HSC সিরাজউদ্দৌলা নাটক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর pdf download

একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র নাটক গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sirajuddaula Natok Srijonshil Question and Answer. Sirajuddoula Natok Srijonshil Proshno O Uttor for HSC Exam Preparation. HSC Sirajuddaula Drama Knowledge Questions Answers pdf download.

বাংলা সহপাঠ নাটক
সিরাজউদ্দৌলা
সিকান্দার আবু জাফর

বাছাইকৃত অতিরিক্ত
ক. জ্ঞানমূলক প্রশ্ন

১. সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: সিকান্দার আবু জাফর ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন।

২. সিকান্দার আবু জাফর কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: সিকান্দার আবু জাফর সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন।

৩. সিকান্দার আবু জাফরের পিতার নাম কী?
উত্তর: সিকান্দার আবু জাফরের পিতার নাম সৈয়দ মঈনুদ্দীন হাশেমী।

৪. সিকান্দার আবু জাফরের মাতার নাম কী?
উত্তর: সিকান্দার আবু জাফরের মাতার নাম জোবেদা খানম।

৫. সিকান্দার আবু জাফরের প্রকৃত বা আসল নাম কী?
উত্তর: সিকান্দার আবু জাফরের প্রকৃত নাম হাশেমী বখত।

৬. সিকান্দার আবু জাফরের পূর্বপুরুষ কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তর: সিকান্দার আবু জাফরের পূর্ব পুরুষ পেশোয়ারের অধিবাসী ছিলেন।

৭. সিকান্দার আবু জাফরের কৈশোর কেটেছে কোথায়?
উত্তর: সিকান্দার আবু জাফরের কৈশোর কেটেছে খুলনা জেলার তালা গ্রামে।

৮. কোন স্কুল থেকে সিকান্দার আবু জাফর এন্ট্রান্স পরীক্ষায় অংশ গ্রহণ করেন?
উত্তর: তালা বি. ডি. ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে সিকান্দার আবু জাফর এন্ট্রান্স পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

৯. আবু জাফর কবি নজরুলের কোন পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
উত্তর: আবু জাফর কবি নজরুলের ‘দৈনিক নবযুগ' পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন।

১০. সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: সিকান্দার আবু জাফর ‘সমকাল' সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন।

১১. মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফরের সম্পাদনায় কোন পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় থেকে সিকান্দার আবু জাফরের সম্পাদনায় সাপ্তাহিক ‘অভিযান' পত্রিকা প্রকাশিত হয়।

১২. সিকান্দার আবু জাফর কত তারিখে মারা যান?
উত্তর: ‘সিকান্দার আবু জাফর ১৯৭৫ সালের ৫ই আগস্ট মারা যান।

১৩. সিরাজউদ্দৌলা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা' নাটকটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।

১৪. সিরাজউদ্দৌলার ট্র্যাজিক ইতিহাস নিয়ে প্রথম নাটক রচনা করেন কে?
উত্তর: সিরাজউদ্দৌলার ট্র্যাজিক ইতিহাস নিয়ে প্রথম নাটক রচনা করেন গিরিশচন্দ্র ঘোষ।

১৫. ‘সিরাজউদ্দৌলা' নাটকে কয়টি অঙ্ক আছে?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা' নাটকে চারটি অঙ্ক আছে।

১৬. কত সালে ‘পলাশী যুদ্ধ' সংঘটিত হয়?
উত্তর: ১৭৫৭ সালে ‘পলাশী যুদ্ধ' সংঘটিত হয়।

১৭. ক্লেটন বেঈমান বলে থামিয়ে দেয়।
উত্তর: ক্লেটন ওয়ালী খানকে বেঈমান বলে থামিয়ে দেয়।

১৮. কে ইংরেজদের হয়ে যুদ্ধ করেছেন কোম্পানির টাকার জন্য?
উত্তর: ওয়ালী খান ইংরেজদের হয়ে যুদ্ধ করেছেন কোম্পানির টাকার জন্য।

