষ্টপূর্বাব্দে
[গ] ৫৩০ খ্রিষ্টপূর্বাব্দে
[ঘ] ৫৩৫ খ্রিষ্টপূর্বাব্দে

৬১. কোন দেশ মিশর দখল করে নিলে মিশরের প্রাচীন সভ্যতার সূর্য অস্তমিত হয়? (জ্ঞান)
[ক] মেসোপটেমিয়া
✅ পারস্য
[গ] আরবরা
[ঘ] ইংরেজরা

৬২. প্রাচীন মিশরের রাজাদের কী বলা হতো? (জ্ঞান)
✅ ফারাও
[খ] প্রভু
[গ] বাদশাহ
[ঘ] সম্রাট

৬৩. প্রাক রাজবংশীয় যুগে মিশরের ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকে কী বলা হতো? (জ্ঞান)
[ক] এটন
[খ] ফারাও
[গ] পিরামিড
✅ নোম

৬৪. মিশরের প্রথম রাজার নাম কী? (জ্ঞান)
✅ মেনেস
[খ] জুপিটার
[গ] থেলিস
[ঘ] লিওপোল্ড ফন র‌্যাংকে

৬৫. কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি একক রাষ্ট্র গড়ে তোলেন? (জ্ঞান)
✅ মেনেস
[খ] হাম্মুরাবি
[গ] জুলিয়াস সীজার
[ঘ] কনফুসিয়াস

৬৬. প্রাচীন মিশরের রাজধানী কোনটি? (জ্ঞান)
[ক] রোম
[খ] গ্রিস
✅ মেম্ফিস
[ঘ] এথেন্স

৬৭. ফারাও শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? (জ্ঞান)
[ক] ‘পোরাও’
✅ ‘পের-ও’
[গ] ‘পেরিও’
[ঘ] ‘পরাও’

৬৮. ফারাওরা ছিল অত্যন্ত- (জ্ঞান)
✅ ক্ষমতাশালী
[খ] ন্যায় নীতিবান
[গ] কঠোর
[ঘ] দয়ালু

৬৯. নিজেদেরকে সূর্যদেবতার বংশধর মনে করতেন কোন দেশের রাজারা? (জ্ঞান)
[ক] লিবিয়া
✅ মিশর
[গ] ইরান
[ঘ] ইরাক

৭০. ফারাওরা নিজেদের কার বংশধর মনে করত? (জ্ঞান)
[ক] অগ্নিদেবতা
✅ সূর্য দেবতা
[গ] শক্তি দেবতা
[ঘ] পাথর দেবতা

৭১. ফারাওদের উত্তরাধিকার সূত্রে কারা ফারাও হতো? (জ্ঞান)
[ক] তাদের পিতা
✅ তাদের ছেলে
[গ] তাদের ভাই
[ঘ] সাধারণ প্রজা

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০২

৭২. পেশার বিচারে প্রাচীন মিশরবাসীদের কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়েছিল?
 (জ্ঞান)
[ক] ছয়
✅ আট
[গ] দশ
[ঘ] বারো

৭৩. নীলনদের উৎপত্তি কোন লেক থেকে হয়েছে? (অনুধাবন)
[ক] কাপাসিয়া
✅ ভিক্টোরিয়া
[গ] নায়াগ্রা
[ঘ] চরং

৭৪. মিশরের অর্থনীতি মূলত কীসের উপর নির্ভরশীল? (অনুধাবন)
[ক] ব্যবসা
✅ কৃষি
[গ] পশুপালন
[ঘ] খনিজ সম্পদ

৭৫. কোনটি না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো? (জ্ঞান)
[ক] বৃষ্টির পানি
✅ নীলনদ
[গ] আরব সাগর
[ঘ] ভূমধ্যসাগর

৭৬. প্রাচীনকালে নীলনদে বন্যা হতো- (জ্ঞান)
✅ প্রতি বছর
[খ] এক বছর পর
[গ] ৩ বছর পর
[ঘ] ২ বছর পর

৭৭. মানবসভ্যতার অনেক ধ্যান ধারণা ও রীতি-নীতি কোথায় জন্ম হয়? (জ্ঞান)
[ক] ইরাকে
[খ] ভারতে
✅ প্রাচীন মিশরে
[ঘ] ইংল্যান্ডে

৭৮. মিশরে জমি উর্বর হতো কীভাবে? (অনুধাবন)
[ক] সার ব্যবহার দ্বারা
[খ] সেচের পানি দ্বারা
[গ] বৃষ্টির পানি দ্বারা
✅ বন্যার পানি দ্বারা

৭৯. কাদের জীবনে সূর্যদেবতা ‘রে’ এর গুরুত্ব বেশি ছিল? (জ্ঞান)
[ক] লিবীয়দের
[খ] ইরানিদের
✅ মিশরীয়দের
[ঘ] আরবদের

৮০. মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে- এমন ধারণা দেন কারা? (জ্ঞান)
[ক] আরবরা
✅ মিশরীয়রা
[গ] গ্রিকরা
[ঘ] ইংরেজরা

৮১. কী রক্ষার জন্য পিরামিড তৈরি করা হয়েছিল? (অনুধাবন)
[ক] ফারাও
✅ মমি
[গ] রাজা
[ঘ] প্রজা

৮২. মিশরীয়রা মৃতদেহকে মমি করত কেন? (অনুধাবন)
[ক] সম্মান জানাতে
[খ] পূজা করতে
[গ] জীবিত করতে
✅ রক্ষা করতে

৮৩. প্রাচীন মিশরে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে শাসন করতেন কে? (জ্ঞান)
[ক] এটন
✅ ফারাও
[গ] জুপিটার
[ঘ] আমন রে

৮৪. মিশরে চিত্র শিল্প গড়ে উঠেছিল কীসের প্রভাবে? (অনুধাবন)
✅ ধর্মীয় বিশ্বাস দ্বারা
[খ] ফারওদের দ্বারা
[গ] মনিদের দ্বারা
[ঘ] প্রজাদের দ্বারা

৮৫. মিশরে কীভাবে চিত্রশিল্পের সূচনা হয়? (অনুধাবন)
[ক] রং আবিষ্কার হওয়ায়
[খ] চিত্রশিল্পীদের মর্যাদা বৃদ্ধি হওয়ায়
✅ মন্দির সাজাতে গিয়ে
[ঘ] রোমীয় সভ্যতার সংস্পর্শে

৮৬. মিশরের রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও পারিবারিক জীবনের কাহিনী কীসের মাধ্যমে ফুটে উঠেছে? (অনুধাবন)
✅ চিত্রশিল্পের
[খ] পিরামিডের
[গ] মন্দিরের
[ঘ] বর্ণলিপির

৮৭. স্থাপত্য শিল্পের মতো মিশরীয়রা দক্ষ ছিল- (অনুধাবন)
[ক] ছবি আঁকায়
✅ বিভিন্ন ধরনের অলংকার তৈরিতে
[গ] অস্ত্রশস্ত্র তৈরিতে
[ঘ] অংক শাস্ত্রে

৮৮. প্রাচীন বিশ্বসভ্যতায় মিশরীয়দের শ্রেষ্ঠত্বের বাহন কী? (অনুধাবন)
✅ ভাস্কর্য
[খ] পিরামিড
[গ] জাদুঘর
[ঘ] কৃষি কাজ

৮৯. স্ফিংকস ভাস্কর্যটি কাদের? (জ্ঞান)
[ক] সিরিয়ানদের
✅ মিশরীয়দের
[গ] ইরানিদের
[ঘ] ইরাকিদের

৯০. স্ফিংকসের দেহটা কিসের মতো? (জ্ঞান)
[ক] বাঘ
[খ] হরিণ
✅ সিংহ
[ঘ] গরু

৯১. মিশরের সবচেয়ে বড় পিরামিড- (জ্ঞান)
✅ ফারাও খুফুর পিরামিড
[খ] কার্ক পিরামিড
[গ] লাকজোর পিরামিড
[ঘ] নেবুচাদনেজাদের পিরামিড

৯২. মিশরীয়রা কত হাজার বছর পূর্বে ২৪টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করেন? (জ্ঞান)
✅ পাঁচ
[খ] ছয়
[গ] তিন
[ঘ] বিশ

৯৩. মিশরীয়রা প্রথম দিকে কীভাবে মনের ভাব প্রকাশ করত? (অনুধাবন)
[ক] লিখে
[খ] সংখ্যা গুণে
✅ ছবি এঁকে
[ঘ] ইশারায়