১৯. জর্জ হলওয়েল কার পতনের সংবাদ ক্যাপ্টেন ক্লেটনকে পৌঁছে দেন?
উত্তর: জর্জ হলওয়েল এনসাইন পিকার্ডের পতনের সংবাদ ক্যাপ্টেন ক্লেটনকে পৌঁছে দেন।

২০. নবাব সৈন্যরা কোন ছাউনী ছারখার করে দিয়েছে?
উত্তর: নবাব সৈন্যরা পেরিন্স পয়েন্টের ছাউনী ছারখার করে দিয়েছে।

২১. কে নবাব ছাউনীতে খবর পাঠিয়েছে?
উত্তর: উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনীতে খবর পাঠিয়েছে।

২২. কারা শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যার স্রোতের মতো ছুটে আসছিল?
উত্তর: নবাবের গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যার স্রোতের মতো ছুটে আসছিল।

২৩. কে গর্ভনর রজার ড্রেকের সাথে পরামর্শ করে আত্মসমর্পণের কথা বলেন?
উত্তর: হলওয়েল গর্ভনর রজার ড্রেকের সাথে পরামর্শ করে আত্মসমর্পণের কথা বলেন।

২৪. নবাব সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলার সেনাধ্যক্ষ ছিলেন রাজা মানিকচাঁদ।

২৫. কে গভর্নর ড্রেুকের ধ্বংস দেখতে চান?
উত্তর: উমিচাঁদ গর্ভনর ড্রেকের ধ্বংস দেখতে চান।

২৬. বৃটিশ পক্ষে কে যুদ্ধ করে জীবন দিতে প্রতিজ্ঞা করেছিল?
উত্তর: বৃটিশ পক্ষে ক্যাপ্টেন ক্লেটন যুদ্ধ করে জীবন দিতে প্রতিজ্ঞা করেছিল।

২৭. “বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা।” এ সংলাপটি কার?
উত্তর: “বৃটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা”- এ সংলাপটি উমিচাঁদের।

২৮. মিরন কাকে নৃত্য গীতের অভিনয়ে বিভ্রান্ত করতে চান?
উত্তর: মিরন মোহনলালকে নৃত্যগীতের অভিনয়ে বিভ্রান্ত করতে চান।

২৯. উমিচাঁদ জর্জ হলওয়েলকে দুর্গ প্রাচীরে কী রঙের নিশান উড়িয়ে দিতে বলেন?
উত্তর: উমিচাঁদ জর্জ হলওয়েলকে দুর্গ প্রাচীরে সাদা রঙের নিশান উড়িয়ে দিতে বলেন।

৩০. কারা গঙ্গার দিকটার ফটক ভেঙে পালিয়ে গেছে?
উত্তর: একদল ডাচ সৈন্য গঙ্গার দিকটার ফটক ভেঙে পালিয়ে গেছে।

৩১. কে হলওয়েলকে কোম্পানির ঘুষখোর ডাক্তার বলেছেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা হলওয়েলকে কোম্পানির ঘুষখোর ডাক্তার বলেছেন।

৩২. “বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধা ইংরেজ পেলো কোথা থেকে আমি তার কৈফিয়ত চাই।” এ সংলাপটি কার?
উত্তর: “বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধা ইংরেজ পেলো কোথা থেকে আমি তার কৈফিয়ত চাই।” এ সংলাপটি নবাব সিরাজউদ্দৌলার।

৩৩. ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করেছিল?
উত্তর: ইংরেজরা কাশিমবাজার কুঠিতে গোপনে অস্ত্র আমদানি করেছিল।

৩৪. ওয়াটসন নবাবের অভিযোগগুলো কার কাছে পেশ করবে?
উত্তর: ওয়াটসন নবাবের অভিযোগগুলো কাউন্সিলের কাছে পেশ করবে।