৯৪. ছবি আঁকার মাধ্যমে লিখন পদ্ধতিকে কী বলা হতো? (অনুধাবন)
[ক] খরিপ লিপি
[খ] গৌড়লিপি
✅ চিত্রলিপি
[ঘ] মিশরীয় লিপি

৯৫. ‘হায়ারেগিফিক’ অর্থ কী? (জ্ঞান)
✅ পবিত্র অক্ষর
[খ] সুন্দর অক্ষর
[গ] চিত্রলিপি
[ঘ] বর্ণলিপি

৯৬. কোন শব্দ থেকে ইংরেজি পেপার নামের উৎপত্তি হয়েছে? (জ্ঞান)
✅ প্যাপিরাস
[খ] হ্যাপিরাস
[গ] পরাস
[ঘ] মিরাস

৯৭. নেপোলিয়ান বোনাপার্টের মিশর জয়ের সময় আবিস্কৃত পাথরটি কী নামে পরিচিত ছিল? (জ্ঞান)
✅ রসেটা
[খ] করেটা
[গ] মরিট
[ঘ] ফিউরিক

৯৮. মিশরীয়দের সভ্যতা কেমন ছিল? (জ্ঞান)
[ক] ব্যবসা নির্ভর
✅ কৃষিনির্ভর
[গ] পশুপালন নির্ভর
[ঘ] মৎস্যনির্ভর

৯৯. জ্যামিতির প্রচলন করেন কারা? (জ্ঞান)
[ক] ইরানিরা
[খ] সিরিয়রা
✅ মিশরীয়রা
[ঘ] ইংরেজরা

১০০. পাটিগণিতের প্রচলন করেন কারা? (জ্ঞান)
✅ মিশরীয়রা
[খ] আরবরা
[গ] ইংরেজরা
[ঘ] ফরাসিরা

১০১. ৩৬৫ দিনে বছর গণনা শুরু করে কারা? (জ্ঞান)
[ক] মেসোপটেমীয়রা
[খ] গ্রিকরা
✅ মিশরীয়রা
[ঘ] ফিনিশীয়রা

১০২. মিশরীয়রা বিজ্ঞানচর্চায় আগ্রহী ছিল কেন? (জ্ঞান)
[ক] শিল্পের কারণে
[খ] যুদ্ধের কারণে
✅ ধর্মের কারণে
[ঘ] কৃষির কারণে

১০৩. কারা রাসায়নিক প্রক্রিয়ায় মৃতদেহ পচন থেকে রক্ষা করতে সক্ষম হয়? (জ্ঞান)
✅ মিশরীয়রা
[খ] গ্রিকরা
[গ] রোমানরা
[ঘ] পারসিকরা

১০৪. কারা চোখ, দাঁত পেটের রোগ নির্ণয় করতে জানত? (অনুধাবন)
[ক] রোমীয়রা
[খ] ফিনিশীয়রা
[গ] গ্রিকরা
✅ মিশরীয়রা

১০৫. মিশরীয়দের লেখার সময় মনোভাব কেমন থাকত? (জ্ঞান)
✅ আনন্দপূর্ণ
[খ] বেদনাপূর্ণ
[গ] দুঃখপূর্ণ
[ঘ] গাম্ভীর্যপূর্ণ

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১০৬. মিশরের ভৌগোলিক অবস্থান হলো- (অনুধাবন)
i. পশ্চিমে সাহারা মরুভূমি
ii. দক্ষিণে লেবানন
iii. পূর্বে লোহিত সাগর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৭. পেশার ওপর ভিত্তি করে মিশরের সমাজের মানুষকে যে শ্রেণিতে ভাগ করা হয়- (অনুধাবন)
i. রাজ পরিবার
ii. পুরোহিত
iii. অভিজাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০৮. মিশরের উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল- (প্রয়োগ)
i. গম
ii. যব
iii. ধান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০৯. মিশরের গম ও লিলেন কাপড় রপ্তানী করা হতো- (প্রয়োগ)
i. ফিলিস্তিনে
ii. সিরিয়ায়
iii. ইরাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১১০. মিশরীয়রা বিভিন্ন দেশ থেকে আমদানি করত- (প্রয়োগ)
i. স্বর্ণ
ii. রৌপ্য
iii. হাতির দাঁত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১১. প্রাচীন সভ্যতায় মিশরীয়দের অবদান- (প্রয়োগ)
i. ধর্মীয় চিন্তায়
ii. শিল্পে
iii. লিখন পদ্ধতিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১২. মিশরীয় চিত্র শিল্পীরা অসাধারণ ছবি এঁকেছেন- (অনুধাবন)
i. সমাধিতে
ii. পিরামিডে
iii. মন্দিরে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৩. মিশরীয়দের কারুশিল্পগুলো হলো- (অনুধাবন)
i. আসবাবপত্র
ii. অলঙ্কার
iii. মমির মুখোশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৪. মিশরীয়রা সময় নির্ধারণের জন্য আবিষ্কার করেন- (অনুধাবন)
i. সূর্য ঘড়ি
ii. ছায়া ঘড়ি
iii. জল ঘড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৫. মিশরীয়রা আধুনিক সভ্যতার যে দিকটির উন্মেষে অবদান রাখেন- (অনুধাবন)
i. সৌর পঞ্জিকা আবিষ্কার করেন
ii. ৩৬৫ দিনে বছর গণনা আবিষ্কার করেন
iii. জ্যামিতি ও পাটিগণিতের প্রচলন করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৬. মিশরীয়রা নিচের যে ব্যবস্থার সাথে পরিচিত ছিল- (অনুধাবন)
i. যোগের ব্যবহার
ii. ভাগের ব্যবহার
iii. বিয়োগের ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৭. মিশরীয়রা হাড় জোড়া লাগানো ও নাড়ির স্পন্দন নির্ণয় করত। এ বিষয়টি আধুনিক ব্যবস্থার যে বিষয়কে প্রভাবিত করেছে- (উচ্চতর দক্ষতা)
i. পরলোকে বিশ্বাস
ii. চিকিৎসা শাস্ত্র
iii. শিক্ষাব্যবস্থা

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১১৮. মিশরীয়রা যেসব রোগ নির্ণয় করতে জানত- (অনুধাবন)
i. চোখের
ii. দাঁতের
iii. পেটের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১৯. মিশরীয়রা চর্চা করত- (অনুধাবন)
i. দর্শন
ii. সাহিত্য
iii. চিকিৎসা শাস্ত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও :
সোহাম একটি কাগজের কল পরিদর্শন করে জানতে পারে যে, নলখাগড়া জাতীয় গাছের খণ্ড থেকে এ মিলে কাগজ প্রস্তুত করা হয়।

১২০. সোহামের দেখা কাগজ কলের কাঁচামালের সাথে কোন সভ্যতার কাগজ কলের কাঁচামালের মিল লক্ষ করা যায়? (প্রয়োগ)
[ক] সিন্ধু
✅ মিশরীয়
[গ] রোমান
[ঘ] গ্রিক

১২১. উক্ত সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল- (উচ্চতর দক্ষতা)
i. অক্ষর আবিষ্কার
ii. ছবি এঁকে মনের ভাব প্রকাশ
iii. ইংরেজি ভাষার আবিষ্কার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 সিন্ধু সভ্যতা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১২
⚛ সিন্ধু নদের অববাহিকায় যে অঞ্চল গড়ে উঠেছিল তার নাম- সিন্ধু সভ্যতা।
⚛ সিন্ধু সভ্যতার উত্থান-পতনের সময়কাল হলো- ৩৫০০-১৫০০ অব্দ।
⚛ সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল- মাতৃতান্ত্রিক।
⚛ দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল- সিন্ধু সভ্যতা অধিবাসীরা।
⚛ উপমহাদেশের প্রাচীন সভ্যতা হলো- সিন্ধু সভ্যতা।
⚛ একক পরিবার পদ্ধতি চালু ছিল- সিন্ধু সভ্যতায়।
⚛ পরকালে বিশ্বাস করতেন- সিন্ধুবাসীরা।
⚛ সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য শিল্পকর্ম- সীলমোহর।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২২. কোন সভ্যতাকে ‘হরপ্পা সংস্কৃতি’ বলা হয়? (জ্ঞান)
[ক] মিশরীয় সভ্যতাকে
[খ] চীনা সভ্যতাকে
[গ] রোমান সভ্যতাকে
✅ সিন্ধু সভ্যতাকে