৩৫. নবাব কাদের ধৃষ্টতার জন্য তাদের বাণিজ্য করার অধিকার প্রত্যাহার করে?
উত্তর: নবাব ইংরেজদের ধৃষ্টতার জন্য তাদের বাণিজ্য করার অধিকার প্রত্যাহার করে।

৩৬. কে ইংরেজদের এদেশে বাণিজ্য করার অনুমাতি দিয়েছেন?
উত্তর: নবাব আলীবর্দী খাঁন ইংরজদের এ দেশে বাণিজ্য করার অনুমতি দিয়েছেন।

৩৭. মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের কোন কমিটির সাথে পত্রালাপ করে?
উত্তর: মাদ্রাজে বসে ক্লাইভ লন্ডনের 'ঝবপৎবঃ ঈড়সসরঃঃবব' - র সাথে পত্রালাপ করে।

৩৮. সিরাজের বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে বসে কারা ষড়যন্ত্র করেছে?
উত্তর: সিরাজের বিরুদ্ধে ইংরেজ পক্ষ ফোর্ট উইলিয়াম দুর্গে বসে ষড়যন্ত্র করেছে।

৩৯. ইংরেজরা কাকে শাসনক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে দিয়েছে?
উত্তর: ইংরেজরা কর্ণাটকে শাসনক্ষমতা করায়ত্ত করে অবাধ লুটতরাজের পথ পরিষ্কার করে দিয়েছে।

৪০. সিরাজ কার বাড়ি কামানের গোলায় রায়দুর্লভকে উড়িয়ে দিতে বলেন?
উত্তর: সিরাজ গভর্নর ড্রেকের বাড়ি কামানের গোলায় রায়দুলর্ভকে উড়িয়ে দিতে বলেন।

৪১. সিরাজ রায়দুলর্ভকে কোথায় আগুন ধরিয়ে দিতে নির্দেশ দেন?
উত্তর: সিরাজ রায়দুর্লভকে গোটা ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরিয়ে দিতে নির্দেশ দেন।

৪২. নবাব কাদের কাছে সওদা বিক্রি করতে নিষেধ করেন?
উত্তর: নবাব দোকানদারকে সওদা বিক্রি করতে ইংরেজদের কাছে নিষেধ করেন।

৪৩. নবাব কাকে কোম্পানি ও প্রত্যেকটি ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন?
উত্তর: নবাব রায়দুর্লভকে কোম্পানি ও ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।

৪৪. নবাব কোথায় মসজিদ তৈরির নির্দেশ দেন?
উত্তর: নাসারার দুর্গে নবাব মসজিদ তৈরির নির্দেশ দেন।

৪৫. উমিচাঁদ কার মুক্তির জন্য সিরাজের কাছে অনুরোধ করেন?
উত্তর: উমিচাঁদ কৃষ্ণবল্লভের মুক্তির জন্য সিরাজের কাছে অনুরোধ করেন।

৪৬. সিরাজ কোথায় ফিরে গিয়ে বন্দিদের বিচার করবে?
উত্তর: সিরাজ মুর্শিদাবাদে ফিরে গিয়ে বন্দিদের বিচার করবে।

৪৭. সিরাজ কোথা থেকে ইংরেজদের বিতাড়িত করেন?
উত্তর: সিরাজ কলকাতা থেকে ইংরেজদের বিতাড়িত করেন।

৪৮. ‘অদৃষ্টের পরিহাস তাই ভুল করেছিলাম।' এ সংলাপটি কার?
উত্তর: ‘অদৃষ্টের পরিহার তাই বুল করেছিলাম।' এ সংলাপটি ঘসেটি বেগমের।

৪৯. কলকাতা থেকে তাড়া খেয়ে ড্রেক, হ্যারি, মার্টিনরা আশ্রয় নিয়েছে?
উত্তর: কলকাতা থেকে তাড়া খেয়ে ড্রেক, হ্যারি, মার্টিনরা জাহাজে আশ্রয় নিয়েছে।

৫০. কিলপ্যাট্রিক কোথা থেকে ফিরে এসেছে?
উত্তর: কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে ফিরে এসেছে।