১২৩. কোন সভ্যতার আবিষ্কারের কাহিনী চমকপ্রদ? (জ্ঞান)
[ক] গ্রিক
✅ সিন্ধু
[গ] মিশর
[ঘ] আরব

১২৪. সিন্ধু প্রদেশ কোন দেশে অবস্থিত? (জ্ঞান)
[ক] ভারত
✅ পাকিস্তান
[গ] ইরাক
[ঘ] ইরান

১২৫. লারকানা জেলা কোন প্রদেশের অন্তর্গত? (জ্ঞান)
[ক] করাচি
✅ সিন্ধু
[গ] রাওয়ালপিন্ডি
[ঘ] বোম্বাই

১২৬. মহেঞ্জোদারো শহরের মাটির ঢিবি কেমন ছিল?
✅ উঁচু
[খ] নিচু
[গ] সমান
[ঘ] সমতল

১২৭. মড়া মানুষের ঢিবি বলতে বোঝায়- (জ্ঞান)
[ক] পিরামিডকে
✅ মহেঞ্জোদারোকে
[গ] হরপ্পাকে
[ঘ] স্ফিংকসকে

১২৮. রাখালদাস বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? (জ্ঞান)
[ক] ইংরেজ প্রত্নতত্ত্ববিদ
✅ বাঙালি প্রত্নতত্ত্ববিদ
[গ] ইরানি প্রত্নতত্ত্ববিদ
[ঘ] ইরাকি প্রত্নতত্ত্ববিদ

১২৯. স্যার জন মার্শাল কে? (জ্ঞান)
✅ বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ
[খ] দার্শনিক
[গ] বিজ্ঞানী
[ঘ] চিকিৎসক

১৩০. হরপ্পা ও মহেঞ্জোদারো নগরী দুটি কোন সভ্যতার নিদর্শন? (জ্ঞান)
[ক] গ্রিক সভ্যতার
✅ সিন্ধুসভ্যতার
[গ] মিশরীয় সভ্যতার
[ঘ] পারস্যসভ্যতার

১৩১. অন্যান্য সভ্যতার মতো মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধুসভ্যতা এবং চৈনিক সভ্যতার মধ্যে একটি বড় মিল রয়েছে। এখানে কোন মিলের কথা বলা হয়েছে? (প্রয়োগ)
[ক] সভ্যতাগুলো একই সময়ে গড়ে উঠেছিল
[খ] সভ্যতাগুলো সাগরের তীরে গড়ে উঠেছিল
[গ] সভ্যতাগুলো পাহাড়ের উপরে গড়ে উঠেছিল
✅ সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠেছিল

১৩২. সিন্ধুসভ্যতার উত্থান-পতনের কাল- (জ্ঞান)
✅ খ্রিষ্টপূর্ব ৩৫০০-১৫০০ পর্যন্ত
[খ] খ্রিষ্টপূর্ব ৩০০০-১৬০০ পর্যন্ত
[গ] খ্রিষ্টপূর্ব ৩২০০-১৪০০ পর্যন্ত
[ঘ] খ্রিষ্টপূর্ব ৩৬০০-১৫০০ পর্যন্ত

১৩৩. সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণের অন্যতম কোনটি? (জ্ঞান)
[ক] মহামারী
✅ আর্যদের আক্রমণ
[গ] দুর্ভিক্ষ
[ঘ] প্রাকৃতিক দুর্যোগ

১৩৪. ‘সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে খ্রিষ্টপূর্ব ২৫০০ থেকে ১৫০০ অব্দ পর্যন্ত -কে বলেছেন? (জ্ঞান)
[ক] থুকিডাইসিস
[খ] হেরোডোটাস
✅ মর্টিমার হুইলার
[ঘ] থেলিস

১৩৫. পরিকল্পিত নগরী কোন সভ্যতার অবদান? (অনুধাবন)
[ক] মিশরীয়
[খ] চৈনিক
✅ সিন্ধু
[ঘ] রোমান

১৩৬. সাত্তার দিনাজপুর থেকে ঢাকা আসার পথে রাস্তার পাশে প্রাচীর দ্বারা সুরক্ষিত অনেক বাড়ি দেখলেন। এ প্রেক্ষিতে তার কোন সভ্যতার কথা মনে পড়বে? (জ্ঞান)
✅ সিন্ধু
[খ] পারস্য
[গ] গ্রিক
[ঘ] মিশরীয়

১৩৭. সিন্ধু সভ্যতার যুগে মানুষের বসবাস আধুনিক সমাজে কোন ধারার বিকাশকে ত্বরান্বিত করেছে? (অনুধাবন)
✅ সমাজবদ্ধভাবে বসবাস
[খ] যাযাবর জীবন
[গ] পাহাড়ের পাদদেশে বসবাস
[ঘ] একা একা বসবাস

১৩৮. সিন্ধু সভ্যতার পরিবার পদ্ধতি কেমন ছিল? (জ্ঞান)
[ক] দলগত পরিবার
[খ] যৌথ পরিবার
✅ একক পরিবার
[ঘ] অন্ধ পরিবার

১৩৯. সিন্ধু সভ্যতার সমাজ কয়টি শ্রেণিতে বিভক্ত ছিল? (জ্ঞান)
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৪০. সিন্ধু সভ্যতার পরিবার ব্যবস্থা কেমন ছিল? (অনুধাবন)
✅ মাতৃতান্ত্রিক
[খ] পুরুষতান্ত্রিক
[গ] পিতৃতান্ত্রিক
[ঘ] নিয়মতান্ত্রিক

১৪১. সিন্ধু সভ্যতার কৃষকরা কোথায় বাস করত? (জ্ঞান)
[ক] শহরে
[খ] বনে
[গ] দুর্গে
✅ গ্রামে

১৪২. মেসোপটেমীর, মিশরীয়, সিন্ধু ও চীনা সভ্যতার একটি উল্লেখযোগ্য সাধারণ বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
[ক] সভ্যতাগুরো ছিল ধর্মভিত্তিক
[খ] সভ্যতাগুলো ছিল সমাজভিত্তিক
✅ সভ্যতাগুলো ছিল কৃষিভিত্তিক
[ঘ] সভ্যতাগুলো ছিল বাণিজ্যভিত্তিক

১৪৩. সিন্ধু সভ্যতার অর্থনীতির বড় দিক কোনটি ছিল? (জ্ঞান)
[ক] চাকরি
[খ] ব্যবসায়
✅ পশুপালন
[ঘ] মৎস্য চাষ

১৪৪. সিন্ধু সভ্যতার মানুষ কোন শিল্পে পারদর্শী ছিল?
[ক] হস্তশিল্পে
[খ] তাঁতশিল্পে
[গ] কারুশিল্পে
✅ মৃৎশিল্পে

১৪৫. সিন্ধুবাসীদের মধ্যে কোন পূজা খুব জনপ্রিয় ছিল? (জ্ঞান)
[ক] পিতৃ পূজা
✅ মাতৃৃ পূজা
[গ] মূর্তি পূজা
[ঘ] দেব পূজা

১৪৬. সিন্ধুবাসীরা কীসের কারণে কবরে জিনিসপত্র ও অলংকার রেখে দিত? (অনুধাবন)
✅ পরলোকে বিশ্বাস
[খ] সামাজিক রীতি-নীতি
[গ] কবরবাসী ব্যবহার করবে
[ঘ] সাজ-সজ্জার জন্য

১৪৭. সিন্ধুসভ্যতার রাস্তাগুলো ছিল- (জ্ঞান)
[ক] বাঁকা
✅ পাকা
[গ] কাঁচা
[ঘ] সরু

১৪৮. সিন্ধু সভ্যতার রাস্তাগুলো কেমন ছিল? (অনুধাবন)
[ক] কাঁচা
✅ সোজা
[গ] সরু
[ঘ] লম্বা

১৪৯. সিন্ধু সভ্যতায় রাস্তার দুধারে সারিবদ্ধ ল্যাম্পোস্ট ছিল। এতে সভ্যতাটির কোন দিকটি প্রকাশ পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
[ক] পরিষ্কার-পরিচ্ছন্নতা
✅ সুপরিকল্পিত নগরব্যবস্থা
[গ] সমৃদ্ধশালী নগর
[ঘ] শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা

১৫০. ঢাকার উত্তরার আবাসিক এলাকাগুলো পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। উক্ত এলাকাগুলো তৈরিতে প্রাচীন কোন সভ্যতার জ্ঞানকে কাজে লাগানো হয়েছে? (প্রয়োগ)
[ক] চৈনিক
✅ সিন্ধু
[গ] মিশরীয়
[ঘ] ইউরোপীয়

১৫১. কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল? (জ্ঞান)
[ক] মিশরীয়
[খ] ক্যালডীয়
✅ সিন্ধু
[ঘ] আরব

১৫২. কোন সভ্যতার লোকেরা ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত? (জ্ঞান)
✅ সিন্ধু
[খ] মিশরীয়
[গ] গ্রিক
[ঘ] ফিনিশীয়

১৫৩. কুমারের চাকার ব্যবহার জানত কারা? (জ্ঞান)
[ক] মিশরীয়রা
[খ] গ্রিকরা
✅ সিন্ধুর অধিবাসীরা
[ঘ] ক্যালডীয়রা

১৫৪. সুন্দর মাটির পাত্র বানাতে পারত কোন সভ্যতার লোকেরা? (জ্ঞান)
[ক] মিশর
✅ সিন্ধু
[গ] ফিনিশীয়
[ঘ] ক্যালডীয়

১৫৫. সিন্ধুসভ্যতায় বয়ন শিল্পে পারদর্শী ছিলেন কারা? (জ্ঞান)
[ক] মেয়েরা
[খ] যুবকেরা
✅ তাঁতিরা
[ঘ] দাসেরা

১৫৬. সিন্ধু সভ্যতার লোকেরা কিসের সাহায্যে আসবাবপত্র, অস্ত্র তৈরি করত? (অনুধাবন)
[ক] পাট
✅ ধাতু
[গ] বেনজিন
[ঘ] স্টিয়ারেট

১৫৭. ব্রোঞ্জের উপাদান কী কী? (অনুধাবন)
✅ তামা ও টিন
[খ] তামা ও দস্তা
[গ] দস্তা ও টিন
[ঘ] টিন ও লোহা

১৫৮. সিন্ধুসভ্যতার অধিবাসীরা কীসের ব্যবহার জানত না? (জ্ঞান)
[ক] তামার
✅ লোহার
[গ] দস্তার
[ঘ] সোনার

১৫৯. সিন্ধুসভ্যতার ঘর-বাড়ি গুলো কয় তলাবিশিষ্ট? (জ্ঞান)
[ক] এক দুই তলা
[খ] দুই তলা
✅ দুই তিন তলা
[ঘ] চার তলা

১৬০. মহেঞ্জোদারোর স্থাপত্যের মধ্যে উল্লেখযোগ্য বৃহৎ মিলনায়তনটি কত ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল? (জ্ঞান)
[ক] ৭০
✅ ৮০
[গ] ৬০
[ঘ] ৫০

১৬১. হরপ্পাতে কী পাওয়া গেছে? (জ্ঞান)
[ক] স্নানাগার
✅ শস্যাগার
[গ] বিশ্রামাগার
[ঘ] অতিথি ঘর

১৬২. বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? (জ্ঞান)
[ক] এথেন্সে
[খ] রোমে
[গ] হরপ্পায়
✅ মহেঞ্জোদারোতে

১৬৩. সিন্ধু সভ্যতার যুগে কতটি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে? (জ্ঞান)
[ক] ১২
[খ] ১০
✅ ১৩
[ঘ] ১৪

১৬৪. মহেঞ্জোদারোতে কোন ধরনের মূর্তি পাওয়া গিয়াছে? (জ্ঞান)
[ক] পুরুষ মূর্তি
✅ নারী মূর্তি
[গ] গরুর মূর্তি
[ঘ] বাঘের মূর্তি

১৬৫. মহেঞ্জোদারোতে কতগুলো সিল পাওয়া গেছে? (জ্ঞান)
[ক] ২০০০
✅ ২৫০০
[গ] ২৪০০
[ঘ] ২১০০

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬৬. সিন্ধুসভ্যতার নিদর্শন পাওয়া গেছে- (জ্ঞান)
i. পাঞ্জাবে
ii. রাজস্থানে
iii. গুজরাটে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৭. সিন্ধু সভ্যতার মানুষের ক্ষেত্রে প্রযোজ্য- (অনুধাবন)
i. নকশা করা দীর্ঘ পোশাক পরত
ii. কৃষকরা গ্রামে বাস করত
iii. একক পরিবার চালু ছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৮. সিন্ধুদের প্রিয় অলংকার ছিল যেগুলো- (অনুধাবন)
i. হার
ii. আংটি
iii. বিছা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৬৯. সিন্ধুসভ্যতার লোকজন পোশাক-পরিচ্ছদের জন্য ব্যবহার করত- (অনুধাবন)
i. সুতা
ii. তুলা
iii. পশম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭০. সিন্ধুসভ্যতার মহিলাদের অলংকারের মধ্যে ছিল- (অনুধাবন)
i. হার
ii. বালা
iii. আংটি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

১৭১. সিন্ধু সভ্যতার অর্থনীতি উন্নতি লাভ করেছিল- (অনুধাবন)
i. ধাতু শিল্পে
ii. রেয়ন শিল্পে
iii. বয়ন শিল্পে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭২. সিন্ধু সভ্যতার বণিকরা যেসব অঞ্চলের সাথে বাণিজ্য করত- (অনুধাবন)
i. বেলুচিস্তান
ii. বাংলাদেশ
iii. গুজরাট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৩. সিন্ধু সভ্যতার বণিকরা বাণিজ্যিক যোগাযোগ করত- (প্রয়োগ)
i. পারস্যের সঙ্গে
ii. বেলুচিস্তানের সঙ্গে
iii. আফগানিস্তানের সঙ্গে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৪. সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় ছিল- (অনুধাবন)
i. খাল খনন
ii. পথের ধারে সারিবদ্ধ ল্যাম্পোস্ট
iii. কূপ ও স্নানাগার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭৫. সিন্ধু সভ্যতার লোকেরা যেসব অলংকার তৈরিতে পারদর্শী ছিলেন- (অনুধাবন)
i. তামা
ii. সোনা
iii. আংটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭৬. হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত ২৫০০টি সিল যে কাজে ব্যবহার করা হতো বলে ধারণা করা হয়- (অনুধাবন)
i. রাষ্ট্রীয় কাজে
ii. ধর্মীয় কাজে
iii. বাণিজ্যের কাজে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ১৭৭ ও ১৭৮ নং প্রশ্নের উত্তর দাও :
অঞ্জলি দাদুর অ্যালবামে একটি মূর্তির মাথার ছবি দেখতে পেল। সে আরও দেখল নৃত্যরতা একটি নারী মূর্তি, মাটির তৈরি ছোট ছোট মানুষ আর পশুমূর্তি।

১৭৭. অঞ্জলির দাদু তার অ্যালবামে কিসের নিদর্শন সংরক্ষণ করেছেন? (প্রয়োগ)
[ক] সনাতন ধর্মের
✅ সিন্ধু সভ্যতার
[গ] বৌদ্ধ ধর্মের
[ঘ] গ্রিক সভ্যতার

১৭৮. অঞ্জলি দাদুর অ্যালবামে দেখা নিদর্শন থেকে ধারণা পাবে- (উচ্চতর দক্ষতা)
i. ধর্মীয় অবস্থার
ii. শিল্পের
iii. ভাস্কর্যের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 গ্রিক সভ্যতা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৫
⚛ ‘ইলিয়ড ও ওডিসি’ মহাকাব্যের লেখক হলেন- গ্রিক মহাকবি হোমার।
⚛ পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন- গ্রিক বিজ্ঞানীরা।
⚛ প্রথম গণতন্ত্রের সূচনা হয় প্রাচীন গ্রিসের- এথেন্সে।
⚛ নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন- গ্রীক অধিবাসীরা।
⚛ ইতিহাসের জনক হেরোডোটাস ছিলেন- গ্রীক নাগরিক।
⚛ পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হচ্ছে তা প্রথম ধারণা দেন- গ্রীক বিজ্ঞানীরা।
⚛ ইজিয়ান সভ্যতার নিদর্শন হলো- ট্রয় নগরী।
⚛ সক্রেটিস ছিলেন- গ্রীক সভ্যতার দার্শনিক।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৭৯. ‘ইলিয়ড’ ও ওডিসি’ কোন ধরনের রচনা? (অনুধাবন)
[ক] পত্রকাব্য
✅ মহাকাব্য
[গ] সাহিত্য
[ঘ] কবিতা

১৮০. ঈজিয়ান সভ্যতা আবিষ্কৃত হয় কত শতকে? (জ্ঞান)
[ক] ষোলো
[খ] সতেরো
[গ] আঠারো
✅ উনিশ