৫১. পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পলাশী ভাগীরথী নদীর তীরে অবস্থিত।

৫২. কিলপ্যাট্রিক কতজন সৈন্য নিয়ে জাহাজে হাজির হয়েছেন?
উত্তর: কিলপ্যাট্রিক ২৫০ জন সৈন্য নিয়ে জাহাজে হাজির হয়েছেন।

৫৩. ইংরেজদের মূল দামের চেয়ে কতগুণ বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয়?
উত্তর: ইংরেজদের মূল দামের চেয়ে চারগুণ বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনতে হয়।

৫৪. কার হটকারিতার জন্য ইংরেজ সৈন্যদের দুর্ভোগ?
উত্তর: ড্রেকের হটকারিতার জন্য ইংরেজ সৈন্যদের দুর্ভোগ।

৫৫. কিলপ্যাট্রিক এবং মার্টিন কোম্পানির কত টাকা বেতনের কর্মচারী ছিল?
উত্তর: কিলপ্যাট্রিক এবং মার্টিন কোম্পানির সত্তর টাকা বেতনের কর্মচারী ছিল।

৫৬. ‘ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থ বদলে গেছে আপনার কাছে'- এ সংলাপটি কার?
উত্তর: ‘ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থ বদলে গেছে আপনার কাছে'- এ সংলাপটি মার্টিনের।

৫৭. কে কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছেন?
উত্তর: উমিচাঁদ কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছেন।

৫৮. ভাগীরথী নদীর দু পাশে কোন জিনিস ছিল?
উত্তর: ভাগীরথী নদীর দু পাশে ঘনজঙ্গল ছিল।

৫৯. হলওয়েল অনুমতি পেলে জঙ্গল কেটে কী বসানোর কথা বলে?
উত্তর: হলওয়েল অনুমতি পেলে জঙ্গল কেটে হাট-বাজার বসানোর কথা বলে।

৬০. কারা ইংরেজদের সঙ্গে ব্যবসা করতে চায়?
উত্তর: নেটিভরা ইংরেজদের সঙ্গে ব্যবসা করতে চায়।

৬১. কে চিরকালই ইংরেজদের বন্ধু?
উত্তর: ড্রেক চিরকালই ইংরেজদের বন্ধু।

৬২. কে ইংরেজদের কলকাতায় ব্যবসা করার অনুমতি দিয়েছে?
উত্তর: মানিকচাঁদ ইংরেজদের কলকাতায় ব্যবসা করার অনুমতি দিয়েছে।

৬৩. কত টাকা উৎকোচের বিনিময়ে মানিকচাঁদ ইংরেজদের কলকাতায় ব্যবসার অনুমতি দেন?
উত্তর: ১২, ০০০ টাকা উৎকোচের বিনিময়ে ইংরেজদের কলকাতায় ব্যবসার অনুমতি দেন।

৬৪. ড্রেক কোথা থেকে বাংলাদেশে এসেছে?
উত্তর: ড্রেক লাহোর থেকে বাংলাদেশে এসেছে।

৬৫. মানিকচাঁদের কাছে ব্যবসার অনুমতি নেবার জন্য উমিচাঁদ কত টাকা ড্রেকের কাছে দাবি করে?
উত্তর: মানিকচাঁদকে রাজি করানোর জন্য উমিচাঁদ ১৭০০০ টাকা ড্রেকের কাছে দাবি করে।

৬৬. কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে?
উত্তর: শওকত জঙ্গ নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে।

৬৭. ঘসেটি বেগম কাকে অচেনা মেহমান বলেছে।
উত্তর: ঘসেটি বেগম রাইসুল জুহালাকে অচেনা মেহমান বলেছে।

৬৮. কে নিজের স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিপদের ঝুঁকি নিতে নারাজ?
উত্তর: জগৎশেঠ নিজের স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিপদের ঝুঁকি নিতে নারাজ।

৬৯. ঘসেটি বেগম কাকে ধনকুবের বলেছেন?
উত্তর: ঘসেটি বেগম জগৎশেঠকে ধনকুবের বলেছেন।

৭০. সিরাজের মতে, চারদিকে ষড়যন্ত্রের জালের মধ্যে কার প্রাসাদের বাইরে থাকাটা নিরাপদ নয়?
উত্তর: সিরাজের মতে, ঘসেটি বেগমের প্রাসাদের বাইরে কথাটা নিরাপদ নয়।

৭১. কী অমান্য করা রাজদ্রোহিতার শামিল?
উত্তর: নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার শামিল।

৭২. কে নবাবের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ছিলেন?
উত্তর: মোহনলাল নবাবের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ছিলেন।

৭৩. ঘসেটি বেগম সম্পর্কে নবাবের কী হতেন?
উত্তর: ঘসেটি বেগম সম্পর্কে নবাবের খালা হতেন।

৭৪. নবাব কার কাছে প্রজাদের জুলুমের জন্য কৈফিয়ৎ চেয়েছে?
উত্তর: নবাব ওয়াটসের কাছে প্রজাদের জুলুমের জন্য কৈফিয়ৎ চেয়েছে।

৭৫. লবণের ইজারাদার কে?
উত্তর: লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজ।

৭৬. কলকাতায় ওয়াটস এবং ক্লাইভ কীসের সন্ধি গোপন কয়েছে?
উত্তর: কলকাতায় ওয়াটস এবং ক্লাইভ আলীনগরের সন্ধি গোপন করেছে।

৭৭. ‘দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব।’- এ সংলাপটি কার?
উত্তর: ‘দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব।'- এ সংলাপটি মিরজাফরের।

৭৮. মিরজাফর কোন জিনিস ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল?
উত্তর: মিরজাফর কুরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল।

৭৯. কে অগ্নিগিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছে?
উত্তর: মিরজাফর অগ্নিগিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়ার জন্য তৈরি হচ্ছে।

৮০. মোহনলাল তলোয়ার নিয়ে সামনে দাঁড়ালে কার চোখে কেয়ামতের ছবি ভেসে উঠেছিল?
উত্তর: মোহনলাল তলোয়ার নিয়ে সামনে দাঁড়ালে মিরজাফরের চোখে কেয়ামতের ছবি ভেসে ওঠেছিল।

৮১. মানিক চাঁদ কত টাকা খেসারত দিয়ে মুক্তি পেয়েছিল?
উত্তর: মানিক চাঁদ দশলক্ষ টাকা খেসারত দিয়ে মুক্তি পেয়েছিল।

৮২. জগৎশেঠের মতে, কার অদৃষ্টে ও বিপদ ঘনিয়ে এসেছে?
উত্তর: জগৎশেঠের মতে, নন্দকুমারের অদৃষ্টে বিপদ ঘনিয়ে এসেছে।

৮৩. কার একটি দিন মাত্র মসনদে বসবার বড় আকাঙক্ষা?
উত্তর: মিরজাফরের একটি দিন মাত্র মসনদে বসবার বড় আকাঙ্ক্ষা।

৮৪. কার গুপ্তচর মিরনের জীবনকে অসম্ভব করে তুলেছে?
উত্তর: মোহনলালের গুপ্তচর মিরনের জীবনকে অসম্ভব করে তুলেছে।

৮৫. কে নাচ-গানে মশগুল থাকতেই ভালোবাসে?
উত্তর: মিরন নাচ-গানে মশগুল থাকতেই ভালোবাসে।

৮৬. কার অনুপস্থিতির জন্য কোম্পানির সঙ্গে চুক্তি সম্ভব নয়?
উত্তর: উমিচাঁদের অনুপস্থিতির জন্য কোম্পানির সঙ্গে চুক্তি সম্ভব নয়।