১৮১. গ্রিকরা প্রথম অঙ্কন করেন- (অনুধাবন)
[ক] জমির মানচিত্র
✅ পৃথিবীর মানচিত্র
[গ] রোমানদের মানচিত্র
[ঘ] দেশের মানচিত্র

১৮২. গ্রিক সভ্যতা গড়ে উঠে কীভাবে? (অনুধাবন)
✅ ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে
[খ] প্রধান বন্দর নিয়ে
[গ] সমতল ভূমি নিয়ে
[ঘ] ধর্মীয় বিশ্বাস নিয়ে

১৮৩. গ্রিক সভ্যতাকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
✅ দুই
[খ] তিন
[গ] পাঁচ
[ঘ] চার

১৮৪. ক্রিট দ্বীপে কোন সভ্যতার উদ্ভব হয়েছে? (জ্ঞান)
✅ মিনিয়ন সভ্যতা
[খ] ফিনিশীয় সভ্যতা
[গ] এশিয়ান সভ্যতা
[ঘ] ক্যালডীয় সভ্যতা

১৮৫. “মিনিয়ন” সভ্যতার স্থায়ীকাল- (জ্ঞান)
[ক] খ্রিষ্টপূর্ব ৩৫০০-১৪০০ পর্যন্ত
✅ খ্রিষ্টপূর্ব ৩০০০-১৪০০ পর্যন্ত
[গ] খ্রিষ্টপূর্ব ২৫০০-১৫০০ পর্যন্ত
[ঘ] খ্রিষ্টপূর্ব ২৭০০-১২০০ পর্যন্ত

১৮৬. ‘মাইসিনিয়’ সভ্যতার অপর নাম কী? (অনুধাবন)
[ক] হরপ্পা
[খ] মিনিয়ন
[গ] সিন্ধু
✅ এচিয়ান

১৮৭. ‘মাইসিনিয়’ সভ্যতার স্থায়ীকাল- (জ্ঞান)
✅ খ্রিষ্টপূর্ব ১৬০০-১১০০ পর্যন্ত
[খ] খ্রিষ্টপূর্ব ১৬০০-১২০০ পর্যন্ত
[গ] খ্রিষ্টপূর্ব ১৫০০-১১০০ পর্যন্ত
[ঘ] খ্রিষ্টপূর্ব ১৭০০-১৫০০ পর্যন্ত

১৮৮. কয়টি সাগর দ্বারা গ্রিস দেশটি বেষ্টিত? (অনুধাবন)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

১৮৯. প্রাচীন মাইসিনি নগরটি বর্তমান কোন মহাদেশে অবস্থিত? (উচ্চতর দক্ষতা)
[ক] আফ্রিকা
[খ] ওশেনিয়া
[গ] এশিয়া
✅ ইউরোপ

১৯০. গ্রিক সভ্যতার সাথে কতটি সংস্কৃতির নাম জড়িত? (জ্ঞান)
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪

১৯১. গ্রিক উপদ্বীপের প্রধান শহরের নাম কী? (জ্ঞান)
[ক] স্পটো
✅ এথেন্স
[গ] লা প্লটা
[ঘ] বাবেন

১৯২. ‘হেলেনিক সংস্কৃতি’ কোন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে? (জ্ঞান)
[ক] স্পার্টা
✅ এথেন্স
[গ] রেডিয়াটিক
[ঘ] আবাদান

১৯৩. আলেকজান্ডার কোন দেশের নাগরিক? (জ্ঞান)
[ক] ফ্রান্স
✅ গ্রিক
[গ] ইরান
[ঘ] বাংলাদেশ

১৯৪. স্পার্টা নগরীর অবস্থান ছিল কোন অঞ্চলে? (জ্ঞান)
✅ পেলোপনেসাস
[খ] মহেঞ্জোদারো
[গ] আলেকজান্দ্রিয়া
[ঘ] ইরাকে

১৯৫. হেলেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল? (জ্ঞান)
[ক] গ্রিসে
[খ] রোমে
[গ] প্যালেস্টাইনে
✅ আলেকজান্দ্রিয়ায়

১৯৬. স্পার্টা কোথায়? (জ্ঞান)
[ক] মিশরে
✅ গ্রিসে
[গ] রোমে
[ঘ] চীনে

১৯৭. স্পার্টা নগরীর অবস্থান ছিল কোন অঞ্চলে? (জ্ঞান)
✅ পেলোপনেসাস
[খ] মহেঞ্জোদারো
[গ] আলেকজান্দ্রিয়া
[ঘ] ইরাকে

১৯৮. ডোরীয় যোদ্ধারা কত অব্দে স্পার্টা দখল করেছিল? (জ্ঞান)
✅ ৮০০
[খ] ৯০০
[গ] ৭০০
[ঘ] ৬০০

১৯৯. স্পার্টা দখল করেছিল কোন যোদ্ধারা? (জ্ঞান)
✅ ডোরীয়
[খ] ফাছিন
[গ] এম
[ঘ] পেরিও

২০০. পরাজিত অধিবাসীদের কী বলা হতো? (জ্ঞান)
✅ হেলট
[খ] বাঙগা
[গ] পাইরেট
[ঘ] মেনেসা

২০১. স্পার্টার সমাজ তৈরি হয়েছিল কেন? (অনুধাবন)
[ক] সভ্যতার জন্য
[খ] শান্তির জন্য
[গ] উন্নয়নের জন্য
✅ যুদ্ধের জন্য

২০২. স্পার্টানদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে পিছিয়ে থাকার যথার্থ কারণ হলো সামরিক ক্ষেত্রে মনোযোগ। এ অবস্থা রাষ্ট্রকে কোন পথে পরিচালিত করে? (উচ্চতর দক্ষতা)
[ক] গণতন্ত্রের
[খ] অর্থনৈতিক দুর্বলতা
[গ] বাণিজ্য ক্ষেত্রে অমনোযোগিতা
✅ ধ্বংসের

২০৩. প্রাচীন পৃথিবীতে প্রথম গণতন্ত্রের সূচনা হয় কোথায়? (জ্ঞান)
[ক] ক্রিটে
[খ] রোমে
✅ এথেন্সে
[ঘ] স্পার্টায়

২০৪. এথেন্স কোন শতকে রাজতন্ত্রের পরিবর্তে অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয়? (জ্ঞান)
[ক] পাঁচ
[খ] ছয়
✅ সাত
[ঘ] আট

২০৫. সাধারণ মানুষের নামে যে ক্ষমতা নেয়া হয় তাকে বলে- (অনুধাবন)
[ক] বাইরান্ট
✅ টাইরান্ট
[গ] রাখাইন
[ঘ] ব্রাইট

২০৬. প্রাচীন গ্রিসে জনগণের কল্যাণে সর্বপ্রথম কে এগিয়ে আসেন? (জ্ঞান)
✅ সোলন
[খ] পেরিক্লিস
[গ] আলেকজান্ডার
[ঘ] থালেস

২০৭. প্রাচীন গ্রিসের জনগণের কল্যাণে এগিয়ে আসেন কে? (জ্ঞান)
✅ ক্লিসথেনিস
[খ] প্রমিথিউস
[গ] থুকিডাইডেস
[ঘ] এসকাইলাস

২০৮. পেরিক্লিস কে? (জ্ঞান)
[ক] মিশরীয় রাজা
[খ] চীনের দার্শনিক
✅ গ্রিসের রাজা
[ঘ] রোমের সম্রাট

২০৯. প্রাচীন পৃথিবীতে গণতন্ত্রের সূচনা করে কোন রাষ্ট্র? (অনুধাবন)
✅ এথেন্স
[খ] স্পার্টা
[গ] হিব্রুরা
[ঘ] আসিরীয়রা

২১০. পেরিক্লিস কত বছর রাজত্ব করেন? (জ্ঞান)
[ক] ২০
✅ ৩০
[গ] ২৫
[ঘ] ৪০

২১১. কার সময়ে এথেন্স সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে আরোহণ করে? (জ্ঞান)
[ক] দায়িয়ুস
✅ পেরিক্লিস
[গ] ক্লিসথেনিস
[ঘ] পিসিসট্রেটাস

২১২. কত অব্দে এথেন্সে ভয়াবহ মহামারিতে এক-চতুর্থাংশ লোক মারা যায়? (জ্ঞান)
✅ ৪৩০ খ্রিষ্টপূর্বাব্দে
[খ] ৪৪০ খ্রিষ্টপূর্বাব্দে
[গ] ৪২০ খ্রিষ্টপূর্বাব্দে
[ঘ] ৪১০ খ্রিষ্টপূর্বাব্দে