৮৭. মিরজাফর কাকে কালকেউটে বলেছেন?
উত্তর: মিরজাফর উমিচাঁদকে কালকেউটে বলেছেন।

৮৮. “নবাবকে আমার কোনো ভয় নেই। কারণ সে আমাকে কিছুই করতে পারবে না। ”- এ সংলাপটি কার?
উত্তর: “নবাবকে আমার কোনো ভয় নেই। কারণ সে আমাকে কিছুই করতে পারবে না। ”- এ সংলাপটি রবার্ট ক্লাইভের।

৮৯. “আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায়।” - এ সংলাপটি কার?
উত্তর: “আজ নবাবকে ডোবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন না তা কি বিশ্বাস করা যায়।”- এ সংলাপটি রবার্ট ক্লাইভের।

৯০. চুক্তি অনুসারে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি কত টাকা পাবে?
উত্তর: চুক্তি অনুসারে সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি এক কোটি টাকা পাবে।

৯১. চুক্তি অনুযায়ী ক্লাইভ কত টাকা পাবে?
উত্তর: চুক্তি অনুযায়ী ক্লাইভ দশ লক্ষ টাকা পাবে।

৯২. চুক্তি অনুযায়ী কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ কত টাকা পাবেন?
উত্তর: চুক্তি অনুযায়ী কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ সত্তর লক্ষ টাকা পাবেন।

৯৩. চুক্তি অনুযায়ী মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালাবে কে?
উত্তর: চুক্তি অনুযায়ী মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালাবে কোম্পানি।

৯৪. “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে”- এ সংলাপটি কার?
উত্তর: “আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।” - এ সংলাপটি রবার্ট ক্লাইভের।

৯৫. সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নিসা।

৯৬. সিরাজউদ্দৌলার মাতার নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার মাতার নাম আমিনা বেগম।

৯৭. সিরাজউদ্দৌলা কার নিকট থেকে টাকা ধার নিয়েছিল?
উত্তর: সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমের নিকট থেকে টাকা ধার নিয়েছিল।

৯৮. সিরাজকে ক্ষমতাচ্যুত করতে পারলে কে সবচেয়ে বেশি খুশি হবে?
উত্তর: সিরাজকে ক্ষমতাচ্যুত করতে পারলে ঘসেটি বেগম সবচেয়ে বেশি খুশি হবে।

৯৯. পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কত জন সৈন্য ছিল?
উত্তর: পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে তিন হাজার সৈন্য ছিল।

HSC সিরাজউদ্দৌলা নাটক জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (বাংলা সহপাঠ)

১০০. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কতজন সৈন্য ছিল?
উত্তর: নবাবের পক্ষে পঞ্চাশ হাজারের বেশি সৈন্য ছিল।

১০১. পলাশীর যুদ্ধে ইংরেজদের কামান ছিল কতটি?
উত্তর: পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কামান ছিল দশটি।

১০২. পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে কামান ছিল কতটি?
উত্তর: পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে পঞ্চাশটির বেশি কামান ছিল।

১০৩. কোন রোগে এক্রামউদ্দৌলার মৃত্যু ঘটে?
উত্তর: বসন্ত রোগে এক্রামউদ্দৌলার মৃত্যু ঘটে।

১০৪. মোহনলাল কোথায় ফিরে সিরাজকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে বলে?
উত্তর: মোহনলাল মুর্শিদাবাদে ফিরে সিরাজকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে বলে।

১০৫. কার শেষ যুদ্ধ পলাশীতেই?
উত্তর: মোহনলালের শেষ যুদ্ধ পলাশীতেই।

১০৬. সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর ছিলেন নারান সিং।

১০৭. সিরাজের মতে, কার হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের মত লুপ্ত হয়ে যাবে?
উত্তর: সিরাজের মতে, ক্লাইভের হাতে রাজধানীর পতন হলে এদেশের স্বাধীনতা চিরকালের জন্য লুপ্ত হয়ে যাবে।

১০৮. সিরাজউদ্দৌলার নানার নাম কী?
উত্তর: সিরাজউদ্দৌলার নানার নাম আলীবর্দী খান।

১০৯. সিরাজের শ্বশুরের নাম কী?
উত্তর: সিরাজের শ্বশুরের নাম মহম্মদ ইরিচ খাঁ।

১১০. দরবার কাকে কুর্নিশ করবার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে?
উত্তর: দরবার মিরজাফরকে কুর্নিশ করবার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছে।

১১১. কে মিরজাফরকে হাত ধরে তুলে না দিলে মসনদে বসবে না?
উত্তর: রবার্ট ক্লাইভ মিরজাফরকে হাত ধরে তুলে না দিলে মসনদে বসবে না।

১১২. মিরজাফর বাংলার মসনদের জন্য কার কাছে ঋণী?
উত্তর: মিরজাফর বাংলার মসনদের জন্য ক্লাইভের কাছে ঋণী।

১১৩. ‘সিরাজউদ্দৌলা' নাটকে কে আত্মহত্যা করতে চায়?
উত্তর: ‘সিরাজউদ্দৌলা' নাটকে উমিচাঁদ আত্মহত্যা করতে চায়।

১১৪. ২৪ পরগনায় মোট কত টাকা বার্ষিক জমিদারী আয় হতো?
উত্তর: ২৪ পরগনায় মোট চার লক্ষ টাকার বার্ষিক জমিদারী আয় হতো।

১১৫. সিরাজউদ্দৌলা কোন সৈন্যদের হাতে বন্দি হয়েছেন?
উত্তর: সিরাজউদ্দৌলা মির কাশেমের সৈন্যদের হাতে বন্দি হয়েছেন।

১১৬. সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হয়েছেন?
উত্তর: সিরাজউদ্দৌলা ভগবানগোলায় বন্দি হয়েছেন।

১১৭. বন্দি সিরাজউদ্দৌলাকে কোন কয়েদখানায় রাখা হয়?
উত্তর: বন্দি সিরাজউদ্দৌলাকে জাফরাগঞ্জের কয়েদখানায় রাখা হয়।

১১৮. কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়?
উত্তর: মিরনের নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়।

১১৯. কে সিরাজউদ্দৌলাকে হত্যা করে?
উত্তর: মোহাম্মদি বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে।

১২০. কত টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করে?
উত্তর: দশ হাজার টাকার বিনিময়ে মোহাম্মদি বেগ সিরাজকে হত্যা করে।

১২১. কী দিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়?
উত্তর: ছুরিকাঘাতে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়।

১২২. সিরাজউদ্দৌলা কোন জাতীয় নাটক?
উত্তর: সিরাজউদ্দৌলা ঐতিহাসিক নাটক।

১২৩. মিরজাফরের দরবারে আসতে বিলম্ব দেখে অমাত্যরা কীসে লিপ্ত ছিল?
উত্তর: মিরজাফরের দরবারে আসতে বিলম্ব দেখে অমাত্যরা কৌতুকে লিপ্ত ছিল।

১২৪. ড্রেক কাকে কয়েদখানায় বন্দির হুমকি দেয়?
উত্তর: ড্রেক মার্টিনকে কয়েদখানায় বন্দির হুমকি দেয়।

১২৬. ঘসেটি বেগম আমেনা বেগমের কোন পুত্রকে পোষ্যপুত্র রাখেন?
উত্তর: ঘসেটি বেগম আমেনা বেগমের এক্রাম-উ- দ্দৌলাকে পোষ্যপুত্র রাখেন।

১২৭. সিরাজউদ্দৌলা কার পরামর্শে কোম্পানিকে লবণের ইজারাদারী দিয়েছে?
উত্তর: সিরাজউদ্দৌলা মিরজাফরের পরামর্শে কোম্পানিকে লবণের ইজারাদারী দিয়েছে।

১২৮. নৃত্য গীতের অভিনয়ে পটু ছিলেন কে?
উত্তর: নৃত্য গীতের অভিনয়ে পটু ছিলেন মিরন।
Post a Comment (0)
Previous Post Next Post