২১৩. কত খ্রিষ্টপূর্বাব্দে মহামারিতে পেরিক্লিস মারা যান? (জ্ঞান)
[ক] ৪২০
✅ ৪৩০
[গ] ৪২৫
[ঘ] ৪৪০

২১৪. কার মৃত্যুর পর এথেন্সের দুর্ভোগ শুরু হয়? (জ্ঞান)
[ক] ক্লিসথেনিস
✅ পেরিক্লিস
[গ] সোলন
[ঘ] টাইরাট

২১৫. স্পার্টা ও এথেন্সের মধ্যে মোট কতবার যুদ্ধ হয়? (জ্ঞান)
✅ তিন
[খ] চার
[গ] দুই
[ঘ] পাঁচ

২১৬. এথেন্সে ও স্পার্টার মধ্যে সংগঠিত যুদ্ধের নাম কী? (জ্ঞান)
[ক] ডেলিয়ান যুদ্ধ
✅ পেলোপনেসিয়ার যুদ্ধ
[গ] স্পার্টার যুদ্ধ
[ঘ] রোমীয় যুদ্ধ

২১৭. ৪৬০ থেকে ৪০৪ খ্রিষ্টপূর্বাব্দে পেলোপনেসীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল কতবার? (জ্ঞান)
✅ ৩ বার
[খ] ৪ বার
[গ] ৫ বার
[ঘ] ৭ বার

২১৮. এথেন্স তার বন্ধুরাষ্ট্রগুলোকে নিয়ে যে জোট গঠন করেছিল তা হচ্ছে- (জ্ঞান)
✅ ডেলিয়ান লীগ
[খ] পেলোপনেসীয় লীগ
[গ] রিপাবলিক লীগ
[ঘ] পেরিক্লিস লীগ

২১৯. স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে যে জোট গঠন করেছিল তা হচ্ছে- (জ্ঞান)
[ক] ডেলিয়ান লীগ
✅ পেলোপনেসীয় লীগ
[গ] রিপাবলিক লীগ
[ঘ] পেরিক্লিস লীগ

২২০. কত অব্দে এথেন্স স্পার্টার অধীনে চলে যায়? (জ্ঞান)
[ক] ৩৬০
[খ] ৩৬৫
[গ] ৩৬৬
✅ ৩৬৯

২২১. ফিলিপ কোন দেশের রাজা? (জ্ঞান)
[ক] আলবেনিয়া
[খ] নেপাল
✅ মেসিডোনের
[ঘ] বুলগেরিয়া

২২২. গ্রিসের সংস্কৃতির নাম কী? (জ্ঞান)
[ক] মিলাহিন
✅ হেলেনীয়
[গ] পেলোনীয়
[ঘ] চাক্কি

২২৩. স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা কত বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করত? (জ্ঞান)
[ক] ছয়
✅ সাত
[গ] পাঁচ
[ঘ] আট

২২৪. ধনী ব্যক্তির ছেলেদের কত বছর পর্যন্ত লেখাপড়া করা লাগত? (জ্ঞান)
[ক] ১৭
✅ ১৮
[গ] ১৯
[ঘ] ২০

২২৫. কোনো সভ্যতায় মেয়েরা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারতনা? (জ্ঞান)
[ক] রোম
✅ গ্রিক
[গ] পারস্য
[ঘ] মেসোপটেমীয়

২২৬. হোমার কে? (জ্ঞান)
✅ গ্রিসের কবি
[খ] ভারতের পণ্ডিত
[গ] মেসোপটেমীয় রাজা
[ঘ] চীনের পুরোহিত

২২৭. ‘ইলিয়ড’ আর ‘ওডিসি’ রচনা করেন কে? (জ্ঞান)
[ক] লিভি
✅ হোমার
[গ] হোরাস ভার্জিল
[ঘ] ওভিদ

২২৮. বিয়োগান্তক নাটকের জনক কে ছিলেন? (জ্ঞান)
[ক] হেমিয়ড
✅ এসকাইলাস
[গ] সাম্পো
[ঘ] হোমার

২২৯. এসকাইলাস রচিত নাটকের নাম কী? (জ্ঞান)
[ক] ওডিসি
[খ] ইলিয়াড
✅ প্রমিথিউস বাউন্ড
[ঘ] প্রোসিডন

২৩০. সোফোক্লিস কোন দেশের শ্রেষ্ঠ নাট্যকার? (জ্ঞান)
[ক] ফ্রান্স
✅ গ্রিস
[গ] সাইপ্রাস
[ঘ] মিশর

২৩১. কে একশটিরও বেশি নাটক লিখেছিলেন? (জ্ঞান)
[ক] এসস্কাইলাস
✅ সফোক্লিস
[গ] হোমার
[ঘ] এরিস্টটল

২৩২. সফোক্লিসের জনপ্রিয় নাটক কোনটি? (জ্ঞান)
[ক] আগামেনন
[খ] প্রমেথুয়াস
✅ আন্তিগনে
[ঘ] রিপাবলিক

২৩৩. ইউরিপিদিস কে ছিলেন? (জ্ঞান)
✅ নাট্যকার
[খ] গল্পকার
[গ] উপন্যাসিক
[ঘ] ছোট গল্পকার

২৩৪. ইতিহাসের জনক কে? (জ্ঞান)
[ক] থুকিডাইসিস
[খ] ফন র‌্যাংকে
✅ হেরোডোটাস
[ঘ] পেরিক্লিস

২৩৫. কাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়? (জ্ঞান)
✅ থুকিডাইডেসকে
[খ] টয়েনবিকে
[গ] জনসনকে
[ঘ] হেরোডোটাসকে

২৩৬. ‘দ্য পেলোপনেসিয়ান ওয়র’ বইটির লেখক কে? (জ্ঞান)
[ক] হেরোডোটাস
✅ থুকিডাইডেস
[গ] হোমার
[ঘ] ফন র‌্যাংকে

২৩৭. গ্রিকদের কতটি দেব-দেবী ছিল? (জ্ঞান)
[ক] ১০
✅ ১২
[গ] ৯
[ঘ] ১৩

২৩৮. গ্রিকদের দেবতার রাজা কে ছিলেন? (জ্ঞান)
[ক] হোমার
[খ] রে
[গ] ওলিয়ড
✅ জিউস

২৩৯. গ্রিকদের প্রধান দেবতার নাম কী? (জ্ঞান)
[ক] অ্যাপেলো
[খ] নেপচুন
[গ] জুপিটার
✅ জিউস

২৪০. গ্রিকদের সূর্য দেবতার নাম কী? (জ্ঞান)
[ক] পোডিসন
✅ অ্যাপোলো
[গ] জিউস
[ঘ] রে

২৪১. গ্রিকদের সাগর দেবতার নাম কী ছিল? (জ্ঞান)
[ক] জিউস
✅ পোসিডন
[গ] অ্যাপোলো
[ঘ] জুপিটার

২৪২. গ্রিকদের জ্ঞানের দেবী কে ছিলেন? (জ্ঞান)
[ক] অ্যাপোলো
[খ] জিউস
✅ এথেনা
[ঘ] পোসিডন

২৪৩. গ্রিক সভ্যতায় প্রথম দিকের দার্শনিক কে ছিলেন? (জ্ঞান)
[ক] একুইনাস
✅ থালেস
[গ] প্লেটো
[ঘ] সক্রেটিস

২৪৪. সর্বপ্রথম সূর্যগ্রহণের ব্যাখ্যা দেন কে? (জ্ঞান)
[ক] প্লেটো
[খ] সক্রেটিস
✅ থালেস
[ঘ] নিমেসিস

২৪৫. গ্রিসের যুক্তিবাদী দার্শনিকদের বলা হতো- (জ্ঞান)
[ক] পলিপসকে
✅ সফিস্টকে
[গ] ডেলফিরকে
[ঘ] হোসিয়াসকে

২৪৬. সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য কী ছিল? (জ্ঞান)
✅ আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা
[খ] সাংস্কৃতিক উন্নয়ন
[গ] অর্থনৈতিক উন্নয়ন
[ঘ] ব্যবসায় উন্নয়ন

২৪৭. প্লেটো কার শিষ্য ছিলেন? (জ্ঞান)
✅ সক্রেটিসের
[খ] এরিস্টটলের
[গ] তালেসের
[ঘ] আলেকজান্ডারের

২৪৮. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? (জ্ঞান)
✅ গ্রিক বিজ্ঞানীরা
[খ] মিশরীয় বিজ্ঞানীরা
[গ] মেসোপটেমীয় বিজ্ঞানীরা
[ঘ] চৈনিক বিজ্ঞানীরা

২৪৯. কারা প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ? (জ্ঞান)
✅ গ্রিকেরা
[খ] মিশরীয়রা
[গ] রোমেরা
[ঘ] সিন্ধুরা

২৫০. সূর্য ও চন্দ্রগহণের কারণ সর্বপ্রথম কারা নির্ণয় করেন? (জ্ঞান)
[ক] মুসলিম জ্যোতিবির্দরা
[খ] পারস্যিক জ্যোতির্বিদরা
✅ গ্রিক জ্যোতির্বিদরা
[ঘ] চৈনিক জ্যোতির্বিদরা

২৫১. পিথাগোরাস কে? (জ্ঞান)
✅ বিখ্যাত গ্রিক গণিতবিদ
[খ] বিখ্যাত গ্রিক দার্শনিক
[গ] বিখ্যাত সুমেরীয় দার্শনিক
[ঘ] মিশরের গণিতবিদ

২৫২. হিপোক্রেটিসের যথেষ্ট খ্যাতি ছিল কিসের জন্য? (অনুধাবন)
[ক] নাটক রচনার জন্য
✅ চিকিৎসা বিজ্ঞানের জন্য
[গ] যুদ্ধ করার কারণে
[ঘ] কবিতা লেখার কারণে

২৫৩. গ্রিকরা কোথায় বড় বড় প্রাসাদ তৈরি করত? (জ্ঞান)
[ক] পাহাড়ের উপর
✅ স্তম্ভের উপর
[গ] মন্দিরের নিকটে
[ঘ] সমতলভূমিতে

২৫৪. ফিদিয়াস অমর হয়ে আছেন কেন? (অনুধাবন)
[ক] নাটক রচনার জন্য
[খ] চিকিৎসা বিজ্ঞানের জন্য
✅ তার ভাস্কর্যের জন্য
[ঘ] কবিতা লেখার জন্য

২৫৫. অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়? (জ্ঞান)
[ক] রোমে
✅ গ্রিসে
[গ] মিশরে
[ঘ] তুরস্কে

২৫৬. গ্রিসে কয় বছর পর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হত? (জ্ঞান)
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ

২৫৭. একটি খেলা গ্রিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে সাহায্য করেছিল। খেলাটির নাম কী? (প্রয়োগ)
[ক] ফুটবল
[খ] দাবা
✅ অলিম্পিক
[ঘ] ক্রিকেট

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫৮. গ্রিক সভ্যতা গড়ে উঠেছে- (অনুধাবন)
i. ক্রিট দ্বীপ নিয়ে
ii. গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ডে
iii. বারমুডা ট্র্যাঙ্গল নিয়ে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫৯. গ্রিক সভ্যতা গড়ে তোলার প্রস্তুতি পর্বে ছিল- (অনুধাবন)
i. মিনীয় সংস্কৃতি
ii. একিয়ান সংস্কৃতি
iii. সাইসেনীয় সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৬০. এথেন্সে জনগণের কল্যাণের জন্য এগিয়ে আসেন যেসব ব্যক্তি- (অনুধাবন)
i. সোলন
ii. ড. ইউনুস
iii. ক্লিসথেনিস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬১. মহাকবি হোমারের গ্রন্থ হচ্ছে- (অনুধাবন)
i. ইলিয়ড
ii. ওডিসি
iii. প্রমিথিউস বাউন্ড

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬২. গ্রিকদের দেবতা হচ্ছে- (অনুধাবন)
i. লাত
ii. পোসিডন
iii. এথেনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৩. গ্রিক সভ্যতায় শিক্ষার মূল উদ্দেশ্য- (জ্ঞান)
i. নিজেকে জানা
ii. আনুগত্য
iii. সৃঙ্খলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬৪. অলিম্পিক খেলায় থাকে- (জ্ঞান)
i. দৌড়ঝাঁপ
ii. মল্লযুদ্ধ
iii. বর্শা ছোঁড়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৫ ও ২৬৬ নং প্রশ্নের উত্তর দাও :
শোভন একটি দেশের শিক্ষাব্যবস্থা পড়ছিল। উক্ত দেশে ধনীর ছেলেদের জন্য ১৮ বছর পর্যন্ত লেখাপড়ার বিধান আছে। তবে কারিগর আর কৃষকের ছেলেরা প্রাথমিক শিক্ষার পর আর কোনো শিক্ষা নিতে পারত না। সেদেশে দাসদের সন্তানদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল।

২৬৫. শোভনের পঠিত শিক্ষানীতির সাথে তোমার পঠিত কোন সভ্যতার শিক্ষানীতির মিল লক্ষণীয়? (প্রয়োগ)
[ক] মিশরীয়
[খ] সিন্ধু
[গ] রোমান
✅ গ্রিক

২৬৬. উক্ত সভ্যতায়- (উচ্চতর দক্ষতা)
✅ মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে লেখাপড়া নিষিদ্ধ ছিল
[খ] মেয়েরা লেখাপড়া জানত না
[গ] নারীশিক্ষা নিষিদ্ধ ছিল
[ঘ] মেয়েরা লেখাপড়া করত না

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৬৭ ও ২৬৮ নং প্রশ্নের উত্তর দাও :
গ্রিসে একটি বিশেষ সময় যুদ্ধ নিষিদ্ধ ছিল। প্রতি ৪ বছর পর পর এ সময়টিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। প্রতিযোগিতায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত।

২৬৭. অনুচ্ছেদে কোন ক্রীড়া প্রতিযোগিতার কথা বলা হয়েছে? (প্রয়োগ)
✅ অলিম্পিক
[খ] ক্রিকেট
[গ] ফুটবল
[ঘ] টেনিস

২৬৮. অনুচ্ছেদের খেলাটি গ্রিক নগরাষ্ট্রগুলোর মধ্যে- (উচ্চতর দক্ষতা)
i. শত্রুতা দমনে ভূমিকা রাখে
ii. সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে
iii. প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

💘 রোমান সভ্যতা 📕 বোর্ড বই, পৃষ্ঠা- ১৮
⚛ ইতালির টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে উঠে তাকে বলে- রোমান সভ্যতা।
⚛ রোম নগরীর প্রতিষ্ঠাতা- লাতিন রাজা রোমিউলাস।
⚛ রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল- জুপিটার।
⚛ বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে- আইন।
⚛ আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে নির্ভরশীল- রোমান আইনেকে উপর।
⚛ রোমানদের স্থাপত্যকীর্তির অন্যতম নিদর্শন- ধর্মমন্দির প্যানথিয়ন।
⚛ সাহিত্যক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায়- অগাস্টাস সিজারের সময়।
⚛ বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন- প্লিনি।
⚛ রোন নগরীর নামকরন করা হয়- রাজা রোমিউলাসের নামানুসারে।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬৯. টাইবার নদী কোথায়? (জ্ঞান)
✅ রোমে
[খ] ভারতে
[গ] সুদানে
[ঘ] চীনে

২৭০. রোমীয় সভ্যতা গড়ে উঠে কীভাবে? (অনুধাবন)
[ক] গ্রিক সভ্যতার জন্য
[খ] সাহারা মরুভূমির জন্য
✅ রোমকে কেন্দ্র করে
[ঘ] ভূমধ্যসাগরকে কেন্দ্র করে

২৭১. রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কখন? (জ্ঞান)
[ক] ৫০০ অব্দে
✅ ৫১০ অব্দে
[গ] ৫১৬ অব্দে
[ঘ] ৫২০ অব্দে

২৭২. রোমান সভ্যতা কত বছর স্থায়ী ছিল? (জ্ঞান)
✅ ৬০০
[খ] ৫০০
[গ] ৭০০
[ঘ] ৪০০

২৭৩. ইতালির দক্ষিণে কোন সাগর? (জ্ঞান)
[ক] লোহিত
✅ ভূমধ্যসাগর
[গ] চিন
[ঘ] আরব

২৭৪. প্রাচীন রোম কৃষিনির্ভর হওয়ার যথার্থ কারণ হলো- (অনুধাবন)
✅ কৃষি বিকাশে সুযোগ
[খ] শ্রমিক প্রতুলতা
[গ] মুনাফা বেশি
[ঘ] কম মজুরি

২৭৫. রোম নগরী প্রতিষ্ঠিত হয় খ্রিষ্টপূর্ব কত অব্দে? (জ্ঞান)
[ক] ৭৫০
[খ] ৭৫১
[গ] ৭৫২
✅ ৭৫৩

২৭৬. রোমান সাম্রাজ্যের পতন হয় কখন? (জ্ঞান)
[ক] ৪৭০ খ্রিষ্টাব্দে
[খ] ৪৭৫ খ্রিষ্টাব্দে
✅ ৪৭৬ খ্রিষ্টাব্দে
[ঘ] ৪৭১ খ্রিষ্টাব্দে

২৭৭. কোন জাতির কাছে রোমের পতন হয়? (জ্ঞান)
✅ জার্মান
[খ] ফরাসি
[গ] ইংরেজ
[ঘ] পর্তুগিজ

২৭৮. ‘B’ কে সাত পর্বতের নগরী বলা হয়। ‘B’ এর সাথে মিল রয়েছে কার? (প্রয়োগ)
✅ রোম
[খ] এথেন্স
[গ] স্পার্টা
[ঘ] আবাদান

২৭৯. রোম নগরীর প্রতিষ্ঠাতা কে? (জ্ঞান)
[ক] iবিন
✅ রোমিউলাস
[গ] রোমিও
[ঘ] রোলান্ড

২৮০. নানা সংস্কারের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে কী বলা যেতে পারে? (উচ্চতর দক্ষতা)
[ক] গণততন্ত্র প্রতিষ্ঠা জটিল কাজ
[খ] রোমের গণতন্ত্র সহজ ছিল
✅ রোমের গণতন্ত্র এক দিনে হয়নি
[ঘ] নাগরিকরা অধিকার বঞ্চিত হয়

২৮১. রাজতন্ত্রের যুগে রোমকে শাসন করতেন কতজন সম্রাট? (জ্ঞান)
✅ সাত
[খ] আট
[গ] পাঁচ
[ঘ] তিন

২৮২. রোমে প্যাট্রিসিয়ান ও প্লিবিয়ানদের মধ্যে সংঘাত চলে কত বছর? (জ্ঞান)
[ক] ১০০
✅ ২০০
[গ] ৩০০
[ঘ] ৪০০

২৮৩. ১২টি রোমান আইন লিখিত হয়েছিল কাদের দাবির মুখে? (জ্ঞান)
[ক] প্যাস্ট্রিসিয়ান
✅ প্লিবিয়ান
[গ] রোমান
[ঘ] ল্যাটিয়াম

২৮৪. রোমে দাস বিদ্রোহের কারণ কী? (অনুধাবন)
✅ অমানুষিক নির্যাতন
[খ] গৃহযুদ্ধ
[গ] অর্থনৈতিক দুর্বলতা
[ঘ] ধনী-দরিদ্র সংঘাত

২৮৫. রোমে কার নেতৃত্বে দাস বিদ্রোহ সংঘটিত হয়? (জ্ঞান)
[ক] কাইরাস
[খ] পেরিক্লিস
✅ স্পার্টাকাস
[ঘ] জুলিয়াস

২৮৬. কত খ্রিষ্টাব্দে অগাস্টাস সিজারের মৃত্যু হয়? (জ্ঞান)
[ক] ১৩
✅ ১৪
[গ] ১৫
[ঘ] ১৭

২৮৭. ‘প্যানথিয়ন’ কী? (জ্ঞান)
[ক] পিরামিড
✅ ধর্মমন্দির
[গ] মসজিদ
[ঘ] গির্জা

২৮৮. কলোসিয়াম কে নির্মাণ করেন? (জ্ঞান)
✅ টিটাস
[খ] হোমার
[গ] লিভি
[ঘ] হার্ডিয়ান

২৮৯. কলোসিয়ামে কত দর্শক বসতে পারত? (জ্ঞান)
✅ ৫৬০০ জন
[খ] ৬০০০ জন
[গ] ৭০ জন
[ঘ] ৫৫০০ জন

২৯০. পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা কোথায় তৈরি হয়েছিল? (জ্ঞান)
[ক] চীনে
[খ] গ্রিসে
[গ] পারস্যে
✅ রোমে

২৯১. রোমানদের মধ্যে কে বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন? (অনুধাবন)
[ক] পাণিনি
✅ প্লিনি
[গ] সেলমাস
[ঘ] গ্যালেন

২৯২. রোমানদের কোন সম্রাট খ্রিষ্টান ধর্মগ্রহণ করেন? (জ্ঞান)
✅ কন্সটানটাইন
[খ] ভেনাস
[গ] সিসেরো
[ঘ] গ্যালেন

২৯৩. কোন ক্ষেত্রে রোমানরা সবচেয়ে বড় অবদান রেখেছিল? (অনুধাবন)
✅ আইন
[খ] বিজ্ঞান
[গ] অর্থনীতি
[ঘ] ইতিহাস

২৯৪. সর্বপ্রথম সম্পূর্ণ রোমান আইন সংকলন করেন- (জ্ঞান)
[ক] সম্রাট হাড্রিয়ান
[খ] হাম্মুরাবি
✅ সম্রাট জাস্টিনিয়ান
[ঘ] কনফুসিয়াস

২৯৫. রোমান আইন সংকলিত হয় কয়টি ব্রোঞ্জপাতে? (জ্ঞান)
[ক] ১৬
[খ] ২২
✅ ১২
[ঘ] ৯

২৯৬. রোমান আইনকে কয়টি শাখায় ভাগ করা যায়? (জ্ঞান)
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

২৯৭. সভ্যতায় রোমানদের সবচেয়ে বড় অবদান- (জ্ঞান)
[ক] সাহিত্যের ক্ষেত্রে
✅ আইনশাস্ত্রে
[গ] দর্শনশাস্ত্রে
[ঘ] বিজ্ঞানশাস্ত্রে

২৯৮. আধুনিক বিশ্ব কোন আইনের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল? (জ্ঞান)
✅ রোমান আইন
[খ] গ্রিক আইন
[গ] সুমেরীয় আইন
[ঘ] মেসোপটেমীয় আইন

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৯৯. প্রাচীন রোম কৃষিনির্ভর ছিল বিধায়- (অনুধাবন)
i. কৃষিশিল্পে উন্নত ছিল
ii. অনুপ্রেবেশকারীদের উৎপাত ছিল
iii. অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করতে গিয়ে যোদ্ধা জাতিতে পরিণত হয়েছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০০. রোমান সভ্যতায় ‘প্লিবিয়ান’ বলা হতো- (অনুধাবন)
i. কারিগর শ্রেণিকে
ii. বণিক শ্রেণিকে
iii. ক্ষুদ্র কৃষক শ্রেণিকে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৩০১. রোমান প্রজাতন্ত্রের পতনের পর জনগণ বিভক্ত হয়ে পড়ে। যেমন- (অনুধাবন)
i. নিরোক্রিসিয়ান
ii. প্যাট্রিসিয়ান
iii. প্লিবিয়ান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০২. স্টোয়িকবাদের দর্শনের উন্নতিতে অবদান ছিল- (অনুধাবন)
i. সেনেকার
ii. এপিকটেটাসের
iii. মার্কাস আরেলিয়াসের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩০৩. জনগণের প্রয়োজনের কথা বিবেচনা করে রোমান আইন পুনর্বিন্যাস করা হয়। এ রোমান আইন আধুনিক আইন শাস্ত্রের ভিত্তিমূল হিসেবে মূল্যায়ন করা হয়। কারণ এটি ছিল- (উচ্চতর দক্ষতা)
i. নিরপেক্ষ
ii. উদার
iii. মানবিক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা MCQ | অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০৪ ও ৩০৫ নং প্রশ্নের উত্তর দাও :
আধুনিক ইতালিতে একটি প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটেছিল। সে সভ্যতার লোকেরা আইনের বিকাশ ঘটিয়েছিল। এছাড়া ঐ সভ্যতার লোকেরা, স্থাপত্য, ভাস্কর্য ও সাহিত্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।

৩০৪. অনুচ্ছেদে কোন সভ্যতার ইঙ্গিত প্রদান করা হয়েছে? (প্রয়োগ)
[ক] গ্রিক সভ্যতা
✅ রোমান সভ্যতা
[গ] মিসরীয় সভ্যতা
[ঘ] হিব্রু সভ্যতা

৩০৫. উক্ত সভ্যতা আইনের যে বিষয়গুলোর বিকাশে ভূমিকা রেখেছিল- (উচ্চতর দক্ষতা)
i. মানবিক আইন
ii. কঠোর সাম্যের বিধান
iii. তাম্রপাতে আইন সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Post a Comment (0)
Previous Post Next Post